মানিকবাবু যেকোন জিনিস এতো সুন্দর করে বুঝিয়ে বলেন মনে হয় ওনার কাছে কেউ পরলে তাকে আর আলাদা করে পুনরায় পরতে হবে না। ওনার বোঝানোতেই সব বোধগম্য হয়ে যাবে। রামা আর মেহা খুব ভাগ্য করে তোমাদের মতো বাবা মা পেয়েছে। ওরা অনেক ভালো মানুষ হবে।
মানিকবাবু একেবারেই ভগবান সমতুল্য 🙏🏻 উনি যে দেশের বাইরে গিয়েও রক্তদান করার মতো সমাজ সেবা মূলক কাজ করার মতো চিন্তা ভাবনা রেখেছেন তার জন্য আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা।আমি একজন থ্যালাসেমিয়া রোগী।আমাকে বছরে ১২ টা ব্লাড ক্যাম্প করতে হয়।রক্তের যোগান সঠিক রাখার জন্য।তাই বিদেশের মাটিতে ওনাকে রক্তদান করতে দেখে মনটা ভীষণ খুশিতে ভরে উঠল।🫶🏻 ভগবানের কাছে আপনাদের জন্য অনেক অনেক শুভ প্রার্থনা রইল।পরিবারের সবাই মিলে রক্তদান করুন ও সুস্থ থাকুন।😊
রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।আমারও খুব ভালো লাগলো।মানিক বাবার রক্ত দান করা দেখে।আমি এখন প্রৌঢ় মহিলা তো।!তাই এখন আর নেয় না।কিন্তু যখন বয়স কম ছিলো তখন আমিও বেশ কয়েক বার রক্ত দান শিবিরে রক্ত দিয়েছি।ঠাকুর যেন তোমাদের সুস্থ রাখেন।🌷🌷🌷🌷😀😀😀🙏🙏🙏🙏
তোমাদের মত সুন্দর মানসিকতার মানুষ অনেক অল্পই দেখেছি , সমাজের প্রতি আমাদের প্রত্যেকের কিছু কিছু দায়বদ্ধতা থাকে , আমরা যদি তার সামান্য টুকুও পালন করতে পারি তাহলে সুন্দর একটা পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্ম পেতে পারে , খুব ভালো থেকো তোমরা ❤
সমাজের প্রতি এই দায় বদ্ধতা অনুভব করার জন্য খুব ভালো লাগলো। গত ১লা নভেম্বর আমার শাশুড়ি মা ৯৭+ বয়সে পরলোক গমন করেন। তাঁর মৃত্যুর পর তাঁর দুটি কর্নিয়া দুটি অন্ধ মানুষ পেয়ে দৃষ্টি পেলেন। আমার .নেই হয় সবাই যদি এই ভাবে এগিয়ে আসেন সমাজ থেকে অন্ধত্ব দূর হয়ে যাবে।
একটা জিনিস খুবই ক্লিয়ার, দিদি তোমরা সত্যিই সবাই ভীষণ ভালো মানুষ। মানুষের মতো দেখতে হলেই তো যে সে মানুষ তা তো নয়, মান আর হুশ মানবিকতা বোধ এগুলির সমন্বয় যেটা তৈরি হয় তাকেই মানুষ বলে। তোমাদের এতদিন ধরে যা দেখছি তোমাদের একটিভিটি লাইফ যা তোমাদের দেখি আমরা যা জানি তার থেকেই বলছি তুমি দাদা তোমরা সবাই ভীষণ এক একজন ভীষণ ভালো মনের মানুষ, এবং তোমাদের এই সুশিক্ষাতে বড়ো হচ্ছে, আগামী দিনে মেহা রামা ওরা দুজনেই খুব ভালো মানুষ তৈরি হবে।🙏🏻🙏🏻 সকলে তোমরা সুস্থ থাকো ভালো থাকো, অনেক অনেক শুভকামনা রইল ❤❤❤
সব কিছু দান করার থেকে,বড় দান রক্তদান, মানিক দাদা বাবুর সামাজের জন্য কিছু করার দায়বদ্ধতা দেখে সত্যিই আপ্লুত। মহুয়া দি কয়েক দিন দাদা বাবুর খাওয়া দাওয়া প্রতি নজর দাও। ভালো থেকো তোমরা সকলে।
দিদি আপনার কথা গুলো শুনলে যেমন মন ভরে যায়ে। তেমনি দাদার কথা গুলো শুনলে প্রানভরে যায়ে। অপূর্ব সুন্দর ভাবে বোঝান উনি। ভগবান কে কখন আমরা দেখতে পাইনা ঠিকি কিন্তূ মানুষের মধ্যে দিয়েই উপলধ্বি করা যায়ে। অনেক ভাগ্যে করে এই রকম স্বামী পেয়েছেন। যদিও আপনিও খুব ভাল।❤️ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভাল থাকুন,সুস্থ থাকুন।🙏🏻
