কেন আজও বন্ধ Gumnami Baba - র সরঞ্জামে ভরা Ramkatha Sangrahalay ?? EXCLUSIVE

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Suhita Bhattacharya on Vishnu Sahay report: • কমিশনের রিপোর্ট ঠিক নয...
    Controversy on Ramkatha Sangrahalay: • What's the future of G...
    Gumnami Letters: • এই সব চিঠি দেখে আপনারা...

КОМЕНТАРІ • 899

  • @goutamruidas3909
    @goutamruidas3909 Рік тому +37

    আমার দৃঢ় বিশ্বাস গুমনামী বাবাই নেতাজী সুভাষ চন্দ্র বসু। যিনি পৃথিবীর একজন বিস্ময় বালক। উনি যে কাজ গুলো করেছেন, সেগুলো একমাত্র ভগবান ছাড়া কেউই করতে পারেন না। কি অসীম প্রতিভাবান মহান মানব। কি অসীম সাহস। কি অপূর্ব জীবন যাত্রা। সত্যি দাদা ওনার প্রতি ভক্তি আর শ্রদ্ধায় চোখ দুটো ছলছল করে ওঠে। আপনাকেও অনেক ভালোবাসা আর নমস্কার দাদা, এইসব মানুষের চোখের সামনে তুলে ধরার জন্য। নেতাজী যেখানেই থাকুন শান্তিতে থাকুন। আর আমার বিশ্বাস উনি আপনার সঙ্গেই আছেন, আপনাকে আশীর্বাদ করছেন। আপনাকে আগলে রেখেছেন। আপনি এগিয়ে চলুন। আমরা আপনার কাজকে শ্রদ্ধা জানাচ্ছি। সঙ্গে আছি। 🙏🙏🙏🙏🙏🙏

  • @arpitabiswas1606
    @arpitabiswas1606 Рік тому +98

    এই সমস্ত জিনিস গুলি দেখে এত রোমাঞ্চ জাগছে বলার ভাষা নেই । বুক ফেটে যাচ্ছে এই ভেবে , যে মানুষ টার জন্য স্বাধীনতার স্বাদ পাচ্ছি সেই মানুষ টার মূল্য কেউ দিতে চাই না। নিজেদের পরিবারের লোকজনের কথা ভেবে অবাক লাগে। এত কিছু জানার পরও চুপ কেন? এই চুপ থাকার কারণ তো কিছু আছে। পরিবারের কিছু সত্যতা বেরিয়ে আসতে পারে ।

    • @shobhachakrvarti8746
      @shobhachakrvarti8746 Рік тому +1

      Amio. Boser. itihaas. berube

    • @SujataDas-dq7mz
      @SujataDas-dq7mz Рік тому

      Congress government e chup korie rekhechilo.

    • @ujjwalkumarmullick4122
      @ujjwalkumarmullick4122 Рік тому

      কিছুতেই বুঝতে পারছিনা নেতাজী আত্মপ্রকাশ করতে চাইছেন না আপনাদের কথায় অথচ দুর্মূল্য ঐতিহাসিক জিনিস নেতাজীর বাবা মায়ের ছবি এসব বয়ে বেড়াচ্ছেন যাতে পরোক্ষে নেতাজীকে চেনা যায়!বিপ্লবী অরবিন্দের মত মানুষ সব ছেড়ে যদি ঋষি হতে পারেন নেতাজীর মত ত্যাগী পুরুষ অধ্যাত্মজগতের মধ্যে ডুবে যেতে পারেন না?অন্তর থেকে সন্ন্যাসীর পক্ষে কি এটা অসম্ভব?আর নেতাজী নিজেই বলেছিলেন আমি ভারত ছেড়ে আসায় যেমন কেউ বাধা দিতে পারেনি,আমি যেদিন ভারতে ফিরব সেদিনও কেউ বাধা দিতে পারবে না।এইতো আমাদের নেতাজী 🙏

  • @mitadutta436
    @mitadutta436 Рік тому +143

    আমরা আপনার পাশে আছি। এগিয়ে যান। হতাশ হবেন না। সত্যের জয় হবেই হবে।

  • @keshabchandradey1999
    @keshabchandradey1999 Рік тому +42

    নেতাজী ছাড়া কাউকে আমি নেতা হিসাবে মানিনা, এই ভাবে চালিয়ে যাও, জয় হিন্দ।

  • @mozammelhaquekhandoker2797
    @mozammelhaquekhandoker2797 Рік тому +14

    সত্য একদিন প্রকাশিত হবেই।

  • @banibetal5473
    @banibetal5473 Рік тому +67

    এগিয়ে যান, সত্যের জয় অনিবার্য।

  • @manisharay7265
    @manisharay7265 Рік тому +99

    নেতাজির সত্য সবার সামনে এলে আমাদের দেশের নেতাদের সত্যি চেহারাটা সাধারণ মানুষের সামনে চলে আসবে , তাই কোনো সরকারই এটা সর্ব সমক্ষে আনবে না ।

