Meye Tumi Ekhono Amay Bondhu Bhabo Ki | Topu | Lyrics

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 255

  • @SoniTubeOfficial
    @SoniTubeOfficial  9 місяців тому +12

    Thank You Everyone ❤❤❤❤❤

  • @Sairasaussielife
    @Sairasaussielife Рік тому +69

    কি যে মধুর কৈশোর কেটেছে এসব গানের মধ্য দিয়ে। এখনো শুনলে মনে হয় সেই আগের লাইফেই আছি। এ গান কখনো পুরাতন হবে না।❤

    • @oldvillagepro
      @oldvillagepro Рік тому

      খুব শুনছি একটা সময়, এখন না শুনলেও ভালোবাসা টা আগের মতই থেকে গেল❤️

    • @avronilshahin681
      @avronilshahin681 Рік тому

      সত্যি ই মনে হয় আগের লাইফের ফিরে যাই কিছুক্ষণ এর জন্যে

    • @razaurrahmanshezan9750
      @razaurrahmanshezan9750 Рік тому

      Ha apu thik bolso.❤❤❤

    • @monasona963
      @monasona963 Рік тому

      আর আমার কাছে কি মোনে জানেন, সব কিছুর বিনিময়ে যোদি আর একটা বারের জন‍্য ফিরে যেতে পারতাম তাহলে তাকে বোলেই দিতাম যে তাকে আমি ভালোবাসি।

    • @rumonkhaled378
      @rumonkhaled378 Рік тому

      আপনার ব্যাচ কত?

  • @lionthebadshah8935
    @lionthebadshah8935 2 роки тому +38

    বাংলা মাস্টার ক্লাস গানগুলোর মধ্যে এটি অন্যতম একটি গান।
    আপনি যদি এই গান শুনতে এখানে এসে থাকেন তাও এত গুলো বছর পরে আপনার গানের চয়েজের ক্ষেত্রে আপনি মাস্টার ক্লাস বস।

  • @Nightman437
    @Nightman437 2 місяці тому +2

    অসম্ভব ভালো লাগে🎶🖤
    "ক্ষণিকের বন্ধুরা যখন আর থাকবে না
    খুঁজে দেখো পাবে আমায় আমি সেই চিরচেনা"

  • @mdefrat5990
    @mdefrat5990 9 місяців тому +27

    ছোট বেলা যখন শুনতাম অনেক ভালো লাগতো। অনেক দিন পরে আবার শুলাম, আবার যখন কেউ যদি কখনো লাইক দেয় তাহলে আবার শুনতে পারবো। কমেন্ট রেখে দিলাম সৃতি হিসেবে। তোমাকে অনেক ভালোবাসি প্রিয়। E+R

  • @saidujjamanhridoy
    @saidujjamanhridoy Рік тому +121

    ইতালিতে বসে আজকে সেই ২০০৯ এর স্কুল লাইফের কথা মনে পড়ে গেল 😥প্রথম যখন প্রেমে পড়েছিলাম তখন প্রচুর শুনতাম, আজকে আবার সেই কথা মনে পড়ে গেল 😥

  • @behappybyadnan
    @behappybyadnan 2 роки тому +16

    শৈশবের কতো স্মৃতি কতো আবেগ ভালোবাসা লুকিয়ে আছে গানগুলোর মাঝে...!

  • @aminapon9687
    @aminapon9687 Рік тому +18

    স্কুলে পড়ার সময় গানটা প্রথম শুনি এফএম রেডিও এ। কতো হাসি, কতো কান্না লুকিয়ে আছে এই গানটিতে, বলে বোঝাতে পারবো না। এখন ২০২৩ সাল। তবুও গানটি আমার কাছে সেই প্রথম দিনের মতোই ভালোলাগে। কারন এই গানটিতেই লুকিয়ে আছে আমার প্রথম ভালোবাসার স্মৃতিকথা🥺🥺😘❤️

    • @anika1387
      @anika1387 Рік тому

      আমিও ওখানে ঐ ১ম শুনি🥰

  • @badstar7079
    @badstar7079 2 роки тому +72

    বিশ্বাস কর ভাই গান গুলা কলিজায় লাগে, আর এই গান গুলো কখনো পুরোনো হবে না 🙂

  • @ZeroTubes24
    @ZeroTubes24 2 місяці тому +2

    আমেরিকায় বসে শুনছি। ২০০৭ সালে প্রেমে পরেছিলাম প্রথম। সেই থেকে ভালো লাগা, শোনা। এখনো শুনি। মিস করি সেই সময়গুলো।

