Chandril Bhattacharya And Sanjay Mukherjee on West Bengal's name change proposal @ ABP ANANDA

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024

КОМЕНТАРІ • 201

  • @surajghosh2.O
    @surajghosh2.O 3 роки тому +16

    এই মানুষটার কথা শুনতে প্রচন্ড ভালোলাগে.. অনেক জ্ঞানের সাথে হিউমার-এর দারুন মিশ্রণ 🤗🤗❤️❤️

  • @niveditasarkar907
    @niveditasarkar907 5 років тому +79

    Chandril sir apnar boktobyo sunle kharap thaka mon apna apni valo hoye jay..gaye kata dey amar..asadharan bolechen..

    • @sufaldas3582
      @sufaldas3582 3 роки тому

      Naam khubi guruttopurno. Kana-r naam poddolochon hoyata inappropriate, thik serokomi west Bengal naamti inappropriate aajker bharote. Bangla naamti appropriate desher ei aongsotir jonno.. Desher ei aongsotir sathe bangladesh ek hoye bharoter aongo hoyar sombhabona nei borong anek bangladeshi bharoter ei aongsotike tader desher aongo korar pokhopati ja ek bharotio kokhono chaibe na.

  • @advocatesaptarshiaichsarka4140
    @advocatesaptarshiaichsarka4140 5 років тому +41

    সুভাষবাবু, অত পূর্ববঙ্গ পূর্ববঙ্গ করবেন না, পূর্ববঙ্গ থেকে আপনার আমার মত লোকজনের পূর্বপুরুষদের খ‍্যাদানোর পরে এই এপার বাংলার ভূমিই আমাদের ঠাঁই দিয়েছে, তাই ওপারের প্রতি আপনাদের মত চোখ খুলে ঘুমানো লোকজনের এই অদ্ভূতুরে প্রেমটা আমায় বড্ড অবাক করে।

    • @abhijitpal9880
      @abhijitpal9880 4 роки тому +2

      👍👍👍👍

    • @sudeshnamondal2055
      @sudeshnamondal2055 3 роки тому +2

      👍👍👍👍👍👍

    • @victorbose6699
      @victorbose6699 3 роки тому +4

      দাদা বক্তব্যটা কি আদৌ বুঝেছেন? উনি পূর্ববঙ্গ পূর্ববঙ্গ করেননি তিনি বলেছেন বাংলা নামটা হলে কোন ক্ষতি নেই বক্তব্য টা ভালো করে আর একবার শুনুন। "পূর্বপুরুষ খেদানো"এ শব্দগুলো প্রয়োগ না করলেই ভালো হয়, উনি একজন অধ্যাপক মানুষ সেই সম্মানটুকু উনাকে অন্তত দিন মানুষকে সম্মান করলে আপনার ও সম্মান বাড়বে।

    • @advocatesaptarshiaichsarka4140
      @advocatesaptarshiaichsarka4140 3 роки тому +7

      @@victorbose6699 @Victor Bose অধ্যাপক হবেন উনি ওনার কর্মস্থলে, আমি আইনজীবী আমার কর্মস্থলে, আপনি আপনার পেশাগত কর্তব্য পালন করেন আপনার কর্মস্থলে তার জন্য সমাজে আলাদা করে সম্মান কী করে জানাতে হয় তা কোন অভিধানে লেখা? 'পূর্বপুরুষ খ্যাদানো' কথাটা শুনলে যদি ওনার সম্মান হানি হয় তা'হলে সেটা ওনার সমস্যা। সত্যিই যেটা হয়েছে সেটা বলেছি। আর ওনার যদি এ-নিয়ে কোনও সমস্যার উদ্রেক হয় উনি নিজে বলুন আমি উত্তর দেবো, অযথা নীতিপুলিশি করতে গিয়ে আমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখানে বমনধৌতি করতে আসার বাতুলতা থেকে নিজেকে বিরত রাখা বাঞ্ছনীয়, নচেৎ কীটনাশক সহযোগে পরিষ্কার করতে বাধ্য হব।

    • @victorbose6699
      @victorbose6699 3 роки тому +2

      @@advocatesaptarshiaichsarka4140 আইনজীবী হয়েছেন খুব ভালো কথা তাহলে সমাজের নীতি, আদর্শগুলো বোঝার চেষ্টা করুন। অবশ্য সেই ইচ্ছা আপনার আছে বলে মনে হয় না। পূর্বপুরুষ খ্যাদানোর মাধ্যম দিয়ে ওনার অপমান হলো কিনা এখানে সেটা বোঝাতে চাওয়া হয়নি, যেটা বোঝাতে চাওয়া হয়েছে সেটা হল এই ধরনের কথাগুলো একটা জাতির বিভীষিকাময় অতীত গুলোকে তুলে ধরে। মত প্রকাশের স্বাধীনতায় আড়ালে কুরুচিকর মন্তব্যের প্রয়োগ ঘনঘন। সম্মান জানানোর জন্য অভিধান এর প্রয়োজন পড়ে না মনুষ্যত্ববোধটাই যথেষ্ট ।
      সভ্য হন, ভদ্র হন আফটার অল আইনজীবী বলে কথা।
      ধন্যবাদ ভালো থাকবেন।

  • @user-ye3pl4dn4s
    @user-ye3pl4dn4s 4 роки тому +45

    loke Meme dekhe moja neyy....R ami chandril babu Real katha gulo sune baddo Valo lageee

  • @rupkarmakar4024
    @rupkarmakar4024 4 роки тому +17

    We need chandril back in abp ananda

  • @KM14003
    @KM14003 3 роки тому +7

    চন্দ্রিলবাবুর বক্তব্য খুবই যুক্তিপূর্ণ l

  • @ajantrik7342
    @ajantrik7342 3 роки тому +8

    এই জন্যই স্যার ( সঞ্জয় মুখোপাধ্যায়) এ সময়ের বাংলার শ্রেষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি সমস্ত কিছুর গভীরে গিয়ে সত্যকে উদঘাটন করেন। আর অসাধারণ অভিব্যক্তিতে সত্যের থেকেও অধিক কোনো দৃষ্টিকে জাগিয়ে দিয়ে যান।

