কোন রত্নের পরিবর্তে কি কি উপরত্ন ব্যবহার করা যায় ? Substitute of Gemstone

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • ‪@astrosolution3309‬ #MrSukritiDan #WhatsApp9804836994
    Which is the Substitute of Different Gemstones ?
    substitute gemstone for venus
    how do substitute of gems work
    substitute gemstone for jupiter
    substitute of gomed stone
    substitute of pearl
    pukhraj ka substitute
    substitute gemstone for hessonite
    panna substitute root
    substitute of moonga stone
    What is the substitute of ruby gemstone?
    What is the substitute of diamond?
    Which is the best substitute for diamond in astrology?
    What is the substitute of Emerald stone?
    গ্রহ প্রতিকারে কয়েকটি উপরত্ন
    গ্রহ প্রতিকারে উপরত্ন কী ভাবে কাজ করে জানেন?
    কোন সমস্যায় কোন উপরত্ন কাজ করে জানেন?
    উপরত্নগুলি আয়ত্তের মধ্যে হওয়াতে অবস্থা প্রতিকারের কারক হিসাবে সাধারণ মানুষের মধ্যে এগুলি বেশি জনপ্রিয়। বিভিন্ন উপরত্ন সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ নীচে দেওয়া হল। যদিও নামে উপরত্ন হলেও অনেক উপরত্নের কার্যকারিতা মূল রত্নের থেকে কোনও অংশে কম নয়। যে কেউ পরীক্ষা করে দেখতে পারেন। মূল কথা হল, সঠিক রত্ন ধারণ করতে হবে। পাশ্চাত্যের বিভিন্ন দেশে আমাদের শরীরের ভিতর যে অদৃশ্য চক্রগুলি আছে তা জাগাতে বা আরও ‘ক্লিন’ করতে ব্যাপক ভাবে উপরত্ন ব্যবহার করা হয়। যা পক্ষান্তরে গ্রহ প্রতিকার ছাড়া আর কিছু নয়।
    যে উপরত্নগুলি নিয়ে আলোচনা করা হবে, সেগুলি হল এমিথিস্ট,স্পাইনাল চুনি, টোপাজ, গারনেট, জারকন, ফিরোজা, পেরিডেট, স্ফটিক, জেট, সান স্টোন, স্টার রুবি, অ্যাকোয়া মেরিন, ওপাল, ইয়োনিক্স ও মুন স্টোন।
    (১) এমিথিস্ট বা সান্ধ্যমনি: শনি মহারাজ জন্মছকে কুপিত অবস্থায় থাকলে তার প্রতিকারে ব্যবহার করা হয় এমিথিস্ট। জন্মছকে শনি যদি মঙ্গলের ঘরে থাকে অর্থাৎ মেষ বা বৃশ্চিকে থাকে বা চতুর্থে বা অষ্টমে থাকে বা মঙ্গলের প্রভাব জন্মছকে অধিক মাত্রায় থাকে, তখন এমিথিস্ট ধারণ করা ভাল। এমিথিস্ট দেখতে বেগুনি রঙের হয়। এমিথিস্ট পরলে ভাল ঘুম হয়।যারা অনিদ্রা রোগে ভুগছেন তারা পরীক্ষা করে দেখতা পারেন। প্রাপ্ত বয়স্ক নারী/পুরুষ ৮ থেকে ১০ রতির মতো ধারণ করবেন।
    (২) স্পাইনাল চুনি: এটা কৃত্রিম রত্ন। ল্যাবে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়ে থাকে। রবি নীচস্থ হলে বা শনি যুক্ত রবি জন্মছকে থাকলে বা শনির ঘরে রবি অবস্থান করলে এই চুনি ধারণ করতে হয়। প্রাপ্তবয়স্কদের জন্য ৬ রতির মতো ব্যবহার করলেই চলে। একটু বেশি মাত্রাতেও ব্যবহার করতে পারেন।
    (৩) টোপাজ: দেখতে উজ্জ্বল হলদে। এটি বৃহস্পতির রত্ন। বৃহস্পতি যদি রাহুযুক্ত বা কেতুযুক্ত থাকে, তখন এর দরকার পড়ে। এটি দামে সস্তা হওয়া সত্ত্বেও গুণে কোনও অংশে কম নয়। অরোক্লিন করতে এর ব্যাপক ব্যবহার। কার্যকারিতায় প্রায় পোখরাজের সমকক্ষ। প্রাপ্তবয়স্করা ১০ রতির মতো ধারণ করলে ভাল হয়।
