যাদের ভিডিওটা ভাল লাগলো তারা টুক করে একটু ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার এ লাইক আর ফলো করে দাও আর টেলিগ্রামে যোগ হয়ে যাও। লিঙ্ক দিলাম---- Facebook facebook.com/kuntal.bittel Instagram instagram.com/dr.kuntalbittel_ms/ Twitter twitter.com/The_Foodie_Doc?t=saj-lyqOd1VAXxrSs3zwSQ&s=09 Telegram t.me/dr_kuntalbittel_ms
আপনার ভিডিও র আমি নিয়মিত দর্শক। আমার ছেলে এবার পুরুলিয়া তে ফার্স্ট রাউন্ড এ ভর্তি হয়েছে। campus টা বেশ নিড়িবিলি এবং সুন্দর। আপনার way of talking, presentation, analytical power, psychological analysis , man management is really outstanding. ডা কুনাল সরকার আর chandril bhattacharya এর আমি খুব বড় ফ্যান। আমার ছেলে নিট দেওয়ার পর, আপনার ভিডিও দেখার উৎসাহ বাড়ে। ডা সরকারের ইতিহাস , সমাজ নীতি, রাজনীতি জ্ঞান আমাকে মুগ্ধ করে। এর পাশাপাশি ওনার শব্দ চয়ন, এককথায় তুলনাহীন। যাক্, আপনার মধ্যে ও অনেক কিছু আছে। ভবিষ্যতে আপনাকে টিভির পর্দায় দেখার অপেক্ষায় থাকলাম। আরও নিজেকে elaborate করুন, আপনি পারবেন। ধন্যবাদ।
Namer medical college nei cardiology, numerology ,urology cancer etc bivagh . Karor emergency kichu hole take transfer korte hoi jharkand e. Deben mahato hospital tar jor jor obostha je kono din durghotona hote pare. Hygiene er bepar ta na bollei vlo,karon seta exists kore na.
@@DrKuntalBittelNeuroSurgeon offend hbn na asole oi bivagh gulo sohorer manus er drkr ache as well as hygine. Daktar ra khubei vlo kintu ekhono ekta MRI machine aseni oikhane 2022 hoa glo . Sohor boro hocche athocho poriseba nei. Oi hospital ta ekmatro ray of hope amader jonno. Vlo chai tar ter jonnei criticism korlom karon govt sunena.
Sskm e 2020 theke cathlab kharap hoye pore aache cardiology bivager, kolkatar sob clg e urosurgery r date kidney nosto hoar por pawa jai, sob free korte giye sorkar ses, unplanned jin korle jha chokchoke building e hobe, vitore kichu thakbe na, obostha khub kharap.....
Dada akta info ektu update dite icchuk ami Ami Purulia tei thaki ebong ei college eri fresh batch Sadar hospital ta college theke 5.5kms dur e...8kms dur e noi... Baki video ta khub bhalo
পুরুলিয়ার রূপকার দেবেন মাহাত ও দেবেন মাহাত সদর হাসপাতাল সম্পর্কিত দু-চার কথা . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . পুরুলিয়া জেলার রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্রদের নামের তালিকায় একদম প্রথম সারিতে নাম থাকবে পুরুলিয়ার রূপকার দেবেন মাহাতর নাম। খরাপ্রবন পুরুলিয়ার ভূপ্রকৃতি এবং মাটির গঠন কলকাতা সংলগ্ন এলাকাগুলোর চেয়ে আলাদা, ওখানকার সেচ ব্যবস্থা এখানে অচল। তাই কার্যকরী সেচ ব্যবস্থার জন্য উনার উদ্যোগে ৩৪ টা ডেম তৈরী হয়েছে। বর্তমানে ডেমের সংখ্যা ৩৬, বাকি দুটি বাম আমলে। অর্থাৎ পুরুলিয়ার পুরো সেচ ব্যবস্থা যে টুকু আছে তার প্রায় পুরোটাই উনার হাতেই তৈরী। উনি দাবী করেছিলেন পুরুলিয়াতে নলকূপ খননেন, তৎকালীন মূখ্যমন্ত্রী সিদ্ধার্থ সংকর রায় ভূমিরূপের বাহানা দেখিয়ে পত্রপাঠ খারিজ করে দেন। পরবর্তী কালে ১৯৭১ সালে উদ্বাস্তুদের জন্য ছড়রা এরোড্রামে নলকূপ খনন করা হলে তিনি বিধানসভা তোলপাড় করেন এবং তারই ফলশ্রুতিতে পুরো জেলাজুড়ে নলকূপ খননের কাজ শুরু হয়। সত্তরের দশকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পুরুলিয়া ভ্রমনকালে মানুষের দুঃখ দুর্দশা, অভাব অনটন স্বচক্ষে দেখেন। দেবেন বাবু ছিলেন ইন্দিরা গান্ধী তথা গান্ধী পরিবারের স্নেহধন্য। দেবেন বাবু মানুষের এই দুঃখ কষ্ট নিবারনের জন্য বার বার ইন্দিরা গান্ধীকে কনভিনসড করেন। তারই ফলশ্রুতিতে শ্রীমতী গান্ধী যুগান্তকারী ২০ দফা কর্মসূচী প্রনয়ন করেন। এই ২০ দফা কর্মসূচীর অন্যতম ছিল আজকের এই রেশন ব্যবস্থা। এই রেশন ব্যবস্থা সাধারন গরীব খেটে খাওয়া মানুষজনদের জন্য কতটা গুরুত্বপূর্ন এটা না বোঝার মত নির্বোধ আশা করি দু-চারটাই আছে। দেবেন বাবুর প্রচেষ্টায় জেলাজুড়ে প্রচুর প্রাইমারী স্কুল ও স্বাস্থ্য কেন্দ্র স্থাপিত হয়েছে। খাদ্য সুনিশ্চিত কর্মসূচী, সেচব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাতেই থেমে থাকেননি। তিনি বেকারত্ব দূরীকরনে জেলাতে শিল্প আনার জন্য বার বার কেন্দ্র সরকারের কাছে দরবার করেন। তার এই ঐকান্তিক প্রচেষ্টায় তৈরী হয় ভোজুডি কোল ওয়াসারি এবং সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র। জাস্ট ভাবুন একবার একটা মানুষের কতটা কতটা দূরদর্শিতা এবং ঐকান্তিক চেষ্টা থাকলে সেই যুগে এত বড় বড় কাজগুলি করা সম্ভবপর ছিল। দেবেন বাবু ছিলেন পরোপকারী , মানুষের অভাব অনটনে সর্বদা পাশে থাকতেন। সম সাময়িক কালে কুষ্ঠরোগীরা ছিলেন সমাজের কাছে অচ্ছুৎ । লেপ্রোসী মিশনের পাশে গড়ে ওঠা কুষ্ঠপল্লীতে (রোগাপাড়া) হাজার হাজার কুষ্ঠ রোগী থাকতেন, তাদের জীবনদীপ ওখানেই নিভে যেত, মারা গেলে সৎকার্য করার লোক জুটত না। দেবেন বাবু তাদের পরিচর্যা, শুস্রুষার করার ব্যবস্থা সুনিশ্চিত করেছিলেন, তাদের সৎকার্যে নিজে উপস্থিত থেকে তদারকি করতেন। এক কথায় বলা যায় তাঁর জীবনের ধ্যান, জ্ঞান, চিন্তা সবই ছিল পুরুলিয়া, পুরুলিয়ার জন্য কিছু করা, পুরুলিয়ার জন্য লড়াই করা, "Fight For Purulia" আসলে বর্তমান প্রজন্মের মানুষজনদের কাছে একজন বিধায়ক বা সাংসদ বলতে যে মুখটা ভেসে ওঠে উনি তাদের চেয়ে শতযোজন সামনে অবস্থান করতেন। বিধায়ক কোটার টাকা বা সাংসদ কোটার টাকার ওপর নির্ভর করে ভাতার টাকাতে পেট চালিয়ে নিশ্চিন্তে ঘুমোতেন না। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে বারবার দরবার করে , বিধানসভা, পার্লামেন্ট তোলপাড় করে জেলার উন্নয়নের জন্য সেচখাতে, স্বাস্থ্যখাতে, শিক্ষাখাতে, শিল্পখাতে প্ল্যানিং পাশ করাতেন।
@@DrKuntalBittelNeuroSurgeon oh achha ami asole bsc nursing a vorti hobo, ar okhane nursing college ache. Tomar sob gulo video dekhe college select korchi tai...
