মা বাবার ভালোবাসা সব সন্তানের প্রতি সমান থাকে । মাঝে মধ্যে সন্তানদের হয়তো বুঝতে ভুল হয় । এই নাটকটির গল্প সম্পূর্ণ কাল্পনিক । আপনাদের ভালোবাসায় আমরা সত্যিই মুগ্ধ । বিনীত -প্রসেনজিৎ ওঝা গীতিকবি ও স্ক্রিপ্ট রাইটার সিইও,প্রোটিউন
সত্যিই নাটকটা অনেক কষ্টের! তা দেখে আমার কান্না চলে আসছে। কারণ বেশির ভাগ পরিবারে, মেজো ছেলে হোক, অথবা বড় ছেলে হোক, কিংবা ছোট ছেলে, একটু দুর্বল হলেই তাকে সবাই চাপে এটাই বাস্তবতা এই নাটকের মধ্যে ফুটে উঠছে অসাধারণ হয়েছে নাটকটা
আমি আমার শশুর বাড়ির মেজো বউ হয়ে এসে ছিলাম সবাই আমায় অবহেলা করতো এই অবহেলায় আমি 23 টা বছর কাটিয়ে দিলাম কিন্তুু আমি কাওকে বুজাতে পারতাম না তাই এই নাটকটা দেখে আমার জীবনের সাথে মিলে গেল দিনশেষে আমার ছেলে মেয়ে ছাড়া কিছুই নাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ কাছে মেজ বলেই কিছু নাই আল্লাহ সবার কাছে সমান এই ভরসা করি।
😢😢 আমিও আমাদের পরিবারের মেজো ছেলে , আমার মা ও ঠিক এরকম করে , আর আমার বাবাও কম না , ছোট ছেলের জন্য তাদের কলিজাটাও ভুনা করে দেয় , আর ছোট ছেলে বলে লবন কম হইছে , এই নাটকের গল্পের সাথে আমাদের পরিবারের গল্প ৯৫% মিল আছে , সব সময় আল্লাহর কাছে বলি , এরকম গল্পের মতো আর কারো জীবনে যেনো না ঘটে 😢😢😢😢😢 , আফসোস বাবা মা বুঝে না , বুঝবো একদিন সেদিন সময় থাকবো না , কমেন্ট বক্সে লিখতে চাইছিলাম না , কিন্তু আবেগ এর তারনায় লিখে ফেললাম ,
তেমন কিছুই বলবো না, কারন বলার কোনো ভাষা নেই। কি বলবো ইয়ার নাটকটা তো আমাকে স্তব্ধ করে দিয়েছে। পরিবারের অবহেলার মতো কষ্ট আর কোথাও নেই। আর মায়ের ভালোবাসার থেকে বড় কিছু, এই দুনিয়ায় আর নেই। ভালো থাকুন পরিবারের সেই অবহেলিত মানুষটা। ভালো থাকুন প্রতেকটি মা । আমি একজন লেখক । আমি শখের বশে লেখালেখি করি, আমি জানি এক গল্প লেখতে গেলে সেটাকে আগে অনুভব করতে হয়। অসংখ্য ধন্যবাদ এই লেখকে এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য ❤️
@@mumtarinjahan0950 আমার আবার কোনো ভাই নেই, তিন বোন আছে, এদিক দিয়ে আমি অনেক ভালো আছি। বিঃদ্রঃ আল্লাহ তায়ালা যা করে ভালোর জন্যই করে। আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি🥰
আমি এতো সহজে কাঁদতে পারিনা আমার মতো কঠিন রিদয়ের মানুষ যেহেতু চোখের পানি ধরে রাখতে পারি নাই আমার মনে হয় যে এই নাটকটা দেখবে সে যদি রক্ত মাংসের গড়া মানুষ হয়ে থাকে ১০০% তাকে কাদতেই হবে।ও মাই গড এত ভালো নাটক আমাদের বাংলাদেশে মেইকিং হচ্ছে এই নাটকের যারা অভিনয় শিল্পী তাদেরকে এওয়ার্ড পাওয়ার যোগ্য।কত আজে বাজে নাটক ছায়াছবি এওয়ার্ড পায়। কিন্তু যাদের নাটক দেখে চোখের পানি ঝড়ে তারা কোনো এওয়ার্ড পায় না।
নাটক টা দেখার পড়ে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না।আসলেই পরিবার এর মেজো ভাইদের জীবন এই রকম যেমন আমার বাবার জীবন টা ঠিক এই রকম। আমাদের জীবন এর সাথে সম্পুন্ন মিলেছে।। 😭😭😭😭😭
