One & only শান্তনুবাবু ও তার ভাইরাল স্কুপ, পছন্দের পছন্দ একটি চ্যানেল।এখানে বাকিদের মতন নিজেকে দেখানোর কোন তাগিদ নেই,অপ্রয়োজনীয় দেখনদারি নেই। কেবলমাত্র প্রকৃতি, পাহাড় ও পাহাড়ের সরল মানুষদের জীবনশৈলী নিয়েই এই চ্যানেল। মানছি হয়তো বিরাট সংখ্যক সাবসক্রাইবার আপনার নেই কিন্তু জানবেন আমরা যারা আপনার চ্যানেল দেখি তারা প্রত্যেকেই পাহাড়, প্রকৃতি ও স্থানীয় মানুষদের টানেই দেখি যা অবশ্যই আপনারো প্রিয় বিষয়।। ভালো থাকবেন শান্তনু বাবু। আপনার চ্যানেলের ও আপনার জন্যে শুভকামনা রইলো।।
truly agreed very simple but extremely genuine. but other travel vloggers are showing off always in the name of travel or travel vlogging...tader modhye onek ei achhen sabar khub pochonder but naam bollam na
এখানে অনেকের মতের সঙ্গে আমিও একমত। সেই লকডাউনের গোড়া থেকে আপনার প্রায় প্রতিটা ভ্লগই দেখে আসছি। আপনি শুধু ভ্রমণকাহিনী তৈরি করেন না, পাহাড়, পাহাড়ের প্রকৃতি, মানুষ, তাঁদের জীবনযাপন, সংস্কৃতি, পেশা, স্ট্রাগল - সবটাই ভীষণ সুন্দর ভাবে ডকুমেন্টারি করে উপস্থাপন করেন। আপনার চোখ দিয়ে পাহাড়, বিশেষত উত্তরবঙ্গকে দেখতে দেখতে মনে হয় যেন নিজেই দেখছি, নিজেই উপলব্ধি করছি সবকিছুকে। ভালো থাকবেন, শান্তনু দা।
নাহ স্যার, সত্যি আপনি একটা ডকুমেন্টারি তৈরি করুন ডুয়ার্স এর পাহাড়ি গ্রাম গুলো নিয়ে। আপনার পরিবেশনা ধীরে ধীরে একটা নাটকীয় রূপ এ পরিণত হচ্ছে। আপনার সাবলীল বাংলা ভাষা, সবকিছুর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, সত্যিই বলছি স্যার একটা ডকুমেন্টারি শর্ট ফিল্ম তৈরি করুন। আপনার জ্ঞান আপনার অভিজ্ঞতা সমৃদ্ধ করে তুলুক।
অনেকের channel e দেখা হয় কিন্তু আপনার জায়গা টা কে দেখানোর যে তাগিদ তা সত্যিই অদ্ভুৎ, এক শান্ত শব্দ চয়ন, ছন্দের মধ্যে দিয়ে পাহাড়ের জীবন কে তুলে ধরা, আর শেষে মনের মধ্যে পাহাড় কে মিলে মিশিয়ে একাকার, খুব ভালো থাকবেন
আপনার channel এর একজন ভক্ত আমি। যেভাবে প্রাকৃতিক সৌন্দর্যকে আপনি তুলে ধরেন তা অনবদ্য। তাই আপনার ট্র্যাভেল blog গুলি দেখতে আমার সব থেকে ভাল লাগে। আমি ও আমার মেয়ে সময় পেলেই বসে যাই আপনার blogs গুলো দেখতে। সৌন্দর্যকে কিভাবে সৃজন করতে হয় তা আপনার থেকে শেখার আছে। দেখতে দেখতে আমরা যেন কোনো স্বপ্নের জগতে হারিয়ে যাই। অনেক শুভ কামনা রইলো আপনার জন্য। এরকম আরো সুন্দর সুন্দর video r অপেক্ষায় রইলাম। প্রণাম নেবেন।
