কাজী নজরুল ইসলাম এর বিখ্যাত রোমান্টিক কবিতা "চৈতী হাওয়া" এর ব্যাখ্যা || স্নাতক ২য় বর্ষ | নিভৃত বাংলা

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • #চৈতী_হাওয়া
    #কবিতা
    #নিভৃত_বাংলা
    ডিগ্রি বাংলা জাতীয় ভাষা গ্রন্থের প্রতিটি ক্লাস এর ভিডিও লিংক থেকে আপনার কাঙ্ক্ষিত ক্লাসটি দেখে নিন।
    কবিতাঃ
    ১। আত্মবিলাপ: • আত্ম বিলাপ || ডিগ্রি ২...
    ২। ঐকতান: • ঐকতান - রবীন্দ্রনাথ ঠা...
    ৩। চৈতী হাওয়া: • কাজী নজরুল ইসলাম এর বি...
    ৪। বনলতা সেন: • জীবনানন্দ দাশের বনলতা ...
    ৫। ডাহুক: • ডাহুক কবিতা || ডাহুক -...
    ৬। বারবার ফিরে আসে: • বারবার ফিরে আসে || ডিগ...
    ৭। সোনালী কাবিন-৫: • সোনালী কাবিনঃ ৫ || ডিগ...
    প্রবন্ধঃ
    ১। বাঙ্গালা ভাষা: • বাঙ্গালা ভাষা | ডিগ্রি...
    ২। তৈল: • তৈল || প্রবন্ধ বিশ্লেষ...
    ৩। সভ্যতার সংকট: • সভ্যতার সংকট || সভ্যতা...
    ৪। যৌবনে দাও রাজটিকা: • যৌবনে দাও রাজটিকা প্রব...
    ৫। বাংলার জাগরণ: • বাংলার জাগরণ - কাজী আব...
    ৬। রাজবন্দীর জবানবন্দি: • রাজবন্দীর জবানবন্দী - ...
    ৭। সংস্কৃতি কথা:
    গল্পঃ
    ১। একরাত্রি: • একরাত্রি || একরাত্রি -...
    ২। পুঁই মাচা: • পুঁই মাচা গল্প || পুই ...
    ৩। হুযুর কেবলা: • স্নাতক (ডিগ্রি) ২য় বর্...
    ৪। প্রাগৈতিহাসিক: • প্রাগৈতিহাসিক গল্প || ...
    ৫। নয়নচারা: • নয়নচারা | নয়নচারা গল্প...
    ৬। পথ জানা নাই: • পথ জানা নাই | পথ জানা ...
    ৭। আত্মজা ও একটি করবী গাছ: • আত্মজা ও একটি করবী গাছ...

