কম্পিউটার কিনতে কত টাকা লাগবে | Computer Buying Guide Bangla | Computer Buying Tips

Поділитися
Вставка
  • Опубліковано 17 лип 2024
  • কম্পিউটার কিনতে কত টাকা লাগবে | Computer Buying Guide Bangla | Computer Buying Tips
    Please Subscribe: / jobayeracademy
    🌐 FB Page: jobayeracademy
    🌐 Twitter: / jobayeracademy
    🌐 FB Group: groups/jobayeracademy

КОМЕНТАРІ • 217

  • @h-abujargifari9967
    @h-abujargifari9967 4 роки тому +45

    মারাত্তক ভাবে বুঝিয়েছেন,আলহামদুলিল্লাহ

  • @mdgias6756
    @mdgias6756 3 роки тому +44

    ভাইয়া ডিজিটাল মার্কেটিং, এবং ফ্রিল্যান্সিং কম্পিউটার বানাতে কত এর মধ্যে কিনলে ভাল হয়

    • @mohammadraza8134
      @mohammadraza8134 2 роки тому +1

      🖤💖🖤💖

    • @jonayedahmmed5962
      @jonayedahmmed5962 2 роки тому +12

      সম্মানিত মহোদয়, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি লক্ষ করুন
      Motherboard
      Gigabyte এর চেয়ে এখন MSI 4th generation এর Motherboard টা হলেই হবে।
      MSI H81M-E33 ddr3 (81 Motherboard)
      মূল্য 6200 ১১ বছর চলছে কোন সমস্যা হয় নি।
      Processor
      অনুরোধ -- Ryzen এর টা নিয়েন না কয়েকটি টাকা বাচাতে নরম পিনের প্রেসেসর না নেয়াই ভালো।
      অবশ্যই AMD / Intel এর টা নিয়েন
      আমি যা ব্যাবহার করি
      Intel 4th generation core i5 প্রসেসর যথেষ্ট ভালো
      মূল্য 6500
      2800 টাকায় প্রেসেসর পাবেন তবে সারভিস সেন্টারে আসা-যাওয়ার উপর থাকতে হবে
      ddr3 Ram 8gb একটি হলেই হবে অবশিষ্টাংশ আপনার উপর ২ টিও লাগাতে পারেন
      মূল্য 2600-3400 প্রতি পিস
      Cooling Fan
      Deepcool ALT A9
      মূল্য ৪৫০ টাকা
      HDD বহু বছর ধরে চলমান WD (western digital) এর টা নিয়েন
      ভালো সারভিস পেতে হলে SSD ব্যবহার উত্তম
      তবে Digital Marketing এর জন্য HDD হলেই যথেষ্ট.
      মূল্য 500gb HDD, (1300-1500)
      উল্লেখ্য কোরিয়ান HDD এর মূল্য আরও কম তবে স্পিড খুবই নিন্মমানের। তাই অরিজিনাল টা ক্রয়ের চেষ্টা করুন
      SSD
      C drive হিসেবে ১২০ gb SSD হলেই চলিবে
      মূল্য
      Hikvision c100 2.5" =2000
      আমার দেখা বরতমান বাংলার সবচেয়ে উন্নত SSD ওয়াল্টন এর Antique.
      Model : ws512b ১২৮ জিবি
      মূল্য 2250
      powee supply and casing
      বরতমান সময়ে COMPRO 200Watt কেসিং ক্রয় করিলে আপনি একাধারে pawer supply and casing পেয়ে যাবেন
      মূল্য 2250
      অন্যথায় দেখে নিয়েন যে ক্যাসিং এ power supply adjust করা থাকে সেগুলো নিলেই হবে
      অন্যথায় কেসিং ও power supply আলাদা ক্রয় করিলে খরচ বেশি হবে
      অবশ্যই motherboard এর সিডি, সমস্ত parts এর ওয়ারেন্টি
      সাথে দেয়া ক্যাবল সমূহ দেখে নিয়েন
      আমার মনে হয় না এই যুগে CD Drive ব্যবহার করতে হবে।
      সব শেষে মনিটর
      যেহেতু Digital Marketing এর কাজ করিবেন, তাই ১৯-২২ ইঞ্চি লম্বা মনিটর উত্তম হবে
      আপনার বাজেট অনুসারে ইহা ৫-১৫ হাজার হতে পারে
      উল্লেখ্য monitor এর রেজুলেশন দেখে ক্রয় করিবেন অন্যথায় চোখের সমস্যায় মাথায় চাপ সৃষ্টি হতে পারে।
      অতএব সব মিলিয়ে আপনার জন্য উত্তম
      motherboard msi (H81m-33 ddr3)= 6200
      Processor i5 4th (intel) = 6500
      Colling fan (deepcool) = 450
      Ram ddr38gb 1 pics = 2700
      HDD 500gb (WD)= 1500
      SSD (Antique) = 2250
      Casing+power supply =2250
      Monitor = 7000
      Total = 28,850 BDT