  • @SubhankarMondal-md4ox
    @SubhankarMondal-md4ox 4 роки тому +29

    যারা চন্দ্রিল বাবুর সাথে একমত তারা লাইক দাও ।

  • @biswa885
    @biswa885 5 років тому +36

    আহঃ উত্তর প্রদেশ। 😂

    • @aniketdatta2450
      @aniketdatta2450 4 роки тому +9

      নোবেল ঘোঁতোন।

    • @biswa885
      @biswa885 4 роки тому +2

      @@aniketdatta2450 😂

    • @sufaldas3582
      @sufaldas3582 3 роки тому

      Naam khubi guruttopurno. Kana-r naam poddolochon hoyata inappropriate, thik serokomi west Bengal naamti inappropriate aajker bharote. Bangla naamti appropriate desher ei aongsotir jonno.. Desher ei aongsotir sathe bangladesh ek hoye bharoter aongo hoyar sombhabona nei borong anek bangladeshi bharoter ei aongsotike tader desher aongo korar pokhopati ja ek bharotio kokhono chaibe na.

  • @sivombasak4681
    @sivombasak4681 5 років тому +8

    Jokhon net kom tokhoni onar interview dakhi r 5 mi basi dakhahoi na😃

  • @anirbandaschakraborty7243
    @anirbandaschakraborty7243 3 роки тому +4

    অসাধারণ যুক্তি।

  • @tanturakshit7410
    @tanturakshit7410 Рік тому +1

    'নামকরণ আসলে লাউয়ের বোটার মতো ,লাউকে ধরে থাকা যেমন বোটার কোনো স্বার্থকতা নেই , নামকরণ ও সেই রূপ।'

  • @arnablahiri7023
    @arnablahiri7023 5 років тому +38

    আমি একমত চন্দ্রিল বাবুর সাথে

    • @sufaldas3582
      @sufaldas3582 3 роки тому

      Naam khubi guruttopurno. Kana-r naam poddolochon hoyata inappropriate, thik serokomi west Bengal naamti inappropriate aajker bharote. Bangla naamti appropriate desher ei aongsotir jonno.. Desher ei aongsotir sathe bangladesh ek hoye bharoter aongo hoyar sombhabona nei borong anek bangladeshi bharoter ei aongsotike tader desher aongo korar pokhopati ja ek bharotio kokhono chaibe na.

  • @shayankumarpaul
    @shayankumarpaul 3 роки тому +9

    স্পেনেও স্প্যানিশ চলে আবার সাউথ আমেরিকা তেও , তার মানে তারা দুজনেই কি একই ?
    বাংলাদেশ আর আমাদের মেন্টালিটি তে অনেক পার্থক্য আছে , ওটা বহুদিন আগেই মৌলবাদী দেশে পরিণত হয়েছে এবং আমাদের দেশ কখনোই মৌলবাদী ছিলনা আর হবেও না , এটাই মূল কারন ।

    • @shovonhasan7404
      @shovonhasan7404 3 роки тому +2

      এসব অদ্ভুত কথা কোথা হতে পান ??? সাউথ আমেরিকা ছিলো স্পেনিশ কলোনী , তাই ওদের ভাষা স্পেনিশ । বাংলার ইতিহাসই ভিন্ন, পূর্ব ছিলো পাকিস্থানের কলোনী ; অন্যদিকে পশ্চিম ভারতীয় যুক্তরাষ্ট্রের অংশ । মেন্টালিটির তফাত তো আরো অনেক বেশি অসমীয়া আর বাঙালির মাঝে - তাহলে তাদের সাথে একরাষ্ট্রে কেনো আছেন ???

    • @srinjoydeb7701
      @srinjoydeb7701 3 роки тому

      @@AnindyaSDas-qk7sb natok dekhe desh bichar...😀😀😀😀

    • @--united--states--of--bang131
      @--united--states--of--bang131 2 роки тому

      Tura moulo badi na hola assame Muslim nidon kortesis keno? Shala mittuker dhol

  • @suvojitmondal6775
    @suvojitmondal6775 3 роки тому +6

    সঞ্জয় স্যারের যুক্তি খুবই দূরবর্তী এবং এক্কেবারে সরাসরি।ওনার বক্তৃতা একইসাথে তথ্যপূর্ণ ও বটে

  • @commonmansdemocracy2443
    @commonmansdemocracy2443 4 роки тому +29

    নামে কি এসে যায়। কাজের কাজটা হোক। চন্দ্রিল বাবু ভালো করেই জানেন এটা একটা ফালতু আলোচনা।

    • @sufaldas3582
      @sufaldas3582 3 роки тому

      Naam khubi guruttopurno. Kana-r naam poddolochon hoyata inappropriate, thik serokomi west Bengal naamti inappropriate aajker bharote. Bangla naamti appropriate desher ei aongsotir jonno.. Desher ei aongsotir sathe bangladesh ek hoye bharoter aongo hoyar sombhabona nei borong anek bangladeshi bharoter ei aongsotike tader desher aongo korar pokhopati ja ek bharotio kokhono chaibe na.

    • @Tanmay_Bhattacharya
      @Tanmay_Bhattacharya 3 роки тому

      Aapni Allahabad theke Prayagraj, Mughalsarai theke Din Dayal Upadhay naamkoron ke support koren? Jodi koren tahole ekhane bole nijeke hypocrite proman korlen.