বাংলাদেশ থেকে বলছি। আমি অবসরে আপনার ভিডিওগুলো দেখি। খুবই প্রশান্তি পাই। আমি নিজেও একজন ট্রাভেল ফিল্মমেকার। আবার কখনো দার্জিলিং আসলে আপনার ঘুরে বেড়ানো এসব সুন্দর সুন্দর জায়গায় আমারো ঘুরে বেড়ানোর ইচ্ছে আছে। আপনার জন্য শুভকামনা থাকলো।
ধন্যবাদ খুব সুন্দর বর্ণনা। কমল হোমস্টে - খুবই সুন্দর এই জায়গাটা ,আমরা ২০২২ এ গিয়েছিলাম। চা বাগানে ঘুর ছিলাম বিকাল বেলা, হটাৎ কুয়াশা এসে রাস্তা হারালাম চা বাগানে, ৩ ঘন্টা এদিক ওদিক করার পর রাস্তা পেলাম। এই চা বাগানে ঘুরলে রাস্তা মার্ক করে রাখা প্রয়োজন ,কারণ যখন চা বাগানের ভেতরে ঢোকা হয় সব রাস্তা একই মনে হয়। পর দিন সকালে অবশ্যৈ হোমস্টের কুকুর আমাদের গাইড ছিল।
খুব সুন্দর 👌❤ একারনে আপনার ভিডিও মুগ্ধ করে যে আপনি শুধুই দেখান ---- "প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ডুয়ার্স এর আনাচে কানাচে ঘুরে ঘুরে অসাধারণ দৃশ্যসমূহ তুলে ধরেন আপনার ক্যামেরার মুন্সীয়ানায়" .. নিজেকে দেখান না ও কোনো দেখনদারী নেই এবং যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলেন, বাজে বকেন না। অসংখ্য ধন্যবাদ 🙏
শান্তনুদার এই চলমান গল্প ছবিকে আমি কোন দিন শুধুমাত্র ভ্রমণ কথা ভাবতেই পারিনি!উনি ভাবতেই দেননি।ভ্রমণের খুঁটিনাটি কথার মাঝে সুন্দর গল্প বলেছেন,চিত্র দেখিয়েছেন। ঠিক সিনেমার মত ! একেরপর এক পর্দা সরে যেতেই আর এক ছবি এসে মন মাতিয়ে,দৃষ্টি ভুলিয়ে নিয়ে যায় এক অন্য জগতে।হয়ত চিরাচরিত ট্রাভেল ভ্লগ নয় বলেই তার আকর্ষণ তীব্র। তাঁর ভ্লগের চিত্র কথা কখনো সাঁঝবেলা পাহাড়ের জোনাকির আলো দেখায়,কখনো পাহাড়ের সিঁড়ি বেয়ে চলে কোন চরিত্র,কখনো পাহাড়ি কন্যার চরণ যুগল নদীতে ডুব সাঁতার দেয়,কখনো সে প্রকৃতির কোলে,ব্রীজে শান্তিতে শুয়ে থাকে! সাবজেক্ট ও অবজেক্ট কে অসাধারণ ভাবে সাজিয়ে উপস্থাপন করেন ।যার ইঙ্গিত তিনি ছবিতে প্রকাশ করেন,তা মুখে বলেননা। ওখানেই তিনি ভিন্ন। চিত্রশিল্পী।চিত্রনাট্য লেখেন ক্যামেরায়। যেখানে ছোট্ট পাতা,গুল্ম, প্রজাপতি র পাখা,আবার মেঘের চলন ও বাদ যায় না।সবটা মিলে পূর্ণিমার একরাশ জ্যোৎস্নার শান্তি বা সূর্যের প্রথম আলো! তীব্রতা নেই।মগ্নতা আছে.....❤❤❤
Apnar Namsewal cottage and homestay er video dekhei ami amar family er sathe last Monday okhane gechilam....khub valo lageche....pahar r pahiri gramer proti valobasa ro bere gelo....dhonnobad apnake...
