A Tribute To Kazi Nazrul Islam - 123rd Birth Anniversary | Raag & Nazrul | Sourendro - Soumyojit

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 627

  • @ethiopiabiswas3875
    @ethiopiabiswas3875 2 роки тому +47

    অপূর্ব!...ছোটবেলা মনে পড়ে গেল। বাবা তাঁর জীবনের শেষ সময়ে প্রায় অন্ধ অবস্থায় এই গানগুলি গাইতেন বিশেষত লোডশেডিং হলে। খুব ভালো থাকবেন আপনারা। 🥰🥰🥰

  • @thehappinessofcreation2082
    @thehappinessofcreation2082 2 роки тому +5

    আপনাদের কাছে দু'কলি গান শুনে মন ভরে না... হৃদয়স্পর্শী প্রত্যেকটি গান যদি পুরোটা করে শুনতে পারতাম, তবে আমার খুব ভালো লাগতো। আমি আপনাদের গুণমুগ্ধ শ্রোতা... ভালো থাকবেন 🙏

  • @susartcraft7626
    @susartcraft7626 Рік тому +7

    অনেক তপস্যার পরে হয়তো এত সুন্দর গান গাওয়া যায়... ঈশ্বর অনেক যত্ন নিয়ে আপনার কণ্ঠে সুর ঢেলেছেন। অসাধারণ ...যতই বলবো ততই কম হবে । আপনার কণ্ঠে গান শুনলে সত্যিই অদ্ভুত শান্তি পাই। ভালো থাকবেন আপনারা...😊

  • @chhandamandal1959
    @chhandamandal1959 2 роки тому +7

    অসাধারণ স্মরন কাজী সাহেব
    কে.....সম্পূৰ্ণ গান না শুনলে অধরা থেকে যায় সৃষ্টি....... এই গান গুলোই সম্পূর্ণ শোনার ইচ্ছে রোইলো...... ভাল থাকবেন আপনারা...

  • @sudeshnabasuroy526
    @sudeshnabasuroy526 2 роки тому +25

    মসৌরীতে বসে কাজী সাহেবের গান, পরিবেশটা যে কি ভালো ভাবলেই শিহরণ লাগছে,দারুন👌👌👌👌👌👌 ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @skynex1234
    @skynex1234 Рік тому +19

    0:21 RAAG PILU
    1:08 RAAG TILANG
    1:49 RAAG MAAND
    2:24 RAAG MALKOSH
    3:07 RAAG HAMEER
    3:45 RAAG AHIR BHAIRAV
    4:20 TILAK KAMOD
    4:56 RAAG JAIJAINTI
    5:42 RAAG CHAYANOIT
    6:17 Conclusion

    • @tanvirahamed8555
      @tanvirahamed8555 4 місяці тому

      gan gular naam dite parben.... specially ei gaanta... PHUL GELE KATA KENO JAY NA

    • @arjyajana
      @arjyajana 7 днів тому

      1:49 Raag Maand​@@tanvirahamed8555

  • @shahriarnur1573
    @shahriarnur1573 2 роки тому +18

    আহারে। চোখ বুঁজে শুনছি আর একটা স্বর্গীয় তৃপ্তি লাভ করছি।🇧🇩

  • @soumyadeepdas9244
    @soumyadeepdas9244 2 роки тому +1

    এক দুই লাইন শুনে মন ভরছে না।প্রতিট গান এতো সুন্দর। আপনাদের কাছে অনুরোধ রইলো নজরুল গীতি শোনার।
    ভালো থাকবেন।

  • @chaititarafdar6858
    @chaititarafdar6858 Рік тому +2

    Gaan apnader dhamani te mishe gechhe, sab rakamer gaan eto perfect gaoa, ma saraswati r ashirbaad... Khub bhalo thakun apnara.

  • @sujatamukherjee8478
    @sujatamukherjee8478 2 роки тому +9

    অতৃপ্তি থেকে যায় । সম্পূর্ণ গান শোনার অপেক্ষায় থাকি।

  • @MSK_-hl7sk
    @MSK_-hl7sk 2 роки тому +1

    ইউটিউবে আপনাদের খুঁজে পেয়েছি, এটা আমার ভাগ্য। মুগ্ধ হয়ে শুনি। কখনো নিরাশ হই না

  • @amritamitra3053
    @amritamitra3053 2 роки тому +2

    Our beloved respected multi-talented bengali, beyond boundaries... A multi-talented person like Kaji saheb is / was/ will be rare.