দিদি,রক্ত দান তো মহৎ এবং সমাজ সেবা মূলক কাজ, রক্তের জন্য কত মানুষ প্রাণ হারান, বিদেশের মাটিতে এমন মহান কাজের জন্য *মানিক দা* কে ধন্যবাদ দিদি তোমরা সবাই ভীষণ ভাল মানুষ, ভাল থাকুন সুস্থ থাকুন ❤❤❤❤
মহুয়া আমি এবছর পঞ্চাশে পা দিলাম। আমি কলকাতায় থাকি বড়ো বাজার এলাকাতে।ওখানেই গত আঠেরই নভেম্বরের ইন্দিরা গান্ধীর জন্মদিন ছিল ।ওখানেই একটা সমাজ মূলক অনুষ্ঠানে রক্তদান হয়েছিল। আমিও এই জীবনে প্রথম বার রক্তদান করেছি।আমার ও খুব ইচ্ছা ছিল সমাজের জন্য কিছু করার। এই বছর আমার একটা ইচ্ছা পূরণ হলো।আমি খুব খুশী রক্তদান করে।এই ভেবে আমার জন্য হয়তো কার ও জীবন বাঁচবে বা সুস্থ হয়ে উঠবে।মানিকের জন্য আমার অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা❤❤❤❤❤ খুব ভাল থেকো তোমরা সবাই।
বাসে রক্তদান আমাদের এদিকেও হয়....তবে এত প্রযুক্তির সাথে নয়। আর, রক্ত দেওয়ার আগে মিলিয়ে নিতে হয় গ্রুপ টা কিন্তু প্লেটলেট যে কাউকে দেওয়া যায় কোনো সমস্যা না থাকলে.....মানে প্লেটলেটের গ্রুপ মেলানোর কোনো ব্যাপার নেই। যাই হোক, খুব ভালো থাকবেন প্রণাম নেবেন কাকিমা 🙏
রক্ত নেওয়ার যে পদ্ধতি মানিকবাবু বললেন সেটা কিন্তু অসাধারণ, আমি নিজেও বেশ কয়েক বার রক্ত দান করেছি কিন্তু এই পদ্ধতি টা জানতাম না। রক্ত দান করলে সমাজের যেমন উপকার হয় তেমন নিজেরও খুব ভালো লাগে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ মানিকবাবু করলেন, সমাজসেবায় নিজেদের ব্যস্ত রাখা টা কম কথা নয়। সব্বাইকে নিয়ে আপনারা সুখে ও শান্তিতে থাকুন ~এই কামনাই করি ❤️
অনেক নতুন জিনিস জানতে পারি আপনার ভিডিও র মাধ্যমে। ওখানে গিয়ে কখনও থাকলে খুব একটা অচেনা অজানা জায়গা বলে মনে হবেনা। আরোও ভালো ভালো ভিডিও র অপেক্ষায় রইলাম। অনেক ভালো থাকবেন সবাই ❤
মানিকদা সমাজের জন্য একজন দৃষ্টান্ত স্থাপন করা ব্যক্তি বিশেষ আজ এই বিশেষণ টুকু মানিক দাদার প্রাপ্য❤❤❤ ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করি আপনার জন্য ,,,আপনার পরিবারের জন্যও বটে❤❤❤
তোমাদের বিড়ির পরিবেশ টাই অন্য রকম❤️🥰 দেশের বাইরে গিয়ে ও এই সমস্ত সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকা সত্যি একটা মহৎ কাজ🎉 দাদা একটা খুব সুন্দর মনের মানুষ❤ তোমরা সবাই অনেক ভালো থেকো তোমাদের দীর্ঘায়ু কামনা করি 🥰🥰
Dada k samna samni pele paye pronam krtm🙏Dada ar tmi amdr sbar onek ka6er hoye ga6o ❤❤khub vlo thko sustho thako ai vabey sara life thako ❤❤love u didi ❤❤❤❤❤❤❤❤❤
আবার নতুন কিছু জানলাম, জানলাম,বাসের মধ্যে কি সুন্দর সব ব্যবস্থা করা আছে , বেশ ভালো লাগলো,তবে ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করলাম ভীষণ ভালো ভালো লাগলো । ইদলি গুলো বেশ সুন্দর দেখতে হয়েছে । সবটা মিলিয়ে অসাধারন হয়েছে ভিডিও টা বোন,পরের ভিডিওর অপেক্ষায় থাকলাম, ভালো থেকো তোমরা ❤❤❤❤
মানিক দা সত্যি একটা মানিক বিদেশে গিয়েও যে কিছু করা উচিত সবার জন্য এটা সত্যি ওনার কাছে দিতে শেখার ❤️❤️, রামা কিন্তু দিন দিন খুব মিষ্টি হয়ে যাচ্ছে দিদি😍♥️