জীবনের প্রথম কোনো নাটক দেখে নিজের অজান্তেই চোখের পানি বেড়িয়ে এলো 😭 এটা নাটক বললে ভুল হবে এটা একটা বাস্তব জীবনের কিছু মানুষের সাথে ঘটে যাওয়া একটা কাহিনী লেখক কে হাজারো সালাম ❤
নাটকটা অনেক সুন্দর, আমার অঅজান্তেই চুখে পানি ঝরে গেছে। আমি মেজো ছেলে আমরা তিন ভাই তবে সবাই খারাপ হয় না। আবার অনেক মানুষের ঘটনা এরোকম হয় এটা বাস্তব। তবে মা সবাইকেই ভালোবাসে।
সত্যি নাটকটা অসাধারণ নাটকটা দেখে আমার নিজেরও বুকটা ছিড়ে গেছে প্রতিটা মুহূর্তে চোখের পানি আসছে কারণ কোন না কোন পরিবারে মেজো ছেলে হোক বড় ছেলে হোক ছোট ছেলে হোক একটু দুর্বল হলেই তাকে সবাই চাপে এটাই বাস্তবতা এই নাটকের মধ্যে ফুটে উঠছে অসাধারণ হয়েছেন নাটকটা
নাটক টা দেখে চোখের পানি দরে রাখতে পারলাম না৷ ধিক্কার জানায় এই সব ভাইদের৷ যারা কিনা নিজের স্বার্থের জন্য বউয়ের কথা শুনে মা বাবা ভাইয়ের সাথে এরকম করে৷ আমি সবার পায়ে ধরে মাফ চাই 🙏🙏 বাপ দাদার সম্পত্তি নিয়ে এক ভাই অন্য ভাইয়ের সাথে জগরা করিছ না এবং সম্পর্ক নষ্ট করিস না ভাই🙏🙏🙏 অনুরোধ রইলো সবার কাছে৷ মা বাবার কাছে সব সন্তান এক সমান৷ বেঁচে থাকুক পৃথিবীর সকলের মা বাবা 🤲🤲🤲 ধন্যবাদ পরিচালককে বাস্তব ঘটনা তুলে ধরার জন্য 🙏🙏🙏🙏🙏🙏
নাটকটা অনেক ভালো লাগছে বলে বুঝানো যাবে না । শেষ থেকে শুরু পর্যন্ত পুরো নাটকটা দেখলে একবার হলেও বুকের ভিতর কষ্টের আবেগ চলে আসবে এবং কান্না আসবে ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ডিরেক্টর কে ধন্যবাদ জানাই এরকম একটি নাটক উপস্থাপন করার জন্য
এখন পর্যন্ত কোনো নাটক দেখে আমি কাঁদি নাই, তবে এই নাটক দেখে চোখের পানি আটকাতে পারলাম না, একটা ভাস্তি যখন চাচ্চুর জন্য স্কুল ফি ১০০০ টাকা দেয় তার চিকিৎসার জন্য, আর কি বলবো বুজতাছি না।
পরিবারের মেজো ভাই হলে এমনটা হয়। এটাই সত্য কারন,,, মেজো ভাই দের দিকে ততটা টান হয় যতটুক হয় বড় আর ছোটোর প্রতি। তার পরে আমি মনে করি পৃথিবীতে মা বাবা হল বড় ধন সম্পদ তাদের কে কখনো প্রশ্ন বিদ্ধ করা যাবে না। আল্লাহ তায়ালা প্রত্যেক মা বাবাকে নেক হায়াত দিন।
চলমান গ্রাম বাংলার ঘটে যাওয়া বাস্তব রূপ, চিএ, বিষয়, বস্তু সত্যিই নাটকের প্রাণ দিয়েছে,সেই সাথে নব্বই দশকের সেই ফেলে আসা নাটকের স্বাদ যেন আবার ফিরে পেলাম,আবারো গ্রামের মানুষের হাজারো রকম সমস্যার চিএ ফুটে উঠেছে এই নাটকে, আর চোখের কোনে একটু করে কান্না ও চলে আসলো,প্রযোজক, পরিচালক, নাটকের অভিনেতা ও কলাকৌশল এর প্রতি রইল শুভেচ্ছা শুভকামনা, আগামীতে আরো এমন অনেক নাটক দেখতে চাই।
যদিও এটা একটা নাটক তার পরেও পুরোটা নাটক ঘুরে শুধু কান্না আসছে, পরিচালক ভাই কে অশংক্খ ধন্যবাদ এরকম একটা নাটক উপহার দেওয়ার জন্য,, পৃথিবীর সকল মা-বাবা জেনো সব ছেলেদের সমান চোখে দেখে,, আর আমিও একজন মেজো ছেলে তায় হয়তো আমার কান্না টা বেশি হয়সে,,আল্লাহ তা আলা জেনো আমার জীবনে ও এমন দিনটা না দেয়,,🙏😭😢😰😭😭
