এই মেশিনের দাম অনেক বেশি। কিন্তু দামের সাথে তুলনা করলে উৎপাদন ক্ষমতা খুবই সামান্য। প্যাসিফিক অ্যাসোসিয়েটস অপপ্রচার করে গার্মেন্টস সংশ্লিষ্টদের ভুল বুঝাচ্ছে। শুধু তাই নয় যারা এই মেশিন কিনবে পরবর্তীতে এটা তাদের গলার কাঁটায় পরিনত হবে। সুতরাং পোশাক শিল্প সংশ্লিষ্টরা, প্যাসিফিক অ্যাসোসিয়েটসের কথায় বিভ্রান্ত হবেন না।
@@redgreen5177 শুধু তাই নয়, ওখানে তারা যেসব স্যাম্পল প্রদর্শন করেছে সেগুলো কোনটাই প্যাসিফিকের লোক বা ওই মহিলা তৈরি করে নাই। ওগুলো তৈরি করার ক্ষমতাও তাদের নাই। সব স্যাম্পল জাপান বা চায়না থেকে এনে DTG তে দেখাইছে। প্যাসিফিকের অফিসে সবকয়টা আকামলা আর চামচা বসিয়ে রাখছে।
যদি শ্রমিকেরই ভূমিকা না থাকে তা হলে তো উন্নত দেশগুলো নিজেরাই পোশাক তৈরী করে নেবে। আমাদের হেসে লাভ নাই। এখানে ডিজাইনারই সর্বেসর্বা।আর এখানে উন্নত দেশগুলোই এগিয়ে।
@@joe_mama92 প্রোগামিং করতে লাগবে। ১০টা মেশিনের সুতা লাগাতে, নিটিং তদারকি করতে মানুষ লাগবেই। মেশিন সার্ভিসিং লাগবেই। আমি অভিজ্ঞতা থেকে বলছি। চ্যাটজিপিটি কে প্রশ্ন করে দেখুন।
এটা খুব বেশি চলবে বলে মনে হয় না। কারণ, পথমত সময়। প্রতি ঘন্টায় মাত্র একটি পোষাক, এই এক ঘন্টায় কারেন্ট কত ইউনিট খরচ হবে সেটা হিসেবে আনতে হবে। একটা ইন্ডাস্ট্রিতে কমপক্ষে দশ হাজার মেশিন রাখতে হবে। সব মেশিনের খরচ এবং মেরামত ইত্যাদী হিসেব করলে অন্তত এই জায়গায় মেশিনটা খুব বেশি চলবে বলে মনে হয় না। ভবিশ্যতের কথা বলা যায় না।
এক সমায় ছিল গার্মেন্টসে বাংলা মেশিন তখন MD রা হেলপার দিত বেশি তখন অপারেটর বেশি পাওয়া যেত। But এখন অটো মেশিন বের হওয়ার পর হেলপার ৬ জন। এটার প্রভাব অপারেটর এর উপরে পরছে অপরেটর পাওয়া যায় না।এটা আসলে মানুষের সংখা কমে জাবে। মানুষ হারাবে কর্ম সংস্হান।
As a jacquard technician , I believe it will failed to achieve good fitting & Customer will not satisfied . Product will not be attractive which will looks like a robot.Maintenance will be expensive & often need to call pacific technician in the factory. On the other hand, our experienced worker will destroy. If it is good, so why Japan, German not setting any factory to save their money? Thank you Rana
এটা বাংলাদেশের বাংলাদেশের পোশাক শিল্প কারখানার শ্রমিকদের বেশিরভাগ ক্ষেত্রে চাকরি হারাবে কিন্তু যারা গার্মেন্টস শিল্পের কারখানার মালিক তাদের জন্য প্রচুর লাভবান হবে
