ধন্যবাদ এই ভিডিওটির কারনে আমার ফজরের নামাজ পড়া হলো। কে জানি হঠাৎ নাড়া দিলো মস্তিষ্কে আল্লাহর থেকে বোধহয় দূরে সরে গেছি তাই শান্তি পাচ্ছিলাম না। এখন একটু হালকা লাগে। ভালো থাকুক সব মানুষ ❤
❤ May Allah Bless You My Dear Mentor ❤ I love Sabit Raihan and Mahmudul Hasan Sohag Sir from the bottom of my heart for the sake of Allah. I wish you the highest success in this world and hereafter.❤🤲
যদি কোন কাজ ট্রেনিং এরপর আগের চেয়ে কম সময়ে বেশী করা যায় তাহলে বুঝতে হবে সেই ট্রেনিংটা কাজে দিয়েছে। কারণ যা পরিমাপ করা যায় না তার উন্নতি করা যায় না। মেজারমেন্ট থেকে বুঝা যায় ট্রেনিংটা কাজে এসেছে কিনা। 3:09, 3:20 প্রবলেম ফাইন্ড এন্ড ফিক্স ইট 3:28, 3:49-3:59 পরীক্ষার আগে রাতে পড়ালেখার এত জোশ, এনার্জি কোথা থেকে আসে? ওয়ার্ম আপ খেলায় যে বডি ল্যাংগুয়েজ থাকে। পুরষ্কার/প্রাপ্তির জন্য নির্দিষ্ট টাইমফ্রেমে দুটা টিম একে অপরের বিরুদ্ধে যখন খেলে তখন তাদের বডি ল্যাংগুয়েজ এত চেঞ্জ হয় কীভাবে? কারণ সাধারণ প্র্যাক্টিসে তাড়া থাকে না। কিন্তু ম্যাচে একটা টাইমফ্রেম থাকে, টার্গেট থাকে যেটা তাকে পুশ করে বেড়ায়। 4:36, 5:19-6:01 পরীক্ষা/মূল ম্যাচের আগেই কীভাবে আর্টিফিশিয়ালি একজন অন্যান্য সময়েও পরীক্ষার আগের রাতের মত ফিলিং তৈরী করতে পারে? এর জন্য শুধু জ্ঞান থাকাই যথেষ্ট না। জ্ঞানের অনুভূতিটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলেই সেটা সম্ভব। 6:14, 6:28, 6:55, 7:14, 7:31, 7:35 ছোট ছোট কাজের করে পরিবর্তন আনার মাধ্যমে নিজের মধ্যে মোটিভেশন নিয়ে আসা 12:27, 12:44 মানুষের মাথায় সবসময় নেগেটিভ প্রশ্ন, নেগেটিভ চিন্তা আসে। সেটাকে ডিল করতে শেখা। 13:30, 13:43, 14:30, 15:05, 15:12, 15:22, 15:28, 15:38, 16:30, 16:42, 16:54, 17:13 ভাল লাগলেই করতে হবে বিষয়টা মোটেও তা না। বরং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। যত কষ্টই হোক। ভাল লাগা, মজা লাগাটা আসবে রেজাল্টের সময়। যেটা তাকে দীর্ঘ মেয়াদে মোটিভেটেড রাখবে। 17:28, 17:45, 18:37, 19:11, 19:35-19:54, 19:56-20:01
এতেকরে বুঝাগেলো মানুষ প্রতিদ্বন্দ্বীতায় বা প্রতিযোগিতায় বেশি সক্রিয়। তাই আমাদের উৎ ভালো প্রতিদ্বন্দ্বী খুঁজা, সেটা নিজেকে বানাতে পারি। যেমন আজ আমি ৫টা ভালো কাজ করলাম বা ৫টা শব্দ আত্মস্ত করলাম তারপরের দিন সেটাকে নিজের সাথে প্রতিদ্বন্দ্বী করে ১০ টা ভালো কাজ করলাম বা শব্দ আত্মস্থ করলাম
খুবই জ্ঞানগর্ভ আলোচনা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিলাম❤May Allah Rabbul Alamin accept us for Islam and grant us all Tawfik to walk on the Deen❤