Deben Mahato ex-MP of Purulia loksabha (congress).Unar donate kara jaigatei Purulia sadar Hospital ti toiri hoyechilo tai Unar name anusare hospital-er name.Unar chele Nepal Mahato ex-MLA (congress) & opposition leader of west bengal legislative assembly 2015.Purulia te prachur school & college Deben Mahato er name ache & one of the most respected person of Purulia dist.
দেবেন মাহাতকে পুরুলিয়ার রূপকার বলা হয়। পুরুলিয়াকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয় লোকসেবক সঙ্ঘের উদ্যোগে। কিন্তু তাদের উদ্দেশ্য যে উপনিবেশ বানানো ছিল, সেটা দেবেন মাহাত মানুষের সামনে আনেন। ১৯৬১ সালে CNT ফিরিয়ে আনেন। লোকসেবক সঙ্ঘ এর বিরোধিতা করলে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর দেবেন মাহাত, সীতারাম মাহাত গঠনমূলক কাজ শুরু করেন। মাত্র কয়েক বছরে ২৩ টি ড্যাম বানানো হয়েছিল পুরুলিয়াতে চাষের বৃদ্ধির জন্য। এরপর সারা রাজ্যের সাথে পুরুলিয়াতে বামফ্রন্ট আসে, ও ওনারা হেরে যান। কিন্তু মাত্র কয়েক বছরে পুরুলিয়ার উপর যা করেছেন, সেটার জন্য দেবেন মাহাতর নাম এখনো করা হয়।
যাদের ভিডিওটা ভাল লাগলো তারা টুক করে একটু ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার এ লাইক আর ফলো করে দাও আর টেলিগ্রামে যোগ হয়ে যাও।
লিঙ্ক দিলাম----
Facebook
facebook.com/kuntal.bittel
Instagram
instagram.com/dr.kuntalbittel_ms/
Twitter
twitter.com/The_Foodie_Doc?t=saj-lyqOd1VAXxrSs3zwSQ&s=09
Telegram
t.me/dr_kuntalbittel_ms
আপনার ভিডিও র আমি নিয়মিত দর্শক। আমার ছেলে এবার পুরুলিয়া তে ফার্স্ট রাউন্ড এ ভর্তি হয়েছে। campus টা বেশ নিড়িবিলি এবং সুন্দর। আপনার way of talking, presentation, analytical power, psychological analysis , man management is really outstanding. ডা কুনাল সরকার আর chandril bhattacharya এর আমি খুব বড় ফ্যান। আমার ছেলে নিট দেওয়ার পর, আপনার ভিডিও দেখার উৎসাহ বাড়ে। ডা সরকারের ইতিহাস , সমাজ নীতি, রাজনীতি জ্ঞান আমাকে মুগ্ধ করে। এর পাশাপাশি ওনার শব্দ চয়ন, এককথায় তুলনাহীন। যাক্, আপনার মধ্যে ও অনেক কিছু আছে। ভবিষ্যতে আপনাকে টিভির পর্দায় দেখার অপেক্ষায় থাকলাম। আরও নিজেকে elaborate করুন, আপনি পারবেন। ধন্যবাদ।
ধন্যবাদ 😊😇
Bolchi kaku apner chele ko generel cast?
@@swapnamukherjee4607 chaterjee general caste e hobe na
all india rank koto chhilo?
