★ সারদামণি জননী গো, এসেছি তোমার পদতলে : শ্রীশ্রী মা সারদা বন্দনা : স্বামী শিবাধীশানন্দজী
Вставка
- Опубліковано 6 лют 2025
- সারদামণি জননী গো, এসেছি তোমার পদতলে,
দূর কর মাগো কলুষ-ভ্রান্তি জ্ঞানের প্রদীপ দাও জ্বেলে ।।
রাখাল, শরৎ, লাটু, বলরাম, নরেন নরোত্তম,
ঠাঁই দিয়েছিলে স্নেহ করুনায় অন্তরে অনুপম,
তারই এক ধারে ঠাঁই দিও মোরে, দিও নাকো দূরে ঠেলে ।।
শ্রীরামকৃষ্ণ সংঘ জননী নও শুধু মা গো তুমি,
তুমি ভগবতী তোমার চরণ-ধূলি যে তীর্থ ভূমি ;
জয়রামবাটি মাতৃমন্দিরে তোমার পরশ পাই,
দক্ষিণেশ্বরে তুমিতো বিরাজ কে বলে তুমি মা নাই,
প্রতি ঘরে ঘরে সারদা আরতী বন্দনা আঁখি জলে ।।
#সারদামণি_জননী_গো_এসেছি_তোমার_পদতলে #শ্রীশ্রী_মা_সারদা_বন্দনা #স্বামী_শিবাধীশানন্দ
#swami_shivadhishananda #tava_sangeet
প্রণাম মা গো
মহারাজের এতো মধুর কন্ঠস্বর মন প্রাণ জুড়ে যায়।
প্রণাম নিও ঠাকুর 🙏🙏🙏 প্রণাম নিও মা 🙏🙏🙏🌺🌺
মহারাজ আপনাকে জানাই আমার শত শত ❤️🙏❤️
জয় মা জগৎজননী 🙏🙏🏻🙏
শুপ্রভাতে ই শ্রীশ্রী মায়ের অপূর্ব মমতা মখানো ,প্রাণ ভরা সংগীতে অন্তর ভরে গেল। মাগো ,আমাদের সবার মনের কলুষ দূরকরো ।।জয় মাগো আমার প্রাণ ভরা প্রণাম গ্রহন করো।🌺🌺🌺🌺🌺👏👏👏🌹🌹👋।👋🙏।
মহারাজের এই গানটি আমি বার বার শুনি খুব শান্তি পাই মনে 🌺🌺🙏🙏
অসাধারণ খুব ভালো লাগে গানটি
এত সুন্দর ভজন মন ছুঁয়ে গেল। মা গো তোমার শ্রী পদতলে সবাই কে ঠাঁই দিও গো মা। আমাদের সবার প্রণাম জানাই 🙏🙏 স্বামী মহারাজ জী কে প্রণাম জানাই 🙏🙏
পরম পূজ্যপাদ মহারাজ কে প্রণাম জানাই এত সুন্দর মাতৃ বন্দনা শোনানোর জন্য।মায়ের প্রতি আপনার ভক্তি, ভালোবাসা অকৃত্রিম।মহামায়ী কে আপনি সবসময় অনুভব করেন অন্তরে, এটা আমার বিশ্বাস।জয় মা।
জয় জয় মা । খুব সুন্দর বন্দনা সঙ্গীত । প্রণাম স্বামী শিবাধীশানন্দজী মহারাজ।
বলার ভাষা নেই। প্রণাম মহারাজ। অন্তরটা ভরে গেল।🙏🙏
মাকেপ্রণাম।
Thakur, Jogotjononi , Saradamamoni Ma o Swamiji r Shree Charane janai amar sashroddha vokti purno praner Pronam ❤️🙏❤️🙏❤️🙏❤️ Probhu . Mohàrajji Apurbo Aponar Sumadhur Daradi Yadukori Kanther Gaan . Jotobar shuni totobar e Gaan er Sure , Bhabe , Antore achhe Soroswati Ma er deoya Amrito Kumbher Vander. Tai Aponar Gaan e mon o pran bhore jay. Aponi amar sashroddha Vokti purno praner Pronam ❤️🌹🙏🌹🙏🌹🙏🌹❤️ neben
জয় মা আমাদের সকলের মা সারদা জননী প্রনাম মা গো তোমার রাঙ্গা চরনে
মা তো সত্যিই আছেন উনার সন্তানদের মাঝে। মন ছুঁয়ে গেলো অসাধারন সঙ্গীত শুনে। মহারাজকে শতকোটি প্রণাম জানাই।🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Maa achen bole sustho and anonde achi, I am a Cancer patient, day to day improve hochhe, Maa sobsomoy achen, I believed it. Joy Maa.