এই মেশিনের শুধু লিংকিং খরচ বাঁচাবে,, কিন্তু লিংকিং এর খরচের চেয়ে আরো তিন গুণ খরচ বাড়বে,,এই মেশিন কোন কারখানায় চালু করলে সেই কারখানায় লাফ এর চেয়ে লস বেশি হবে 100% গ্যারান্টি দিলাম।।
@RavarsenBlogspot ডারউইনের বিবর্তনবাদ বৈজ্ঞানিক কর্ম পড়ে আমার 40 জন বন্ধু তাদের ধর্ম বিশ্বাস বিরাট পরিবর্তন হয়েছে । আদম ও হাওয়া আঃ কে আল্লাহ সৃষ্টি করছে বেহেশতে রাখেছেন তারা হুকুম অমান্য করেছে তার পরে তাদের পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে। এবং পৃথিবীতে সব মানুষ আদম ও হাওয়া আঃ থেকে তৈরি হয়েছে ।এই দুই টা বিষয় তারা বার বার পড়ছে।ডারউইনের বিবর্তনবাদ বৈজ্ঞানিক কর্ম ঠিক হলে ধর্ম মানুষের তৈরি হচ্ছে। এখন তারা সমাজের চিন্তাতা করছে। আমার কয়েক জন বন্ধু আছে তারা কেউ সমজিদের ইমাম ও কওমি মাদ্রাসার শিক্ষক তারা বলেছে কোন ভাবেই ডারউইনের বিবর্তনবাদ বাদ পড়ানো যাবেনা পড়ালে মানুষ আসতে আসতে বুঝবে ধর্ম মানুষের তৈরি করা।
আমি চট্টগ্রাম সি ই পি জেড চাকরি করা অবস্থায় ২০১৮ একজন শ্রীলঙ্কা ম্যানেজমেন্টের কাছে শুনেছিলাম এমন কিছু মেশিন আসবে কাটিং সুইং পকেট সেটার কিছুই করা লাগবে না এক মেশিনের সম্পূর্ণ প্যান্ট বেরিয়ে আসবে শুধু স্টাইল নাম্বার সাইজ এসব কিছুর মনিটরে সেটিং করে দিলে হয়ে যাবে।।
অসাধারণ উপস্থাপনা জীবনে কখন এরকম সুন্দর উপস্থাপনা দেখিনি উপস্থাপক দেখতে যেমন সুন্দর তার উপস্থাপনাও তেমন সুন্দর একটাকে বেশি বললে আরেকটার কম হয়ে যাবে ভয়েস টা ছিল মিষ্টি ভিডিওটা আমি কয়েক বার দেখিছি কোন ধরনের বিরক্ত লাগে না আসলে বর্তমান এরকম সব দিক দিয়ে পারফেক্ট উপস্থাপনা খুব কম লোকই করতে পারে আর এরকম সুন্দর একটা উপস্থাপনার জন্য প্রচুর পরিমাণে লেখাপড়া ও গবেষণা ও চিন্তা ফিকির করতে হয় ধন্যবাদ এরকম একটা উপস্থাপনা আমাদের উপহার দেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট আরজ এরকম সুন্দর উপস্থাপনা আরো দেখতে চাই
এই মেশিনের কারণে আমি সহ আমার মত লাখ লাখ সোয়েটারের শ্রমিকগুলো আজকোন কাজ করে খেতে পারছে না নতুন কোন কর্মসংস্থান তৈরি হচ্ছে না দেশে বাড়ছে বেকার দেশ চলে যাচ্ছে বড় এক অর্থনৈতিক অভাবের দ্বারপ্রান্তে
বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে অবশ্যই এই ধরণের উচ্চ-প্রযুক্তিগুলি প্রয়োজনীয় এবং সহায়তা করবে। তবে, একই সাথে, এখনি পথ খুঁজতে হবে কি করে উৎবৃত্ত শ্রমিকদের কর্ম-স্থানান্তর এবং নতুন কর্ম-সংস্থান করা সম্ভব হবে। না হলে, ভবিষ্যতে দেশে (তথা বিশ্বে) বেকারত্বের সমস্যা বৃদ্ধি পাবে এবং বহু শ্রমিকের জীবিকা ও সেই সংগে জাতীয় উন্নয়ন তথা জনগনের অর্থনৈতিক ও সামাজিক উন্নতিতে বড় সংকট দেখা দেবে! আশা করি, এই ব্যাপারে সরকার, মিল মালিকরা, ও অন্য সকল অংশীদারিরা, সবাই, এখনি সচেতন পদক্ষেপ নেবেন। ভিডিওটির জন্য ধন্যবাদ।