  • @kabirstutorial7119
    @kabirstutorial7119 4 роки тому +7

    chandril is awesome

  • @koustavchowdhury7817
    @koustavchowdhury7817 2 роки тому +2

    1905 সালের বঙ্গভঙ্গের আগে বিহার পূর্ব ভারত বা বাংলার অংশ ছিল ।

  • @abhishekkayal6610
    @abhishekkayal6610 3 роки тому +2

    khub sundor bangaliyana katha batra darun..

  • @Arunava_Sar
    @Arunava_Sar 3 роки тому +3

    🔴 India , will be ❤️🙏
    The great India ❤️🙏 is from ancient times ❤️🙏
    Jai Bharat ❤️🙏

  • @iarikm
    @iarikm 8 місяців тому +1

    অবশ্যই পশ্চিমবঙ্গ
    যদি এগিয়ে আনতে হয় তাহলেও English এ Paschimbanga লেখা হোক তাতেও তো কিছুটা এগিয়ে আসবে।

  • @aradhyabasak3a_666
    @aradhyabasak3a_666 2 роки тому +1

    চন্দ্রিল r theke সুমনের অনেক কিছু শেখার আছে।really।

  • @arindampal2926
    @arindampal2926 2 роки тому +2

    Chondril babu একটু বেশী আঁতেল l উনি ভাবেন উনি একাই যুক্তিবাদী। বাঙালির সমালোচনা রবীন্দ্রনাথ কে মানায়। ওনাকে মানায় না। এগুলো বোধ হয় অহংকার থেকে আসে। আর বাঙালির ধর্ম কেবলমাত্র বাঙালির নিন্দা করা নয়। যে নিজেকে সন্দেহ করে সেই পারে সবক্ষেত্রেই সবার আগে নিজের জাতির নিন্দায় মত্ত হতে।

    • @debukhatuya5218
      @debukhatuya5218 2 роки тому

      ও একটা ফালতু।এবিপি র কাজ ই এই অপদার্থ টাকে নিয়ে বসেপড়া।

  • @khusir
    @khusir 9 місяців тому

    I Completely agree with sanjay sir

  • @aradhyabasak3a_666
    @aradhyabasak3a_666 2 роки тому +4

    বাংলা সংস্কৃতি এক ই থাকবে পূর্ব হক বা পশ্চিম যায় হোক না কেনো,দুই বাংলার লোক e bangla কে ভালোবাসে যেমন amra,amar বাংলা আমি তোমায় ভালোবাসি।এই গান টা বাংলাদেশেই ভীষণ ভালোবাসা এবং emotion diye Gaye।২১,৩০ta bokar মত।

  • @arindampal2926
    @arindampal2926 3 роки тому +7

    চন্দ্রীল বাবু মনে হয় ভুলেই গেছেন ভারতবর্ষের যতটুকু সংস্কার হয়েছে বাঙালির জন্যই ।

    • @arindampal2926
      @arindampal2926 2 роки тому

      একদম। এটা ছদ্ম আধুনিক বাঙালির একটা বৈশিষ্ট্য। mr. chandril বোধ হয় এক নম্বর জায়গাতেই আছেন সেই দিকে।

  • @dhirajchakraborty5553
    @dhirajchakraborty5553 2 роки тому

    It has some historic fervent.

  • @studymarket5201
    @studymarket5201 4 роки тому +2

    Great concept

    • @sufaldas3582
      @sufaldas3582 3 роки тому +1

      Naam khubi guruttopurno. Kana-r naam poddolochon hoyata inappropriate, thik serokomi west Bengal naamti inappropriate aajker bharote. Bangla naamti appropriate desher ei aongsotir jonno.. Desher ei aongsotir sathe bangladesh ek hoye bharoter aongo hoyar sombhabona nei borong anek bangladeshi bharoter ei aongsotike tader desher aongo korar pokhopati ja ek bharotio kokhono chaibe na.

  • @sarbajitghosh5244
    @sarbajitghosh5244 2 роки тому

    আচ্ছা, আপনাদের হাউসের অনিন্দ্য জানা ওরফে অজানা সঞ্চালক কেন সুট টাই পড়ে থাকে জিজ্ঞেস করল না তো, গায়ক অনুপম রায়কে?

  • @aradhyabasak3a_666
    @aradhyabasak3a_666 2 роки тому

    Or jukti gulor সামনে বাকি লোক gulor যুক্তি ভীষণ দুর্বল lage,chondril ke asadharan ব্যাক্তিত্ব।🙏

  • @swapanmukherjee948
    @swapanmukherjee948 2 роки тому +1

    নাম বদল শুধুমাত্র নিজস্ব শখ . পাগলামি.

  • @rukminidebi7665
    @rukminidebi7665 4 роки тому +5

    👍

  • @user-uv3lr1no9l
    @user-uv3lr1no9l 2 роки тому

    এখন বাংলার পরিভাষায় হচ্ছে বাংলায় কথা বললেই বাঙালি। প্রকৃতপক্ষে আমরা কেউ বাঙালি কিনা সন্দেহ আছে আমাদের বাঙালির চরিত্রগত ব্যাপারটা সবার আগে, পুরোপুরি স্বনির্ভর বাঙালি হতে গেলে বাঙালির আত্মমর্যাদা আত্মসম্মান নিজের ধর্ম সম্বন্ধে জ্ঞান এবং দেশাত্মবোধ ও জাতীয়তা বোধ বা চেতনা আছে কিনা সেটাই হচ্ছে বড় কথা। সত্যি কথা বলতে কি আমরা এখন ককটেল কিংবা (ও চ্যাট এ )মার্কা বাঙালি । ওপারে ধর্মান্তরিত মুসলিম ধর্ম অবলম্বী নতুন বাঙালি জানা যেতে পারে আর এপারে পশ্চিমবাংলায় নাস্তিক বাঙালি বলা যেতে পারে।

  • @SleepyPrinter-sp8sv
    @SleepyPrinter-sp8sv Місяць тому

    চন্দ্রিল দা বাংলার আইকন

  • @parthachakraborty5437
    @parthachakraborty5437 4 роки тому +1

    Khub sundar aalochona.

