@@forhadhossain-fy4op বিরক্তিটা কৌশলে বিএনপির উপর চাপিয়ে ফায়দা লোটার চেষ্টা কারা করছে সেটা আগে বুঝতে হবে। নির্বাচন প্রশ্নে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে জামায়াতের অবস্থানটা বুঝার চেষ্টা করলে বিষয় টি স্পষ্ট হবে। তৃণমূল পর্যায়ে কট্টর আওয়ামী লীগ নেতাকর্মী চুপিসারে দলে টানছে আর বিএন পির উপর চাদাবাজি অভিযোগ চাপিয়ে সুবিধা নিচ্ছে।
ভাই এই সরকার হচ্ছে NGo সরকার। অনেক দুর্বল। এই ২ মাসের অস্থিতিশীল অবস্থা টা দেখেন। জামাত এবং সমন্নয়ক election পিছাইতে চাইছে নিজের দলের জন্য দেশের জন্য না। India এবং দালাল মিডিয়া দল গুলি কে Hype e রাখতেছে দুই মাস আগেও বলত জামাত religion businesses man,রাজাকার। ।State repair is hypocresy.আর ১৫ ২০ আসন পাওয়া দল জামাত প্রশাসন, দেশ চালাচ্ছে তাই তারা অনেক বছর থাকতে চায় এই জামাই আদর পাওয়ার জন্ন।আমাদের মত বোকা,আবেগি নাই।সংস্কার সংস্কার 😂এটা খালি অজুহাত
আগে সংস্কার পরে নির্বাচন। বিএনপির হাতে কোনো সংস্কার ছেড়ে দিলে সেটা অনিশ্চিত।আর না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। তাই সংস্কার যা করার তা এখনই করতে হবে। বিএনপির সাথে সাথে আমাদের কেনো দৌড়াতে হবে?
সংস্কার ছাড়া, স্থায়ীনিয় নির্বাচন এর জন্য পাগল হইছে কেন..?? কোন বিশেষ গোষ্ঠীর বিশেষ সুবিধা নিয়ে কিন্স পার্টি করার জন্য। এই অভুথান হয়নি। কিছু দিন পর সরকার ধুলায় অন্ধকার 🤣
বি এন পির অনেক কিছু আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। বিএমপির এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। ডঃ ইউনুসের সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা দরকার। আমাদের সমর্থন অব্যাহত আছে ড ইউনুসের প্রতি।
@@arafat.hossainআপনি বি এন পির উপরে বিরক্ত তাতে ও কি কিছু যায় আসে?আমরা জনগন বিএন পি এর উপর বিরক্ত আপনি বুঝলেন কি করে? আপনাদের প্রয়োজনে আপনারা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন ,ষড়যন্ত্র ও চালিয়ে যাচ্ছেন।
@@mizanmizan341 বিএনপির অস্থির হওয়াটা স্বাভাবিক । তারা বলছে একটা রোডম্যাপ দেন। এতে অন্যায় কোথায়? যেকোন নির্বাচিত সরকারের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে কিন্তু এই সরকার মেয়াদ নিয়ে কোন নির্দিষ্ট কথা বলছে না।এতে অস্থির হওয়াটা কি অন্যায়? বিএনপি বিশাল দল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের বিপুল সং্খ্যক নেতা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিলেও কিছু ক্ষেত্রে অরাজকতা চলছে, তবে ১৬ বছরের প্রতিক্রিয়ায় সে ঘটনাগুলোকে আওয়ামী লীগ মিডিয়া বিকৃতভাবে তুলে ধরবে সেটাই স্বাভাবিক। তবে দুখ:জনক হল জামায়াত এর ফায়দা নেয়ার চেষ্টা করছে। তলে তলে তৃণমূল পর্যায়ে অসংখ্য আওয়ামী লীগের লোকজন দলে ভিড়িয়ে ফায়দা নেয়ার চেষ্টা করছে। এটা কি খুব নৈতিক হলো? তাহলে বিএনপির অনৈতিকতা কোথায়?
Respected zahed sir, Pls inform the logical reason to the general people that interim government should stay at least five years for build a better Bangladesh. Your opinion is precious to me, be safe & sound sir 👍
ঠিক কথা না। বিএনপি আওয়ামী লীগ কে পুনর্বাসন বা দল পূনরায় গঠনের সময় দিতে চায় না। তাই যৌক্তিক সময় দিতে চায়, কিন্তু সরকার কোন রোড ম্যাপ দিচ্ছে না। এটুকুই গ্যাপ।
এখানে ও ১৮ কোটি! ভাই বাংলাদেশের জনসংখ্যা কত? ১৮ কোটি লোকের মধ্যে সবাই যদি আপনার মতের পক্ষের হয় তার মানে আপনার মতের বিপক্ষে কেউ নেই। ভাই এই সব ফালতু মতামত এবার বাদ দেন। সবাইকে নিজের মতে ভাববেন না।
১৫০০+ ছাত্র জনতা শুধু কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসাবার জন্য জীবন উৎসর্গ করে নি। দেশে শাসনতন্ত্রসহ সার্বিক নির্বাচন ব্যবস্থার পরিবর্তনের জন্য জীবন উৎসর্গ করেছে। কাজেই ওয়াইডলী সংস্কার পারে নির্বাচন দেয়া উচিত। BNP র স্মরণ করা উচিৎ কেনো ১১/০১/২০০৭ এসেছিলো।
খুবই সামান্য বেতন! আপনি তো দেখি এখন সরকারের তাবেদারি শুরু করলেন! যে স্যালারি দেশের খুব সামান্য ক'জন মানুষ এক্সেস নিতে পারে, তা তাদের কাছে সামান্য মনে হলে, তাতে তারা অভ্যস্ত না হতে পারলে কী সংস্কার করবেন? ইউনুস ছাড়া বাকিদেরও কী সেম অবস্থা? ছাত্র উপদেষ্টাদের তো কোন ইনকামই ওইরকম ছিল না।
@@MaskedXyZ আমিও সবার জন্য সেম ক্রাইটেরিয়া রাখি নাই কমেন্টে, অভ্যস্ত হবার কথা বলেছি অন্যদের জন্য। এখানে ২/৩ জন ছাড়া বাকীদের স্যালারি ৫/৬ লাখের উপর যাবে না। আর প্রোফাইল হিসেব করেন! আপনি প্রোফাইল হিসেব করে ক'জনের স্যালারি দিবেন দেশে? দেশের গ্র্যাজুয়েট প্রকৌশলী উন্নত দেশে শুরুতেই ৩/৪ লাখ টাকা পায়, তারপরও দেশে ৪০ হাজারে কাজ করে। তাদের জন্য তো আপনাদের খারাপ লাগে না! তাদের তো নাভিশ্বাস উঠে যায় সংসার চালাতে, আর তারা সব সরকারি সুবিধা, সরকারি চিকিৎসা পেয়েও কষ্ট করেন?