  • @saikatmondal8048
    @saikatmondal8048 Рік тому +4

    পুনরায় একই অনুভুতিতে নিজেকে ফিরে পাওয়ার মাঝে একটা লুকানো ভালবাসা থাকে।।। আর কিছু গান সেই কথাই মনে করায়।।। 🥺💙

  • @টিভিরূপসীবাংলা

    প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে ভালবাসা কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই জানে 😥

  • @prantorbarua8073
    @prantorbarua8073 2 роки тому +6

    যখন প্রথম শুনেছিলাম রেডিওতে তখন সবেমাত্র স্কুলজীবন শুরু করেছি আর এখন স্কুল কলেজ পেরিয়ে ভার্সিটি জীবনে ; কিন্তু এই গান এখনো সেইইই আগের মতোই কেমন একটা অনুভূতি জাগায় যেন ; কখনো পুরানো হবার নয় এটি💙💙

  • @hrmreza
    @hrmreza 2 роки тому +24

    আপনারা শুনতেছেন রেডিও ফুর্তির আন-রিলিজড ট্রাক, এই শিরোনামে সেই সময়ে শুনেছিলাম।
    এক যুগেরও বেশি সময় পর আবার শুনে মুগ্ধ হলাম 💕😘

    • @faiazcubegaming821
      @faiazcubegaming821 2 роки тому +1

      গানগুলো শুনে আবার আমি ২০০৭ সালে হারিয়ে গেলাম।

    • @jahangiralommanik4065
      @jahangiralommanik4065 2 роки тому

      💝💝

  • @shahalam3147
    @shahalam3147 2 місяці тому +1

    হে শুনেছি বহু বার ইচ্ছে হয় বার বার শুনি। অনেক সৃতি জরিত আছে এই গানে 💞💞💞

  • @parulbegum9778
    @parulbegum9778 2 роки тому +22

    ঐ সোনালি দিন গুলো যারাই পেয়েছে তারাই এর মূল্য বুঝবে।কতো সুখ,দুঃখ,হাসি,কান্না এই গান গুলোর সাথেই মিশে আছে।

  • @unicorn6209
    @unicorn6209 5 місяців тому +3

    রেডিওর সেই সুমধুর গান গুলো🌸

  • @ferdouskamalsayem4530
    @ferdouskamalsayem4530 Рік тому +3

    কিছু গান পুরোনো হয়না ❤
    প্লে লিস্টের ফেভারিট গান 💘

  • @AbirKhan-li6eb
    @AbirKhan-li6eb 2 роки тому +9

    আহারে কি শান্তি এই গানে 🥰🥰🥰🥰🥰🥰

  • @Sujonbiswas-p7s
    @Sujonbiswas-p7s 10 місяців тому +1

    Bangladesh er number one brand singer❤❤❤

  • @Mahabubalam-ut5ml
    @Mahabubalam-ut5ml 2 роки тому

    Bah nice bondhu ridoy chuye jay❤️❤️❤️👌👌👌

  • @manjur-alammunna8063
    @manjur-alammunna8063 2 роки тому +19

    হারিয়ে যাওয়া সময়টা আর কখনো কি ফিরে আনা যাবে, খুব মনে পরে ২০১৭ সালের কথা, 🥰 গান টা খুব ভালো লাগে ভাই, মনে লাগে 😌

  • @amdadulhaqrasel6352
    @amdadulhaqrasel6352 2 роки тому +7

    বাস্তব সত্যি গান, তুপু বসের গান অসাধারণ।

  • @mrnish9545
    @mrnish9545 2 роки тому +65

    যখন এই গান টা শুনি প্রেমের চেয়ে বন্ধুত্বের সম্পর্ক বেশি মনে হয়।🖤

    • @mdrabbyhossain7274
      @mdrabbyhossain7274 2 роки тому

      0)o)

