PURI (2023) | রঘুরাজপুর পিপলি, সাক্ষীগোপাল মন্দির | Raghurajpur Artist Village | Pipli | Sakshigopal

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Puri Trip 2023
    =============
    [Day 2: Maa Batamangala Mandir, Raghurajpur Artist Village, Sakshigopal Temple, Pipli]
    Car: Mithun Dash: 08328880340
    #carbooking #purisightseeing #raghurajpur #puritourplan #puritourguide
    আমার আগের ভিডিওগুলোর লিঙ্ক নিচে দিলাম, সময় হলে ঘুরে দেখবেন...
    পুরী পর্ব-১: • PURI TOUR GUIDE || পুর...
    নর্থ বেঙ্গল পর্ব-১: • JHANDI | জঙ্গলের মাঝে ...
    নর্থ বেঙ্গল পর্ব-২: • MUNSONG | কালিম্পং-এর ...
    নর্থ বেঙ্গল পর্ব-৩: • Chota Mangwa | এ ছোট ক...
    শান্তিনিকেতন: • Shantiniketan Tour Pla...
    জামশেদপুর পর্ব-১: • Ranchi-Tatanagar Road ...
    জামশেদপুর পর্ব-২: • Jamshedpur Tour Plan |...
    জামশেদপুর পর্ব-৩: • Jamshedpur Tour Plan |...
    জামশেদপুর পর্ব-৪: • Jamshedpur Tour Plan |...
    জামশেদপুর পর্ব-৫: • Jamshedpur Tour Plan |...
    শুশুনিয়া, বাঁকুড়া: • শুশুনিয়ার ইয়ারি কথা ||...

КОМЕНТАРІ • 43

  • @amlanmajumdar9777
    @amlanmajumdar9777 Місяць тому +2

    Good and interesting presentation.

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Місяць тому

      @@amlanmajumdar9777 thank you very much. 😊😊

  • @bhaswatibosu5231
    @bhaswatibosu5231 11 місяців тому +2

    Khub bhalo laglo. Anekbar Puri gechi kintu esob jaigai jaini. Next Puri tour e obossoi jabo

    • @anywhere.anindya
      @anywhere.anindya  11 місяців тому +1

      একদম। খুব ভালো লাগবে।

  • @anandajatakroy5350
    @anandajatakroy5350 Рік тому +2

    ছোটবেলায় দাদুর মুখের সোনা সাক্ষী গোপালের গল্প মনে পড়ে গেল

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Рік тому

      আসলে পুরীর এই গল্পগুলো, পুরীর এই টুকরো স্মৃতিগুলো মানুষকে বারবার পুরীর দিকে টান দেয়...

  • @prachinekalaraghuarajpur6455
    @prachinekalaraghuarajpur6455 11 місяців тому

    Welcome to the heritage village Raghurajpur prachinekala

  • @mandirasaha5361
    @mandirasaha5361 Рік тому +1

    Ato bar Puri gechi kokhono jaoa hoyni r sujog o hoyni ei vedeo r jonno many many thanks

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Рік тому

      আপনাকেও অনেক ধন্যবাদ সময় নিয়ে দেখার জন্য। সাথে থাকবেন।

  • @mithundash9056
    @mithundash9056 Рік тому +1

    Dada video ta khub bhalo heiche❤❤❤❤😂😂😂😂

  • @anandajatakroy5350
    @anandajatakroy5350 Рік тому

    রঘুরাজপুর অসাধারণ লাগল।

  • @debolinamaity692
    @debolinamaity692 Рік тому

    গল্প শুনতে শুনতে খুব ভালোই ঘুরলাম। খুব খুব ভালো লাগল।

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Рік тому

      হ্যাঁ, পুরীর ভেতরে আর আশেপাশে এরক। অনেক গল্প রয়েছে।

  • @bagchibagchi
    @bagchibagchi Рік тому

    অনবদ্য লাগল ভাই

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Рік тому +1

      যাক, তোমার ভালো লেগেছে, এটাই প্রাপ্তি...

  • @radhabanerjee3692
    @radhabanerjee3692 5 місяців тому

    অনেক দিন পর তোকে দেখলাম মনে আছে না ভুলে গেছিস খুব ভালো লাগল একবার ফোন করিস ভাল থাকিস

    • @anywhere.anindya
      @anywhere.anindya  5 місяців тому

      আরে ভুলব কেন? ভালো আছো?

  • @aditisil6709
    @aditisil6709 5 місяців тому

    Raghurajpur theke kono kichu kinte chaile ki cash e payment korte hoye? Naki onara online payment nen

    • @anywhere.anindya
      @anywhere.anindya  5 місяців тому

      আমি যার সাথে কথা বলেছিলাম, তার ফোন নম্বর অনস্ক্রিন দেওয়া আছে, একবার ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন।

  • @mousumeebasak1352
    @mousumeebasak1352 3 місяці тому +1

    Koto khoroch porlo?