জীবনের প্রথম কোনো নাটক দেখে নিজের অজান্তেই চোখের পানি বেড়িয়ে এলো 😭 এটা নাটক বললে ভুল হবে এটা একটা বাস্তব জীবনের কিছু মানুষের সাথে ঘটে যাওয়া একটা কাহিনী লেখক কে হাজারো সালাম ❤
মা বাবার ভালোবাসা সব সন্তানের প্রতি সমান থাকে । মাঝে মধ্যে সন্তানদের হয়তো বুঝতে ভুল হয় । এই নাটকটির গল্প সম্পূর্ণ কাল্পনিক । আপনাদের ভালোবাসায় আমরা সত্যিই মুগ্ধ ।
বিনীত -প্রসেনজিৎ ওঝা
গীতিকবি ও স্ক্রিপ্ট রাইটার
সিইও,প্রোটিউন
Allar kosom onk kanna korce
নাটক টা অসম্ভব সুন্দর।
💓💓💓
মা-বাবার কাছে সন্তান সবগুলো এক সমান হয় না এক চোখে দেখেনা এটা আমি বিশ্বাস করি না
কাল্পনিক নয় বাস্তবে এমন অনেক আছে
কাল্পনিক নয় বাস্তবে এমন অনেক ঘটনা আছে।
চোখের পানি ধরে রাখতে পারলাম না সত্যিই অসাধারণ সত্যটা তুলে ধরার জন্য পরিচালক কে অসংখ্য ধন্যবাদ নাটকটি শিক্ষনীয়
জানিনা কার কাছে কেমন কিন্তু সত্যি মা তুমাকে খুব ভালোবাসি গো
সত্যি হৃদয় কেঁপে উঠলোআমিও মেজ বউ আমার স্বামী ও সংসারের জন্য অনেক কষ্ট করছে দিনশেষে কোন সম্মান নাই কিন্তু আল্লাহ আমাদেরকে সব দিছে আলহামদুলিল্লাহ
আমার কোন বাসা নাই জে লেখবো কিন্তু এটা বলি জে নাটক টা নিয়ে লেখচে তা কে -একটা কথা বলি ভাই সত্যি অসাদারন হয়েচে 👌চখের পানি দরে রাখতে আর পারলাম না 😭🥀
তোমার ডিকশনারিতে দীর্ঘস্বর বর্ণ গুলো কি নেই?
Vai, banan ta thik koran age trpore chok er pani charan 🙂
Ktha ghula bastop🥀🥀🥀
Apni thik koren
@@marwacox6374 ,,,একজন মানুষ যুক্ত বর্ণ লিখতে নাই পারে,,তাই বলে কি তাকে এভাবে হেয় প্রতিপন্ন করতে হবে,,
আসলে বলার কোন ভাষা নেই আমার কাছে। নাটকটি দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না অসাধারণ একটি নাটক 😭😭😭😭
যে এই নাটক লেখছে তাকে জানাই ভালোবাসা সত্যি এমন ঘটনা অনেক পরিবারে ঘটে 🥀 চোখের পানি চলে আসলো😔
সত্যি পরিবারের মেজো সন্তান গুলো পরিবারের জন্যে অবহেলিত থাকে সব সময়।
রাইট 👍
মা শিক্ষিত না হলেও.!🙂
- মায়ের শিক্ষা কখনো ছোট হয় না..! 🖤🥀
মা হলো জীবনের প্রথম শিক্ষক 💞
মা
নাটক টা দেখে নিজের অজান্তেই চোখে জল চলে আসলো 😭😭 কারণ আমি যে ও একজন মেজো ছেলে ♥️
Uouuu7u777uu77uyncouuoyi
Uo
আমি একজন মেজো ছেলে
Apnar satheo ki emon hoy vai
@@alifhossenkhan7470 না ভাই আমার সাথে এখনো এরকম হয় নাই
নাটকটা অসাধারণ হয়েছে ❤️
সত্যি মন ছুয়ে গেলো 🥰🥰🥰
চোখে আর পানি ধরে রাখতে পারলাম না।
ভালোবাসি বাবা- মা কে ❤️❤️❤️❤️
অসাধারন।।। সব থেকে ভালো লাগলো মায়ের ভালোবাসাটা সন্তারের প্রতি৷৷ সত্যিই মায়েরা এমনি হয়।
সত্যিই নাটকটা অনেক কষ্টের! তা দেখে আমার কান্না চলে আসছে। কারণ বেশির ভাগ পরিবারে, মেজো ছেলে হোক, অথবা বড় ছেলে হোক, কিংবা ছোট ছেলে, একটু দুর্বল হলেই তাকে সবাই চাপে এটাই বাস্তবতা এই নাটকের মধ্যে ফুটে উঠছে অসাধারণ হয়েছে নাটকটা
আমি আপনার সাথে এক মত
আপনি একদম ঠিক কথা বলেছেন
আমি ও মেজো ছেলে কিন্তু আমার মনে হয় আমার মা আমায় সবচেয়ে বেশি ভালোবাসে, আলহামদুলিল্লাহ।
তাহলে নিশ্চয় আপনার টাকা পয়সা সব ভাই বোন থেকে বেশি