    • @fatematujjannati147
      @fatematujjannati147 2 роки тому +3

      আসলেই বন্ধুত্ব টা অনেক বড়,ওসব অদ্ভুত বিষয় এর থেকে।

    • @ridwanaminsehab
      @ridwanaminsehab 2 роки тому +1

      বন্ধুত্ব ছাড়া প্রেম হয় না! যখন বন্ধুত্ব নষ্ট হয়ে যায় আর শুধু প্রেম থাকে তখন সম্পর্কে একটা তিক্ততা চলে আসে। উপসংহারে বিচ্ছেদ থাকে।
      চেষ্টা করা উচিত বন্ধুত্বকে বাচিয়ে রাখতে, তাহলেই প্রেম টিকবে। অন্যথায় এমন হবে, স্বামী স্ত্রীর মত শুধু মানিয়েই নিতে হচ্ছে সবকিছু।

    • @emrankhan1047
      @emrankhan1047 2 роки тому

      Iii8i8iii8ii888iiiiiiii8iiii8ii888iiii88i8888i88ii

  • @mithunroy6403
    @mithunroy6403 2 роки тому +37

    একসময়ের হিট গান, তখন স্কুলের ছাত্র এফএম রেডিও কিনে এসব গান শুনতাম❤️
    আহা শৈশব আর আসবেনা।
    কমেন্ট করলাম ২০২২ ইউনিভার্সিটিও শেষ 🥺

  • @mohonascookvlog7077
    @mohonascookvlog7077 2 роки тому +1

    অপূর্ব একটা গান ❤❤❤

  • @churachakma832
    @churachakma832 2 роки тому +1

    Ki j sundor lyrics 💓.....

  • @mdemran6909
    @mdemran6909 Рік тому +1

    যখনি কৈশোর এর কথা খুব miss করি তখনি গান গুলা শুনি। মনে হয় আমি যেনো সেই পুরানো দিন গুলায় ফিরে গেলাম ❤🥰🥰🤟

  • @soumabha.07
    @soumabha.07 5 місяців тому

    Aaaahh

  • @dmmehedi648
    @dmmehedi648 21 день тому

    সেরা গানটা❤️

  • @ahmedfoysal5051
    @ahmedfoysal5051 Рік тому

    গানের লিরক্স তো এমন'ই হওয়া উচিৎ...! যেই লিরিক্স শোনার পরে অটোমেটিক কারো কথা মাথায় ঘুরবে, আর কোথাও একটা ছোয়া দিয়ে যাবে..! ❤️

  • @tituchakma805
    @tituchakma805 2 роки тому +10

    গানটির মাঝে অনেক কিছুই লুকিয়ে আছে হোক না অতীত বতমান।

  • @MuhammadHabib-mk3ke
    @MuhammadHabib-mk3ke 2 роки тому

    Kub sundor song,valobasar manus pase takar ceye, akjon bondu pase takle,sob dukko kosto cole jay😉😉😉

  • @musaddikahmed6576
    @musaddikahmed6576 2 роки тому +5

    কিছু গান আছে যেগুলো কখনো পুরনো হয় না,,❤️❤️

  • @MdMonir-rx9mn
    @MdMonir-rx9mn 4 місяці тому

    তপু ভাইয়ের এই গানটা গানটা আমার কাছে সেই লাগে খুব পছন্দের একটি গান ❤❤

  • @rupoksarker7282
    @rupoksarker7282 2 роки тому +5

    এ যেন আমার জন্য লিখা গান😘

  • @sreoshishreya1426
    @sreoshishreya1426 2 роки тому +10

    যেখানে সম্পর্কের প্রথম নাম শুধু প্রেম
    সেখানে কিভাবে সম্ভব বন্ধু হয়ে যাওয়া?
    মিথ্যে ঠোঁটের আলাপ করলাম
    মিথ্যে শরীরের মায়া বাড়ালাম
    মিথ্যে রাতের ঘুম হারাম করে
    তোমার কথা ভাবলাম
    কিন্তু প্রেমিক থেকে তো বন্ধু হতে পারলে না

  • @muhammadfa4420
    @muhammadfa4420 2 роки тому +4

    যাচ্ছি দিয়ে ভালোবাসা
    থাকবো বেঁচে যতদিন,
    তুমিময় আমি আজ
    কেনো একল তুমিহীন।
    আড়াল থেকে বাসছি ভালো
    হয়তো তুমার মনে নেই আমায়
    তবুও যে আজো ভালোবাসি তুমায়
    শুধু তুমায়💔

  • @rupalitanchangya3046
    @rupalitanchangya3046 Місяць тому

    গানটা আমার অনেক প্রিয় একটা গান । সেই ছোটবেলা থেকে রেডিও, এমপি3 প্লেয়ার থেকে শুনতে শুনতে এখন স্মার্টফোনে আমি এখনো শুনি গানটা❤️