Sabit International এর এই ভিডিওটা বর্তমানের সকল ধরনের মানুষের অন্তত একবার হলেও দেখা উচিত। আমাদের দেশের বর্তমান সময়ের দুই নক্ষত্র: সাবিত রায়হান ভাই ও মাহমুদুল হাসান সোহাগ ভাই (হাফিযাহুমুল্লাহ), এটা অনস্বীকার্য। মনের শক্তি ব্যাপারটিকে খুব সুন্দর করে দুই ভাইয়া পারস্পরিক আলোচনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আমার বিশ্বাস- শিক্ষার্থীদের ও যারা এখনো জব সেক্টরে প্রবেশ করেনি তাদের জন্যেও এই আলোচনাটি অনেক দামি হতে পারে। আর সম্ভব হলে সাবিত ভাইয়ের লেখা মনের শক্তি বইটাও সংগ্রহ করতে পারেন, বইটির ব্যাপারে রিভিউ আমরা কয়েকদিন পর দিব ইনশাআল্লাহুল আযিয। দুয়ার দরখাস্ত। জাযাকাল্লাহু খইরন...
আত্নার অগনিত বৈশিষ্টিটের মধ্যে, চিন্তা করার ক্ষমতা মন নামে পরিচিতি লাভ করেছে। আমরা সাধারন মানুষেরা মনের অস্তিত্ব সম্পর্কে সহজেই কিছু একটা ধারণা করতে পারি। তাই আত্না সম্বন্ধীয় বিজ্ঞান পরবর্তীতে মনোবিজ্ঞান নামে পরিচিতি লাভ করেছে।
Ekti video dekhe apnr onek boro fan hoiea gelam , Jibon ke je vabe sajiye tolte cheyecilam tr thek biccino hoiea geyecilam ekhn mone hoi abr sei rastay hata suro korte parci thank you ..
আসসালামু আলাইকুম মুহতারাম সাবিত রাইহান সাহেব, আল্লাহ পাক আপনার নেক সপ্নগুলোকে পুর্ন করুন, আমীন। ইলম,আমল ও জীবনে বারাকাহ দান করুন, আমীন। আমি হাফেজ আবু আবরার, জাপান প্রবাসী। এখানে জাপানিজ ও ফরেইনার অনেক যুবকদের সাথেই আমার উঠাবসা। যেহেতু বেশ অনেক দিন জাপানে ইমাম ও মাদ্রাসা ও ইসলামিক স্কুলে শিক্ষক ছিলাম সেই সুবাদে অনেকের কাছেই পরিচিত। আমি আপনার যোগ্যতা থেকে ফায়দা উঠাতে ও আদারসদের ফায়দা পৌঁছাতে চাই।
Highlights: 1. Pain or pleaser. 2. Halka hote hobe. 3. We need to focus on the result but act on the process. 4. If you want to go fast, go alone If you want to far, go together.
Alhamdulillah. I have been waiting for long time to see them together in one sitting. They are both mind changing player one is defensive player and another one is offensive.
আসসালামু আলাইকুম, সোহাগ। আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আপনি আমার ছেলের সমতুল্য। তবু সুযোগ পেলে আপনার বিভিন্ন প্রোগ্রাম দেখা হয়। তাই আপনার মন মানসিকতার সাথে পরিচিত। একটা বিশেষ বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহহ আমাদের দেশের দুই নক্ষত্র , আল্লাহ উনাদেরকে দুনিয়া এবং আখিরাতে অনেক অনেক সম্মানি বানান আমীন,
True..im proud of them
আসসালামু আলাইকুম।
কাইন্ডলি কেউ কি বলতে পারেন!