খুবই ভালো লাগলো দিদি ভাই মানিক দাদা এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আগামী দিন গুলো খুব ভালো ভাবে কাটুক এই ভাবে যেন সমাজের জন্য চিন্তা ভাবনা করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের পূর্বা এসোসিয়েশন এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আন্তরিক ভাবে এই ধরনের প্রচেষ্টার জন্য ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা রইল জয় বড়ো মা এর আমি মানিক দাদা এর এলাকার ছেলে হালিশহর শুভ কামনা রইল মেহা ও রামা কে অফুরন্ত ভালোবাসা রইল ❤❤❤❤❤❤❤❤
খুব ভালো লাগলো। মানিক তুমি খুব ভালো থেকো। তুমি খুব ভালো একটা মনের মানুষ। সমাজ এদের দরকার। মা সারদা মা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব স্বামীজির পাদপদমে মায়ের চরণে তোমার জন্য অনেক প্রণাম জানিয়ে প্রার্থনা করলাম বাবা।
1ta social educational massage based vlog..sottie khub sundor process blood donation.. Thank to you ato sundor koray narrate koere Jonny manik da k.. Ato kichu jantam na aj jenay bhalo lsgli j induar moto USA moto 1st country o sob e hoy but process discipline rule regulation sob ta jeno unique... Last j eta bhalo laglo " 2mi amar blood susay nao ni bolay aj blood dite perlam " 😂😂😂😂😂😂
Tomader je akta sundor understanding ache seta khub valo lage jokhon 2jone kotha boli khub valolage dekhte r social sotti somajer jonno kichu kora ata onek boro sikhha ata khub valo ❤❤❤
দিদি আমাদের এখানেও এখন এই রকম গাড়িতে রক্ত দানের ব্যবস্হা করা হয়েছে।আমি দুবার এই ভাবেই রক্ত দিয়েছি।আমিও ১৭ বছর বয়স থেকে নিয়মিত রক্ত দিই।দাদাকে অনেক অভিনন্দন,ভালো থেকো ভালো রেখো❤
মানিকবাবু যেকোন জিনিস এতো সুন্দর করে বুঝিয়ে বলেন মনে হয় ওনার কাছে কেউ পরলে তাকে আর আলাদা করে পুনরায় পরতে হবে না। ওনার বোঝানোতেই সব বোধগম্য হয়ে যাবে। রামা আর মেহা খুব ভাগ্য করে তোমাদের মতো বাবা মা পেয়েছে। ওরা অনেক ভালো মানুষ হবে।
মানিকবাবু একেবারেই ভগবান সমতুল্য 🙏🏻 উনি যে দেশের বাইরে গিয়েও রক্তদান করার মতো সমাজ সেবা মূলক কাজ করার মতো চিন্তা ভাবনা রেখেছেন তার জন্য আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা।আমি একজন থ্যালাসেমিয়া রোগী।আমাকে বছরে ১২ টা ব্লাড ক্যাম্প করতে হয়।রক্তের যোগান সঠিক রাখার জন্য।তাই বিদেশের মাটিতে ওনাকে রক্তদান করতে দেখে মনটা ভীষণ খুশিতে ভরে উঠল।🫶🏻 ভগবানের কাছে আপনাদের জন্য অনেক অনেক শুভ প্রার্থনা রইল।পরিবারের সবাই মিলে রক্তদান করুন ও সুস্থ থাকুন।😊
রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।আমারও খুব ভালো লাগলো।মানিক বাবার রক্ত দান করা দেখে।আমি এখন প্রৌঢ় মহিলা তো।!তাই এখন আর নেয় না।কিন্তু যখন বয়স কম ছিলো তখন আমিও বেশ কয়েক বার রক্ত দান শিবিরে রক্ত দিয়েছি।ঠাকুর যেন তোমাদের সুস্থ রাখেন।🌷🌷🌷🌷😀😀😀🙏🙏🙏🙏
দেশে রক্ত দান করলে ভগবান বলা যাবে না তাকে?