  • @mkwazbanglabd.9390
    @mkwazbanglabd.9390 2 роки тому +7

    বিক্রমপুরের একটা রেডিও স্টেশনে এই গান গুলো রিকোয়েস্ট দিয়ে কতো শতবার যে শুনেছি
    তা বলার ভাষা নাই
    কতো স্মৃতি কতো আবেগ নিয়ে কাটিয়েছি

  • @munjuriislam1309
    @munjuriislam1309 13 днів тому

    স্কুলে পড়ার সময় গান গুলা গাইতাম।।কোথায় গেল সেই দিন😭😭

  • @mdshafayatullahgaliv9037
    @mdshafayatullahgaliv9037 Рік тому

    গান টা যতবার শুনি হারানো সোনালী দিনগুলোর কথা মনে পড়ে যায়....

  • @mahikhandaker1276
    @mahikhandaker1276 2 роки тому +4

    High level Bangla Rap: একা বসে আধারে আমি যে আজ ভেবে যাই
    কিছু বলে বোঝা চোখ ঘড়ি দেখি তবে তাই . .

  • @toshersubro2719
    @toshersubro2719 4 місяці тому

    ছোট বেলার সেই রেডিওর কথা মনে পড়ে গেলো🥰🥰

  • @kawsarkhan3478
    @kawsarkhan3478 2 місяці тому +1

    গান শুনতে শুনতে কখন যে চায়ের কাপে নীরবতা ছুঁয়ে গেলো টেরো পেলাম না,আংগুলের ফাঁকে থাকা সিগারেট বাতাসে পুড়ে ছাই 😔😔
    আমি বেশ মগ্নে আছি গানের প্রতিটা লাইন নিয়ে?
    ক্ষণিকের বন্ধুরা,যখন আর থাকবে না খুঁজে দেখো পাবে আমায় আমি সেই চির চেনা...

  • @jannatuladon1693
    @jannatuladon1693 7 місяців тому +1

    ২০১২..অনেকদিন কেটে গেছে তারপরও এই গানের আবেশ মুছে যায়নি। গানটি শুনেই থেমে গেলাম 🥲

  • @mdtazul837
    @mdtazul837 Місяць тому

    আমার অনেক পছন্দের গা জতোই শুনি বারবার শুনতে মনচায় 4:14

  • @prosenjitsarkar89
    @prosenjitsarkar89 2 роки тому +27

    Sei purono din gulo mone pore jai khub sundor chilo sei sob din gulo.... 2022 e bose realize korchi..

  • @alifsamanta183
    @alifsamanta183 2 роки тому +7

    Pure nostalgic 🖤

  • @HumayunSumOn
    @HumayunSumOn 3 місяці тому

    এ গান চিরকাল থাকবে❤

  • @ottalikapropertysolutions644
    @ottalikapropertysolutions644 Місяць тому

    এই গান টা প্রথম শুনিয়েছিল চৌতি নামে একটা বন্ধু। কিন্তু এই গানের মর্ম তখন বুজতে পারি নি❤

  • @rihanjiad9084
    @rihanjiad9084 Рік тому

    Khub sundor ganta🙂

  • @sknaturalmusic
    @sknaturalmusic Рік тому +1

    আজও যেন গান গুলো মাঝে অন্য এক আসক্ত লেগে আছে😶

  • @NajmulHasan-zf5os
    @NajmulHasan-zf5os 2 роки тому

    গান তেমন একটা শুনা হয়না। কোক স্টুডিও পাকিস্থানের সিজন ১৪' র বেশ কয়েকটি গান শুনলাম। মনে হচ্ছিল যেন অসাধারণ একটা রিফ্রেশমেন্ট আছে বিজিএম গুলোই। এর কিছু দিন পরে ইউটিউব হঠাৎ এই গান সহ বেশ কিছু গানের একটা বাংলা প্লেলিস্ট প্লে করি। সত্যিই মুগ্ধকর। অসাধারণ রিফ্রেশমেন্ট কাজ করে গান গুলোয়। লিরিক্স গুলো খুবই গুরুগম্ভীর। তখন প্রেমের শুরু নিয়েও গান লিখা হতো। কি সুন্দর সময় কাটিয়েছে সেসময়ের গানের শ্রোতারা।