আসসালামু আলাইকুম কেমন আপনি নিশ্চয়ই ভালো আছেন। আমি এক জন মালায়শিয়ান প্রবাসী আপনার কাছে আমার একটা অনুরোধ জানাচ্ছি আপনি বর্তমানে মালায়শিয়ার প্রবাসীদের পাসপোর্ট বিষয়ে একটা ভিডিও দিবেন আমরা প্রবাসীরা বর্তমানে পাসপোর্ট নিয়ে খুব খারাপ সময় পার করছি esk নামক যে সংস্থার সাথে বাংলাদেশের সরকার চুক্তি করেছে তাতে আমাদের আগের চাইতে ভোগান্তি বেরে গেছে বাংলাদেশের মালায়শিয়ান দূতাবাস কোন কাজ করে না। আমার অনেক কথা বলার ছিল যা মেসেজে বলা সম্ভব হবে না তা আপনি eskl সম্পর্কে বিস্তারিত জেনে একটি ভিডিও দিবেন যাতে ডঃ মোহাম্মদ ইউনুস স্যারের দৃষ্টি আকর্ষণ করা যায় তা না হলেএই পাসপোর্টে জন্য হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে যাবে আমি আপনার এক জন ফোলোয়ার আমি আপনার সব ভিডিও দেখি আশা করি আমার কথা টা গুরুত্ব সহকারে দেকবেন পিল্জ
জাহেদ ভাই, আমি আপনার একজন নিয়মিত শ্রোতা, আপনার সব ভিডিও গুলো দেখি এবং আপনি বাস্তব যুক্তি এবং ফ্যাক্ট নিয়ে কথা বলেন.... একটা অনুরোধ সরকারি ১১ থেকে ২০ গ্রেডের অধিকাংশ সৎ চাকরিজীবী যারা আছেন তারা ২০২২ সাল থেকে মানবেতর জীবনযাপন করতেছে এবং অধিকাংশে ঋণ করে সংসার চালাচ্ছে। ১১ থেকে ২০ গ্রেডের চাকরিজীবীরা এভারেজ ২০/২৫ হাজার টাকা বেতন পায় এতে ৪ জনের সংসারে শুধু খাবারের যোগান হচ্ছেনা অন্য মৌলিক বিষয় গুলো না হয় নাই বললাম। আপনার কাছে অনুরোধ আপনি যেহেতু অনেক বিষয়ে কথা বলেন ১১ থকে ২০ গ্রেডের চাকরি জীবীদের বেতন বৈষম্য নিয়ে কিছু কথা বলেন।
জাহেদ ভাই, আপনি নিজেও জানেন কেন বিরক্ত। বর্তমানে আওয়ামী পুনর্বাসন ও যত দখলদারি হচ্ছে সবকিছু হচ্ছে বিএনপি কর্তৃক। আপনি বিএনপির দুর্নীতি নিয়ে কথা বলতে চাচ্ছেন না কেন?
আপনি নির্বাচন কমিশনের সাথে যুক্ত আছেন, এটা জেনে খুশি হলাম। আপনাদের কাছে সাধারণ একজন নাগরিক হিসেবে আমি চাই, আওয়ামী লীগের কোন প্রতীক যেন ব্যালটে না থাকে। প্রায় দুই দশক পর আমি ভোট দিতে চাচ্ছি। এখন থেকে প্রতিবারের ভোটই আওয়ামী লীগের মতো নাৎসি বাহিনী মুক্ত হোক।
সংস্কার আমরা সবাই চাই । সবাই । এই নিয়ে কোনো দ্বিমত নাই । কিন্তু সংস্কারের কথা বলে অতিরিক্ত সময় ক্ষেপণ আমরা কেউই চাই না । কেননা সব একজায়গায় থমকে আছে । আমরা আশা করেছিলাম সবকিছুই চলবে যে তার মতো , কিন্তু সেটা হচ্ছে না । সংস্কার কি হয় , কেমন হয় , মনে হয় এটা দেখার জন্য , বোঝার জন্য থমকে আছে । আর এই থমকে থাকাটাই সমস্যা । সুতরাং আমরা যৌক্তিক সময় চাই সংস্কারের জন্য । তারপর আমাদের পথ চলতে হবে , বহুদূর আমাদের গন্তব্য ।
ওনি ঔ টাইপের মানুষ নন বলে আমার ধারণা। তাই যদি হতো হাসিনা বা ভারত কি এতদিন ধরে কম চেষ্টা করেছে ওনাকে পক্ষে আনার বা অন্তত চুপ করানোর ??? . ওনি একজন নিরেট দেশপ্রেমিক বলেই আমার দৃঢ় বিশ্বাস। . . তবে হ্যা। কিছু কিছু ক্ষেত্রে আদর্শিক ও দৃষ্টিভঙ্গিগত পার্থক্য বা অমিল তো হতেই পারে। . সেটা আমরা জোর গলায় যৌক্তিকভাবে তুলে ধরব যাতে উনিও ওনার ভাবনার পুনর্বিবেচনার/ পুনর্মূল্যায়নের সুযোগ পান। . ধন্যবাদ ভাই 😊
শুধু ড: ইউনুস না, আমরা বহু মানুষই বিএনপির উপর বিরক্ত। সাথে আপনার উপরও বিরক্ত হচ্ছি, কারণ আপনি বিএনপির অপকর্মের সমালোচনা না করে, তাকে বহুভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন।
