মহাভারতের সর্বশ্রেষ্ঠ সুন্দরী কে ? সেরা ১০ জন সুন্দরী | Most beautiful woman in mahabharat

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • মহাভারতের সর্বশ্রেষ্ঠ সুন্দরী কে ? সেরা ১০ জন সুন্দরী | Most beautiful woman in mahabharat
    মহাকাব্য মহাভারতের বিভিন্ন চরিত্রে পাওয়া যাই নানা নারীকে স্বমহিমায় উজ্জ্বল ,তাদের উপস্থিতি মহাভারতের কাহিনীke করেসে সমৃদ্ধ। এসকল যেতির্ময়ী নারীদের মধ্যে কে সিল শ্রেষ্ঠ সুন্দরী ?আমরা আজকে আপনাদের জানাবো মহাভারতের সর্বশ্রেষ্ঠ ১০ জন সুন্দরী নারী কে কে ?
    1. দ্রৌপদী
    মহাভারতের সুন্দরী মহিলাদের মধ্যে দ্রৌপদী বা "পাঞ্চালি "ছিল অন্যতম । তিনি পঞ্চালের সম্রাট রাজা দ্রুপদ এর কন্যা ছিলেন। দ্রৌপদীকে তার "স্বয়ম্বর" এ অৰ্জুন joy করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি পঞ্চ পাণ্ডবের স্ত্রী হয়েছিলেন। তিনি শ্রীকৃষ্ণের উপাসনা ও প্রশংসা করেসিলেন। কৌরব সভায় বস্ত্রহরণের সময় শ্রীকৃষ্ণ তাঁকে অপমান থেকে উদ্ধার করেছিল।
    2.কুন্তি
    হিন্দু পুরাণে কুন্তী মথুরার যাদববংশীয় রাজা শূরসেনের কন্যা,[১] বাসুদেবের বোন, রাজা কুন্তী-ভোজের পালিতা কন্যা[২] ও হস্তিনাপুরের রাজা পাণ্ডুর স্ত্রী[৩] ছিলেন। অঙ্গরাজ কর্ণ, ইন্দ্রপ্রস্থের অধিপতি যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন তার পুত্র।[৪]
    মহাভারতের সবচেয়ে সুন্দরী মহিলাদের মধ্যে একজন হলোঃ কুন্তী । বিয়ের আগে তার একটি সন্তান হয়েসিলো ,সে হল কর্ণূ .তিনি মন্ত্র দিয়ে আহবান করে সূর্যদেবের আশীর্বাদে সন্তান পেয়েসিলেন।
    পরে তিনি বুঝতে পেরেছিলেন যে এটি তার এবং তার পরিবারের জন্য অসম্মানজনক হতে পারে। তাই সে তার সন্তানকে ট্যাগ করে এবং ঝুড়িতে রেখে তাকে নদীর জলে ভাসিয়ে দেয়।
    3. গান্ধারী
    গান্ধারী ছিলেন gandhar rajরাজা সুবলের কন্যা এবং তিনি যখন ছোট ছিলেন তখন তিনি শিবের উপাসনা করেছিলেন। শিবের দ্বারা একশ পুত্র সন্তান লাভের আশীর্বাদ পেয়েসিলেন । পরে তিনি অন্ধ ধৃতরাষ্ট্রের সাথে বিবাহ করেছিলেন এবং গান্ধারী যখন এই বিষয়টি জানতে পেরেছিলেন, তখন তিনি নিজেও অন্ধের মত জীবনযাপন করতেন
    তিনি নিজের জীবনসঙ্গীর জন্য সারাজীবন অন্ধ হয়ে থাকার স্বেচ্ছায় আত্মত্যাগ করেছিলেন।
    এই সিদ্ধান্তের কারণে, তিনি ক্ষমতা এবং জ্ঞান অর্জন করেছিলেন। কথিত ছিল যে তার দৃষ্টিশক্তি অত্যন্ত শক্তিশালী হয়েসিলো এবং তিনি কুরক্ষেত্রের যুদ্ধের সময় তাঁর প্রথম পুত্র দুর্যোধনকে তার দৃষ্টি দিয়ে এমন শক্তিশালী করেসিলেন যাতে কেউ তাকে কোনো ক্ষতি করতে na পারে
    না
    4. গঙ্গা
    গঙ্গা মহাভারতের অন্যতম সুন্দরী মহিলা। তিনি ছিলেন raja শান্তনুর প্রথম স্ত্রী। তার মন্ত্রমুগ্ধ সৌন্দর্য রাজাকে মোহনীয় করে তোলে এবং তিনি গঙ্গাকে বিয়ের প্রস্তাব দেন।বিয়ার পূর্বে গঙ্গা শর্ত দেন তার কোনো কাজে রাজা শান্তুনু বাধা দিতে পারবেনা যদি দেন তাহলে তাকে সেরে তিনি চলে যাবেন আর ফিরবেন না ,পরে গঙ্গা তার সাত পুত্রকে বিসর্জন দেন। অষ্টম পুত্রকে বিসর্জন দেয়ার সময় শান্তুনু বাধা দেন এবং গঙ্গা অষ্টম পুত্র দেব্রতকে নিয়ে চিরদিনের জন্যে চলে যান এবং কথা দেন পুত্র বড়ো হলে ফিরিয়ে দেবেন