Purulia GMC e poraaona kamon hoy ektu Please janaben
Thanks Kuntal Da for visiting our College ❤️😍.We really had a wonderful time and Masti together ❤️🥰
Dada,college ta bes sundor. 😊
Tomar rank koto chilo dada
Arey dada purulia amr hometown
Age jdi community post a bolte thle amr ghre thakr bebostha krtm 🥺❤️
dada ei year ami NRS a mbbs peyechi
Dada Jalpaiguri Government Medical College er Campus tour kobe korbe ...... ওটার অপেক্ষায় আছি
Why do these new colleges look so pretty 🥲🥲🥲
Dada shera laglo dekhe, admission er din purota dekha hoi ni, ajk tomr video te clear hoee gelo sob, thank you dada
বাহ মেডিক্যাল কলেজের পরিকাঠামো টা খুব ভালো।👍
খুব ভালো লাগলো। আমি তোমার সব ভিডিও দেখি।
thank you dada amader college ta visit korar jonno... ❤❤
Thank you Kuntal da.....❤️
Abar moja holee jokhon asbe.....😌
Dada ulberia arambagh tamralipta and baki notun medical college er infrastructure kamon etar opor eta vdo baniyo ......
Onek din por abar..😍khub valo laglo
College ta darun
Dada r j sob new college open hoyeche se gulo niye video banao taratari
Sera dada.....
Thanks a lot.....💖💖❤❤
Onekdin por dada abar campus tour 👍👍
Darun laglo 👏👏
dada pls raiganj govt medical college er ekta campus tour video banao....
Darun dada ❤❤❤.... Besh valo laglo 😍😍
DaDa
Malda Medical College and Hospital
Campus Tour
Kobe asbe
dada coochbehar & Jalpaiguri er medical college er Campus ta dekhao aktu ....
Dada barasat madical college are video koba asba ???
Please Tara tari niya asho...
Building gulo khub sundor lag6e
Chinta koro na ...kuchu din por thekai zuba kesari hoya jabe😓
@@drx1918 😃😃😃😃😃
@@drx1918 setai😥😥
Amazing vlog of our college 😍 Thank you dada 😊
দাদা আরো নতুন colleage গুলোর tour করো না please তাহলে আমারও একটু জানতে সুবিধা হতো campus টা কতটা সুন্দর please দাদা 🙂🙂🙂
জানি তুমি busy থাকো তাও একটু সময় বার করে please আমাদের জন্য🙂🙂🙂
করবো....
Dada arambagh medical college tar review deben plz...
Jhargram college er review চাই দাদা
প্লীজ
Sir gnm nursing student dar 1year ai hospital a ki hostel dai please bolban.
Sir Coochbehar mjn medical College er akta banan
Dada tumi Sob department vitora Full review dila bhalo hoi
Sera dekhte ❤😇
Amader pasei
Tumi CNMC te poro ??
@@pramadutta6772 Ha
@@TathagataCNMC Amar ekta dada pore
2nd year e
Amritanjan Palui name
@@pramadutta6772 Ha chini to dada ke
Mbbs r bsc nursing er class ki alada building class korano hoy mane aky lecture theatre a naki alada onno kono jayga te bsc nursing porano hoy???😢
Dada barasat r ulubetia clg er tour chai🐼🐼
Ak matro state college jeta ato bhalo dekhte aro interior gulo AIIMS k tokkor deoar moto
Na to sob notun gulo to ek e group banieche, same dekhte interior
AIIMS is AIIMS........
Obviously.. keo to AIIMS theke better boleni@@AK-ju4bi
dada,ebar barasat ta koro plz
Dada jalpaiguri government medical college r campus tour dakhteh chai
Plz reply in these cllgs is there any uniforms they provide
Love to see you back
Khub sundor college
House staff der hostel aache ??
Tamluk medical college er New medical college and nursing college er vlog pls
Asbe
Msc nursing courses Kora jabe ekhan thke?
dada aap please raiganj medical college pe video kigie
Dada plz reply.... Bankura mch , Bardhaman mch & Jnm kallani mch ei 3 ter modhye konta best ?
Dm
@@DrKuntalBittelNeuroSurgeon Dm konta ?
Insta fb tele wp
Very good nice beautiful
Dada Ai college a ki ragging hoi??
Dada Barasat govt medical college tao koro
Outstanding❤
K k purulia pele pls ektu jnao 🙏🙏
Hello Dada, DNB General Surgery kemon Deben Mahata Sadar Hospital e ? Training ki bhalo hoy?