    • @sufaldas3582
      @sufaldas3582 3 роки тому

      Naam khubi guruttopurno. Kana-r naam poddolochon hoyata inappropriate, thik serokomi west Bengal naamti inappropriate aajker bharote. Bangla naamti appropriate desher ei aongsotir jonno.. Desher ei aongsotir sathe bangladesh ek hoye bharoter aongo hoyar sombhabona nei borong anek bangladeshi bharoter ei aongsotike tader desher aongo korar pokhopati ja ek bharotio kokhono chaibe na.

  • @sanandadey6333
    @sanandadey6333 3 роки тому +2

    Ashadharan

  • @kushcg757
    @kushcg757 3 роки тому

    চন্দ্রিল বাবু গৌর রাজত্ব নাম শোনেননি, অদ্ভুত ব্যাপার........ গৌর বাংলা প্রসঙ্গে এ কী বললেন!

    • @AbhijitDas-yq2sw
      @AbhijitDas-yq2sw Рік тому

      Gour bangla na bole gourbongo holei bhalo ba bongobhumi bhalo

  • @jayantasarkar2532
    @jayantasarkar2532 3 роки тому +1

    পশ্চিমবঙ্গের নাম "বাংলা" তো করবেন, কিন্তু তা 50, 60 না 70, সেটা ঠিক হয়েছে কি?

  • @sumanadhikary8679
    @sumanadhikary8679 3 роки тому +2

    Tahole ki INDIA naam paribartan Kore sudhu BHARAT korte hobe ?

  • @mehedikabir4897
    @mehedikabir4897 4 роки тому +1

    Awesome

  • @thebongmedia8042
    @thebongmedia8042 4 роки тому +2

    Chandril babu apni sera

  • @iasmind65
    @iasmind65 3 роки тому

    Aha, Uttar Pradesh!

  • @edes6286
    @edes6286 3 роки тому +1

    Bhenge Jawa samporko hok ba aayna jor kore ta jora jayena, daag ta thekei Jaye. Poschimbanga naam tai akhon tar nijaswatar porichoy.

  • @shortselong4373
    @shortselong4373 3 роки тому +4

    Pisi asole united states of Bengal korte chaiche. To merge with Bangladesh and emerge as a seprate country.
    This is a threat to national integrity.

    • @aritrasarkar1134
      @aritrasarkar1134 3 роки тому +1

      Tor Bap ke Bol Bihar a giye thakte....Bihari Dalal

    • @shortselong4373
      @shortselong4373 3 роки тому +1

      DP ta thekei bojha jache apnar pedigree. R lojjito korben na nijeder. Football niye bola to chere diyechi..social aspect gulo teo apnara zero.

    • @kingdomofsaqulu7623
      @kingdomofsaqulu7623 3 роки тому +1

      @@aritrasarkar1134 Sei Jonnei toh NRC kore toder moton Bangaal choda der Oparei Pathabo , jeta tor Baap er Desh.
      AMRA INDIAN . TORA OBOIDHO BANGLADESHI

  • @stormtrooper4718
    @stormtrooper4718 3 роки тому +3

    ese geche bangalir dhamadhari...bangla culture er ekmatro dharok o bahok...jini mone koren, tini chara r sobai nikrishto r bipothgami r sarbotta hin...tini ekai bangla songoskriti ke tene nie cholechen ekar kandhe...othocho roddur roy somporke apamor culture bichhino bangali protibad korleo unar kono boktobbo nei...sotti, rajje R ektai bangali su-chintok, beche ache..se holo chandril...r baki amra sobai to bangalo jaat er kolonko

  • @jayantamandal6591
    @jayantamandal6591 3 роки тому +4

    চন্দ্রিল বাবু ১০০% ঠিক বলেছেন।

    • @sufaldas3582
      @sufaldas3582 3 роки тому

      Naam khubi guruttopurno. Kana-r naam poddolochon hoyata inappropriate, thik serokomi west Bengal naamti inappropriate aajker bharote. Bangla naamti appropriate desher ei aongsotir jonno.. Desher ei aongsotir sathe bangladesh ek hoye bharoter aongo hoyar sombhabona nei borong anek bangladeshi bharoter ei aongsotike tader desher aongo korar pokhopati ja ek bharotio kokhono chaibe na.

    • @jayantamandal6591
      @jayantamandal6591 3 роки тому

      @@sufaldas3582 Sir,বিষয়টা এই ভাবে দেখেছি যে, যেখানে রাজ্যের উন্নয়ন নিয়ে জাতীয় স্তরে আলোচনা হয় সেখানে শুধু নামের প্রথম অক্ষরের জন্য শেষে বলতে আসা রাজ্যকে কম সময় দেওয়া হবে কেন বা কম গুরুত্ব দিয়ে সেই রাজ্যের কথা শোনা হবে কেন!! এটা কি একটা পিকনিক নাকি টাইম পাসের আসর!! দেশ ও রাজ্যের গুরুত্বপূর্ণ এই আয়োজনে প্রথমে আসা রাজ্যের ও শেষে আসা রাজ্যের বক্তব্য সমান গুরুত্ব দিয়ে শোনা উচিৎ। আওয়াজটা এই প্রেক্ষিতে ওঠা উচিৎ। তা নাহলে কোন না কোন রাজ্যতো শেষে আসবেই, তাহলে কি সেই রাজ্য উপেক্ষিতই থেকে যাবে চিরকাল। আর কি গ্যারান্টি আছে যে, আমরা West সরিয়ে Bangla বা Bengal করলাম তার আগে অন্য রাজ্য হয়ত নামের আগে দুখানা বা তিনখানা AAA লাগিয়ে আসাম বা অন্ধ্রপ্রদেশ করে নিল। তখন তো প্রতিযোগিতা লেগে যাবে নাম বদলের। তাই নাম বদলের চেয়ে বিষয়ের গুরুত্ব অনুযায়ী সুসংগত সাম্যের আলোচনার দাবি উঠুক। মানে জুতা আবিষ্কারের মত সারা দেশ না ঢেকে শুধু পা দুটোকে ঢাকতে বলছি আর কি। আর নাম, জানবেন প্রতিটা নামের পেছনে ইতিহাস ও ঐতিহ্য থাকে,সেটা ব্যথার বা সুখের হতেই পারে। নাম বদলে দিলে সেই ঐতিহ্য ও ইতিহাসের অবলুপ্তি ঘটে। নাম বদলের পিছনে শাসকের নিজের কাজের স্বাক্ষর রাখার চাহিদা আর প্রজাদের নির্ভেজাল আবেগ বেশি কাজ করে বলে আমার বিশ্বাস। অন্তত ইতিহাস তাই বলে। কোন অতিরিক্ত উন্নয়ন হয় বলে প্রমান নেই। বরং ক্যালকাটা কলকাতা হয়ে কাগজ পত্রে অনেক বিভ্রান্তিই হয়। বেশি বলে ফেললে মাফ করবেন।