Amio bochore akbar dei. Amar office er parking lot e ashe. Ami New Jersey thaki
সত্যিই টাই
Very good job❤
রক্ত দান মহৎ দান। মানিক দা সত্যি মহান ❤😊 । মানিকদার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি ❤😊❤
তোমাদের পরিবারে খুব ভালো শিক্ষা বাচ্চাগুলো খুব ভালোভাবে বেড়ে উঠুক😊
সত্যি মানিকদা দারুণ মানুষ । উনি দেশের বাহিরে গিয়েও রক্তদান করছেন এটা ভেবেও ভালো লাগছে। উনি সমাজের জন্য দারুণ ভেবেছেন । উনাকে যত দেখি তত অবাক হয় ❤❤❤
তোমাদের মত সুন্দর মানসিকতার মানুষ অনেক অল্পই দেখেছি , সমাজের প্রতি আমাদের প্রত্যেকের কিছু কিছু দায়বদ্ধতা থাকে , আমরা যদি তার সামান্য টুকুও পালন করতে পারি তাহলে সুন্দর একটা পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্ম পেতে পারে , খুব ভালো থেকো তোমরা ❤
সমাজের প্রতি এই দায় বদ্ধতা অনুভব করার জন্য খুব ভালো লাগলো। গত ১লা নভেম্বর আমার শাশুড়ি মা ৯৭+ বয়সে পরলোক গমন করেন। তাঁর মৃত্যুর পর তাঁর দুটি কর্নিয়া দুটি অন্ধ মানুষ পেয়ে দৃষ্টি পেলেন। আমার .নেই হয় সবাই যদি এই ভাবে এগিয়ে আসেন সমাজ থেকে অন্ধত্ব দূর হয়ে যাবে।
তোমার জন্য আমরা বিদেশের অনেক কিছু জানতে পারি। ভালো থেকো তোমরা সবাই। বরানগর থেকে রত্না।
Manik da...is genuinely a true gentleman. God bless him
সত্যি দাদার কোনো তুলনা হয়না।ভালো থেকো তোমরা সবাই।
একটা জিনিস খুবই ক্লিয়ার, দিদি তোমরা সত্যিই সবাই ভীষণ ভালো মানুষ। মানুষের মতো দেখতে হলেই তো যে সে মানুষ তা তো নয়, মান আর হুশ মানবিকতা বোধ এগুলির সমন্বয় যেটা তৈরি হয় তাকেই মানুষ বলে। তোমাদের এতদিন ধরে যা দেখছি তোমাদের একটিভিটি লাইফ যা তোমাদের দেখি আমরা যা জানি তার থেকেই বলছি তুমি দাদা তোমরা সবাই ভীষণ এক একজন ভীষণ ভালো মনের মানুষ, এবং তোমাদের এই সুশিক্ষাতে বড়ো হচ্ছে, আগামী দিনে মেহা রামা ওরা দুজনেই খুব ভালো মানুষ তৈরি হবে।🙏🏻🙏🏻 সকলে তোমরা সুস্থ থাকো ভালো থাকো, অনেক অনেক শুভকামনা রইল ❤❤❤
Paid or yes -man ?
মানিক দা যত দেখি তত মুগ্ধ হই
খুব ভালো থাকুন আপনার সবাই❤❤❤❤❤❤❤
এই মাসে আমি ব্লাড দিয়েছি তার পরিবর্তে গাছ পেয়েছি। খুব খুশি হয়েছি আমি
ভীষণ ই তথ্যবহুল আজকের ব্লগ আর তোমাদের কথোপকথন শুনলেই বোঝা যায় তোমরা কী অসাধারণ মানুষ 🥰
ভাল মানুষের সাথে থাকলে জীবন সত্যিই সুন্দর 🥰
খুব ভাল থেকো তোমরা
সব কিছু দান করার থেকে,বড় দান রক্তদান, মানিক দাদা বাবুর সামাজের জন্য কিছু করার দায়বদ্ধতা দেখে সত্যিই আপ্লুত। মহুয়া দি কয়েক দিন দাদা বাবুর খাওয়া দাওয়া প্রতি নজর দাও। ভালো থেকো তোমরা সকলে।
Great Job Done....Mr. Ganguly......You are one broad minded also educated....With best wishes from Saugata Chattopadhyay (Navi Mumbai)
মানিক দা সত্যি খুব ভালো একজন মানুষ
আমিও ভাবছিলাম কেন এত দেরি লাগছে? পরে মানিক বাবু খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন!
রক্ত দান মহৎ কাজ!