    5.সুভদ্রা
    সুভদ্রা ছিলেন বলরাম ও শ্রী কৃষ্ণের বোন। তিনি মহাভারতের অন্যতম সুন্দরী মহিলাও ছিলেন।
    অর্জুন সুভদ্রার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল এবং তাকে বিয়ে করতে চেয়েছিলেন। কৃষ্ণ sudrddrake অর্জুনকে অপহরণ করার পরামর্শ দিয়েছিলেন কারণ বলরাম চেয়েছিলেন তাঁর প্রিয় ছাত্র “দুর্যোধন” -র সাথে শুভদ্রাকে বিবাহ দিতে কিন্তু কৃষ্ণ চেয়েসিলেন সুভদ্রাকে অর্জুনের সাথে বিবাহ দিতে
    6.সত্যবতী
    সত্যবতী মাতস্যকন্যা নামেও পরিচিত। রানী সত্যবতী মহাভারত যুগের অন্যতম সেরা নারী হিসাবে বিবেচিত। তাঁর সৌন্দর্য রাজা শান্তনুকে মুগ্ধ করসিলো । রাজা শান্তনুr প্রথম স্ত্রী গঙ্গা তিনি তাঁর সাত পুত্রকে গঙ্গায় দেয় এবং অষ্টম পুত্র দেব্রত কে নিয়ে চলে যান। এরপর রাজা শান্তুনু একা হয়ে পড়েছিলেন । সত্যবতীর সাথে দেখা হওয়ার পরে রাজা শান্তুনু তার সৌন্দর্যে মুদ্ধ হন এবং তাকে বিয়ের প্রস্তাব দেন ।
    7. আম্বা
    আম্বা ছিলেন কাশির রাজার জ্যেষ্ঠ কন্যা, যিনি suboler রাজা sallo er প্রেমে পড়েছিলেন এবং তাঁর স্বয়ম্বর চলাকালীন তিনি তাঁর গলায় মালা পড়াবার সিদ্ধান্ত নেন। তবে ভীষ্ম তাঁর দুই ছোট বোন অম্বিকা ও অম্বালিকাকে নিয়ে গিয়াসিলেন বিচিত্রাবীর্যের সাথে তাদের বিবাহ করাnor জন্য।
    ভীষ্ম অম্বাকে স্বয়ম্বর এ জয় করেন।ফলে suboler রাজার সাথে তার বিবাহ ভেঙে যায়। amba কুরু রাজপুত্র ভীষ্মকে তার দুর্ভাগ্যের জন্য দায়ী মনে করে তাকে শেষ করার ব্রত করেcilen
    8.উলুপী
    উলুপী ছিলেন এক সুন্দরী নাগ রাজকন্যা যিনি অর্জুনের প্রতি ভালোবাসায় মোহিত হয়েছিলেন এবং তাঁকে bibaha করতে চেয়েছিলেন। তিনি অর্জুনকে নেশা করিয়ে পরে তাকে অপহরণ করেছিলেন এবং তারপরে তাকে bibaher প্রস্তাব দিয়েছিলেন।
    9. চিত্রাঙ্গদা
    চিত্রাঙ্গদা ছিলেন মণিপুরের রাজা চিত্রবাহনের সুন্দরী কন্যা, অর্জুন চিত্রাঙ্গদাতার সৌন্দর্যে মুগ্ধ হয়সিলেন এবং bibaha করতে ছেয়েসিলেন । চিত্রবাহনের কোনও পুত্রসন্তান ছিল না, তাই তিনি একটি শর্তে অর্জুনের প্রস্তাব গ্রহণ করেছিলেন যে, তিনি চিত্রাঙ্গদাকে বিয়ে করলে তাদের সন্তানকে রাজ্যের উত্তরাধিকারী korte হবে।
    10. মাদ্রী
    মাদ্রী মহাভারত মহাকাব্যের একটি নারীচরিত্র। মহাভারতের হস্তিনাপুরের সূর্যবংশীয় রাজা পাণ্ডুর দ্বিতীয়া স্ত্রী মাদ্রী ছিলেন মদ্র দেশের রাজকন্যা। তার পিতার উত্তরাধিকারী হিসাবে ভ্রাতা শল্য (মহাভারত) মদ্ররাজ হয়েছিলেন।
    LIKE,COMMENT,SHARE AND SUBSCRIBE OUR BENGALI KIRTAN CHANNEL
    Bengali Kirtan Channel Link- / @bengalikirtan
    Like our Facebook page- / banglakirtan
    Follow our Twitter- / bengali_kirtan
    Read our Blog-bengalikirtang...
    Visit our Website-www.bengalikirt...

КОМЕНТАРІ • 523