  • @debaratibasu3047
    @debaratibasu3047 2 роки тому +7

    সৌম্যজিত স্যার এর কন্ঠের স্নিগ্ধতা টা... অন্য কারোর কন্ঠে পাওয়া দুর্লভ।।🥺🥺😭😭😭😭

  • @soumichatterjee2637
    @soumichatterjee2637 2 роки тому +53

    অনেকদিন আগে ঋতুপর্ণ ঘোষ কে নিয়ে অনুষ্ঠান টি প্রথম মন কেড়েছিল আপনাদের ।31st May আসছে ,আজ ন'বছর উনি নেই।আপনাদের কাছে একটা স্মরণ আশা করছি।

    • @abhinabaghosh390
      @abhinabaghosh390 2 роки тому +1

      নিশ্চয়ই হবে❤️

    • @chandrasaha928
      @chandrasaha928 6 місяців тому

      খুব ভালো লাগলো। জয় জয়ন্তী টা পুরো শুনতে পেলে ভালো লাগতো।

    • @durjoyavoi
      @durjoyavoi 6 місяців тому

      Aj may 31

  • @bidishabanerjee194
    @bidishabanerjee194 2 роки тому +8

    আহা এমন কবি নজরুলের শ্রদ্ধাঞ্জলী মন ছুঁয়ে গেল 🙏🙏🙏

  • @silachakraborty431
    @silachakraborty431 2 роки тому +1

    Asadharan. Mon bhore gyalo. Subho Nazrul jayanti. Tomra bhalo theko.

  • @dr.manishdutta7629
    @dr.manishdutta7629 9 місяців тому +3

    There is hardly any source where we can find the ragas behind these songs. This whole project, not just these nazrul geeti, is priceless.

    • @alokasrinivasan5005
      @alokasrinivasan5005 9 місяців тому

      That is a strange statement, if you know Hindustani classical, the raagas behing these are no brainers.

  • @indiraroysarma1590
    @indiraroysarma1590 2 роки тому +31

    কবির জন্মদিনে এই অপূর্ব রাগাশ্রয়ী সংগীতাঞ্জলী মন ভরে দিল !🙏💐💐👌👌

    • @mamonkar4405
      @mamonkar4405 2 роки тому +1

      অপূর্ব, খুব ভালো থেকো,,তোমাদের জন্যে শুভ কামনা রইল

  • @bdbd4144
    @bdbd4144 2 роки тому +3

    খুবই ভালো লাগলো এই রাগ প্রধান গানের অনুষ্ঠান । শুভেচ্ছা - শুভকামনা আর অভিনন্দন।

  • @mushfikurrahmanmaruf7887
    @mushfikurrahmanmaruf7887 Рік тому +2

    আপনার কন্ঠে নজরুলগীতি শুনে মনে হচ্ছে কাজী সাহেব আপনার কন্ঠের জন্য রচনা করেছিলেন। ❤🎉❤

  • @mousumi2096
    @mousumi2096 2 роки тому +2

    অসাধারণ লাগলো।নজরুল গীতি খুব খুব প্রিয়। মনে ভরলো না আরো চাই।

  • @mosharofhosain2985
    @mosharofhosain2985 Рік тому +1

    কাজী নজরুল ইসলামের লেখা ও তাঁর সৃষ্ট কালোজয়ী সুর মিলিয়ে নজরুল সংগীত,আর এই সংগীত ভান্ডার থেকে দারুন রেওয়াজি কন্ঠে কিছু আস্থায়ী শুনে চমৎকৃত হোলাম,ধন্যবাদ।

  • @somennag2775
    @somennag2775 2 роки тому +43

    আরো বড় পরিসরে কাজী নজরুল ইসলামের গান শুনতে চাই 🙏🙏🙏🙏

  • @shirtaj
    @shirtaj 2 роки тому +4

    বিদ্রোহী কবি কে সম্মান জানানোর অনবদ্য প্রয়াস......অসাধারণ

  • @kabitabhaduri3792
    @kabitabhaduri3792 2 роки тому +41

    "নয়ন ভরা জল, আঁচল ভরা ফুল " দিয়ে "কবি নজরুল " কে প্রণাম জানাই 🙏🙏আপনারা অতুলনীয় সংগীত পরিবেশন করেছেন। তবে আমার সৌভাগ্য যে কবিকে আমি চাক্ষুষ দেখেছি। তখন আমি খুব ছোট। ভালো থাকবেন।

    • @dr.roufmolla9991
      @dr.roufmolla9991 2 роки тому +2

      এই ধরণের ভিডিওগুলো খুব ভাল লাগে।

    • @dr.roufmolla9991
      @dr.roufmolla9991 2 роки тому +1

      মেঘমেদুর বরষায় কি মাল্লার রাগের কিছু আছে?

