খুব রিসেন্টলি আমি আপনাকে ফলো করা শুরু করলাম ইউটিউবে, বেশ কয়েকটা পর্ব দেখে আপনার চ্যানেল-টা আমার খুব প্রিয় হয়ে উঠেছে , আমেরিকা নিবাসী এক বাঙালি পরিবারের এই ছোট ছোট মুহূর্ত গুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন/তুলছেন। আশা করবো আগামীতেও এইভাবেই আরও অনেক অনেক সুন্দর VLOG আপনি উপহার দেবেন আমাদের। কলকাতা থেকে আপনাকে ও আপনার পরিবারকে শুভেচ্ছা সহ -- রানা বসু
আংকেল, অনেকেই একই কথা বার বার জিজ্ঞাসা করে l এতজনের কমেন্ট আপনি পড়েন এবং উত্তর দেন ! এটা খুবই কঠিন কাজ l আপনি সত্যিই খুব বড় মনের মানুষ l আপনার প্রতি রেস্পেক্ট অনেক বেড়ে গেল l
আপনার প্রশ্ন উত্তর ১ এবং ২ শুনেছি। আপনি যে সাবলীল ভাষায় কথাগুলো বলেছেন সত্যিই অতুলনীয়। ইনশাআল্লাহ কোন একদিন হয়তো আপনার সাথে আমার দেখা হবে। আপনি ভালো থাকবেন দোয়া করি।
ভালো কাজের কোনো বয়স নাই। আমার কাছে মনে হয় আপনার এই কাজটা সাদকায়ে জারিয়া এর মত ।। সারাজীবন এই ভিডিওগুল থেকে উপকার পাবে সবাই ।।আপনি অসাধারন কাজ করছেন ।। Keep it up ..
আসসালামু আলাইকুম ।।।। ভাই জান আপনি সত্যি ই অ সাধারণ ,,,, আল্লাহ আপনাকে হায়াতে তাইয়েবা দান করুন দীর্ঘদিন বেচে থাকুন ( আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমারা আমার একটি আয়াত যদি যান অন্য কে পৌচিয়ে দাও ।।।।।
অনেক লম্বা পর্ব। ভালো লেগেছে খুব। আপনার মতো করে এতো বিস্তারিত কেউ বলবে না সব বিষয়ে। আমার একটা প্রশ্ন - আপনি বাংলাদেশে কোন প্রপার্টি করছেন কিনা বলবেন এবং আপনার পরবর্তী প্রজন্ম বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করে কিনা। অথবা আপনি আপনার ছেলেদের সাথে এ ব্যাপারে খোলামেলা আলোচনা করেছেন কিনা। প্রশ্ন করার কারণ হচ্ছে আমার পরিচিত অনেক মানুষ আছে যারা ঢাকায় প্রপার্টি করছে এবং তাদের কথা হচ্ছে তারা আমেরিকায় কোন প্রপার্টি করছে না। যদি কখনো তাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করে সেইজন্য ঢাকায় প্রপার্টি করছে।
jnu khaled ভবিশ্যতে কি হবে একমাত্র আল্লাহ যানে। একেক জনের একেক রকম প্ল্যান। তবে আমাদের next generation কখনোই বাংলাদেশে থাকার জন্য চলে আসবে বলে মনে হয় না। ধন্যবাদ।
মাঝে মাঝে মনে হয় এরকম একটা প্রশ্ন হয়তো করা উচিত যে আমি কি মরে গেলে আমার লাশ হয়ে আমেরিকা আসা সম্ভব। মানুষের আগ্রহ এবং প্রশ্নের ধরন শুনে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা।
আস সালামু আলাইকুম আল-ফারুক ভাই, আপনার প্রতিটি ভিডিও আমরা সবাই খুব এঞ্জয় করি। আমরা বাসার সবাই (আমার ৬৫+ বাবা, মা, আমার স্ত্রী সহ) একসাথে ডিনার এর পরে আপনার ভিডিও গুলো দেখি। খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেন। আপনার কথা অনেক মার্জিত, গোছানো ও টু দ্য পয়েন্ট। আল্লাহ আপনাকে খুউব ভালো একটা গুন দিয়েছেন যা হলো আপনি কখনো বিরক্ত হননা। কত মানুষ আপনাকে কত উল্টা পাল্টা প্রশ্ন করে, কিন্তু আপনি খুব বুদ্ধিমত্তার সাথে সেটা উত্তর দেন। এইটা অনেক বড় একটা কোয়ালিটি। আপনার পরিবারের সবাইকে সালাম। আমরা ক্যানাডার টরোন্টো থাকি৷ আমি পেশায় একজন মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার, টরোন্টোর পাশেই একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করছি। আমার এক ছেলে (৪+) এক মেয়ে (২+)। আমাদের জন্যে দোয়া করবেন। আর অবশ্যই মন থেকে আপনাদের দাওয়াত থাকলো। কখনো টরোন্টো আসলে অবশ্যই আমার বাসায় আসবেন। আসলে আমরা খুউব খুশি হবো।
ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ও আপনার পরিবারের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। দাওয়াতের জন্য ও অনেক ধন্যবাদ। গত সামারে নায়াগ্রা ফলস গিয়েছিলাম। আবার যদি আসি ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকুন দোয়া করি।
Sir... Study & after study settle hobar jonno & valo job & others ..... সর্বোপরি কোন country best হবে 1. Australia 2. Canada 3. USA 4. Germany আপনি এই বিষয়ে একটি ভিডিও বানালে উপকৃত হতাম। আপনি আরও country add করতে পারেন । আমার এই বিষয়টি জানা দরকার । ধন্যবাদ ।
Faruk vai আপ্নার এই ধরনের একটি প্রগ্রাম মনে হয় না কোন বাংলাদেশি ,ইউটিউবে করছে,,অনেকের অনেক জানা অজানা প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন,,এবং সঠিক ভাবে দিয়েছেন,,কিছু ভিডিও আমি দেখিছি USAনিয়ে অনেক ভুল ধারণা অনেকে দিয়ে দেয়,আবার অনেকে না জেনে ও কিছু উত্তর ধারণা করে দিয়ে দেয়,,কিন্তু আপ্নার উত্তরে আমি অনেক সুন্দর এবং সঠিক উত্তর পেয়েছি,,ধন্যবাদ আপ্নাকে।ভালো থাকুন।
যারা একদম ইংরেজী জানেনা তারাযে খুব সহজে আমেরিকান ইংলিস শিখে ফেলবেন এটা খুবই সত্য কথা । কারন একটা খালি পাত্রে পানি ভরা যত সহজ, একটা ভরা পাত্রে পানি ভরা তত সহজ নয় । এটা পদার্থ বিজ্ঞানের রক্ষনশীল নীতির মতই সত্য ।
আসসালামুআলাইকুম ভাই। সুন্দর রৌদ্রউজ্জল একটা দিনে আপনি অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাষায় গুরুত্বের সাথে সবার প্রশ্নের উত্তর দিলেন, খুব ভাল লাগলো। খুব ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
ভাই সব সময় try করে clearly এবং truly সব কিছু বলতে বা বুঝাতে ,সেই জন্য আমার ভাই কে এত ভাল লাগে,আর আজকের video দেখে ভাইয়ের অনেক big friend হয়ে গেলাম,আর ভাই ঠিক বলেছে !ভাই দেরি করে হলেও comments reply করে,আমার সাথে অনেক বার হয়েছে,অনেক অনেক দুআ ভাই ভাল থাকেন,আর আমাদের সবার জন্য দুআ করবেন
আস্ সালামুআলাইকু ভাইয়া প্রশ্ন উত্তর পর্বটি ভালো লাগল ।অনেকে বলেন UA-cam বে নাকি বেশির ভাগই আবোল তাবোল উত্তর বা ভিডিও দেখায় ।কিন্তু আপনার ভিডিও গুলো দেখে আমার মনটা ভরে যায় ।আর প্রতিটা কথা সত্যিকারের মনে হয় ,তবে কেন এই মন্তব্য ।আমেরিকায় বা কানাডায় যেতে পারি বা না পারি আপনার মাধ্যমে অন্ততঃ অনেক কিছুই জানাতে পারব ইনশাল্লাহ ।ভালো থাকুন, আল্লাহ্ হাফেজ ।
Ayesha Siddiqua Walaikum assalam. আপনি ঠিকই বলেছেন। বেশীর ভাগ ই অখাদ্য। যেমন একজন আছে দেখলাম বেশীর ভাগ ভিডিও ই পাদ নিয়ে। সত্যি বলছি। বানিয়ে বলছি না। ধন্যবাদ ভাই।
ফারুক ভাই খুবই সুন্দর। এরকম আরো কিছু আপনার না বলা কথা বলবেন আশা করি।সহজ-সরল সাধারণ জীবনের কথাগুলো কি সুন্দর অসাধারণ ভাবে বললেন। এর জন্য ধন্যবাদ আপনাকে । এর
Salute..salute..!! Durdanto presentation...!!! Chomotkar location...wow..!!! ..apnr besh kiso experience share korer jonno...Thnx..!!! N finaly..camera work ...ek kothai...Awesome..( hi five shadin bro..) !!
