শুরুতেই প্রিয় দর্শক বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের পর্বটি আপলোড করবার আগে একটু বেশি সময় নিয়ে ফেলার জন্য। প্যাশন আর কর্মজীবন আলাদা হলে যা হয় আর কি। যাইহোক আজকের পর্বটি কিন্তু আমাদের জন্য আরও একটি মাইলস্টোন অ্যাচিভমেন্ট। আজ মাতৃদিবসে স্পেশাল এপিসোডটি উৎসর্গ করলাম আমাদের ‘ধরিত্রী মা’কে। ভিডিওটি সম্পূর্ণ দেখাবার অনুরোধ রাইল। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন...😍🥰❤🙏 **EPILOGUE** ফালুটের সূর্যোদয়। যে মহাজাগতিক দৃশ্য দেখবার জন্য আমরা এতটা পথ পেরিয়ে এসেছি। সূর্য তখনো ওঠে নি। ভোর সাড়ে ৫ টায় ঘুম ভাঙার পর তাড়াতাড়ি রেডি হয়ে দে দৌড় ফালুট টপ অথবা ভিউ পয়েন্টের দিকে। ১ কিমি উপরে উঠতে হবে আমাদের। মাঝপথেই সূর্যোদয়ের টাইম ল্যাপসটা সেরে ফেললাম। এবার টপের দিকে এগোচ্ছি আর জায়গায় জায়গায় সামান্য বরফ জমেছে দেখছি। অবশেষে পৌঁছে গেলাম সেই বহু কাঙ্খিত ফালুট টপে যেখানে অবিরাম ঝড়ের বেগে হাড়কাঁপানো ঠান্ডা বাতাস বইছে।উত্তরদিকে চোখের সামনে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা আর ঈশান কোণে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও তাঁর পরিবার। দিগন্ত জুড়ে তাঁদের পা ধুয়ে দিচ্ছে মেঘেদের সমুদ্র। এই দৃশ্য যতই দেখি না কেন মন যেন ভরছে না। মনে হচ্ছিল সময়টা থেমে থাক এখানেই। হাড়কাঁপানো ঠান্ডা বাতাস সহ্য করে একভাবে তাকিয়ে আছি অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্টের দিকে। নাহ! আর পারা গেল না ঠাণ্ডা বাতাস হাড়ে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল তাই বাধ্য হলাম নেমে আসতে জিটিএ ট্রেকারস্ হাটে। চা-বিস্কুট আর ছাতুর শরবত সহযোগে ব্রেকফাস্ট করে বিল মিটিয়ে রওনা হলাম গোর্খের উদ্দেশ্যে। আজকের ১৫ কিমি. রাস্তা। পুরোটাই ঘন জঙ্গলের ভিতর থেকে। এখানে বিভিন্ন জীবজন্তুর আনাগোনা লেগেই থাকে তবে তাদের মধ্যে সবচেয়ে বিপদজনক হলো ‘হিমালয়ান ব্ল্যাক বেয়ার’। এই রাস্তায় কোনো গাড়ি চলে না, পুরোটাই হিউম্যান ট্রেল আর মালপত্র নিয়ে যাওয়ার জন্য ঘোরা এবং খচ্চরের ব্যাবহার করা হয়। ফালুট থেকে গোর্খে যাওয়ার পথ পুরোটাই খাঁড়া উতরাই। ফলে ভালো গ্রিপ হয় এমন জুতো অথবা ‘ট্রেকিং শু’ পরে আসবার সাজেশান রইলো।কেন? সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবেন।
@@suvrakayal5975 এটা নির্ভর করছে আপনারা কতজন যাচ্ছেন সেটার উপর। এছাড়াও কতদিনের ট্যুরপ্ল্যান, থাকা-খাওয়া ব্যাক্তিগত খরচ সেগুলোও দেখতে হবে। তবে মোটামুটি ৪ জন ট্রেকিংয়ে গেলে, NJP to NJP অন্তত ১০,০০০/- টাকা Per Head ধরে চলুন। গ্রুপ বড় হলে খরচ কমবে। ধন্যবাদ।
সিরিজটা দেখলাম ফালুট অবধি খুবই ভাল লাগলো। বেদুইন বাঙালিকে অনেক ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে যে, মানেভঞ্জন থেকে যে গাইড নেওয়া হবে- তার থাকার জায়গা কী আমাদের ঠিক করে দিতে হবে না সে নিজেই করে নেবে???