    • @yaho130
      @yaho130 2 роки тому +4

      Amio er jonnoi nibo in sha Allah

  • @saifulislammamun8209
    @saifulislammamun8209 4 роки тому +13

    ধন্যবাদ,ভাই।আপনার কথাগুলো খুব ভালো লেগেছে এবং ভবিষ্যতে কম্পিউটার ক্রয়ের ক্ষেত্রে খুব সহায়ক হবে।

  • @faithfultube
    @faithfultube 4 роки тому +7

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
    ভাইয়্যা সিলেট থেকে বলছি
    নতুন একটা কম্পিউটার কিনবো
    তাই
    এই ভিডিওটা অনেক উপকারী
    খুব সুন্দর উপস্থাপনা

  • @sanjoychowdhury3612
    @sanjoychowdhury3612 Рік тому +2

    আমার ছেলে কম্পিউটার সায়েন্স বিএসসি ইন চার বছরের কোর্স এর জন্য কম খরচে কোন কম্পিউটার অথবা ল্যাপটপ ভালো হবে জানালে ভালো হতো ধন্যবাদ আপনাকে

  • @mdbulbulhossen951
    @mdbulbulhossen951 2 роки тому +2

    ভিডিওটা খুব উপকারে আসবে ..
    Tnx you bro

  • @verioustube5403
    @verioustube5403 4 роки тому +10

    ভাই আমি একটা কম্পিউটার কিনতে চাচ্ছি...এটা দিয়ে ফটোশপ, অন লাইনে কিছু কাজ, এরকম কিছু,,, তাহলে কি ধরনের কম্পিউটার ক্রয় করতে হবে এবং বাজেট কত পরবে একটু জানাবেন প্লিজ..,,

  • @fatemafahim2512
    @fatemafahim2512 3 роки тому +5

    onk valo laglo.... thanks

  • @xabi154
    @xabi154 2 роки тому +1

    ভাই নতুন কম্পিউটার নিতে চাচ্ছি আগে কখনো ইউজ করিনি আমি, পটসপ,মাইকোসপ্ট, অফিসের কাজ করবো, ফ্রিলাংসিং ও শিখবো এগুলা জদি শিখে নেই তারপর গ্রাফিক্স নিয়ে চিন্তা এখন কি রকম পিসি নিবো আর কতটাকা বাজেট লাগবে আমার বাজেট ৩০/৩৫ আপতত মনিটর সহ।

  • @user-yf4kg5sp4x
    @user-yf4kg5sp4x Рік тому +1

    Excellent elaboration ❤️ keep up the good work! 💖

  • @resultsubmitbd6127
    @resultsubmitbd6127 4 роки тому +7

    ভালো লাগলো,ভাই

  • @mohammadrakibhassan9680
    @mohammadrakibhassan9680 3 роки тому +5

    আমার কম্পিউটার সম্পর্কে কোনো ধারণা নেই
    আমি স্কিল ডেভেলপমেন্ট এর জন্য একটি কম্পিউটার বানাতে চাচ্ছি এবং ফ্রীলেন্সিং শিখব এর জন্য বাজেট কেমন লাগবে???
    একটি কনফিগারেশন দিলে খুবই উপকৃত হতাম