Manik is such a nice person. Multi talented. He is much needed for our society❤
❤❤❤❤❤ ভালোবাসা দেওয়া ছাড়া আর কিছুই বলার নেই কারণ তোমরা এতটাই মহৎ 👏👏👏👏🥰🥰🥰💯💯💯💯
বিদেশের মাটিতে ভারতের মতো অনেক কিছুই হয়। কিন্তু প্রসেসটা একটু অন্যরকম। তাই দেখে ভালো লাগলো।
সত্যিই মানিক বাবু একটা দামী কথা বলেছেন।যেখানেই থাকি সেই সমাজের জন্য একটা দায় বদ্ধ তা থেকে যায়।
মানিক দা র গলার স্বর বেশ আকর্ষণীয় 😊😊।।
সত্যি তোমার প্রত্যেক টা ভিডিও তে একটা কোনো শিক্ষা থাকে,এই জন্যই তোমার এত জনপ্রিয়তা এত কদর, খুব ভালো থেকো
রক্ত দান মহান দান, রক্ত ই একজন মুমুর্ষ রুগী র জীবন বাঁচাতে পারে।❤
Dadar moto manus hoina এখনকার যুগে এত ভালো মানুষ খুব কম পায়া যায় যেমন তুমি ভালো দিদি তামন দাদা ভালো থাকো তোমরা😊😊😊❤❤
দিদি আপনার কথা গুলো শুনলে যেমন মন
ভরে যায়ে।
তেমনি দাদার কথা গুলো শুনলে প্রানভরে
যায়ে।
অপূর্ব সুন্দর ভাবে বোঝান উনি।
ভগবান কে কখন আমরা দেখতে পাইনা ঠিকি কিন্তূ মানুষের মধ্যে দিয়েই উপলধ্বি
করা যায়ে।
অনেক ভাগ্যে করে এই রকম স্বামী পেয়েছেন।
যদিও আপনিও খুব ভাল।❤️
ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা
ভাল থাকুন,সুস্থ থাকুন।🙏🏻
Thank you so much ❤️😊 bhalo thakben 🙏💐
দিদি,রক্ত দান তো মহৎ এবং সমাজ সেবা মূলক কাজ, রক্তের জন্য কত মানুষ প্রাণ হারান, বিদেশের মাটিতে এমন মহান কাজের জন্য *মানিক দা* কে ধন্যবাদ দিদি তোমরা সবাই ভীষণ ভাল মানুষ, ভাল থাকুন সুস্থ থাকুন ❤❤❤❤
''আর রক্ত নেই সব তুমি নিয়ে নিয়েছো''... Nice one মানিক দা 😂
😂
😂😂😂
😂,
😂😂😂😂😂
Manik da ektu kam katha bale but bolle darun bale😂😂😂
খুব ভালো লাগলো,,,মানিক দাদার কথাগুলো ভীষন ভালো লাগে।। সমাজের প্রতি সত্যি আমাদের একটা দায়বদ্ধতা আছে
Best prabasi bangali couple Manik Babu I salute you great job for society God bless you ❤❤❤❤❤ love from New Delhi ❤❤
মানিক বাবু এতো সুন্দর করে বিষয় টা বুঝিয়ে বললেন শুনতে খুব ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম। ভালো লাগলো 🥰
মহুয়া আমি এবছর পঞ্চাশে পা দিলাম। আমি কলকাতায় থাকি বড়ো বাজার এলাকাতে।ওখানেই গত আঠেরই নভেম্বরের ইন্দিরা গান্ধীর জন্মদিন ছিল ।ওখানেই একটা সমাজ মূলক অনুষ্ঠানে রক্তদান হয়েছিল। আমিও এই জীবনে প্রথম বার রক্তদান করেছি।আমার ও খুব ইচ্ছা ছিল সমাজের জন্য কিছু করার। এই বছর আমার একটা ইচ্ছা পূরণ হলো।আমি খুব খুশী রক্তদান করে।এই ভেবে আমার জন্য হয়তো কার ও জীবন বাঁচবে বা সুস্থ হয়ে উঠবে।মানিকের জন্য আমার অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা❤❤❤❤❤ খুব ভাল থেকো তোমরা সবাই।
Thank you so much😊❤️🙏 bhalo thakben💐
মানিক দার মতো মানুষ হয় না, ওনাকে অনেক অনেক নমস্কার❤❤❤