    (৪) গারনেট: বিশুদ্ধ খনিজ পদার্থ। এটি রাহুর রত্ন। অশুভ রাহুর জন্য ব্যবহার হয়ে থাকে। গোমেদের পরিবর্তে ব্যবহার করা চলে। দুর্বল চন্দ্রের জন্যে যে সব রোগ হয় যেমন, বিভিন্ন জলজ রোগ, লালা ঝরা, তোতলামো, বা আর্থিক অবস্থা খারাপ থাকা, তখন গারনেট ধারণ করা যায়। ক্ষেত্র বিশেষে লাল গারনেট রবির প্রতিকার হিসেবে ব্যবহার করা যায়। প্রাপ্তবয়স্করা ৭ থেকে ১০ রতির মতো ব্যবহার করতে পারেন।
    (৪) জারকন: এটি কৃত্রিম হিরে। ল্যাবে তৈরি হয়ে থাকে। নানা বর্ণের জারকন পাওয়া যায়। এগুলি দামেও সস্তা। এটি জন্মছকে শুক্র দুর্বল থাকলে ধারণ করতে হয়। শুক্র গ্রহটি বেশ স্পর্শকাতর গ্রহ। আমাদের জন্মছকে ৮০ ভাগ লোকের শুক্র নানাভাবে কুপিত বা দুর্বল থাকে। তাই প্রায় সবাই জারকন ধারণ করতে পারেন। এতে উপকার ছাড়া অপকারের কোনও সম্ভাবনা নেই। প্রাপ্তবয়স্করা ৬/৭ রতির মতো ধারণ করতে পারেন। একটু বেশি মাত্রায় ধারণ করলেও খারাপ কিছু হবে না।
    (৫) ফিরোজা(Turquaise): এই রত্নটি অস্বচ্ছ। এর এক পাশ পালিশ করা থাকে। এটা নীল, সবুজ ও আকাশী বর্ণের হয়ে থাকে। মুসলিম ফকির ও পীড়েরা এই রত্নটি অপরের মঙ্গল কামনায় ব্যাপক ব্যবহার করে থাকেন। এটা ব্যবহারে সৌভাগ্য বৃদ্ধি হয়। বিবাহের যোগাযোগ ও বিবাহ কার্য সুসম্পন্ন করতে ও সুখ শান্তি বৃদ্ধি করতে এটি ধারণ করা হয়ে থাকে। এটা মূলত বুধের রত্ন। প্রাপ্তবয়স্ক নারী/পুরুষের ৮-১০ রতির মতো ধারণ করা উচিত।
    (৬) পেরিডট(Peridot): এটি বুধের রত্ন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এটি হাল্কা সবুজ অথবা মিশ্র সবুজ বর্ণের হয়ে থাকে। জন্মছকে বুধ দুর্বল থাকলে পান্নার বিকল্প হিসেবে ধারণ করা হয়। প্রাপ্তবয়স্ক নারী/পুরুষ ৮ থেকে ১০ রতির মধ্যে ব্যবহার করলেই চলে।
    (৭) স্ফটিক(Rock Crystal): স্ফটিক প্রাচীন কাল থেকেই ব্যবহার করা হয়ে থাকে। এর স্পেক্ট্রাম কালার আকাশী। জেমথেরাপিস্টদের মতে, আমাদের শরীরের বিভিন্ন কোষে আকাশী রঙের ক্রিয়া চলে। শরীর ও মনে শান্তির আবেশ আনে। জ্যোতিষীরা হীরের বিকল্প হিসেবে এই রত্নটি ব্যবহার করতে নির্দেশ দিয়ে থাকেন। অনেকেই স্ফটিকের মালা ব্যবহার করে থাকেন। যাদের শরীরের ওজন কম বা ক্ষীণদেহ তারা ওজন বাড়াতে ধারণ করতে পারেন। এটা ধারণ করলে শরীরের শুষ্ক ওজন বাড়ে। দামেও সস্তা। প্রাপ্তবয়স্ক নারী/পুরুষদের একটু বেশি মাত্রায় পরতে হয়, ১০ থেকে ১৫ রতি মতো।
    (৮) জেট (Zet): এটি কয়লার মতো খনিজ পদার্থ। পীড় এবং ফকিররা তাঁদের অনুগামীদের পরতে নির্দেশ দিয়ে থাকেন। চর্ম রোগে এই উপরত্ন বিশেষ উপতার করে। ১৫ থেকে ২০ রতি অবধি প্রাপ্তবয়স্করা ব্যবহার করতে পারেন।
    (৯) সান স্টোন (Sun Stone): এটা রবির প্রতিকারে ব্যবহার করা হয়ে থাকে। এটা দেখতে লাল, উজ্জ্বল হলদে, হলদে লালচে, গোলাপি লালচে বর্ণের হয়ে থাকে। স্টার রুবির মতো এর একপাশ পালিশ করা থাকে। জন্মছকে রবি নীচস্থ বা কুপিত থাকলে চুনির বিকল্প হিসেবে ধারন করা যেতে পারে। প্রাপ্তবয়স্ক নারী/পুরুষেরা একটু বেশি ওজনের যেমন ১০ থেকে ১৫ রতি অবধি ব্যবহার করতে পারেন।

