Kashmir border tour 2024, visit mughal road, peer ki gali
Вставка
- Опубліковано 30 лис 2024
- #kashmir border tourism
#কাশ্মীর বর্ডার ট্যুরিজম
যেহেতু বর্ডার এরিয়া এবং খুব কাছেই POK, তাই টিটোয়াল, কেরন, মচ্ছল যাওয়ার জন্য আপনাকে পারমিশন নিতে হবে অন লাইনে অথবা অফ লাইনে ওখানে গিয়ে। তবে সময় সংক্ষেপ করার জন্য অন লাইনে করাই সুবিধা জনক, যদিও অন লাইন পারমিটের কপি নিয়ে আপনাকে যে এলাকায় যাবেন সেখানকার sdm অফিসে বা পুলিশ স্টেশনে অথবা দুজায়গাতেই গিয়ে অ্যাপ্রুভাল নিতে হবে।
যেমন শুধুমাত্র টিটোয়াল এর জন্য Tangdhar পুলিশ স্টেশন এ গেলেই হবে। কিন্তু তার সাথে শেষ গ্রাম semari যোগ করলে অন লাইন পারমিশন এর কপি নিয়ে প্রথমে Tangdhar SDM office এ গিয়ে exicutive magistrate কে দিয়ে forward করিয়ে নিয়ে police station যেতে হবে, ওখানে verification হলে ঐ copy নিয়ে আবার SDM অফিসে গেলে e. m. ফাইনাল approval দেবেন।
কেরন এর জন্য কার্লপোরা পুলিশ স্টেশন এ পারমিশন এর কপি নিয়ে গেলে ওনারাই করে দেবেন।
উরি কামান পোষ্ট যাওয়ার সময় লালপুলের আগে শেষ আর্মী পোস্টে সবার আধার কার্ড দেখিয়ে কম্পিউটারে e-pass বানিয়ে দেবে।
আর কোথাও কোনো পারমিশন লাগে না, তবে প্রত্যেকের আধার কার্ড অবশ্যই রাখতে হবে।
শুনতে একটু দেরী লাগলেও, কার্যক্ষেত্রে খুব একটা দেরী হয় না।
এগুলো সব বিনা পয়সায় হয়ে যাবে, কাউকে এর জন্য একটা পয়সাও দিতে হবে না।
প্রতিটা পারমিশন এর 7/8টা জেরক্স কপি রাখতে হবে। কারন কপিগুলি বিভিন্ন চেকপোস্টে দিতে হবে।
অন লাইনে পারমিশন এর জন্য
epass.kupwara....
মচ্ছল ভ্যালির পারমিশন থাকলেও আর্মীরা সন্তুষ্ট না হলে বা মনে করে তাহলে আপনাদের যেতে দিতে নাও পারে। তৃতীয় চেক পোষ্ট মচ্ছল গ্রামে ঢোকার আগে আটকে দিল কিছুতেই ছাড়েনা। কপাল ভালো মচ্ছল গ্রামের সরপন্চ হাবিবুল্লা সাহেব কে আগে থেকে সব বলা ছিলো। ওনার ভাই রহিম জী আমাদের সাথে ছিলেন এবং আর্মীদের বলে দেওয়া রূটে আমাদের নিয়ে যায়। কিন্তু চতুর্থ চেক পোষ্টে যেটিকে চাক্কি পোস্ট বলে, সেখানে খুব ভালো এবং নরম ব্যবহার পাই। চা খাইয়েছিল জওয়ানরা। বৃষ্টির জন্য রিং বালা ও গোথাম পর্যন্ত যেতে পারিনি, তান্ত্রিক বস্তি পর্যন্ত গিয়েছিলাম আর একটু গেলেই গোথাম শেষ ইন্ডিয়ান আর্মী পোস্ট। নাম গুলো কি অদ্ভুত এবং অনেক হিন্দু নামের সাথেই মিল। ফেরার সময় জমিনদার গলি চেক পোষ্টে আর্মী ক্যান্টিনে গরম পরোটা ওহ দূর্দান্ত আর যেমন হাওয়া তেমনি ঠান্ডা।
যতই হ্যাপা হোক গিয়ে যখন দেখবেন তখন মনে হবে আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিবো না।
আমাদের প্রতিদিনের ভ্রমন সূচী -
🔴1ম দিন 3.06.2024 বিকেল 4 টা নাগাদ শ্রীনগর এয়ারপোর্ট থেকে 111 কিমি দুরে রেডি চৌকিবাল এ গিয়ে রাত্রিবাস R&B Guest house এ, সময় লেগেছে 3.30ঘন্টা
🔴2য় দিন 4.06.24 সকালে রেডি চৌকিবাল থেকে বের হয়ে Tee Pee, Tangdhar, karnah valley, sadhna top পার হয়ে টিটোয়াল 60 কিমি রাত্রিবাস Momin home stay, পাহাড়ের রাস্তায় সময় লেগেছে 4/5 ঘন্টা মতো