আমি আপনার জেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করার সুবাধে এবং আমার নামের সাথে আপনার নামের কিছুটা মিল থাকায় আপনার ব্লগিং দেখি। দেখতে দেখতে আমি আপনার ব্লগিংয়ের ফ্যান হয়ে গেছি। আপনার সরলতা ও সাবলিল উপস্থাপনা আমাকে মুগ্ধ করে। ব্লগিং দিয়েও যে মানুষকে সেবা দেয়া যায় বা উপকার করা যায় সেটা এর মাধ্যমে জানলাম। কিন্তু জানতাম না যে আপনি লাশবাহী গাড়ী চালিয়েছেন। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, দীর্ঘ হায়াত দান করুন।
Ami Australia te student visay aci..Apni apner student life a ja korechen suru dik a , amro tai korte hoy ..But apner vedio dekhle maje maje vabhi j akdin amio apner moto vedio banabo and nijer real life experience gulo share korbo ....sey jaygay jawer por obossoy vedio banabo j din nije k joggo mone korbo ...valo thakben uncle..
আংকেল আমি আসলে ইউটিউব এ ভিডিও দেখি কিন্ত কাউকে তেমন সাবস্ক্রাইব করি না, শুধু দেখে যাই, তবে বাংলা ভাষা ও ইংরেজিতে শুদ্ধ ও সাবলিল ভাবে বলতে দেখেছি আপনাকে ও চিটাগাং এর একটা ভাই ফুড নিয়ে ভ্লগিং করে প্লেটস অব ট্রাডিশন নামে চ্যানেল নিয়ে। আপনাদের কথা ও বলার স্পিরিলিটি দেখে সাবস্ক্রাইব করতে বাধ্য হইলাম। ধন্যবাদ কিপ আপ
দারুন ভাই। আপনার ব্লগ এত সাবলীল আর আপনি এত ইনফরমেশন দেন। আমার তো খুব ভালো লাগে। আর আপনি অসাধারণ মানুষ। আপনি যে এত স্ট্রাগল করেছেন এটা জানার পরে শ্রধ্যা বেড়ে গেলো
স্যার আপনার ভিডিওটা দেখলাম আমার খুব ভালো লেগেছে চমৎকার উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন যেনো তাড়াতাড়ি ওয়েলকাম লেটারটা পেয়ে যাই। take care.
আজ থেকে বাংলা তেই লিখব দাদা। আপনার পড়তে অসুবিধে হয়। প্রথম দিকে আপনার গলাটা চাপা লাগছিল। এর পরের পর্বে যদি সম্ভব হয় ঘরে বসেই করবেন। আমি তো আপনার কথা কান দিয়ে শুনছি। আর চোখ দিয়ে দেখছি আপনার পেছনের লেকে সারি দিয়ে হাঁসেরা যাচ্ছে। শেষে আপনার ছবি টা যা লাগছেনা। আপনি খুবই স্মার্ট। আজ আরো স্মার্ট লাগছিল। আপনার বাবা মা র কথা জানতে পারলাম। অবশ্য আপনি আমায় বলেছিলেন কত বছর আগে ওনারা গত হয়েছেন। যখন কোলকাতা এ আসার কথা বলেছিলাম। লাশ বয়ে নিয়ে যাবার গাড়ীর ঘটনা উফ্ 😳 বেঁচে থাকতে গেলে মানুষ কে কত অপছন্দের কাজ করতে হয়। আমরা যারা আপনার বর্তমান জীবনযাপন দেখে নানা প্রশ্ন করি। সবাই এর জানা হয়ে গেলো। আমাদের দাদা খাঁটি সোনা। কি কষ্টের জীবন কেটেছে। তাই না আজ চকচক করছে। খুব ভাল লাগল এই পর্ব টা। আ্যডভেনচার টিউব ২১ যে ২১শে ফেব্রুয়ারির ২১ জেনে খুব ভাল লাগল। ভাল থাকুন সুস্থ থাকুন আপনারা সবাই। 🙏
@@AdventureTube21 উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ দাদা। আমাদের এখন ৪টে বেজে ৪৪ মিনিট ভোর। আপনাদের রাত। খুব মুশকিলে পড়ে যাই একেক সময়। সাধারণত শুভরাত্রি সুপ্রভাত সবাই কে বলা অভ্যেস। কত সময় ভিডিও দেখে রাতে শুভরাত্রি লিখেও কেটে দিয়েছি। আমার উত্তরের প্রতুততরে আপনার লেখাটা ঘুম থেকে উঠে খালি পেটে মেডিসিন পড়ার মতো 😜। খারাপ মনে করবেন না। একেকটা মেডিসিন থাকেনা? সককাল সককাল খেলে সারাদিন ঝরঝরে তরতরে থাকে শরীর। শরীর ভাল থাকলেই মন ভাল থাকবে। একটা আবেদন আছে। বাংলাদেশ যাবার আগে যদি সময় পান। এপ্রিল মাসের বাংলাদেশ প্রথম পর্বে একটা জায়গা দেখাবার অনুরোধ ছিল। এবারে কিন্ত ঐ জায়গা টা দেখাতে হবে। যত ভাবি ছোট করে লিখব। কিন্ত ঐ যে বললেন আপনজনের মতো👍 আপনাকে লিখতে বসলে ভুলেই যাই আপনি অনেএএএএএএএক দূরে থাকেন। মনে হয় আমার সামনেই রয়েছেন। অথবা দূরভাষ মাধ্যমে কথা বলছি। একদম মনের কথা। আরেকবার ক্ষমা করে দিন লেখাটা বড় হয়ে গেলো। আজকে আর আপনাদের কিছু দোবোনা। ছেলেদের জন্য বুকভরা ভালবাসা।
Inspirational video. Your comment about Bengalis not wanting to help each other to succeed is very true (video timeline 17:43) I immigrated to NJ when I was in High School about 20 years ago and met many from Bangladesh that pretended to be friends but in secret didn't want me to succeed ahead of them :) People from India Latin America etc do not act that way.
ধন্যবাদ ভাইয়া আমার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। আপনার বাবা মার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে বেহেস্ত নসিব করে। আপনাকে আল্লাহপাক সুস্থ রাখুক। আপনার নেক্সট ভিডিওর অপেক্ষায় রইলাম। সঙ্গে আপনার মিষ্টি ভাষার কথা শোনার অপেক্ষায় আছি।আপনার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে। ভালো থাকবেন।
আমি আপনার ছেলের বয়সী। কিন্তুু কথা হল যখন ছোট ছিল কবিতা ও দেশের গান শুনে ভাব তাম যে আমাদের দেশ সকলদের চাইতে সেরা, সকল দেশের রানী, কিন্তুু নজরুলের কবিতায় তা মোটেও ফোটে উঠেনি, দেশকে এগিয়ে নিতে কাজী নজরুল যুবকদের উৎসাহ দিয়েছেন তার কবিতায়। আর এখন তো আমরা ইন্টারনেট আর ওয়েব সাইড হাতে পাওয়ায় সহজেই দেশকে বহির বিশ্বের সাথে তুলনা করতে পারি, ধন্যবাদ। আর হ্যা আমেরিকায় ধনী-গরীবের মাঝে কোন বৈশম্য আছে কি না বা থাকলে তা কতখানি একটা ভিডিও বানাবেন প্লিজ.....Thanks one more, Go on....