КОМЕНТАРІ • 147

  • @gulshahanarashahana8525
    @gulshahanarashahana8525 10 місяців тому +1

    দাদা আপনার সব ভিডিও খুব ভালো লাগে। কিন্তু এই ভিডিও টা খুব গুরুত্বপূর্ণ ধন্যবাদ আপনাকে।

  • @arpitapaul1505
    @arpitapaul1505 Рік тому +1

    💐খুব সুন্দর বলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত👍🏻।
    আরেকটা রিকোয়েস্ট করব- রত্নপাথর রে যুক্তিগত বস্তু, তাদের‌ও যে রে রাসায়নিক ফর্মূলা দিয়ে দিয়ে তৈরী হয়েছে প্রকৃতির মধ্যে সেটার জন্য আলাদা আলাদা রত্ন ও উপরত্ন হিসেবে ভিডিও হলে ভালো হতো। তাহলে রত্ন/উপরত্ন ধারণের আরেকটা যুক্তি ক্রিস্টালক্লিয়ার হত সবার কাছে। গুগলে আছে লিখিত হিসেবে কিন্তু ইউটিউবে এরকম কোন ভিডিও নেই।
    💐ধন্যবাদ💐

  • @banglasolution2949
    @banglasolution2949 Рік тому +2

    অসাধারণ ভিডিও, কিছু জানতে পারলাম, ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ 💐👍🇮🇳

  • @Moumitabarua271
    @Moumitabarua271 Місяць тому

    Khub sundor vidwo

  • @kartikburman4814
    @kartikburman4814 Місяць тому

    Nice definition sir

  • @mitalinath8318
    @mitalinath8318 Рік тому +1

    Good explanation and helpful regarding gems 😊

  • @dibyendubhattacharjee1811
    @dibyendubhattacharjee1811 Рік тому +1

    Khub valo laglo

  • @AncientVedicAstrology
    @AncientVedicAstrology 3 місяці тому

    Good, details information in gems for people

  • @TAPANDEY-ge7ci
    @TAPANDEY-ge7ci 11 місяців тому

    অসাধারণ👍এত ভালো করে এর আগে আর কেউই বোঝাতে পারেননি ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকবেন/সূস্থ থাকবেন 🙏

