প্রেমের টানে ঈশ্বরদীতে আমেরিকান তরুণী | Bijoy TV
Вставка
- Опубліковано 7 лют 2025
- #পাবনা #Pabna #Ishwardi #American_girl
দু’টি বর্ণের সমন্বয়ে একটি শব্দ ‘প্রেম’। কবিতার মত উপভোগ্য, নীলিমার মত প্রশান্ত, সুরের মত গহীন, চুম্বকের মত আকর্ষক। সব বাধা পেরিয়ে মিলনের গল্প ইতিহাসে নতুন নয়। প্রেমের টানে নজির আছে সিংহাসন ছাড়ারও। এমন টানেই নিজ দেশ ছাড়লেন মার্কিন তরুণী হারলি এবেগেল আইরিন ডেভিডসন। বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পাবনার ঈশ্বরদীর আসাদুজ্জামানের সঙ্গে।
২০২২ সালে ফেসবুকে হারলির সঙ্গে আসাদুজ্জামানের পরিচয় হয়। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, ভালো লাগা ও প্রেম। পরে, স্বপ্ন দেখেন এক সঙ্গে ঘর বাঁধার আর তা বাস্তবে পরিণতও হয়।
কিন্তু তাদের এ যাত্রাটি সহজ ছিল না। বাধা ছিল দুই দেশ, ভিন্ন সংস্কৃতি। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে কথা শুরু হলে উভয়ই বিয়েতে সম্মতি দেয়। অবশেষে সাত সমুদ্র তের নদী পেরিয়ে গত ১৮ অক্টোবর সুদূর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ছুটে আসেন হারলি। আর ১৯ অক্টোবর ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে করেন তারা। তৈরি হয় তাদের সফল পরিণতির গল্প।
প্রথম দিকে নতুন পরিবেশে মানাতে হারলির একটু কষ্ট হচ্ছিল। তবে খুব আন্তরিকতার সঙ্গে পরিবেশ মানিয়ে নিচ্ছেন হারলি। কিছু কিছু বাংলা শিখেছেন। পরিবারের অন্যদের সঙ্গে কথা বলছেন। প্রতিদিন ঘুরে ঘরে গ্রাম দেখছেন।
এদিকে হারলি বলেন, বাংলাদেশ নিয়ে অনেক নেতিবাচক কথা শোনায় একটু ভয় কাজ করছিল। তবে বাংলাদেশে এসে দেখেন এই দেশ, দেশের মানুষ অনেক ভালো। আসাদুজ্জামানের পরিবারও খুব ভালো। তাই সব মিলিয়ে তিনি খুব খুশি।
copyright © A BIJOY TV Production-2023
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: bijoy.tv/
Facebook: / bijoytvlimited
UA-cam: / bijoytvofficial
হায়রে প্রেম 😮
হাজার বছর থেকেই এগুলো চলছে এবং চলবে।অনুরোধ তাদের সঙ্গে ।সু আচরণ করা
জীবনে করলাম টা কী😭😭
O ra pamar tan🤔🤔🤔🤔
যত বাংলাদেশী ছেলে জারা বাহিরে কোন মেয়ের সঙ্গে প্রেম বা বিয়ে করে সেগুলো। হয়তো বয়স বেশি না হয় আগে দুই তিন টা বিয়ে হয়েছে সুস্থ স্বাভাবিক একটা মেয়েও কেউ বিয়ে করতে পারে না