বাংলাদেশের টাটা বাই বাই হবে না আসবে সেটা সময় বলে দেবে।অনেক মেশিন এলো আর গেলো,কিন্তু হ্যান্ডমেড এর চাহিদা বরং বেড়েছে।আর একটা মেশিন এক ঘন্টায় সর্বোচ্চ ১০ বা ১২ টা পোশাক তৈরি হবে,সেখানে একঘন্টায় শ্রমিকরা কয়েক শ কাপড় তুলতে পারে।এসব মেশিন অপারেটিং কস্ট,মেশিন চালনা খরচ এসব কিছু যোগ করলে একটা বিশাল খরচই গুনতে হবে মালিকদের অন্যদিকে শ্রমিকরা এরচেয়ে অনেক কম খরচে প্রোডাকশন বেশি দিবে।তাছাড়া এসব মেশিনের লাইফ স্প্যানও বিবেচনায় রাখতে হবে।সুতরাং টাটা বাই বাই না হয়ে উল্টোটাও হতে পারে।
মেশিনটা অবশ্য অনেক ভালো স্বীকার কিন্তু সবথেকে বড় সমস্যা হলো আমাদের গার্মেন্টস কি অবস্থাটা হবে এই পণ্য এই মেশিন বাংলাদেশে গার্মেন্টসে অনেক শ্রমিক বেকার হয়ে যাবে এই মেশিনের জন্য😅😅😅😅😂😂😂
এটায় তো ওয়েজটিজ কম হবে সেই সাথে এটা ও বলা যায় যে অন্যান্য আনুষাঙ্গিক খরচ বৃদ্ধি পাবে এতে তো পোশাকের দাম বেড়ে যাবে।এতে কি সাধারণত মানুষের জন্য উপকারি হবে কি,তবে এটাই সত্যিই একটা আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলাবে।
এই মেশিনের দাম অনেক বেশি। কিন্তু দামের সাথে তুলনা করলে উৎপাদন ক্ষমতা খুবই সামান্য। প্যাসিফিক অ্যাসোসিয়েটস অপপ্রচার করে গার্মেন্টস সংশ্লিষ্টদের ভুল বুঝাচ্ছে। শুধু তাই নয় যারা এই মেশিন কিনবে পরবর্তীতে এটা তাদের গলার কাঁটায় পরিনত হবে। সুতরাং পোশাক শিল্প সংশ্লিষ্টরা, প্যাসিফিক অ্যাসোসিয়েটসের কথায় বিভ্রান্ত হবেন না।
এর নিডেল সহ সব কিছুর দাম আকাশছোঁয়া।
@@redgreen5177 শুধু তাই নয়, ওখানে তারা যেসব স্যাম্পল প্রদর্শন করেছে সেগুলো কোনটাই প্যাসিফিকের লোক বা ওই মহিলা তৈরি করে নাই। ওগুলো তৈরি করার ক্ষমতাও তাদের নাই। সব স্যাম্পল জাপান বা চায়না থেকে এনে DTG তে দেখাইছে। প্যাসিফিকের অফিসে সবকয়টা আকামলা আর চামচা বসিয়ে রাখছে।
right vai , totally money waste . je poriman product ekta garments production kora lage ai machine parbe na
It should be verified thoroughly before being adopted.
@@tauhiduliqbal9968 আপনি যাচাই করে দেখতে পারেন। Shima Seiki অফিসের ওই মহিলাকে বলিয়েন একটা ব্যাগ বানাইতে! বুঝলেন যত গর্জে তত বর্ষে না। ওখানে সবগুলাই আকামলা। ওদের সবগুলোই Fraud.