  • @sathiparvez9869
    @sathiparvez9869 9 місяців тому

    প্রতিটা গানই মন ছুয়ে যায়

  • @mahabubhossain7652
    @mahabubhossain7652 2 місяці тому

    ইতালি বসে বৃস্টির দিনে সেই স্কুল লাইফের মধুর শৈশবের মতো নতুন করে গানটার প্রেমে পড়লাম

  • @mukitulislam3533
    @mukitulislam3533 Рік тому

    First love
    Miss you very much Adrita
    Valo Thako jeikhane e thako

  • @Md.SaifulIslamRafi-k1f
    @Md.SaifulIslamRafi-k1f 27 днів тому

    আমার জীবনের সেরা একটা গান। 🤍🤍

  • @PriankaChowdhury-lj4nt
    @PriankaChowdhury-lj4nt 10 місяців тому

    কখন যে বড়ো হয়ে গেলাম বুঝতেই পারলাম না,,, ফেলে আসা দিন গুলো কতই না সুন্দর ছিলো। এখন সব কিছু থেকেও যেনো কিছু নেই চারিদিকে শুধু হাহাকার সবার ভিড়ে থেকেও আমি একা।

  • @itsnatural8059
    @itsnatural8059 Рік тому

    সেই সুন্দর শৈশবে হারিয়ে যায়

  • @sumonalisumon3034
    @sumonalisumon3034 2 роки тому +1

    তপু ভাইয়ের সব গুলো গান শুনতে ভালো লাগে।।।

  • @ismailsy8050
    @ismailsy8050 2 роки тому +6

    "আমরা তো ফ্রেন্ড, এর বেশী কিছু তো আর না।" 🙂

  • @farhadulislam5957
    @farhadulislam5957 2 роки тому

    Sei akta song purono din gola mony pory jai

  • @ethinaanan
    @ethinaanan Рік тому

    2015 year a school takhea aseay bosea portam ammur fon a ai song gula suntea ahhh ki din cilo 😢😊

  • @ArshadchyChowdhury
    @ArshadchyChowdhury 2 місяці тому

    Outstanding lyrics super song 😢😢😢

  • @mohammad_____sami___69
    @mohammad_____sami___69 Рік тому

    5-7 বছর আগে রেডিও ফুর্তি তে শুনতাম বাটন ফোনে। তারপর কত খুঁজেছি, আজ পেলাম । 😊

    • @sadiaafroj3166
      @sadiaafroj3166 Рік тому

      Ami ei genaration er hoye sunche tokhon ami শিশু ছিলাম বুঝতাম না 😅

  • @likhonreza6278
    @likhonreza6278 Рік тому +12

    I remember those 2009-2010-2011 times.
    This song was for the girl i loved for the very first time.
    Distant, one sided love ❤️
    Nostalgia 🖤
    ima

  • @olinsakb5172
    @olinsakb5172 6 місяців тому

    ২০২৪/০৫/১৭ আজ খুব মনে পরে গেল গানটি।সেই শৈশব এ কত না শুনেছি।হয়তো কোন এক ব্যথায় আজ আসা এই গান শুনতে।ব্যথা না থাকলে এসব গানের মর্ম বোঝা মুসকিল হয়তো🙂

  • @Monirulislam-fw4wz
    @Monirulislam-fw4wz Рік тому

    আমার পছন্দের গান অনেক সুন্দর গান

  • @mr.jarider
    @mr.jarider Рік тому

    গানগুলো শুনে শৈশবে ফিরে যায় ❤❤

  • @minhazshanto8517
    @minhazshanto8517 3 місяці тому

    হঠাৎ করেই মনের অজান্তেই লিরিক গুলো পড়ছিলাম

  • @halimaakhtar9100
    @halimaakhtar9100 2 місяці тому

    ছোট বেলায় খুব শুনতাম এই গান

  • @titashrishi2983
    @titashrishi2983 5 місяців тому +1

    একটা সময় ছিল যখন গানটা শুধুই শুনতাম কিন্তু এখন গানটার লিরিকে মাতোয়ারা হয়ে গেছে মন।

  • @mohommadzubair6526
    @mohommadzubair6526 2 роки тому +1

    এসব গান বাস্তব এর সাথে মিলে যায় কারো জীবনে।

  • @shahanachowdhury2121
    @shahanachowdhury2121 2 роки тому +1

    গান টা খুবই সুন্দর 😍😍😍😍😍😍

  • @surayatanbin1911
    @surayatanbin1911 Рік тому

    হৃদয়স্পর্শী
    ভাবনার অতলে তলিয়ে যায়

  • @AbdulAwal-b5i
    @AbdulAwal-b5i 3 місяці тому

    tore dedicated korlam chad🌙
    Janina konodin dekhbi kina ai cmnts ta...but wait korte thaklam...tui Bondhu tey sera...😊

  • @AlexRaju-zg6iu
    @AlexRaju-zg6iu 6 місяців тому

    Love it....