    • @sufaldas3582
      @sufaldas3582 3 роки тому +1

      @@jayantamandal6591 partly I agree with you but not fully. For me development and name changing topic is two different things all together.. Not related at all... Ami naam bodol bisoye montobbo korechi. Kon rajjer naam bodol holo naki holo na ta niye ami bhabchi na, ami bhabchi amar rajjoke niye. Naam bodol ta aasole alphabetically upore jaoya noy, naam holo porichoy... Tai ei rajjer naam bangla hoya uchit.. East west north south ei sob sobdo tar sathe noy... Bangladesh amader aongo chilo ta ekhon atit.. Naam jodi porichoy hoy tahole sei porichoy ar ekti bhinno desher sathe joriye thakbe keno... Ei prosonge boli purbo pakistan ki tader naam purbo bongo rekheche naki bangladesh.. Oi desher manush jodi purbo bongo naam na rekhe onno naam rakhte pare tahole amra keno rajjer naam er sathe poschim sobdoti jure rakhbo, Jodio tara tader desher naam ja khusi rakhte pare, as example.. My identity as name comes from my father... Not from my neibour's father..bangladesh is our neighbor now... Our identity cannot come from our neighbors.
      For my ears, Calcutta sounds like a English name which is not the language of this part of India.. Kolkata naamti bangla bhasar moto sonay jeti ekhaner bhasa. Kagoj potre asubidha holeo ta temporary, in a long term.. The name Kolkata sounds very familiar with our language identity.

    • @jayantamandal6591
      @jayantamandal6591 3 роки тому

      @@sufaldas3582 Sir, প্রথমে বলি আমি আপনার স্পোর্টিং স্পিরিট দেখে খুব খুশি। এর আগে কেউ এমন যুক্তি দিয়ে মত বিনিময় করেনি ইউ টিউবে। কোন ভিন্ন মত শুনলেই তারা এঁড়ে তর্ক বা অশালীন মন্তব্য করত। আপনি সত্যিই ধন্যবাদের যোগ্য। এবার বলি আপনি বলেছেন নাম হল পরিচয়। হ্যাঁ, আমিওতো তাই বলছি। নাম হল পরিচয়। সেই পরিচয়ের ভিত্তি যদি ইতিহাস হয়, সেটাই আরো মজবুত ও যুক্তিগ্রাহ্য হয় না কি? আমরা নামের পদবীটাও তো ব্যবহার করি বংশ পরিচয় বহন করতে। ভারতের অন্যান্য রাজ্যেতো বাবার নাম, গ্রামের নাম, জেলা সহ আরো কতকি থাকে নামের সাথে। এইগুলো কি শুধুই নামের ওজন বাড়ানোর জন্য? এইগুলো ব্যক্তির পরিচয় কে তার অতীতের সাথে সম্পৃক্ত করে মজবুত করার জন্য। আমার এত কথা বলার তাৎপর্য এটাই জাস্ট ভালো শোনাচ্ছে না দেখে একটা অর্থবহ একটা কিছুকে নস্যাৎ করা অযৌক্তিক, আপনার কথা অনুযায়ী যদি এর সাথে কোন উন্নয়নের যোগ না থাকে তো। আর নাম যদি বলেন, তাহলে ভগবান শ্রী কৃষ্ণ কেও "বাসুদেব কৃষ্ণ " বলা হত। অর্জুনকেও " কুন্তিপুত্র" বা " দ্রোনশিষ্য" বলা হত। যদিও উনাদের সবাই চিনত। কিন্তু ঐ আপনার কথাই বলব - নাম যেহেতু "পরিচয় " তাই তাদের পরিচয় কে সুপ্রতিষ্ঠ করতে আর নামের সাথে ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে এমন করা হত। সবকিছু আপ ডেট করা যায় ইতিহাস নয়। আর ধরি যদি আমাদের আপ ডেট থাকতে হবে তাহলে এই বিশ্বায়নের যুগে কোন নাম ইংলিশ সাউণ্ড করলে কি এসে যায়। বা কোন নাম প্রাগ- ঐতিহাসিক হলেই বা কি এসে যায়। প্রসেনজিত, চিরঞ্জিত নামগুলো তো প্রাচীন মুনিঋষিদের নাম এইগুলো কি তাহলে এফিডাফিড করে বদলে নেওয়ার দরকার। না, দরকার হতেই পারে পছন্দ না হলে। এটা ব্যক্তিগত। কিন্তু এর মধ্যে কোন সেন্স না থাকলে করাটা শুধুই আবেগ বলে আমার বিশ্বাস। " কলকাতা"র কথা বলছেন - ইংরেজের গোলামি ঘৃন্যতম সন্দেহ নেই, কিন্তু কলকাতাতো ইংরেজদের বানানো শহর। ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর ছিল ক্যালকাটা, লণ্ডনের পর। এখন অনেক মর্ডানাইজেশান হতে পারে কিন্তু সেই পর্যায়ের গৌরব কি আর কলকাতার আছে? তাছাড়া "ক্যালকাটা " নামের পেছনেও একটা ইতিহাস আছে সেইগুলো ভুলে গেলেতো অনেক কিছুই মিলিয়ে যাবে। আর বাংলাদেশের কথা বলেছেন - পূর্ব পাকিস্থানের নাম বদল প্রয়োজন ছিল। কারণ - ১৯৭১ এর পর আর সেটা পাকিস্থানের অংশ ছিলনা। সেটা একটা নতুন দেশের আত্মপ্রকাশ ছিল। জাস্ট শুনতে ভালো লাগার জন্য নাম বদল হয়নি। সেটা সেই ইতিহাসেরি দাবি ছিল। আর তর্কের খাতিরে যদি বলেন কোন দেশ কী করল সেটাই জাস্টিফায়েড এবং আমাদেরো তাই করা উচিৎ তাহলে শুধু বাংলাদেশ কেন চিন, পাকিস্থান, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অনেক পরিবর্তনশীল সংস্কৃতি গ্রহন করতে হয়, যার সাথে কোন বেটারমেন্টের সম্পর্ক নেই । হ্যাঁ, গ্রহন করা যায় উন্নয়নমুখি কোন পরিবর্তনকে,তাও সেটা আমাদের জীবনে খাপ খেলে পরে । আসলে Identity must be based upon it's origin...That make it stronger and meaningful.... আমার এই কথা গুলো ব্যক্তি, স্থান ও জনজীবন সকল ক্ষেত্রেই প্রযোজ্য বলে মনে করি। অনেক কথা বললাম আপনার সাথে কথা বলে ভালো লেগেছে বলে। ভালো থাকবেন।