আমি আমার শশুর বাড়ির মেজো বউ হয়ে এসে ছিলাম সবাই আমায় অবহেলা করতো এই অবহেলায় আমি 23 টা বছর কাটিয়ে দিলাম কিন্তুু আমি কাওকে বুজাতে পারতাম না তাই এই নাটকটা দেখে আমার জীবনের সাথে মিলে গেল দিনশেষে আমার ছেলে মেয়ে ছাড়া কিছুই নাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ কাছে মেজ বলেই কিছু নাই আল্লাহ সবার কাছে সমান এই ভরসা করি।
আল্লাহ আপনাদের সুখে রাখুক❤️❤️
সুখ সান্তি আল্লাহ দিয়ে থাকেন,,
Same 😭😭
জি আল্লাহর কাছে সবাই সমান
আমি মেঝ ছেলে। প্রবাসে থাকি আমার ওয়াইফ ও আপনার মতো অভাগা। তার পরও আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া। এটাই নিওতি।
আমার মতো কে কে Facebook এ দেখে UA-cam দেখতে আসছো
বাস্তব চিত্র তুলে ধরার জন্য পরিচালক সাহেবকে অনেক ধন্যবাদ
Hi
😢😢 আমিও আমাদের পরিবারের মেজো ছেলে , আমার মা ও ঠিক এরকম করে , আর আমার বাবাও কম না , ছোট ছেলের জন্য তাদের কলিজাটাও ভুনা করে দেয় , আর ছোট ছেলে বলে লবন কম হইছে , এই নাটকের গল্পের সাথে আমাদের পরিবারের গল্প ৯৫% মিল আছে , সব সময় আল্লাহর কাছে বলি , এরকম গল্পের মতো আর কারো জীবনে যেনো না ঘটে 😢😢😢😢😢 , আফসোস বাবা মা বুঝে না , বুঝবো একদিন সেদিন সময় থাকবো না ,
কমেন্ট বক্সে লিখতে চাইছিলাম না , কিন্তু আবেগ এর তারনায় লিখে ফেললাম ,
😢
মেজো ছেলে মানে অবহেলা 💔🥺😭😢
নাটকটা দেখে গায়ের প্রত্যেকটা লোম দাঁড়ায় গেছে😭😭😭😭মা নামক জিনিসটাই ভালোবাসায় পূর্ণ 🖤🖤🖤
Yes bai .
মা যদি শিক্ষিত না থাকে তার পরেও ছেলে - মেয়ের কাছে মায়ের শিক্ষা কখনও ছোট হতে পারে না। এরকম কাহিনী থেকে শিক্ষা নেওয়া জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আমিও মেজো ছেলে,মেজো ছেলেদের দুঃখ একটু বেশি হয়,সবার অন্তরালে থেকে যায় তাদের দুঃখগুলো।
জীবনে অনেক নাটক দেখছি তবে এই নাটক দেখে চোখের জল ধরে রাখতে পারিনি এটাই হলো মা বাবা
সোহেল ভায়ের নাটক গুলো দেখলে
মনের ওজান্তে চোখে পানি এসে যায়,
❤
💗💗💗💗মা💗💗💗💗
মা-বাবা মতো আর কেউ হয় না এই পৃথিবীতে 🥰
🥰🥰মা আমার মা🥰🥰
প্রতি মা-বাবার জন্য অবিরাম ভালোবাসা 💗💗💗
বহু জিবনের সাথে মিলে যাওয়া এই নাটক
তেমন কিছুই বলবো না, কারন বলার কোনো ভাষা নেই। কি বলবো ইয়ার নাটকটা তো আমাকে স্তব্ধ করে দিয়েছে।
পরিবারের অবহেলার মতো কষ্ট আর কোথাও নেই। আর মায়ের ভালোবাসার থেকে বড় কিছু, এই দুনিয়ায় আর নেই।
ভালো থাকুন পরিবারের সেই অবহেলিত মানুষটা। ভালো থাকুন প্রতেকটি মা ।
আমি একজন লেখক । আমি শখের বশে লেখালেখি করি, আমি জানি এক গল্প লেখতে গেলে সেটাকে আগে অনুভব করতে হয়। অসংখ্য ধন্যবাদ এই লেখকে এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য ❤️
পরিবারের ভালো মন্দ সব কিছুর মূলে থাকে বড় ছেলে আর ছোট ছেলে.....মাঝখানে অবহেলায় পরে মেজো ছেলে 😞😞..আর বেকার হইলে তো কথাই নাই 😅😅
☹️😭
R8 bolsen
Ek dom thik kotha,,,amr husband o mejo chele
Ami o mejo chele
সবার ক্ষেত্রে এক হয়না ভাই, কোন কোন সংসারে বড় ছেলেটি অবহেলার স্বীকার হন, যেমনটি হয়েছি আমি,