  • @souravbhowmick1282
    @souravbhowmick1282 2 роки тому +3

    Sotti darun , astrologer saheb🙏

  • @pranayacharjee
    @pranayacharjee 7 місяців тому

    আপনার বোঝানোটা বেশ ভালো,ভালো ভিডিও 😊

  • @swathimukherjee6137
    @swathimukherjee6137 Рік тому

    Thank
    You
    Dada
    Khub
    Bhalo
    Bolar
    Jannp

  • @bladefrost7421
    @bladefrost7421 2 роки тому +2

    Amethyst is generally for Uranus just as aquamarine is for Neptune. The sub stones for Saturn are dark blue/indigo blue coloured (iolite,kakar neeli,sodalite,lapiz lazuli,kayanite,indicolite,topaz,citrine,zircon,sardonic,alexandrite,tanzanite) etc whereas the mainstone is dark blue/indigo sapphire.
    Secondly diamonds are of several types and colours in accordance of which are detrimental to the respective planets. For instance diamonds of all deep,dark,rich,vibrant and indigo shades of blue are strictly for Saturn only. Only the colours less(almost) diamonds of light bluish heu are strictly for Venus. Otherwise the main gemstones for Venus is white sapphire.

    • @haripaldas932
      @haripaldas932 Рік тому

      Urenus, Neptune, pulto are not considered as planets in Vedic astrology

    • @sonalidas4645
      @sonalidas4645 8 місяців тому

      ​😊

    • @Mr.Pacifier
      @Mr.Pacifier 3 місяці тому

      Pluto ko kyu chora bhai... Uske liye kya pehenna hai...? Abe itna v andha mat ban k life starts fu*ck u

  • @debabratadebnath8215
    @debabratadebnath8215 2 роки тому +1

    Darun hoyache Dada

  • @potulchakraborty1912
    @potulchakraborty1912 Рік тому

    অনেক ধন্যবাদ আপনাকে🙏

  • @user-hl1ku5yh4j
    @user-hl1ku5yh4j 8 місяців тому

    The best substitute of diamond is MOISSANITE & far better than zircon also price is Rs. 20/- per ratti
    Please discuss about Firoza

  • @giridhariadhikari3207
    @giridhariadhikari3207 Рік тому

    Khubi valo laglo, thanks.

  • @shilpinandy590
    @shilpinandy590 2 місяці тому

    Apnar proti ti video ami dekhi khub valo lage .Airport e bosen meye r birth chart korabo vebechilam kintu parlam na .

  • @ayandas3764
    @ayandas3764 2 роки тому +1

    good work

  • @subhamchatterjee4879
    @subhamchatterjee4879 2 роки тому +2

    1st view sir

  • @debanshughosh2933
    @debanshughosh2933 Рік тому +1

    খুব ভালো লাগলো। কিন্তু শেষের কয়েকটা পাথরের জন্য কি শিকর লাগবে ওটা আপনি বলেননি।বলে দিলে খুব ভালো হতো

  • @FitnessToBodybuilding
    @FitnessToBodybuilding Рік тому +1

    নমস্কার 🙏 একটা বিষয়ে জানালে খুবই ভালো হতো। পিতাম্বরি নীলা এর পরিবর্তে কোন মূল ব্যাবহার করা উচিৎ? জানালে উপকৃত হব , ধন্যবাদ।

  • @parthoroy8892
    @parthoroy8892 2 роки тому +12

    দাদা, একটা কথা জানার ছিলো। সবাইকে কি রত্ন এডজাস্ট করে না? যাদের রত্ন এডজাস্ট করেনা তারা কি উপরত্ন ব্যবহার করে?

  • @swapnapal6875
    @swapnapal6875 2 роки тому +4

    দাদা নমস্কার
    একই ঘরে শনি, মঙ্গল, বৃহস্পতি, রাহু চারটে গ্রহ একইসাথে চারটে থাকলে কি ফল প্রদান করবে.