আমার স্টেকের কী হবে? আমি যেহেতু এই আন্দোলন এর একজন আমার মতামতের কী কোনই গুরুত্ব নেই! সাধারণ জনগণ যদি অংশগ্রহণ না করতো তাহলে কী এতো সহজে এই অভ্যুত্থা হতো? আনেক বছর তো চেষ্টা করেছিল। সকলে মিলে যেহেতু কাজটা করা হয়েছে তাই সকলের গুরুত্ব আছে। আমার তো মনেহয় বেশিরভাগ সাধারণ মানুষ ইউনুস স্যার কে সমর্থন করেন, তাহলে রাজনৈতিক দলগুলো কেন এত মানুষকে উপেক্ষা করছে। আমার ব্যক্তিগত জীবনে যেহেতু রাজনৈতিক দলের পরিবর্তনে তেমন কোন ইফেক্ট পরে না তাই এসব নিয়ে কখনো তেমন মাথা ঘামাইনি। তবে ২৪ এর অভ্যুত্থানের পর দেশটাকে নিজের দেশ মনে করতে শিক্ষেছি। আমার মনেহয় একটি জরিপ করা যেতে পারে সরকারের পক্ষ থেকে যেখানে সকলের মতামত নেয়া যেতে পারে ( বাংলাদেশের মেক্সিমাম মানুষের কাছেই এখন স্মার্ট ফোনে আছে)। যেখানে থাকবে মানুষ কার মাধ্যমে সংস্কার চায়। বর্তমান দলগুলোর উপর ভরসা করতে পারছিনা। তারা নিজেদের সুবিধা মত সব সংস্কার করবে। আর কী কী পরিবর্তন করবে তাও সাধারণ মানুষ তেমন জানতে পারবেনা কারণ ইউনুস স্যারের মতো অত সচ্ছ তাদের কাজ হবেনা।আপনার ভিডিও এখন নিয়মিত দেখি আপনি বলেছেন কমেন্ট আপনি পরেন তাই কমেন্টে আমার মতামত দিলাম। যেহতু আমার কথা বলার কোন জায়গা নেই অশা করব আপনার আলোচনায় এ সকল বিষয়ে আলোকপাত করবেন। আমাদের আর কোন ডক্টর মোহাম্মদ ইউনুস নেই। তাই যা করার এখনি করতে হবে।
ড. ইউনুস যাবেন না। উনি সর্বনিম্ন ৩ বছর থাকবেন। এটাই বেশিরভাগ মানুষের চাওয়া।
বি এন পি উপর ইউনুস সাহেব বিরক্ত কিনা তা হয়তো বলা যাবে না, কিন্তু সাধারণ মানুষ যে বিএনপির উপরে বিরক্ত এটা শতভাগ সত্য।
@@forhadhossain-fy4op বিরক্তিটা কৌশলে বিএনপির উপর চাপিয়ে ফায়দা লোটার চেষ্টা কারা করছে সেটা আগে বুঝতে হবে। নির্বাচন প্রশ্নে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে জামায়াতের অবস্থানটা বুঝার চেষ্টা করলে বিষয় টি স্পষ্ট হবে। তৃণমূল পর্যায়ে কট্টর আওয়ামী লীগ নেতাকর্মী চুপিসারে দলে টানছে আর বিএন পির উপর চাদাবাজি অভিযোগ চাপিয়ে সুবিধা নিচ্ছে।
আমি ৭১ এর রাজাকার জাম্বা ইসলামী এর উপর বিরক্ত😡😡😡
আমি ৭১ এর রাজাকার জাম্বা ইসলামী এর উপর বিরক্ত😡😡😡
@@forhadhossain-fy4op আমি পুরো বাঙালি জাতির উপর বিরক্ত। কুলাঙ্গার জাতি একটা (আমি ও বাঙালিদের একজন। দুর্ভাগ্য 😔)
আমরাও চাই আগে রাষ্ট্রীয় সংস্কার এর পর নির্বাচন ।
বিএনপির উপরে জাতি বিরক্ত বিএনপির উপরে জাতি বিরক্ত বিএনপির উপরে জাতি বিরক্ত
ভোট ছাড়া বুঝতে পারে আর কোনো উপায় নাই। ভোট দিতে কিসের ভয়।
সহমত
ইউনূস না, সারা বাংলাদেশের মানুষ বিএনপির উপর বিরক্ত
ভাই এই সরকার হচ্ছে NGo সরকার। অনেক দুর্বল। এই ২ মাসের অস্থিতিশীল অবস্থা টা দেখেন। জামাত এবং সমন্নয়ক election পিছাইতে চাইছে নিজের দলের জন্য দেশের জন্য না। India এবং দালাল মিডিয়া দল গুলি কে Hype e রাখতেছে দুই মাস আগেও বলত জামাত religion businesses man,রাজাকার। ।State repair is hypocresy.আর ১৫ ২০ আসন পাওয়া দল জামাত প্রশাসন, দেশ চালাচ্ছে তাই তারা অনেক বছর থাকতে চায় এই জামাই আদর পাওয়ার জন্ন।আমাদের মত বোকা,আবেগি নাই।সংস্কার সংস্কার 😂এটা খালি অজুহাত
আমি ৭১ এর রাজাকার জাম্বা ইসলামী এর উপর বিরক্ত😡😡😡
আমি ৭১ এর রাজাকার জাম্বা ইসলামী এর উপর বিরক্ত😡😡😡
আমি আগে জামায়াতে ইসলামী করতাম,,,,,,,,, এখন আমি বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন করি..............