    • @anywhere.anindya
      @anywhere.anindya  3 місяці тому

      গাড়ির ভাড়া পড়েছিল ১৫০০ টাকা। বাকি আলাদা করে কোনও খরচ নেই।

  • @rohanbhattacharya3220
    @rohanbhattacharya3220 Рік тому

    মিঠুনদার হাসিটা জেম।

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Рік тому

      ছেলেটাও ভালো, বেশ ভালো।

  • @Deeearrzindeeegi
    @Deeearrzindeeegi Рік тому

    Sightseeing er jonno OTDC er theke private tour operator der rate onk kom bollen kintu ei difference er karon ta jodi bolen..

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Рік тому

      আসলে প্রাইভেট অপারেটররা শুধু বাসের ভাড়াটা বলেন। কিন্তু প্রত্যেক বাসেই একজন গাইড থাকেন যাকে আলাদা করে 180/200 টাকা পার-হেড দিতে হয় (ম্যান্ডেটারি)। ফলে পুরোটা হিসেব করলে OTDC আর প্রাইভেট সার্ভিসের খরচ একই, একটু কম-বেশি হতে পারে।
      ট্যুর-গাইডরা (সরকারি এবং প্রাইভেট সার্ভিসের) আপনার থেকে বাস চলতে শুরু করার পরে সমস্ত দর্শনীয় স্থানের জন্য যে টিকিট লাগবে সেই টাকাটা হিসেব করে আগে থেকে নিয়ে নেন, যাতে কোথাও গিয়ে লাইন দিয়ে টিকিট কাটতে না হয়। এই চার্জটা কিন্তু আলাদা।
      সোজা কথায়,
      সরকারি: (বাসভাড়া+গাইড) + টিকিট
      প্রাইভেট: (বাসভাড়া) +গাইড +টিকিট

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Рік тому

      বাই দ্য ওয়ে, রঘুরাজপুর-পিপলির ট্যুর এখন আর OTDC করায় না। এটার জন্য আপনাকে প্রাইভেট ট্যুর অপারেটরদের কাছেই যেতে হবে। (আমি আসলে কমেন্টে OTDC দেখে সাইট-সীইং ট্যুরটার কথা ভেবেছিলাম। ওটার একটা আলাদা ভিডিও আছে, চাইলে দেখতে পারেন।)
      এক্ষেত্রে বলব, প্রাইভেট অপারেটর বা হোটেল থেকে বুকিং করলে ওরা নিজেদের কমিশন রেখে অনেকটাই বাড়িয়ে বলে। তারচে' যে গাড়িগুলো স্ট্যান্ডে বা এদিক-ওদিক (যেমন, পুরী হোটেলের সামনে) দাঁড়িয়ে থাকে তারা অনেক কম টাকা নেবে। ওঠার আগে ভালো করে কথা বলে নেবেন কোথায় কোথায় যাবেন, দাঁড়াবেন, কতক্ষণ থাকবেন।

  • @anushreedey9504
    @anushreedey9504 Рік тому

    Gari vara koto niyechilo?

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Рік тому

      1500 টাকা। রাস্তার ওপরে থাকা গাড়িগুলোর সাথে কথা বলতে হবে। এজেন্সি থেকে গাড়ি নিলে 2200-2500 চাইতে পারে।

  • @nupur7642
    @nupur7642 5 місяців тому

    Car charges koto ?

  • @priyankabose438
    @priyankabose438 Рік тому

    Apnader gari koto niye6ilo ain't package e?r driver er contact no hbe?

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Рік тому

      1500 টাকা। ড্রাইভারের নম্বর ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে।

  • @tapasbrahma2953
    @tapasbrahma2953 Рік тому

    এই তিনটি জায়গায় ঘুরতে কত সময় লাগবে?

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Рік тому

      সবমিলিয়ে জার্নিটা মোটামুটি ঘণ্টা তিনেকের। এরপর জায়গাগুলোয় যতটা সময় চাইবেন কাটাতে পারেন। রঘুরাজপুর ঘুরে দেখতে সব থেকে বেশি সময় লাগে। দেড় ঘণ্টা মত। বাকিগুলো আধ-ঘণ্টা করে৷

  • @biswajitpaul8183
    @biswajitpaul8183 Рік тому

    ওড়িষ্যার ছানা পোড়া কবে খাওয়াবি?

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Рік тому +1

      ধাঁইকিড়িকিড়ি...

    • @biswajitpaul8183
      @biswajitpaul8183 Рік тому

      @@anywhere.anindya এই শব্দবন্ধ তো অমরত্ব পেয়ে গেছে।

  • @hatacholakothabola
    @hatacholakothabola Рік тому

    নিয়ে যাবে দাদা?

    • @anywhere.anindya
      @anywhere.anindya  Рік тому

      আজ-কাল-পরশু একদিন, সময়ের সমুদ্রে মিশে যায়...

  • @prakashmaharana6800
    @prakashmaharana6800 Рік тому

    Dada Jay Jagannath amara Raghurajpur pattachitra village artist give me number

  • @sumisahapaul2154
    @sumisahapaul2154 Рік тому

    বেশ ভালো লাগলো