স্বার্থ ছাড়া পৃথিবীতে একজনই সবাইকে ভালোবাসতে পারে৷ আর সেটা হচ্ছে মা🥰
আই লাভ ইউ মা 🥰🥰🥰
মিথ্যা কথা
যারা মেজো ছেলে তারা এই নাটকের সারমর্ম বুজবে।আমি একজন মেজো ছেলে,আমার বাস্তব অভিজ্ঞতা আরো কঠিন। তারপরও কিছু বলিনি শুধু নিরবে চোখের পানি ঝরেছে।
kosto paiyen na Vai
😢😢😢
ভাই এক আল্লাহ তায়ালা ছাড়া আমাদের কষ্ট কেউ বুঝবে না
এই নাটক দেখে চোখ দিয়ে পানি চলে আসলো😭😭। আসলে বাস্তবতা যে কত কঠিন,, এই নাটক না দেখলে হয়তো বুঝতে পারতাম না,,আপন ভাইও তার ভাই কেও ছাড় দেয় না।
হে এই দুনিয়াতে টাকা ছাড়া আর রূপ ছাড়া কারও কাছে দাম নাই কেউ দূর্বল মানুষকে দেখতে পারেনা😭😭😭😭😭😭😭😭🥰😍😘🥰🥰🥰🥰🥰🥰🥰
@@mumtarinjahan0950 আমার আবার কোনো ভাই নেই, তিন বোন আছে, এদিক দিয়ে আমি অনেক ভালো আছি।
বিঃদ্রঃ আল্লাহ তায়ালা যা করে ভালোর জন্যই করে।
আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি🥰
@@mumtarinjahan0950 amin
@@tasfiaislamrai8009 হুম এটাই বাস্তবতা
মায়ের মতো এই দুনিয়ায় কেউ নেই। I love you maa
এটা নাটক ৫০ মিনিটের নাটক হলেও এটা ৫০ বছরের জীবনের বাস্তব চিত্র,,এখন কার দিনের অবস্থা এমনি।
ঠিক বলছেন 😢
আমি এতো সহজে কাঁদতে পারিনা আমার মতো কঠিন রিদয়ের মানুষ যেহেতু চোখের পানি ধরে রাখতে পারি নাই আমার মনে হয় যে এই নাটকটা দেখবে সে যদি রক্ত মাংসের গড়া মানুষ হয়ে থাকে ১০০% তাকে কাদতেই হবে।ও মাই গড এত ভালো নাটক আমাদের বাংলাদেশে মেইকিং হচ্ছে এই নাটকের যারা অভিনয় শিল্পী তাদেরকে এওয়ার্ড পাওয়ার যোগ্য।কত আজে বাজে নাটক ছায়াছবি এওয়ার্ড পায়। কিন্তু যাদের নাটক দেখে চোখের পানি ঝড়ে তারা কোনো এওয়ার্ড পায় না।
কিছুই বলার নেই কান্না চলে আসছে,,, ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা
eto sundor ekta natok....kanna dhore rakhte pari nai..
বড় ছেলে বাবার, ছোট ছেলে মার আর মেজ ছেলে হলো সকল দূনাম অভিশাপ ও খারাপ এর দোষী সাব্যস্ত হয় কিন্তু যখন একটা বিপদ আসে তখন মেজ ছেলে প্রথমে এগিয়ে আসে।
ভাই কোন কোন সংসারে এর উল্টোটাও ঘটে, বড় ছেলে সবকিছু করার পরও লসের ভাগটা বড় ছেলের উপরেই আসে, যেমনটি হয়েছে আমার বেলায়,
মেজো ছেলে মানে অবহেলা 💔🥺
এটা মনে হয় নাটক না,,,,বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা,,,,,চোখের পানি অজান্তেই পড়ে গেলো,,,,,অসংখ্য ধন্যবাদ পরিচালককে বাস্তব মূখী নাটক করার জন্য 💞❤️
সত্যিই অসাধারণ অভিনয় আর গল্প।
চোখের জল ধরে রাখতে পারলাম না।
❤❤❤❤chokhe joll ase gelo
আমিও মেজো ছেলে, তবে আমার মনে হয় আমার মা- বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে,
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
হয়তো আপনি বেশি রোজগার করেন তাই।
আলহামদুলিল্লাহ
Right
😢😢😢😢
Amr husband mejo...amio amr barite mejo meye,,alhumdolillah alhumdolillah alhumdolillah du dikey khub somman abong ador paay...