Ji Uncle ekhaner bangali ra khub ohongkari . Ami new ese onek esob Manus k face korechi ... Ami esechi 3years kaj er start ta khub koster even ekhono straggle korsi .. alhumdulillah soror thake straggle ta ekto komeche .
আসসালামুয়ালাইকুম ভাই। প্রশ্নোত্তর পর্বের এই ভিডিওটি যে লেকের পাড়ে দাঁড়িয়ে সুট করা হুবহু এরকম ই একটা দীঘি আছে আমাদের চাঁপাই নবাবগঞ্জের সোনামসজিদ জিরো পয়েন্টে - নাম বালিয়াদীঘি। কখনো যদি আসেন সেটা আপনাকে দেখানোর ইচ্ছা রাখি। আর আমেরিকায় ছাত্রজীবনের যে অভিজ্ঞতা আপনি খুব সহজেই অকপটে সব সত্য সাবলীল ভাবে বর্ননা করলেন তা অত্যন্ত হৃদয়স্পর্শী। গাড়িতে লাশ বহনের সময় হঠাৎ প্রচন্ড ভয় পেয়ে যে দৃশ্যের মুখোমুখি হয়েছিলেন - সেটা সম্ভবত একধরনের হ্যালুসিনেশন। মনোবিজ্ঞানীরা নিশ্চয়ই এটার ভালো বাখ্যা দিতে পারবেন। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের পিএইচডি করার সময়ের আমেরিকার বিভিন্ন অভিজ্ঞতা - "হোটেল গ্রেভার ইন" , "যশোহা বৃক্ষের দেশে", "মে ফ্লাওয়ার" ইত্যাদি বই পড়ে যা জেনেছি, সেটা শুধু কল্পনায় ছবি হিসেবে ছিল এতদিন। আর আপনার কাছে আমেরিকান বাস্তবতার সচিত্র বিবরন শুনেছি , দেখেছি এবং দেখছি- "আমেরিকায় আমি ১,২,৩", "প্রশ্নোত্তর পর্ব" সহ একাধিক ভিড়িওতে। আমাদের জানার, দেখার এবং বুঝার সব কৌতূহল মিটিয়ে দেয়ার জন্য কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাইনা। আল্লাহ আপনার মঙ্গল করুন এবং সেইসাথে দীর্ঘ জীবন দান করুন। (আমিন)
Haji Md. Abdul Karim ওয়ালাইকুম আসসালাম। ভাই গাড়িতে লাশ বহনের সময় যে ঘটনা ঘটেছিল তা কোন হ্যালোসেনিসন ছিল না। সত্যি সত্যি একটি 16 wheeler আমাকে অল্পের জন্য hit করে নাই। দোষ ও ছিল আমার। আমি red light এ থামি নাই। ইনশাল্লাহ যদি সুযোগ হয় আপনাদের বালিয়াদীঘি দেখে যাব। অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন।
ফারুক ভাই, আসসালামু আলাইকুম। ভিডিওটিতে অনেক ভাল ভাল বিষয় জেনেছি। খুব ভাল লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভাল থাকবেন। আপনার জন্য অনেক সবসবয় দোয়া করি। ভাল থাকুন।
ধন্যবাদ আপনাকে,ধন্যবাদ জানাই আপনার আত্মবিশ্বাসকে ।কথা সরস করতে হলে তাতে কিছু গল্প বা মিথ্যা মিশিয়ে দিতে হয় ।আপনার ভাসন বাংলা ব্যাকরণের মত নিরস হওয়া সত্বেও ভালো লেগেছে ।
Uncle apni Khub Valo moner akjon Manush.❤️❤️❤️❤️.Khub Valo lage apnr video dekte.Apni oneek kosto koren fan Der Jonno..Fan Der sob questions er ans den.. thanks uncle.
হেল আংকেল কেমন আছেন। আপনার কথা গুল শুনে আমার খুব ভাল লেগেছে।আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা আছে আমার। পরবর্তী সময় বাংলাদেশ এ আসলে আমাকে জানাবেন আমি আপনার অনেক বড় ফ্যান। এবং আপনার কথা গুল শুনে আমি অনেক কিছু শিখতে পারলাম। সে জন্য আপনাকে অনেক ধন্ন্যবাদ।উপর ওয়ালা আপনাকে ভাল রাখুক।😀😀😀
আস্সালামুআলাইকুম।আংকেল,আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে।আমার মা- বাবা সহ আমি ইন্শাললাহ্ আগামী বছর আমেরিকা immigrant হয়ে আসব।আমি বাংলাদেশে একটি Govt. Engineering Versity তে CSE( computer science & ENGINEERING) পড়ছি।আমি জানতে চাচছি আমেরিকায় ভা'সিটিতে পড়তে আমাকে IELTS/TOEFLকরতে হবে কিনা?Plz, answer me.
Dear FARUK VAI, assalamualikum. Ami apnar protiti episode dekhechi. Khubi valo LAGTECHE. apnar face and voyce অসম্ভব মিষ্টি এবং আকর্ষণীয়। অনেক সুন্দর করে উপস্থাপন করেন। ........আপনার সুন্দর সুখী জীবন কামনা করি। আরও ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ ।
ধন্যবাদ উত্তগুলোর জন্য... পাইলট প্রফেশন নিয়ে জানতে চাচ্ছিলাম এতে খরচ কতো??? আমেরিকায় ট্রেনিং নিতে হলে কি করতে হবে??? আপনি কিভাবে এই পেশায় এসেছিলেন??? ট্রেনিং এর জন্য কি কোন স্কলারশিপ এর ব্যবস্হা আছে??? আগামিতে যারা এ পেশায় আসতে চায় তাদের জন্য কি উপদেশ দিবেন। পাইলট পেশার নেগেটিভ দিক গুলো কি??? আশা করি উত্তর গুলো পাবো।
দুষ্ট কথায় কষ্ট নিবেন না,,,প্লিজ।।ওরা থাকবে আপনি নিঃসন্দেহে অনেস্ট।। অন্তত শেয়ার করেছেন।।যা আমাদের অনেক কাছের মানুষ গুলো ও করে না।। স্বার্থপর৷ অাপনাকে ধন্যবাদ।।
লাশকে ভয় পাওয়ার কিছু নেই। আমরা সবাই একদিন মারা যাবো। লাশ হয়ে যাবো। আমি নিজের হাতে অনেক লাশ কবরে নামিয়েছি। অনেক লাশ ধরেছি। আমার বয়স ২৩। আমি প্রথম যার লাশ কবরে নামাই তিনি আমার আপন নানী ছিলেন। তখন আমার বয়স প্রায় ২২ বছর। মৃত মানুষকে ভয়ের কিছু নেই।জীবিত মানুষকে নিয়েই যত ভয় !
Uncle, would you please sharing with us the procedure of making wooden house .I'm so excited to make it in our country. If you meet an architect of that type of house, please have an interview and let us know. I'm a big fan of your Vlogs, have a great journey.
Toufiqur Rahman Tamim Uncle I have built my own house in this country. I was the architect even though I do not have any professional training in this field. I was the general contractor also. I have hired labor & built it myself. We don’t have the material in Bangladesh to build this kind of house. Thank you.
Hello sir, i am Debashish from India i have been watching your videos for the past few months. I like your voice very much and enjoy watching your videos.keep doing the good work.
আপনার ভিডিও দেখে মন চায় এখনই চলে যাই। আমার এপ্লিকেশন অলরেডি প্রসেসিং। ইনশাআল্লাহ সব ওকে হলে চলে যাব। আপনার পেরেন্টস্ এর জন্যে দোয়া করি আল্লাহ্ জান্নাতবাসী করুন।
He has to be the only Bengali UA-camr who reads and replies to all his fans and followers' questions and comments.
nafis sadiq I think I am the only UA-camr who reads & answers every comment. Thank you.