ভীষণ সুন্দর সে আর বলার অপেক্ষা রাখে না। সিটং আগেও গেছি , দেখে আবারও যেতে ইচ্ছে করছে। এর মধ্যে gurdum এ নিমা শেরপা'র হোম স্টে থেকে ঘুরে এলাম । ঘিঞ্জি ধোত্রের কিছুটা আগেই। মন ভরে গেছে। কখনও সম্ভব হলে gumdum , palmajua ঘুরে ভিডিও দেবেন। আপনার চোখে নিশ্চয়ই আরও অসাধারণ ভাবে তা ধরা পড়বে।
You might be aware of candid photo. However, if you don't aware of candid vlogging, Viral Scope most probably be your one n only channel. Just love your contents and the way you present them in a candid manner is very commendable, no show off...❤
দাদা, লতপাঁচার এর ওই সংসারিদারা ভিউ পয়েন্ট থেকে একটা অদ্ভুদ দৃশ্য দেখা যায়, তবে সকাল আটটার মধ্যে যেতে হবে, আর ডিসেম্বরের পরিষ্কার আকাশ থাকলে, দারুন একটা দৃশ্য দেখা যায়, মহানন্দা অববাহিকা পুরোটা প্রায় আকাশ থেকে নামছে। আমার কাছে আছে
২০১৬ সালে দার্জিলিং এসেছিলাম বাংলাদেশ থেকে, এরপর ইন্ডিয়ার অনেক জায়গা ঘুরেছি। ইদানীং আপনার ভিডিও দেখতে দেখতে দার্জিলিং ঘুরার জন্য এই মাসের ১৩ তারিখ আবার পাসপোর্ট জমা দিয়েছি। আপনার ভিডিও থেকে তথ্য নিয়ে ঈদের পর নতুনভাবে দার্জিলিং ঘুরার পরিকল্পনা করছি।
তোমার অন্য একটি ভিডিও দেখে কিছুদিন আগেই এই চত্বরে ঘুরে এলাম, অনেক ধন্যবাদ এমন অপূর্ব জায়গার সন্ধান দেওয়ার জন্য. আর ওই 5.38 মিনিটে ওটা মনে হয় মহানন্দা হবে মহানদী নয়😊
A homestay around tea garden, good foodstuffs and the Kanchenjungha --- what else does one need ? That dog loves lozenge is quite amusing. Liked the video.
Purono smriti taja hye elo. Kamal Homestay amar darun legeche gurung family er bebohar, paharer upore eto sundor macher jhol peyechilam puropuri unexpected. Jotodur mone ache ei coffee shop er Sameer ji eto sundor coffe banan je boro boro Coffee shop fail. ar Kamal ji tea processing r nijeder orchid bagan eto sundor dekhiechilen j setai itself ekta activity for a day hote pare. niribili shantite r paharer sundor poribesh upovog korar jonno r sohoj sorol manush gulor songe 2toh din katanor jonno er theke bhalo jyga North Bengal e khub kom.
Khub sundor. dada sittong gale kon sittong a thakbo ektu janaben?? Ami ekbar sittong gachilam khub valo lagechilo ami mone hoi sittong 2 chilam eibar abar jabo bhabchi.
খুব সুন্দর জায়গা.. আপনার আগের একটি ব্লগে এই জায়গার অন্য একটি হোম স্টে দেখেছিলাম.. সেটিও বড্ডো সুন্দর.. সামনের নভেম্বরে যাওয়ার প্ল্যান করছি মা বাবাকে নিয়ে.. দুটির মধ্যে কোনটি সবদিক দিয়ে উপযুক্ত হবে একটু জানাবেন..
One & only শান্তনুবাবু ও তার ভাইরাল স্কুপ, পছন্দের পছন্দ একটি চ্যানেল।এখানে বাকিদের মতন নিজেকে দেখানোর কোন তাগিদ নেই,অপ্রয়োজনীয় দেখনদারি নেই। কেবলমাত্র প্রকৃতি, পাহাড় ও পাহাড়ের সরল মানুষদের জীবনশৈলী নিয়েই এই চ্যানেল। মানছি হয়তো বিরাট সংখ্যক সাবসক্রাইবার আপনার নেই কিন্তু জানবেন আমরা যারা আপনার চ্যানেল দেখি তারা প্রত্যেকেই পাহাড়, প্রকৃতি ও স্থানীয় মানুষদের টানেই দেখি যা অবশ্যই আপনারো প্রিয় বিষয়।। ভালো থাকবেন শান্তনু বাবু। আপনার চ্যানেলের ও আপনার জন্যে শুভকামনা রইলো।।
truly agreed very simple but extremely genuine. but other travel vloggers are showing off always in the name of travel or travel vlogging...tader modhye onek ei achhen sabar khub pochonder but naam bollam na
Thanks a bunch 🥰
Ekdom thik,
Ekdom thik katha bolechen Mr. Sounyakanta... Nature ke amader samne anai mul uddyesho..