  • @swarupdalal315
    @swarupdalal315 Рік тому +45

    কুনালবাবু, আপনার কাজ কে আমি সম্মান ও কুর্নিশ করি। আসলে যারা জেগে ঘুমিয়ে আছেন, তাদের কি করে জাগবেন? আপনার কাজ আপনি করে জান। আমরা নেতাজি অনুগামীরা আপনার পাশে আছি। আপনি ভালো থাকুন। সকল কে এই ভাবেই ভালো রাখুন।

  • @sougatadas5315
    @sougatadas5315 Рік тому +24

    DNA report টা প্রকাশ হওয়া উচিত।

  • @ujjalsaha7769
    @ujjalsaha7769 Рік тому +12

    আপনার চোখ দিয়ে যা দেখলাম জীবন ধন্য হয়ে গেল, জয় হিন্দ, জয় নেতাজী।

  • @mrityunjoydutta3170
    @mrityunjoydutta3170 Рік тому +47

    দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি অক্লান্ত পরিশ্রম করে অজানা তথ্য আমাদের সামনে উপস্থাপন করছেন, এবং সত্যর উদ্বঘাটন করার চেষ্টা করছেন। দাদা আপনার জন্য আমাদের দেশনায়কের ব্যবহৃত করা জিনিস সামগ্রীক দেখতে পেলাম। দাদা আপনার সঙ্গে আছি।

  • @pratibha_swapandutta947
    @pratibha_swapandutta947 Рік тому +33

    প্রার্থনা করি এই সংগ্রহশালায় সমস্ত সংগ্রহ
    অন্তর্ভূত করা হোক। জনসাধারণের সামনে তুলে ধরা হোক৷ এতো প্রাঞ্জল প্রমাণ মেনে নেওয়া হোক। যাতে নেতাজীর কর্মজীবনের কথা গবেষকেরা আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারে।আবার বীরভোগ্যা বসুন্ধরা হোক ভবিষ্যৎ। অনেক ধন্যবাদ।

  • @prolaymazumder6510
    @prolaymazumder6510 Рік тому +25

    জানেন, একটা ঘটনার কথা বলি । 1962, তখন আমার বয়স আট , কোচবিহার জেলার ফালাকাটা , আমার মামার শশুর বাড়ি । বাবা, মায়ের সাথে বেড়াতে গিয়েছিলাম । সেখানে গিয়ে শুনলাম কিছুদূরে একটা গ্রাম আছে ,যার নাম শোলমারি, সেখানে একটা আশ্রমে একজন সাধু আছেন,তিনিই নাকি নেতাজী । পরের দিন সকালেই আমরা চলেগেলাম সেখানে । গিয়ে দেখলাম চারিদিকে বাঁশের বেড়া দেওয়া , কিছুদূরে একটা কুটির, তার কাছাকাছি একটা বেদী করা ছিল। ওই ছোটবেলায়, কেন জানিনা নেতাজীকে দেখতে ও তাঁর কথা জানতে খুব মন চাইতো । তাই ওখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে শুধু জানতে পেরেছিলাম, সন্ধ্যার কিছু আগে উনি ঐ বেদিতে এসে বসেন, আর চারিদিকে ধোঁয়া দেওয়া থাকে , ভালকরে দেখা যায় না । এবং ঐদিকে কাউকে যেতে দেওয়া হয় না । সেদিন অনেক ক্ষিদে নিয়ে ফিরে এসেছিলাম । তখন শোলমারি আশ্রম নিয়ে এত প্রচার হয়েছিল যে তিনি আর সেখানে থাকা ঠিক মনে করেন নি ।
    আপনি তো আমার কাছে দেবদূতের মত , অনেক অজানা তথ্য আজ সামনে এল বা আসতে চলেছে , তাই ধন্যবাদ দিয়ে ছোট করবো না ।

    • @uttambiswas7135
      @uttambiswas7135 6 місяців тому

      😊aa😊a😊a😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @moumitadey5444
      @moumitadey5444 4 місяці тому

      Ank kichu jante parlam.