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সান্দাকফু - ফালুট সিরিজ ভালো লাগার জন্য। আসলে যে গাইড সঙ্গে যান তার থাকা খাওয়ার ব্যবস্থা যে হোটেল বা লজ তারাই প্রোভাইড করে থাকেন। ট্যুরিস্টের কোনো হেডেক নেই তবে কেবলমাত্র সান্দাকফু এবং ফালুটে খাবার খরচটা টুরিস্টকেই দিতে হয়। দিনপ্রতি 300 টাকা। ভালো থাকবেন। 😍🤗❤️🙏
বিশেষ ধন্যবাদ কমেন্ট করবার জন্য। এটি গত নভেম্বরের 20 তারিখের ভিডিও। ক্লিয়ার ভিউ পেতে হলে নভেম্বর, সিঙ্গালীলা ভ্রমণের সেরা সময় আমাদের মতে। ফুল প্রেমী হলে এপ্রিলে ভিসিট করুন চোখ জুড়িয়ে যাবে। 😊❤️
বিশেষ ধন্যবাদ আপনাকে কমেন্ট করবার জন্য। এই ভিডিওটি গতবছর নভেম্বরের 20 তারিখের। সান্দাকফু ফালুট ভ্রমণের সেরা সময় আমাদের মতে, যদি ভিউ পেতে চান। ভালো থাকবেন। 🙏❤️
বিশেষ ধন্যবাদ কমেন্ট করবার জন্য। পুরোটা হোক অথবা অর্ধেক, বর্তমানে গাইড চার্জ দিনপ্রতি ₹1400। সান্দাকফু ও ফালুটে গাইডের থাকা খাওয়া বাবদ দিনপ্রতি ₹350 অতিরিক্ত পে করতে হয়।
@@barunmaity7626 করা যায় তবে আশেপাশের অফবিট জায়গা গুলো। সান্দাকফু ফালুট যেতে পারবেন না গাইড ছাড়া। কারণ ওটা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের অন্তর্গত। তবে গাড়ি নিয়ে গেলে গাইডের প্রয়োজন নেই।
না আসলে এই পাহাড়ি পথ খুব খাঁড়া আর নুড়ি পাথরে ভর্তি। ওর জুতোটায় সেরকম ভালো গ্রিপ ছিল না তাই স্লিপ করে গেছে। ব্যাপারটা বিপজ্জনক ছিল তাও ভাগ্যবশত ওর লাগেনি পিঠে ব্যাগ থাকার জন্য।
শুরুতেই প্রিয় দর্শক বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের পর্বটি আপলোড করবার আগে একটু বেশি সময় নিয়ে ফেলার জন্য। প্যাশন আর কর্মজীবন আলাদা হলে যা হয় আর কি। যাইহোক আজকের পর্বটি কিন্তু আমাদের জন্য আরও একটি মাইলস্টোন অ্যাচিভমেন্ট। আজ মাতৃদিবসে স্পেশাল এপিসোডটি উৎসর্গ করলাম আমাদের ‘ধরিত্রী মা’কে। ভিডিওটি সম্পূর্ণ দেখাবার অনুরোধ রাইল। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন...😍🥰❤🙏
**EPILOGUE**
ফালুটের সূর্যোদয়। যে মহাজাগতিক দৃশ্য দেখবার জন্য আমরা এতটা পথ পেরিয়ে এসেছি। সূর্য তখনো ওঠে নি। ভোর সাড়ে ৫ টায় ঘুম ভাঙার পর তাড়াতাড়ি রেডি হয়ে দে দৌড় ফালুট টপ অথবা ভিউ পয়েন্টের দিকে। ১ কিমি উপরে উঠতে হবে আমাদের। মাঝপথেই সূর্যোদয়ের টাইম ল্যাপসটা সেরে ফেললাম। এবার টপের দিকে এগোচ্ছি আর জায়গায় জায়গায় সামান্য বরফ জমেছে দেখছি। অবশেষে পৌঁছে গেলাম সেই বহু কাঙ্খিত ফালুট টপে যেখানে অবিরাম ঝড়ের বেগে হাড়কাঁপানো ঠান্ডা বাতাস বইছে।উত্তরদিকে চোখের সামনে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা আর ঈশান কোণে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও তাঁর পরিবার। দিগন্ত জুড়ে তাঁদের পা ধুয়ে দিচ্ছে মেঘেদের সমুদ্র। এই দৃশ্য যতই দেখি না কেন মন যেন ভরছে না। মনে হচ্ছিল সময়টা থেমে থাক এখানেই। হাড়কাঁপানো ঠান্ডা বাতাস সহ্য করে একভাবে তাকিয়ে আছি অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্টের দিকে। নাহ! আর পারা গেল না ঠাণ্ডা বাতাস হাড়ে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল তাই বাধ্য হলাম নেমে আসতে জিটিএ ট্রেকারস্ হাটে। চা-বিস্কুট আর ছাতুর শরবত সহযোগে ব্রেকফাস্ট করে বিল মিটিয়ে রওনা হলাম গোর্খের উদ্দেশ্যে। আজকের ১৫ কিমি. রাস্তা। পুরোটাই ঘন জঙ্গলের ভিতর থেকে। এখানে বিভিন্ন জীবজন্তুর আনাগোনা লেগেই থাকে তবে তাদের মধ্যে সবচেয়ে বিপদজনক হলো ‘হিমালয়ান ব্ল্যাক বেয়ার’। এই রাস্তায় কোনো গাড়ি চলে না, পুরোটাই হিউম্যান ট্রেল আর মালপত্র নিয়ে যাওয়ার জন্য ঘোরা এবং খচ্চরের ব্যাবহার করা হয়। ফালুট থেকে গোর্খে যাওয়ার পথ পুরোটাই খাঁড়া উতরাই। ফলে ভালো গ্রিপ হয় এমন জুতো অথবা ‘ট্রেকিং শু’ পরে আসবার সাজেশান রইলো।কেন? সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবেন।