    • @bosraakter1724
      @bosraakter1724 2 роки тому +1

      ২০ হাজার টাকা লাগবে মে বি

    • @mohammadrakibhassan9680
      @mohammadrakibhassan9680 2 роки тому +1

      @@bosraakter1724 puru configer ta suggest korle upokrrito hotam

  • @ridoykhan2632
    @ridoykhan2632 2 роки тому +1

    খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন ধন্যবাদ💝

  • @akashparvez7442
    @akashparvez7442 3 роки тому +5

    Vai ami grafix er kaj sikhbo...vabtesi siple 1ta pc banabo apadoto...grafix card nite chassi na apadoto....

  • @arifhossen295
    @arifhossen295 3 роки тому +1

    ভাই অনেক সুন্দর হয়েছে ভিডিওটা

  • @kamdamboighar3358
    @kamdamboighar3358 4 місяці тому

    আপনি এখনও অসাধারণ!

  • @sajuislam8440
    @sajuislam8440 3 роки тому +10

    ভাই অনেক ইনপডেন্ট কথা বলছেন,,,আমি একটা কম্পিউটার কিনবো কিনতু কম্পিউটার বিষয়ে কিছু জানি না,,,একটু আপনার নাম্বার টা দিলে ভালো হবে,,আপনার সংগে কথা বলতাম

  • @mdbabul-qm5nm
    @mdbabul-qm5nm 4 роки тому +2

    kub valo laglo vai

  • @R-RaihanAhammedB-
    @R-RaihanAhammedB- 3 роки тому +2

    3d animation and graphics er moto vari vari kaj korar jonne at least koto bugget rakhte hobe?

  • @gamingotppro2376
    @gamingotppro2376 3 роки тому +1

    Kotha onak vlo laglo fast time daklam

  • @zahirulislam3905
    @zahirulislam3905 2 роки тому

    ধন্যবাদ আপনাকে দরকারি পরামর্শ দেওয়ার জন্য

  • @bornobithi7080
    @bornobithi7080 4 роки тому +1

    Thank you so much sir.this video helps me a lot.

  • @Md.Nayeem24
    @Md.Nayeem24 6 місяців тому +1

    আমি গ্রাফিক্স ডিজাইন এর কাজ করতে চাই!
    আমার কোন ধরনের কম্পিউটার প্রয়োজন একটু বলবেন প্লিজ?
    কত টাকা খরচ হতে পারে?

  • @debabrataroy1243
    @debabrataroy1243 3 роки тому

    Khub valo laglo Dada video ta

  • @Razzuvhai
    @Razzuvhai 3 роки тому +1

    ধন্যবাদ ভাইয়া 😍

  • @shahriyarshakil5223
    @shahriyarshakil5223 3 роки тому +1

    ভাই আমার একটা প্রশ্ন?
    আমি কম্পিউটার দিয়ে ইন্টার্নেট ব্রাউজিং, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ফটোশপের কাজ করব, এজন্য আমার শুধু পিসি দরকার, তাহলে কোন পিসি কত টাকা হলে কেন যাবে

  • @colurswhite6059
    @colurswhite6059 Рік тому +1

    Vaiya basic compiter sekar jonno computer ar sathe ki ki lagbe?