@@AdventureTube21 no doubt about it.
@@AdventureTube21 uncle Mone Holo amra lake ER pare Adda golpo te asi!!
Sayed Faisal 🥰
খুব রিসেন্টলি আমি আপনাকে ফলো করা শুরু করলাম ইউটিউবে, বেশ কয়েকটা পর্ব দেখে আপনার চ্যানেল-টা আমার খুব প্রিয় হয়ে উঠেছে , আমেরিকা নিবাসী এক বাঙালি পরিবারের এই ছোট ছোট মুহূর্ত গুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন/তুলছেন। আশা করবো আগামীতেও এইভাবেই আরও অনেক অনেক সুন্দর VLOG আপনি উপহার দেবেন আমাদের। কলকাতা থেকে আপনাকে ও আপনার পরিবারকে শুভেচ্ছা সহ --
রানা বসু
Rana Basu অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন।
আংকেল,
অনেকেই একই কথা বার বার জিজ্ঞাসা করে l এতজনের কমেন্ট আপনি পড়েন এবং উত্তর দেন ! এটা খুবই কঠিন কাজ l আপনি সত্যিই খুব বড় মনের মানুষ l আপনার প্রতি রেস্পেক্ট অনেক বেড়ে গেল l
Sayantan Das ধন্যবাদ আংকেল।
আপনার প্রশ্ন উত্তর ১ এবং ২ শুনেছি। আপনি যে সাবলীল ভাষায় কথাগুলো বলেছেন সত্যিই অতুলনীয়। ইনশাআল্লাহ কোন একদিন হয়তো আপনার সাথে আমার দেখা হবে। আপনি ভালো থাকবেন দোয়া করি।
ইনশাল্লাহ। ধন্যবাদ 💕
আপনাকে যত দেখি তত শিখি!সত্যিই আজকের পর্বটা দেখে আপনার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল!ভাল থাকবেন!
baishali sarkar Mithu1999 Thank you dear💕
ভালো কাজের কোনো বয়স নাই। আমার কাছে মনে হয় আপনার এই কাজটা সাদকায়ে জারিয়া এর মত ।। সারাজীবন এই ভিডিওগুল থেকে উপকার পাবে সবাই ।।আপনি অসাধারন কাজ করছেন ।। Keep it up ..
Thank you.
আসসালামু আলাইকুম ।।।। ভাই জান আপনি সত্যি ই অ সাধারণ ,,,, আল্লাহ আপনাকে হায়াতে তাইয়েবা দান করুন দীর্ঘদিন বেচে থাকুন ( আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমারা আমার একটি আয়াত যদি যান অন্য কে পৌচিয়ে দাও ।।।।।
Walaikum assalam. Thank you.
অনেক লম্বা পর্ব। ভালো লেগেছে খুব। আপনার মতো করে এতো বিস্তারিত কেউ বলবে না সব বিষয়ে। আমার একটা প্রশ্ন - আপনি বাংলাদেশে কোন প্রপার্টি করছেন কিনা বলবেন এবং আপনার পরবর্তী প্রজন্ম বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করে কিনা। অথবা আপনি আপনার ছেলেদের সাথে এ ব্যাপারে খোলামেলা আলোচনা করেছেন কিনা। প্রশ্ন করার কারণ হচ্ছে আমার পরিচিত অনেক মানুষ আছে যারা ঢাকায় প্রপার্টি করছে এবং তাদের কথা হচ্ছে তারা আমেরিকায় কোন প্রপার্টি করছে না। যদি কখনো তাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করে সেইজন্য ঢাকায় প্রপার্টি করছে।
jnu khaled ভবিশ্যতে কি হবে একমাত্র আল্লাহ যানে। একেক জনের একেক রকম প্ল্যান। তবে আমাদের next generation কখনোই বাংলাদেশে থাকার জন্য চলে আসবে বলে মনে হয় না।
ধন্যবাদ।
@@AdventureTube21 আপনাকে ও অশেষ ধন্যবাদ। ভালো থাকেন সবসময়। শুভকামনা রইলো।
মাঝে মাঝে মনে হয় এরকম একটা প্রশ্ন হয়তো করা উচিত যে আমি কি মরে গেলে আমার লাশ হয়ে আমেরিকা আসা সম্ভব। মানুষের আগ্রহ এবং প্রশ্নের ধরন শুনে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা।
Imran Ahmed 🤪😜🥰
😆
আস সালামু আলাইকুম আল-ফারুক ভাই,
আপনার প্রতিটি ভিডিও আমরা সবাই খুব এঞ্জয় করি। আমরা বাসার সবাই (আমার ৬৫+ বাবা, মা, আমার স্ত্রী সহ) একসাথে ডিনার এর পরে আপনার ভিডিও গুলো দেখি। খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেন। আপনার কথা অনেক মার্জিত, গোছানো ও টু দ্য পয়েন্ট। আল্লাহ আপনাকে খুউব ভালো একটা গুন দিয়েছেন যা হলো আপনি কখনো বিরক্ত হননা। কত মানুষ আপনাকে কত উল্টা পাল্টা প্রশ্ন করে, কিন্তু আপনি খুব বুদ্ধিমত্তার সাথে সেটা উত্তর দেন। এইটা অনেক বড় একটা কোয়ালিটি। আপনার পরিবারের সবাইকে সালাম।
আমরা ক্যানাডার টরোন্টো থাকি৷ আমি পেশায় একজন মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার, টরোন্টোর পাশেই একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করছি। আমার এক ছেলে (৪+) এক মেয়ে (২+)। আমাদের জন্যে দোয়া করবেন। আর অবশ্যই মন থেকে আপনাদের দাওয়াত থাকলো। কখনো টরোন্টো আসলে অবশ্যই আমার বাসায় আসবেন। আসলে আমরা খুউব খুশি হবো।
ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ও আপনার পরিবারের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। দাওয়াতের জন্য ও অনেক ধন্যবাদ। গত সামারে নায়াগ্রা ফলস গিয়েছিলাম। আবার যদি আসি ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকুন দোয়া করি।
আপনি এমন একজন মানুষ যাকে দেখলে ই শ্রদ্ধা করতে ইচ্ছে করে।
Sunjuman Arifin ধন্যবাদ 😍💕
Sir...
Study & after study settle hobar jonno & valo job & others ..... সর্বোপরি কোন country best হবে
1. Australia
2. Canada
3. USA
4. Germany
আপনি এই বিষয়ে একটি ভিডিও বানালে উপকৃত হতাম। আপনি আরও country add করতে পারেন । আমার এই বিষয়টি জানা দরকার । ধন্যবাদ ।
Mo Speech আমার মতে
America # 1
Canada # 2
Thank you.