সত্যিই আমাদের দেশের নাটক গুলা এভাবেই যুগের পর যুগ বাচিঁয়ে থাকবে ❤️
❤
কিছুই বলার নাই,, চোখ দিয়ে পানি বরে গেছে নাটকটা দেখে 😪😪
আমার ফেলের নাটক
আমাদের জীবনে ঘটা বাস্তব কাহিনী🥺🥺🥺
মা শিক্ষিত না হলেও
মায়ের শিক্ষা কখনো ছোট হয় না ❤️
অসাধারণ,চোখের পানি থামাতে পারলাম না,,মা অনেক ভালবাসি তোমায়
নাটক টা দেখার পড়ে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না।আসলেই পরিবার এর মেজো ভাইদের জীবন এই রকম যেমন আমার বাবার জীবন টা ঠিক এই রকম। আমাদের জীবন এর সাথে সম্পুন্ন মিলেছে।। 😭😭😭😭😭
চোখে পানি যে কখন চলে আসলো বুঝতেই পারি নাই। পুরো নাটক টা মনে হইতাছিলো বাস্তব জীবনে হইতাছে আমার সাথে নাটক কোনো দিকে মনে হয় নাই 💝🥺
নাটকের ৭০ ভাগ এর মধ্যে আমরা জীবনের সাথে মিলে গেছে,, বাকিটাও মিলবে সময়ের অপেক্ষা,,, সবাই দোয়া করবেন। আমিও পরিবারের মেঝোছেলে।
আমি পরিবারের ছোট মেয়ে জানিনা আমার জীবন কেমন হয় আলহামদুলিল্লাহ এখন সুখেই কাটছে দিন
ভাই নাটকের সাথে আমার জীবনটা মিলিয়ে গিয়েছে কারণ আমিও পরিবারের মেজে ছেলে
জীবনের ফার্স্ট কোন নাটক দেখে,,, একটা বাচ্চা শিশুর মতন কান্না করছি 😭😭😭😭 মা 💗 মা
জীবনের প্রথম কোনো নাটক দেখে নিজের অজান্তেই চোখের পানি বেড়িয়ে এলো 😭 এটা নাটক বললে ভুল হবে এটা একটা বাস্তব জীবনের কিছু মানুষের সাথে ঘটে যাওয়া একটা কাহিনী লেখক কে হাজারো সালাম ❤
জীবনে কয়টা নাটক দেখছেন
নাটকটা দেখে খুব কষ্ট লেগেছে কান্না করেছি আমিও তো মেজো ছেলে আমাকে এভাবে অবহেলা করা হয়
আশা করি নাটকটি ভালো হবে ❤️❤️
আমি বাড়ির মেজো,,,,নাটক টা বাস্তবের সাথে মিল রয়েছে
ফেসবুক থেকে আসলাম নাটক টা সত্যি অসাধারণ ছিল 🙂🥀
আমিও bro
নাটকটা অনেক সুন্দর, আমার অঅজান্তেই চুখে পানি ঝরে গেছে।
আমি মেজো ছেলে আমরা তিন ভাই তবে সবাই খারাপ হয় না।
আবার অনেক মানুষের ঘটনা এরোকম হয় এটা বাস্তব।
তবে মা সবাইকেই ভালোবাসে।
সত্যি নাটকটা অসাধারণ নাটকটা দেখে আমার নিজেরও বুকটা ছিড়ে গেছে প্রতিটা মুহূর্তে চোখের পানি আসছে কারণ কোন না কোন পরিবারে মেজো ছেলে হোক বড় ছেলে হোক ছোট ছেলে হোক একটু দুর্বল হলেই তাকে সবাই চাপে এটাই বাস্তবতা এই নাটকের মধ্যে ফুটে উঠছে অসাধারণ হয়েছেন নাটকটা
নাটক টা দেখে চোখের পানি দরে রাখতে পারলাম না৷ ধিক্কার জানায় এই সব ভাইদের৷ যারা কিনা নিজের স্বার্থের জন্য বউয়ের কথা শুনে মা বাবা ভাইয়ের সাথে এরকম করে৷ আমি সবার পায়ে ধরে মাফ চাই 🙏🙏 বাপ দাদার সম্পত্তি নিয়ে এক ভাই অন্য ভাইয়ের সাথে জগরা করিছ না এবং সম্পর্ক নষ্ট করিস না ভাই🙏🙏🙏 অনুরোধ রইলো সবার কাছে৷ মা বাবার কাছে সব সন্তান এক সমান৷ বেঁচে থাকুক পৃথিবীর সকলের মা বাবা 🤲🤲🤲 ধন্যবাদ পরিচালককে বাস্তব ঘটনা তুলে ধরার জন্য 🙏🙏🙏🙏🙏🙏
নাটক টা দেখে চোখ দিয়ে পানি চলে আসছে টাকা মানুষ কে অনেক নিচু করে ফেলে তখন মা বাবা ভাই বোন কাউকে চিনে না 😥😥
বাংলাদেশের অনেক নাটক দেখি কিন্তু এই নাটক টা চোখের জল ধরে রাখতে পাড়ি নি ভাই 😭😭😭😭😭