    • @debabanimukhopadhyay9928
      @debabanimukhopadhyay9928 2 роки тому +3

      Didi apni bhagyoboti. 🙏

    • @azizunnaharshariff3177
      @azizunnaharshariff3177 2 роки тому

      Apnar dekha hoar story jantey chai....jodi shomoye hoye ekdin janaben....

    • @kabitabhaduri3792
      @kabitabhaduri3792 2 роки тому +4

      @@azizunnaharshariff3177 ভাই তখন আমি "বেথুন স্কুলে " পড়ি।Class.5.।থাকি"টালায়"। কবির শরীর তখন ভাল ছিল না। চুপচাপ জানলার ধারে বসে থাকতেন। আমার পিশতুতো দাদা আমাকে দেখিয়েছিল কবিকে। বড় বড় চোখ, এক মাথা চুল অবশ্য সামনে টাক আর ফ্যাল ফ্যালে দৃষ্টি তে তাকানো। আমি কবিকে হাত জোড় করে প্রণাম করেছিলাম। কবি একটু হাঁসলেন। ওটাই আমার পরম সৌভাগ্য । সাল ১৯৫৯। এখন আমার বয়স ৭২। ভালো থাকবেন ভাই 💗🧡

  • @anandamukherjee9924
    @anandamukherjee9924 2 роки тому +4

    This is Beautiful music and song dadavai..... Happy Nazrul jayanti in advance dadavai...... Tomra Khub Bhalo theko dadavai..... 🙏🙏🙏🙏🙏🎵🎵🎵🎵🎵

  • @ShakilaTorahAhmed
    @ShakilaTorahAhmed 2 роки тому +2

    Other than the outstanding, creative singing and expression, what I relished most is that you paid tribute to the most talented poet, composer, writer, nationalist, philosopher, freedom fighter of the Indian subcontinent. Thank you!

  • @shamimaislam7142
    @shamimaislam7142 2 роки тому +6

    মুগ্ধ হয়ে শুধু শুনছি... কি অসাধারণ স্বর,কি অসাধারণ কথা❤️❤️❤️

  • @maitrayee22
    @maitrayee22 2 роки тому +2

    Excellent Programme. Beautiful songs.
    Remarkable voice and music.
    My Tribute to Kaji Nazrul Islam.
    Thank you so much.
    Many Thanks to UA-cam.

  • @BengaliEastwood
    @BengaliEastwood 2 роки тому +2

    Nazrul is the gem who still is undiscovered from many perspectives. Nazrul has the presence in the form of the kuhelika, sometimes agnibina, or bidrohi or sometimes even "premer papiya" around us. Now tell me, on this vast earth, how many poets do have such charisma like Nazrul? You'll find fewest of greats who hv been like Nazrul. No one like Nazrul hv been amidst us for centuries, no one will be. Joy Nazrul, Nazrul Zindabad

  • @senjutichattopadhyay8766
    @senjutichattopadhyay8766 2 роки тому +7

    এই presentation টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম...অসাধারণ লাগলো দাদা...ধন্যবাদ আপনাদের..আপনারা ভালো থাকবেন...

  • @subhajyotighosh4124
    @subhajyotighosh4124 2 роки тому

    অপূর্ব পরিবেশনা সৌরেন্দ্র ও সৌম্যজিৎ! অভিনন্দন। শুধু শুরুতেই 'নজরুল সাহেব' কথাটা খট করে কানে লাগল। উনি নিজে এই সম্বোধনটা কতটা পছন্দ করতেন নিশ্চিত নই ...

    • @musafirboy6650
      @musafirboy6650 Місяць тому

      আমিও পিছনে টেনে শুনেছি..