    • @sufaldas3582
      @sufaldas3582 3 роки тому

      @@jayantamandal6591 divorce er por sei meye ke tar ex husband er title use korte dekhechen.. Oi sob mythology character er dak naam guli apnar bhalo lagle sei anujayi ei rajjer dak naam poschimbongo hote pare ja itihas boye niye chole jemon purbo bongo dak naam ti bangladesh er kintu sei dak naam bhalo naam hote pare na, dak naam ar bhalo naam er modhe parthokko ache. Bongo bhongo er por ek notun rajjer atoprokas ghoteche as you said about atoprokas of the country bangladesh.. So now west Bengal naamti irrelevant ebong itihas dabi janache naam poribortoner thik jemon apnar kothaye bangladesh naamti itihas er dabi.. Ami personality itihas er dabi bole kichu mone kori na karon itihas manush jemon likhbe temon hobe like mainly we read history as stories of victorious kings.

  • @anindyalokbandyopadhyay447
    @anindyalokbandyopadhyay447 4 роки тому +2

    Now one day they will say to chang our flag 😄😂🤣

  • @user-ze6dh8mb1f
    @user-ze6dh8mb1f 5 років тому +5

    🤣🤣🤣

  • @avikmaity3571
    @avikmaity3571 3 роки тому +1

    Lokta valo comedian o bote😂😂😂

  • @sandipdas82626
    @sandipdas82626 6 місяців тому

    এরা সবাই মনে হয় পূর্ববাংলার

  • @satyajitchakraborty2693
    @satyajitchakraborty2693 3 роки тому +1

    Bekerder adda with chandranil

  • @Aka_shsin_hA
    @Aka_shsin_hA 3 роки тому +1

    Why the hell every party ........ focus on changing names
    .....?
    Modi bhi ....... didi bhi ....sab ek hi thali ke chate bate hain

  • @sheikhasad6307
    @sheikhasad6307 3 роки тому +1

    দাদা স্বাধীনতার কথা বলি ও না
    দেশদ্রোহী বলবে।

  • @iarikm
    @iarikm 8 місяців тому

    ওই সঞ্জয় লোকটা একটা বুদ্ধিমান আতঙ্কবাদী

  • @sheikhasad6307
    @sheikhasad6307 3 роки тому +1

    শেষ থেকে শুরু করলেইতো হয়

  • @arunchakroborty6525
    @arunchakroborty6525 3 роки тому

    দালানন্দ তে বক বক করছেন। উনি দিদির
    ভাই। নন্দীগ্রামের কন্ডে এত পেয়েছেন। বাংলা র নাম রাখার অধিকার এক মাত্র দিদির।

  • @amalenduchattopadhyay4909
    @amalenduchattopadhyay4909 2 роки тому

    Ananda Bazarer nam palte CHOTICHATA BAZAR rakhar prostab rakhchhi.

  • @samiranbarai805
    @samiranbarai805 3 роки тому +2

    সঞ্জয় মুখোপাধ্যায়ের বক্তব্য যথার্থ

  • @alexhells2367
    @alexhells2367 4 роки тому

    Nice

  • @sudiptasinha7312
    @sudiptasinha7312 5 років тому +3

    Sadharan manusher konorakam baktobbo Sona hobe naki rajnoitik khamota prapto manush ebong budhhijibira ja bolben tai hobe....

    • @sufaldas3582
      @sufaldas3582 3 роки тому

      Naam khubi guruttopurno. Kana-r naam poddolochon hoyata inappropriate, thik serokomi west Bengal naamti inappropriate aajker bharote. Bangla naamti appropriate desher ei aongsotir jonno.. Desher ei aongsotir sathe bangladesh ek hoye bharoter aongo hoyar sombhabona nei borong anek bangladeshi bharoter ei aongsotike tader desher aongo korar pokhopati ja ek bharotio kokhono chaibe na.