  • @hhhh-fk3tm
    @hhhh-fk3tm 4 роки тому +3

    ভাই আমি একটা কম্পিউটার নিতে চাচ্ছি। সেটাতে ছবি ইডিটিং, মাইক্রোসফট অফিস এর কাজ,ব্লগিং করব,মুভি দেখা, গান শুনা এইসব করতে চাচ্ছি। মনিটর ছাড়া বাকি সব জিনিসের বাজেট ২০ হাজার টাকা। এই দামের মধ্যে কি পাবো? জানাবেন প্লিস।

  • @kafisarker5388
    @kafisarker5388 2 роки тому +1

    1000 লাইক দিলাম। আমি একটা ডেস্কটপ নিতে চাই।কিন্তু ইউটিউব এ আপনার মত কেউ ফ্রেশ ধারণা দিতে পারেন নাই।

  • @md.alamgirhossain7047
    @md.alamgirhossain7047 3 роки тому +1

    thank you so much

  • @jerinakterkarima857
    @jerinakterkarima857 2 роки тому

    Tnk u so much brother 😊😊

  • @absiddik5583
    @absiddik5583 2 роки тому +2

    ভাইয়া দয়া করে রিপ্লাই টা দিবেন/- আমি ইউটিউব ফেইসবুক নিয়ে কাজ করতে চাই, শুধুমাত্র ভিডিও আর কিছু ছবি এডিটিং এর জন্য কোন ধরনের কম্পিউটার কিনলে ভালো হয়?

  • @kawsaralam9506
    @kawsaralam9506 3 роки тому +2

    আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো, এবং খুব সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন।

  • @raselpervez2962
    @raselpervez2962 3 роки тому +1

    Vai ami web development & graphics design er kaj korte chai, kiva pc build korbo aktu help koren vai...

  • @raselpatowary149
    @raselpatowary149 4 роки тому +1

    Thanks bhai❤

  • @avijitdatta4831
    @avijitdatta4831 3 роки тому +3

    graphic design korbo...koto takar vitor computer nebo???

  • @mdsabujsabuj7881
    @mdsabujsabuj7881 2 роки тому

    ধন্যবাদ ভাইয়া💖

  • @creativeminds2.072
    @creativeminds2.072 3 роки тому +1

    Thank you so much ❤️❤️

  • @arobh8241
    @arobh8241 3 роки тому

    Excellent Video, thanks a lot bhai

  • @golzarhossain31
    @golzarhossain31 Рік тому

    ভালো লাগলো।

  • @ashiquinaoaz3867
    @ashiquinaoaz3867 2 роки тому

    ধন্যবাদ ❤️❤️❤️❤️👌

  • @muktertvporanpur4022
    @muktertvporanpur4022 3 роки тому +4

    ইউটিউবের ভিডিও আপলোট করার জন‍্য কোন ধরনের কমপিউটর বা লেপটপ নিলে ভাল হয়( কম খরচের মধ‍্যে)

  • @soldier997
    @soldier997 2 роки тому +1

    ভাই আমি কম্পিউটারে gaming ও online কাজ করতে চাই। কোন কম্পিউটার আমার জন্যে ভাল হবে।

  • @munshikamru5094
    @munshikamru5094 2 роки тому

    Jubaer right bro, wt i do with my pc another word wt is my work, i like ur video.

  • @satabdihaldar7061
    @satabdihaldar7061 4 роки тому +1

    Thanks you very much

  • @alexstudio274
    @alexstudio274 3 роки тому

    ধন্যবাদ ভাই

  • @SM-bu6su
    @SM-bu6su 3 роки тому +5

    আমি লেখা পড়ার জন্য কিনব আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ

  • @mushfiqurrahman565
    @mushfiqurrahman565 2 роки тому +1

    Vidio ta vlo cilo

  • @shamim1670
    @shamim1670 2 роки тому +1

    আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো গান রেকর্ডিং করার জন্য ভিডিও রেকর্ডিং করার জন্য কোন কম্পিউটার টা ভালো হবে ভাইয়া মিউজিক কীবোর্ড সেট করব অল্প টাকার ভিতরে কত টাকার ভিতরে পাওয়া যাবে ভাইয়া আমাকে একটু জানাবেন ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন

  • @58-anijulnaiya65
    @58-anijulnaiya65 3 роки тому +1

    Thanks for taking

  • @onlinemadrasahbd3413
    @onlinemadrasahbd3413 4 роки тому +1

    very good

  • @wholesale-bd
    @wholesale-bd 3 роки тому

    Nice video bro

  • @mdsabujislam4800
    @mdsabujislam4800 3 роки тому

    Many many thanks dear brother@

  • @mohammadfahimhossain618
    @mohammadfahimhossain618 2 роки тому

    Vai ami akjon honourse 1st year ar student ami akta compurer kinte chai tok tak offical word, excl ar kaj ar jono su vai konta kinte pari recomend plz prize soho👍

  • @pobitraroy6202
    @pobitraroy6202 3 роки тому +1

    ভাই আমার বাজেট 30000 এবং আমি গ্রাফিক্স ডিজাইন অটোকেট ইন্টারনেট ব্রাউজিং এবং এক্সেল পাওয়ারপয়েন্ট মাইক্রোসফট ওয়ার্ডএর কাজ করার জন্য নিতে চাই তাহলে কি কি পার্স কিনলে ভালো হয়

  • @jkfashion1703
    @jkfashion1703 4 роки тому +1

    thanks brother

  • @mirzasakib8267
    @mirzasakib8267 2 роки тому

    Thanks you

  • @mdshamimosman3685
    @mdshamimosman3685 Рік тому

    thanks vai

  • @habibrahman-eo8ej
    @habibrahman-eo8ej 2 роки тому

    ভাই আমার বাজেট হলো ৪৫/৫০ আমাকে একটু সাজেস্ট করেন কোন টা নিলে ভালো হবে??
    যেই কাজের জন্য কম্পিউটার সম্পর্কে ভালো আইডিয়া, স্কিল ডিবোলোপ করা অফিসিয়াল কাজ,টাইপিং,এরপরে ধরেন অনলাইনে আউটসোর্সিং কাজ করা এসব কাজের জন্য নকি টাইপের নেওয়া যায় রেম,রোম,প্রসেসর,হার্ডিক্স,মনিটর,
    এবং কোনটা কোন ব্যান্ডের নিবো ৪৫/৫০ একটু সাহায্য করবেন বিস্তারিত আশা করি রিপ্লাই দিবেন আপনি অনেক ভালো করে বুঝিয়েছে?
    ভালো বাসা নিয়েন😍😍

  • @mdbelal123
    @mdbelal123 4 роки тому +1

    thanks bro vai

  • @sumonnaskar5123
    @sumonnaskar5123 2 роки тому

    Nice video 👌

  • @MrJohn-et2gp
    @MrJohn-et2gp 2 роки тому

    অফিস প্রোগ্রাম, ফটোশপ,+গ্রাফিকস এর কাজ করতে কি ধরনের ডেস্কটপ কিনবো,জানাবেন প্লিজ

  • @salman_mahmood
    @salman_mahmood 2 роки тому

    আচ্ছালামুয়ালাইকুম, ভাইয়া ভিডিওটা তো দু বছর আগের বর্তমান বাজার প্রাইস কি একরকম আছে??

  • @crazyinfinity3249
    @crazyinfinity3249 4 роки тому +2

    Nice

  • @juwelvhai3149
    @juwelvhai3149 3 роки тому

    ভাই আমি গেমিং ব্রাউজিং করব এক্সেলের কাজ করব তাহলে কত র মধ্যে কিনব বা কিনলে ভালো হবে কষ্ট করে একটু জানাবেন

  • @MorningStarCooking-ni3hv
    @MorningStarCooking-ni3hv Місяць тому

    Dadavai video editing er jonno Kato takar computer kinbo please bolben

  • @tonimajamanmim6012
    @tonimajamanmim6012 4 роки тому

    আসসালামু আলাইকুম ভাইয়া
    আমি গ্রাফিক্স, 3D,এ
    এনিমেশন,ভিডিও এডিটিং এর জন্য ১টা কম্পিউটার কিনতে চাই,আমার সর্বচ্চ বাজেট ৬০ হাজার টাকা। এই টাকার মধ্যে আমি কি ভালো কম্পিউটার পাবো??
    আর পেলেও কম্পিউটারের কোন পার্ট কতো টাকা দিয়ে কিনলে ভালো হবে?১টু ধারণা দিবেন প্লিজ...