এত সুন্দর সাবলীল উপস্থাপনা খুব কম ইউটুবারই করে ভাই, অনেক অনেক দোয়া ও শুভ কামনা ৱইলো আপনার জন্য
Morshed Zakaria ধন্যবাদ।
Faruk vai
আপ্নার এই ধরনের একটি প্রগ্রাম মনে হয় না কোন বাংলাদেশি ,ইউটিউবে করছে,,অনেকের অনেক জানা অজানা প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন,,এবং সঠিক ভাবে দিয়েছেন,,কিছু ভিডিও আমি দেখিছি USAনিয়ে অনেক ভুল ধারণা অনেকে দিয়ে দেয়,আবার অনেকে না জেনে ও কিছু উত্তর ধারণা করে দিয়ে দেয়,,কিন্তু আপ্নার উত্তরে আমি অনেক সুন্দর এবং সঠিক উত্তর পেয়েছি,,ধন্যবাদ আপ্নাকে।ভালো থাকুন।
Md Hossain অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি আপনারাও ভাল থাকুন।
দাদা খুব ভালো লেগেছে। আমি California তে থাকি, সব সময় বাংলাদেশকে খুব miss করি।
rickta modhu হ্যা। আমাদের শরীর থাকে এখানে কিন্তু মন থাকে দেশে। 💕
বাহ্যিক ( প্রাতিষ্ঠানিক) ভাবে এবং আত্মিক ভাবে উচ্চ শিক্ষার সমন্বয় খুব একটা দেখা যায় না, তাই অনেক অনেক শুভকামনা আর ভালবাসা আপনার প্রতি 👍👍👍👍👍👍👍
Engr Mamun Appreciate your kind words. অনেক ধন্যবাদ ভাই।
যারা একদম ইংরেজী জানেনা তারাযে খুব সহজে আমেরিকান ইংলিস শিখে ফেলবেন এটা খুবই সত্য কথা । কারন একটা খালি পাত্রে পানি ভরা যত সহজ, একটা ভরা পাত্রে পানি ভরা তত সহজ নয় । এটা পদার্থ বিজ্ঞানের রক্ষনশীল নীতির মতই সত্য ।
momin Billah যথার্থ বলেছেন ভাই। ধন্যবাদ।
খুব সুন্দর কথা😃😃😃
আসসালামুআলাইকুম ভাই। সুন্দর রৌদ্রউজ্জল একটা দিনে আপনি অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাষায় গুরুত্বের সাথে সবার প্রশ্নের উত্তর দিলেন, খুব ভাল লাগলো। খুব ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
ওয়ালাইকুম আসসালাম ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন দোয়া করি। আল্লাহ হাফেয।
Aslamulaikum bhaia , kemon achen ? Apnar moto shoccho,shorol,pranobontoh, shotalapih manush ,khub kom pawah jai, nirbignah shotti kotha guluh khub shundor korah upsothapon Koran, manush shiktah boyosh lagenah. Apnar karonah onk kichui shikhce oh dekhse, aro shikbo oh janboh. Ajka Q/Ans porboh ta khubi shundor chiloh.
Mrs Sheuly Haider ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ সুন্দর কমেনটের জন্য ভাই। ভাল থাকুন দোয়া করি।
ভাই সব সময় try করে clearly এবং truly সব কিছু বলতে বা বুঝাতে ,সেই জন্য আমার ভাই কে এত ভাল লাগে,আর আজকের video দেখে ভাইয়ের অনেক big friend হয়ে গেলাম,আর ভাই ঠিক বলেছে !ভাই দেরি করে হলেও comments reply করে,আমার সাথে অনেক বার হয়েছে,অনেক অনেক দুআ ভাই ভাল থাকেন,আর আমাদের সবার জন্য দুআ করবেন
Somaya Chowdhury ধন্যবাদ ভাই। দোয়া করি আল্লাহ সবাইকে ভাল রাখুন।
আস্ সালামুআলাইকু ভাইয়া
প্রশ্ন উত্তর পর্বটি ভালো লাগল ।অনেকে বলেন UA-cam বে নাকি বেশির ভাগই আবোল তাবোল উত্তর বা ভিডিও দেখায় ।কিন্তু আপনার ভিডিও গুলো দেখে আমার মনটা ভরে যায় ।আর প্রতিটা কথা সত্যিকারের মনে হয় ,তবে কেন এই মন্তব্য ।আমেরিকায় বা কানাডায় যেতে পারি বা না পারি আপনার মাধ্যমে অন্ততঃ অনেক কিছুই জানাতে পারব ইনশাল্লাহ ।ভালো থাকুন, আল্লাহ্ হাফেজ ।
Ayesha Siddiqua Walaikum assalam. আপনি ঠিকই বলেছেন। বেশীর ভাগ ই অখাদ্য। যেমন একজন আছে দেখলাম বেশীর ভাগ ভিডিও ই পাদ নিয়ে। সত্যি বলছি। বানিয়ে বলছি না।
ধন্যবাদ ভাই।
আপনি সত্য কথা বলছেন।বাংগালি না আপনজন উপরে উঠতে দিতে চাইনা ।আপনার পরিবারের জন্য অনেক দোয়া কির।
you're still enjoying your youth sir.. stay blessed & you're an inspiration for all
Najmul Hasan Nobel Thank you.
ভাই দারুণ হয়েছে আপনার এই প্রশ্ন উওর পর্ব । কিছু মানুষের কি অদ্ভুত জিজ্ঞাসা । আললাহ্ আপনাকে সুস্থ রাখুক ।
gm ali ashraf ধন্যবাদ ভাই। May Allah bless us all.
ফারুক ভাই খুবই সুন্দর। এরকম আরো কিছু আপনার না বলা কথা বলবেন আশা করি।সহজ-সরল সাধারণ জীবনের কথাগুলো কি সুন্দর অসাধারণ ভাবে বললেন। এর জন্য ধন্যবাদ আপনাকে । এর
Kazi Anwar Welcome ভাই।
Salute..salute..!! Durdanto presentation...!!! Chomotkar location...wow..!!! ..apnr besh kiso experience share korer jonno...Thnx..!!! N finaly..camera work ...ek kothai...Awesome..( hi five shadin bro..) !!
Ah Habibi Thank you uncle. Appreciate your kind words.
কিভাবে আপনি এত পরিশ্রমী ছিলেন, গল্প গুলো শুনি আর শুধু অবাকই হই। এজন্য হয়ত আজ আপনি সুখে আছেন। অনেক ধন্যবাদ আংকেল। ভালো থাকবেন। ❤
Ammon Turzo Welcome uncle.
আমি আপনার জেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করার সুবাধে এবং আমার নামের সাথে আপনার নামের কিছুটা মিল থাকায় আপনার ব্লগিং দেখি। দেখতে দেখতে আমি আপনার ব্লগিংয়ের ফ্যান হয়ে গেছি। আপনার সরলতা ও সাবলিল উপস্থাপনা আমাকে মুগ্ধ করে। ব্লগিং দিয়েও যে মানুষকে সেবা দেয়া যায় বা উপকার করা যায় সেটা এর মাধ্যমে জানলাম। কিন্তু জানতাম না যে আপনি লাশবাহী গাড়ী চালিয়েছেন। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, দীর্ঘ হায়াত দান করুন।
আপনার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেলো আজকের পর্বটা দেখে ।
Mansura Khanam ধন্যবাদ🥰
Ami Australia te student visay aci..Apni apner student life a ja korechen suru dik a , amro tai korte hoy ..But apner vedio dekhle maje maje vabhi j akdin amio apner moto vedio banabo and nijer real life experience gulo share korbo ....sey jaygay jawer por obossoy vedio banabo j din nije k joggo mone korbo ...valo thakben uncle..
Md Al Islam Inshallah Uncle. Thank you.
@@AdventureTube21 you are most welcome....
আংকেল,আপনি খুবই ভদ্র একজন মানুষ। আপনার কথাটা ঠিক আমেরিকান বাংলাদেশিরা সত্যিই কোন কিছুই শেয়ার করতে চায় না।যা আপনি করছেন।ধন্যবাদ আপনাকে😌
Jol BINDO Welcome uncle.
আপনি খুব সহজ সরল।
Thank you.
আংকেল আমি আসলে ইউটিউব এ ভিডিও দেখি কিন্ত কাউকে তেমন সাবস্ক্রাইব করি না, শুধু দেখে যাই, তবে বাংলা ভাষা ও ইংরেজিতে শুদ্ধ ও সাবলিল ভাবে বলতে দেখেছি আপনাকে ও চিটাগাং এর একটা ভাই ফুড নিয়ে ভ্লগিং করে প্লেটস অব ট্রাডিশন নামে চ্যানেল নিয়ে। আপনাদের কথা ও বলার স্পিরিলিটি দেখে সাবস্ক্রাইব করতে বাধ্য হইলাম। ধন্যবাদ কিপ আপ
Samiul Neon Thank you uncle. Appreciate your kind words.