  • @swapnagoswami2814
    @swapnagoswami2814 Рік тому +1

    খুব ভালো লাগলো আপনাদের এই উপস্থাপনায, অপেক্ষা য় র ই লাম এই রকম রাগাশ্রয়ি গান শোনার জন্য 🙏🙏

  • @soumichatterjee2637
    @soumichatterjee2637 2 роки тому +22

    পাহাড়ি পরিবেশে নজরুল স্মরণ...মনকেমন হয়ে গেল ভাললাগায় 🙏

  • @User8839-k1
    @User8839-k1 2 роки тому +4

    অপূর্ব সুন্দর! সব গুলো সম্পূর্ণ গান শুনতে চাই আপনাদের কাছে🙏

  • @khetrahalder2497
    @khetrahalder2497 10 місяців тому +1

    ভীষণ ভালো গেয়েছেন অনেক শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।।।

  • @learningdiscourse2955
    @learningdiscourse2955 2 роки тому +17

    I always keep saying that you both complement each other so beautifully that it seems a whole orchestra is there behind. Wonderfully done!!

  • @tanzilahossain7160
    @tanzilahossain7160 2 роки тому +1

    এতো মিষ্টি কন্ঠস্বর আপনার।মন ভরে গেল। অনেক ভালোবাসা আর শ্রদ্ধা রইল,বাংলাদেশ থেকে।

  • @mydulislam993
    @mydulislam993 2 роки тому +2

    দারুন গেয়েছেন দাদা। আমার শোনা সেরা কন্ঠে নজরুল গীতি। বিশেষভাবে অনুরোধ করছি। আরো বড় পরিসরে কাজী নজরুল ইসলামের গান একটা প্লেলিস্ট তৈরি করুন।

  • @suchismitamisra4204
    @suchismitamisra4204 2 роки тому

    Excellent!eto sundor kore raag guloke apni dekhachchen,mon bhore gelo,eke Najrul geeti,taror apnar onobodyo gayakee,many many thanks,tobe puro gaan sunle aro bhalo lagto

  • @jaymitra9564
    @jaymitra9564 2 роки тому +9

    খুব সুন্দর হয়েছে। ইতিমধ্যে প্রচুর শেয়ার করলাম। হিন্দী গানের ওপর, বিশেষত হিন্দী সিনেমায়, নজরুলের রাগাশ্রয়ী গানের সমান্তরাল প্রভাব নিয়ে একটি প্রোগ্রাম চাই। যেমন রবীন্দ্রগান নিয়ে আপনারা ইতিমধ্যেই করেছেন।

  • @sanchitabasu3429
    @sanchitabasu3429 2 роки тому +4

    যতবার শুনি ততবারই অতৃপ্তি। সম্পূর্ণ গান শোনার অপেক্ষায় রইলাম 💐

  • @nirupamabanerjee7902
    @nirupamabanerjee7902 Рік тому

    আহা হা ফুল গেলে কাঁটা কেনো যায় না। অপূর্ব পরিবেশন।

  • @happydotcom1420
    @happydotcom1420 2 роки тому +3

    আহা কত সুন্দর পরিবেশন....রবীন্দ্র জয়ন্তীর শ্রদ্ধাঞ্জলির মতই অসাধারণ লাগল 🙏🙏💐💐

  • @bhaswatimukherjee1708
    @bhaswatimukherjee1708 2 роки тому +2

    আপনাদের অনুষ্ঠান সবসময় মনোমুগ্ধকর! বিশেষ করে গান যখন রাগাশ্রয়ী হয়! খুব ভালো লাগলো! 💗

  • @rupshasurchaudhuri9353
    @rupshasurchaudhuri9353 2 роки тому

    সুরে ও বাণীর মালা, অরুণ কান্তি, মেঘ মেদুর বরষা এই তিনটি গানের special request roilo...... full rendition

  • @susmitasengupta7212
    @susmitasengupta7212 2 роки тому

    Ashadharan,tomra ja, gaibe bhai setai amader mon pran bhoriye debe .

