ভাই আমি অনার্স দ্বিতীয় বর্ষে। প্রথম বর্ষে আমার ৩টাই ফেল আছে ফরম ফিলআপ করেছি বাট কালকের এক্সামের প্রিপারেশন নাই আমার।কিছু কারণে প্রিপারেশন নেয়া হয় নি। কালকের টাই যদি অ্যাবসেন্ট থাকি & বাকি ২ টা এক্সাম দেই তাহলে কি নেক্সট ইয়ারে ওই একটা সাবজেক্টএ ফরম ফিলআপ করে এক্সাম দিতে পারব?
ভাইয়া আমার প্রথম বর্ষে একটা C আছে, আর একটা F আছে। আমি এই ২ টা সাবজেক্ট এর জন্য ফর্ম ফিলাপ করছি? কিন্তু আমার প্রিপারেশন নাই, তাই আমি এইবার এক্সাম দিচ্ছি না। ২য় বর্ষের এক্সাম সামনে, তাই ২য় বর্ষের পড়া পরতেছি। এখন ভাইয়া আমি ৩য় বর্ষে উঠে কি ১ম বর্ষের ফেইল সাবজেক্ট এর এক্সাম দিতে পারবো?
১- ভাইয়া আমি ১ বিষয়ে ফেল করবো, তাও ইচ্ছে করে কারন আমার প্রস্তুতি আশানুরূপ হয় নি, এখন কি সামনের বছর ইম্পপ্রুব দিতে পারবো..? ২- প্রত্যেক বছর কি এই পরিক্ষা কি দিতে হবে অনার্স শেষ হওয়া পর্যন্ত..? ৩ - আমি এইবার ২য় বর্ষ exam দিতেছি, এক বিষয় ফেল করবো, এখন কি ৩য় বর্ষ থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত আর কোনো ফেল করলে সমস্যা হবে..? ভাইয়্যা দয়া করে উত্তর গুলো দিবেন🥰
১. ফেল করলে সামনের বছর পরীক্ষা দিতে অবশ্যই পারবেন। ২. প্রত্যেক বছর পরীক্ষা দিতে হবে না। আপনি যেই বছর ফুল প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে যাবেন তখন আর ওই বিষয় পরীক্ষা দেয়া লাগে না। ৩. আপনি ২য় বর্ষ ও ৩য় বর্ষে যে সাব্জেক্টে ফেল করেন না কেন আপনাকে চতুর্থ বর্ষের মধ্যে পূর্বের সকল F প্রাপ্ত সাব্জেক্ট পাশ করতেই হবে। এবং ৪র্থ বর্ষে কোনো সাব্জেক্টে ফেল করা যাবে না।
ভাইয়া ইম্প্রুভমেন্ট এর জন্য কি আবার ইনকোর্স দিতে হবে? B(+) এর বেশী তো পাওয়া যাবে তাইনা? সাজেশন যে ফলো করা কয় জোড় বিজোড়,, যখন ইম্প্রুভ দিবো সাল কীভাবে ফলো করবো?
আমি ২০২৩ সালে পরিক্ষা দিছি তখন বোর্ড প্রশ্ন ২০২২ সাল এবং জোড়া সাল গুলো পড়ছি কিন্তু এখন ইনপ্রুভ দিবো ২০২৪ সালে তাইলো আমি কি জোড় সাল গুলো পড়বো নাকি বিজোড় সাল পড়বো?
আপনি যদি ফোর্থ ইয়ারে প্রোমটেড হন তাহলে ওই দুইটা বিষয় পরীক্ষা দিতে হবে না। যদি প্রোমোটেড না হন তাহলে সব বিষয় আবার পরীক্ষা দিতে হবে অর্থাত আবারো ৩য় বর্ষে, থাকতে হবে।
ভাইয়া আমি গত বছর পরিক্ষা দিয়েছিলাম কিন্তু ওখানে ৪ টা বিষয়ে f চলে আসে। এবছর ১ম বর্ষের ফরমফিলাপ এ ঐ সাবজেক্ট গুলো অটোসিলেক্ট হয়েছে। এখন আমি রেজিষ্ট্রেশন ও করেছি।। কিন্তু আমি এ বছর পরিক্ষাগুলো দিতে চাচ্ছিলাম না। এখন কী কোন সমস্যা হবে।।। ভাইয়া পরামর্শ দিয়ে সহযোগিতা কারবেন প্লিজ...
ভাইয়া, প্রথম বর্ষে যদি ২টা সাবজেক্টে ফেইল আসে পরবর্তীতে ইমপ্রুভ দিয়ে রেজাল্ট ভালো আসে। এক্ষেত্রে সর্বশেষ যে সার্টিফিকেট দেওয়া হবে তাতে কি ইরেগুলার বা ফেইল ছিলো এইরকম কিছু উল্লেখ থাকবে?
অনার্সের চার বছরের মধ্যে যদি চতুর্থ বর্ষ সহ পূর্বের সকল বর্ষের সাব্জেক্ট গুলো পাশ করতে পারেন, আমি আবারো বলছি ৪র্থ বছরেরর মধ্যেই পূর্বের সকল ফেল করা বিষয় পাশ করলে ইরেগুলার আসবে না। তবে শর্ত হলো চতুর্থ বর্ষে ফেল করা যাবেনা। তাহলেই হবে।
Jodi 3rd year er final exam er result e promoted hole 4th year e form fillup korete parben and final exam o dite parben. But apnar result / CGPA asbe na. Jotokkhon na porjnto F pawa j kono year er j kono subjects e pass na korben.. Asa kori bujechen
@EITCbd ইমপ্রুভমেন্ট এর জন্য ফরমফিলাপ করে পরীক্ষা না দিলে কি absent দেখাবে নাকি আগের রেজাল্ট ই থাকবে?,, একটু সিউর হয়ে বললে উপকার হতো আপনি দেখলাম ভিন্ন ভিন্ন উত্তর দিলেন,,
Na kono somossa nei. Tobe 4th year er exam er agey e apnake sob clear korte hobe jegulo f ache. Tai eksathe exam deya ta risky. Joto sombob haate somoy rekhei exam deya valo
ভার্সিটিতেও কি একই প্রসেস ভাইয়া,,অনেকে বলছে ইম্প্রুভ দিলে চাকরির ক্ষেত্রে অনেক সমস্যা হয়,যেমন একই CGPA যদি ২জনের থাকে,তাহলে যার ইম্প্রুভ তাকে বাদ দিয়ে অন্যজনকে প্রাধান্য দেওয়া হয়,, vaiya plz reply koiren? Amar first semester e 3.00 asce, 2ta course e 3er nice tai improve dite cacchi but onek k na korce. Sothik information ta dile onek help hoi vaiya,,
4th yeare jokhon somonnito marksheet ashbe tokhon ki jara first yeare improvement diyesilo tader marksheet ashte ki late hobe ..4th yeare marksheet er jonno ki alada kore abedon kora lagbe naki jara improvement diyesilo tader..na sober sathe eksathe pabo..