Khub bhalo to hobe na.....
Namer medical college nei cardiology, numerology ,urology cancer etc bivagh . Karor emergency kichu hole take transfer korte hoi jharkand e. Deben mahato hospital tar jor jor obostha je kono din durghotona hote pare. Hygiene er bepar ta na bollei vlo,karon seta exists kore na.
Edom thik keo jaben na, tahole poriskar thakbe..... ar ke bollo medical college holei oi bivag gulo thakte hobe 🙄🤔 nmc 🤔
@@DrKuntalBittelNeuroSurgeon offend hbn na asole oi bivagh gulo sohorer manus er drkr ache as well as hygine. Daktar ra khubei vlo kintu ekhono ekta MRI machine aseni oikhane 2022 hoa glo . Sohor boro hocche athocho poriseba nei. Oi hospital ta ekmatro ray of hope amader jonno. Vlo chai tar ter jonnei criticism korlom karon govt sunena.
Sskm e 2020 theke cathlab kharap hoye pore aache cardiology bivager, kolkatar sob clg e urosurgery r date kidney nosto hoar por pawa jai, sob free korte giye sorkar ses, unplanned jin korle jha chokchoke building e hobe, vitore kichu thakbe na, obostha khub kharap.....
@@DrKuntalBittelNeuroSurgeon dats why we need a pvt hospital like apolo ,ekta hoa gele competition hbe vlo daktar anar vlo equipment anar.
Dekha jak next 10 yrs e health sector kon dike jai wb er..... sudhu patient bhalo na, daktar o bhalo thakche kina setao dekhte hobe.....
Dada raiganj medical college ekbar eso dada khub khushi hobo.
Tui kon yr, whatsapp kor amake.....
Sir nursing korbo same campus e potano hoy.. Na different?
Same
Dada Ami Aj Bsc nursing e 1st round e Eii college peyechi..ektu help korben.. Nursing facility r kono senior er interview fun.. Plz help
Amio same
Ami to ei clg er keo na..... eta to campus tour, amar sob clg er aache.....
@@PratimaHalder-i9e Tmi admission niyecho..?
Bsc nursing female students der hostel provide kore ??
what was the cutoff for this year 2022 ?
Biomedkit with banik
The Bong medicos
Subhojit ghosh
এই তিনটে চ্যানেল
বা আমার টেলিগ্রাম গ্রুপ
t.me/thefoodiedoc
Dada...Boys hostel er room ta toh dekhao ni??
Kono clg ei dekhai ni, karon ta hostel e gele bujhte parbi keno.....
@@DrKuntalBittelNeuroSurgeon ✌️🙂
দাদা সবাই বলছে বারাসাত টা করতে l plz এবার বারাসাত রিভিউ করো
Thanx for these rumours,i got very good college 🙃
Which college?
Many many thanks you sir
Dada Jalpaiguri ta chai.... please please please
Is it new medical college?
Yes
Sir aii college er cutoff koto general der jonno?
Wahh❤️
Sorkari hospital e super speciality??
Baba ki kore tor😂
Very net and clean
Thank you so much Dada
Beautiful my College ❤️🔥
Dada malda medical college taratari koro please! Waiting...
Dada akta info ektu update dite icchuk ami
Ami Purulia tei thaki ebong ei college eri fresh batch
Sadar hospital ta college theke 5.5kms dur e...8kms dur e noi...
Baki video ta khub bhalo
Oks..... ami to puro rasta tai hyperlapse e dekhie dilam sei jonno.... idea peye jabe lok e, sobai 8km 8km bollo tai ami o tai bollam..... 😊
🥰
Ai video tai chai6ila
Hostel available?