নাটকের পরিচালক এর তুলনা হয় না, বলার মতো কোনো ভাষা আমার মুখে আসতেছে না।টাকার জন্য নিজের মা কে ভুলে যায় হায়রে মানুষের বিবেক 😪😭💔
বাবা দের ভালোবাসা অন্যরকম
সত্যি নাটকটা অসাধারণ❤️
নিজের অজান্তে চোখের কোনে জল চলে এসেছে,,,,,
বরাবরই সুন্দর হয়েছে।
সত্যি বাস্তবধর্মী নাটক
আসলে কিছু কিছু নাটক আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায় 👍
নাটকটা অনেক ভালো লাগছে বলে বুঝানো যাবে না । শেষ থেকে শুরু পর্যন্ত পুরো নাটকটা দেখলে একবার হলেও বুকের ভিতর কষ্টের আবেগ চলে আসবে এবং কান্না আসবে ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ডিরেক্টর কে ধন্যবাদ জানাই এরকম একটি নাটক উপস্থাপন করার জন্য
মায়া একটা অদ্ভুত দর্শন
যেটা সবার থাকে না,
অবশেষে চোখের পানি ধরে রাখতে পারলাম না 😭😭 এই যুগে কেউ কারো সমস্যা বুঝতে চায় না, এক মাত্র মহান আল্লাহ ছাড়া আর মা ছাড়া 😭😭
Ai natok ta amar babar jiboner ssthe pora mile giase
বাস্তবে কোনো মা যেন এমন ভুল না করে। মায়ের ভুলের কারণেই পরিবারে সবসময় অশান্তি দেখা যায় । সব সন্তানকে সমানভাবে দেখা উচিত।
প্রায় সংসারেই মা নয়তো বাবা এমন ভুলটা করে থাকেন, আর আমার বেলায় মা বাবা দুজনে মিলেই এমন অবিচারটা করেছেন, সংসারে সব করলাম আমি আর আমিই এখন পর,
amr sasuri same
মেজো ছেলে মানে অবহেলা 💔🥺
Prothomer kahini gulo mil ache amar jiboner sathe
আমার জীবনের সাথে অনেকটা মিলে যায়, কারন আমিও মেঝো ছেলে,
আমি মা এখনো বেচে আছি এই কথা টা শুনে চোখে পানি চলে আসছে 😥😥😭😭😭
মা তার ভুলটা বুঝতে পারে কিন্তু সেটা অনে,,,,,ক পরে, তখন আর করার তেমন কিছু থাকে না,
মুগ্ধ করার মতো একটি নাটক। যা বাস্তবের সাথে মিল আছে।অনেক অনেক ভালো লেগেছে
আমিও পরিবারের মেঝো ছেলে, বাস্তব কহিনী। শেষের দিকে কেঁদে দিলাম thx for realistic history
ধন্যবাদ
অসাধারণ একটি নাটক ❤️❤️
কি আর বলবো সেজ পর্যন্ত নিজের চোখের পানিটা আর আটকে রাখতে পারলাম না 😢😢😢
সুন্দর
এখন পর্যন্ত কোনো নাটক দেখে আমি কাঁদি নাই, তবে এই নাটক দেখে চোখের পানি আটকাতে পারলাম না, একটা ভাস্তি যখন চাচ্চুর জন্য স্কুল ফি ১০০০ টাকা দেয় তার চিকিৎসার জন্য, আর কি বলবো বুজতাছি না।
ধন্যবাদ পরিচালক ভাই কে। আপনার নাটকের মেজু ভাইয়ের সাথে আমার ১০০% চরিত্র মিলে গেছে । ভালো থাকুক আমার মতো হাজারো মেজু ভাই
নাটক বাস্তবতা সাথে মিল রয়েছে।
বাস্তব জীবনের একটা দৃশ্য দেখতে পেলাম এখানে চোখের পানি এমনিতেই পড়ে যাচ্ছে অতুলনীয় ধন্যবাদ এমন ভাবে নাটক টাকে ফুটিয়ে তুলার জন্য❤❤❤❤
পরিবারের মেজো ভাই হলে এমনটা হয়। এটাই সত্য কারন,,, মেজো ভাই দের দিকে ততটা টান হয় যতটুক হয় বড় আর ছোটোর প্রতি। তার পরে আমি মনে করি পৃথিবীতে মা বাবা হল বড় ধন সম্পদ তাদের কে কখনো প্রশ্ন বিদ্ধ করা যাবে না। আল্লাহ তায়ালা প্রত্যেক মা বাবাকে নেক হায়াত দিন।