  • @oporuprahi8693
    @oporuprahi8693 2 роки тому

    আহা নজরুল! কিছু মুহূর্ত থাকেনা, যা কখনো বলে কিংবা লিখে প্রকাশ করা যায়না এখন ঠিক তেমনই বোধ করছি! রাগস্রষ্টার রাগ সঙ্গীতের এমন একটি সন্নিবেশিত রূপ দেবার জন্য তোমাদের কাছে আমার আভূমিনত প্রণাম দাদা!🙏🏻🥰

  • @avishekkaranjai4778
    @avishekkaranjai4778 2 роки тому

    কির্তন ও দেশের সুন্দরতম গান একজন মানুষ ছাড়া পেতাম না, শ্রেষ্ঠতম কবিতা মানুষ, পাপ,। আমার নোবেল প্রাপ্ত কবি কাজি নজরুল ইসলাম, পূর্বে যদি না উঠিত রবি, আমি হতাম বিশ্ব কবি,। Iove him,

  • @gourighosal9970
    @gourighosal9970 Рік тому

    Apurbo apner gan Nazrul giti amar mon chuye gelo.👌

  • @aroy2003
    @aroy2003 2 роки тому +1

    মন ভরে গেলো আপনাদের এই অপূর্ব নিবেদনে।

  • @shaondagr8
    @shaondagr8 Рік тому

    Apnara oshadharon abong apnader janai standing ovation!

  • @GuruNishtha
    @GuruNishtha 2 роки тому +1

    চমৎকার। খুবই শিহরণ জাগানো। ভালো থাকবেন সবসময়।

  • @Sankariraygmail.comSardama
    @Sankariraygmail.comSardama 2 роки тому

    Tomar gaan sunle monta bhore jai...tomar sab gaan amer bhalo lage...thank you for sharing this video..lovely voice... wants more videos from you

  • @labonighoshdey5015
    @labonighoshdey5015 2 роки тому

    আহা! আহা! আহা! ❤️❤️❤️❤️❤️ কি প্রশান্তি গলায় স্নিগ্ধতা ও শোভনে ভরপুর! খুব সুন্দর বললে কম বলা হয়! মন ছুঁয়ে গেল!

  • @debojotidesign
    @debojotidesign 2 роки тому +4

    প্রশান্তি অনুভূত হলো।। ভালো থাকবেন আপনারা ❤️❤️

  • @shamsasad3532
    @shamsasad3532 9 місяців тому

    Protidin apnar ei oshadharon poribeshnay gaan dulo diye din ta ke poripurno ek oshamanno onuvob je jeno onuvuto hoy ! SHottie oshadharon hoyeche ! prokriti -prem- ar voktir ek oshamanno poribeshona !!

  • @md.mohinuddin1918
    @md.mohinuddin1918 2 роки тому

    মুগ্ধ হয়ে গেলাম দাদা
    সব প্রিয় গান একসাথে

  • @mrinalchowdhury4961
    @mrinalchowdhury4961 2 роки тому +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    কি লেখব
    কি চাইব
    না চাইতেই যখন‌ এতো পাই
    তখন‌ আর চাওয়ার তেমন কিছু থাকে না
    তবে দাদা এই আশা করব যাতে এমন রাগের উপর ভিত করে আরো অনেক অনেক গান শুনতে পাই
    ❤️❤️❤️❤️❤️❤️

  • @parthanasvlogcooking
    @parthanasvlogcooking 2 роки тому +2

    খুব সুন্দর লাগল নজরুল গীতি মন টা ভাল হয়ে গেল ❤❤👌

  • @somaganguly955
    @somaganguly955 2 роки тому

    Quazi Nazrul Islam was way ahead of his time, a timeless Maestro.....

  • @sudeshnabanerjee302
    @sudeshnabanerjee302 2 роки тому

    Khub sundor mon bhore galo,puro gan gulo sunte ichhe roilo dada

  • @suchetadas5724
    @suchetadas5724 Рік тому

    Asanto mon k swasti deoar medicine apnr voice..

  • @gayatribhowmik8721
    @gayatribhowmik8721 2 роки тому

    Apurbo laglo....ato sundor gao mon chuye jaaye

  • @sandipasaha2425
    @sandipasaha2425 2 роки тому

    Apnara otulonio, apnader onek onek pronam 🙏❤ sangeet er proti amar pochondo ta apnara palte diyechhen...