একেবারে মনের কথা লিখলেন।
আমি বরাবরই মুগ্ধ হয়ে আপনার ভিডিও দেখি।অসাধারণ সৌন্দর্যে ভরপুর ❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ আপনাকে
এখানে অনেকের মতের সঙ্গে আমিও একমত। সেই লকডাউনের গোড়া থেকে আপনার প্রায় প্রতিটা ভ্লগই দেখে আসছি। আপনি শুধু ভ্রমণকাহিনী তৈরি করেন না, পাহাড়, পাহাড়ের প্রকৃতি, মানুষ, তাঁদের জীবনযাপন, সংস্কৃতি, পেশা, স্ট্রাগল - সবটাই ভীষণ সুন্দর ভাবে ডকুমেন্টারি করে উপস্থাপন করেন। আপনার চোখ দিয়ে পাহাড়, বিশেষত উত্তরবঙ্গকে দেখতে দেখতে মনে হয় যেন নিজেই দেখছি, নিজেই উপলব্ধি করছি সবকিছুকে। ভালো থাকবেন, শান্তনু দা।
আপনিও ভালো থাকবেন 🙏🏼😊
নাহ স্যার, সত্যি আপনি একটা ডকুমেন্টারি তৈরি করুন ডুয়ার্স এর পাহাড়ি গ্রাম গুলো নিয়ে। আপনার পরিবেশনা ধীরে ধীরে একটা নাটকীয় রূপ এ পরিণত হচ্ছে। আপনার সাবলীল বাংলা ভাষা, সবকিছুর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, সত্যিই বলছি স্যার একটা ডকুমেন্টারি শর্ট ফিল্ম তৈরি করুন। আপনার জ্ঞান আপনার অভিজ্ঞতা সমৃদ্ধ করে তুলুক।
অসংখ্য ধন্যবাদ 💐
দারুন বর্ননা। প্রকৃতির এত সুন্দর রূপ এত প্রাঞ্জল ভাষায় তুলে ধরা। অবর্ণনীয়।তার সঙ্গে সব রকম ইনফরমেশন থাকে।খুব ভালো লাগে।
অজস্র ধন্যবাদ আপনাকে
অনেকের channel e দেখা হয় কিন্তু আপনার জায়গা টা কে দেখানোর যে তাগিদ তা সত্যিই অদ্ভুৎ, এক শান্ত শব্দ চয়ন, ছন্দের মধ্যে দিয়ে পাহাড়ের জীবন কে তুলে ধরা, আর শেষে মনের মধ্যে পাহাড় কে মিলে মিশিয়ে একাকার, খুব ভালো থাকবেন
অনেক অনেক ধন্যবাদ 😊
আপনিও ভালো থাকবেন
Ekdom
আহা অপূর্ব দৃশ্য , মন জুড়়িযে গেল
সত্যিই খুব সুন্দর ভাষ্য এবং তার সাথে মনোরম পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য
এক কথায় অসাধারণ ❤❤
অনেক ধন্যবাদ ভাই আপনাকে ❤❤
অনেক অনেক ধন্যবাদ 😊
আপনার channel এর একজন ভক্ত আমি। যেভাবে প্রাকৃতিক সৌন্দর্যকে আপনি তুলে ধরেন তা অনবদ্য। তাই আপনার ট্র্যাভেল blog গুলি দেখতে আমার সব থেকে ভাল লাগে। আমি ও আমার মেয়ে সময় পেলেই বসে যাই আপনার blogs গুলো দেখতে। সৌন্দর্যকে কিভাবে সৃজন করতে হয় তা আপনার থেকে শেখার আছে। দেখতে দেখতে আমরা যেন কোনো স্বপ্নের জগতে হারিয়ে যাই। অনেক শুভ কামনা রইলো আপনার জন্য। এরকম আরো সুন্দর সুন্দর video r অপেক্ষায় রইলাম। প্রণাম নেবেন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
As usual দারুন। এই ঝড়ের আতঙ্কেও মন ভরে গেলো
আমি এই মুগ্ধতাকে ওষুধ বলে মনে করি।
ধন্যবাদ আপনাকে সব সময়ই উৎসাহিত করার জন্য
অপূর্ব প্রকৃতি ও আপনার অপূর্ব পরিবেশন। এককথায় আপনি আমাদের মনকে যেন ছুটিয়ে বেড়ান 👌👌🙏🙏
অনেক অনেক ধন্যবাদ 😊
Darun.... Sittong er smriti gulo mone pore gelo
আপনার ভিডিও গুলো কানে শুনেই অনুভব করতে পারি কতোটা প্রাকৃতিক ❤️❤️❤️❤️।অনেক ভালো থাকবেন আপনি সবসময়।
অনেক ধন্যবাদ আপনাকে
প্রকৃতি মনে হয় আপনাকে বেছে নিয়েছে... তার সৌন্দর্য্য বর্ণনা করার জন্য ❤️
💗💗
Santanu Babu, The only blogger who is committed to nurture the serenity of Hills. Thank you once again for this priceless presentation.❤
So nice of you
আপনার মতো পাহাড়ের travel bloger কেউ আছে কিনা জানা নেই, আসাধারন, অনবদ্য সব comment কম ।❤❤❤❤❤❤❤❤❤শুধু হৃদয়ের প্রশনতি.