Eto sundar gaan sune santi pelam .maharaj ke sato koti pranam janai .darun gala .
জয় মা
মাগো তোমার পদতলে সকলকে ঠাঁই দিও মা । মহারাজের কন্ঠে এই গান বার বার শুনে ও মন ভরে না।। শ্রদ্ধেয় মহারাজ কে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।
গানটি শুনে আমার মন ভরে গেল ।মহারাজ প্রণাম নেবেন 👃🌹👃🌹👃🌹👃🌹
প্রতিদিন আমার অন্তর ছুঁয়ে যায় পূজনীয় স্বামীজি আপনার এই পরিবেশনায়। অপরিমেয় শ্রদ্ধা ও প্রণাম গ্রহন করুন আমার 🙏
আপনার প্রতিটি সঙ্গীত ঠাকুর মা স্বামীজির সব সময় আমার অন্তর স্পর্শ করে। আমি মৃত্যুশয্যায় শুধু অশ্রুসিক্ত নয়নে প্রণাম করি মনেপ্রাণে দিব্ব্যত্রয়ীর শ্রীচরণে 🙏
আপনার প্রতি দিব্ব্যত্রয়ীর কৃপা অবশ্যই আছে।
এত সুন্দর গান অন্তর যেন শুদ্ধ হয়ে যায়
মহারাজ আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে মা য়ের গান শোনাবার জন্য আমি আপনার গান গূ লশূনেহারমনিয়ামেতুলেথাকি
মা গো সর্বদা তুমি আমাদের মনে থাকো জয় মা সারদা 😀😀😀😀😀😀😀😀😀😀😀☺☺☺☺☺☺☺😊😊😊😊😊😊
জয় মা সারদা তুমি ভবতারিণী তোমাকে নমস্কার কৃপা কর মা
জয় মা মাগো তোমার শ্রীপদ তোলে ঠাঁই দাও
Bar bar sune te bhalo lage.maharaj apnake pranam.apurba .
খুব সুন্দর গান শুনেছি মহারাজ অসাধারণ আমার প্রনাম,🙏👌❤️ জয় মা 🙏🙏🙏🌹🌹🌹
প্রণাম মহারাজ যদি দয়া করে, উঠ গো করুণাময়ী খোলো গো কুটির দ্বার এই ভ্জ্ন টি একটি বার আপনার কণ্ঠে শোনান নিজেকে ধন্য মনে করব। প্রণাম নেবেন ।জয় মা , জয় ঠাকুর , জয় স্বামীজি 🙏🙏🙏🙏
Emon modhur gaan Aaron pabi,
Emon Divyo naach aar pabi ne
NaderNimai aabar naachei bhokto shone
Ramakrishna preme motto
hokto naachichhe re
Ore tora dekhobi jodi chole...🙏🙏🏻🙏🏻🌹🌷🌹🌷
Apurba, apanar gan hridoy sparso kare,Pranam Thakur, Maa, Swameje,Pranum Moharaj.
Maharaj apnar gaan sab samay Khub bhalo lage.
Sashrodhho pronam neben.🙏🌺🌻🌼🌹🙏 0:55
জয় মা🙏 মহারাজের মধুর কণ্ঠে গান শুনে মন ভরে গেলো প্রণাম নেবেন মহারাজ
এই গান শুনে মনটা ভরে গেল ।অপূর্ব এই গান আমাদের হৃদয়কে স্পর্শ করে ।
মাগো তোমার চরণে আমার শত শত কোটি প্রণাম জানাই।
মাগো সদাসর্বদা হৃদয়ে থেকো। তোমার শ্রীচরণে ঠাঁই দিয়ো মা। মহারাজের দরদী কণ্ঠে মাতৃ বন্দনা মনে পরম শান্তি পাই। বারবার শুনেও আশ মেটেনা। চোখ বন্ধ করে মনে হয় যেন মায়ের চরণতলে বসে আছি। জয় মহামাঈ 🙏🙏🙏🙏 আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন মহারাজ। 🙏🙏
Joy Mago,,Valobasay Vara Mago..,,🌺🌺🌺🌺🌺👐👐👐👐🌺🌺🌺👐👐.Amader Vule Theko na .Mago..,👐👐👐👐🌺🌺🌺🌺👐👐.Tomar Meye Ketaki.🙏🙏🙏🙏.. pranam Nao Magoo..