  • @nphmehedihasan8188
    @nphmehedihasan8188 Рік тому

    2018 সালের কথা খুব মনে পরে এই গানটা শুনলে সেই সময় আর ফিরে পাবো না

  • @jebamehjabin4984
    @jebamehjabin4984 7 місяців тому

    বন্ধু , তুমি আমার বন্ধুই থাকবে , সারাজীবন( সাজিদ)❤

  • @rohankhan9799
    @rohankhan9799 2 місяці тому

    Aii gan ta sunle tar kotha mone pore jay 😢

  • @nayemislam6707
    @nayemislam6707 Рік тому +1

    2023 সালেও গানটি আমার খুব প্রিয়

  • @irfanbesil5913
    @irfanbesil5913 2 роки тому +1

    Mone pore gelo sei din golor kotha . MP3 player a te earphone diye 2 bondho sontam r gola khole gaitam . Aj 12 years desh er baire . Breakup er por song ta sonchi . Ar ek porono mayay Ashokto hocchi . Balo thakok balo lagar manush golo 😭

  • @bapansaha254
    @bapansaha254 2 роки тому

    খুব মিস সেই গান গুলা আবার ফিরে পেতাম সেই সময় গুলো

  • @bhiyanmahabobur8324
    @bhiyanmahabobur8324 2 роки тому +5

    Golden song from the golden era

  • @mdakib5900
    @mdakib5900 2 роки тому +1

    Fantastic music and song Ilove all bangla all song.

  • @ZahidulIslam-wk9tj
    @ZahidulIslam-wk9tj 3 місяці тому

    প্রথম ভালো লাগা সাবিকুন্নাহার সিফাকে মিস করছি।

  • @Maruf943
    @Maruf943 3 дні тому

    খুশী 😘

  • @rohankhan9799
    @rohankhan9799 2 місяці тому

    প্রথম ভালোবাসা আমেনা তুমাকে মিস করি 😢

  • @salmanfarsi8078
    @salmanfarsi8078 2 роки тому +1

    ২০১০ সালের দিকে মনে হয় প্রথম শুনেছিলাম।

  • @duaaRahim
    @duaaRahim Рік тому

    গানটা অনেক আগের হলেও আমি ফাস্ট টাইম শুনছি ২০২৩
    গানটি অনেক ভালো লাগে তাই শুনতে চলে আসি..!
    ২১_০৯_২০২৩🍂

  • @abdullahalnaeem9237
    @abdullahalnaeem9237 2 роки тому +1

    বন্ধুত্বের জন্য কতকিছু নীরবে সহ্য করে যাচ্ছি 😔

  • @faysalrana2132
    @faysalrana2132 2 роки тому +3

    প্রথম শুনি ২০১০ ক্লাস অষ্টম শ্রেণিতে পড়ার সময়, আজ ১৫/৬/২২ খ্রীঃ রাত ১১.২৮ এখন ও শুনছি। একই অনুভূতি,শুধু অতিবাহিত হয়ে গেলো ১২ বছর,,,,,,,,

  • @shariatullahshihab6657
    @shariatullahshihab6657 2 роки тому +1

    Mimir favorite song 🤩

  • @durjoyroy5435
    @durjoyroy5435 4 місяці тому

    হায়রে স্মৃতি। মিছে মায়া

  • @mdminhazuddin7593
    @mdminhazuddin7593 2 роки тому +3

    Most favourite song 🖤🌻🖤

  • @RozinaParvin-d1m
    @RozinaParvin-d1m 5 місяців тому

    One of my most favourite song🥰

  • @saimurkhan5455
    @saimurkhan5455 2 роки тому

    Lyrics combination to good💖

  • @fahadahmed-djtonu5312
    @fahadahmed-djtonu5312 3 місяці тому

    Love u dinu ❤️

  • @সরকার-ঘ৮প
    @সরকার-ঘ৮প 2 роки тому +7

    This is a beautiful song.
    But people didn’t share Their own Opinion😭