দীর্ঘদিন প্রেসারের একই ঔষধ খেলে কি কিডনির সমস্যা হতে পারে। Hypertension

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024

КОМЕНТАРІ • 15

  • @DrGolamMorshed
    @DrGolamMorshed  3 місяці тому

    ❤ ডাঃ গোলাম মোর্শেদ, চেম্বারঃ সিমেক হেলথ, প্লট#১৭ (লিফটের ৮), রোড# ৬, ধানমন্ডি, ঢাকা। (ধানমন্ডি হারুন আই ফাউন্ডেশন/গণস্বাস্থ্য হাসপাতালের বিপরীতে SIBL ব্যাংকের লিফটের ৮)। সিরিয়ালের নাম্বারঃ 01717757593, 013 2577 5757
    location: g.co/kgs/wqAVhE

  • @sharminjahan8873
    @sharminjahan8873 3 місяці тому +2

    স্যার আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টর। মানুষ লেখাপড়া জানার পর অহংকারী হয়ে ওঠে, আর আপনাকে লেখাপড়া আরো বিনয়ী বানিয়েছে। লেখাপড়ার মূল উদ্দেশ্য তো এটাই হওয়া উচিত। যেখানে ডঃ ভিজিট চার্জ নিয়েও ঠিকমতো রোগী দেখেনা, সেখানে আপনি বিনা পয়সায় বছরের পর বছর সবাইকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। এই মূল্যবান সময় আমাদের মত সাধারণ মানুষের জন্য ব্যয় করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি দীর্ঘজীবি হন আমি অনেক দোয়া করি।

  • @ratanchowdhury6594
    @ratanchowdhury6594 3 місяці тому +1

    ❤ you dear doctor

  • @alamgirkabir3951
    @alamgirkabir3951 3 місяці тому

    ❤ মাশাআল্লাহ স্যারকে ধন্যবাদ

  • @gracelily6460
    @gracelily6460 3 місяці тому

    ধন্যবাদ স্যার সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।

  • @arajoy4023
    @arajoy4023 7 днів тому

    Clopid AS 75/75 mg টেবলেট দীর্ঘদিন খেলে কি রক্তক্ষরণ হয়।
    অনুগ্রহ করে জানাবেন স্যার।

  • @beplobahamad-mg3yy
    @beplobahamad-mg3yy 3 місяці тому

    স্যার প্রায় ৪/৫ দিন ধরে বুকটা ভার ভার মনে হচ্ছে কোন ব্যাথা নেই কোন কিছু খেলে মনে হয় বুকে আটকে আছে,এমন অবস্থায় আমার কি করণীয়?

  • @SakibAlMamun-xx6fz
    @SakibAlMamun-xx6fz 3 місяці тому

    Sir 99 percent block hole ki sten porano jabe

  • @SANYvag-f5b
    @SANYvag-f5b 3 місяці тому

    Sir আমার পেসার ১৪০/৯০ থাকে আমার কি মেডিসিন খেতে হবে।

  • @MdKabir-e8s5j
    @MdKabir-e8s5j 3 місяці тому

    স্যার
    আমার মাঝে মাঝে খুব শ্বাসকষ্ট হয় । নিঃশ্বাস নিতে পারিনা বললেই চলে । দিনে একবার বা দুই দিনে একবার এমন হতো কিন্তু ইদানিং প্রতিদিন কোনো না কোনো সময় খুব শ্বাসকষ্ট হচ্ছে । বুকে পেটে চাপ ধরে আবার কখনো হালকা চিনচিন করে ব্যথা হয় । তখন হাঁটতে পারি না , কোন কাজ করতে পারিনা , শুয়ে থাকলেও কষ্ট হয় । তখন মুখ দিয়ে টেনে টেনে নিঃশ্বাস নিতে হয় । আমার বয়স বিশ বছর। ওজন 63 কেজি । আমার কেন এরকম হচ্ছে যদি একটু বলতেন খুব ভালো হতো ।

  • @sharminjahan8873
    @sharminjahan8873 3 місяці тому

    স্যার আমার একটা সমস্যা ছিল। গত এক মাস ধরে আমার বুকের বা পাশে ব্যথা। প্রথম ইসিজি করলাম তেমন কিছুই ধরা পড়ে নাই। সেই ব্যাথাটা আস্তে আস্তে বাহাত বা পা ছড়িয়ে গেল। খুব ভয় পেয়ে গেলাম। তারপর আবার ইকো করালাম। ইকো রিপোর্টেও তেমন কিছু ধরা পড়ল না। ডাক্তার বলেছে কখনো কখনো দুশ্চিন্তা আবার কখনো কখনো পেসিতে আঘাত পাওয়ার কারণে এমন হয়। অনেক সময় নাকি হার্টের মাংসপেশি সংকুচিত হয়, এবং তার থেকে নাকি এমন ব্যথা সৃষ্টি হয়। ব্যথানাশক ওষুধ খাচ্ছি, আগের থেকে ব্যথা কমেছে কিন্তু একবারে ভালো হয়নি। স্যার কোন কি ভয়ের কারণ আছে, আমি খুব চিন্তায় আছি। আমি মুন্সিগঞ্জ থাকি, পায়ের মুভমেন্ট করতে পারিনি এতদিন তাই ঢাকা আসতে পারিনি। ঢাকা আসতে পারলে আপনাকে অবশ্যই দেখাতাম। স্যার একটা সুপরামর্শ দিন প্লিজ।

  • @RezaulHaque-yv5to
    @RezaulHaque-yv5to 3 місяці тому

    আপনাকে দেখাতে চাই।

  • @arjukundokar3280
    @arjukundokar3280 3 місяці тому

    স্যার আমি অনেক ডাক্তার আমার অনেক কার্ডিওলজি ডাক্তার দেখাইছি, হার্ডের প্রবলেম টেস্ট করছি, ব্লাড টেস্ট করছি কিন্তু কোন প্রকার কাজ হয়নি, সব ভালো রেজালট আসে,আমি কিছুদিন ঔষধ খেলে ভালো থাকি তারপর আবার প্রেসার হুট করে বেরে যায়,আমি নতুন করে আবার ডাক্তার দেখাইছি সেখানে আমাকে বেটালক নামক এক ঔষধ দেয় এক প্রকার, এটা সেবন করছি রোজ বাট আমার পেসার ২,৩ দিন ভাল থাকে আবার হুট করে বেরে যায়,১৪০/১০০,,১৬০/১০০,স্যার আমি খুব মধ্যবিত্ত ঘরের, কি করবো আমি ভেবে পাচ্ছি না একটু সাহায্য করেন

    • @tipupalit9911
      @tipupalit9911 3 місяці тому

      Regular excise koren diet koren... Asha kori thik hea jabeen