  • @alwaysallthetime5340
    @alwaysallthetime5340 3 роки тому

    Right vai

  • @user-vg7ph3zi4i
    @user-vg7ph3zi4i 3 місяці тому

    Kat এর কাজ করবো কি রকম বাজেট এর মধ্যে নিতে হবে বুঝতে পারছি না বললে ভালো

  • @SKmilon681
    @SKmilon681 3 роки тому

    সুধু fb মেসেন্জার ও ইউটিউব চালানোর জন্য কম দামের মদ্ধে কোন লেপটপ ভালো হবে ও দাম কত ...?
    plz দয়া করে জানাবেন।

  • @mdsalahuddin5010
    @mdsalahuddin5010 Рік тому

    সিভিল ইন্জিনিয়ারিং এর সফটওয়্যার বেইজ কাজগুলো করতে সর্বনিম্ন কত টাকার প্রয়োজন হবে?

  • @shthomeproducts830
    @shthomeproducts830 3 роки тому

    Ami Android apps devoleping niya kaj korbo so kmne computer kinte pari

  • @hosnearabegum2680
    @hosnearabegum2680 3 роки тому

    baiya ami poralakhar kaja kinta chai online kaje o lagabo. akhon kon golo kinla balo hoba computer plz bolban

  • @bosraakter1724
    @bosraakter1724 2 роки тому

    গ্রাফ্রিক ডিজাইন এবং ওয়েব ডেভলপার এবং সফটওয়্যার তৈরি করব তাহলে কোন ধরনের কম্পিউটার কিনতে হবে৷,,, প্লিজ জানালে উপকৃত হবো 🙏🙏🙏🙏🙏🙏

  • @mahadihasan-yc6xc
    @mahadihasan-yc6xc 3 роки тому

    অফিস প্রোগ্রাম শেখা , ফেসবুকিং , ইউটিউবিং ,গান শুনা এবং মুভি দেখার কাজে ব্যবহার করবো । কত টাকা বাজেট করতে হবে ?

  • @jhrgreenbd6925
    @jhrgreenbd6925 3 роки тому

    thanks

  • @AjijoislamIslam
    @AjijoislamIslam 5 місяців тому

    Good

  • @RahmanBDVlogs
    @RahmanBDVlogs 3 роки тому

    Thanks

  • @totanmistry6907
    @totanmistry6907 4 роки тому +2

    শুধু অনলাইনের আর ফটোশপের কাজ করার জন্য কী রকম কমপিউটার প্রযোজন?

  • @hanifkhan-li9sz
    @hanifkhan-li9sz 3 роки тому

    ভাই ভাল

  • @asfiyatabassum2830
    @asfiyatabassum2830 2 роки тому

    Ami shikhar jonno nibo konta valo hobe r price ta aktu bolen

  • @didarul3060
    @didarul3060 3 роки тому +1

    tnxx ভালো উপদেশ দেওয়ার জন্য

  • @satyabratamahato6183
    @satyabratamahato6183 4 роки тому +1

    Very good

  • @sanjida9345
    @sanjida9345 2 роки тому

    App development & autocad er Jonno koto tk er vitor kinbo?

  • @ajmalmolla7042
    @ajmalmolla7042 3 роки тому

    Bro ami kon computer kinmo aktu bolben ami mobile software tare kaj kormo ...tai bolci kondoroner computer kinbo

  • @Allinone-bh2zt
    @Allinone-bh2zt 2 роки тому

    Ami grafiks abong video editing ar kaj korte chai.