Motivation of neet aspirent
Who's Deben Mahato? Who's Ramkrishna Mahato? (named Purulia government Engg college on his name)
পুরুলিয়ার রূপকার দেবেন মাহাত ও দেবেন মাহাত সদর হাসপাতাল সম্পর্কিত দু-চার কথা
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
পুরুলিয়া জেলার রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্রদের নামের তালিকায় একদম প্রথম সারিতে নাম থাকবে পুরুলিয়ার রূপকার দেবেন মাহাতর নাম।
খরাপ্রবন পুরুলিয়ার ভূপ্রকৃতি এবং মাটির গঠন কলকাতা সংলগ্ন এলাকাগুলোর চেয়ে আলাদা, ওখানকার সেচ ব্যবস্থা এখানে অচল। তাই কার্যকরী সেচ ব্যবস্থার জন্য উনার উদ্যোগে ৩৪ টা ডেম তৈরী হয়েছে। বর্তমানে ডেমের সংখ্যা ৩৬, বাকি দুটি বাম আমলে। অর্থাৎ পুরুলিয়ার পুরো সেচ ব্যবস্থা যে টুকু আছে তার প্রায় পুরোটাই উনার হাতেই তৈরী।
উনি দাবী করেছিলেন পুরুলিয়াতে নলকূপ খননেন, তৎকালীন মূখ্যমন্ত্রী সিদ্ধার্থ সংকর রায় ভূমিরূপের বাহানা দেখিয়ে পত্রপাঠ খারিজ করে দেন। পরবর্তী কালে ১৯৭১ সালে উদ্বাস্তুদের জন্য ছড়রা এরোড্রামে নলকূপ খনন করা হলে তিনি বিধানসভা তোলপাড় করেন এবং তারই ফলশ্রুতিতে পুরো জেলাজুড়ে নলকূপ খননের কাজ শুরু হয়।
সত্তরের দশকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পুরুলিয়া ভ্রমনকালে মানুষের দুঃখ দুর্দশা, অভাব অনটন স্বচক্ষে দেখেন। দেবেন বাবু ছিলেন ইন্দিরা গান্ধী তথা গান্ধী পরিবারের স্নেহধন্য। দেবেন বাবু মানুষের এই দুঃখ কষ্ট নিবারনের জন্য বার বার ইন্দিরা গান্ধীকে কনভিনসড করেন। তারই ফলশ্রুতিতে শ্রীমতী গান্ধী যুগান্তকারী ২০ দফা কর্মসূচী প্রনয়ন করেন। এই ২০ দফা কর্মসূচীর অন্যতম ছিল আজকের এই রেশন ব্যবস্থা। এই রেশন ব্যবস্থা সাধারন গরীব খেটে খাওয়া মানুষজনদের জন্য কতটা গুরুত্বপূর্ন এটা না বোঝার মত নির্বোধ আশা করি দু-চারটাই আছে।
দেবেন বাবুর প্রচেষ্টায় জেলাজুড়ে প্রচুর প্রাইমারী স্কুল ও স্বাস্থ্য কেন্দ্র স্থাপিত হয়েছে।
খাদ্য সুনিশ্চিত কর্মসূচী, সেচব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাতেই থেমে থাকেননি। তিনি বেকারত্ব দূরীকরনে জেলাতে শিল্প আনার জন্য বার বার কেন্দ্র সরকারের কাছে দরবার করেন। তার এই ঐকান্তিক প্রচেষ্টায় তৈরী হয় ভোজুডি কোল ওয়াসারি এবং সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র। জাস্ট ভাবুন একবার একটা মানুষের কতটা কতটা দূরদর্শিতা এবং ঐকান্তিক চেষ্টা থাকলে সেই যুগে এত বড় বড় কাজগুলি করা সম্ভবপর ছিল।
দেবেন বাবু ছিলেন পরোপকারী , মানুষের অভাব অনটনে সর্বদা পাশে থাকতেন। সম সাময়িক কালে কুষ্ঠরোগীরা ছিলেন সমাজের কাছে অচ্ছুৎ । লেপ্রোসী মিশনের পাশে গড়ে ওঠা কুষ্ঠপল্লীতে (রোগাপাড়া) হাজার হাজার কুষ্ঠ রোগী থাকতেন, তাদের জীবনদীপ ওখানেই নিভে যেত, মারা গেলে সৎকার্য করার লোক জুটত না। দেবেন বাবু তাদের পরিচর্যা, শুস্রুষার করার ব্যবস্থা সুনিশ্চিত করেছিলেন, তাদের সৎকার্যে নিজে উপস্থিত থেকে তদারকি করতেন।
এক কথায় বলা যায় তাঁর জীবনের ধ্যান, জ্ঞান, চিন্তা সবই ছিল পুরুলিয়া, পুরুলিয়ার জন্য কিছু করা, পুরুলিয়ার জন্য লড়াই করা, "Fight For Purulia"
আসলে বর্তমান প্রজন্মের মানুষজনদের কাছে একজন বিধায়ক বা সাংসদ বলতে যে মুখটা ভেসে ওঠে উনি তাদের চেয়ে শতযোজন সামনে অবস্থান করতেন। বিধায়ক কোটার টাকা বা সাংসদ কোটার টাকার ওপর নির্ভর করে ভাতার টাকাতে পেট চালিয়ে নিশ্চিন্তে ঘুমোতেন না। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে বারবার দরবার করে , বিধানসভা, পার্লামেন্ট তোলপাড় করে জেলার উন্নয়নের জন্য সেচখাতে, স্বাস্থ্যখাতে, শিক্ষাখাতে, শিল্পখাতে প্ল্যানিং পাশ করাতেন।
মনেই হচ্ছে না এটা সরকারি কলেজ।
Keno ??