উনার " মনের শক্তি " নামক বইটি
কিভাবে পেতে পারি।।
@@fougiafarhana1338 রকমারিতে পাবেন,এটা মাহমুদুল হাসান ভাইয়েরই অনলাইন পাল্টফর্ম।এখান থেকে অনেক লেখকেরই বই অর্ডার করতে পারবেন।
@@fougiafarhana1338 jodio shohag sir amake kichui dibe na..tao rokomari te paben moner shokti
@@eurusratched8941.
ইসলামী মূল্যবোধের সাথে সমন্বয়ে রেখে জীবনকে কিভাবে এগিয়ে নিতে হয় তার জ্বলন্ত প্রমাণ এই দুই বড় ভাই আমাদের
দুই ভাইয়ের সুন্নাতী দাড়ি দেখে সত্যি অনেক ভালো লাগছে মাশা আল্লাহ ❤
বাংলাদেশের প্রকৃত হিরো। আল্লাহ দুইজনকেই দুনিয়া আখিরাতে আরো মর্যাদার অধিকারি করুন।
Amin
আমিন
@@sabitinternational অসাধারণ
@@sabitinternationalভাই আমি বই টা নিতে চাই
আমিন
আমার দেখা পরিস্কার মনের দুইজন শিক্ষক।
যারা মেন্টালি খুবই গবেষণাপ্রবণ এবং ইফেক্টিভ স্পেশালি আমাদের জন্য❤
ধন্যবাদ এই ভিডিওটির কারনে আমার ফজরের নামাজ পড়া হলো। কে জানি হঠাৎ নাড়া দিলো মস্তিষ্কে আল্লাহর থেকে বোধহয় দূরে সরে গেছি তাই শান্তি পাচ্ছিলাম না। এখন একটু হালকা লাগে। ভালো থাকুক সব মানুষ ❤
একটা বিষয় খেয়াল করলাম,জ্ঞানীরা খুব দ্রুত এক্সাম্পল দিতে পারে।সে জাগতিক জ্ঞানী হোক বা আলেম।
Amazing! ❤
❤
- মৃ ত্যু মানেই মুক্তি নাহ,
কবর দেখছো কিন্তু কবরের আজাব দেখনি!'🙂
আমার কাছে ভালোবাসার একটি মুদ্রা আছে যার এক পৃষ্টে সাবিত হুজুর অন্য পৃষ্ঠে সোহাগ স্যার।
بعد الله ورسوله❤❤❤❤
মাশাল্লাহ, দেখুন দাড়িওয়ালা মানুষরা শুধু মসজিদেই পড়ে থাকে না!
এই প্রথম সোহাগ ভাইকে এতো মনোযোগ সহকারে কথা শুনতে দেখলাম! সম্ভবত বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম এবং কার্যকরী।
আল হামদু লিল্লাহ
আমি দেখছি সৌদি আরব জেদ্দা থেকে। অনেক সুন্দর ও অনেক ভালো লাগতেছে।
❤ May Allah Bless You My Dear Mentor ❤
I love Sabit Raihan and Mahmudul Hasan Sohag Sir from the bottom of my heart for the sake of Allah. I wish you the highest success in this world and hereafter.❤🤲
দু'জন ভালবাসার মানুষকে একসাথে দেখে অনেক ভালো লাগলো। আল্লাহ তাদের জীবনকে দীর্ঘ করুন। আমিন
যদি কোন কাজ ট্রেনিং এরপর আগের চেয়ে কম সময়ে বেশী করা যায় তাহলে বুঝতে হবে সেই ট্রেনিংটা কাজে দিয়েছে। কারণ যা পরিমাপ করা যায় না তার উন্নতি করা যায় না। মেজারমেন্ট থেকে বুঝা যায় ট্রেনিংটা কাজে এসেছে কিনা। 3:09, 3:20
প্রবলেম ফাইন্ড এন্ড ফিক্স ইট 3:28, 3:49-3:59
পরীক্ষার আগে রাতে পড়ালেখার এত জোশ, এনার্জি কোথা থেকে আসে? ওয়ার্ম আপ খেলায় যে বডি ল্যাংগুয়েজ থাকে। পুরষ্কার/প্রাপ্তির জন্য নির্দিষ্ট টাইমফ্রেমে দুটা টিম একে অপরের বিরুদ্ধে যখন খেলে তখন তাদের বডি ল্যাংগুয়েজ এত চেঞ্জ হয় কীভাবে? কারণ সাধারণ প্র্যাক্টিসে তাড়া থাকে না। কিন্তু ম্যাচে একটা টাইমফ্রেম থাকে, টার্গেট থাকে যেটা তাকে পুশ করে বেড়ায়। 4:36, 5:19-6:01