যদি শ্রমিকেরই ভূমিকা না থাকে তা হলে তো উন্নত দেশগুলো নিজেরাই পোশাক তৈরী করে নেবে। আমাদের হেসে লাভ নাই। এখানে ডিজাইনারই সর্বেসর্বা।আর এখানে উন্নত দেশগুলোই এগিয়ে।
দুর মিয়াঁ যে কমেন্ট টা আমি আসলাম, সেটা আপনি আগেই করে ফেললেন? Good idea bro.
আমি কয়েক বছর প্ররজন্ত ভেবেছিলাম কি ভাবে সেলাই বিহীন পোশাক তৈরি করা যায় আজ মনে হচ্ছে আমার ইচ্ছার বাস্তবে সত্য হয়েছে।
আমার কাছে আরো একটি আইডিয়া আছে।
এই মেশিনের জন্য মানুষের কর্মসংস্থান কমে যাবে চাকরি হারাইবে। অনেক মানুষ বেকার হয়ে যাবে
মেশিন রিডেবল সফটওয়্যার অপারেটর লাগবেই
কাপর কেনার লোক ও কমে যাবে
Bidesh chole jabe kaj Korte normal
@@cnewstoday অতো একটা লাগবে না।
@@joe_mama92 প্রোগামিং করতে লাগবে। ১০টা মেশিনের সুতা লাগাতে, নিটিং তদারকি করতে মানুষ লাগবেই। মেশিন সার্ভিসিং লাগবেই। আমি অভিজ্ঞতা থেকে বলছি। চ্যাটজিপিটি কে প্রশ্ন করে দেখুন।
মজার বিষয় হচ্ছে তারা কেউ সেলাই বিহীন পোষাক পরিধান করে নাই।🤣🤣🤣 অথচ তারাই মেশিন এর রিভিউ করছে।আর এটি মূলত সোয়েটার এবং গেঞ্জি তৈরি করা যায়।👍👍👍
সেলাই বিহীন পোশাক পরে বাঙালি মেয়েরা, সেটা শাড়ি।
এটা মজার বিষয় না। কাপড়গুলো মূলত বিদেশিদের পরার জন্য তৈরী হয়।
টাইট পোশাক পরলে সেলাই তো খুলবেই। এটাই স্বাভাবিক।
এটা খুব বেশি চলবে বলে মনে হয় না। কারণ, পথমত সময়। প্রতি ঘন্টায় মাত্র একটি পোষাক, এই এক ঘন্টায় কারেন্ট কত ইউনিট খরচ হবে সেটা হিসেবে আনতে হবে। একটা ইন্ডাস্ট্রিতে কমপক্ষে দশ হাজার মেশিন রাখতে হবে। সব মেশিনের খরচ এবং মেরামত ইত্যাদী হিসেব করলে অন্তত এই জায়গায় মেশিনটা খুব বেশি চলবে বলে মনে হয় না। ভবিশ্যতের কথা বলা যায় না।
They can improve machine speed that could help them to increase hourly production
15 সালে এটি চাইছি এক বছর।
চলনে না।
এক সমায় ছিল গার্মেন্টসে বাংলা মেশিন তখন MD রা হেলপার দিত বেশি তখন অপারেটর বেশি পাওয়া যেত। But এখন অটো মেশিন বের হওয়ার পর হেলপার ৬ জন। এটার প্রভাব অপারেটর এর উপরে পরছে অপরেটর পাওয়া যায় না।এটা আসলে মানুষের সংখা কমে জাবে। মানুষ হারাবে কর্ম সংস্হান।
Proud to be a part of the Pacific. Thank you so much for the report.
তাও ভালো এখনো মেশিন চালাইতে মানুষ লাগে,,,
কবে যানি শুনবো মেশিন চালাইতে মানুষ লাগে না😜
তখন যে আমরা কি করবো, তাই চিন্তা করি।
সেলাই ছাড়া পোশাকের সুন্দর্য হারিয়ে যাবে, সেলাই করা পোশাক একটি ঠোঙ্গার মত মনে হয়। সেলাই এর মধ্যে সুন্দর্য আছে।
Germany মেশিন stoll এ ২০১৫ সালেই দেখেছি।
পুরান খবর নতুন করে।
As a jacquard technician , I believe it will failed to achieve good fitting & Customer will not satisfied . Product will not be attractive which will looks like a robot.Maintenance will be expensive & often need to call pacific technician in the factory. On the other hand, our experienced worker will destroy.