অসংখ্য ধন্যবাদ 💐
চোখের আরাম আর মনের শান্তি।বার বার দেখলেও আশ মেটে না।ভালো থাকবেন।❤❤
অনেক অনেক ধন্যবাদ 😊
বাংলাদেশ থেকে বলছি। আমি অবসরে আপনার ভিডিওগুলো দেখি। খুবই প্রশান্তি পাই। আমি নিজেও একজন ট্রাভেল ফিল্মমেকার। আবার কখনো দার্জিলিং আসলে আপনার ঘুরে বেড়ানো এসব সুন্দর সুন্দর জায়গায় আমারো ঘুরে বেড়ানোর ইচ্ছে আছে। আপনার জন্য শুভকামনা থাকলো।
অনেক ধন্যবাদ আপনাকে
আবারও একটি আহা অভিজ্ঞতা। As usual দারুন একটা গিফট ❤❤ খুব ভালো লাগলো ❤❤
অসংখ্য ধন্যবাদ 💐
Khub sundor hoyeche
ভয়ানক গরমের তিন সপ্তাহ কাটিয়ে ফাইনালি আজ বৃষ্টি পেলাম যেন❤
খুব ভালো লেগেছে 😊😊
অনেক অনেক ধন্যবাদ
আপনার video গুলো তে একটা অন্য রকম ভালোলাগা আছে যেটা অন্য কোনো vloger এর কাছে পাওয়া যায় না। শুভেচ্ছা রইলো।🎉
Thank u so much
A Sunday should start like this... Oshadharon... Onek dhonyobad
Thanks a bunch
ধন্যবাদ খুব সুন্দর বর্ণনা। কমল হোমস্টে - খুবই সুন্দর এই জায়গাটা ,আমরা ২০২২ এ গিয়েছিলাম। চা বাগানে ঘুর ছিলাম বিকাল বেলা, হটাৎ কুয়াশা এসে রাস্তা হারালাম চা বাগানে, ৩ ঘন্টা এদিক ওদিক করার পর রাস্তা পেলাম। এই চা বাগানে ঘুরলে রাস্তা মার্ক করে রাখা প্রয়োজন ,কারণ যখন চা বাগানের ভেতরে ঢোকা হয় সব রাস্তা একই মনে হয়। পর দিন সকালে অবশ্যৈ হোমস্টের কুকুর আমাদের গাইড ছিল।
Osadharon laglo, as usual..kono kotha hobe, mon ta odbhut proshanti te bhore gelo..
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
Mon ta valo hoye gelo thank you for this lovely video 🙏🌷
অসংখ্য ধন্যবাদ 💐
Mon matal, saanjh sakal, pahar shudhui daake, apnar camera-te ar ekti ashadharon mountain magic. Chokh jurie gelo...
🥰🥰🥰 thank u
খুব সুন্দর 👌❤
একারনে আপনার ভিডিও মুগ্ধ করে যে আপনি শুধুই দেখান ---- "প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ডুয়ার্স এর আনাচে কানাচে ঘুরে ঘুরে অসাধারণ দৃশ্যসমূহ তুলে ধরেন আপনার ক্যামেরার মুন্সীয়ানায়" .. নিজেকে দেখান না ও কোনো দেখনদারী নেই এবং যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলেন, বাজে বকেন না।
অসংখ্য ধন্যবাদ 🙏
অজস্র ধন্যবাদ আপনাকে 🙏🏼💐
সত্যি বলতে দাদা আপনার সাথে কারোর তুলনা হয়না❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ 💐
অনবদ্য উপস্থাপনা, হয়ে গেলাম আনমনা।
অসংখ্য ধন্যবাদ 💐
Kono kotha hobe na.....ak kothay Daroooooooon ❤
অসংখ্য ধন্যবাদ 💐
Dada khub sundor laglo ❤👌🏻👌🏻👌🏻
অনেক অনেক ধন্যবাদ 😊
Absolutely tremendous... Apnar video satty khub sundor... Apni besi besi kore video post korben...