@@mahbubhasan3157 আমি ভারতীয় রাজাকার দেখলে বিরক্ত হই
আগে সংস্কার পরে নির্বাচন। বিএনপির হাতে কোনো সংস্কার ছেড়ে দিলে সেটা অনিশ্চিত।আর না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। তাই সংস্কার যা করার তা এখনই করতে হবে। বিএনপির সাথে সাথে আমাদের কেনো দৌড়াতে হবে?
সংস্কার হতেই হবে । এটা না হলে ভবিষ্যতে বড় বিপদ হতে পারে ...।।
আগে সংস্কার তারপর নির্বাচন, গণহত্যার সাথে জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।
সংস্কার ছাড়া, স্থায়ীনিয় নির্বাচন এর জন্য পাগল হইছে কেন..??
কোন বিশেষ গোষ্ঠীর বিশেষ সুবিধা নিয়ে কিন্স পার্টি করার জন্য। এই অভুথান হয়নি।
কিছু দিন পর সরকার ধুলায় অন্ধকার 🤣
বি এন পির অনেক কিছু আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। বিএমপির এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। ডঃ ইউনুসের সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা দরকার। আমাদের সমর্থন অব্যাহত আছে ড ইউনুসের প্রতি।
ধন্যবাদ ডঃ ইউনুস স্যার আপনাকে ❤🥰🥰💕💕💕
শুধু ড.ইউনুস নয় জনগণও বিএনপির উপর নাখোশ হচ্ছে।
আমি ৭১ এর রাজাকার জাম্বা ইসলামী এর উপর বিরক্ত😡😡😡
আমি ৭১ এর রাজাকার জাম্বা ইসলামী এর উপর বিরক্ত😡😡😡
@@mahbubhasan3157 আপনি খাম্বা ইসলামী কিংবা জাম্বা ইসলামীর উপর বিরক্ত হন যায় আসেনা। কিন্তু জনগণ খাম্বা বিএনপির উপর অনেক বিরক্ত
@@arafat.hossainআপনি বি এন পির উপরে বিরক্ত তাতে ও কি কিছু যায় আসে?আমরা জনগন বিএন পি এর উপর বিরক্ত আপনি বুঝলেন কি করে? আপনাদের প্রয়োজনে আপনারা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন ,ষড়যন্ত্র ও চালিয়ে যাচ্ছেন।
সাধারণ মানুষ বিএনপির উপর মহা বিরক্ত।
আমি ৭১ এর রাজাকার জাম্বা ইসলামী এর উপর বিরক্ত😡😡😡
আমি ৭১ এর রাজাকার জাম্বা ইসলামী এর উপর বিরক্ত😡😡😡
বিএনপির উপর শুধু প্রধান উপদেষ্টা কেন এখন আমরাও বিরক্ত হচ্ছি। শুধুমাত্র নির্বাচনের জন্য হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়নি। আগে সংস্কার তারপর নির্বাচন চাই।
আমি ৭১ এর রাজাকার জাম্বা ইসলামী এর উপর বিরক্ত😡😡😡
আমি ৭১ এর রাজাকার জাম্বা ইসলামী এর উপর বিরক্ত😡😡😡
আমি আগে জামায়াতে ইসলামী করতাম,,,,,,,,, এখন আমি বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন করি..............
@@mahbubhasan3157তুমি যে বিএনপি করো তা আমরা ভালোমত জানি😂
আমরা বৈষম্যবিরোধী ছাত্ররা জামাত নিয়ে এসব বলবোনা কখনোই
আমাদের সংবিধান কি কখনো গণভোটে গৃহীত হয়েছিল? তা না হলে সংষ্কার করতে বাধা কোথায়? এবার না হয় সংবিধান গণভোটে গৃহীত হোক, হলে সেটাই হবে জনগণের সংবিধান।
ঠিক বলেছেন।
আমরা জনগনের সংবিধান চাই।
এখন যেইটা আছে সেইটা চাই না।
বিএনপির সংবিধানও চাই না।
বাংলাদেশের বুদ্ধিজীবী গুলো যতদিন না মরবো ততদিন বাংলাদেশের মুক্তি নাই
বি এন পির মানুষ যেভাবে লুটপাট শুরু করছে সাধারণ মানুষও বিরক্ত!!!..
সংস্কার ছড়া নির্বাচন দেয়া মানি সেই পুরনো অবস্থায় ফিরে যাওয়া। আগে সংস্কার পরে নির্বাচন।
আমি নিজেই একজন বিএনপির সমর্থক। কিন্তু বতর্মানে বিএনপির আওয়ামী প্রীতি দেখে আমি নিজেও বিরক্ত।
@@mizanmizan341 বিএনপির অস্থির হওয়াটা স্বাভাবিক । তারা বলছে একটা রোডম্যাপ দেন। এতে অন্যায় কোথায়? যেকোন নির্বাচিত সরকারের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে কিন্তু এই সরকার মেয়াদ নিয়ে কোন নির্দিষ্ট কথা বলছে না।এতে অস্থির হওয়াটা কি অন্যায়? বিএনপি বিশাল দল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের বিপুল সং্খ্যক নেতা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিলেও কিছু ক্ষেত্রে অরাজকতা চলছে, তবে ১৬ বছরের প্রতিক্রিয়ায় সে ঘটনাগুলোকে আওয়ামী লীগ মিডিয়া বিকৃতভাবে তুলে ধরবে সেটাই স্বাভাবিক। তবে দুখ:জনক হল জামায়াত এর ফায়দা নেয়ার চেষ্টা করছে। তলে তলে তৃণমূল পর্যায়ে অসংখ্য আওয়ামী লীগের লোকজন দলে ভিড়িয়ে ফায়দা নেয়ার চেষ্টা করছে। এটা কি খুব নৈতিক হলো? তাহলে বিএনপির অনৈতিকতা কোথায়?