    • @swapnapal6875
      @swapnapal6875 2 роки тому

      কি পাথর পড়া উচিত.plz bolbej

    • @SisahbusRaksan
      @SisahbusRaksan 8 місяців тому

      Apni amay mail korun

  • @pranabgamingyt6752
    @pranabgamingyt6752 Рік тому

    Thnx brother

  • @jhumadas3979
    @jhumadas3979 11 місяців тому +1

    White zircon kotha te nile valo hobe....Ratnokuber theke ki nile original stone pabo....
    Please aktu jodi advise koren ....
    Khub উপকৃত হবো

    • @SisahbusRaksan
      @SisahbusRaksan 8 місяців тому

      Jekhan thekei neben shekhan theke abashyoi Stone Certificate neben,Tate thokar chance Kom thakbe..

    • @anupkumardas3104
      @anupkumardas3104 6 місяців тому

      আমার কাছে অরিজিনাল হোয়াইট জারকন আছে।

  • @puspakarmakar7639
    @puspakarmakar7639 Рік тому +3

    দাদা জ্যোতিষী আমায় পোখরাজ পড়তে বলেছে 6 রতি আর রক্তপ্রবাল 14 রতি।আমি এর পরিবর্তে কতো রতি এর substitud পড়তে পারবো??????প্লিজ জানাবেন।

    • @SisahbusRaksan
      @SisahbusRaksan 8 місяців тому +1

      6rat Pokhrajer badole 9.25 Certin aur Yellow Topaz Porte hobe,aar Pola 14rati Pola lagbe? Orginal Stone hole 9rati jatheshto..

  • @pritheekasaha6600
    @pritheekasaha6600 Рік тому +1

    Sir, I have a Panna stone. And unfortunately it was falls down by mistake from my hand. And after that I saw a little spot in one corner inside the panna stone ,which is very small in size .
    Now I can't decide what to do... Use the Panna or not...
    Can you please suggest me as you have the best knowledge of jems stone ?
    I will be very grateful to you Sir,if you give me a reply as soon as possible 🙏...it will be very helpful for me...

    • @SisahbusRaksan
      @SisahbusRaksan 8 місяців тому

      Apni amar inbox'e apnar Pannar pic ta tule den,ami apnake bole debo je apni otake use korte parben ki na?

  • @manashdebnath4252
    @manashdebnath4252 5 місяців тому

    White zircon er substitute ki white topaz use Kora jabe? Plz rply

  • @ShitalBauri-uk3zx
    @ShitalBauri-uk3zx 3 місяці тому

  • @bhhaskarmitra6259
    @bhhaskarmitra6259 2 місяці тому

    Nilche abha mane toh blue moonstone...tahole ki white moonstone miktor jonne pora jabe na??

  • @jhumaghosh6403
    @jhumaghosh6403 Місяць тому

    Rahu k ki vabe pujo korbo jodi bollen

  • @avijitpramanik6076
    @avijitpramanik6076 11 місяців тому

    😊

  • @robinkarmaker8292
    @robinkarmaker8292 8 місяців тому

    Korkot rashir jonno kon stone pora jay dada?? Carrier stuck hoia ace please janaben

  • @subhadipray5948
    @subhadipray5948 10 місяців тому

    ❤❤❤❤

  • @ajoypandapandaajoy4565
    @ajoypandapandaajoy4565 2 роки тому +2

    Sir রবির uporatna sun স্টোন pora jabe. Pls janaben sir.

  • @GairikaBose
    @GairikaBose 2 роки тому +2

    Dada ami Bohubochor dhore moon stone pori.. Kineo chilam Kolkatar khub boro 1ta dokan theke.. Jaihok ota ami pore6ilam 2014 saale... 2014, 2015, 2016, 2017 saal khub vlo kaj korechilo.. Tar por 2018 saal theke till date ar sevabe kaj kore na seta ami bujhte pari... Dada stone ki barbar change korte hoi mane ak stone ki bohubo6or pore thaka jaina? please ektu guide korben.

    • @SisahbusRaksan
      @SisahbusRaksan 8 місяців тому

      Stones qualityr opor nirbhor kore apni katodin Porte parben,aar Moonstone khub beshi daam noy,tai jadi apnar Moonstone lage tahole apni abar ekta kine porun..