  • @moniruzzamanmohammad7664
    @moniruzzamanmohammad7664 2 роки тому

    এই হলো, অনেকের মধ্যে এক আমাদের জাতীয় কবি নজরুল।

  • @elar_shes_adhyay
    @elar_shes_adhyay 2 роки тому

    আপনাদের কণ্ঠে সম্পূর্ণ নজরুল গীতি শোনার অনুরোধ রইল, এই সকল অবিনশ্বর সৃষ্টি সত্যি এক দু লাইনে মর্যাদা পায়না

  • @sanchitabasu3429
    @sanchitabasu3429 2 роки тому

    আহা! এইরকম পরিবেশনা সবসময় মন ছুঁয়ে যায়, ভালো থাকুন আপনারা।

  • @protimaghosh3093
    @protimaghosh3093 6 місяців тому

    আহা আহারে কি অপূর্ব সুন্দর গান মন ভরে যায়।

  • @bidishabidyanta5623
    @bidishabidyanta5623 6 місяців тому

    Mon ta vore gelo 🥰🥰🥰🙏🙏🙏 .... gangulo purota sunte Pele valo lagto

  • @pritabasu5069
    @pritabasu5069 2 роки тому

    Ato sundor apnader presentation...
    opekkhai thaki eromi notun kichu upohar pabar!
    Ma Saraswatir ashirbaad ache apnader opore r amra mugdho hoi apnader gune...

  • @suklaroy1764
    @suklaroy1764 2 роки тому

    Ki darun ,konnto theke jeno shudha jorchee!!!!!❤❤🙏🙏🙏

  • @shabarisanyal5172
    @shabarisanyal5172 2 роки тому

    Proti ti gaan gaaye kaanta diche....bhison bhison bhalo laglo....

  • @648bab
    @648bab 2 роки тому +5

    Fantastic collection of raaga based Nazrulgeeti. But it increased my pallette for more such songs. Please do several episodes of full Nazrul songs. You guys are so talented.

  • @ratnasingh7852
    @ratnasingh7852 7 місяців тому

    Darun darun darun hoyeche lhoob sundor voice

  • @nupursen2855
    @nupursen2855 2 роки тому

    গানগুলো,আলাদা আলাদা ভাবে পুরোটাই
    শুনতে চাই।এতটুকুতে মন ভরেনা।

  • @chandrasaha928
    @chandrasaha928 4 місяці тому

    খুব ভালো লাগলো।"সুরে ও বাণীর মালা"__ও " আজ ও কাঁদে " গান দুটো যদি পুরো শুনতে পেতাম !

  • @marzansazid6627
    @marzansazid6627 2 роки тому +3

    ❤️Our beloved national poet❤️
    Love from Bangladesh!

  • @priyankasadhu7274
    @priyankasadhu7274 2 роки тому

    Swear to god, onekdin pore erom shanti pelam. Aro najrul geeti chai...

  • @sonalimukherjee5603
    @sonalimukherjee5603 2 роки тому +3

    নজরুলের সঙ্গীত পরিক্রমণ সুন্দর।

  • @gourighosal9970
    @gourighosal9970 Рік тому

    অপূর্ব দারুণ লাগলো আর শুনতে চাই।

  • @sarmishthabasubanerjee5631
    @sarmishthabasubanerjee5631 2 роки тому

    রাগের অঞ্জলী মন ভরিয়ে দিল। আপনাদের পরিবেশনায় "সৃজন ছন্দে" এবং দৃষ্টিতে আর হয় না সৃষ্টি ,,... গান দুটি শোনার অপেক্ষায় রইলাম।

  • @rinkumitra9734
    @rinkumitra9734 2 роки тому

    আহা চোখে জল চলে এলো।কি অপূর্ব

  • @souptikghosh9261
    @souptikghosh9261 2 роки тому +21

    অসাধারণ হয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিনেও একটা এরকম গানের মালা সাজিয়ে দিলে বেশ ভালো লাগবে।

  • @ahmadazizahsan
    @ahmadazizahsan Рік тому +2

    অপূর্ব! আর একটু descriptive করা যায় না! আবেদন রইলো। নজরুলের গীত আমাদের প্রাণের পুষ্টি দেয়, দৈব উপহার আমাদের জন্য। আপনারা দুজন খুব সুন্দর!
    আমাদের আর এক প্রাণের বন্ধু রবীন্দ্রনাথকে নিয়েও হোকনা! কৃতজ্ঞতা আর শুভ কামনা। 💚🧡

  • @sagnikabhattacharya7722
    @sagnikabhattacharya7722 2 роки тому

    Flawless. Ei jonno apnader kaaj amar ato bhalo laagey.