পরীক্ষা/মূল ম্যাচের আগেই কীভাবে আর্টিফিশিয়ালি একজন অন্যান্য সময়েও পরীক্ষার আগের রাতের মত ফিলিং তৈরী করতে পারে? এর জন্য শুধু জ্ঞান থাকাই যথেষ্ট না। জ্ঞানের অনুভূতিটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলেই সেটা সম্ভব। 6:14, 6:28, 6:55, 7:14, 7:31, 7:35
ছোট ছোট কাজের করে পরিবর্তন আনার মাধ্যমে নিজের মধ্যে মোটিভেশন নিয়ে আসা 12:27, 12:44
মানুষের মাথায় সবসময় নেগেটিভ প্রশ্ন, নেগেটিভ চিন্তা আসে। সেটাকে ডিল করতে শেখা। 13:30, 13:43, 14:30, 15:05, 15:12, 15:22, 15:28, 15:38, 16:30, 16:42, 16:54, 17:13
ভাল লাগলেই করতে হবে বিষয়টা মোটেও তা না। বরং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। যত কষ্টই হোক। ভাল লাগা, মজা লাগাটা আসবে রেজাল্টের সময়। যেটা তাকে দীর্ঘ মেয়াদে মোটিভেটেড রাখবে। 17:28, 17:45, 18:37, 19:11, 19:35-19:54, 19:56-20:01
সোহাগ ভাইকে দেখে এক সেকেন্ড ও লেট করলাম না ভিডিওতে ক্লিক করতে❤।খুব পছন্দের একজন মানুষ। আল্লাহর কাছে দোয়া করি আপনার হায়াতে বরকত দিন।
সাবিত ভাই,সোহাগ ভাই, ইয়াহিয়া আমিন ভাই এনারা হলেন অসাধারণ
এতেকরে বুঝাগেলো মানুষ প্রতিদ্বন্দ্বীতায় বা প্রতিযোগিতায় বেশি সক্রিয়। তাই আমাদের উৎ ভালো প্রতিদ্বন্দ্বী খুঁজা, সেটা নিজেকে বানাতে পারি। যেমন আজ আমি ৫টা ভালো কাজ করলাম বা ৫টা শব্দ আত্মস্ত করলাম তারপরের দিন সেটাকে নিজের সাথে প্রতিদ্বন্দ্বী করে ১০ টা ভালো কাজ করলাম বা শব্দ আত্মস্থ করলাম
কত প্রাঞ্জল, কত স্নিগ্ধ, কত সারল্য, কত আত্মা শীতলকারী বাচন
জাযাকাল্লাহু খায়রান ( جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا)আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।🌸
মুল্যবান কিন্তু সাধারণ ২জনই❤
২ জন ই আমার খুব প্রিয় এবং আমি তাদের কে শুধুমাত্র আল্লাহর জন্যই ভালবাসি
খুবই জ্ঞানগর্ভ আলোচনা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিলাম❤May Allah Rabbul Alamin accept us for Islam and grant us all Tawfik to walk on the Deen❤
মাশা-আল্লাহ আমার খুবই প্রিয় দুই ব্যক্তিত্ব❤ সাবিত ভাই এবং সোহাগ ভাই দাঃবাঃ
আলহামদুলিল্লাহ! দেশের দুই নক্ষত্র। দোয়া ও ভালোবাসা রইল।
❤
লাস্টের কথাটা দারুন বলেছেন.. স্বপ্নটা সংক্রামক হতে হবে
আলহামদুলিল্লাহ ۔দুই তারকার মিলনে ۔আলোর ঝলকানি দৃশ্যমান হচ্ছে
একজন অন্যরকম বাংলাদেশের স্বপ্ন দেখা মানুষ অন্যরকম পৃথিবী গড়ার মানুষের সাথে বসে আছেন দেখে শিহরিত
আলহামদুল্লিলাহ খুবই সুন্দর আলোচনা,ভীষন ভাল লাগল।
Alhamdulillah After avoiding fb I got results in one week.