  • @shibsankarroy3610
    @shibsankarroy3610 Рік тому +187

    আমি বিশ্বাস করি । নেতাজি সুভাষচন্দ্র বসু গুমনামী বাবাই ছিলেন । আপনারা সবার সামনে সত্য ঘটনা তুলে ধরুন । নমস্কার

    • @rakhide7240
      @rakhide7240 Рік тому +5

      Kurnish dada apnake, thamben na please

    • @cnn556
      @cnn556 Рік тому +1

      Akdom

    • @soumyakumar3790
      @soumyakumar3790 Рік тому +2

      আমিও তাই বিশ্বাস করি

    • @Wbhungry
      @Wbhungry Рік тому +1

      Amio akmot

    • @tapaskumar1666
      @tapaskumar1666 Рік тому +3

      উনি নেতাজী কিন্তু উনি মারা যান নি

  • @palashroy87
    @palashroy87 Рік тому +55

    আবেগ আর ভালোবাসা এই দুটি আপনার শক্তি নেতাজীর প্রতি, খুব আশা নিয়ে আছি, আপনি আর আপনাদের দ্বারা নেতাজী আমাদের কাছে উঠে আসবেন, ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা অনেকেই করেছেন সেটা বোঝাই যাচ্ছে

  • @depankarsaha3931
    @depankarsaha3931 Рік тому +20

    ভয় হয় কালের নিয়মে নেতাজি হারিয়ে যাবেন না তো?
    তাই আপনার প্রচেষ্টা ভালো লাগে।
    জানিনা তিনি কতদিন বর্তমান প্রজন্মের মধ্যে বেচে থাকবেন।
    তবে শুধু বাংলায় ভিডিও বানালেই হবেনা। হিন্দি আর ইংলিশে বানাতে হবে। যাতে আপনার কণ্ঠ আর নেতাজির স্মৃতি সারা ভারত বর্ষে পৌঁছায়।

  • @sisirdas1400
    @sisirdas1400 Рік тому +32

    অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ এই সুন্দর প্রচেষ্টার জন্য।

  • @sourav8422
    @sourav8422 Рік тому +23

    আমি নতুন প্রজন্ম স্যার। সবাই এই সত্যটা জানবে একদিন সেই দিনের অপেক্ষায় আছি।। স্যার এগিয়ে যান আপনার পাশে আছি।

  • @tridiproy1341
    @tridiproy1341 Рік тому +10

    আপনার মাধ্যমেই মানুষ জানতে পারছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য -দেশনায়ক নেতাজী সুভাসচন্দ্র বোসের সম্পর্কে ,অন্তত আমার তো তাই মনে হয়, চলুক এ সংগ্রাম, অনুসন্ধান 👌👍👍👍শিরদাঁড়া উঁচিয়ে কজন পারেন এমন কাজ করতে!কুর্নিশ জানাই আপনার কাজ,সাহস প্রচেষ্টা কে, চলুক এ লড়াই

  • @somnathchatterjee620
    @somnathchatterjee620 Рік тому +15

    আপনি কি দেখালেন কুনালভাই। শরীরে কাঁটা দিচ্ছে ছবিগুলো দেখে। আপনার দৌলতে দেখতে পেলাম। আপনার লড়াই সত‍্যের জন্য। সবাই সঙ্গে আছি। এগিয়ে চলুন। ২৩শে জানুয়ারির জন্যে আপনার ইমেলে লেখা পাঠিয়েছি। আপনার এই মহান কাজের জন‍্য অসংখ্য ভালবাসা ও ধন্যবাদ জানাই। জয়তু নেতাজি। জয়হিন্দ 🇮🇳🙏🙏

  • @souvikdas6021
    @souvikdas6021 Рік тому +19

    আপনি এভাবেই এগিয়ে চলুন। নেতাজী আমার আপনার আমাদের। সত্য সামনে আসতেই হবে।

  • @subarnaganguly7481
    @subarnaganguly7481 Рік тому +25

    I am proud of you ❤️keep it up.

  • @asitroy7633
    @asitroy7633 Рік тому +23

    ভারত সরকারের কাছে একটা দাবি করা হোক এই যে গুমনামী বাবার বংশ পরিচয় জানতে চাই।

  • @milankitchenwithvillagefood
    @milankitchenwithvillagefood Рік тому +5

    এগিয়ে চলুন।আরো কিছু জানতে চাই।ভগবানজীর প্রতি সশ্রদ্ধ প্রনাম।।।।🙏🙏🙏🙏🙏।

  • @arnabpaul3073
    @arnabpaul3073 Рік тому +9

    Kunal da, ei video te English subtitle add kore dao, tahole ami amar Non Bengali bondhuder share korte parbo🙏🏻

  • @subratanath7607
    @subratanath7607 Рік тому +19

    কুনালদা তোমাকে প্রথমে এই video জন্য অনেক অনেক special thanks & special 👍👍👍👍👍👍কুনালদা আমরা সব সময় তোমার সঙ্গে আছি,
    আর আমরা কোন তর্ক বিতর্কে যেতে চাই না , তার একটাই কারণ সবিত সত্য প্রমাণ আমাদের হাতেই রইছে, যেটা প্রতি পদে পদে প্রমাণ দিচ্ছে ওনি নেতাজিই , এবার আমাদের একটাই দাবি সরকারের কাছে ওনি যে নেতাজি সেটা officially declared করুক plz 🙏🙏🙏
    JAY HIND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @silviaghosh6678
    @silviaghosh6678 Рік тому +11

    দাদা, গায়ে কাঁটা দিচ্ছে। এই সংগ্রহশালাটি দেখার ইচ্ছে বহুকাল থেকে। আজ আরও বেড়ে গেল।

  • @pinakichatterjee1851
    @pinakichatterjee1851 Рік тому +14

    Bengali people must watch this video because they must learn from Non Bengali admirer & follower of Netaji as they very precisely kept the belongings of Netaji in museum.

  • @extrovertman7309
    @extrovertman7309 Рік тому +18

    প্ৰথমে আপনার প্রতি শ্রদ্ধা ও প্রনাম জানাই দাদা। আপনার কতো ঘাত প্রতি ঘাতের মধ্যে ও আপনি কতো অজানা তত্ত্ব উপস্থাপনা করে যাচ্ছেন।সেদিন খুব কষ্ট পেয়েছিলাম যখন আপনার chennal টা বন্ধ করাতে কিণ্তু আবারও খুশি হয়েছিলাম আপনার নতুন chennal টার জন্য।

  • @gautammondall4877
    @gautammondall4877 Рік тому +15

    Plz try to take interviews of those 13 people who were present during Bhagwan Ji's cremation at Guptar Ghat!!!

  • @tanmayghosh7964
    @tanmayghosh7964 Рік тому +5

    I don't know how relevent would it be to prescribe to se the movie "A beautiful mind" ,,to connect to the paranoid consciousness of that time ,,of which part is reflected in gumnami Babas character as mentioned in the book Conundrum ..a secret mail box ,,the same fear of war matches for me ,,with the same paranoid condition which the west forcibly term as scizophrenia to make good business and nothing else ,,any yogic technique or kriya jog is capable of healing and giving tremendous synchronous knowledge to such a person ,,having schizophrenia as a disease attributed by the crippled society.💐🙏💐kori gulor kichu upojogita hote pare to ,,place numbers or to place ,,mane dhorenin এক করি mane ekta kichu ,, তিন করি Mane Ekta kichu ,to communicate with his allies ,or specify their code connection ।।A person with schizophrenic condition is out of time for a while and sees something which normal can't see but he is reagarded as a patient till he succumbs to his own fears,,but if he learns control of that frequency which is non other tha n kundalini shakti he can do things unimaginable,,and schizophrenic or paranoid condition is ,, উম্মত্ত ভৈরব অবস্থা ,,the fear is mostly not personal but a bigger circle ⭕।।Where personal fear touches the mass fear of which most are conconscious but only the awakening of shakti makes you aware ,same is the condition of Sri Ramakrishna and few western fools ,,made a research few years back and published a report to mention ঠাকুর আস mad,yes he is definitely mad because he is the father who knows his children but the children know not his troubles ।।🙏☯️🙏🔱💐

  • @sudeshnasengupta1751
    @sudeshnasengupta1751 Рік тому +3

    আমার বিশ্বাস দুজন এক ই মানুষ।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে তুলে ধরার জন্য।এগিয়ে চলুন আপনি

  • @mikgsal1384
    @mikgsal1384 Рік тому +10

    Dear Kunal Babu you are doing wonderful work please do the same programme in Hindi and English also to reach wider audience. Your viewers I'm sure are all convinced Gumnami Baba was Netaji. Shyok Sen did a successful PIL to reveal the truth of Gumanami baba's teeth DNA testing. Can a PIL be filed to force the Government to open the museum to the public?

  • @kutubuddinsardar7533
    @kutubuddinsardar7533 Рік тому +6

    যে কর্মযজ্ঞ আপনি হাতে নিয়েছেন, তা অনবদ্য। আপনার হাত ধরেই হয়তো একদিন এক বিরাট ইতিহাসের উন্মোচন হবে। নেতাজির আশীর্বাদ ঝরে পড়ুক আপনার উপর।

  • @prasadmaiti2374
    @prasadmaiti2374 Рік тому +15

    অনেক অনেক ধন্যবাদ দাদা
    জয় হিন্দ
    জয়তু নেতাজী সুভাষচন্দ্র বসু

  • @dipenkarray5586
    @dipenkarray5586 Рік тому +23

    দাদা এগিয়ে যান আপনার জয় হবেই,সত্য সামনে আসবেই।।

    • @chhandabhattacharjee5582
      @chhandabhattacharjee5582 Рік тому

      Tumi amar chele ar moto Netaji Subhash Babu r sob vidio gulo Ami dakhi tumake asirbad kari tumi safal habe ak din.

  • @mohuaghosh7091
    @mohuaghosh7091 Рік тому +8

    আমি আমার আধ্যাত্মিক ভাব থেকে বলতে পারি উনিই প্রিয় নেতাজী নেতাজী নেতাজী।

  • @koustavchatterjee1378
    @koustavchatterjee1378 Рік тому +8

    তোমায় অনেক শুভেচ্ছা দাদা। এভাবেই এগিয়ে যাও তুমি। চোখ খুলে যাচ্ছে তোমার মাধ্যমে। ❤️

  • @shaktipadabhattacharya3306
    @shaktipadabhattacharya3306 Рік тому +5

    কুণাল ভাই তোমার সব ভিডিও আমি খুব আগ্রহ নিয়ে দেখি।আমি বিশ্বাস করি মিথ্যা দিয়ে সত্য কে ঢাকা যায়না। একদিন আসল সত্য প্রকাশ পাবেই।

  • @mukulmallick4856
    @mukulmallick4856 Рік тому +5

    কোচবিহারের জেলা পরিষদ ভবন থেকে 1997 সালে যে সন্ন্যাসী জাতীয় পতাকা নামিয়ে ছিল তিনি আসলে কে? কুনাল বাবু একটু খোঁজ নেবেন

  • @nandinimukherji6214
    @nandinimukherji6214 Рік тому +2

    আপনার কথা কখনই ভুল ভাবি না,শুরু থেকে শেষ অব্দি দেখি, আর আরো অপেক্ষায় থাকি।ছোটো থেকে নেতাজী কে শ্রদ্ধা করি,ভালোবাসি।আমার কাছে নেতাজী মানেই ভারতবর্ষ।জয় হিন্দ

  • @salmadey5520
    @salmadey5520 Рік тому +27

    মন ছুঁয়ে গেল। ওই মহামানবকে আমার প্রণাম🙏🙏🙏

  • @sharmistharoy5664
    @sharmistharoy5664 Рік тому +11

    দাঁত আর রক্ত যখন আছে,আমাদের এখনো প্রমাণ করার সুযোগ তো আছে।

    • @subratadas5923
      @subratadas5923 8 місяців тому

      Eta confirmed j gumnami babai amader Bejati. R DNA te match hoyeche. But problem etai j private e DNA test korale proved hochhe but sorkari vabe purotai ignore kora hochhe. Tara bolche Tara conclusion e aste parche na. #sharmishtharoy5664

  • @ahsinomprobin
    @ahsinomprobin Рік тому +5

    Kunal Da Really Proud on you..
    Ami onekdin dhorei apnar video dekhi.....Er ager Chanel eo dekhechhi.....Sotti khub kharap lagchhe kno.....Ei matter ta clear korchhe na.
    According to me it's clear.
    Ami Anujdhar Chandrachur Ghosh er lekha Book o porechhi.
    But tomar video besi clear korchhe concept....Well done Big Brother....Keep it up❤️❤️

  • @wowchannel7489
    @wowchannel7489 Рік тому +4

    আমারও একই উত্তর যে আপনি নেতাজী সুভাষ সম্পর্কে আরও নতুন তথ্য দিতে থাকুন পাশে অবশ্যই আছি। আজ যে নতুন ভিডিওটা দেখালেন এই রামভবন বা রাম সংগ্রহশালা কথা এর আগেও শুনেছি কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে সচক্ষে দেখবার সুযোগ হল, তার চেয়েও বড় আপনি যে সাহসিকতার সাথে ওখানে ঢুকে গুমনামি বাবা ওরফে ভগবানজী নাম দিয়ে যে কিছু ( আসলে যে কোনও সরকার যতই আসল সত্য সকলের সামনে আনবার জন্য তালবাহানা করুন আসলে দীর্ঘ সময়ে সাধুর বেশে যে উনি সুভাষ চন্দ্র বসু তা তা আমরা বোধ বুদ্ধি সম্পন্ন জনগণ ভালভাবেই জানি ) দুষ্প্রাপ্য ছবি আমাদের সামনে তুলে ধরলেন তার জন্য আপনাকে শতকোটি কুর্নিশ। আপনার মতো আমারও প্রশ্ন কবে কোনও সরকারের যে সঠিক বোধদয় হবে তবে অনেক অজানা তথ্য ও রহস্য নেতাজী সুভাষকে নিয়ে জানা যাবে যাতে আমাদের মতো নেতাজী ভক্ত সাধারণ লোক ও বিশেষ করে গবেষকদের উপকার হয়। এমন সুদিন কি আসবে কোনও দিন আগামী দিনে সেটাই দেখবার।

  • @debikadey6175
    @debikadey6175 Рік тому +5

    নেতাজি ।নেতাজি ই ছিলেন তাঁকে সম্মান দেওয়ার দাইতব ও আমাদের সবার।আমি চাই তাঁকে তাঁর সম্মান দেওয়া উচিৎ দেশের সকলের ।নমস্কার ।সব ই তাঁর ইচ্ছা ।

  • @apuchowdhury580
    @apuchowdhury580 Рік тому +8

    Kunal - you are now our connecting link with Netaji Subhas Bose - my logic constantly says that his mystery would never ever be allowed to see the light of the day but my mind refuses to accept my reasoning. We could do nothing for this great soul. Jai Hind - Dr. Apu Chowdhury

  • @debeshsengupta9694
    @debeshsengupta9694 Рік тому +8

    খুব সুন্দোর explanation . ৪০ বছোর ধোরে সব কিছু দেখছি। কিন্তু আপোনার way of explanation নেতাজি কে নিয়ে একদম আলাদা। আমি সব দেখছি। সবসময় comments এ আসতে পারি না। অনেক পরিশ্রম আপোনার। আমি এইভাবেই ভাবতে চেয়েছি সব সময়। অনেক অনেক ধন্যবাদ আপোনাকে।

  • @palashroy87
    @palashroy87 Рік тому +7

    সব শেষে সত্যের জয় হয় kunal da , সময় আসছে সব কিছু সত্য উন্মোচন হবে

  • @debayakdutta6317
    @debayakdutta6317 Рік тому +2

    আপনি এগিয়ে চলুন , লড়াই চালিয়ে যান বহূ মানুষ আপনার নেতাজী সুভাষচন্দ্র ভিডিওর চর্চার বি ষয়।
    ভালো থাকবেন।

  • @pamelamukhopadhyay5903
    @pamelamukhopadhyay5903 Рік тому +6

    অসাধারণ ডকুমেন্টস, খুব ভালো কাজ🙏🙏🇮🇳🇮🇳🇮🇳 সত্যিই খুব দুঃখের... কি করে আমরা বলতে পারি? আসুন না সবাই যোগী আদিত্যনাথ কে বলি...

  • @mithu6672
    @mithu6672 Рік тому +3

    দাদা তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না।
    তুমি যে মহান পুরুষ কে নিয়ে কাজ করছো সে আমাদের দেশের গর্ব 🙏
    শুধু একটা ই অনুরোধ যদি‌ ওনার মেয়ের‌ থেকে কোন তথ্য পাওয়া যেতো তাহলে আমরা আরও কিছু জানতে পারতাম।
    সেটা কি সম্ভব হবে?

  • @kazinasrin1755
    @kazinasrin1755 Рік тому +8

    We are with u Sir. সত্য কখনো চাপা থাকে না। একদিন সত্যের জয় হবেই। জয় হিন্দ🇮🇳

  • @buddhadebsarkar7962
    @buddhadebsarkar7962 Рік тому +9

    You are striving ceaselessly for the cause of a ' Great Truth ' which I am sure would come out successful with a thumping victory. I am sure your efforts won't go in vein. The Almighty is always with you. May the Almighty keep you hale hearty. Mr. Kunal, don't forget the ultimate winner would be none other than you, since you are fighting for the cause of unveiling a Great Truth which is still behind the curtain even after a long long time. May God bless all.

  • @shibanide4389
    @shibanide4389 Рік тому +4

    🙏🙏🙏আমাদের প্রিয় নেতাজী। কুনাল বোস তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @amareshbiswas9946
    @amareshbiswas9946 Рік тому +3

    নেতাজীপ্রেমী হতে গেলে এমন একটু সাহসী তো হতেই হয়। সাবাস। প্রনাম ও শুভেচ্ছা রইল।

  • @rajashreechoudhury7155
    @rajashreechoudhury7155 Рік тому +2

    Thank u for showing this, was very eager to see .

  • @dipankarmazumder178
    @dipankarmazumder178 Рік тому +7

    আপনার ভিডিও গুলো যতই দেখছি, ততই নেতাজি সম্পর্কে জানায় ইচ্ছা আরো প্রবল বেড়ে যাচ্ছে।

  • @bedasrutimondal8348
    @bedasrutimondal8348 Рік тому +12

    I really feel so sad whenever I think that the person who fought for this country with all his willpower and this country denies to accept him

  • @sanjaybasu1969
    @sanjaybasu1969 Рік тому +9

    খুব সুন্দর প্রচেষ্টা

  • @Bolivuidadancebymegha
    @Bolivuidadancebymegha Рік тому +3

    আপনি চালিয়ে যান শুধু বলবো অসাধারণ...আমরা আছি আপনার সাথে

  • @shouvikmondal6713
    @shouvikmondal6713 Рік тому +3

    অনেক ধন্যবাদ। এরকম আরো কিছু জানতে চাই

  • @Kanha92167
    @Kanha92167 Рік тому +5

    কেন জানিনা এত কিছু দেখে শুনে কোথাও একটা জায়গা করে নিচ্ছে এই ভগবানজি ♥️🙏🏽

  • @ujjalsingha7798
    @ujjalsingha7798 Рік тому +1

    আপনার সাথে আমি একমত। এই সঙ্রহসলা খোলা নিয়ে জনসারথ মামলা করা উচিত ।নমস্কার ।

  • @umabanerjee9276
    @umabanerjee9276 Рік тому +1

    কুণাল বাবু , আপনি অসাধ্য সাধন করেছেন, আমাদের প্রিয় নেতাজী র ঘটনা সমূহ পরতে পরতে মেলে ধরেছেন ___গাঁয়ে কাঁটা দেওয়া সব তথ্য, আপনি নির্ভয়ে পথ চলুন, পাশে আছি 🙏❤

  • @policewifesangita886
    @policewifesangita886 Рік тому +9

    এগিয়ে যাও দাদা, পাশে আছি সত্যির জয় হবেই

  • @titly6831
    @titly6831 Рік тому +7

    খুব ভালো লাগলো... সঙ্গে আছি...

  • @dibakarbera8956
    @dibakarbera8956 Рік тому +8

    Truth must win at last. Thank you. When Indian Govt will awake? All are waiting for that time.

  • @joyshreekrishna5323
    @joyshreekrishna5323 Рік тому +9

    Good wishes...and Jai Hind

  • @gayatrinandi8508
    @gayatrinandi8508 Рік тому +1

    গুমনামী বাবার মৃত্যুর পর লালকেল্লায় নেতাজির স্ট্যাচুর প্রতিস্থাপন করা , আন্দামানের সেলুলার জেলে নেতাজির স্ট্যাচুর প্রতিস্থাপন করা হলো কেন , এই সব প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ সরল । ধন্যবাদ আপনাকে ।🙏 ।

  • @shovonmondal1817
    @shovonmondal1817 Рік тому +2

    কুণাল দা, অসংখ্য ধন্যবাদ! জয়তু নেতাজি ❤️❤️

  • @subratachoudhury6080
    @subratachoudhury6080 Рік тому +3

    Thanks for your bold presentation.

  • @anshumanbose8912
    @anshumanbose8912 Рік тому +5

    তারা স্বার্থের জন্য নিরুপায়, তারা খেয়ে পরে বেঁচে থাকুন। সত্যি জীবন ধন্য ধন্য হলো ভগবানের দর্শনে। 🙏🙏🙏🇮🇳🙏

  • @swatimoitra5331
    @swatimoitra5331 Рік тому +1

    We are with you and I believe in what you are saying

  • @asokemallick3265
    @asokemallick3265 Рік тому +4

    আজ যে কাজ তুমি সাফল্যের সাথে করছো তার জন্য তোমাকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। এটা জানানোর জন্য তোমার কাছে আমরা কৃতজ্ঞ। আরো অনেক কিছু জানতে চাই। চালিয়ে যাও Kunal ।

  • @madhabdas4133
    @madhabdas4133 Рік тому +4

    এখান থেকেই আপনার মাধ্যমে শ্রদ্ধেয় নেতাজির ব্যবহারিত জিনিষ পত্রের ছবি দেখে, আমার জীবন সার্থক হল। কেউ না মানলেও উনিই-নেতাজি সারা ভারতবাসী সেটা বিশ্বাস করেন। নেতাজি সম্বন্ধে আমরা আরো কিছু তথ্য জানতে চাই।🙏🙏🇮🇳 জয় হিন্দ।

  • @dipankarbanerjee1206
    @dipankarbanerjee1206 Рік тому +2

    Thank you kunal da... Darun kaaj aro Akbar..Tumi ei blog gulo kora bondho koro na please...

  • @palashdey8262
    @palashdey8262 Рік тому +2

    দুর্দান্ত কাজ ....নেতাজি সুভাষচন্দ্র কে নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনুন ....আমি পাশে আছি

  • @timirjyotighosh1364
    @timirjyotighosh1364 Рік тому +8

    Please carry on with your research on Gumnami Baba and establish the truth. We all are with you. Jai Hind!🙏

  • @sinhashankar32
    @sinhashankar32 Рік тому +4

    Thank you Kunal !! Tumi onek er chok aaj nishchoi khulediyecho !! Ami toh absolutely certain je Bhagwan ji chilen amader priyo Netaji Subhash Ch Bose

  • @linaghosh6477
    @linaghosh6477 Рік тому +4

    কুণালদা, আপনাকে অনেক ধন্যবাদ দিয়ে ছোট করবনা আমাদের নেতাজিকে নিয়ে এতোকিছু জানানোর জন্য। আপনার এই ভিডিও দেখ আমি ধন্য হয়ে গেছি। জয় হিন্দ।

  • @tarutalghoshmondal4152
    @tarutalghoshmondal4152 Рік тому +9

    You are doing a phenomenal job! More power to you!

  • @thesmile9187
    @thesmile9187 Рік тому +38

    দাদা ওতো কিছু চাক্ষুষ প্রমাণ দেখার পর ওটাকে সংগ্রহশালা না বলে ।এক মহামানবের কবরখানা ( দেশ দ্বারা নিয়ন্ত্রিত নির্মিত)বলা যায় না কী😥😥😥😥😥😥

  • @gautammondall4877
    @gautammondall4877 Рік тому +9

    Hi Kunal, Just wanted to know if Dr. R.P. Mishra is still alive? If yes, plz try to take his interview as well.

  • @moonmoonchatterjee5649
    @moonmoonchatterjee5649 Рік тому +5

    আপনার সব কথা বিশ্বাস যোগ্য ! আপনি এগিয়ে যান,পাশে আছি ❗💌

  • @arijitnaskar8151
    @arijitnaskar8151 Рік тому +1

    Perspective ta khub bhalo laaglo..I completely resonate...I wish u be successful...

  • @saibalghosh1816
    @saibalghosh1816 Рік тому +7

    Very good & informative content , keep it up, thanks a lot dada.

  • @tarnisthadas4469
    @tarnisthadas4469 Рік тому +3

    উনিই আমাদের সুভাষ 🙏

  • @sanchitamajumder6784
    @sanchitamajumder6784 Рік тому +3

    যতো ছবিগুলো দেখলাম অবাক হয়ে গেলাম !! অনেক ধন্যবাদ কুনাল বাবু এই তথ্য তুলে ধরার জন্য !!

  • @rajarshibanerjee739
    @rajarshibanerjee739 Рік тому +15

    Fantatstic, watching from Toronto. Do come to USA , Canada, for Netaji related sessions !!

  • @kallolsasmal5002
    @kallolsasmal5002 Рік тому +1

    আমি আপনার ভিডিও এই প্রথম দেখলাম।
    মনে হয়েছে কথাগুলো খুব যুক্তিবহুল এবং তথ্যসমৃদ্ধ 👍🏿

  • @nandinimukherjee2951
    @nandinimukherjee2951 Рік тому +2

    আমি সম্পূর্ণ ভাবে বিশ্বাস করি। নেতাজী কে নিয়ে আজও কৌতুহলের শেষ নেই। আরও জানতে ইচ্ছে করে।
    অনেক ধন্যবাদ কুনাল বাবু। এগিয়ে যান।

  • @rahulketansarkar1952
    @rahulketansarkar1952 Рік тому +2

    কে কি বললো সেটা নিয়ে চিন্তা করাই ফালতু,তুমি আগায় যাও,আমার উচ্চারণ নিয়ে ভুল না বোঝাই ভালো,কিছু মনে না করাই ভালো,এটা আমার চলতি ভাষা

  • @subhajit3224
    @subhajit3224 Рік тому +4

    One of Netaji 's close associate was Satya Ranjan Bakshi. They were both inspired by Late C R Das, who resided in Priyanath Mallick Road. I had personally seen Satya Bakshi several times and we had heard from our ancesstors that Netaji visited Satya's place before leaving Kolkata. He also had connections after Netajis antordhan by means of radio transmittors. This report has been published in Jan 23rd issue of Saptahik Bartaman.

  • @anupamshil
    @anupamshil Рік тому +5

    One of your best presented videos 📹 👌 ❤️ Congratulations!

  • @payelroy1689
    @payelroy1689 Рік тому +3

    This is a historical vedio. Wonderful work👍 🙏we are very greatful to you👏👏👏

  • @pronoob0477
    @pronoob0477 Рік тому +4

    আর কতোদিন সত্যের অপেক্ষায় থাকবে জনগন?

  • @alokemukhopadhyay2662
    @alokemukhopadhyay2662 Рік тому +2

    great work....go ahead kunal 🙏

  • @Arish-2024
    @Arish-2024 Рік тому +5

    I am with you always. জয়তু নেতাজি 🙏

  • @rahulketansarkar1952
    @rahulketansarkar1952 Рік тому +6

    অনেক দিন পর দিলেন,তবে ভালো,ভালো থাকো