দারুন ভাই। আপনার ব্লগ এত সাবলীল আর আপনি এত ইনফরমেশন দেন। আমার তো খুব ভালো লাগে। আর আপনি অসাধারণ মানুষ। আপনি যে এত স্ট্রাগল করেছেন এটা জানার পরে শ্রধ্যা বেড়ে গেলো
ধন্যবাদ।
আসলে সত ভাবে বাচলে মানুষ বড় হবেই এটাই সত্যি
rohim rohim ধন্যবাদ।
স্যার আপনার ভিডিওটা দেখলাম আমার খুব ভালো লেগেছে চমৎকার উত্তর দিয়েছেন, ধন্যবাদ।
আমার জন্য দোয়া করবেন যেনো তাড়াতাড়ি ওয়েলকাম লেটারটা পেয়ে যাই। take care.
Nadim Vai দোয়া করছি। May Allah bless us all. Thank you.
Thank you very much sir.
আজ থেকে বাংলা তেই লিখব দাদা।
আপনার পড়তে অসুবিধে হয়।
প্রথম দিকে আপনার গলাটা চাপা লাগছিল।
এর পরের পর্বে যদি সম্ভব হয় ঘরে বসেই করবেন।
আমি তো আপনার কথা কান দিয়ে
শুনছি।
আর চোখ দিয়ে দেখছি আপনার
পেছনের লেকে সারি দিয়ে হাঁসেরা
যাচ্ছে।
শেষে আপনার ছবি টা যা লাগছেনা।
আপনি খুবই স্মার্ট। আজ আরো স্মার্ট লাগছিল।
আপনার বাবা মা র কথা জানতে পারলাম। অবশ্য আপনি আমায় বলেছিলেন কত বছর আগে ওনারা গত হয়েছেন। যখন কোলকাতা এ আসার কথা বলেছিলাম।
লাশ বয়ে নিয়ে যাবার গাড়ীর ঘটনা
উফ্ 😳
বেঁচে থাকতে গেলে মানুষ কে কত
অপছন্দের কাজ করতে হয়।
আমরা যারা আপনার বর্তমান জীবনযাপন দেখে নানা প্রশ্ন করি।
সবাই এর জানা হয়ে গেলো।
আমাদের দাদা খাঁটি সোনা।
কি কষ্টের জীবন কেটেছে।
তাই না আজ চকচক করছে।
খুব ভাল লাগল এই পর্ব টা।
আ্যডভেনচার টিউব ২১ যে
২১শে ফেব্রুয়ারির ২১ জেনে
খুব ভাল লাগল।
ভাল থাকুন সুস্থ থাকুন আপনারা সবাই। 🙏
Soma Dutta আপনি সবসময় অনেক আপন জনের মত আমাকে উৎসাহ দিয়ে লিখেন। অনেক ভাল লাগে আমার। ধন্যবাদ ভাই।
@@AdventureTube21 উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ দাদা।
আমাদের এখন ৪টে বেজে ৪৪ মিনিট ভোর। আপনাদের রাত।
খুব মুশকিলে পড়ে যাই একেক সময়। সাধারণত শুভরাত্রি সুপ্রভাত
সবাই কে বলা অভ্যেস।
কত সময় ভিডিও দেখে রাতে
শুভরাত্রি লিখেও কেটে দিয়েছি।
আমার উত্তরের প্রতুততরে আপনার লেখাটা ঘুম থেকে উঠে
খালি পেটে মেডিসিন পড়ার মতো 😜।
খারাপ মনে করবেন না।
একেকটা মেডিসিন থাকেনা?
সককাল সককাল খেলে সারাদিন
ঝরঝরে তরতরে থাকে শরীর।
শরীর ভাল থাকলেই মন ভাল থাকবে।
একটা আবেদন আছে।
বাংলাদেশ যাবার আগে যদি সময়
পান। এপ্রিল মাসের বাংলাদেশ প্রথম পর্বে একটা জায়গা দেখাবার অনুরোধ ছিল। এবারে কিন্ত ঐ
জায়গা টা দেখাতে হবে।
যত ভাবি ছোট করে লিখব।
কিন্ত ঐ যে বললেন আপনজনের
মতো👍
আপনাকে লিখতে বসলে ভুলেই যাই আপনি অনেএএএএএএএক
দূরে থাকেন।
মনে হয় আমার সামনেই রয়েছেন।
অথবা দূরভাষ মাধ্যমে কথা বলছি।
একদম মনের কথা।
আরেকবার ক্ষমা করে দিন
লেখাটা বড় হয়ে গেলো।
আজকে আর আপনাদের
কিছু দোবোনা।
ছেলেদের জন্য বুকভরা ভালবাসা।
অসম্ভব সুন্দর অনেক কিছু জানলাম 💓 নিউজার্সি প্রকৃতি আর আপনার ইন্টারভিউ স্টাইল মুগ্ধ হলাম
fahim hasan ধন্যবাদ।
এই ব্লগ দেখে মনে ভিতর অনেক কথার উত্তর পেয়ে
গেলাম।
Nilufar Yeasmin ধন্যবাদ।
Khub ei valo legeche uncle👌👌👌
Inspirational video. Your comment about Bengalis not wanting to help each other to succeed is very true (video timeline 17:43) I immigrated to NJ when I was in High School about 20 years ago and met many from Bangladesh that pretended to be friends but in secret didn't want me to succeed ahead of them :) People from India Latin America etc do not act that way.
Shah Khan Unfortunately that is true. Where in New Jersey? I am in Absecon.
@@AdventureTube21 Woodland Park NJ
আমার দেখা একজন সত্যবাদী মানুষ
Arja Song video ধন্যবাদ।
Uncle your videos are very informative and inspirational..Age is just a number!so go ahead and keep inspiring us❤️
Susmita Sarkar Thank you dear.
এই লিস্টে সব গুলা ভিডিও দেখলাম,, আমার প্রশ্নের উওর পেয়ে গেছি এছাড়াও অনেক কিছু শিখতে পারলাম
Really glad to hear that. Thank you 💕
@@AdventureTube21 most welcome
ধন্যবাদ ভাইয়া আমার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। আপনার বাবা মার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে বেহেস্ত নসিব করে। আপনাকে আল্লাহপাক সুস্থ রাখুক। আপনার নেক্সট ভিডিওর অপেক্ষায় রইলাম। সঙ্গে আপনার মিষ্টি ভাষার কথা শোনার অপেক্ষায় আছি।আপনার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে। ভালো থাকবেন।
James Bond You are very welcome dear brother.
@@AdventureTube21 👍
আমার সর্বপ্রথম আপনার সুন্দর উপস্থাপনার থেকে শুরু করে আজও আপনার মনো মুগ্ধ কার উপস্থাপনা আমাকে আবার জাগিয়ে তুলছে। আপনার জন্য বরাবরের মতো আবারও শুভকামনা।
Hasibul Hassan Nayem ধন্যবাদ আংকেল।
@@AdventureTube21 😍🖤😍
সত্যি কথা বলতে কি আমি বাঙালি জাতি হিসেবে যতটই গর্বিত ততটাই লজ্জিত।
Dada apni khub open mineded man,apnr blog dekhe onek inspection lage.Best of luck.👌👌👌
Nabanita Basu Thank you ভাই।
আসালামওয়ালাইকম সালাম ভাইয়া , ভাবী। অনেকদিন পরে আসলাম । আপনার এ ভিডিওটা অনেক ভাল হয়েছে ভাইয়া। সময়ের অভাবে ভিডিওগুলো দেখতে পারছিনা। আল্লাহ আপনাদের সুস্থ রাখুন দোয়া রইল।
Shahana Shanu Walaikum assalam dear. অনেক ধন্যবাদ।
আপনার প্রতিটি ভিডিও আমি দেখি।আপনার কথা বলার ধরন আমার খুব ভাল লাগে।বেশি বেশি ভিডিও দেখতে চাই।ধন্যবাদ আপনাকে......
Sarmin Akter Welcome dear.