Will not use Social media anymore
গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী আলোচনা ভালো লেগেছে। আসুন বন্যার্তদের পাশে দাড়াই। আল্লাহ সকলকে দয়া ও হেফাজত করুন। আসুন সবাই,পিতা মাতার সেবা করি ও লেখাপড়া শিখে এই দেশকে গড়ে তুলি। মে আল্লাহ গিভ আস দি নলেজ অ্যান্ড পাওয়ার। ধন্যবাদ
আল্লাহ তায়ালা উনাদেরকে হেফাজত করুন আমিন ইয়া রাব্ব
মাশাআল্লাহ।সত্যিই ভালো লাগার মতো একটা ভিডিও যেখানে অনেক জানার বুঝার আছে। খুবই ভালো লাগছে।আলহামদুলিল্লাহ
মাশা-আল্লাহ!
দুই ভাইকেই আল্লাহর জন্য ভালোবাসি!
❤❤❤❤❤❤
জাযাকাল্লাহু শে।ক রান,আল্লাহ দুই নক্ষ্রত্রকে হায়াত দান করুন,ইস লামের জইন্য কিছু সাক্ষাত কার দিন আমিন
আমি ব্যাক্রিগত ভাবে প্রচন্ড রকম পছন্দ করি এই দুইজন মানুষকে। বারাকাল্লাহু ফি হায়াতিক❤
আপনাদের কে ভালবাসি কারন আপনারা আল্লাহ কে ভালবাসেন।❤❤
Mashallah khub valo laglo dujoner ei kotha gulo shune
মা'শাআল্লাহ দু'জনকে এক সাথে দেখে ভালো লাগলো, ধন্যবাদ।
সুন্নতি দাঁড়ি দেখলে অন্তর থেকে মহব্বত আসে আল্লাহতালা সবাই কে দীনের পখে চলার তৌফিক দান করুক
এই দুই জনকে এক সাথে দেখার খুব ইচ্ছে ছিল, আশা করি সামনে আরো হবে !
Sabit International এর এই ভিডিওটা বর্তমানের সকল ধরনের মানুষের অন্তত একবার হলেও দেখা উচিত। আমাদের দেশের বর্তমান সময়ের দুই নক্ষত্র: সাবিত রায়হান ভাই ও মাহমুদুল হাসান সোহাগ ভাই (হাফিযাহুমুল্লাহ), এটা অনস্বীকার্য। মনের শক্তি ব্যাপারটিকে খুব সুন্দর করে দুই ভাইয়া পারস্পরিক আলোচনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
আমার বিশ্বাস- শিক্ষার্থীদের ও যারা এখনো জব সেক্টরে প্রবেশ করেনি তাদের জন্যেও এই আলোচনাটি অনেক দামি হতে পারে। আর সম্ভব হলে সাবিত ভাইয়ের লেখা মনের শক্তি বইটাও সংগ্রহ করতে পারেন, বইটির ব্যাপারে রিভিউ আমরা কয়েকদিন পর দিব ইনশাআল্লাহুল আযিয। দুয়ার দরখাস্ত। জাযাকাল্লাহু খইরন...