🔴3য় দিন 5.06.24 টিটোয়াল থেকে কেরন ভ্যালি 112 কিমি রাত্রিবাস R&B Guest house, কেরন ঢোকার মুখে বেশ কিছুটা অফ রোড এবং ভালো গাড়ি না হলে বৃষ্টি ভেজা রাস্তায় চড়াইএ ওঠা মুশকিল। তাছাড়া বেশ কিছু টা আগে পার্কিং আমরা সিনিয়র সিটিজেন তায় দুজনের হাঁটু জখম, বৃষ্টি পরছিল এবং লোকাল গাড়ি বলে গেষ্ট হাউস পর্যন্ত ছাড় পেয়েছিলাম, যদিও নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং এ রাখতে হলো। সময় লেগেছে প্রায় 7ঘন্টা
🔴4র্থ দিন 6.06.24 কেরন থেকে কুপওয়ারা 60 কিমি রাত্রিবাস Hotel Sahensha সময় লেগেছে 4ঘন্টা
🔴5ম দিন 7.06.24 কুপওয়ারা থেকে Zamindar gali হয়ে Machal valley তান্ত্রিক বস্তি পর্যন্ত, ফিরে কুপওয়ারা যাতায়াত 120 কিমি রাত্রিবাস Hotel Sahensha সময় দিয়েছি প্রায় 10 ঘন্টা
🔴6ম দিন 8.06.24 কুপওয়ারা থেকে Tee Pee হয়ে Bangus valley দেখে কুপওয়ারা যাতায়াত 110 কিমি রাত্রিবাস Hotel Sahensha সময় দিয়েছি 8ঘন্টা
🔴7ম দিন 9.06.24 কুপোয়ারা থেকে satbarn, kalaroos,lolab valley ঘুরে ওয়াটলাব 95 কিমি রাত্রিবাস R&B Guest house সময় দিয়েছি 8ঘন্টা
🔴8ম দিন 10.06.24 ওয়াটলাব থেকে dawar (gurez valley)101 কিমি রাত্রিবাস Khatoon resort & Hotel সময় লেগেছে 6 ঘন্টা
🔴9ম দিন 11.06.24 দাওয়ার থেকে chokewali 3no village থেকে আরো এগিয়ে kaobal gali 17কিমি আগে, kishan ganga amrit sarovar project পর্যন্ত, ফেরার পথে angaikote হয়ে দাওয়ার যাতায়াত 110 কিমি রাত্রিবাস Khatoon resort & Hotel সময় দিয়েছি 8ঘন্টা
🔴10ম দিন 12.06.24 দাওয়ার থেকে athatwo ঘুরে সোপর 112 কিমি রাত্রিবাস Sopore inn guest house সময় দিয়েছি 7ঘন্টা
🔴11শ দিন 13.06.24 সোপর থেকে uri kaman post aman bridge সোপর যাতায়াত 160 কিমি রাত্রিবাস Sopore inn guest house সময় দিয়েছি 7ঘন্টা
🔴12শ দিন 14.06.24 sopore - doodhpathari - sopian 130 কিমি রাত্রিবাস Tulip hotel, সময় লেগেছে 8ঘন্টা
🔴13শ দিন 15.06.24 sopian - peer ki gali - aharbal falls - sopian যাতায়াত 105 কিমি রাত্রিবাস Tulip hotel, সময় লেগেছে 7ঘন্টা
🔴14শ দিন 16.06.24 sopian - yusmarg - Srinagar 81 কিমি রাত্রিবাস Yatri Nibas, সময় লেগেছে 5ঘন্টা
🔴15শ দিন 17.06 old Srinagar downtown রাত্রিবাস Yatri Nibas
🔴16ষ দিন 18.06 ফ্লাইটে ফিরে আসা
প্রতিদিন গাড়ি ভাড়া গড়ে 4000÷5= 800 টাকা এবং হোটেলে ঘর ভাড়া গড় 1000÷2=500টাকা, খাওয়া খরচ গড়ে 500 টাকা +200, আমাদের জনপ্রতি প্রতিদিন 2000 টাকা খরচ হয়েছে। হোটেলের ঘর ও গাড়ি খুবই পছন্দ সই ছিল। আর যেহেতু কোথাও বুকিং ছিল না তাই থাকতে বাধ্যও ছিলাম না, ট্যুরটি ছিল ফ্লেক্সিবল, কারন অনেক সময় আমরা প্লান চেঞ্জ করেছি।
সব রকম সাহায্য এর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমার ফেসবুক পেজে সব কিছু ডিটেইলস দেওয়া আছে।
How to visit the Kashmir border
Kashmir border tour full iteaneary