বাসে রক্তদান আমাদের এদিকেও হয়....তবে এত প্রযুক্তির সাথে নয়। আর, রক্ত দেওয়ার আগে মিলিয়ে নিতে হয় গ্রুপ টা কিন্তু প্লেটলেট যে কাউকে দেওয়া যায় কোনো সমস্যা না থাকলে.....মানে প্লেটলেটের গ্রুপ মেলানোর কোনো ব্যাপার নেই।
যাই হোক, খুব ভালো থাকবেন প্রণাম নেবেন কাকিমা 🙏
খুব ভালো একটা ব্লগ। এ ধরনের সামাজিক দায়িত্ব পালন একটা খুবই মহৎ কাজ। মানিক বাবুর বক্তব্যটাও খুব তথ্যবহুল ও উদ্দীপক।❤❤❤
মানিক দাকে খুব সন্মান করতাম সেটি আরও কয়েকগুণ বেড়ে গেল। খুব ভালো থেকো তোমরা ❤️
মানিক আঙ্কেল সত্যিই খুব খুব ভালো মনের একজন মানুষ।।। এতকিছু এখন আর কতজনই বা ভাবে।।তুমি খুব লাকি আন্টি।।
মানিক বাবু মহৎ কাজ করলেন। প্রবাসে থেকে এই রকম সমাজের জন্য ভেবেছেন অনেক ধন্যবাদ 🎉
রক্ত নেওয়ার যে পদ্ধতি মানিকবাবু বললেন সেটা কিন্তু অসাধারণ, আমি নিজেও বেশ কয়েক বার রক্ত দান করেছি কিন্তু এই পদ্ধতি টা জানতাম না। রক্ত দান করলে সমাজের যেমন উপকার হয় তেমন নিজেরও খুব ভালো লাগে।
সত্যিই আপনাদের তুলনা হয় না। আপনার ভিডিও না দেখলে অনেক কিছু অজানা থেকে যেতাম❤❤❤
দারুন একটা নতুন জিনিস দেখলাম। কলকাতায় ও এই বাস এ রক্ত দান শুরু হয়েছে। মানিক দা ঠিক বলেছে ❤️❤️❤️ ভালো থেকো দিদি ❤️❤️
দাদার কথা গুলো খুবই উপরের লেবেলের কথা। যেরকম টা সমাজের অনেক মানুষ ভাবেও না। সত্যিই তুমি খুবই ভাগ্যবতী দিদি দাদা কে স্বামী হিসেবে পেয়ে।❤️❤️🙏🙏
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ মানিকবাবু করলেন, সমাজসেবায় নিজেদের ব্যস্ত রাখা টা কম কথা নয়। সব্বাইকে নিয়ে আপনারা সুখে ও শান্তিতে থাকুন ~এই কামনাই করি ❤️
দাদার চিন্তা ভাবনা আর কথা গুলো সত্যি অসাধারণ ❤ খুব ভালো থেকো তোমরা ❤
অনেক নতুন জিনিস জানতে পারি আপনার ভিডিও র মাধ্যমে। ওখানে গিয়ে কখনও থাকলে খুব একটা অচেনা অজানা জায়গা বলে মনে হবেনা। আরোও ভালো ভালো ভিডিও র অপেক্ষায় রইলাম। অনেক ভালো থাকবেন সবাই ❤
মানিকদা সমাজের জন্য একজন দৃষ্টান্ত স্থাপন করা ব্যক্তি বিশেষ
আজ এই বিশেষণ টুকু মানিক দাদার প্রাপ্য❤❤❤
ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করি আপনার জন্য ,,,আপনার পরিবারের জন্যও বটে❤❤❤
মানিকের টিচার হওয়া উচিত ছিল। এত সুন্দর করে সব বুঝিয়ে দেয়, খুব ভালো লাগে। তোমার ভলগ থেকে অনেক সমৃদ্ধ হই।
Tumi j koto boro janoyar ta tomar mukher bhasa tei bojha gelo@@SoumyadipMunshi
@@SoumyadipMunshiসব জায়গায় negativity করে কী পাস তোরা 🤬
Chotolok@@SoumyadipMunshi
Malik da jekono bepar eto sundor kore explain kore , r way of talking so nice
কত কিছুই শেখা যায় এই ভলগ থেকে❤❤❤❤
ওইদেশের কত কিছু অন্যরকম আমাদের দেশের চাইতে। আপনার এই ব্লগের মাধ্যমে আমরা কত কিছুই না জানতে পারছি। খুব ভালো লাগলো ব্লগটি।😊
Maniker kotha khub bhalo laglo, amrao anek kichu jante parlam. Thanks.❤❤❤
খুব ভালো লাগলো --