КОМЕНТАРІ • 143

  • @user-fu8ji7tk6v
    @user-fu8ji7tk6v 9 місяців тому +7

    চৈতী হাওয়া
    - কাজী নজরুল ইসলাম---ছায়ানট
    ০৬-০৬-২০২৩
    হারিয়ে গেছ অন্ধকারে-পাইনি খুঁজে আর,
    আজ্‌কে তোমার আমার মাঝে সপ্ত পারাবার!
    আজ্‌কে তোমার জন্মদিন-
    স্মরণ-বেলায় নিদ্রাহীন
    হাত্‌ড়ে ফিরি হারিয়ে-যাওয়ার অকূল অন্ধকার!
    এই -সে হেথাই হারিয়ে গেছে কুড়িয়ে-পাওয়া হার!
    শূন্য ছিল নিতল দীঘির শীতল কালো জল,
    কেন তুমি ফুটলে সেথা ব্যথার নীলোৎপল?
    আঁধার দীঘির রাঙলে মুখ,
    নিটোল ঢেউ-এর ভাঙলে বুক,-
    কোন্‌ পূজারী নিল ছিঁড়ে? ছিন্ন তোমার দল
    ঢেকেছে আজ কোন্‌ দেবতার কোন্‌ সে পাষাণ-তল?
    অস্ত-খেয়ার হারামাণিক-বোঝাই-করা না’
    আস্‌ছে নিতুই ফিরিয়ে দেওয়ার উদয়-পারের গাঁ
    ঘাটে আমি রই ব’সে
    আমার মাণিক কই গো সে?
    পারাবারের ঢেউ-দোলানী হান্‌ছে বুকে ঘা!
    আমি খুঁজি ভিড়ের মাঝে চেনা কমল-পা!
    বইছে আবার চৈতী হাওয়া গুম্‌রে ওঠে মন,
    পেয়েছিলাম এম্‌নি হাওয়ায় তোমার পরশন।
    তেম্‌নি আবার মহুয়া-মউ
    মৌমাছিদের কৃষ্ণ-বউ
    পান ক’রে ওই ঢুল্‌ছে নেশায়, দুল্‌ছে মহুল বন,
    ফুল-সৌখিন্‌ দখিন হাওয়ায় কানন উচাটন!
    প’ড়ছে মনে টগর চাঁপা বেল চামেলি যুঁই,
    মধুপ দেখে যাদের শাখা আপ্‌নি যেত নুই।
    হাস্‌তে তুমি দুলিয়ে ডাল,
    গোলাপ হ’য়ে ফুটতো গাল
    থর্‌কমলী আঁউরে যেত তপ্ত ও-গাল ছুঁই!
    বকুল শাখা-ব্যকুল হ’ত টলমলাত ভুঁই!
    চৈতী রাতের গাইত’ গজল বুলবুলিয়ার রব,
    দুপুর বেলায় চবুতরায় কাঁদত কবুতর!
    ভুঁই- তারকা সুন্দরী
    সজনে ফুলের দল ঝরি’
    থোপা থোপা লা ছড়াত দোলন-খোঁপার’ পর।
    ঝাজাল হাওয়ায় বাজত উদাস মাছরাঙার স্বর!
    পিয়ালবনায় পলাশ ফুলের গেলাস-ভরা মউ!
    খেত বঁধুর জড়িয়ে গলা সাঁওতালিয়া বউ!
    লুকিয়ে তুমি দেখতে তাই,
    বলতে, ‘আমি অমনি চাই!
    খোঁপায় দিতাম চাঁপা গুঁজে, ঠোঁটে দিতাম মউ!
    হিজল শাখায় ডাকত পাখি “ বউ গো কথা কউ”
    ডাকত ডাহুক জল- পায়রা নাচত ভরা বিল,
    জোড়া ভুর” ওড়া যেন আসমানে গাঙচিল
    হঠাৎ জলে রাখত্‌ে পা,
    কাজলা দীঘির শিউরে গা-
    কাঁটা দিয়ে উঠত মৃণাল ফুটত কমল-ঝিল!
    ডাগর চোখে লাগত তোমার সাগর দীঘির নীল!
    উদাস দুপুর কখন গেছে এখন বিকেল যায়,
    ঘুম জড়ানো ঘুমতী নদীর ঘুমুর পরা পায়!
    শঙ্খ বাজে মন্দিরে,
    সন্ধ্যা আসে বন ঘিরে,
    ঝাউ-এর শাখায় ভেজা আঁধার কে পিঁজেছে হায়!
    মাঠের বাঁশী বন্‌-উদাসী ভীম্‌পলাশী গায়অ
    বাউল আজি বাউল হ’ল আমরা তফাতে!
    আম-মুকুলের গুঁজি-কাঠি দাও কি খোঁপাতে?
    ডাবের শীতল জল দিয়ে
    মুখ মাজ’কি আর প্রিয়ে?
    প্রজাপতির ডাক-ঝরা সোনার টোপাতে
    ভাঙা ভুর” দাও কি জোড়া রাতুল শোভাতে?
    বউল ঝ’রে ফ’লেছ আজ থোলো থোলো আম,
    রসের পীড়ায় টস্‌টসে বুক ঝুরছে গোপাবজাম!
    কামরাঙারা রাঙল ফের
    পীড়ন পেতে ঐ মুখের,
    স্মরণ ক’রে চিবুক তোমার, বুকের তোমার ঠাম-
    জামর”লে রস ফেটে পড়ে, হায়, কে দেবে দাম!
    ক’রেছিলাম চাউনি চয়ন নয়ন হ’তে তোর,
    ভেবেছিলুম গাঁথ্‌ব মালা পাইনে খুঁজে ডোর!
    সেই চাহনি নীল-কমল
    ভ’রল আমার মানস-জল,
    কমল-কাঁটার ঘা লেগেছে মর্মমূলে মোর!
    বক্ষে আমার দুলে আঁখির সাতনরী-হার লোর!
    তরী আমার কোন্‌ কিনারায় পাইনে খুঁজে কুল,
    স্মরণ-পারের গন্ধ পাঠায় কমলা নেবুর ফুল!
    পাহাড়তলীর শালবনায়
    বিষের মত নীল ঘনায়!
    সাঁঝ প’রেছে ঐ দ্বিতীয়ার-চাঁদ-ইহুদী-দুল!
    হায় গো, আমার ভিন্‌ গাঁয়ে আজ পথ হ’য়েছে ভুল!
    কোথায় তুমি কোথায় আমি চৈতে দেখা সেই,
    কেঁদে ফিরে যায় যে চৈত-তোমার দেখা নেই!
    কন্ঠে কাঁদে একটি স্বর-
    কোথায় তুমি বাঁধলে ঘর?
    তেমনি ক’রে জাগছে কি রাত আমার আশাতেই?
    কুড়িয়ে পাওয়া বেলায় খুঁজি হারিয়ে যাওয়া খেই!
    পারাপারের ঘাটে প্রিয় রইনু বেঁধে না’,
    এই তরীতে হয়ত তোমার প’ড়বে রাঙা পা!
    আবার তোমার সুখ-ছোঁওয়ায়
    আকুল দোলা লাগবে না’য়,
    এক তরীতে যাব মোরা আর-না-হারা গাঁ
    পারাপারের ঘাটে প্রিয় রইনু বেঁধে না’।।