  • @hafezjahangir8100
    @hafezjahangir8100 3 роки тому +1

    ভাইয়া আমি ইউটিউবিং করবো অর্থাৎ ভিডিও ইডিট করবো -
    এক্ষেত্রে পরামর্শ আশা করছি

  • @subhashdas6403
    @subhashdas6403 3 роки тому

    পুরাতন ব্রান্ড ক্রর করা ঠিক হনবে কি? উত্তর দিলে খুশী হব।

  • @mrshafiq5152
    @mrshafiq5152 3 роки тому

    আমি মোবাইল সার্ভেসিং এর অনলাইন লক খোলতে গেলে এপ্স ইন্সটল করব, সো কোন ধরনের কম্পিউটার কিনব? কত টাকা লাগবে আশা জানাবেন ❤

  • @nanigopalmandal798
    @nanigopalmandal798 3 роки тому

    Please explain real meaning of configurations of computer , may be laptop or desktop.

  • @khaiyacharadae-agri-news2701
    @khaiyacharadae-agri-news2701 2 роки тому

    আ‌মি ৩০,০০০/- এর ম‌ধ্যে একটা ডেক্সটপ/ ল্যাপটপ কিন‌তে চাই। Auto CAD , ফ‌টোশপ, মাই‌ক্রোসফট অ‌ফিস ফাইল ব্যবহার কর‌তে চাই। কোনটা এবং কোন ব্যা‌ন্ডের কিন‌লে ভা‌লো হয় ? পরামর্শ দি‌লে ভা‌লো হয় ।

  • @sayemahmad562
    @sayemahmad562 3 роки тому

    ভাইয়া 6gen এর উপরে যে মাদারবোর্ড গুলো আছে সেই বোর্ড গুলোতে Windows 7
    সেটাপ দিলে Usb পেনড্রাইভ সাপোর্ট করেনা এর সঠিক সমাধান সম্পর্কে একটা
    পুর্ণাঙ্গ ভিডিও দিলে ভালো হতো।

  • @subhashdas6403
    @subhashdas6403 3 роки тому

    ব্রান্ডের কম্পুটার ব্যাপারে একটা ভিডিও দিবেন দয়া করে।।শুভ কামানা।

  • @mursalinaislam6705
    @mursalinaislam6705 Рік тому

    Ami Freelancing korar jonno atka Computer kinte chai amr bajet 40000 taka diye ki somvob,, janaben plz plz

  • @Nusratjahan-el5dx
    @Nusratjahan-el5dx 3 роки тому

    💜💚💛💙আমি গ্রাফিক্স ডিজাইন,,,এবং এস সি ও কাজ শিখতে চাই, তাহলে কেমন কম্পিউটার বা ল্যাপটপ কিনবো ? কেউ জানলে বলবেন, ব্যান্ড নাম + মডেল নাম। বাজেট ৪০-৪৫ হাজার।

  • @FREEFIRE-gc3vr
    @FREEFIRE-gc3vr 4 роки тому +1

    ভাই গান লোড ও ছবির কাজের জন্য কোন কম্পিউটার কিনবো,,,plz help me

  • @Mdtuhin-io4dr
    @Mdtuhin-io4dr 3 роки тому

    Bai haking ar jonno konta nile balo hobe

  • @mdmuttalibhussain4520
    @mdmuttalibhussain4520 2 роки тому

    web dising and web deoloper kamn pc valo hobe

  • @mahfuzniloy9674
    @mahfuzniloy9674 2 роки тому +1

    ভাই। যারা ননতুন কম্পিউটার শিখতেছে বা শিখবে তাদেরকে কতো দামের কম্পিউটার কিনে দিলে ভালো হবে

  • @minaislam1690
    @minaislam1690 Рік тому

    ভাই আমি অনলাইনে কাজ করবাে আমি ভালাে একটি কম্পিউটার কিনতে,চাই! কােনটি কিনলে ভালাে হবে জানাবেন। আমি চায়না পডাক্ট কিনব না