Thank u so much 😊
Khub bhalo laglo 😊
শান্তনুদার এই চলমান গল্প ছবিকে আমি কোন দিন শুধুমাত্র ভ্রমণ কথা ভাবতেই পারিনি!উনি ভাবতেই দেননি।ভ্রমণের খুঁটিনাটি কথার মাঝে সুন্দর গল্প বলেছেন,চিত্র দেখিয়েছেন। ঠিক সিনেমার মত ! একেরপর এক পর্দা সরে যেতেই আর এক ছবি এসে মন মাতিয়ে,দৃষ্টি ভুলিয়ে নিয়ে যায় এক অন্য জগতে।হয়ত চিরাচরিত ট্রাভেল ভ্লগ নয় বলেই তার আকর্ষণ তীব্র। তাঁর ভ্লগের চিত্র কথা কখনো সাঁঝবেলা পাহাড়ের জোনাকির আলো দেখায়,কখনো পাহাড়ের সিঁড়ি বেয়ে চলে কোন চরিত্র,কখনো পাহাড়ি কন্যার চরণ যুগল নদীতে ডুব সাঁতার দেয়,কখনো সে প্রকৃতির কোলে,ব্রীজে শান্তিতে শুয়ে থাকে! সাবজেক্ট ও অবজেক্ট কে অসাধারণ ভাবে সাজিয়ে উপস্থাপন করেন ।যার ইঙ্গিত তিনি ছবিতে প্রকাশ করেন,তা মুখে বলেননা। ওখানেই তিনি ভিন্ন। চিত্রশিল্পী।চিত্রনাট্য লেখেন ক্যামেরায়। যেখানে ছোট্ট পাতা,গুল্ম, প্রজাপতি র পাখা,আবার মেঘের চলন ও বাদ যায় না।সবটা মিলে পূর্ণিমার একরাশ জ্যোৎস্নার শান্তি বা সূর্যের প্রথম আলো! তীব্রতা নেই।মগ্নতা আছে.....❤❤❤
সুন্দর বললেন। 🙏🏼🙏🏼
Just অনবদ্য ফাটাফাটি অসাধারণ ❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ 💐
দেখে খুব আনন্দ লাগলো 👍👍👌👌❤️❤️
Onek onek dhonnobad apnake ei sundor video korar jonne...gotobar apnar sittong jaoar vedio dekhe sittong jai...osadharon chilo...tour ta..
Sadip bhai amader puro tour e chilen...khub bhalo manus..
Bah khub bhalo
One word after watching the blog: Elegant. Dil Garden Garden ho Gaya ❤
So nice of you
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌❤
অনেক অনেক ধন্যবাদ 😊
Khub bhalo laglo
অজস্র ধন্যবাদ আপনাকে
Apnar Namsewal cottage and homestay er video dekhei ami amar family er sathe last Monday okhane gechilam....khub valo lageche....pahar r pahiri gramer proti valobasa ro bere gelo....dhonnobad apnake...
বাহ খুব ভালো।
এক কথায় অসাধারণ।
অজস্র ধন্যবাদ আপনাকে
Dada, aapnar video darun lage. Onoboddo uposthapona🥰
অসংখ্য ধন্যবাদ 💐
আবারও খুব সুন্দর একটা ভিডিও।
অসংখ্য ধন্যবাদ নেবেন।
ভীষণ সুন্দর সে আর বলার অপেক্ষা রাখে না। সিটং আগেও গেছি , দেখে আবারও যেতে ইচ্ছে করছে। এর মধ্যে gurdum এ নিমা শেরপা'র হোম স্টে থেকে ঘুরে এলাম । ঘিঞ্জি ধোত্রের কিছুটা আগেই। মন ভরে গেছে। কখনও সম্ভব হলে gumdum , palmajua ঘুরে ভিডিও দেবেন। আপনার চোখে নিশ্চয়ই আরও অসাধারণ ভাবে তা ধরা পড়বে।
অনেক অনেক ধন্যবাদ 😊
You might be aware of candid photo. However, if you don't aware of candid vlogging, Viral Scope most probably be your one n only channel. Just love your contents and the way you present them in a candid manner is very commendable, no show off...❤
Thanks a million
Khub taratari jaoar icche roilo❤
👍👍
রবিবারটা রবিবারই মনে হয়না viral scope ছাড়া । শান্তনু দা এবার কালিম্পং এর আরও কিছু অফবিট প্লেস দেখতে চাই । ❤️
অসংখ্য ধন্যবাদ 💐
Darun laglo .