  • @minotiminoti9489
    @minotiminoti9489 3 роки тому

    ok

  • @joyeetaari7527
    @joyeetaari7527 4 роки тому +4

    Faltu debate

  • @yubarajmaity5807
    @yubarajmaity5807 3 роки тому

    👏

  • @kalyanpal1371
    @kalyanpal1371 2 роки тому

    Chandril Babur Katha khub bhalo Balen.

  • @bapandas6622
    @bapandas6622 2 роки тому

    Sanjoy babu aapni bolchen dui bangla aki tahole aapni opar theke akhane alen keno ? Bangla to aki . Atlami na kore aasol sotto ta bolun j nitombe podaghat kheye akhane asechen , bolte ato loja keno ?

  • @apurbalalbala9472
    @apurbalalbala9472 2 роки тому

    West Bengal hok ba Bangla sob yi ch*de gacha. Chakri nai . Silpo nei .the state of Bekar jubok😂😂

  • @amalenduchattopadhyay4909
    @amalenduchattopadhyay4909 2 роки тому

    Dhyamon ekjan chotichata .

  • @educateyourself9727
    @educateyourself9727 5 років тому +1

    according to mr. professor it should be Bangladesh.

    • @sufaldas3582
      @sufaldas3582 3 роки тому

      Naam khubi guruttopurno. Kana-r naam poddolochon hoyata inappropriate, thik serokomi west Bengal naamti inappropriate aajker bharote. Bangla naamti appropriate desher ei aongsotir jonno.. Desher ei aongsotir sathe bangladesh ek hoye bharoter aongo hoyar sombhabona nei borong anek bangladeshi bharoter ei aongsotike tader desher aongo korar pokhopati ja ek bharotio kokhono chaibe na.

  • @debanshumondal6548
    @debanshumondal6548 3 роки тому +5

    চন্দ্রিল বাবু যথার্থ জ্ঞানী মানুষ ভালো বলতে পারেন।

    • @arindampal2926
      @arindampal2926 2 роки тому

      ওনাকে বেশ কৌতুকময় করে তুলেছে এই ভাল করে ভূল বলার অভ্যাস। একটু তলিয়ে ভাবলে দেখবেন বাঙালির সমালোচনার মধ্যে লুকিয়ে থাকে একটা খ্যাতি লাভের স্পৃহা।

  • @ranajit2355
    @ranajit2355 3 роки тому

    amra ki paschimbangla Kavita likhi

    • @sufaldas3582
      @sufaldas3582 3 роки тому

      Naam khubi guruttopurno. Kana-r naam poddolochon hoyata inappropriate, thik serokomi west Bengal naamti inappropriate aajker bharote. Bangla naamti appropriate desher ei aongsotir jonno.. Desher ei aongsotir sathe bangladesh ek hoye bharoter aongo hoyar sombhabona nei borong anek bangladeshi bharoter ei aongsotike tader desher aongo korar pokhopati ja ek bharotio kokhono chaibe na.

    • @sufaldas3582
      @sufaldas3582 3 роки тому

      R kavita noy, kobita.

  • @mintusaren895
    @mintusaren895 2 роки тому

    Kotha ta shastra.

  • @DeshoRajniti
    @DeshoRajniti 3 роки тому

    ua-cam.com/video/8hQAq0q85bU/v-deo.html
    বুদ্ধিজীবীর পাপে সাধারণ মানুষ চাপে.......................

  • @arnabsarkar910
    @arnabsarkar910 Рік тому

    66

  • @ranajit2355
    @ranajit2355 3 роки тому

    Angolan ta to chaina

  • @aradhyabasak3a_666
    @aradhyabasak3a_666 2 роки тому

    সত্যিই সত্যি talk show gulo time pass r kicchu নেই ,সমাধান কি কিছু হচ্ছে কি?

  • @ranajit2355
    @ranajit2355 3 роки тому +2

    bangla chai

    • @sufaldas3582
      @sufaldas3582 3 роки тому

      Naam khubi guruttopurno. Kana-r naam poddolochon hoyata inappropriate, thik serokomi west Bengal naamti inappropriate aajker bharote. Bangla naamti appropriate desher ei aongsotir jonno.. Desher ei aongsotir sathe bangladesh ek hoye bharoter aongo hoyar sombhabona nei borong anek bangladeshi bharoter ei aongsotike tader desher aongo korar pokhopati ja ek bharotio kokhono chaibe na.

  • @ananda460
    @ananda460 4 роки тому +2

    বাংলা করাহোগ

    • @sufaldas3582
      @sufaldas3582 3 роки тому

      হোগ নয়, হোক

    • @sufaldas3582
      @sufaldas3582 3 роки тому

      Naam khubi guruttopurno. Kana-r naam poddolochon hoyata inappropriate, thik serokomi west Bengal naamti inappropriate aajker bharote. Bangla naamti appropriate desher ei aongsotir jonno.. Desher ei aongsotir sathe bangladesh ek hoye bharoter aongo hoyar sombhabona nei borong anek bangladeshi bharoter ei aongsotike tader desher aongo korar pokhopati ja ek bharotio kokhono chaibe na.

  • @asimbanerjee2102
    @asimbanerjee2102 Рік тому

    পূর্ব বাংলার মানুষ ছাড়া কেউ এই পরিবর্তন চায় না। বেশির ভাগ মানুষ যা চায় তাই হবে। গুটি কয়েক মানুষ ওপার থেকে এসে রাজ্যে র নাম পাল্টে দেবে এটা বেশির ভাগ মানুষ মেনে নেবে না।

  • @srinjoydeb7701
    @srinjoydeb7701 3 роки тому

    Bangla hoai bhalo...ajotha poschim take boye berano keno?