আসসালামু আলাইকুম। আপনিও এখানে! মাশাআল্লাহ!!
@@Dhrubotarar অনেক আগে থেকেই ভাই
দুইজন প্রিয় মানুষ, যারা অনেকের কাছেই প্রিয়, একসাথে দেখে খুব ভাল লাগল।
মাশাল্লাহ দুই মেরুকরণ এর সুন্দর আলোচনা, সাবিত স্যার এর জন্য শুভ কামনা
মাস্টারবেশন এর উপর একটা ভিডিও মেক করুন যুবক সমাজের জন্য খুবই দরকার আপনার এই ভিডিও। ধন্যবাদ।
আত্নার অগনিত বৈশিষ্টিটের মধ্যে, চিন্তা করার ক্ষমতা মন নামে পরিচিতি লাভ করেছে। আমরা সাধারন মানুষেরা মনের অস্তিত্ব সম্পর্কে সহজেই কিছু একটা ধারণা করতে পারি। তাই আত্না সম্বন্ধীয় বিজ্ঞান পরবর্তীতে মনোবিজ্ঞান নামে পরিচিতি লাভ করেছে।
جزاكما الله بارك الله في حياتكما اطال الله حياتكما في بطاعته.
Ekti video dekhe apnr onek boro fan hoiea gelam , Jibon ke je vabe sajiye tolte cheyecilam tr thek biccino hoiea geyecilam ekhn mone hoi abr sei rastay hata suro korte parci thank you ..
বাংলাদেশের প্রকৃত সম্পদ এরা❤❤❤
মাশাআল্লাহ আলোচনা খুব ভালো লাগলো❤❤😊🇮🇳
মাশাআল্লাহ, স্যার কিন্তু অসাধারণ এক ব্যক্তিত্বের অধিকারী।।
ব্লু টিমকে অসংখ্য ধন্যবাদ
দুইজনকে একসাথে দেখে অনেক ভালোলাগছে ভাইয়া❤❤
সময়ের সবচেয়ে আলোচিত দুইজন ব্যক্তির আলোচনা খুবই ভালই লাগতেছে।
আল্লাহ্ তায়ালা আপনার প্রতিভাকে ইসলামের খেদমতে ব্যাবহার করার তৌফিক দান করুন আমীন সুম্মা আমীন
প্রিয় দুইজন মানুষ একসাথে মাশাল্লাহ ❤
আসসালামু আলাইকুম মুহতারাম সাবিত রাইহান সাহেব, আল্লাহ পাক আপনার নেক সপ্নগুলোকে পুর্ন করুন, আমীন। ইলম,আমল ও জীবনে বারাকাহ দান করুন, আমীন।
আমি হাফেজ আবু আবরার, জাপান প্রবাসী। এখানে জাপানিজ ও ফরেইনার অনেক যুবকদের সাথেই আমার উঠাবসা। যেহেতু বেশ অনেক দিন জাপানে ইমাম ও মাদ্রাসা ও ইসলামিক স্কুলে শিক্ষক ছিলাম সেই সুবাদে অনেকের কাছেই পরিচিত। আমি আপনার যোগ্যতা থেকে ফায়দা উঠাতে ও আদারসদের ফায়দা পৌঁছাতে চাই।
Osadaron alocona. Mon shanto hoye gelo.
মূল্যবান আলোচনা থেকে আল্লাহ আমাদের উপকৃত করুন।
Both of my favourite person. may allah bless them.
Highlights:
1. Pain or pleaser.
2. Halka hote hobe.
3. We need to focus on the result but act on the process.
4. If you want to go fast, go alone
If you want to far, go together.
বইটির নাম কি জানালে উপকৃত হব
"মনের শক্তি"
জাযাকাল্লাহ
বই মেলায় পাওয়া যাবে কি বইটি!পাওয়া গেলে pavilion er name ta bol
Alhamdulillah. I have been waiting for long time to see them together in one sitting. They are both mind changing player one is defensive player and another one is offensive.