If it is good, so why Japan, German not setting any factory to save their money?
Thank you
Rana
এটা অনেক এক্সপেনসিভ মেশিন এটা বাংলাদেশকে উচ্চমূল্যের বাজারে প্রবেশ করতে সহায়তা করবে।
এটা বাংলাদেশের বাংলাদেশের পোশাক শিল্প কারখানার শ্রমিকদের বেশিরভাগ ক্ষেত্রে চাকরি হারাবে কিন্তু যারা গার্মেন্টস শিল্পের কারখানার মালিক তাদের জন্য প্রচুর লাভবান হবে
উস্তাদ পোশাক শ্রমিকের হুগামারা সারা😄😄💯💯
সেলাই খুলবে কেনো?
কি অবান্তর কথা।
ভাল
এই মেশিনের শুধু লিংকিং খরচ বাঁচাবে,, কিন্তু লিংকিং এর খরচের চেয়ে আরো তিন গুণ খরচ বাড়বে,,এই মেশিন কোন কারখানায় চালু করলে সেই কারখানায় লাফ এর চেয়ে লস বেশি হবে 100% গ্যারান্টি দিলাম।।
@RavarsenBlogspot ডারউইনের বিবর্তনবাদ বৈজ্ঞানিক কর্ম পড়ে আমার 40 জন বন্ধু তাদের ধর্ম বিশ্বাস বিরাট পরিবর্তন হয়েছে ।
আদম ও হাওয়া আঃ কে আল্লাহ সৃষ্টি করছে বেহেশতে রাখেছেন তারা হুকুম অমান্য করেছে তার পরে তাদের পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে।
এবং পৃথিবীতে সব মানুষ আদম ও হাওয়া আঃ থেকে তৈরি হয়েছে ।এই দুই টা বিষয় তারা বার বার পড়ছে।ডারউইনের বিবর্তনবাদ বৈজ্ঞানিক কর্ম ঠিক হলে ধর্ম মানুষের তৈরি হচ্ছে।
এখন তারা সমাজের চিন্তাতা করছে।
আমার কয়েক জন বন্ধু আছে তারা কেউ সমজিদের ইমাম ও কওমি মাদ্রাসার শিক্ষক
তারা বলেছে কোন ভাবেই ডারউইনের বিবর্তনবাদ বাদ পড়ানো যাবেনা
পড়ালে মানুষ আসতে আসতে বুঝবে ধর্ম মানুষের তৈরি করা।
সুবাহান আল্লাহ্ আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ কত কিছুই না, কোরানে আবিষ্কার করে রেখেছে। যার ফল মানুষ আজ ভোগ করতেছে।
কিসের সাথে কি!?
ইহুদিরা কি কোরআন পড়ে এই মেশিন বানাইছে। কত নম্বর আয়াতে আছে এই মেশিনের কথা।
আলহামদুলিল্লাহ্। বাংলাদেশের কোরানের পাখিরাও একদিন রকেট নিয়ে সাত আসমান সাত জমিন পাড়ি দাবে।
@@mainly-shorts 😀👌
@@mainly-shorts ইহুদিদের গবেষণার সূত্র কি তা জানেন?