P
0
😊
🎉ন
ণ@@ketakilahiri4951
মহারাজকে আমার শত কোটি প্রণাম জানাই।
খুব সুন্দর গান।🙏🙏🙏
Khub sundor laglo bhajan joy ma sadara🙏
Joy ma jogodhatri ma sharoda moyi tomar chorone amar moti goti orpon korlam ma ,sweekar koro ma,saunok babu ,ki dorodiya konthe gan khani gailen mon pran juriye gelo ,aaha ki shantimoy hoye uthelo mon ,❣️🙏❣️🙏❣️🙏❣️🙏❣️🙏🍁🌺🌺🌺🌺🌺🍃🍃🍃🍃🍃
শ্রীগুরুচরণে ভক্তি ব্যতীত তাঁর আশীর্বাদ মেলেনা।আর গুরু আশীর্বাদ না পেলে ঈশ্বরের করুণা পাওয়া অসম্ভব। একমাত্র গুরুদেব পারেন ঈশ্বর দর্শনের পথের দিশা দেখাতে।অতএব গুরুদেবের আশীর্বাদ পেতে যত্নবান হতে হবে সকলকে।জয় গুরুদেব।অধমের ভক্তিপূর্ণ প্রণাম নিও তোমার ঐ শ্রীচরণে।
গুরদেবকে আমার শত কোটি প্রণাম জানাই।❤😂
মহারাজ আপনার কন্ঠে মায়ের গান শুনে মাকে হৃদয়ে অনুভব করতে পারি। আমার সশ্রদ্ধ প্রনাম নেবেন। 🙏🙏🙏🙏
জয় ঠাকুর আমার শত শত কোটি প্রণাম জানাই।❤😂
অপূর্ব অসাধারণ মধুর সুর শুনে প্রাণ জুড়িয়ে গেলো। মহারাজ আপনি আমার 🙏 নেবেন।
Eiganti maharajer sumadhur kanthe sune tripti metena,aro barbar barbar sunte ichca kare.prnam maharaj, sustha jiban kamona kori.
Jay maa 🙏🏻🙏🏻🙏🏻khub valo laglo. Maharaj k amr praner pronam janai.
মা সত্যিই আছেন আমাদের কাছে অপূর্ব সঙ্গীত
মা আছেন আর থাকবেন। মায়ের উপস্থিতি সবাই অনুভব করতে পারি। মা স্নেহময়ী। মায়ের আশীর্বাদ সবার উপরে আছে। অনুভব নিজের উপর। মায়ের চরণে শতকোটি প্রণাম ।🙏🙏🙏
🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
মহারাজ আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন🙏🙏🙏
Pronam maa go
জয় মা জগৎজননী 🙏🙏🙏🌺🌿🌺🌿🌷🌿🌷
জয় মা জয় মা জয় মা 🙏🌺🙏🌺🙏🌺
জয় মা সারদা মুনি তোমার শ্রী চরণে আমার প্রণাম জানাই। মহারাজের গান শুনে আমার মনটা মুগ্ধ হয়ে গেল। অসাধারন ❤❤
Ki apurba matrí bañdana Joy maa Jagat janani🙏🌺♥️🙏🌺♥️🙏
প্রনাম ঠাকুর মা স্বামীজি 🌹🌹🌹
প্রনাম মহারাজ গন 🌹🌹🌹
Pronam Neben Maharaj ji Monta vora galo 🙏🙏🙏🌺🌺🌺
অসাধারণ গলা আর কথা স্বর্গীয় সুখ অনুভব করলাম।
পূ
পূজনীয় মহারাজের চরণে শতকোটি ভক্তি পূর্ণ প্রনাম নিবেদন করলাম ,যেমন সুন্দর কথা, তেমন সুন্দর সুর , মহারাজ এমন সুন্দর আবেগ দিয়ে মায়ের চরণে নিবেদন করছেন, এতে ভালো হয়েছে গান টা বারেবারে শুনে ছি মহারাজ আপনি ভালো থাকবেন, আমাদের আশীর্বাদ করবেন মায়ের চরণে মনটা রেখে মায়ের স; পারে থাকতে পারি , জয়মা জয় ঠাকুর জয় স্বামী জী চরণে শতকোটি ভক্তি পূর্ণ প্রনাম নিবেদন করলাম
অনেক শ্রদ্ধা প্রণাম জানাই
Jagatjanani Shri Shri Ma er shri pada padme muhurmuhu pranati janai 🙏🙏🙏🙏🌺🌹🌹 . Maharaja er konthe sangeet sunte sunte Mayer padatale pouche gelam mone hochche .🙏🙏🙏🙏
জয় ঠাকুর। শোক দুঃখ নিবারণ করো,প্রভু।
প্রনাম নেবেন মহারাজজী, অপূর্ব সুন্দর গান। আরও গান শোনাবার অনুরোধ রইল।
Swami. Shibadhi. Sa. Nanda. Maharaj. Ji.