Aj obdi dekha informative ar darun Pictography ar videography....I will contact
বিশেষ ধন্যবাদ ভিডিওটা পছন্দ করবার জন্য। অবশ্যই যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। 🙏❤️😍
Great
Thank you 🥰❤️🙏
অসম্ভব সুন্দর দৃশ্য, শুধু পলক মেলে দেখে যেতে হবে❤️
অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করবার জন্য। একবার ঘুরে আসুন। অবিস্মরণীয় থেকে যাবে ফালুট। ভালো থাকবেন। ❤️🙏
@@BedouinBangali ভীষণ ভাবে চাইছি যেতে,দেখা যাক দাদা কবে যেতে পারি, per head cost যদি বলেন দাদা, খুব উপকৃত হই 🙏
@@suvrakayal5975 এটা নির্ভর করছে আপনারা কতজন যাচ্ছেন সেটার উপর। এছাড়াও কতদিনের ট্যুরপ্ল্যান, থাকা-খাওয়া ব্যাক্তিগত খরচ সেগুলোও দেখতে হবে। তবে মোটামুটি ৪ জন ট্রেকিংয়ে গেলে, NJP to NJP অন্তত ১০,০০০/- টাকা Per Head ধরে চলুন। গ্রুপ বড় হলে খরচ কমবে। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ দাদা🙏🙏🙏
সিরিজটা দেখলাম ফালুট অবধি খুবই ভাল লাগলো। বেদুইন বাঙালিকে অনেক ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে যে, মানেভঞ্জন থেকে যে গাইড নেওয়া হবে- তার থাকার জায়গা কী আমাদের ঠিক করে দিতে হবে না সে নিজেই করে নেবে???
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সান্দাকফু - ফালুট সিরিজ ভালো লাগার জন্য। আসলে যে গাইড সঙ্গে যান তার থাকা খাওয়ার ব্যবস্থা যে হোটেল বা লজ তারাই প্রোভাইড করে থাকেন। ট্যুরিস্টের কোনো হেডেক নেই তবে কেবলমাত্র সান্দাকফু এবং ফালুটে খাবার খরচটা টুরিস্টকেই দিতে হয়। দিনপ্রতি 300 টাকা। ভালো থাকবেন। 😍🤗❤️🙏
Koto tarikh gechhilen?
বিশেষ ধন্যবাদ কমেন্ট করবার জন্য। এটি গত নভেম্বরের 20 তারিখের ভিডিও। ক্লিয়ার ভিউ পেতে হলে নভেম্বর, সিঙ্গালীলা ভ্রমণের সেরা সময় আমাদের মতে। ফুল প্রেমী হলে এপ্রিলে ভিসিট করুন চোখ জুড়িয়ে যাবে। 😊❤️
Apni kon month a giyechilen??
বিশেষ ধন্যবাদ আপনাকে কমেন্ট করবার জন্য। এই ভিডিওটি গতবছর নভেম্বরের 20 তারিখের। সান্দাকফু ফালুট ভ্রমণের সেরা সময় আমাদের মতে, যদি ভিউ পেতে চান। ভালো থাকবেন। 🙏❤️
purota te guid er janya kato cost pay karte hay?
বিশেষ ধন্যবাদ কমেন্ট করবার জন্য। পুরোটা হোক অথবা অর্ধেক, বর্তমানে গাইড চার্জ দিনপ্রতি ₹1400। সান্দাকফু ও ফালুটে গাইডের থাকা খাওয়া বাবদ দিনপ্রতি ₹350 অতিরিক্ত পে করতে হয়।
@@BedouinBangali without guid ki kara jay?
@@barunmaity7626 করা যায় তবে আশেপাশের অফবিট জায়গা গুলো। সান্দাকফু ফালুট যেতে পারবেন না গাইড ছাড়া। কারণ ওটা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের অন্তর্গত। তবে গাড়ি নিয়ে গেলে গাইডের প্রয়োজন নেই।
Ki holo voy peye pore galo naki
না আসলে এই পাহাড়ি পথ খুব খাঁড়া আর নুড়ি পাথরে ভর্তি। ওর জুতোটায় সেরকম ভালো গ্রিপ ছিল না তাই স্লিপ করে গেছে। ব্যাপারটা বিপজ্জনক ছিল তাও ভাগ্যবশত ওর লাগেনি পিঠে ব্যাগ থাকার জন্য।
@@BedouinBangali ohh Jak giye lageni khub valo hoyeche
Tomra to khub baje pore gache r hascho hmm
😋🤣
@@BedouinBangali tomader hasi ta amar akdom e valo lageni....tomra khub khub baje