চলমান গ্রাম বাংলার ঘটে যাওয়া বাস্তব রূপ, চিএ, বিষয়, বস্তু সত্যিই নাটকের প্রাণ দিয়েছে,সেই সাথে নব্বই দশকের সেই ফেলে আসা নাটকের স্বাদ যেন আবার ফিরে পেলাম,আবারো গ্রামের মানুষের হাজারো রকম সমস্যার চিএ ফুটে উঠেছে এই নাটকে, আর চোখের কোনে একটু করে কান্না ও চলে আসলো,প্রযোজক, পরিচালক, নাটকের অভিনেতা ও কলাকৌশল এর প্রতি রইল শুভেচ্ছা শুভকামনা, আগামীতে আরো এমন অনেক নাটক দেখতে চাই।
সত্যি চোখে পানি চলে আসছে, নাটকটি দেখে
নাটকের সা আমার জিবনের গল্প অনেকটা মিলে যায়,, ৭০/৮০% হবে,,,, আলহামদুলিল্লাহ এখন ২ জনের চেয়ে আমি অনেক ভালো আছি,,,,
অনেক সময় বড় আর ছোটর মাঝে অবহেলায় রয়ে যায় ''মেজো"।।মেজো শব্দটাই শুধু সেক্রিফাইস।।।।😢
রাইট
আর অবহেলা
না ভাই, অনেক সংসারে বড় ছেলেও সেক্রিফাইস করে, যেমন করছি আমি, এ নাটকে মেজো ছেলের সাথে যা হয়েছে আমি বড় ছেলে আমার সাথেও তাই হচ্ছে,
অনেক সুন্দর নাটক বাবা মায়ের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা
নিজের পরিবারের সাথে মিলে গেলো নাটকটা😭😭😭
ভাইরে মেজো ছেলে বলে কথা কিছু বলার মতো ভাষা নেই😭🥺💔
আমার বাবাও মেজো । আমি নিজের চোখে এসব দেখে বড় হইয়েছি...
তাকার কাছে হেরে যায় হাজার টা এমন ভালোবাসা 🙂💔
মেজো ভাই এরকমই হয়। আমি তার প্রমাণ। কারন মেজো, তাই এই নাটকের ২ দেখতে চাই
আমার দেখা বাংলা নাটকের সবচেয়ে সেরা নাটক❤️ চোখের পানির কথা না ই বল্লাম
অসাধারণ অভিনয়, চোখের পানি ধরে রাখতে পারি নাই।
সত্যিই নাটক টা অসাধারন।যারা দেখছে সবাই একটু হলেও চোখের পানি ফেলেছে
যদিও এটা একটা নাটক তার পরেও পুরোটা নাটক ঘুরে শুধু কান্না আসছে, পরিচালক ভাই কে অশংক্খ ধন্যবাদ এরকম একটা নাটক উপহার দেওয়ার জন্য,, পৃথিবীর সকল মা-বাবা জেনো সব ছেলেদের সমান চোখে দেখে,, আর আমিও একজন মেজো ছেলে তায় হয়তো আমার কান্না টা বেশি হয়সে,,আল্লাহ তা আলা জেনো আমার জীবনে ও এমন দিনটা না দেয়,,🙏😭😢😰😭😭
😥😥😥আমিও আপনার মতই
আমিও আপনার মতো
আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে নাটক তৈরি করার জন্য অভিনেতাদের নিখুঁত অভিনয় হয়েছে ধন্যবাদ আপনাদের। চোখের কোনে জল চলে আসলো আমার
জীবনের প্রথম কোনো নাটক দেখে নিজের অজান্তেই চোখের পানি বেড়িয়ে এলো 😭 এটা নাটক বললে ভুল হবে এটা একটা বাস্তব জীবনের কিছু মানুষের সাথে ঘটে যাওয়া একটা কাহিনী লেখক কে হাজারো সালাম ❤
Right.ame o ar bastob proman
😢r8 kotha
সত্যি ভাই নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি নিজে মেজো ছেলে। ঠিক এই কারণেই আজ আমি প্রবাসী😞😞😞😞
দেখ ছি আর কান্না করিছ৷ আমার জিবনের সতে আনেক মিল আছে 😭😭😭😭😭
আমিও বুজে ছি শব হারিয়ে৷৷ ১২ বছর পরে৷ জখন দেখি কেও নাই আমার সাতে
শুধু মেজ ছেলেদের নয় মেজে মেয়েদের এই পরিস্থিতি পড়তে হয়।নাটক টা অনেক কিছুই আমার জীবনের সাথে মিল
Ha Ami amr poriber er mejo meya
ঠিক বলছেন
ভাই এতো সুন্দর একটা নাটক আর এত সুন্দর অভিনয় সত্যি বাস্তবতার সাথে ১০০ পার্সেন্ট মিলে যায় ! 🫤