Thank you 😊
সেই শান্ত গলা,শান্ত ন্যারেশন,চার বছর আগেও যেমন ছিল, সেরকমই।পালটায় নি। এরকমই থাকো শান্তনু।
পরিবেশের গুণ হয়তো। নিশ্চয়ই থাকবো দাদা।
দাদা, লতপাঁচার এর ওই সংসারিদারা ভিউ পয়েন্ট থেকে একটা অদ্ভুদ দৃশ্য দেখা যায়, তবে সকাল আটটার মধ্যে যেতে হবে, আর ডিসেম্বরের পরিষ্কার আকাশ থাকলে, দারুন একটা দৃশ্য দেখা যায়, মহানন্দা অববাহিকা পুরোটা প্রায় আকাশ থেকে নামছে। আমার কাছে আছে
অনবদ্য অসাধারণ
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
২০১৬ সালে দার্জিলিং এসেছিলাম বাংলাদেশ থেকে, এরপর ইন্ডিয়ার অনেক জায়গা ঘুরেছি। ইদানীং আপনার ভিডিও দেখতে দেখতে দার্জিলিং ঘুরার জন্য এই মাসের ১৩ তারিখ আবার পাসপোর্ট জমা দিয়েছি। আপনার ভিডিও থেকে তথ্য নিয়ে ঈদের পর নতুনভাবে দার্জিলিং ঘুরার পরিকল্পনা করছি।
অসংখ্য ধন্যবাদ 💐
You are really a natura lover.
Dada onkdin wait korechilam thankfully Sunday te video aslo erm akta bristi r din e erm akta sundor video ahaa❤
অসংখ্য ধন্যবাদ 💐
Daruuuuuuun
শুধুই মুগ্ধতা❤ অনেক অনেক ভালোবাসা❤❤❤❤❤.
অসংখ্য ধন্যবাদ 💐
Your videos are so genuine.
You speak minimum and cover maximum nature shots covering totally offbeat places.
It is like a soothing balm
Thanks a million
Onek sundor ❤❤❤
অসংখ্য ধন্যবাদ 💐
খুব সুন্দর লাগে আপনার ভিডিও ভাইয়া Love from Bangladesh 🇧🇩
অনেক অনেক ধন্যবাদ
খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন ❤
অসংখ্য ধন্যবাদ 💐
তোমার অন্য একটি ভিডিও দেখে কিছুদিন আগেই এই চত্বরে ঘুরে এলাম, অনেক ধন্যবাদ এমন অপূর্ব জায়গার সন্ধান দেওয়ার জন্য. আর ওই 5.38 মিনিটে ওটা মনে হয় মহানন্দা হবে মহানদী নয়😊
A homestay around tea garden, good foodstuffs and the Kanchenjungha --- what else does one need ? That dog loves lozenge is quite amusing. Liked the video.
Great
Osadhoron Santanu Da! Thank you for the beautiful video. Ebar borshakale pahar plan korchi. 😅
Grt
আপনার ভিডিওর ধরন খুব সুন্দর
@@mizanrahman524 অনেক ধন্যবাদ আপনাকে
Happy Anniversery..May God bless both of you...May you unite for all seven lives
my sunday is complete now. Underwater videography was great
অসংখ্য ধন্যবাদ 💐
Asadharan...
আমরা মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঘুরে এলাম
হোমস্টে টা খুবই সুন্দর অসাধারণ চারপাশের পরিবেশ মুগ্ধ করার মত, হোমস্টের প্রত্যেকের ব্যবহার অতুলনীয়
Thank you very much for your excellent presentation.