সবারই একসাথে আসবে। অনলাইনে কোনো আবেদন করতে হবে না। আর চাইলে যখন ইচ্ছা তখন অনলাইন থেকে অনলাইন কপি দেখতে পারবেন। আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজে আসলে পরে সেটা এপ্লিকেশন করে কলেজ থেকে উঠিয়ে নিতে হবে। তখন প্রবিশনাল সার্টিফিকেট আর মার্কশীট একসাথে দিবে।
রেজিষ্ট্রেশন কার্ড অনার্স লাইফে একটাই। তবে আপনাকে ফর্ম ফিলাপ করে নির্দিষ্ট কিছুদিন পর কলেজ থেকে এডমিট কার্ড সংগ্রহ করতে হবে এবং আগের রেজিষ্ট্রেশন কার্ড ও নতুন এডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে যেতে হবে।
আমি অনার্স 19-20 ব্যাচের স্টুডেন্ট।থার্ড ইয়ারে এবার পরীক্ষা হলো, এখনো রেজাল্ট দেয় নি। যখন সেকেন্ড ইয়ারে এক্সাম দেই একমাত্র কেমিস্ট্রিতে ফেল আসে। পরে আবার ইম্প্রুভ দেই। এবার ও ফেল আসছে, অথচ এক্সাম আমার এতো বাজেও হয়নি। এবার কি আবার এক্সাম দিতে পারবো? কত টাকা দিতে হবে?ফোনে মেসেজ এসেছিলো 2020-21 এ রি-এডমিশন হয়েছে, এটা কি ইম্প্রুভ দিতে হবে বলেই এসেছে? আর ন্যাশনালের মার্কিং কিভাবে হয়? ভালো এক্সাম দিলেও মার্ক কম পাই৷ আমি পুরো ভেঙে পড়েছি।একটু আর্জেন্টলি জানাবেন
ভাইয়া দয়া করে জানাবেন যে' আমি ৪র্থ বর্ষ রেজাল্ট হাতে পেয়েছি সব বিষয়ে পাশ কিন্তু ১৫-৫ ২০২৪ সালে এসে আমার সেকেন্ড ইয়ার পাশ করলাম একটা বিষয় ইমপ্রুভ ছিল। কিন্তু এখনো সিজিপিএ রেজাল্ট পাইনি তাইলে কতোদিন লাগতে পারে সিজিপিএ রেজাল্ট পাইতে ভাইয়া দয়া করে জানাবেন প্ল্রিজ ভাইয়া 🙏
ভাই আমি ২১-২২ সেশনের, আমার অনার্স ১ম ইয়ারের ফাইনাল পরিক্ষায় ৩ টি সাবজেক্টে C+ পাই এবং একটিতে F পাই তারপর আমি শুধু F যেটাতে পেয়েছি ওইটাতে ইমপ্রুভ দেওয়ার জন্য ফরম পূরন করেছি এতে কি কোনো সমস্যা হবে ভাই? আর C+ পেলে কি পরিক্ষা দেওয়া লাগে নাকি না দিলেও চলে এইটাও একটু জানাবেন।
মাস্টার্সে ইম্প্রুভমেন্ট দেয়া যায় না। যা পেয়েছেন তা ই। যদি ফেল করে কেউ সে ক্ষেত্রে আবার পরীক্ষা দেয়ার সুযোগ থাকে। তবুও সার্টিফিকেটে ইরেগুলার আসে। আর C ও D গ্রেড প্রাপ্ত বিষয়ে ইম্প্রুভমেন্ট এর সুযোগ নেই।
F pawa improvement e form fillup kore exam na dile porer year e ba tar porer year abar form fillup kore exam deya jay. Tobe C ba D pawa subject e improvement next year e dite hoy...
improvement jara dey tader ki incourse ar number jog hoy?? Amr 1st year ar improve silo session 19 -20 kintu ami to pore r 1st year ar in course dei nai,,,,,,, amr ki akhon incourse ar number add hobe
ভাই আমি একটা বিষয় ইম্প্রুভ পরীক্ষা দিয়ে পাশ করতে পারছি না। আমার চতুর্থ বর্ষ পরীক্ষা শেষ। কিন্তু তৃতীয় বর্ষের একটা পরীক্ষা দিয়ে আমি বের হয়ে আসতে পারছি না। এদিকে আমার রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদ শেষ। এখন এর সমাধান কি?
স্যার রা বুঝতে পারে কি না সেটা ব্যাপার না। তাদের এত সময় নেই জাস্টিফাই করার। ফেল করা সাব্জেক্টে ইম্প্রুভমেন্ট ফিলে সর্বোচ্চ রেজাল্ট A+ যা পাবেন তা ই থাকবে।
আমার সেশন ২০১৮-১৯ বাংলাতে ২য় বর্ষে F আসছে,,, এখন কথা হল, আমার প্রশ্ন কি ২য় বর্ষ নতুন (২০২০-২১)সেশনের নতুন হবে নাকি পুরাতন প্রশ্ন হবে,,,? আমি আবার ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা দিয়ে ফেলছি,,,,,
ভাইয়া আমি এবার দ্বিতীয় বর্ষে আছি আমার প্রথম বর্ষে দুইটি বিষয়ে ফেল আছে,ফরম ফিলাপ করেছি, একটি পরিক্ষা দিয়েছি ও একটি দিইনি,এখন আমি আবার ওই ফেল করা সাবজেক্ট গুলো পরিক্ষা দিতে পারবো? প্লিজ জানাবেন ভাইয়া
F প্রাপ্ত গ্রেডের ইম্প্রুভমেন্ট পরীক্ষায় অনুপস্থিত থাকলে আবারো সেটা F থাকবে। আর C, D প্রাপ্ত গ্রেডের ইম্প্রুভমেন্ট পরীক্ষায় অনুপস্থিত থাকলে রেজাল্ট এর কোনো পরিবর্তন হবে না। যা আছে তা ই থাকবে।
ভাই আমার ৩টা তে ফেইল আসছে, এবং একটাতে D আসছে, সামনে 1st ইয়ারে যারা ফাইনাল এক্সাম দিবে তাদের সাথে ফেইল করা সাবজেক্ট এ এক্সাম না দিয়ে D পাওয়া সাবজেক্টে এক্সাম দেয়া যাবে? এবং ফেইল করা সাবজেক্ট এ পরের বছর এক্সাম দেয়া যাবে?
ভাই আমি অনার্স ফার্স্ট ইয়ার ২০২৩ ফাইনাল বাংলা বিভাগ আমার খুব ভালো প্রিপারেশন নাই তবে ৬ টার মধ্যে তিনটার ভাল প্রস্ততি আছে আর বাকি তিন টা শুধু উপস্থিত হয়ে যদি ফেল করি তবে পরের বছর improve দিতে পারবো? আরেকটি প্রশ্ন ফার্স্ট ইয়ার কয়টি পাস করলে সেকেন্ড ইয়ারে উঠা যায়। plz plz plz জানাবরন ভাই
1st year a 1 ta sub a fail arsilo,2nd year a english a fail asesilo..porobortite 2 sub ei improved diye pass hoyse. .. Oi 2 sub ar Credit koto dhora hobe?
ফুল ক্রেডিট ই ধরা হবে। আপনার যদি ১ম থেকে ৪র্থ বর্ষে পর্যন্ত সব ইয়ারে সব সাব্জেক্টে পাশ থাকে ইম্প্রুভ দেয়া সহ তাহলে ফুল ক্রেডিট ই ধরা হবে এবং সিজিপিএ পাবেন।
কোনো বিষয়ে ফেল আসলে ইমপ্রুভমেন্ট দিলে কি ঐ বিষয়ের ইনকোর্স পরীক্ষাও কি দেওয়া লাগবে আর প্রাকটিকাল থাকলে প্রাকটিকাল পরীক্ষাও কি দেওয়া লাগবে একটু বুঝায়ে বলবেন প্লিজ।
Jodi Result not promoted ashe tahole abar incourse ba practical dite hobe. r jodi promoted hon tahole r deya lagbe na, 1st e ja disen incourse oita e hobe
2ta subject e improve dile regi fee koto ashte pare bolben plz ami akhon 3rd year e 2nd year e aktay F & aktay C ashche duitay improve dile koto tk lagte pare?
১ ম বর্ষে কোনো বিষয়ে ফেল করলে পরের বার ইমপ্রুভমেন্ট দিয়ে পাশ করলে মার্কশিটে কি ফেইল থাকবে মার্কশীট কখন পরিবর্তন হবে এই বিষয়টা বুঝায়ে বলবেন।আর ১ ম বর্ষে ফেইল করার পরও কি মার্কশীট পাবো না একবারে ইমপ্রুভমেন্ট দিয়ে পাশ করার পর পাবো
চতুর্থ বর্ষের রেজাল্ট এর পরে সমন্বিত মার্কশীট পাবেন সেখানে ইম্প্রুভ এর রেজাল্ট এড হবে। আর অনার্সে প্রতিটি আলাদা বছরের জন্য আলাদা মার্কশীট দেয়া হয় না। রেজাল্ট অনলাইনেই আপডেট হয়ে যায় এবং দেখা হয়। ফোর্থ ইয়ার শেষ করে তারপরে সমন্বিত রেজাল্ট আলাদা ভাবে প্রকাশ করা হয় সেখানে ৪ বছরের গড় রেজাল্ট বা সিজিপিএ উল্লেখ থাকে
স্যার আমি ডিগ্রি ৩য় বষ পরিক্ষা ২০২১ সালে পাস করেছি। প্রথম বষের একটা বিষয়ে ফেল ছিলো। এই পরিক্ষা টা ২০২২সালে দিয়ে পাস করি এখন আমার সিজিপিএ রিজাল্ট কখন দিবে স্যার এই বিষয়টা নিয়ে চিন্তায় আছি।।। 2:38
ভাই আমি এবার দ্বিতীয় বর্ষে আছি আমার প্রথম বর্ষে দুইটা ফেল ছিল, ফরম ফিলাপ করেছি কিন্তু পরীক্ষা দেই নাই এখন আমি কি আবার ঐ ফেল করা সাবজেক্ট গুলো পরে পরীক্ষা দিতে পারবো?? দয়াকরে জানাবেন।
ভাই অনুগ্রহ করে উত্তর দিবেন। আমার ইমপ্রুভ পরীক্ষায় হলে যেই স্যার দায়িত্বে ছিলেন উনি ভুল করে attendence শীট এ আমার স্বাক্ষর ও উনার স্বাক্ষর নিলেও খাতার কোড নাম্বারটি ভুলে attendance খাতায় তোলেননি।আমি পরবর্তী পরীক্ষার সময় গিয়ে দেখি আমার ও স্যার দুজনেরই সিগনেচার আছে কিন্তু খাতার কোডটি তোলা নাই। এক্ষেত্রে ফাইনালের রেজাল্ট এ কি কোন সমস্যা হবে??অনুগ্রহ করে উত্তর দিবেন..
না সমস্যা নেই। তবে এটি আপনার কলেজে জানিয়ে রাখুন। যদি ভুলক্রমে আপনাকে অনুপস্থিত দেখায় সেক্ষেত্রে আপনার খাতা খুজে পাবে না। কারন কোড উপস্থিত শীটে উঠানো হয়নি
ভাইয়া বছরে কতটি ইমপ্রুভ দেয়া যায়? আমার যদি প্রথম বর্ষে তিনটি বিষয়ে ফেইল আসে, সেক্ষেত্রে কি তিনটা বিষয়ে দ্বিতীয় বর্ষে ইমপ্রুভ দিতে পারবো? নাকি দুটো দিতে পারবো? আরেকটি পরবর্তী বছরে দিতে হবে,,, জানাবেন প্লিজ
পুনঃনিরীক্ষণের নোটিশ দিয়েছে। ১১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর ) অনলাইনে নিজে নিজে যেভাবে চ্যালেঞ্জ করবেন। দেখে নিন। না পারলে আমাকে মেসেজ দিতে পারেন। (facebook.com/mr.mon.61) ua-cam.com/video/mv_CfRZ15L4/v-deo.htmlsi=qwNyg3Y7bl1
ভাইয়া আমি এখন থার্ড ইয়ারে আজকে ফার্স্ট ইয়ারের একটা ইম্প্রুভ দিসি কিন্তু খাতার কভারের OMR আলাদা করতে গিয়ে সাইড দিয়ে ছিড়ে গেসে এটার জন্য কি কোনো সমস্যা হবে?
ভাইয়া আমাকে একটা বিষয় বুঝে দেন,,আমার ১৪-১৫ সেশন আমি ১ম,২য়,এবং ৩য় বর্ষ পরীক্ষা দেই,, রেজাল্ট হওয়ার পর জানতে পারি আমার ১ম বর্ষের ৪ বিষয় ফেল আছে পরে আমি এগুলো পরীক্ষা দিয়েছি,,আমার রেজিষ্ট্রেশন এর মেয়াদ ছিল,,
ভাইয়া প্লিজ উত্তর দিয়েন।আমি প্রথম বর্ষে ২ টায় ফেইল করছি এখন আমি ৩ বর্ষে উঠে ওই সাবজেক্টে রিটেইক দিতে পারব?এবং ওই সাবজেক্টে পাশ না করে কি ৩য় বর্ষে উঠা যাবে?
দ্বিতীয় বর্ষে ম্যাক্সিমাম বিষয়ে পাশ করলেই ৩য় বর্ষে, উঠতে পারবেন। আর ১ম বর্ষের ফেল করা সাব্জেক্ট গুলো ৩য় বর্ষে, বা ৪র্থ বর্ষেও দিতে পারবেন। তবে ৪র্থ বর্ষের মধ্যে আপনার পুরানো যা যা ফেল আছে সব ক্লিয়ার করতে হবে না হলে ইরেগুলার হয়ে যাবেন।
Thank you..onk sundor kore bujhan apni❤
Dhonnobad apnake. 😊
ধন্যবাদ ভাই এত সুন্দর করে বুঝানোর জন্য
ধন্যবাদ
যদি কোন ইয়ারে সবগুলো বিষয়ে D অথবা C গ্রেট হয় ৬/৮ বিষয়ে এখন আমি যদি চাই তাহলে কয়টা বিষয়ে ইমপ্রুভমেন্ট দিতে পারব..?
২টা
amr 3subject c d d asce...koita improve dite parbo...??
@@ShakilAhmed-mj4hgjgula te d asce segula te den
ভাই আমি অনার্স দ্বিতীয় বর্ষে। প্রথম বর্ষে আমার ৩টাই ফেল আছে ফরম ফিলআপ করেছি বাট কালকের এক্সামের প্রিপারেশন নাই আমার।কিছু কারণে প্রিপারেশন নেয়া হয় নি। কালকের টাই যদি অ্যাবসেন্ট থাকি & বাকি ২ টা এক্সাম দেই তাহলে কি নেক্সট ইয়ারে ওই একটা সাবজেক্টএ ফরম ফিলআপ করে এক্সাম দিতে পারব?
Apnar video deke onk kichu jante parlam thank you vaiya❤
🖤🖤
ধন্যবাদ ভাই,সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য
স্বাগতম
ভাইয়া আমার প্রথম বর্ষে একটা C আছে, আর একটা F আছে।
আমি এই ২ টা সাবজেক্ট এর জন্য ফর্ম ফিলাপ করছি?
কিন্তু আমার প্রিপারেশন নাই, তাই আমি এইবার এক্সাম দিচ্ছি না।
২য় বর্ষের এক্সাম সামনে, তাই ২য় বর্ষের পড়া পরতেছি।
এখন ভাইয়া আমি ৩য় বর্ষে উঠে কি ১ম বর্ষের ফেইল সাবজেক্ট এর এক্সাম দিতে পারবো?
সর্বোচ্চ কয়টি বিষয়ে ইমপ্রুভমেন্ট দেওয়া যায়
ভাইয়া, ইম্প্রুভমেন্ট এক্সামে যদি ২ টা এক্সামে absent থাকে, তাহলে কি পুরো রেজিষ্ট্রেশন বাতিল হয়ে যাবে?
জানাবেন, প্লিজ
১- ভাইয়া আমি ১ বিষয়ে ফেল করবো, তাও ইচ্ছে করে কারন আমার প্রস্তুতি আশানুরূপ হয় নি, এখন কি সামনের বছর ইম্পপ্রুব দিতে পারবো..?
২- প্রত্যেক বছর কি এই পরিক্ষা কি দিতে হবে অনার্স শেষ হওয়া পর্যন্ত..?
৩ - আমি এইবার ২য় বর্ষ exam দিতেছি, এক বিষয় ফেল করবো, এখন কি ৩য় বর্ষ থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত আর কোনো ফেল করলে সমস্যা হবে..?
ভাইয়্যা দয়া করে উত্তর গুলো দিবেন🥰
১. ফেল করলে সামনের বছর পরীক্ষা দিতে অবশ্যই পারবেন।
২. প্রত্যেক বছর পরীক্ষা দিতে হবে না। আপনি যেই বছর ফুল প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে যাবেন তখন আর ওই বিষয় পরীক্ষা দেয়া লাগে না।
৩. আপনি ২য় বর্ষ ও ৩য় বর্ষে যে সাব্জেক্টে ফেল করেন না কেন আপনাকে চতুর্থ বর্ষের মধ্যে পূর্বের সকল F প্রাপ্ত সাব্জেক্ট পাশ করতেই হবে। এবং ৪র্থ বর্ষে কোনো সাব্জেক্টে ফেল করা যাবে না।
শেষ কথা টা জন্য অনেক ভালো লাগলো
সর্বোচ্চ কয়টি সাবজেক্টে ইম্প্রুভ দিতে পারবো?
ভাইয়া প্রথম বর্ষের ইমপ্রুভ পরীক্ষার রেজাল্ট ভালো না হলে তৃতীয় বর্ষে গিয়ে কি আবার প্রথম বর্ষের ইমপ্রুভ দিতে পারবো??
না ভাই। সুযোগ নেই।
অনেক ধন্যবাদ ভাই ❤❤
ভাইয়া ১সাবজেক্ট এ ফেল হলে আরও ২ বা ৩টা সাবজেক্ট যদি কম আসে তাহলে কি ইম্পুভমেন্ট ও ফেল এর সাবজেক্ট একসাথে দিতে পারবো?
ভাইয়া আমি এখন ফাইনাল ইয়ারে আছি।সেকেন্ড ইয়ারের একটা সাবজেক্টে ইমপ্রুভ আসছিলো কিন্তু পরের বছর আর দেওয়া হয়নি।এখন কি দিতে পারবো কিনা জানাবেন একটু।
ভাইয়া ইম্প্রুভমেন্ট এর জন্য কি আবার ইনকোর্স দিতে হবে?
B(+) এর বেশী তো পাওয়া যাবে তাইনা?
সাজেশন যে ফলো করা কয় জোড় বিজোড়,, যখন ইম্প্রুভ দিবো সাল কীভাবে ফলো করবো?
ইনকোর্স দিতে হয় না। একবার যেটা দিয়েছেন সেটাই যথেষ্ট।
Thank you For all the information ❤❤
আমি ২০২৩ সালে পরিক্ষা দিছি তখন বোর্ড প্রশ্ন ২০২২ সাল এবং জোড়া সাল গুলো পড়ছি কিন্তু এখন ইনপ্রুভ দিবো ২০২৪ সালে তাইলো আমি কি জোড় সাল গুলো পড়বো নাকি বিজোড় সাল পড়বো?
ধন্যবাদ ভাই অনেক সুন্দর করে বুঝানোর জন্য
Thanks for appreciation
ধন্যবাদ ভাইয়া
আপনাকে ধন্যবাদ ...
ধন্যবাদ ভাই
Degree Improve exam dile ki,improve exam number er sate ki incourse er number jog kora hobe😢pls janaben 🙏
ধন্যবাদ ভাই। শেষের প্রশ্নটা নিয়ে আমি খুব ভাবতাম এখন তার উত্তর পেয়ে গেলাম।
মন্তব্যে ধণ্য হলাম ❤️
আমার তিন টা তে C+ এবং একটা তে C আসছে। রেজাল্ট 2.86 আমি কি ইম্প্রুভ দিতে পারবো??? আর দিলে কি ফাস্ট ক্লাশ পাওয়ার উপায় আছে???
3rd year a Sudhu 2ta subject pass kore ekhon improve ki sob guloi exam dite hobe? Naki j 2ta te pass oi subject exam dite hobena, please reply..
আপনি যদি ফোর্থ ইয়ারে প্রোমটেড হন তাহলে ওই দুইটা বিষয় পরীক্ষা দিতে হবে না। যদি প্রোমোটেড না হন তাহলে সব বিষয় আবার পরীক্ষা দিতে হবে অর্থাত আবারো ৩য় বর্ষে, থাকতে হবে।
ভাইয়া আমি গত বছর পরিক্ষা দিয়েছিলাম কিন্তু ওখানে ৪ টা বিষয়ে f চলে আসে।
এবছর ১ম বর্ষের ফরমফিলাপ এ ঐ সাবজেক্ট গুলো অটোসিলেক্ট হয়েছে। এখন আমি রেজিষ্ট্রেশন ও করেছি।।
কিন্তু আমি এ বছর পরিক্ষাগুলো দিতে চাচ্ছিলাম না। এখন কী কোন সমস্যা হবে।।।
ভাইয়া পরামর্শ দিয়ে সহযোগিতা কারবেন প্লিজ...
f pawa subject 4th year er final er agey j kono somoy exam diye pass korlei hobe.
@@EITCbd ভাইয়া অনুপস্থিত থাকলে কী কোন সমস্যা হবে?
regular student ar improve exam question ki alada hbe vai?
ভাইয়া, প্রথম বর্ষে যদি ২টা সাবজেক্টে ফেইল আসে পরবর্তীতে ইমপ্রুভ দিয়ে রেজাল্ট ভালো আসে।
এক্ষেত্রে সর্বশেষ যে সার্টিফিকেট দেওয়া হবে তাতে কি ইরেগুলার বা ফেইল ছিলো এইরকম কিছু উল্লেখ থাকবে?
অনার্সের চার বছরের মধ্যে যদি চতুর্থ বর্ষ সহ পূর্বের সকল বর্ষের সাব্জেক্ট গুলো পাশ করতে পারেন, আমি আবারো বলছি ৪র্থ বছরেরর মধ্যেই পূর্বের সকল ফেল করা বিষয় পাশ করলে ইরেগুলার আসবে না।
তবে শর্ত হলো চতুর্থ বর্ষে ফেল করা যাবেনা। তাহলেই হবে।
কলেজ ট্রান্সফার করার পর ইম্প্রুভমেন্ট পরিক্ষায় অংশগ্রহন করা যায়বে কী?
Jara honours 3rd year er ache Tara 2nd Year e emprovement exam diye fail asle Tara ki 4th year er form fill up Korte porbe???
Jodi 3rd year er final exam er result e promoted hole 4th year e form fillup korete parben and final exam o dite parben. But apnar result / CGPA asbe na. Jotokkhon na porjnto F pawa j kono year er j kono subjects e pass na korben..
Asa kori bujechen
@EITCbd ইমপ্রুভমেন্ট এর জন্য ফরমফিলাপ করে পরীক্ষা না দিলে কি absent দেখাবে নাকি আগের রেজাল্ট ই থাকবে?,, একটু সিউর হয়ে বললে উপকার হতো আপনি দেখলাম ভিন্ন ভিন্ন উত্তর দিলেন,,
f pawa grade er improvement exam e absent thakle f e thakbe. abar C, D grade er subject e absent thakle ager C ba D e thakbe.
Kono subject ba ekadhik subject e F greid Pele improvement er form fillup korar por kono karone exam dite na parle Kono somossa hobe???
Na kono somossa nei. Tobe 4th year er exam er agey e apnake sob clear korte hobe jegulo f ache. Tai eksathe exam deya ta risky. Joto sombob haate somoy rekhei exam deya valo
Bhaiya jara improvement dei tader question ki regular student der theke alada hoi??
রেগুলার স্টুডেন্ট দের সিলেবাস যদি পরিবর্তন না হয় তাহলে একই প্রশ্নে পরিক্ষা হবে
আমি সবগুলো বিষয় পাশ করি ২০২২ এ তাহলে আমার রেজাল্ট কতদিন পর যোগ হবে এবং ক্রেডিট কি থাকবে স্যারটিফিকেট এ কি লেখা থাকবে,,
আচ্ছা ভাইয়া এক সাথে কয়টা সাবজেক্ট এর ইমপ্রুভ দিতে পারবো
ভার্সিটিতেও কি একই প্রসেস ভাইয়া,,অনেকে বলছে ইম্প্রুভ দিলে চাকরির ক্ষেত্রে অনেক সমস্যা হয়,যেমন একই CGPA যদি ২জনের থাকে,তাহলে যার ইম্প্রুভ তাকে বাদ দিয়ে অন্যজনকে প্রাধান্য দেওয়া হয়,,
vaiya plz reply koiren?
Amar first semester e 3.00 asce, 2ta course e 3er nice tai improve dite cacchi but onek k na korce.
Sothik information ta dile onek help hoi vaiya,,
amar jana mote erokom karo ssthei hoyni. just result ok thaklei holo. r BBA jeno 4 year er moddhei ses hoy. tahole ok
আমি যদি D পাওয়া কোন সাবজেক্টে ফরম-ফিলাপ করে পরিক্ষা না দেই তাহলে কি কোন সমস্যা হবে?
দয়া করে জানাবেন প্লিজ🥺🙏
na problem nei
4th yeare jokhon somonnito marksheet ashbe tokhon ki jara first yeare improvement diyesilo tader marksheet ashte ki late hobe ..4th yeare marksheet er jonno ki alada kore abedon kora lagbe naki jara improvement diyesilo tader..na sober sathe eksathe pabo..
সবারই একসাথে আসবে। অনলাইনে কোনো আবেদন করতে হবে না। আর চাইলে যখন ইচ্ছা তখন অনলাইন থেকে অনলাইন কপি দেখতে পারবেন।
আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজে আসলে পরে সেটা এপ্লিকেশন করে কলেজ থেকে উঠিয়ে নিতে হবে।
তখন প্রবিশনাল সার্টিফিকেট আর মার্কশীট একসাথে দিবে।
ভাইয়া ইমপ্রুভমেন্ট দিতে হলে কি পুরাতন রেজিষ্ট্রেশন কার্ড দিয়ে চলবে, নাকি নতুন করে কলেজ থেকে সংগ্রহ করতে হবে ?
রেজিষ্ট্রেশন কার্ড অনার্স লাইফে একটাই। তবে আপনাকে ফর্ম ফিলাপ করে নির্দিষ্ট কিছুদিন পর কলেজ থেকে এডমিট কার্ড সংগ্রহ করতে হবে এবং আগের রেজিষ্ট্রেশন কার্ড ও নতুন এডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে যেতে হবে।
সবার প্রশ্ন কি একই হবে? নাকি ইমপ্রুভদের আলাদা, নতুনদের আলাদা?
আপনাদের আগের বইয়ে যে সিলেবাস সেই সিলেবাসে আপনাদের পরীক্ষা হবে। আর নতুনদের যদি সিলেবাস পরিবর্তন হয় তাহলে আপনাদের সাথে ওদের প্রশ্ন মিলবে না
@@EITCbdসিলেবাস আলাদা বলতে?বুঝলাম না ঠিক বিষয় টা একটু ক্লিয়ার করে দিবেন?
আমি অনার্স 19-20 ব্যাচের স্টুডেন্ট।থার্ড ইয়ারে এবার পরীক্ষা হলো, এখনো রেজাল্ট দেয় নি। যখন সেকেন্ড ইয়ারে এক্সাম দেই একমাত্র কেমিস্ট্রিতে ফেল আসে। পরে আবার ইম্প্রুভ দেই। এবার ও ফেল আসছে, অথচ এক্সাম আমার এতো বাজেও হয়নি। এবার কি আবার এক্সাম দিতে পারবো? কত টাকা দিতে হবে?ফোনে মেসেজ এসেছিলো 2020-21 এ রি-এডমিশন হয়েছে, এটা কি ইম্প্রুভ দিতে হবে বলেই এসেছে? আর ন্যাশনালের মার্কিং কিভাবে হয়? ভালো এক্সাম দিলেও মার্ক কম পাই৷ আমি পুরো ভেঙে পড়েছি।একটু আর্জেন্টলি জানাবেন
ফেইল সাবজেক্টে ইমপ্রুভমেন্ট দিলে কি সত্যি B+ এর বেশি দেয় না????
ভাইয়া দয়া করে জানাবেন যে' আমি ৪র্থ বর্ষ রেজাল্ট হাতে পেয়েছি সব বিষয়ে পাশ কিন্তু ১৫-৫ ২০২৪ সালে এসে আমার সেকেন্ড ইয়ার পাশ করলাম একটা বিষয় ইমপ্রুভ ছিল। কিন্তু এখনো সিজিপিএ রেজাল্ট পাইনি তাইলে কতোদিন লাগতে পারে সিজিপিএ রেজাল্ট পাইতে ভাইয়া দয়া করে জানাবেন প্ল্রিজ ভাইয়া 🙏
ভাই অনার্স ২য় বর্ষের পরীক্ষায় যদি ৭ বিষয়ের মধ্যে যদি ৩ টা ফেল করি, তাহলে কি ইমপ্রুভ দিতে পারবো??
Ji parben vai. Apni eksathe oi 3 ta subject exam dite parben. Or 2 ta subject ek year e improve and baki 1 ta onno year e improve evabeo korte parben
ভাই আমি ২১-২২ সেশনের, আমার অনার্স ১ম ইয়ারের ফাইনাল পরিক্ষায় ৩ টি সাবজেক্টে C+ পাই এবং একটিতে F পাই তারপর আমি শুধু F যেটাতে পেয়েছি ওইটাতে ইমপ্রুভ দেওয়ার জন্য ফরম পূরন করেছি এতে কি কোনো সমস্যা হবে ভাই? আর C+ পেলে কি পরিক্ষা দেওয়া লাগে নাকি না দিলেও চলে এইটাও একটু জানাবেন।
ভাইয়া বলবেন প্লিজ, প্রশ্ন কি আলাদা হবে নাকি একই প্রশ্নে পরীক্ষা দিতে হবে
একই হবে
মাস্টার্সে C গ্রেড আসছে ২ টা সাবজেক্টে। এখন গ্রেড উন্নয়ন করার জন্য পরীক্ষা দিলে কি আমার সার্টিফিকেট ১ বছর পিছিয়ে যাবে?
মাস্টার্সে ইম্প্রুভমেন্ট দেয়া যায় না। যা পেয়েছেন তা ই। যদি ফেল করে কেউ সে ক্ষেত্রে আবার পরীক্ষা দেয়ার সুযোগ থাকে। তবুও সার্টিফিকেটে ইরেগুলার আসে।
আর C ও D গ্রেড প্রাপ্ত বিষয়ে ইম্প্রুভমেন্ট এর সুযোগ নেই।
এখন আমি ৪র্থ বর্ষে। ১ম বর্ষের একটা সাবজেক্ট এ ডি গ্রেড ছিল। এখন আমি ওই সাবজেক্ট এ ইমপ্রুভমেন্ট দিতে পারব??
না ভাই পারবেন না। সেটা দ্বিতীয় বর্ষে থাকা অবস্থায় দেয়া লাগতো।
Fail ar improvement xam ar jonno registration kore xam na dile ki hobe...bolen plz
F pawa improvement e form fillup kore exam na dile porer year e ba tar porer year abar form fillup kore exam deya jay.
Tobe C ba D pawa subject e improvement next year e dite hoy...
ভাইয়া ফার্স্ট ইয়ার একটি বিষয় ইমপ্রুভ থার্ড ইয়ারে এসে দিতে পারব কি?
ভাই মানোন্নয়ন দিয়ে যদি মানোন্নয়ন না হয় তাহলে কি তাহলে কি পরেরবার আবার দেওয়া যাবে?
না একবারই দেয়া যায় ইম্প্রুভমেন্ট
improvement jara dey tader ki
incourse ar number jog hoy??
Amr 1st year ar improve silo session 19 -20 kintu ami to pore r 1st year ar in course dei nai,,,,,,, amr ki akhon incourse ar number add hobe
জ্বি প্রথমে যেই নাম্বার পাইসেন ইনকোর্সে সেটাই সব সময় যোগ হবে। নতুন করে ইনকোর্স দিতে হয় না
ধন্যবাদ ভাইয়া ❤
ওয়েল্কাম
ভাইয়া যারা ইমপ্রুভ দিবে তাদের প্রশ্ন আর যারা ইমপ্রুভ দিবে না তাদের প্রশ্ন কি এক হবে নাকি আলাদা?
syllebus change hoile quiestion milbe na oder sathe
ভাই আমি একটা বিষয় ইম্প্রুভ পরীক্ষা দিয়ে পাশ করতে পারছি না। আমার চতুর্থ বর্ষ পরীক্ষা শেষ। কিন্তু তৃতীয় বর্ষের একটা পরীক্ষা দিয়ে আমি বের হয়ে আসতে পারছি না। এদিকে আমার রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদ শেষ। এখন এর সমাধান কি?
রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদ ভালো করে দেখুন। মেয়াদ এত তাড়াতাড়ি শেষ হবার কথা না। আপনার সেশন কত?
ভাই,ফেইল করে ইম্প্রুভমেন্ট দিলে কি A+,A পাওয়ার চান্স কি থাকে না? স্যার রা খাতা দেখার সময় কি বুঝতে পারে এটা ইম্প্রুভমেন্ট এর খাতা?
স্যার রা বুঝতে পারে কি না সেটা ব্যাপার না।
তাদের এত সময় নেই জাস্টিফাই করার।
ফেল করা সাব্জেক্টে ইম্প্রুভমেন্ট ফিলে সর্বোচ্চ রেজাল্ট A+
যা পাবেন তা ই থাকবে।
আমার সেশন ২০১৮-১৯ বাংলাতে ২য় বর্ষে F আসছে,,,
এখন কথা হল, আমার প্রশ্ন কি ২য় বর্ষ নতুন (২০২০-২১)সেশনের নতুন হবে নাকি পুরাতন প্রশ্ন হবে,,,?
আমি আবার ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা দিয়ে ফেলছি,,,,,
F grate course পাস করার পরে কি মান উন্নয়ন পরীক্ষা দেওয়া যায় স্যার একটু বললে ভাল হত। 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
ভাইয়া আমি এবার দ্বিতীয় বর্ষে আছি আমার প্রথম বর্ষে দুইটি বিষয়ে ফেল আছে,ফরম ফিলাপ করেছি, একটি পরিক্ষা দিয়েছি ও একটি দিইনি,এখন আমি আবার ওই ফেল করা সাবজেক্ট গুলো পরিক্ষা দিতে পারবো? প্লিজ জানাবেন ভাইয়া
জ্বি পারবেন কোনো সমস্যা নেই
ইমপ্রুভ পরিক্ষা অনুপস্থিত হলে কি কোনো সমস্যা হয়?