আমি চট্টগ্রাম সি ই পি জেড চাকরি করা অবস্থায় ২০১৮ একজন শ্রীলঙ্কা ম্যানেজমেন্টের কাছে শুনেছিলাম এমন কিছু মেশিন আসবে কাটিং সুইং পকেট সেটার কিছুই করা লাগবে না এক মেশিনের সম্পূর্ণ প্যান্ট বেরিয়ে আসবে শুধু স্টাইল নাম্বার সাইজ এসব কিছুর মনিটরে সেটিং করে দিলে হয়ে যাবে।।
অসাধারণ উপস্থাপনা জীবনে কখন এরকম সুন্দর উপস্থাপনা দেখিনি উপস্থাপক দেখতে যেমন সুন্দর তার উপস্থাপনাও তেমন সুন্দর একটাকে বেশি বললে আরেকটার কম হয়ে যাবে ভয়েস টা ছিল মিষ্টি ভিডিওটা আমি কয়েক বার দেখিছি কোন ধরনের বিরক্ত লাগে না আসলে বর্তমান এরকম সব দিক দিয়ে পারফেক্ট উপস্থাপনা খুব কম লোকই করতে পারে আর এরকম সুন্দর একটা উপস্থাপনার জন্য প্রচুর পরিমাণে লেখাপড়া ও গবেষণা ও চিন্তা ফিকির করতে হয় ধন্যবাদ এরকম একটা উপস্থাপনা আমাদের উপহার দেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট আরজ এরকম সুন্দর উপস্থাপনা আরো দেখতে চাই
মাথা ঠিক আছে তোমার?
@@asifm.siddique1360 কি শরির জ্বালাপোড়া করে নাকি 😆
Repoter k kew akta orna daw
শার্ট, প্যান্ট, পকেট যুক্ত স্টাইলিষ্ট পোশাকে এটি ব্যবহার তেমন ব্যবহার করা যাবে না
Agiye zaak Bangladesh....NY.
ধন্যবাদ ।
নগ্ন দৃশ্যে পরিহার করি
যাই হোক এতো কিছু বলার নাই মালিকদের পুশাইলে আনবে রিযিকের মালিক ত আল্লাহ্
আমাদের তৈরি করতে সময় লাগবে মাত্র ৫ মিনিট
সাবাস জাপান
এ মেশিন আমাদের দেশে আনার প্রয়োজন নেই আমাদের দেশের কর্মসংস্থান কমে যাবে
Awesome and accellent
শেষ জামানায় মেশিনের ব্যবহার সর্ব ক্ষেত্্র বাড়বে। মানুষ কর্মহীন হয়ে পড়বে।
শ্রমিকেরা যাবে কোথায় ?
বিদেশিরা দেশের পোশাক কেন কিনবে? হোল গার্মেন্টস বসাবে। তোমাদের লাখ লাখ ভাই বোন কীভাবে জিবিকা লাভ করবে?
আমাদের কোম্পানি এমন জ্যাকেট ইতিমধ্যেই গত ৭ বছর ধরে করছে।।। with Seamless Construction Technology (SCT)
এই মেশিনের কারণে আমি সহ আমার মত লাখ লাখ সোয়েটারের শ্রমিকগুলো আজকোন কাজ করে খেতে পারছে না নতুন কোন কর্মসংস্থান তৈরি হচ্ছে না দেশে বাড়ছে বেকার দেশ চলে যাচ্ছে বড় এক অর্থনৈতিক অভাবের দ্বারপ্রান্তে
Dr sir how to buy thismecine ????
আমার দেশের মানুষ এমনিতেই বেকার আরো বেকার হয়ে পড়বে শ্রমিক এই মেশিনের ব্যবহারের মাধ্যমে
বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে অবশ্যই এই ধরণের উচ্চ-প্রযুক্তিগুলি প্রয়োজনীয় এবং সহায়তা করবে।
তবে, একই সাথে, এখনি পথ খুঁজতে হবে কি করে উৎবৃত্ত শ্রমিকদের কর্ম-স্থানান্তর এবং নতুন কর্ম-সংস্থান করা সম্ভব হবে।
না হলে, ভবিষ্যতে দেশে (তথা বিশ্বে) বেকারত্বের সমস্যা বৃদ্ধি পাবে এবং বহু শ্রমিকের জীবিকা ও সেই সংগে জাতীয় উন্নয়ন তথা জনগনের অর্থনৈতিক ও সামাজিক উন্নতিতে বড় সংকট দেখা দেবে!
আশা করি, এই ব্যাপারে সরকার, মিল মালিকরা, ও অন্য সকল অংশীদারিরা, সবাই, এখনি সচেতন পদক্ষেপ নেবেন।
ভিডিওটির জন্য ধন্যবাদ।
এই মেশিন যেন এদেশে আনা না হয়
এটা এসে গেছে মানে বাকি সব দেশ গুলা এটা কেনা শুরু করবে। দেশের কারখানা গুলা এখনি এটা না কিনলে আন্তর্জাতিক মার্কেট থেকে বাংলাদেশের টাটা বাই বাই হয়ে যাবে।
বাংলাদেশের টাটা বাই বাই হবে না আসবে সেটা সময় বলে দেবে।অনেক মেশিন এলো আর গেলো,কিন্তু হ্যান্ডমেড এর চাহিদা বরং বেড়েছে।আর একটা মেশিন এক ঘন্টায় সর্বোচ্চ ১০ বা ১২ টা পোশাক তৈরি হবে,সেখানে একঘন্টায় শ্রমিকরা কয়েক শ কাপড় তুলতে পারে।এসব মেশিন অপারেটিং কস্ট,মেশিন চালনা খরচ এসব কিছু যোগ করলে একটা বিশাল খরচই গুনতে হবে মালিকদের অন্যদিকে শ্রমিকরা এরচেয়ে অনেক কম খরচে প্রোডাকশন বেশি দিবে।তাছাড়া এসব মেশিনের লাইফ স্প্যানও বিবেচনায় রাখতে হবে।সুতরাং টাটা বাই বাই না হয়ে উল্টোটাও হতে পারে।
@@newtheme4583 k
এই মেশিন দিয়ে সব ধরলেন গার্মেন্টস তৈরি করা যাবে না।
This is called may be seamless. First introduced by New Asia Group. This Group already has been export seamless garments
মেশিনটা অবশ্য অনেক ভালো স্বীকার কিন্তু সবথেকে বড় সমস্যা হলো আমাদের গার্মেন্টস কি অবস্থাটা হবে এই পণ্য এই মেশিন বাংলাদেশে গার্মেন্টসে অনেক শ্রমিক বেকার হয়ে যাবে এই মেশিনের জন্য😅😅😅😅😂😂😂
হাতের সেলাই বা সেলাই করা পোশাকের একটা আলাদা সৌন্দর্য বৃদ্ধি করে
এটায় তো ওয়েজটিজ কম হবে সেই সাথে এটা ও বলা যায় যে অন্যান্য আনুষাঙ্গিক খরচ বৃদ্ধি পাবে এতে তো পোশাকের দাম বেড়ে যাবে।এতে কি সাধারণত মানুষের জন্য উপকারি হবে কি,তবে এটাই সত্যিই একটা আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলাবে।
Ata te size mainten hobe kamne?
ভেরি গুড
আপনি পরেন আগে তার পরৈ সবাই কে পরাতে বলেন
Our country will most benifete.
I hope it will save our environment and life
তাদের গায়ে সেলাই করা পোশাক কেনো..??🫣🤪
এক যুগ আগেই বাংলাদেশের সুয়েটারে এটার আবিস্কার (জ্যাকার্ড)
Ai machinery tar price kto?
এই মেশিনগুলোই একদিন মানুষের কর্মের স্থান গুলো দখল করে নিবে এবং নিচ্ছে 😑
মূল্য কত তারপর ঘন্টায় কেমন উৎপাদন ইত্যাদি কিছু বলেনি ॥
এই মেশিনের দাম ও মেরামত খরচ আকাশচুম্বী হবে।ঘন্টায় কতটা পোশাক তৈরি করবে?
Wonderful invention
এই মেশিনের দাম কত
Price kato
এটার প্রগ্রামের কাজ কিভাবে শিখা যাবে।বলবেন প্লিজ
সেলাই খুলেই যায় এইটা ফালতু কথা । বরং এইটা নতুন প্রযুক্তি
কিভাবে তৈরি হয় এটা দেখালেননা কেন?
Romantic
Production rate is too poor as compared with conventional technology🙂 Anyway waiting for more faster technology🙂
Oh my god is that a new idea
ঘন্টায় ১পিছ যেখানে ১৫০ দিচ্ছে মানুষ। ১লাখ পিছের সিপমেন্ট করতে কি ১বছর লাগবে😆😆
ধন্যবাদ প্যাসিফিক অ্যাসোসিয়েটস লিমিটেড কে যারা সময় উপযোগী মেশিন এনেছে আমাদের মাঝে।
How much
কমপ্লিট মেশিন যে মালিক কিনবে সে ধরা খাবে এই মেশিন চালাতে হলে ভালো কোয়ালিটির সুধা লাগবে প্রোডাকশন কম হবে আরো অনেক সমস্যা আছে
এই মেশিন বাংলাদেশে আসলে হাজারো শ্রমিক কর্ম হারাবে।
এবার পোশাক শ্রমিক দের পিছনে লাগছে এই মেশিন
এটা Stoll Machine আরো আগেই বাংলাদেশে নিয়ে আসছে।
mashing golar price kamon
24 ঘন্টায় ৪ পিছ পোশাক তৈরি করতে পাড়ে এই মেসিন, তাই পোশাক রপ্তানিকারক এই মেসিন কিনে নাই।
সুপার স্লো মেশিন চলবে না।
এই মেশিন হলে তো বাংলাদেশে মানুষের কাপড়ের অভাব থাকবে না কাপড়ের দাম সস্তা হবে গরিব মানুষ কাপড় কিনতে পড়তে পারবে
Thanks to Pacific
Seamless garment is not new in Bangladeshdesh, JM Fabrics in Banglabazar, Gazipur already have seamless garment.
আমি অইটাতে কাজ করছি, অনেক ভালো কোম্পানি।
এখন যেইটাই আছি একটা বিল্ডিং পুরো টাই সিমলেস বিল্ডিং নামে পরিচিত।
কি আর বলবো দুঃখের কথা শ্রমিকের বেতন ১২ থেকে ১৩ হাজার টাকা মেশিন চালাবে চারটা ডিউটি করবে ১২ ঘন্টা
অসাধারণ
Nice
এর দাম কত
এটা নিয়ে হাইলাইট করার কিছুই নেই,আমাদের কোম্পানিতে আছে এগুলো মন্ডল গ্রুপে শত শত মেশিন
এ মেশিন দ্বারা পোশাক উৎপাদন খরচ বেশি পড়বে কারণ মেশিনের প্রচুর দাম
Price
এটা দিয়ে শুধু নিটিং ফ্যাক্টরীর কাজে লাগবে,,
সেলাই কার খুলে ভাই? এত টাইট না পরলেই হয়।
শ্রমিকের আর প্রয়োজন নেই....
এই মেশিনের কারনে মানুষ অনেক বেকার হয়ে জাবে
One garment cost too high compared to regular.
দাম বলা হয়নি
If these get popular then why would western buyers order to Bangladesh?
আমাদের দেশের ভবিষ্যতে রফতানি আয় আরও কমে যাবে 😔
😓
Right
@@এসোকিছুকরেদেখাই 😓
Dorbesh baba ashche predict Korte
@@saidurrahmansajib dorbesh hoa lage na...Bangladesh onek pichone
এটা কোন নতুন মেশিন না। এটা প্রায় ২০ বছর আগের মেশিন। এই মেশিন দিয়ে শুধুমাত্র সোয়েটার তৈরি করা যায় অন্য কোন পোষাক এই মেশিন দিয়ে তৈরি করা যায় না।
এই হোল গার্মেন্টস মেশিন বাংলাদেশি শ্রমিকদের রিজিক কেড়ে নেবে এবং সেই তৈরি পোশাকের উচ্চ মূল্যের কারনে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে।
Ai masin tu germance Industryr 12ta baziya diba.
আপু শেষ হবে কবে
দাম কত
গার্মেন্টসে ফ্রেবরিক্স ওয়েস্টেজ হয় কে বলছে এটাতো রিসাইক্লিং হয়
❤❤❤❤