So nice of you
দাদা তোমার ভিডিও গুলো অসাধারণ সুন্দর 🥰🥰🥰🥰🥰
অনেক অনেক ধন্যবাদ 😊
Bah darun
Ebar kothai jachho
Tanzania
🤣
Kalim pong ba offbeat darjeeling e amar jonno ekta jaiga dekhe dao..ekta cottage banabo
বাংলাদেশ থেকে আপনার জন্য শুভকামনা রইল দাদা
অনেক ধন্যবাদ
Dada...apni amader inspiration ❤🎉❤❤🎉🎉
অনেক অনেক ধন্যবাদ 😊
আপনার ভিডিও দেখলে মনে হয় কোনো গান শুনছি। ❤❤❤
অজস্র ধন্যবাদ
Purono smriti taja hye elo. Kamal Homestay amar darun legeche gurung family er bebohar, paharer upore eto sundor macher jhol peyechilam puropuri unexpected. Jotodur mone ache ei coffee shop er Sameer ji eto sundor coffe banan je boro boro Coffee shop fail. ar Kamal ji tea processing r nijeder orchid bagan eto sundor dekhiechilen j setai itself ekta activity for a day hote pare. niribili shantite r paharer sundor poribesh upovog korar jonno r sohoj sorol manush gulor songe 2toh din katanor jonno er theke bhalo jyga North Bengal e khub kom.
অসংখ্য ধন্যবাদ আপনাকে
I want to live in this place for the rest of my life😊
Khub sundor. dada sittong gale kon sittong a thakbo ektu janaben?? Ami ekbar sittong gachilam khub valo lagechilo ami mone hoi sittong 2 chilam eibar abar jabo bhabchi.
Apurbo❤❤❤❤
অজস্র ধন্যবাদ
sune santi dekheo santi
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
Coffee ta dekhe lov laglo dada
☺️
দাদা তোমার ভিডিও দেখে ইন্ডিয়া ঘোরার ইচ্ছে বেড়ে গেল অনেক
স্বাগত
Ki sundor , ki opurbo,
অসংখ্য ধন্যবাদ 💐
আমার 'পাহাড়বন্ধু ' শান্তনুবাবু। আপনার এই নামটাই রাখলাম। ভিডিও-টা সম্বন্ধে আর নতুন ক'রে কিছু নাই বা বললাম। ভাল থাকবেন। ❤❤
🥰🥰 আপনিও ভালো থাকবেন
Durdanto place santonu, thanks
Amio Omar maton korar chesta Kori ,,,amar khub bhaloi Lage ....dekhindari nei ....true nature lover ....& Chota rangeet ta jabo
Splendid 😊
Thanks 🤗
দাদা গোর্খে সামানদেন নিয়ে দুটো সুন্দর সুন্দর পর্ব চাই ই ই চাই। অপেক্ষায় রইলাম❤🙏🙏
নিশ্চয়ই
Darun lage apnar vdos. Tobe njp theke sites gulo te pouchonor detail info dile arektu help hoy.
😊
বেশ লাগলো
অসংখ্য ধন্যবাদ
❤
khub sundor,jodi Kashmir ta akbar cover koren tahole akta asadharan blog dekhte pabo,ei asha rakhlam
Dada valobasha obiram love u notun sondorjho sob somoy monta andolito koray dada ai borshai Bangladesh asho ❤🇧🇩💗💗😊somrat Bangladesh
Africa jachhi kayek din por. 😊😊
খুব সুন্দর জায়গা.. আপনার আগের একটি ব্লগে এই জায়গার অন্য একটি হোম স্টে দেখেছিলাম.. সেটিও বড্ডো সুন্দর.. সামনের নভেম্বরে যাওয়ার প্ল্যান করছি মা বাবাকে নিয়ে.. দুটির মধ্যে কোনটি সবদিক দিয়ে উপযুক্ত হবে একটু জানাবেন..
quality over quantity
তোমার ভিডিও দারুন ভালো লাগে আমার
অসংখ্য ধন্যবাদ 💐
16:12 ei view point oneker e ojana .. clear weather e fatafati lagbe ..
Ha darun
Good Video❤❤❤🎉🎉🎉
I'm glad you like it
Fantastic presentation
Thank you!
স্নিগ্ধ সবুজ
অজস্র ধন্যবাদ আপনাকে