  • @ohtainaki
    @ohtainaki 3 роки тому +11

    একদম না টানিয়ে পুরো ভিডিওটি দেখলাম। মনে হয় অনেকটা ধারণা নিতে পেরেছি। ধন্যবাদ স্যার।

    • @nivritbangla
      @nivritbangla  3 роки тому

      অসংখ্য ধন্যবাদ

  • @jayceehabiba871
    @jayceehabiba871 3 роки тому +9

    সবগুলো লেকচার দেখে অনেক উপকৃত হলাম। আগামীকাল পরীক্ষা দোয়া করবেন স্যার।

  • @user-vn7sy6il3m
    @user-vn7sy6il3m 2 роки тому +8

    অসম্ভব সুন্দর ক্লাস
    ধন্যবাদ স্যার 🥰🥰🥰

  • @beheshtinari
    @beheshtinari 2 місяці тому +1

    আপনি খুব সুন্দর করে বোঝাতে পারেন স্যার 🥰
    ২৫ জুন ২০২৪ তারিখে পরিক্ষা । আপনার ভিডিও গুলো আমার সিলেবাস শেষ করে দিচ্ছে মাশাআল্লাহ 😍
    দোয়া করবেন স্যার 🥲

    • @nivritbangla
      @nivritbangla  2 місяці тому

      ধন্যবাদ, দোয়া এবং শুভকামনা

  • @nilsagor214
    @nilsagor214 3 роки тому +11

    অসাধারণ হয়েছে স্যার,,,
    স্যার একটা রিকোয়েস্ট থাকবে
    যদি বাংলা নিয়ে শর্টকাট একটা সাজেশন ভিডিও আপলোড করেন অনেক ভালো হতো #

    • @nivritbangla
      @nivritbangla  3 роки тому +3

      অসংখ্য ধন্যবাদ, তবে দুঃখ প্রকাশ করছি পরীক্ষার আগে সাজেশনমূলক ভিডিও আপলোড করে চ্যানেলকে ঝুঁকির মুখে ফেলতে চাই না। বাংলা জাতীয় ভাষা বইয়ের অনেকগুলো ক্লাস আপলোড করা আছে আমার চ্যানেলে। বাকি ক্লাস গুলো কয়েকদিনের মধ্যেই আপলোড করবো ইনশাআল্লাহ।