আমি বলব না যে এই অন্তবর্তী সরকার খুব ভালো, কিন্তু অন্তত বিএনপি ক্ষমতায় গেলে যা করবে তার থেকে হাজার গুন ভালো।
আমরা বিএনপির উপর বিরক্ত।
আমি ৭১ এর রাজাকার জাম্বা ইসলামী এর উপর বিরক্ত😡😡😡
আমি ৭১ এর রাজাকার জাম্বা ইসলামী এর উপর বিরক্ত😡😡😡
আগে সংস্কার তার পর নির্বাচন
অবশ্যই সংস্কার করে তার পর নির্বাচন দিতে হবে কারণ স্বাধীনতার পর কোন রাজনৈতিক দল ই সাধারণ মানুষের জন্য কিছু ই করে নি
একটি দলীয় সরকার যখন রাষ্ট্রের দায়িত্বে আসে তখন তারা কি করে এ অভিজ্ঞতা এদেশের মানুষের আছে।
বিরক্ত হবার বহু কারণ আছে।
একবার জামায়াত কে রাষ্ট্রক্ষমতায় দেখতে চাওয়া আমার মন।
সরকারের উচিত বিএনপিকে পাত্তা না দিয়ে সংস্কারে কাজে এগিয়ে নিয়ে যাওয়া। এটাই জাতির ভবিষ্যৎ। শুধু নির্বাচনের জন্যই এই অভুত্থান হয়নি।
আমরাও বিএনপির উপর বিরক্ত😡
আমি ৭১ এর রাজাকার জাম্বা ইসলামী এর উপর বিরক্ত😡😡😡
আমি ৭১ এর রাজাকার জাম্বা ইসলামী এর উপর বিরক্ত😡😡😡
আমি আগে জামায়াতে ইসলামী করতাম,,,,,,,,, এখন আমি বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন করি..............
@@alshahrirarif7982 বেশি করে হও জামা
আগে সংস্কার
বিএনপির অস্থিরতা ও অতি লোভ এই জন্য দায়ী।
Respected zahed sir,
Pls inform the logical reason to the general people that interim government should stay at least five years for build a better Bangladesh.
Your opinion is precious to me, be safe & sound sir 👍
বিএনপির উপর শুধু ইউনুস সাহেব না দেশের সাধারণ মানুষ ও ক্ষুব্ধ, কারণ বিএনপির গত ১৫ বছরের ভূমিকা যথেষ্ট প্রশ্নবিদ্ধ।
আগে সংস্কার তারপর নির্বাচন
কি কি সংষ্কার বলে যান?
ভাই রাজনৈতিক দলগুলোর চাওয়া একটাই, ক্ষমতার মসনদ। এই যায়গায় আওয়ামীলীগ বিএনপি মুদ্রার এপিঠ আর ওপিঠ।
নতুন সংবিধান তৈরির বিকল্প নেই।
BNP তো দ্রুত নির্বাচন চায়, কারন আওয়ামী লীগ থেকে বিএনপি যে হালুয়া রুটি খাবার পদ্ধতি শিখেছে তা দ্রুত তারা খেতে চায়।
ঠিক কথা না। বিএনপি আওয়ামী লীগ কে পুনর্বাসন বা দল পূনরায় গঠনের সময় দিতে চায় না। তাই যৌক্তিক সময় দিতে চায়, কিন্তু সরকার কোন রোড ম্যাপ দিচ্ছে না। এটুকুই গ্যাপ।
দয়া করে সংবিধান নতুন করে তৈরি করুন, রেফারেন্স এর জন্য পুরোনো টা দেখতে পারেন।
নির্বাচন আগে সংস্কার পরে দাবি বিএনপির, সংস্কার আগে নির্বাচন পরে দাবি অন্য সকলের।
বিএনপির কারণে সাধারণ মানুষ বিএনপি আর আওয়ামী লীগকে একই চরিত্রে দেখতে পাচ্ছে !
Right
সংস্কার ছাড়া নির্বাচন অসম্ভব।
ফাজলামো না করে আগে বিচার সাথে সংস্কার এবং এর পর নির্বাচন!! এর বাইরে অন্য কিছু হলে দেশে খারাপ অবস্থা তৌরী হবে!!!
জাহিদ ভাই ♥💖
আগামী দেড় বছরে প্রফেসর মোঃ ইউনুস স্যার সংস্কার ও নির্বাচন। ইনশাআল্লাহ। সব করে ফেলবেন 🎉🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
শুধু ডক্টর ইউনুস নয়, দেশের অনেক সাধারণ মানুষ এবং আমার মত অনেক বিএনপি সমর্থকও বিএনপির প্রতি বিরক্ত।
নির্বাচন নয় সংস্কার চাই আগে।
নাখোশ হওয়াটাই স্বাভাবিক বিএনপির কর্মকান্ডের জন্য
I support your statement❤❤❤
আগে সংস্কার পরে নির্বাচন।
আমার বাসার টয়লেট এর ফ্লাস কাজ করে নাহ। একটু সংস্কার করে দেন
অবশ্য ই বিরক্ত হওয়ার ই কথা
সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর উপর জনগণের আস্থা কম। তাই নির্বাচনের পূর্বে সংস্কার করা অত্যন্ত জরুরি।
বিএনপির উপর আমরা জনগন বিরক্ত
বিএনপি সরে গেলে তোমাদের একদিনে নেংটা করে ছেড়ে দিবে আমি লীগ
চমৎকার বিশ্লেষণ করলেন ডাঃ জাহেদ ভাই। সহমত পোষণ করছি।
প্রধান উপদেষ্টা কেন? আমরা সবাই বিএনপির উপর বিরক্ত।
আমি আগে জামায়াতে ইসলামী করতাম,,,,,,,,, এখন আমি বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন করি..............