  • @haimantisarkar9103
    @haimantisarkar9103 2 роки тому

    কাজী সাহেব আমার রন্ধ্রে ছড়িয়ে আছেন 💕🙏

  • @subhammukherjee6433
    @subhammukherjee6433 3 місяці тому

    Osadharan laglo kazi saheb er prati apnader ei tribute

  • @shibnathguha9545
    @shibnathguha9545 Рік тому

    আপনাদের রবীন্দ্র ও নজরুলের রাগাশ্রয়ী গানের উপর রাগরূপ ও সেই গানের উপস্থাপনা এক কথায় অনবদ্য সেই সঙ্গে অনুরোধ রইলো আমাদের গর্বের দ্বিজেন্দ্র,অতুল ও রজনীকান্তের গান নিয়ে অনুরূপ উপস্থানা করার ।

  • @dhrubajyotidas7067
    @dhrubajyotidas7067 10 місяців тому

    Ki modhur moto mishti. Pronam neben apnara dujon amar.

  • @SumanDas-zj7nl
    @SumanDas-zj7nl 2 роки тому

    মসৌরীতে অনবদ্য সঙ্গীত চর্চা ...... সাম্য, প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসা !!🙏🏻🌹💞🙏🏻🌹💞🙏🏻🌹💞🙏🏻

  • @bratatimaitra6770
    @bratatimaitra6770 2 роки тому

    Ufffff, Just speechless..apnar voice just mesmerising....... it's unbelievable...odvudh laglo sir apnar presentation..

  • @MostafaImran
    @MostafaImran 2 роки тому

    আপনাদের কাছে আরো অনেক অনেক নজরুলগীতি চাই। মন ভরে গেলো !

  • @sagaraich8646
    @sagaraich8646 2 роки тому

    Darun laaglo apnader uposthapona... ekti protyashito porbo

  • @janetnaidu2549
    @janetnaidu2549 Рік тому

    So wonderful to be drawn to my ancestors’ world through your amazing music, voice, compositions and so much more of heart and soul. Tears of longing and peace engulf me today listening and listening again to you

  • @sudeshnanayak2656
    @sudeshnanayak2656 2 роки тому

    আমি তখন স্কুলে পড়ি।।।।সৌম্যজিৎ দাদা কে ডিডি বাংলা র এক অনুষ্ঠানে দেখেছিলাম। ।।সম্ভবত গান শুধু গান। ।।তবে থেকে তোমার ভক্ত। ।।।
    একটি বিশেষ অনুরোধ করছি আজকের গাওয়া নজরুল সাহেব এর এই গানগুলি সম্পূর্ণ অংশ যদি গাইতে খুব ভাল লাগত।।।।
    প্রসঙ্গত জানাই আমার ছোটবেলাটা নজরুল ইসলাম এর স্মৃতি বিজড়িত স্কুল সিয়ারশোল রাজ হাই স্কুল এ কাটাতে পেয়েছি।।।।তাই নজরুল সাহেব মনের বড় কাছের। ।।আর তোমার কণ্ঠে তাঁর গান মন কে বড় প্রশান্তি দেয়।।।।
    আমার মত এই ছোট্ট ভক্ত এর অনুরোধ টা একটু ভেবে দেখবে।।।
    নজরুল সাহেব এর গান সেভাবে গাওয়া হয় না তো ,তাই এই অনুরোধ রাখলাম। ।।

  • @biswajyotidatta4362
    @biswajyotidatta4362 2 роки тому

    Khub valo lagche Dada.. sokal ta valo Hoya glo.

  • @milanichakraborty4271
    @milanichakraborty4271 2 роки тому +1

    খুব খুব সুন্দর | আমরা সুরের মূর্ছনায় হারিয়ে গেলাম ৷ শ্মশানে জাগিছে শ্যামা অনুগ্রহ করে পুরো গানটা শোনান।

  • @dwitiyabanerjee1455
    @dwitiyabanerjee1455 2 роки тому

    Opurbo.. eto bhalo laage, onek shomoi raag jana na thakle apnader poribeshon e khub sposhto hoye jai..

  • @pakhibasu1704
    @pakhibasu1704 Рік тому

    আরও শুনতে চাই। ভীষন ভালো লাগলো।