    • @nilsagor214
      @nilsagor214 3 роки тому +2

      ধন্যবাদ স্যার

    • @nilsagor214
      @nilsagor214 3 роки тому +2

      আমি আপনার সব ভিডিও দেখি

    • @nivritbangla
      @nivritbangla  3 роки тому +1

      অসংখ্য ধন্যবাদ

  • @t.tamanna7392
    @t.tamanna7392 2 роки тому +4

    ei kobita khub valo legese .Thanks you Sir easily bujhanoor jonno

  • @rupkothaghotonacitro
    @rupkothaghotonacitro 2 місяці тому

    কবিতাটা কি সুন্দর আর কি তার অসাধারণ ব্যাখ্যা❤

  • @gamingnihagn5042
    @gamingnihagn5042 2 місяці тому

    Thank You. Ato sundor kore bujhanor jonne❤

  • @mdasrafulislam9795
    @mdasrafulislam9795 Рік тому +1

    ধন্যবাদ স্যার, আপনার ক্লাস করে সব কবিতা বুঝতে পারছি

  • @KamrulHasan-kb4pb
    @KamrulHasan-kb4pb 3 роки тому +3

    খুক গুরুত্বপুর্ন পডা শিখলাম শুনলাম

    • @nivritbangla
      @nivritbangla  3 роки тому

      অসংখ্য ধন্যবাদ

  • @ashikiislam4206
    @ashikiislam4206 Рік тому

    অসংখ্য ধন্যবাদ, স্যার,
    লেকচার গুলো দিয়ে অনেক উপকার হইযছে❤🤗

  • @mdtuhinmia7464
    @mdtuhinmia7464 3 місяці тому

    Onk upkar holo.onk kisu sohoj hoye gesey sir...Thanks sir

  • @Foryourpage3479
    @Foryourpage3479 2 роки тому +1

    খুব ভালো ভাবে বুঝিয়েছেন ❤️

  • @abdursokkor7630
    @abdursokkor7630 Рік тому

    খুব সুন্ধর করে বুঝিয়েছেন Thanks

  • @rupaakter1917
    @rupaakter1917 3 роки тому +1

    আমি আপনার বিডিও দেখে এবং শুনে কিছুটা হলেও বুঝতে পেরেছি,,, একটু সহজই লাগে।
    ইনশাআল্লাহ।

  • @Alamin8225
    @Alamin8225 2 місяці тому

    Excellent sir

  • @ariyansheikh1759
    @ariyansheikh1759 Рік тому +1

    Amazing speech

  • @MdSuleman-jt5oy
    @MdSuleman-jt5oy Рік тому

    ধন্যবাদ আপনাকে ভালোভাবে বুঝানোর জন্য।

  • @mintuchando352
    @mintuchando352 2 роки тому +5

    কবি তো ভীষণ রোমান্টিক ছিলেন,,,,,

    • @nivritbangla
      @nivritbangla  2 роки тому +1

      হ্যাঁ, তাই মনে হয়

  • @user-sb5zb2er9e
    @user-sb5zb2er9e Рік тому

    ধন্যবাদ স্যার❤❤❤ অনেক উপকৃত হলাম

  • @user-ju8mf3iy1q
    @user-ju8mf3iy1q 5 місяців тому

    খুব সুন্দর করে বুঝতে পড়েছি স্যার ধন্যবাদ

  • @mdmehedihasan2618
    @mdmehedihasan2618 2 роки тому +1

    amin.Allah long live you.

  • @ssstv2246
    @ssstv2246 3 роки тому +2

    অসাধারণ।

    • @nivritbangla
      @nivritbangla  3 роки тому

      অসংখ্য ধন্যবাদ

  • @hosnaislamoishy3298
    @hosnaislamoishy3298 9 місяців тому

    ধন্যবাদ স্যার..!! এত সুন্দর ভাবে বোঝানোর জন্য

  • @limaakter447
    @limaakter447 2 роки тому +1

    Ki romantic kobita. Vlo cls thank u sir

  • @maksodur007
    @maksodur007 Рік тому

    মারাত্মক প্রেমের কবিতা স্যার। ধন্যবাদ ❤️

  • @SabbirKhanVlog
    @SabbirKhanVlog Рік тому

    From Gopalganj

  • @ajajolhokajajol7066
    @ajajolhokajajol7066 Рік тому +1

    onek valo. bujhan sir

  • @user-uy3wz8wd2f
    @user-uy3wz8wd2f Рік тому

    Onk onk dundor hoica sir❤️❤️❤️❤️

  • @popisrannaghar3185
    @popisrannaghar3185 3 роки тому +2

    Thanks

  • @animeshhazra3116
    @animeshhazra3116 2 роки тому +1

    অসাধারণ

  • @mdharunorrashid9053
    @mdharunorrashid9053 3 роки тому +1

    Osm sir...

    • @nivritbangla
      @nivritbangla  3 роки тому

      অসংখ্য ধন্যবাদ

  • @prabhatroy2247
    @prabhatroy2247 2 роки тому +2

    Tnxxxx sir

  • @BegumRokeya-pl9hu
    @BegumRokeya-pl9hu 2 місяці тому

    Apni oneak sundor kore explain korechen sir oneak dhonnobad sir aagami 25/06/2024 a amar exam sir doya korben

    • @nivritbangla
      @nivritbangla  2 місяці тому +1

      ধন্যবাদ এবং পরীক্ষার জন্য শুভকামনা

    • @BegumRokeya-pl9hu
      @BegumRokeya-pl9hu 2 місяці тому

      Thank you sir

  • @meghershrabon3035
    @meghershrabon3035 2 роки тому +1

    Onek valo laglo

  • @syedaminurrahaman7217
    @syedaminurrahaman7217 3 роки тому +1

    Khub e valo hoyche ekta questions shaty Jodi bakha kora jeto tahole valo hoto...

    • @nivritbangla
      @nivritbangla  3 роки тому +2

      কবিতার ব্যাখ্যা করার চেষ্টা করেছি। কবিতার অর্থ জানা থাকলে নিজেই যেকোনো প্রশ্নের উত্তর সাবলীলভাবে লেখা সম্ভব।

  • @mohon711
    @mohon711 2 роки тому +1

    Valo lagse sir!

  • @TaniaAkter-nu1km
    @TaniaAkter-nu1km 5 місяців тому

    ❤❤❤

  • @najimuddin396
    @najimuddin396 Рік тому

    অনেক ভালো লাগলো,,,সার

  • @Anas-vc5ug
    @Anas-vc5ug 3 роки тому +1

    Sir tnx

  • @emtiazahmed3329
    @emtiazahmed3329 3 роки тому +1

    tnxx

  • @shagorshagor4555
    @shagorshagor4555 Рік тому

    অনেক উপকৃত হলাম,,ধন্যবান স্যার

  • @SunnySunny-hz8ze
    @SunnySunny-hz8ze Рік тому +1

    Is it about his first wife Nargis?

    • @nivritbangla
      @nivritbangla  8 місяців тому

      www.nivritbanglaa.com/2023/12/blog-post.html
      এখানে কবির প্রেমিকা বলা হয়েছে। নির্দিষ্টভাবে নাম বলা নেই। উপরের লিংক থেকে আরও ডিটেইলস দেখে নিন।

  • @sahadothossain3933
    @sahadothossain3933 Рік тому +1

    Good

  • @nishattanjum5285
    @nishattanjum5285 Рік тому

    ❤❤

  • @MDFARUK-ic4lc
    @MDFARUK-ic4lc Рік тому

  • @mintuchando352
    @mintuchando352 2 роки тому +1

    🖤🖤🖤🖤🖤

  • @sonaleaktar370
    @sonaleaktar370 3 роки тому +2

    লকডাউনের পর exam অনেককিছু পড়া হয়নি এখন আপনার থেকে কি সাজেশন নেয় যাচ্ছে ধন্যবাদ

    • @nivritbangla
      @nivritbangla  3 роки тому +2

      আমি চেষ্টা করছি পাঠ্যভূক্ত বিষয়গুলো ভিডিও ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে ছড়িয়ে দিতে যাতে তারা পরীক্ষার জন্য কোনো শর্টকাট ওয়ে না খোঁজে। মূল বিষয় জানা থাকলে প্রশ্ন যাই আসুক উত্তর করা সম্ভব। এজন্য শিক্ষার্থীদের অনুরোধ করবো তারা যেন সাজেশনের পিছে না ছুটে প্রতিটি পাঠ সম্পর্কে একটা সুন্দর ধারণা রাখে।
      দ্বিতীয় কথা হলো, সাজেশন দিলে ক্লাসরুমে দেওয়া যায়, ইউটিউবের মতো প্লাটফর্মে সাজেশন দেওয়া চ্যানেলের ক্ষতির কারণ হতে পারে।

    • @sonaleaktar370
      @sonaleaktar370 3 роки тому +2

      ধন্যবাদ

  • @user-ox9lp4ck5j
    @user-ox9lp4ck5j 8 місяців тому

    Sir proshno niye alochona koren

    • @nivritbangla
      @nivritbangla  8 місяців тому

      www.nivritbanglaa.com/2023/12/blog-post.html

  • @akterjhuma5410
    @akterjhuma5410 2 роки тому +1

    হাহা কি প্রেমের পড়াশোনা আমরা পরি 🤣😍😛

    • @nivritbangla
      @nivritbangla  2 роки тому +2

      কিছু করার নেই। বাদ দেওয়ার ও উপায় নেই। সিলেবাসে যেভাবে আছে সেটা তো পড়তেই হবে। আর প্রেম এবং প্রেমের অনুভূতি বাদ দিয়ে সাহিত্যের অস্তিত্ব কল্পনাও করা যায় না।

    • @akterjhuma5410
      @akterjhuma5410 2 роки тому +1

      Sir apni eto sondor kore bojhan bole e to amra bojte pari.

    • @nivritbangla
      @nivritbangla  2 роки тому +1

      ধন্যবাদ

    • @akterjhuma5410
      @akterjhuma5410 2 роки тому +1

      @@nivritbangla sir ajk exam dici onk valo hoiyece.sir apnr class dekhe oddai golo porechi bole ami eto valo vabe likhci bole bojano jabe na. Sir apni onk valo bojan.

    • @nivritbangla
      @nivritbangla  2 роки тому

      অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা

  • @almamun6767
    @almamun6767 3 роки тому +1

    স্যার কবির প্রিয়ার নাম কী? সে কি সত্যিই মৃত্যু বরণ করেছিল।

    • @nivritbangla
      @nivritbangla  3 роки тому +1

      কবির কল্পনায় তো অনেক কিছু ঘটতে পারে। এখানে তিনি প্রিয়ার নাম উল্লেখ করেননি, কোনো সমালোচকও কবির প্রিয়ার নাম বলেননি। সবাই কবির প্রিয়া বা প্রেমিকা হিসেবেেই সমালোচনা করেছেন। আর কবি এই কবিতায় তার প্রিয়ার মৃত্যুর কথা সরাসরি উল্লেখ করেননি। তিনি বলেছেন তার প্রিয়া হারিয়ে গেছে। কিন্তু অধিকাংশ সমালোচক মনে করেন কবি তার প্রেমিকার হারিয়ে যাওয়ার বর্ণনা যেভাবে দিয়েছেন সেটা বিশ্লেষণ করলে মনে হয় এই হারিয়ে যাওয়া আর মৃত্যুবরণ করাটা সমার্থক। ধন্যবাদ।

  • @BeautyQueen-bo4bh
    @BeautyQueen-bo4bh Рік тому +1

    বই টার নাম কি?

    • @nivritbangla
      @nivritbangla  Рік тому

      "বাংলা জাতীয় ভাষা"

  • @Naimkhan-dt4ry
    @Naimkhan-dt4ry 3 роки тому +1

    স্যার আপনার জীবনে কি কখনো প্রেম এসেছিল

  • @alifrahmanhowlader1719
    @alifrahmanhowlader1719 2 роки тому

    Pocha vedio

  • @habibulislam6425
    @habibulislam6425 Рік тому

    ধন্যবাদ স্যার আগামীকাল আমাদের পরীক্ষার আছে আপনার বুঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ

  • @afrinahava2648
    @afrinahava2648 3 роки тому +1

    Tnx sir

  • @MdAlAmin-sk1ub
    @MdAlAmin-sk1ub Рік тому

    অসাধারণ