এখন আমাদের এখানে ও বাসের মধ্যে রক্ত দেবার সিস্টেম চালু হয়েছে ,বিগত তিন বছর ধরে দেখছি,গত পরশু আমি ও দিয়ে এলাম -
সত্যি তোমার প্রতিটা ভিডিও খুব ভালো লাগে।
আর অনেক কিছু জানতে পারি আর তোমার ভিডিও থেকে অনেক কিছু শিখতে ও পারি। সব সময়ই ভালো থেকো তোমরা ❤❤❤❤
Khub bhalo laglo blogti, tomra dujonei ato sundor kore bachhader sob kichu sekhao je sotti khub bhalo lage. Khub bhalo theko sobai.😊
খুব ভাল লাগল দিদি ভাই তোমরা সবাই ভালো থেকো❤❤❤❤❤
দারুন লাগলো মাণিক বাবু কি সুন্দর বুঝিয়ে দিলেন। খুব ভালো লাগলো ধন্যবাদ ❤❤❤
খুব ভালো লাগলো, এভাবে ও মানুষের সেবা করা যায় ❤❤
খুব সুন্দর ভিডিও । সত্যি মানিকদা এত ভালো কথা বলে তেমনি খুব ভাল মানুষ উনি ।ভালো থাকো তোমরা সবাই❤❤
Khub valo 1ta social work tobe amader ekhane onno kichu gift r tomader okhane 1ta alada oviggata notun dhoroner blood donation camp dekhlm ro onek notun kichu dekhar opekhai roilam❤❤❤❤valo theko
ভীষণ ভাল লাগল, প্রত্যেক টা মানুষ ভাল
দিদি 1 টা request আছে, মানিক দাকে প্রতিটি ভিডিওতে যে কোন সামাজিক বিষয় নিয়ে কিছু বলতে বলো, অসম্ভব ভালো লাগে দাদার কথা। 🙂
Malik Da Best Duita Bhalomanush er Jora Ma Sha ALLAH ❤
দিদি সত্যি আজ খুব ভালো লাগলো মানিকদার কোথা গুলি যতোই শুনি ততই শুনতে মন চায়
Manik dar kotha bhojhano r dharan ta sotti asdharon
খুব ভালো লাগলো দিদি। সত্যি দিদি তোমাকে আর দাদাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। খুব সুন্দর।
খুব ভালো লাগলো।তোমরা সবাই খুব ভালো থেকো।❤❤
মানিকের রক্ত দান করলো সেটা সত্যিই খুব ভাল লাগল। ❤❤❤❤
Manik babur eato sundor kotha bolen sunte khub valo lage. ❤❤❤
দিদি দাদার কথা গুলো খুব ভালো লাগে শুনতে। দাদা খুব দামি দামি কথা বলে❤❤
Dhanyawad bolg tar janno. Manikbabu apner chintabhabna ta darun inspiring. Bhalo thakben 🙏
Hats off to Manik Da. Great man.. Great thinking and kind heart
Absolutely commendable ❤❤❤❤❤
দিদি ভাই আপনার ভিডিও গুলো দেখে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে ভিডিওটা খুব ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম❤❤
আপনার video আসলেই মনটা খুশি হয়ে যায় ❤😊
Hats off to Da....great job.... genuinely u r a very humble nd kind hearted person
অসম্ভব সুন্দর একটি ভিডিও আপনাদের মানবিকতা অটুট থাকুক
চিন্তা ভাবনা খুব সুন্দর ভালো লাগলো তোমরা ভালো থেকো।❤❤❤❤❤❤❤
তোমাদের বিড়ির পরিবেশ টাই অন্য রকম❤️🥰 দেশের বাইরে গিয়ে ও এই সমস্ত সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকা সত্যি একটা মহৎ কাজ🎉 দাদা একটা খুব সুন্দর মনের মানুষ❤ তোমরা সবাই অনেক ভালো থেকো তোমাদের দীর্ঘায়ু কামনা করি 🥰🥰
বিড়ি?????