আসসালামু আলাইকুম। মা শা আল্লাহ। দু জনকে দেখেই খুব ভালো লাগলো।
মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা জাজাকাল্লাহ খাইরান
দুজন মানুষই অনেক প্রিয়।
দুইজনকে আল্লাহর জন্য ভালোবাসি ❤🎉
শ্রদ্ধা আর ভালোবাসা অগ্রজদ্বয়ের জন্য
মাশাআল্লাহ, প্রতিটা কথা হৃদয় দিয়ে শুনছি,
❤❤ মাশাআল্লাহ দুই প্রিয় মুখ ❤️❤️
আসসালামু আলাইকুম আমি সাবির ইন্টারন্যাশনাল এর সাথে কানেক্টেড ইনশাল্লাহ অনেক ভালো পারফর্মেন্স পাচ্ছি
আলহামদুলিল্লাহ, আমার পছন্দের একজন
দুই জনকে একসাথে দেখে অনেক ভালো লাগলো।
আল্লাহ উভয়কেই কবুল করুন আমিন
আলহামদূলিলাহ অসাধারণ আলোচনা, আপনাদের জন্য দোয়া কামনা করছি ।।
আসসালামু আলাইকুম, সোহাগ। আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আপনি আমার ছেলের সমতুল্য। তবু সুযোগ পেলে আপনার বিভিন্ন প্রোগ্রাম দেখা হয়। তাই আপনার মন মানসিকতার সাথে পরিচিত। একটা বিশেষ বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই।
whenever i see shuhag vai i feel happy. may allah bless him with a long life
মাশাআল্লাহ, জাঝাকুমুল্লাহ
মাশাল্লাহ অনেক সুন্দর আলোচনা শুনলাম ।
বাংলার দুই জন উজ্জ্বল নক্ষত্র ।
❤❤❤❤
❤️❤️❤️
ভাইয়া,
পশ্চিমবঙ্গ -ভারত এ আপনার বইটি পেলে উপকৃত হতাম ❤❤
বইটির নাম কি
মনের শক্তি @@MDZobayer-y6z
মনোবিজ্ঞানী তিনি!
এভাবে আমরা সবাই হাসি খুশি ভাবে মিলেমিশে থাকবো তাহলে একটি ভালো সমাজ তৈরি হবে
মাসাআল্লাহ আমার দুইজন প্রিয় মানুষ
He is really a Good mentor.
Many many thanks for video ❤🎉
Thank you sabid raihan vai and suhag vai ❤🎉
যদি নোয়াখালী কোন সুযোগ করা যায় অনেক ভালো হবে।
আশায় থাকলাম আপনার জন্য🤲🤲
ভালো লাগে কিছু বড় বড় মানুষ ধার্মিক
এই দুইজন কাদের প্রিয় ❤
আমার খুব প্রিয় ২ জন স্যার Love you❤❤❤❤
Plz make some trainer like you... So that people will get more positive energy to survive...
Oya alaikumussalaam oya rohmatollah...mashaAllah...
মাশাল্লাহ সোহাগ ভাই এবং সাবিত রায়হান ভাই আমার বেস্ট লেকচারার।
তাদের আলোচনা আমি প্রায়ই শুনে থাকি
প্রিয় দুজন মানুষ।
দুজনের প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।
🌹🌺❤️
জাজাকাল্লাহ খাইরান ব্রাদার
য়েভাবে কাজ করে মনের শক্তি 🤔জানতে পারলাম অনেক কিছু ধন্যবাদ আপনাদের ভাইয়া 🤲 মনের শক্তি সবচেয়ে বড় শক্তি
ধন্যবাদ
Allah apnar moner nek icca puron koruk. Ei doa kori. Fiamanillah ❤️
জাযাকুমুল্লহ খয়ের..
যাযাকাল্লাহু খয়রান
Onyk uttom আলোচনা
Really a very informative one
thank you so much.
আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুণ আমিন।