  • @stormtrooper4718
    @stormtrooper4718 3 роки тому

    Chandril ke keu ekta sobjanta-shri award de

  • @kallolroy5106
    @kallolroy5106 3 роки тому

    Et tu brute

  • @majumdera005
    @majumdera005 3 роки тому

    বঙ্গপ্রদেশ.... রাখলে কেমন হয়।

  • @sudipsamanta8864
    @sudipsamanta8864 3 роки тому

    Tahale barnamala hisabe bakttbb dite daka nahale tahale mana jabe chandri da....

  • @md.walidhasan7760
    @md.walidhasan7760 3 роки тому +3

    I love my west Bengal brothers and sisters. I want them and I hope they will accept us together united Bangladesh or bangla-land under one flag. Promote united Bengal and Bangali nationhood. Delhi is not destination of west Bengal but Dhaka and kolkata are our fortune.

    • @Sohail02723
      @Sohail02723 2 роки тому +3

      No ! The Bengali Hindus of West Bengal do not wish to get into a new peculiar political arena in which they will be again under the ruthless influence of the Muslims of Bengal like the 40s of last century; and the Bengali Hindus will surely have more safe and secure social and political life under one united India predominantly influenced by Hindus. Why Bangladesh can not merge into India by diminishing its sovereign identity?
      I am a patriotic Bengali of Bangladesh and dont want to have an United Bengal as it might revive old bloody Hindu-Muslim rivalry of pre 1947 days. I want the Bengali Hindus of West Bengal to live happy and prosperous and vibrant life under present set up of the Republic of India as proud Indian citizens.
      Be pragmatic my dear !

    • @dipak7444
      @dipak7444 2 роки тому +1

      Ghumote Ghumote comment korchen naki Amader ai desh chere Bangladesh a jabo😂😂

    • @aray39
      @aray39 2 роки тому +1

      Nijer jaigai thak....amader ekhane nak golale kete hate dhoriye debo

    • @soumyadatta223
      @soumyadatta223 2 роки тому +1

      Mind your own business. Proud to be INDIAN.

    • @sakth645
      @sakth645 Рік тому

      Chup bangladeshi lawra barir konay gar ta mariye suye por

  • @arshedali1604
    @arshedali1604 4 роки тому

    বঙ্গদেশ রাখা হোক

    • @meboy5495
      @meboy5495 3 роки тому

      Yes sanskrit language

  • @DebjaniSen2014
    @DebjaniSen2014 5 років тому +1

    Poschim bongo - naam tai bhalo

    • @sufaldas3582
      @sufaldas3582 3 роки тому

      Naam khubi guruttopurno. Kana-r naam poddolochon hoyata inappropriate, thik serokomi west Bengal naamti inappropriate aajker bharote. Bangla naamti appropriate desher ei aongsotir jonno.. Desher ei aongsotir sathe bangladesh ek hoye bharoter aongo hoyar sombhabona nei borong anek bangladeshi bharoter ei aongsotike tader desher aongo korar pokhopati ja ek bharotio kokhono chaibe na.

  • @DeshoRajniti
    @DeshoRajniti 3 роки тому

    বুদ্ধিজীবীর পাপে সাধারণ মানুষ চাপে....................
    ua-cam.com/video/8hQAq0q85bU/v-deo.html

  • @jahanarakhatunjahanarakhat5829
    @jahanarakhatunjahanarakhat5829 3 роки тому

    তোমার মতন লোকের দরকার

  • @অপ্রতিরোধ্য
    @অপ্রতিরোধ্য 4 роки тому +1

    আমাদের রাজ্যের আসল নাম বঙ্গ বাংলা আর বাঙ্গাল মুসলিম নাম আর বেঙ্গল ব্রিটিশ নাম। আমার মনে হয় আসল নামটাই রাখা উচিত।

    • @Dk-lj8tk
      @Dk-lj8tk 4 роки тому

      আপনি যে ভাষায় কথা বলেন সেটার নাম কী? সেটা মুসলিমদের দেওয়া?? বোকাচোদা কোথাকার 😂

    • @অপ্রতিরোধ্য
      @অপ্রতিরোধ্য 3 роки тому

      আবে আমি আমাদের রাজ্যের নামের কথা বলেছি ভাষার কথা নয়।দুটো সম্পুর্ণ আলাদা বিষয়।উদগান্ডু কোথাকার

  • @usasiiacarya8316
    @usasiiacarya8316 5 років тому +4

    কিন্তু চন্দ্রিল দার বাঙলা সমন্দে ভালো ভাবে জানা উচিৎ

    • @TamajitDas88
      @TamajitDas88 5 років тому +2

      Tai?? Baah apnar to darun brain.. Kivabe eto buddhiman apni??

    • @TamajitDas88
      @TamajitDas88 5 років тому +6

      @@souvikchatterjee3367 bah, galagal die jukti proman krte ho6e.. etai niei chandril ble sbsmy.. apni to dekh6i darun sikkhito.. pete bidya na thakle ja hoy..😂😂😂

    • @TamajitDas88
      @TamajitDas88 5 років тому +8

      @@souvikchatterjee3367 ek das surname muslim hoyna.. r jodi hotou ei kthar sthe hindu muslim er ki connection.. apni paray jkhn bondhu bandhobder sthe erkm obantor ktha bolen, keu petay na?? Stti bolun, apnar sthe keu meshe na tai na?😂😂😂😂

    • @souvikchatterjee3367
      @souvikchatterjee3367 5 років тому

      @@TamajitDas88 momota banerjee jindabad

    • @writamchatterjee4676
      @writamchatterjee4676 5 років тому +1

      @@TamajitDas88 hahaha...charo bhai charo...Kno reply korcho ?... silence is the best answer for those kinds of people...

  • @pradipsen4496
    @pradipsen4496 3 роки тому

    বাংলা কেন? বঙ্গভূমি অনেক ভাল নয় কি? বাঙলা তো বিশেষণও বটে। বাংলা শার্ট, বাংলা মদ ..........

  • @TK-fy2wp
    @TK-fy2wp 3 роки тому

    😂