বাড়ি লিখতে গিয়ে বিড়ি হয়ে গেছে
Tomader kotha sune onk positive vibes pawa jai
ধন্যবাদ মানিক বাবুকে। রক্তদান, জীবন দান। 🙏🙏
দিদি তোমরা দুজন দুজনের পরিপূরক আমার খুব ভালো লাগে তোমার পরিবারের সবাইকে ভালো থেকো r সবাই কে ভালো রেখো ❤❤
Didi tomar vlog gulo theke ato kichu jante para jai... khuuubbbb valo lage ❤
Dada k samna samni pele paye pronam krtm🙏Dada ar tmi amdr sbar onek ka6er hoye ga6o ❤❤khub vlo thko sustho thako ai vabey sara life thako ❤❤love u didi ❤❤❤❤❤❤❤❤❤
খুব ভালো লাগলো মহুয়া God bless ❤
বাহ সত্যিই এতো সুন্দর করে সব কিছু বোঝালে আর তোমাদের একে অপরের প্রতি ধন্যবাদ গ্যাপন অসাধারণ লাগল 😍 যাক আজকের ভিডিও ভীষণ ভালো লাগল ❤❤❤❤❤তোমরাও ভালো থাকো
আবার নতুন কিছু জানলাম, জানলাম,বাসের মধ্যে কি সুন্দর সব ব্যবস্থা করা আছে , বেশ ভালো লাগলো,তবে ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করলাম ভীষণ ভালো ভালো লাগলো । ইদলি গুলো বেশ সুন্দর দেখতে হয়েছে । সবটা মিলিয়ে অসাধারন হয়েছে ভিডিও টা বোন,পরের ভিডিওর অপেক্ষায় থাকলাম, ভালো থেকো তোমরা ❤❤❤❤
খুব ভালো লাগলো, এ ধরনের কাজ ক'জন আর করতে পারে। মাণিকের জন্য রইল অনেক আশীর্বাদ।
মানিক দা সত্যি একটা মানিক বিদেশে গিয়েও যে কিছু করা উচিত সবার জন্য এটা সত্যি ওনার কাছে দিতে শেখার ❤️❤️, রামা কিন্তু দিন দিন খুব মিষ্টি হয়ে যাচ্ছে দিদি😍♥️
খুবই ভালো লাগলো দিদি ভাই মানিক দাদা এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আগামী দিন গুলো খুব ভালো ভাবে কাটুক এই ভাবে যেন সমাজের জন্য চিন্তা ভাবনা করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের পূর্বা এসোসিয়েশন এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আন্তরিক ভাবে এই ধরনের প্রচেষ্টার জন্য ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা রইল জয় বড়ো মা এর আমি মানিক দাদা এর এলাকার ছেলে হালিশহর শুভ কামনা রইল মেহা ও রামা কে অফুরন্ত ভালোবাসা রইল ❤❤❤❤❤❤❤❤
দিদি তোমার ভিডিওর আশায় বসে থাকি তোমার ভিডিও না দেখলে দিন ভালো যায় না তোমার ভিডিও দেখে মন খুব খুশি হয়ে যায়❤❤❤❤❤❤❤❤❤
বাহ্ .....খুব ভালো কাজ এটা
I আর কথা গুলো খুব সুন্দর বললেন। 👍🏻🌹
খুব ভালো লাগলো। মানিক তুমি খুব ভালো থেকো। তুমি খুব ভালো একটা মনের মানুষ। সমাজ এদের দরকার। মা সারদা মা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব স্বামীজির পাদপদমে মায়ের চরণে তোমার জন্য অনেক প্রণাম জানিয়ে প্রার্থনা করলাম বাবা।
1ta social educational massage based vlog..sottie khub sundor process blood donation..
Thank to you ato sundor koray narrate koere Jonny manik da k..
Ato kichu jantam na aj jenay bhalo lsgli j induar moto USA moto 1st country o sob e hoy but process discipline rule regulation sob ta jeno unique...
Last j eta bhalo laglo " 2mi amar blood susay nao ni bolay aj blood dite perlam " 😂😂😂😂😂😂
Khub valo kaj koreche dada, sotti dada k joto dekhi onar proti shroddha aro bere jai.... khub valo o shustho theko manik da.....
Tomader je akta sundor understanding ache seta khub valo lage jokhon 2jone kotha boli khub valolage dekhte r social sotti somajer jonno kichu kora ata onek boro sikhha ata khub valo ❤❤❤
মন ছুঁয়ে গেলো ❤️❤️❤️❤️খুব ভালো কিছু জানতে পারলাম 🥰🥰
Didi ami ekhono obdi 3 bar blood donate korechi. Aajger video ta khub valo laglo❤
Very informative vlog and at the same time it is an exceptional vlog also
Kudos to both of you ❤❤
খুব সুন্দর ❤, তোমার সব ভিডিওগুলো দেখি,খুব ভালো লাগে😊
দিদি আমাদের এখানেও এখন এই রকম গাড়িতে রক্ত দানের ব্যবস্হা করা হয়েছে।আমি দুবার এই ভাবেই রক্ত দিয়েছি।আমিও ১৭ বছর বয়স থেকে নিয়মিত রক্ত দিই।দাদাকে অনেক অভিনন্দন,ভালো থেকো ভালো রেখো❤