Aponi. Ja. Amer. Koto. Prio.
Jamon. Aponer. Gaan. Tamon. Àponer. Surala. Misty. Vasha
Valo. Thakun.
Anonda. Thakun.
Samna. Pachona. Sarbotoo
Maa. Achan. Chilan. Thakban
🌹🌹❤️🙏🙏❤️🌹🌹
SwameShibadhi. Sananda. Maharaj. Ji. Koto. Boro.
Shadhok. Hola. Ato. Sunder. Gaan. Gaoya. Jata. Para.
Valo Thakban.
Apurbo notun ganti! Mayer charone pronam janai.Maharajke amar praner pronam janai.
❤.খুব ভাল লাগল অপূর্ব সুন্দর গান
Ki Bolo Janabo Ja Aboner Gane Anonda Anondo Sudhu Anonda Valo Thakun Khub Darkar Aponader Moton Sadhu Sarnnasi God Bless
Jay maa sarada moni kripa koro doya koro maa pronam neo🙏🙏🙏🌺🌺🌺🌼🌼🌼🌻🌻🌻🌹🌹🌹❤❤❤🙏🙏
অপূর্ব সুন্দর অপূর্ব অপূর্ব । প্রনাম মহারাজ।
জয় মা জয় মা, অসাধারণ গান শুনলাম,
প্রনাম মহারাজ।
খুব ভালো লাগলো। আরও গান Post করবেন
Saradamomi ,Shree Ramkrishna Songho Jononir Shree Padpadme janai amar sashroddho, Vokti purno sotokoti praner Pronam ❤️🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺❤️ Ma। Ma Tumi Daya kore amar Pronam ❤️🙏🙏❤️ grohon koro Ma r sokoler mongol koro Ma। Moharajji , Aponakeo janai amar sashroddho, Vokti o bhalobasha purno Praner Pronam ❤️🙏🌷🙏🌷🙏🌷🙏❤️ । Khub bhalo laglo Aponar Nuton Matree Bandana Geeti। Bhalo thakben, sustho thakben sabai Dibyo Troyir Kripay 🌹🙏🙏🙏🌹। Somosyay na pori jen Please Mjji। Khub Bishwas kori।
Kub sundor konto kota o sur mon santo hoe gelo pronam
প্রনাম মহারাজ,,,অপূর্ব গানের কথাগুলি,,,,প্রনাম মা সারদা মনি 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏
অপূর্ব রচনা ও অপূর্ব প্রস্তুতি।
খুব সুন্দর।মন প্রাণ দরদ দিয়ে এত সুন্দর করে মায়ের কাছে মিনতি করে আমাদের সকলের হয়ে যেন মহারাজ আকুল প্রার্থনা জানালেন মাকে, আন্তরিক ভক্তিপূরনো প্রণাম নেবেন মহারাজ।
জয়মা
🛐
মহারাজ আপনার সুমধুর কন্ঠে গান শুনে আমার হৃদয়কে ছুঁয়ে গেল।
জয় মা 🌻🙏🌻
🌺🌻🌷❤️ Joy Joy Bhagoban sree Ramkrishna Paramhans Deb ki joy pronam ratul charane kripa karo thakur santane. Joy joy sree MAA Sardamoni Debi ki joy pronam ratul charane kripa karo maa santane 🌺🌼❤️🌷
Apurbo poribesona pronam Moharaj 🙏🌷🙏🙏🙏🪷🙏🪷
Ramkrishna sharanam
Ki sundar gan er wording, maharaj er apurbo voice, maharajera vishan darad diye gan karen, mane hay gala diye madhu jharche & amar ichha kore sara din bose gan gulo suni. Nijer man vishan santo ar holly hoye jay
আহা বড় ভালো লাগলো। প্রণাম মহারাজ🙏🙏🙏
Swameshibadhisananada Maharaj. Ji. Aponader. Anonda. Thakta.