Jamat chudi
সংস্কারের পরে নির্বাচন, এবং নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক হারে।
আওয়ামী লীগ ও সংবিধান সংশোধন করেছিল ক্ষমতায় গিয়ে। বিএনপি ও সেই রকম সংশোধন করবে নিজেদের পক্ষে।
বিএনপির উপর শুধু ইউনুস সাহেব না দেশের সাধারণ মানুষ বিরক্ত।
Apnar shonge shompurno akkmot ! Onek donnobad apnake.
দলকাঁনা লোকেরা এখানে এসে ডাঃ জাহিদ ভাইকে কিছু না বুঝে গালাগালি করবেন না।ডাঃ জাহিদ ভাই সত্যিকারের দেশপ্রেমিক।ওনি স্রোতের বিপরীতে চলা মানুষ।
জাহদ ভাই সংবিধান যদি নির্বাচিত সরকার ঠিক করে, তাহলে তো তারা তাদের মন মত করে নেবে, এতে তো সমস্যার সমাধান হবে না
সংস্কার চাই নির্বাচন পরে❤️🇧🇩✊
দেশের জনগণ ধীরে ধীরে বিএনপির উপর বিরক্ত হয়ে যাচ্ছে৷ যেমন আমি হচ্ছি৷
আমি আগে জামায়াতে ইসলামী করতাম,,,,,,,,, এখন আমি বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন করি..............
আমি আগে জামায়াতে ইসলামী করতাম,,,,,,,,, এখন আমি বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন করি..............
আগে সংস্কার পরে আনুপাতিক হারে নির্বাচন চাই
বিএনপির উপরে ডঃ মোঃ ইউনুস বিরক্তি কিনা জানিনা কিন্তু আমরা 18 কোটি মানুষ বিরক্ত হয়ে গেছি এখনই ।
এখানে ও ১৮ কোটি! ভাই বাংলাদেশের জনসংখ্যা কত? ১৮ কোটি লোকের মধ্যে সবাই যদি আপনার মতের পক্ষের হয় তার মানে আপনার মতের বিপক্ষে কেউ নেই। ভাই এই সব ফালতু মতামত এবার বাদ দেন। সবাইকে নিজের মতে ভাববেন না।
জাহেদ স্যার, আপনার কথা এক ফেঁসে
আগে রোগমুক্তি পরে সাজানো গোছানো।
💚♥️💚
ইনি এই মুহুর্তে এমন এক ব্যক্তি যার নিয়মিত আলচনায় কিছুটা হলেও দেশের হাল বুঝা যায়। ওনার দায়িত্বে উনি অনড়। আজে বাজে কমেন্ট না করাই ভাল।
কেন এই খাটাল কে নিয়ে কমেন্ট করলে আপনার জলে কেন❓
১৫০০+ ছাত্র জনতা শুধু কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসাবার জন্য জীবন উৎসর্গ করে নি। দেশে শাসনতন্ত্রসহ সার্বিক নির্বাচন ব্যবস্থার পরিবর্তনের জন্য জীবন উৎসর্গ করেছে। কাজেই ওয়াইডলী সংস্কার পারে নির্বাচন দেয়া উচিত। BNP র স্মরণ করা উচিৎ কেনো ১১/০১/২০০৭ এসেছিলো।
বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা একটি সুন্দর সংস্কার। শুধুমাত্র বিএনপি এর জন্য যদি এটা না হয় , এদেশের জনগণ বিএনপি কেও প্রত্যাক্ষান করবে।
আমরা সারা বাংলার জনগণ ছাত্রদের পাশে আছি ইনশাল্লাহ ❤🥰
আমি আগে জামায়াতে ইসলামী করতাম,,,,,,,,, এখন আমি বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন করি..............
আমি আগে জামায়াতে ইসলামী করতাম,,,,,,,,, এখন আমি বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন করি..............
বিএনপির উপর বিরক্ত হওয়া খুবই স্বাভাবিক।
@Zahed ভাই বিএনপি প্রতি ও আরো কিসু দলের প্রতি সাধারণ মানুষ খুব বিরক্ত। আরেক আয়োমিলিগ। দেশের জন্য ভেবে কিসু করেন।
খুবই সামান্য বেতন! আপনি তো দেখি এখন সরকারের তাবেদারি শুরু করলেন! যে স্যালারি দেশের খুব সামান্য ক'জন মানুষ এক্সেস নিতে পারে, তা তাদের কাছে সামান্য মনে হলে, তাতে তারা অভ্যস্ত না হতে পারলে কী সংস্কার করবেন? ইউনুস ছাড়া বাকিদেরও কী সেম অবস্থা? ছাত্র উপদেষ্টাদের তো কোন ইনকামই ওইরকম ছিল না।
ছাত্র উপদেষ্টা কতজন? অন্যদের প্রোফাইল জেনে মন্তব্য করুন। তাছাড়া উনি তো সবার কথা বলেননি।
@@MaskedXyZ আমিও সবার জন্য সেম ক্রাইটেরিয়া রাখি নাই কমেন্টে, অভ্যস্ত হবার কথা বলেছি অন্যদের জন্য। এখানে ২/৩ জন ছাড়া বাকীদের স্যালারি ৫/৬ লাখের উপর যাবে না। আর প্রোফাইল হিসেব করেন! আপনি প্রোফাইল হিসেব করে ক'জনের স্যালারি দিবেন দেশে? দেশের গ্র্যাজুয়েট প্রকৌশলী উন্নত দেশে শুরুতেই ৩/৪ লাখ টাকা পায়, তারপরও দেশে ৪০ হাজারে কাজ করে। তাদের জন্য তো আপনাদের খারাপ লাগে না! তাদের তো নাভিশ্বাস উঠে যায় সংসার চালাতে, আর তারা সব সরকারি সুবিধা, সরকারি চিকিৎসা পেয়েও কষ্ট করেন?