F প্রাপ্ত গ্রেডের ইম্প্রুভমেন্ট পরীক্ষায় অনুপস্থিত থাকলে আবারো সেটা F থাকবে।
আর C, D প্রাপ্ত গ্রেডের ইম্প্রুভমেন্ট পরীক্ষায় অনুপস্থিত থাকলে রেজাল্ট এর কোনো পরিবর্তন হবে না। যা আছে তা ই থাকবে।
ধন্যবাদ।
পরম পূরণ করে পরিক্ষা দিচ্ছি না তাই
যদি improve পরিক্ষায় ভালো মার্ক না পাইলে বা ফেল করা হয় তখন কি করা হবে। আমার কি রেজাল্ট বাহির হবে না কমে যাবে।
ভিডিও তে বলা আছে
ভাই আমার ৩টা তে ফেইল আসছে, এবং একটাতে D আসছে, সামনে 1st ইয়ারে যারা ফাইনাল এক্সাম দিবে তাদের সাথে ফেইল করা সাবজেক্ট এ এক্সাম না দিয়ে D পাওয়া সাবজেক্টে এক্সাম দেয়া যাবে? এবং ফেইল করা সাবজেক্ট এ পরের বছর এক্সাম দেয়া যাবে?
অবশ্যই। আপনি সামনের বছর D পাওয়া বিষয় পরীক্ষা দিন। আর পরের বছর ফেল করা গুলা দিলে সমস্যা হবেনা
অনার্স ১ম বর্ষে ৬ টা সাবজেক্টের মধ্যে
২ টার Fail
২ টার D
১ টার C
১ টার C+
এখন কয়টা সাবজেক্টে ইম্প্রুভমেন্ট দিতে পারব..?
C,D, F subject e dite parben
ভাই আমি অনার্স ফার্স্ট ইয়ার ২০২৩ ফাইনাল বাংলা বিভাগ আমার খুব ভালো প্রিপারেশন নাই তবে ৬ টার মধ্যে তিনটার ভাল প্রস্ততি আছে আর বাকি তিন টা শুধু উপস্থিত হয়ে যদি ফেল করি তবে পরের বছর improve দিতে পারবো?
আরেকটি প্রশ্ন ফার্স্ট ইয়ার কয়টি পাস করলে সেকেন্ড ইয়ারে উঠা যায়। plz plz plz জানাবরন ভাই
6 tar moddhe 4 ta pass korar preparation nen. next year e baki 2 ta dite parben. F, C or D pele. jodi C+ pan tahole r parben na.
1st year a 1 ta sub a fail arsilo,2nd year a english a fail asesilo..porobortite 2 sub ei improved diye pass hoyse. .. Oi 2 sub ar Credit koto dhora hobe?
ফুল ক্রেডিট ই ধরা হবে। আপনার যদি ১ম থেকে ৪র্থ বর্ষে পর্যন্ত সব ইয়ারে সব সাব্জেক্টে পাশ থাকে ইম্প্রুভ দেয়া সহ তাহলে ফুল ক্রেডিট ই ধরা হবে এবং সিজিপিএ পাবেন।
কোনো বিষয়ে ফেল আসলে ইমপ্রুভমেন্ট দিলে কি ঐ বিষয়ের ইনকোর্স পরীক্ষাও কি দেওয়া লাগবে আর প্রাকটিকাল থাকলে প্রাকটিকাল পরীক্ষাও কি দেওয়া লাগবে একটু বুঝায়ে বলবেন প্লিজ।
Jodi Result not promoted ashe tahole abar incourse ba practical dite hobe. r jodi promoted hon tahole r deya lagbe na, 1st e ja disen incourse oita e hobe
@@EITCbd jemon ami physics departmenter physics er ekta practikal ase physics 1 practikal..ekhon jdi ami ekta subjecte fail kori kintu promoted hoi..practikal e pass kori eyber exam diye..taile ki amer oi ekta bisoyer improve dite hole practikal examo dewa lagebe..karon 3 ta subject mile physics 1 practikal..3 ter vitor 1 tai fail korle practikal dewa lagbe aber..na eyber practikale pass korle improve dewar somoy ar dewa lagbe na..ektu bolben please..
ভাইয়া ইনকোর্স মার্ক কতো দিয়েছে,সেটা দেখার কি কোনো উপায় আছে
অনার্স দ্বিতীয় বর্ষে ইম্প্রুভ পরীক্ষার প্রশ্ন পুরাতন সিলেবাস অনুযায়ী হবে নাকি নতুন সিলেবাস অনুযায়ী হবে?
Ager syllabus
2ta subject e improve dile regi fee koto ashte pare bolben plz ami akhon 3rd year e 2nd year e aktay F & aktay C ashche duitay improve dile koto tk lagte pare?
১ ম বর্ষে কোনো বিষয়ে ফেল করলে পরের বার ইমপ্রুভমেন্ট দিয়ে পাশ করলে মার্কশিটে কি ফেইল থাকবে মার্কশীট কখন পরিবর্তন হবে এই বিষয়টা বুঝায়ে বলবেন।আর ১ ম বর্ষে ফেইল করার পরও কি মার্কশীট পাবো না একবারে ইমপ্রুভমেন্ট দিয়ে পাশ করার পর পাবো
চতুর্থ বর্ষের রেজাল্ট এর পরে সমন্বিত মার্কশীট পাবেন সেখানে ইম্প্রুভ এর রেজাল্ট এড হবে।
আর অনার্সে প্রতিটি আলাদা বছরের জন্য আলাদা মার্কশীট দেয়া হয় না। রেজাল্ট অনলাইনেই আপডেট হয়ে যায় এবং দেখা হয়।
ফোর্থ ইয়ার শেষ করে তারপরে সমন্বিত রেজাল্ট আলাদা ভাবে প্রকাশ করা হয় সেখানে ৪ বছরের গড় রেজাল্ট বা সিজিপিএ উল্লেখ থাকে
ভাইয়া যারা ইমপ্রুভ দিবে তাঁদের প্রশ্ন আর যাঁরা রেগুলার পরীক্ষার্থী তাঁদের প্রশ্ন কি একই হবে নাকি আলাদা
একই হবে।
Ami irregular student..
Amr 3rd year e 4 ta subject e c asche...4th year e ki improvement dita parbo kindly janaben
হ্যা পারবেন।
সি পাওয়া বিষয়ে ফরম ফিলাপ করে পরীক্ষায় অনুপস্থিত থাকলে করণীয়???
এই প্রশ্নের উত্তর আমিও জানতে চাই....
kono somossa nei
@@borhanuddin8169kOno somossa nei
ভাই আমি এক সাবজেক্টে ফেল করেছি দুই সাবজেক্ট cও d এখন যদি ফেল করার সাবজেক্টে পরীক্ষা দেই আর ইমপ্রুভ যদি না দেই তাহলে কি কোন সমস্যা হবে
c d প্রাপ্ত বিষয় ইম্প্রুভ পরবর্তী বছরেই দিতে হয়। পরে আর পারবেন না
স্যার আমি ডিগ্রি ৩য় বষ পরিক্ষা ২০২১ সালে পাস করেছি। প্রথম বষের একটা বিষয়ে ফেল ছিলো। এই পরিক্ষা টা ২০২২সালে দিয়ে পাস করি এখন আমার সিজিপিএ রিজাল্ট কখন দিবে স্যার এই বিষয়টা নিয়ে চিন্তায় আছি।।। 2:38
ভাই আমি এবার দ্বিতীয় বর্ষে আছি আমার প্রথম বর্ষে দুইটা ফেল ছিল, ফরম ফিলাপ করেছি কিন্তু পরীক্ষা দেই নাই এখন আমি কি আবার ঐ ফেল করা সাবজেক্ট গুলো পরে পরীক্ষা দিতে পারবো?? দয়াকরে জানাবেন।
জ্বি অবশ্যই পারবেন। ৩য় বর্ষে উঠে আবারো ফর্ম ফিলাপ কিরে পরীক্ষায় অংশগ্রহন করলেই হবে
আমার ডি আছিল @@EITCbd
Vya improvement exam dila ki in course mark add hoba..na add hoba na..plz janaben
incourse j prothome ekbar disilen oita e add hobe. notun kore r imcourse deya lagbena
Improvment exam এর সাজেশন কি নতুন দের থেকে আলাদা না একই সাজেশন ফলো করলে হবে।
নতুনদের বই না পাল্টালে একই থাকবে। তবে আপনাদের সিলেবাস পুরানোটাই থাকবে
ভাই অনুগ্রহ করে উত্তর দিবেন। আমার ইমপ্রুভ পরীক্ষায় হলে যেই স্যার দায়িত্বে ছিলেন উনি ভুল করে attendence শীট এ আমার স্বাক্ষর ও উনার স্বাক্ষর নিলেও খাতার কোড নাম্বারটি ভুলে attendance খাতায় তোলেননি।আমি পরবর্তী পরীক্ষার সময় গিয়ে দেখি আমার ও স্যার দুজনেরই সিগনেচার আছে কিন্তু খাতার কোডটি তোলা নাই। এক্ষেত্রে ফাইনালের রেজাল্ট এ কি কোন সমস্যা হবে??অনুগ্রহ করে উত্তর দিবেন..
না সমস্যা নেই। তবে এটি আপনার কলেজে জানিয়ে রাখুন। যদি ভুলক্রমে আপনাকে অনুপস্থিত দেখায় সেক্ষেত্রে আপনার খাতা খুজে পাবে না। কারন কোড উপস্থিত শীটে উঠানো হয়নি
Vaia improvement exam dile ki practical exam o abar dite hobe?
ফেল বিষয়ে ইম্প্রুভ দিয়ে আবার ফেল আসলে কি করনিয়?
F sub e improve diye abar F asle kichu korar nei. apnake abar o exam dite hobe registration er meyad thaka porjnto, na hole CGPA paben na
ami B- peyesi ami ki improve Dita parbo
Vaiya improvement exam dile ki tate incourse number jog hobe??? Naki incourse number bad a ja pabo tai count hobe?
Ager incourse number ta e add hobe jeta prothome disilen. Notun kore incourse hobe na
Thanks vaiya ❤
ওয়েলকাম
ভাইয়া বছরে কতটি ইমপ্রুভ দেয়া যায়?
আমার যদি প্রথম বর্ষে তিনটি বিষয়ে ফেইল আসে, সেক্ষেত্রে কি তিনটা বিষয়ে দ্বিতীয় বর্ষে ইমপ্রুভ দিতে পারবো? নাকি দুটো দিতে পারবো? আরেকটি পরবর্তী বছরে দিতে হবে,,,
জানাবেন প্লিজ
তিনটিই পারবেন। কোনো সমস্যা নেই
এই পরীক্ষার জন্য কি কোন আলাদা এডমিড কার্ড দেওয়া হয়?
Jii
যদি আবার ফেল আসে তবে করণীয় কি,পুনরায় এক্সাম দেয়া যাবে?
আমি যদি ইম্প্রুভ দিই তাহলে আমার প্রশ্ন আর জুনিয়র দের প্রশ্ন কি একই হবে
jii same hobe. jodi junior der syllabus r apnader same thake
vaiya kono subj e jodi C grade thake porerbar improve dile jodi D ashe tahole seta ki ager C thakbe naki improve er D jog hobe??
apni ki video ta dekhechen valo kore? video te bola ace improve e khrap krle ager valo result ta e thakbe.
Porer bar D pele ager C e theke jabe.
ভাইয়া আমি একটি সাবজেক্ট D পাইছি। এখন ইমপ্রুভমেন্ট দিলে এখন যদি ফেল করি তাহলে কি ফেল আসবে,,নাকি আগের টাই থাকবে
আগের টাই থাকবে। বেশী মার্কে পেলে বেশী টা যুক্ত হবে
Thank you
পুনঃনিরীক্ষণের নোটিশ দিয়েছে। ১১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর )
অনলাইনে নিজে নিজে যেভাবে চ্যালেঞ্জ করবেন। দেখে নিন।
না পারলে আমাকে মেসেজ দিতে পারেন। (facebook.com/mr.mon.61)
ua-cam.com/video/mv_CfRZ15L4/v-deo.htmlsi=qwNyg3Y7bl1
ভাইয়া আমি এখন থার্ড ইয়ারে আজকে ফার্স্ট ইয়ারের একটা ইম্প্রুভ দিসি কিন্তু খাতার কভারের OMR আলাদা করতে গিয়ে সাইড দিয়ে ছিড়ে গেসে এটার জন্য কি কোনো সমস্যা হবে?
1st year er F pawa subject e improve disen?
OMR er ki kono circle ba vorat kora word chire gese?
@@EITCbd hae 1st circle ta
1st year ekta fail promote 2nd ekhon ami ki 1st year improvement ta ki 3rd year dite parbo
ইম্পুব এক্সামে কি ইনকোর্সের মার্ক ও যোগ করে ??
jii
ভাইয়া আমাকে একটা বিষয় বুঝে দেন,,আমার ১৪-১৫ সেশন আমি ১ম,২য়,এবং ৩য় বর্ষ পরীক্ষা দেই,, রেজাল্ট হওয়ার পর জানতে পারি আমার ১ম বর্ষের ৪ বিষয় ফেল আছে পরে আমি এগুলো পরীক্ষা দিয়েছি,,আমার রেজিষ্ট্রেশন এর মেয়াদ ছিল,,
ভাইয়া প্লিজ উত্তর দিয়েন।আমি প্রথম বর্ষে ২ টায় ফেইল করছি এখন আমি ৩ বর্ষে উঠে ওই সাবজেক্টে রিটেইক দিতে পারব?এবং ওই সাবজেক্টে পাশ না করে কি ৩য় বর্ষে উঠা যাবে?
দ্বিতীয় বর্ষে ম্যাক্সিমাম বিষয়ে পাশ করলেই ৩য় বর্ষে, উঠতে পারবেন। আর ১ম বর্ষের ফেল করা সাব্জেক্ট গুলো ৩য় বর্ষে, বা ৪র্থ বর্ষেও দিতে পারবেন। তবে ৪র্থ বর্ষের মধ্যে আপনার পুরানো যা যা ফেল আছে সব ক্লিয়ার করতে হবে না হলে ইরেগুলার হয়ে যাবেন।
Vaiya jody honors final year pass korar poro jody kono subject d pai setate ki r improve dite parbo?
না সুযোগ নেই
F asle ki incourse dite hoi? ...plz janaben
na. age j disen oitai hobe. tobe kichu kichu College incourse abaro ney. tai apnar College e giye eta jiggasa korun
ভাইয়া ৪ টা সাবজেক্টে ফেল আসলে কি পরের বছর ইমপ্রুভ দেওয়া যাবে?
jodi promoted hoye thaken tahole parben