Nursing college course gulou ki ei jaigatei porano hoi na alada ?
Same Campus.....
Purulia ❤️❤️
Dada coochbehar mecical college?
Plan choche, onek dur to.....
@@DrKuntalBittelNeuroSurgeon asole ai college tai alloted hoyechhi !
Congratulations 🎊
Whatsapp e ping kore dis.... ar telegram e join hoye jas.....
@@DrKuntalBittelNeuroSurgeon Kontai
t.me/dr_kuntalbittel_ms
Purulia te kono nursing hostel nei
Dada ID and BG hospital ta korbe na ?
Ota to medical college na......
@@DrKuntalBittelNeuroSurgeon oh achha ami asole bsc nursing a vorti hobo, ar okhane nursing college ache. Tomar sob gulo video dekhe college select korchi tai...
Dekha jak vobissote kora jai kina....
❤️❤️❤️
Mahato ka spelling sahi kare
Clg ka Entry gate main ehi spelling hain....
Ase pase to sudhu math!!
I❤️DMGMCH
Clg to ghurale... Valo kotha... To ai deben mahata lok ti k?... Ar clg ta ato faka kha kha korche kano
Deben Mahato ex-MP of Purulia loksabha (congress).Unar donate kara jaigatei Purulia sadar Hospital ti toiri hoyechilo tai Unar name anusare hospital-er name.Unar chele Nepal Mahato ex-MLA (congress) & opposition leader of west bengal legislative assembly 2015.Purulia te prachur school & college Deben Mahato er name ache & one of the most respected person of Purulia dist.
Notun r ektu gramer dike
Tai faka
দেবেন মাহাতকে পুরুলিয়ার রূপকার বলা হয়। পুরুলিয়াকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয় লোকসেবক সঙ্ঘের উদ্যোগে। কিন্তু তাদের উদ্দেশ্য যে উপনিবেশ বানানো ছিল, সেটা দেবেন মাহাত মানুষের সামনে আনেন। ১৯৬১ সালে CNT ফিরিয়ে আনেন। লোকসেবক সঙ্ঘ এর বিরোধিতা করলে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর দেবেন মাহাত, সীতারাম মাহাত গঠনমূলক কাজ শুরু করেন। মাত্র কয়েক বছরে ২৩ টি ড্যাম বানানো হয়েছিল পুরুলিয়াতে চাষের বৃদ্ধির জন্য। এরপর সারা রাজ্যের সাথে পুরুলিয়াতে বামফ্রন্ট আসে, ও ওনারা হেরে যান। কিন্তু মাত্র কয়েক বছরে পুরুলিয়ার উপর যা করেছেন, সেটার জন্য দেবেন মাহাতর নাম এখনো করা হয়।
আপনি কিসের ডক্টর
Ini neurosurgeon, ms korechen
Jj
Prochur nongra
Ha manus e kore..... nongra manus ra....
Dada coochbehar medical College a aso khub khusi hbo .
Jabo re.....
❤️❤️