@MaskedXyZ এখানে ইউনুস আর বশির ছাড়া আর ক'জন এর চেয়ে বেশি স্যালারি পেতেন?
Masha Allah. Alhamdulillah.
May Allah support our nation
May Allah make our people steadfast and resilient
Ameen ya Rabb al 'alameen
অবশ্যই বিরক্ত হবে, জনগনও বিরক্ত। ১৬ বছর বি এন পি এই চেহারা কোথায় ছিল?
Very good analysis,we hope and agree with your conclusion.
এই সরকার জনগণের মেনডেট নিয়ে ক্ষমতায় আছে
Agree
ছাত্রদের দাবী সঠিক
রংপুর এর হিন্দু দের উপর হামলা নিয়ে ভিডিও করুন। চোখে ছানি পড়েছে কি যে এইগুলো দেখতে পাচ্ছেন না।
আসসালামু আলাইকুম কেমন আপনি নিশ্চয়ই ভালো আছেন। আমি এক জন মালায়শিয়ান প্রবাসী আপনার কাছে আমার একটা অনুরোধ জানাচ্ছি আপনি বর্তমানে মালায়শিয়ার প্রবাসীদের পাসপোর্ট বিষয়ে একটা ভিডিও দিবেন আমরা প্রবাসীরা বর্তমানে পাসপোর্ট নিয়ে খুব খারাপ সময় পার করছি esk নামক যে সংস্থার সাথে বাংলাদেশের সরকার চুক্তি করেছে তাতে আমাদের আগের চাইতে ভোগান্তি বেরে গেছে বাংলাদেশের মালায়শিয়ান দূতাবাস কোন কাজ করে না। আমার অনেক কথা বলার ছিল যা মেসেজে বলা সম্ভব হবে না তা আপনি eskl সম্পর্কে বিস্তারিত জেনে একটি ভিডিও দিবেন যাতে ডঃ মোহাম্মদ ইউনুস স্যারের দৃষ্টি আকর্ষণ করা যায় তা না হলেএই পাসপোর্টে জন্য হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে যাবে আমি আপনার এক জন ফোলোয়ার আমি আপনার সব ভিডিও দেখি আশা করি আমার কথা টা গুরুত্ব সহকারে দেকবেন পিল্জ
বিম্পির উপর জনতা ও বিরক্ত
আমার কথা হলো - বিএনপি যে সব কথা বলে তা খালেদা জিয়া এবং তারেক জিয়া জানে কিনা ?
জাহেদ ভাই, আমি আপনার একজন নিয়মিত শ্রোতা, আপনার সব ভিডিও গুলো দেখি এবং আপনি বাস্তব যুক্তি এবং ফ্যাক্ট নিয়ে কথা বলেন....
একটা অনুরোধ সরকারি ১১ থেকে ২০ গ্রেডের অধিকাংশ সৎ চাকরিজীবী যারা আছেন তারা ২০২২ সাল থেকে মানবেতর জীবনযাপন করতেছে এবং অধিকাংশে ঋণ করে সংসার চালাচ্ছে।
১১ থেকে ২০ গ্রেডের চাকরিজীবীরা এভারেজ ২০/২৫ হাজার টাকা বেতন পায় এতে ৪ জনের সংসারে শুধু খাবারের যোগান হচ্ছেনা অন্য মৌলিক বিষয় গুলো না হয় নাই বললাম।
আপনার কাছে অনুরোধ আপনি যেহেতু অনেক বিষয়ে কথা বলেন ১১ থকে ২০ গ্রেডের চাকরি জীবীদের বেতন বৈষম্য নিয়ে কিছু কথা বলেন।
জাহেদ ভাই, আপনি নিজেও জানেন কেন বিরক্ত। বর্তমানে আওয়ামী পুনর্বাসন ও যত দখলদারি হচ্ছে সবকিছু হচ্ছে বিএনপি কর্তৃক। আপনি বিএনপির দুর্নীতি নিয়ে কথা বলতে চাচ্ছেন না কেন?
আপনি নির্বাচন কমিশনের সাথে যুক্ত আছেন, এটা জেনে খুশি হলাম। আপনাদের কাছে সাধারণ একজন নাগরিক হিসেবে আমি চাই, আওয়ামী লীগের কোন প্রতীক যেন ব্যালটে না থাকে। প্রায় দুই দশক পর আমি ভোট দিতে চাচ্ছি। এখন থেকে প্রতিবারের ভোটই আওয়ামী লীগের মতো নাৎসি বাহিনী মুক্ত হোক।
নৌকার না থাকলে তো আপনার মত অনেকে ভোট দিতে পারবে না তাদের কি হবে।।বাংলাদেশ থেকে কি ডামী নির্বাচন থেকে বের হতে পারবে না তাহলে।।
Bnp ja kortece 30% o vote pabe na 1 year por vote hole
ইদানীং আপনার চ্যানেলে মন্তব্যকারির সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে। তবে এরা শ্রোতা কিনা লিখা পড়ে বুঝার উপায় নেই।
ডঃ ইউনুসের সাথে আমি একমত।
আপনি আসলেই বিএনপি এর বাইরে কিছুই ভাবতে পারেন না, সে ভালো হোক বা খারাপ
সংস্কার আমরা সবাই চাই । সবাই । এই নিয়ে কোনো দ্বিমত নাই । কিন্তু সংস্কারের কথা বলে অতিরিক্ত সময় ক্ষেপণ আমরা কেউই চাই না । কেননা সব একজায়গায় থমকে আছে । আমরা আশা করেছিলাম সবকিছুই চলবে যে তার মতো , কিন্তু সেটা হচ্ছে না । সংস্কার কি হয় , কেমন হয় , মনে হয় এটা দেখার জন্য , বোঝার জন্য থমকে আছে ।
আর এই থমকে থাকাটাই সমস্যা ।
সুতরাং আমরা যৌক্তিক সময় চাই সংস্কারের জন্য ।
তারপর আমাদের পথ চলতে হবে , বহুদূর আমাদের গন্তব্য ।
ভাই আমরা এমন একটা জাতি ভালো কাজ করতে বাধা ভালো মানুষ কে দরে রাকতে পারি না
ইউনুস কেনো আমরাও বিএনপি বিরক্ত ও ক্ষুব্ধ।
বিএনপির পেইড এজেন্ট হিসেবে কথা বইলেন না জাহিদ ভাই।
জনগণের পক্ষে কথা বলুন।
ওনি ঔ টাইপের মানুষ নন বলে আমার ধারণা।
তাই যদি হতো হাসিনা বা ভারত কি এতদিন ধরে কম চেষ্টা করেছে ওনাকে পক্ষে আনার বা অন্তত চুপ করানোর ???