লেকের পাশে রাজহাসঁ গুলো দারুন লাগল।
MD.IBRAHIM SHEIKH অনেক মনযোগ দিয়ে দেখেছেন মনে হচ্ছে। হাঁস গুলো বেশ দুরে ছিল। ধন্যবাদ ভাই।
আমি আপনার ছেলের বয়সী। কিন্তুু কথা হল যখন ছোট ছিল কবিতা ও দেশের গান শুনে ভাব তাম যে আমাদের দেশ সকলদের চাইতে সেরা, সকল দেশের রানী, কিন্তুু নজরুলের কবিতায় তা মোটেও ফোটে উঠেনি, দেশকে এগিয়ে নিতে কাজী নজরুল যুবকদের উৎসাহ দিয়েছেন তার কবিতায়। আর এখন তো আমরা ইন্টারনেট আর ওয়েব সাইড হাতে পাওয়ায় সহজেই দেশকে বহির বিশ্বের সাথে তুলনা করতে পারি, ধন্যবাদ। আর হ্যা আমেরিকায় ধনী-গরীবের মাঝে কোন বৈশম্য আছে কি না বা থাকলে তা কতখানি একটা ভিডিও বানাবেন প্লিজ.....Thanks one more, Go on....
I found very few people like you who can explain their journey in such a nice way! Awesome storyteller!
Mohammad Tanvir Hassan Thank you.
You are really gentle man. Just salute you.
Sakibul Hossain Thank you.
Ji Uncle ekhaner bangali ra khub ohongkari . Ami new ese onek esob Manus k face korechi ... Ami esechi 3years kaj er start ta khub koster even ekhono straggle korsi .. alhumdulillah soror thake straggle ta ekto komeche .
Rupa Maknun হ্যা আংকেল। সময়ের সাথে সাথে struggle কমে আসে। Are you in New York?
What a gentelman keep it up.
tanjim rahman Thank you.
Apnar sob koti video amar khub valo lage....
Piu Kar Thank you.
Age doesn't matter you are very deserveing man good job bro 💚 🇮🇳
BURHAN HASSAN Thank you dear.
আসসালামুয়ালাইকুম ভাই। প্রশ্নোত্তর পর্বের এই ভিডিওটি যে লেকের পাড়ে দাঁড়িয়ে সুট করা হুবহু এরকম ই একটা দীঘি আছে আমাদের চাঁপাই নবাবগঞ্জের সোনামসজিদ জিরো পয়েন্টে - নাম বালিয়াদীঘি। কখনো যদি আসেন সেটা আপনাকে দেখানোর ইচ্ছা রাখি। আর আমেরিকায় ছাত্রজীবনের যে অভিজ্ঞতা আপনি খুব সহজেই অকপটে সব সত্য সাবলীল ভাবে বর্ননা করলেন তা অত্যন্ত হৃদয়স্পর্শী। গাড়িতে লাশ বহনের সময় হঠাৎ প্রচন্ড ভয় পেয়ে যে দৃশ্যের মুখোমুখি হয়েছিলেন - সেটা সম্ভবত একধরনের হ্যালুসিনেশন। মনোবিজ্ঞানীরা নিশ্চয়ই এটার ভালো বাখ্যা দিতে পারবেন। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের পিএইচডি করার সময়ের আমেরিকার বিভিন্ন অভিজ্ঞতা - "হোটেল গ্রেভার ইন" , "যশোহা বৃক্ষের দেশে", "মে ফ্লাওয়ার" ইত্যাদি বই পড়ে যা জেনেছি, সেটা শুধু কল্পনায় ছবি হিসেবে ছিল এতদিন। আর আপনার কাছে আমেরিকান বাস্তবতার সচিত্র বিবরন শুনেছি , দেখেছি এবং দেখছি- "আমেরিকায় আমি ১,২,৩", "প্রশ্নোত্তর পর্ব" সহ একাধিক ভিড়িওতে। আমাদের জানার, দেখার এবং বুঝার সব কৌতূহল মিটিয়ে দেয়ার জন্য কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাইনা। আল্লাহ আপনার মঙ্গল করুন এবং সেইসাথে দীর্ঘ জীবন দান করুন। (আমিন)
Haji Md. Abdul Karim ওয়ালাইকুম আসসালাম। ভাই গাড়িতে লাশ বহনের সময় যে ঘটনা ঘটেছিল তা কোন হ্যালোসেনিসন ছিল না। সত্যি সত্যি একটি 16 wheeler আমাকে অল্পের জন্য hit করে নাই। দোষ ও ছিল আমার। আমি red light এ থামি নাই।
ইনশাল্লাহ যদি সুযোগ হয় আপনাদের বালিয়াদীঘি দেখে যাব।
অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন।
@@AdventureTube21 যোগাযোগ করবেন : ০১৭১৫১৩৭৭৫৪
স্যার ভিডিও খুবই ভালো হয়েছে দুই ত্রক জায়গায় সাউন্ড কমে গিয়েছিলো ত্রছাড়া পুরো ভিডিও টির কোয়ালিটি খুব ভালো হয়েছে
প্রানের শহর praner shohor ঢাকা Dhaka ধন্যবাদ আংকেল।
ফারুক ভাই, আসসালামু আলাইকুম। ভিডিওটিতে অনেক ভাল ভাল বিষয় জেনেছি। খুব ভাল লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভাল থাকবেন। আপনার জন্য অনেক সবসবয় দোয়া করি। ভাল থাকুন।
ধন্যবাদ আপনাকে,ধন্যবাদ জানাই আপনার আত্মবিশ্বাসকে ।কথা সরস করতে হলে তাতে কিছু গল্প বা মিথ্যা মিশিয়ে দিতে হয় ।আপনার ভাসন বাংলা ব্যাকরণের মত নিরস হওয়া সত্বেও ভালো লেগেছে ।
momin Billah ধন্যবাদ ভাই।
Uncle apni Khub Valo moner akjon Manush.❤️❤️❤️❤️.Khub Valo lage apnr video dekte.Apni oneek kosto koren fan Der Jonno..Fan Der sob questions er ans den.. thanks uncle.
Fahmida Diana It is my pleasure. Thank you uncle 🥰💕
আপনার কথা গুলা শুনলে শুনতেই ইচ্ছা করে।
আর একটা অনুরোধ কিছু মানুষে নিন্ম মানের কথার উত্তর দিবেন নাহ।
এগিয়ে যান আংকেল ❤️
shahed shuvo ধন্যবাদ আংকেল।
হেল আংকেল কেমন আছেন। আপনার কথা গুল শুনে আমার খুব ভাল লেগেছে।আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা আছে আমার। পরবর্তী সময় বাংলাদেশ এ আসলে আমাকে জানাবেন আমি আপনার অনেক বড় ফ্যান। এবং আপনার কথা গুল শুনে আমি অনেক কিছু শিখতে পারলাম। সে জন্য আপনাকে অনেক ধন্ন্যবাদ।উপর ওয়ালা আপনাকে ভাল রাখুক।😀😀😀
Creative idea bangla Alhamdulillah uncle. Thank you for your kind words & continuing support. 💕
বাঁকি টা সময় ভাল থাকবেন স্যার,এই কামনাই করি।
Md. Asaduzzaman ধন্যবাদ।
Uncle You are one of the best & Humble Bangladeshi UA-camr i have ever seen.May Allah be with you.Amar janno o duah korben.
Saima Cherry Thank you uncle. May Allah bless us all.
Many respect and love to you, Uncle 🧡🧡
Arif Frank Thank you 😊
আপনার বর্ণিল জীবনের ঘটনা শুনে ভালো লাগলো দোআ করি অনেক ভালো থাকেন
sabbir ahmed ধন্যবাদ ভাই। May Allah bless us all.
May Allah bless u অাপনার কথা শুনতে অনেক অনেক ভালো লাগে ❤❤❤❤❤
Sadia Jawed ধন্যবাদ। May Allah bless us all.
স্যার আসসালামু আলাইকুম আপনার জন্য সব সময় দোয়া করি এবং সেই সাথে আপনাকে আবার ও সাত বছর আগের সেই ছবির মত দেখব বলে আশা করি। আল্লাহ সহায় হোন আমিন।
hafizur JAMIL Walaikum assalam. Thank you.
ভাইয়া আপনি অনেক ভাল মনের মানুষ আপনার সব গুলো ব্লক দেখি আমি ।
Sohidulislam Santo ধন্যবাদ ভাই।
অসাধারণ ভাই।সবার তরফ থেকে ধন্যবাদ।
ধন্যবাদ আপনার প্রশ্ন উত্তর পর্বের জন্য।
Riyazul Razin Welcome.
আসসালামুয়ালাইকুম ভাইয়া আপনার উত্তর গুলো খুব সুন্দর হয়েছে আর এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম আল্লাহ হাফেজ
Walaikum assalam. Thank you 💕
আস্সালামুআলাইকুম।আংকেল,আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে।আমার মা- বাবা সহ আমি ইন্শাললাহ্ আগামী বছর আমেরিকা immigrant হয়ে আসব।আমি বাংলাদেশে একটি Govt. Engineering Versity তে CSE( computer science & ENGINEERING) পড়ছি।আমি জানতে চাচছি আমেরিকায় ভা'সিটিতে পড়তে আমাকে IELTS/TOEFLকরতে হবে কিনা?Plz, answer me.
aotz hassan Walaikum assalam. Congratulations uncle.
তুমার TOEFL এবং SAT দিতে হবে। তাহলে ভাল University তে ভর্তি সহজ হবে।
Wish you lots of luck.
Dear FARUK VAI, assalamualikum. Ami apnar protiti episode dekhechi. Khubi valo LAGTECHE. apnar face and voyce অসম্ভব মিষ্টি এবং আকর্ষণীয়। অনেক সুন্দর করে উপস্থাপন করেন। ........আপনার সুন্দর সুখী জীবন কামনা করি। আরও ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ ।
Walaikum Assalam. অনেক ধন্যবাদ ভাই। Appreciate your kind words & continuing support. 💕
আপনি খুবই সরল সোজা একজন সাদা মনের মানুষ আই লাভ ইউ আঙ্কেল
md Hasan mia hp Thank you uncle.
আঙ্কেল আপনি এত কষ্ট করসেন। ..বসে থাকেননাই অলস। ...আপনাকে আসসালামুয়ালাইকুম। ..
sobai jeitake bahoba dea selot janai ..........
md. karim ধন্যবাদ আংকেল।
Thanks Uncle for sharing your own life story and its very inspiring for everyone :)
AKIF NUR Welcome.
ফারুক ভাই আপনার প্রশ্ন উত্তর পর্ব আমার খুব ভালো লাগলো।ভালো থাকবেন। 💕💕💕❤💚💙❤
Rahmatullah Rahmatullah ধন্যবাদ ভাই💕🥰
@@AdventureTube21 💕💕💕
আপনার এতো সুন্দর করে গুছিয়ে কথা বলার রহস্য কি????😍😍😍
Sakibul Hossain ধন্যবাদ ভাই💕🥰
আংকেল আপনাকে অনেক অনেক দনোবাদ ইনফরমেশন গুলো সেয়ার করার জন্য
Welcome.
ধন্যবাদ উত্তগুলোর জন্য...
পাইলট প্রফেশন নিয়ে জানতে চাচ্ছিলাম
এতে খরচ কতো???
আমেরিকায় ট্রেনিং নিতে হলে কি করতে হবে???
আপনি কিভাবে এই পেশায় এসেছিলেন???
ট্রেনিং এর জন্য কি কোন স্কলারশিপ এর ব্যবস্হা আছে???
আগামিতে যারা এ পেশায় আসতে চায় তাদের জন্য কি উপদেশ দিবেন।
পাইলট পেশার নেগেটিভ দিক গুলো কি???
আশা করি উত্তর গুলো পাবো।
Sabbir Islam $150,000 লাগবে ট্রেনিংএর জন্য। কোন scholarship নাই। চাকুরি পাওয়া ভীষন কঠিন। ধন্যবাদ।
দুষ্ট কথায় কষ্ট নিবেন না,,,প্লিজ।।ওরা থাকবে আপনি নিঃসন্দেহে অনেস্ট।। অন্তত শেয়ার করেছেন।।যা আমাদের অনেক কাছের মানুষ গুলো ও করে না।। স্বার্থপর৷ অাপনাকে ধন্যবাদ।।
Thank you dear.
Thanks for send this link....
Welcome.
Uncle,, kemon Achen? Amar Salam neben.....Ajker dress ta aponakay sundor dekhacchay abong Kub Smart lagchay .... valo laglo varaties questions Answer gulu Sundor vabay presention korar jonno,,,,,Thanks uncle,,,,, Accha Uncle,,,, Amar Question Holo...Aponakay k Sobchay beshi inspire koray,,, UA-cam - Varaties informations,,,, Upload korar jonno,,, You Tube er sathay Related howar jonno,,,Aponar Familythay k Aponakay beshi Love koray .... etc
Rasedul hasan Walaikum assalam. Thank you uncle.
আপনার স্টাইল টা খুব সুন্দর লাগছে ধন্যবাদ
Abdul Younus Welcome 🙏
ফারুক ভাই সালাম নিবেন খুব ভালো লাগলো খুবই ভালো লাগছে এগিয়ে যান আমরা আছি আপনার সাথে ধন্যবাদ
Abdul Younus Walaikum assalam. ধন্যবাদ ভাই। Appreciate your continuing support.
লাশকে ভয় পাওয়ার কিছু নেই। আমরা সবাই একদিন মারা যাবো। লাশ হয়ে যাবো। আমি নিজের হাতে অনেক লাশ কবরে নামিয়েছি। অনেক লাশ ধরেছি। আমার বয়স ২৩। আমি প্রথম যার লাশ কবরে নামাই তিনি আমার আপন নানী ছিলেন। তখন আমার বয়স প্রায় ২২ বছর। মৃত মানুষকে ভয়ের কিছু নেই।জীবিত মানুষকে নিয়েই যত ভয় !
ZahidOfficial ঠিক বলেছেন। এখন আর ভয় পাই না। সেটা ছিল একেবারে প্রথম অভিজ্ঞতা। ধন্যবাদ ভাই।
@@AdventureTube21 হুম আংকেল।
আমার খুব ইচ্ছা আছে আমেরিকায় আসার। আমার অনেক সুযোগ আছে । দোয়া করবেন যাতে পারি।
Apni daily notun video er ans dilei onek upokrito hobo.
Ami dekhesi keu 1 bochor purano video te 1 week আগে comment korleo Apni reply den.
Mo Speech আমি চেষ্টা করি। অনেক ধন্যবাদ ভাই💕
Uncle, would you please sharing with us the procedure of making wooden house .I'm so excited to make it in our country.
If you meet an architect of that type of house, please have an interview and let us know.
I'm a big fan of your Vlogs, have a great journey.
Toufiqur Rahman Tamim Uncle I have built my own house in this country. I was the architect even though I do not have any professional training in this field. I was the general contractor also. I have hired labor & built it myself.
We don’t have the material in Bangladesh to build this kind of house. Thank you.
I enjoy your every video & waiting next video every day. many many thanks bhaiya. God bless you.
Md. Safur Rahman Thank you brother. May Allah bless us all.
I Think, it's good initiative.
Cube Holdings Ltd. Thank you.
Eta darun ekta safal prochesta...amra o desher kawtha jante parchhi..
Thank you dear.
Uncle u r a great man love from💖 india(assam)
Rosidul Hoque Thank you uncle 💕
Amar dekha best bengali youtube vlog channel... thank you sir... love from INDIA
My pleasure.
আমি আমার পরিবার নিয়ে আপনার ভিডিও দেখি আমার বাসার সবাই আপনার পরিবারকে খুব ভালোবাসে বা পছন্দ করে
All topic112 অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।
Hello sir, i am Debashish from India i have been watching your videos for the past few months. I like your voice very much and enjoy watching your videos.keep doing the good work.
Thank you dear. Appreciate your kind words & continuing support. 💕🥰
ধন্যবাদ,
Sinfa Islam Thank you.
আপনার ভিডিও দেখে মন চায় এখনই চলে যাই। আমার এপ্লিকেশন অলরেডি প্রসেসিং। ইনশাআল্লাহ সব ওকে হলে চলে যাব। আপনার পেরেন্টস্ এর জন্যে দোয়া করি আল্লাহ্ জান্নাতবাসী করুন।
shohag Ahmad ধন্যবাদ। May Allah bless us all.