Dhakha. Rekha. Nath. Khub. Khuci
Kontha. Gaan. Ala Anonda. Asba
🌹🙏🙏🌹Pronam. Niban.
Ame. Aponader. Valobasa. Paya
Dharnno.
Sri. Choron. Duty. Dharita. Diban
Sariya. Niban. Na
Manush. Satto.
মা রে তুই তোর বয়স ও যত টুকু শিখেছিস সে অনুযায়ী খুবই সুন্দর করে নিজের মত করে গাইলী। খুব ভালো। আরও বড়ো অনুশীলনের মধ্যে দিয়ে আরও বড়ো শিল্পী হও। এই গানে তবলার একটি বিশেষ ভুমিকা আছে। সেইটি তোকে আরো তুলে দিতে পারতো।
অপূর্ব, মন ছুঁয়ে গেলো।মা তো আছেন ই।তাঁর আশীর্বাদ ছাড়া আমরা চলতে পারি না । মহারাজ কে প্রণাম ,আমাদের এতো সুন্দর গান উপহার দেয়ার জন্য । 🙏🙏
SuvosakL maago tomar chorana amader pronam janeya amader din surujoy ma🙏🌺🙏🌼🙏🌺🙏🌼🙏🌺🌺🙏💖💖💖
প্রণাম নিও মা 👃 🌷👃🍁👃🌺👃🌻👃🍁
প্রণাম ঠাকুর মা ও বিবেকানন্দ ।
Jotoi shunchi totoi shunte ichhe korche. Pronam Ma
জয় জগৎতের মাতা জগজ্জননী মা সারদামণি তোমার রাঙ্গা শ্রীচরণ দুটিতে শতকোটি প্রণাম জানাই আমার মা
প্রনাম আমাদের সকলের সারদা মা। তুমি সর্বদা আমার সাথে সাথে,স্মরনে, মননে থাকো,এই আমার প্রার্থনা। শ্রদ্ধেয় মহারাজের এই আকুতি ভরা অসাধারণ সুন্দর গান আমাদের মনকে মায়ের চরনে নিয়ে যায়। খুব আনন্দিত হলাম।
0p
@@SouravMandal-ux3qd
@@sainickp1131 0
Maharaj ji Pronam Niban Khub Valo Thakban
মা সারদা তুমি সবার দুঃখ দূর করো। কি অপূর্ব গান ।মহারাজ কে আমার প্রণাম। 🙏🙏🙏🙏🙏
Joy JagathJananee Sarada Mani PranamamyHam 🌻🌻🌻🌻🙏🙏🙏
জয়😊মা😊স।রদা😊মনি😊 তোমার 😊চরণে😊 শতকোটি পন। ম
Ki sundor gola,mon bhore gelo.
প্রণাম মহারাজজী,জয় মা🙏🙏❤
Apurba Apurba MAGO mon chuye jay MAHARAJJI I kanthe gaan shune PRONAM MAA PRONAM MAHARAJJI
Nutan Matree Bandana aj shunlam , khub bhalo laglo ❤️🙏🙏❤️।
Joy maa pronam nio 🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺
অসাধারন তন্মাত্রা পেলাম এই গানটিতে মহারাজ। বলার ভাষা খুঁজে পাচ্ছি না। সশ্রদ্ধ প্রনাম জানবেন।
আহা কি আনন্দ পেলাম, মহারাজ প্রনাম নেবেন।
প্রণাম জানাই মা গো, তুমি মঙ্গলময়।
গানটি এত ভাল লাগে ভাষায় প্রকাশ করতে পারবো না। জয় মা, জয় মহারাজ।
Thakur ,Ma Jogotjononi Korunamoyee Saradeshwari Jononi o Swamiji ke janai amar antarer shroddha o vokti purno praner Pronam ❤️🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹❤️ Probhu . Moharajji ke janai amar antarer shroddha o vokti Pronam ❤️🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹❤️.Matree Bandana Geeti khub bhalo laglo.
মহারাজ জী আপনাকে কোটি কোটি প্রণাম। দারুন গেয়েছেন 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
জয় মা । প্রণাম নিও মা।