    • @user-hl1ku5yh4j
      @user-hl1ku5yh4j 8 місяців тому

      Jekono ratna ba uparatna chale 2-5; 5-7 bachar parjontya, jadi seta life long stone hoi tahole maximum 10 years, tarpore otake change korte hoi. Er moddhe jiboner onek phase change hoi, Tai current situation e darie kono ekjon oviggo astrologer dekhie tar uparatna dharan Kara uchit hobe bole Ami Mone Kari.

  • @suvom25674
    @suvom25674 11 місяців тому +1

    Dada ami ki pokraj porte parbo ..dob 15/11/1994 time 5.01 am Kolkata please suggest me 🙏🙏🙏

  • @prithaghosh2004
    @prithaghosh2004 3 місяці тому

    Sir ami debgon, swati nakshatra, dhonu lagao. Jibone kono success paini kono field e. 1977 20august, 2:55 PM birth time, ki korle kichhu hotey party.

  • @laldada9288
    @laldada9288 6 місяців тому

    দাদা আপনার ঠিকানাটা যদি দিতেন। তাহলে উপকৃত হতাম । বাংলাদেশ থেকে বলছি।

  • @pulaksarkar5904
    @pulaksarkar5904 Рік тому

    👍

  • @DebarshreeSaha
    @DebarshreeSaha 11 днів тому

    Dada apnar chamber kothi? Please blun.

  • @user-pv2cn5gn2b
    @user-pv2cn5gn2b 2 роки тому +1

    Budh er uporotno ki firoza hote pare???

  • @nayanmidya6322
    @nayanmidya6322 2 роки тому

    Rahur mantra bolben sir

  • @niladrimoitra6720
    @niladrimoitra6720 Рік тому

    দাদা ব্লু টপেজ কোন আঙুলে পড়া যাবে?

  • @supritirana5138
    @supritirana5138 2 роки тому

    দাদা হাকিক পাথর নিয়ে আলোচনা করবেন 🙏 প্লীজ

  • @suraiyayeasmin5404
    @suraiyayeasmin5404 Рік тому +1

    Shoni graher janno star neela Valo hobe na smythist Valo hobe

  • @narayanmondal7586
    @narayanmondal7586 2 роки тому

    Apni ki lottery Biswas koren ..??Jodi koren tahole Singh Rashi niye ekta video din !! maser kon kon date a ba koto number katle.....plz

  • @likhandas7233
    @likhandas7233 2 роки тому +5

    দাদা ডায়মন্ডের পরিবর্তে কী মেসোনাইট পড়া যায়?

    • @swapnadeepmondal9754
      @swapnadeepmondal9754 2 роки тому +3

      White zircon

    • @likhandas7233
      @likhandas7233 2 роки тому +2

      @@swapnadeepmondal9754 dada White Zircon এবং রক্তমূখী নীলা কোনটা কোন আঙ্গুলে পড়বো দয়া করে জানাবেন...

    • @swapnadeepmondal9754
      @swapnadeepmondal9754 2 роки тому +3

      @@likhandas7233 white zircon middle finger ba modhdhoma & rakhtomukhi neela ring finger ba onamika te porben

  • @gitadas2503
    @gitadas2503 Рік тому +3

    Sudhu moner jor barai. Kono kichu hoy na . Ja hobar ta hobei.

    • @SisahbusRaksan
      @SisahbusRaksan 8 місяців тому

      Sampurna bhul dharona,ja hoyar ta hobe but aage theke jante parle anek kichhui kora jay

  • @manikmondal1511
    @manikmondal1511 Рік тому

    Dada pokraj r cats i rotnar roti koto kora aktu janaban plz

  • @ullashmukherjee8076
    @ullashmukherjee8076 Рік тому +3

    আমি কী ভাবে আপনার সাথে যোগাযোগ করব?

  • @ANKITSEN16
    @ANKITSEN16 2 роки тому

    Peridot kon finger e pora uchit?jodi Jupiter+Mercury r kaaj hoi tahle ring finger best taito?

  • @kaushikhalder9562
    @kaushikhalder9562 Рік тому +1

    Gernet and zircon ak sange pora jabe ki?

  • @sutanughosh8720
    @sutanughosh8720 Рік тому

    White topaz diya ki sukra pratikar hoi....

  • @arindamchakrabarty8372
    @arindamchakrabarty8372 Рік тому

    White saffire mane sada pokhraj kon groher jonno sir?

  • @ritu144
    @ritu144 Рік тому +1

    Sir briso rasi and Tula rasi zircon porte parbe?

    • @SisahbusRaksan
      @SisahbusRaksan 8 місяців тому

      Porte pare but groho Nakkhatrer poristhitir opore sabta nirbhor kore,mane apnar janmo chhoke jodi Venus powerfull abasthay thake tahole Keno porben?

  • @jumibaishya419
    @jumibaishya419 11 місяців тому

    What is the price of green Aventura

  • @suparnakundu5804
    @suparnakundu5804 2 роки тому +1

    Dada pyrite stone ki sobai use korte pare?

  • @RakeshBaishnab
    @RakeshBaishnab 4 місяці тому

    দাদা শনি কারাপ তাকলে নিলা পরা যায়।। 🎉🎉

  • @gokulanpanda823
    @gokulanpanda823 Рік тому

    Very lengdi

  • @maniksarkar9751
    @maniksarkar9751 Рік тому

    What is substitute of Pitambari Neelam?

  • @sangitadeb5570
    @sangitadeb5570 Рік тому +1

    dada akta katha chelo ga hakik stone or yellow jasper ke kono work kora

  • @jhumpabhowmick8441
    @jhumpabhowmick8441 10 місяців тому

    Sir amr ghorar nal ar rotno lage kothai pabo

  • @Creativ716
    @Creativ716 3 місяці тому

    Dada rubir substitute ki hobe...?

  • @sharifajahan8317
    @sharifajahan8317 Рік тому

    Robi er jonne ruby but taurus er adjust hobe ki?

  • @R4KS4R
    @R4KS4R Рік тому

    what about white sapphire, is that stone for venus as well?

  • @theboomsbengalibrothers9548
    @theboomsbengalibrothers9548 2 роки тому

    Firoja nite video chai

  • @IqbalMughal-ij5sf
    @IqbalMughal-ij5sf 10 місяців тому

    আমার কাছে যেই পান্নাটা আছে মেবি এটা গ্রিন অনিক্স কিন্তু কাজ সাথে সাথেই হয়েছে!

  • @biswanathporay-rj4pq
    @biswanathporay-rj4pq Рік тому

    Dada sada pola ki sukrar kaj kore

  • @debojotidey5
    @debojotidey5 2 роки тому

    দাদা আপনি গ্ৰহ কবজ তৈরি করেন ?

  • @shishirmandal8272
    @shishirmandal8272 2 роки тому

    স্টার রুবির সাথে কি একসাথে কি কি পড়া যায়

  • @debraj9103
    @debraj9103 2 роки тому

    Zircon 5 ratti pore chi, koto din por effect hoy, bolte parben

  • @mousumichatterjee3017
    @mousumichatterjee3017 9 місяців тому +1

    Jarkan Blue na white?

    • @SisahbusRaksan
      @SisahbusRaksan 8 місяців тому

      Jarkan blue and white 2toi paoya jay but 2to alada alada groher kaj kore.

  • @kakaliroy8081
    @kakaliroy8081 8 місяців тому

    Bydurjo Mone ta kon stone

  • @matryaadhyaksri813
    @matryaadhyaksri813 Рік тому

    দাদা খিরিসটল বল কোথায় পাওয়া যায়?

  • @Mimiroy111
    @Mimiroy111 2 роки тому +1

    apnar fees koto?? ami apnake dekhate chai kolkata tei amar bari... please fees ta janale upokrito hoi🙏🙏

  • @susantagarai7040
    @susantagarai7040 2 роки тому

    Citrine porla ki upokar pawa jai

  • @debjanisengupta3790
    @debjanisengupta3790 5 місяців тому

    শ্বেত প্রবাল এর কথা বললেন না।
    রক্ত প্রবাল এর কথা বললেন।

  • @mousumichatterjee3017
    @mousumichatterjee3017 9 місяців тому

    Blue jarkan kotha bollen na kano?

  • @subratabiswas3532
    @subratabiswas3532 Рік тому

    Burmis preal 500/ ratti 7ratti porle kaj hobe ki??

    • @SisahbusRaksan
      @SisahbusRaksan 8 місяців тому

      Burmis Orginal Muktor dam 500 noy aaro anek beshi..

  • @suraiyayeasmin5404
    @suraiyayeasmin5404 Рік тому

    Om ram rahave swaha evabe. bola jabe

  • @parthakayet2049
    @parthakayet2049 Рік тому +2

    আপ্নার চেম্বার কোথায়?

  • @Real.Life_Story
    @Real.Life_Story 5 місяців тому

    আমার কাছে একটা রত্ন আছে বিক্রি করব

  • @Jaishreekrishna7935
    @Jaishreekrishna7935 3 місяці тому

    10 roti yellow topaz kato price 😮

  • @suzika8048
    @suzika8048 Рік тому

    Amar dob 28.08.1992 time 1.50pm kolkata. Amar ki stone pora uchid ektu bole deben plz.

  • @arindamchakraborty5607
    @arindamchakraborty5607 2 роки тому

    Dada mul niye bolun

  • @sushmitadutta316
    @sushmitadutta316 Рік тому

    Aajkal eto dami rotno aar Sona pora risky

  • @goutamban5060
    @goutamban5060 2 роки тому +1

    ছোটা ভিম।

  • @basudevkar-bd3te
    @basudevkar-bd3te Рік тому

    How can contact with you

  • @user-cz4lp6sf7e
    @user-cz4lp6sf7e 4 місяці тому

    Apanor.adress.janaɓen

  • @debojotidey5
    @debojotidey5 2 роки тому +1

    দাদা তাহলে চুনিটা কি উপরত্ন , এর দাম কত হবে ?

    • @shefalidas6077
      @shefalidas6077 Рік тому

      চুনি কেই রুবি বলে

  • @musicloverdeep1974
    @musicloverdeep1974 2 роки тому

    Apni stoner dam gulo boddo besi bollen ..neways apni stone suggestion tao thik korte parlen na..neways..

  • @nayanikadey5621
    @nayanikadey5621 Рік тому +1

    Amk astrologer 30-40 cent r diamond porta bolacha ami koto roti r Jarman porbo kindly bolta parben ?

    • @SisahbusRaksan
      @SisahbusRaksan 8 місяців тому

      Jarkaner thekeo anek beshi kaj dey emon ekta stone achhe,apnikhonj nen, diamond maton kaj

  • @SomnathPatra-np7kc
    @SomnathPatra-np7kc 3 місяці тому

    No

  • @nepalmondal2968
    @nepalmondal2968 2 роки тому

    Apnar vijit koto , chamber Po no

  • @jonypaul7721
    @jonypaul7721 Рік тому

    ketur jonn black star korte parbo

  • @user-mc5jt6nl2x
    @user-mc5jt6nl2x Рік тому

    ??

  • @Dishatech
    @Dishatech 2 роки тому +1

    Dada 30cent valo diomond kaj kore

    • @SisahbusRaksan
      @SisahbusRaksan 8 місяців тому

      Diamond 30cent tatota bhalo kaj paoya jayna,aar dam anek bole anekei kinteo paren na,but tar badole anyo ekta stone achhe jeta dam o Kom aar kaj o Dey Diamond matan

  • @omdevomdev995
    @omdevomdev995 Рік тому

    দাদা নমস্কার, দাদা আপনার ফোন নাম্বারটা দেবেন, আমার পাথর লাগবে।