.
ওনি একজন নিরেট দেশপ্রেমিক বলেই আমার দৃঢ় বিশ্বাস।
.
.
তবে হ্যা।
কিছু কিছু ক্ষেত্রে আদর্শিক ও দৃষ্টিভঙ্গিগত পার্থক্য বা অমিল তো হতেই পারে।
.
সেটা আমরা জোর গলায় যৌক্তিকভাবে তুলে ধরব যাতে উনিও ওনার ভাবনার পুনর্বিবেচনার/ পুনর্মূল্যায়নের সুযোগ পান।
.
ধন্যবাদ ভাই 😊
দলের চেয়ে দেশ বড় তাই আমরা আশাবাদী অন্তবর্তীকালীন সরকার দেশ ও জাতির স্বার্থে যা করণীয় তাই করবে।
শুধু ড: ইউনুস না, আমরা বহু মানুষই বিএনপির উপর বিরক্ত। সাথে আপনার উপরও বিরক্ত হচ্ছি, কারণ আপনি বিএনপির অপকর্মের সমালোচনা না করে, তাকে বহুভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন।
জামাত শিবির খুব ভাল
of course at list tara toder moto lafacce na😡@@deshtv7967
@@pranto2812ছাত্রদের হাত ধরেই রাজনীতি পরিচালনা হওয়া উচিত প্রেক্ষাপটের বদল তারাই আনতে সক্ষম হয়েছে
মূর্খতা একটা বিশাল অভিশাপ
thanks bhai
শুধু নির্বাচনের জন্যই এত মানুষ প্রাণ দেয় নাই।অবশ্যই আগে সংস্কার করতে হবে তারপর নির্বাচন। সংবিধান সংস্কার ইউনুস সরকারকেই করতে হবে
আমার স্টেকের কী হবে? আমি যেহেতু এই আন্দোলন এর একজন আমার মতামতের কী কোনই গুরুত্ব নেই! সাধারণ জনগণ যদি অংশগ্রহণ না করতো তাহলে কী এতো সহজে এই অভ্যুত্থা হতো? আনেক বছর তো চেষ্টা করেছিল। সকলে মিলে যেহেতু কাজটা করা হয়েছে তাই সকলের গুরুত্ব আছে। আমার তো মনেহয় বেশিরভাগ সাধারণ মানুষ ইউনুস স্যার কে সমর্থন করেন, তাহলে রাজনৈতিক দলগুলো কেন এত মানুষকে উপেক্ষা করছে। আমার ব্যক্তিগত জীবনে যেহেতু রাজনৈতিক দলের পরিবর্তনে তেমন কোন ইফেক্ট পরে না তাই এসব নিয়ে কখনো তেমন মাথা ঘামাইনি। তবে ২৪ এর অভ্যুত্থানের পর দেশটাকে নিজের দেশ মনে করতে শিক্ষেছি। আমার মনেহয় একটি জরিপ করা যেতে পারে সরকারের পক্ষ থেকে যেখানে সকলের মতামত নেয়া যেতে পারে ( বাংলাদেশের মেক্সিমাম মানুষের কাছেই এখন স্মার্ট ফোনে আছে)। যেখানে থাকবে মানুষ কার মাধ্যমে সংস্কার চায়। বর্তমান দলগুলোর উপর ভরসা করতে পারছিনা। তারা নিজেদের সুবিধা মত সব সংস্কার করবে। আর কী কী পরিবর্তন করবে তাও সাধারণ মানুষ তেমন জানতে পারবেনা কারণ ইউনুস স্যারের মতো অত সচ্ছ তাদের কাজ হবেনা।আপনার ভিডিও এখন নিয়মিত দেখি আপনি বলেছেন কমেন্ট আপনি পরেন তাই কমেন্টে আমার মতামত দিলাম। যেহতু আমার কথা বলার কোন জায়গা নেই অশা করব আপনার আলোচনায় এ সকল বিষয়ে আলোকপাত করবেন। আমাদের আর কোন ডক্টর মোহাম্মদ ইউনুস নেই। তাই যা করার এখনি করতে হবে।
শুধু ড.ইউনুস না আমরাও বিরক্ত
বি এন পি কে বয়কট করলাম
সংস্কার শেষ না কইরা ক্ষমতা ছাড়তে দিমুনা
Apni na dile kuno jay ashe na.
কোন সংস্কার না করেই,লীগ পুনর্বাসন করনে
We need complete reforms before election
Amrao BNP upor birokto
আগে রাষ্ট্রগঠন তারপর নির্বাচন।
বাংলাদেশের ইতিহাসে অনেক নির্বাচন হয়েছে কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি