Unseen Bashundhara Residential Area | বসুন্ধরা আবাসিক এলাকার অদেখা/ অজানা তথ্য | Inside Raw Footage

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024
  • Unseen Bashundhara Residential Area
    বসুন্ধরা আবাসিক এলাকার অদেখা/ অজানা তথ্য
    =========================================
    ১৯৮৭ সালে যাত্রা শুরু করে এই বৃহৎ আবাসিক প্রকল্প। শুরুতে চারটি ব্লক নিয়ে যাত্রা শুরু করা এই প্রকল্পের বর্তমান ব্লকের সংখ্যা ২০, যাতে ৫০ হাজারের বেশি প্লট রয়েছে। ঢাকার আবাসনশিল্পের ১২ শতাংশই এই আবাসিক প্রকল্পের আওতায় রয়েছে।
    সম্প্রতি গবেষণায় দেখা গেছে ঢাকা শহরের ৭০ ভাগ মানুষের কাছে বসুন্ধরা আবাসন সুপরিচিত। এ ছাড়াও গবেষণায় উঠে এসেছে বসুন্ধরা আবাসনের অন্যান্য দিকের অবস্থান।
    স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, শপিংমল, মসজিদ, মার্কেট, স্পোর্টস কমপ্লেক্স, ফিটনেস সেন্টার, কনভেনশন হল থেকে শুরু করে সবকিছুই রয়েছে এখানে।
    এক গবেষণায় দেখা গেছে যেকোনও আবাসন প্রকল্পের চেয়ে বসুন্ধরা আবাসনের ইনফ্রাসটাকচার শতকরা ৬৮ ভাগ এগিয়ে। প্রকল্পের উত্তরে ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়ে। দক্ষিণে চার লেন বিশিষ্ট ১২০ ফুট মাদানি এভিনিউ।
    প্রকল্পের অভ্যন্তরে প্রতিটি প্লটের সম্মুখে কমপক্ষে ২৫ ফুট রোড রয়েছে।
    শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে এককভাবে বাংলাদেশে সবচেয়ে এগিয়ে আছে বসুন্ধরা হাউজিং। বসুন্ধরা হাউজিং ও হাউজিং সংলগ্ন স্বনামধন্য ০৫টি বেসরকারী বিশ্ববিদ্যালয় রয়েছে।
    প্রতিটি মানুষের জীবনে সুচিকিৎসা খুব গুরুত্বপূর্ণ। আধুনিক চিকিৎসা সেবার জন্য বসুন্ধরায় রয়েছে।
    এভারকেয়ার হাসপাতাল, বসুন্ধরা আই হাসপাতাল, ডি আকবর, বারডেম হাসপাতাল, রিমেডি হাসপাতাল।
    যে কোনও অসুস্থ্যতায় সর্বাধিক চিকিৎসা সেবা নিশ্চিৎ করতে আপনাদের সেবায় বসুন্ধরা সব সময় তৎপর।
    এট্রাকটিভ এমিনিটিজ সুবিধায় বসুন্ধরা সবার থেকে এগিয়ে। গবেষণা বলছে এমিনিটজের দিক থেকে অন্যান্য হাউজিংয়ের তুলনায় বসুন্ধরা হাউজিংয়ের রেংকিং ৮৭%।
    ইবাদতের জন্য বিভিন্ন ব্লকে রয়েছে ৪৪ টি মসজিদ। এ ছাড়াও আছে শপিংমল, রেস্টুরেন্ট, জিমনেশিয়াম, স্পোর্টস কমপ্লেক্স, নান্দনিক প্রজাপতি সড়কবাঁতি ও এ আই বেইজড অত্যাধুনিক সিসি ক্যামেরার ব্যবস্থা।
    জীবনে ফিট থাকাটা খুব জরুরি। আপনার ফিট থাকার জন্য বসুন্ধরার আই ব্লকে আছে স্বনামধন্য ফিটনেস সেন্টার যেখানে রয়েছে জিমনেশিয়াম, সুইমিং পুল, ব্যাডমিন্টন কোর্টসহ অনেক সুবিধা। ফ্যামিলি ও বন্ধুবান্ধবদের সাথে কোয়ালিটি টাইম স্প্যান্ড করতে এখানে রয়েছে দেশ বিদেশের নামকরা সব রেস্টুরেন্ট। বসুন্ধরা হেরিটেজ রেস্টুরেন্ট, হারফি, ফুডহল, সিগ্নেচার রেস্টুরেন্ট, রাজাবাড়ি ফুডকোর্ট, উডেন স্পুন, দেশি বিটস, সুশি অকি, সিক্রেট রেসিপি। এ ছাড়াও রয়েছে বিখ্যাত সব কফিশপ ।
    খেলাধুলার জগতে বিশ্ব দরবারে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরো সু-প্রতিষ্ঠিত করতে ৩০০ বিঘা জমির উপর নির্মিত হচ্ছে উপমহাদেশের সর্ববৃহৎ ও বাংলাদেশের প্রথম এবং একমাত্র আন্তঃর্জাতিক মানের নয়নাভিরাম স্পোর্টস কমপ্লেক্স। যাতে আছে ফ্লাড লাইট সুবিধাসহ ১০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়াম।
    ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটিসহ ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন আন্তঃর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম
    ফিফা ও এএফসি-এর স্টান্ডার্ড অনুযায়ী থাকছে ০৫টি ফুটসাল ও প্রাকটিস ফ্যাসিলিটিসহ ফুটবল গ্রাউন্ড।
    বাংলাদেশে প্রথম ১৬ টি পোর্ট বিশিষ্ট প্যাডেল টেনিস।
    বসুন্ধরা আবাসনের আই ব্লকে ৫০ বিঘা জমির উপর বসুন্ধরা আবাসিক এলাকার সম্মানিত বাসিন্দাদের জন্য তৈরি হচ্ছে অত্যাধুনিক বসুন্ধরা গলফ। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জোনসহ আরও অনেক কিছু।
    বসুন্ধরা হাউজিংয়ে নির্মিত হতে যাচ্ছে ৭৫ বিঘা জমির উপর ৩ টি গ্রিনপার্ক। যা কোয়ালিটি টাইম কাটানো ও শরীর চর্চায় বিশেষ ভূমিকা রাখবে ।
    শিশু কিশোররাই আগামীর ভবিষ্যৎ। শিশু-কিশোরদের সঠিক মনোবিকাশে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক আই এক্সটেনশন-এ ৫৬ বিঘা জমির উপরে গড়ে উঠছে বিশ্বের অন্যতম ও বাংলাদেশের প্রথম বিনোদন কেন্দ্র ’বসুন্ধরা টগি ক্লাব’।
    সাউথ এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক কনভেশন সিটি বসুন্ধরা (iccb)। প্রায় ৮.৫ লাখ স্কয়ার ফিট এরিয়া জুড়ে এ কনভেনশন সিটি নির্মিত হয়েছে, যেখানে এক সাথে ২০ হাজার অতিথি আপ্যায়নের আয়োজন করা সম্ভব। শুধু তাই নয়! এখানে ৩৫০০-র অধিক গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে।
    বসুন্ধরার এ কনভেনশন সিটিতে দেশ বিদেশের যেকোনও ফেয়ার এন্ড এক্সিজিশন, কর্পোরেট ইভেন্ট, কাল্চারাল ইভেন্ট, এক্সাম, ট্রেইনিংস এন্ড সেমিনার, কনভোকেশনস, ফ্যাশন-শো, আয়োজন করা হয়।
    বসুন্ধরায় বসবাসরত সকলের ব্যাংকিং সুবিধার জন্য হাউজিংয়ের অভ্যন্তরে রয়েছে বেশ কয়েকটি স্বনামধন্য বাণিজ্যিক ব্যাংকের শাখা।
    বর্তমান গবেষণার আলোকে বসুন্ধরা আবাসনের সকল সুবিধাসমূহ আপনারা দেখলেন। আস্থার জায়গা থেকে বসুন্ধরা ৮৬ ভাগ মানুষের হৃদয় জুড়ে আছে। তাই আপনার বসবাস হোক- সকল সুবিধায় ঘেরা, স্মার্ট সিটি এই বসুন্ধরায়।
    [সকল সুবিধায় সেরা, স্মার্ট সিটি এই বসুন্ধরা, বৃহৎ আবাসিক প্রকল্প, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, শপিংমল, মসজিদ, মার্কেট, স্পোর্টস কমপ্লেক্স, ফিটনেস সেন্টার, কনভেনশন হল, ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়ে, বেসরকারী বিশ্ববিদ্যালয়, প্রজাপতি সড়কবাঁতি, আন্তঃর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, গ্রিনপার্ক, কনভেনশন সিটি, কর্পোরেট ইভেন্ট, ব্যাংকিং সুবিধা, বাণিজ্যিক ব্যাংকের শাখা]
    সকল সুবিধায় সেরা | স্মার্ট সিটি বসুন্ধরা
    #Bashundhara
    #Housing
    #BashundharaHousing
    #BestHousing

КОМЕНТАРІ • 24

  • @sirajummunira9304
    @sirajummunira9304 2 дні тому +1

    আপনার ভিডিওটি খুব সুন্দর হয়েছে। বিস্তারিত বলার জন্য ধন্যবাদ।

  • @shah1335
    @shah1335 4 місяці тому +1

    Sir, I really appreciated your complete video. This is the 1st time we enjoyed the whole thing in the single video. There are currently more changes at this time of the year.
    We would like to request you to publish a similar video with the updates.
    Thank you

    • @OntheStreetBD
      @OntheStreetBD  4 місяці тому

      Thanks for your compliment. Inshallah I will make a update video.

  • @sksk-544
    @sksk-544 6 місяців тому +4

    ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে আর কোন হাউজিং প্রজেক্ট হচ্ছে না যেমন বনশ্রী আফতাবনগর মহানগর মিরপুর ইস্টার্ন হাউজিং ও বসুন্ধরার মত এত বড় জমি পাওয়া দুঃসাধ্য ব্যাপার এখন যেই জমিগুলো আছে এগুলোই শেষ পর্যন্ত তা

  • @maimunatv4414
    @maimunatv4414 14 днів тому +1

    বসুন্ধরা আবাসিক এলাকা অনেক বড়, অনেক স্কুল, হাসপাতাল আছে। কিন্তু এখানে ছোট বা বড় কোন পার্ক নেই।

    • @OntheStreetBD
      @OntheStreetBD  14 днів тому

      শতভাগ সত্য । এত বড় একটি আবাসিক এলাকায় কোন পার্ক নেই। তবে আই এক্সটেনশনে বসুন্ধরা টগি ওয়ার্ল্ডের বড় একটি অ্যামিউজমেন্ট পার্ক তৈরি করছেন। এটি অবশ্য ব্যবসায়িক উদ্দেশ্যে।

    • @MDAli-dq6ql
      @MDAli-dq6ql 13 днів тому +1

      Thanks

    • @OntheStreetBD
      @OntheStreetBD  12 днів тому

      @MDAli-dq6ql welcome

  • @JamalSharifulIslam
    @JamalSharifulIslam 4 місяці тому

    Excellent project

  • @shibachaitanya
    @shibachaitanya 5 місяців тому +1

    বসুন্ধরার কর্তৃপক্ষের ব্যক্তিস্বার্থসংশ্লিষ্ঠ লক্ষ্যোদ্দিশ্য কি জানতে পারলে আরো ভাল লাগত।
    তবে এতসুন্দর সুপরিকল্পিত হাউজিং সারা দেশের জন্য দৃষ্টান্ত।

  • @RajanontaRajanonta-kd5iq
    @RajanontaRajanonta-kd5iq 5 місяців тому +3

    i - extentino,, বসুন্ধুরা

  • @sms1071
    @sms1071 7 місяців тому +2

    enjoyed 🎉

  • @HafijurRahman-i7s
    @HafijurRahman-i7s 3 місяці тому +1

    50% of Bashundhara residential area is unoccupied & desolate, hopefully local authority & along with army make an beautiful habitation by introducing 1 or 2 stories residential homes 🏠 with plentiful of indoor & outdoor green spaces & for beautiful environmental friendly atmosphere for kids & adults recreation & amusement purposes.

  • @RezaulKarim-dv4rk
    @RezaulKarim-dv4rk 6 місяців тому +2

    P-extention এর কথা ভুলে গেলেন?

    • @OntheStreetBD
      @OntheStreetBD  6 місяців тому

      🤔😆😆😁

    • @OntheStreetBD
      @OntheStreetBD  6 місяців тому

      ভাই নদীর ওই পারে আর গেলাম না । ওই পারে তো পি এক্সটেনশন, কিউ ব্লক আরো অনেক ব্লক আছে ।যার মার্কেটিং আপাতত বসুন্ধরা গ্রুপ বন্ধ রেখেছে। যখন তারা রিভিল করবে তখন একটা ভিডিও দিব ইনশাআল্লাহ।

    • @jamalpatwary6009
      @jamalpatwary6009 6 місяців тому

      ​@@OntheStreetBDমার্কেটিং বন্ধ নাই। পি এক্সটেনশন ও কিউ ব্লক মিলে মেট ১০০০০ বিঘা জমি প্রস্তুত করা হচ্ছে ইনশাল্লাহ।

  • @ehsanulhabib7311
    @ehsanulhabib7311 Місяць тому

    Sakacina smarani?

  • @greenmango7184
    @greenmango7184 12 днів тому

    সৈরাচার হাসিনা সরনী