Song স্বাধীনতা নাকি অধিনতা, lyricist by Serniabat Abul Bashar. shadinota naki Odhinota

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2024
  • অন্তহীন অস্বচ্ছতা
    স্বাধীনতা মানে অধীনতা, নাকি অধীনতা মানে স্বাধীনতা! জানি না, ভাবতে গেলে ঢেউ খেলে যায় মগজে, জটিল সমীকরণ বাংলায় জট খুলে না সহজে।
    উপকারিতা মানে হঠকারিতা, নাকি হঠকারিতা মানে উপকারিতা! জানি না, বুঝতে গেলে তড়িৎ খেলে যায় চেতনায়, জটিল ব্যাকরণ বাংলায় বুঝ আসে না ভাবনায়।
    আধুনিকতা মানে অশ্লীলতা, নাকি অশ্লীলতা মানে আধুনিকতা! জানি না, জানতে গেলে স্থবির হয়ে যেতে হয় বিস্ময়ে, জটিল অঙ্কন বাংলায় সমাধান মেলে না অতিশয়ে।
    সভ্যতা মানে অসভ্যতা, নাকি অসভ্যতা মানে সভ্যতা! জানি না, গভীরে গেলে থমকে যেতে হয় তীব্র ঘৃণায়, জটিল সংস্কৃতি বাংলায় ধারণ হয় না বোধগম্যতায়।
    সুশাসন মানে দুঃশাসন, নাকি দুঃশাসন মানে সুশাসন! জানি না, ব্যাখ্যা করলে প্যাঁচ লেগে যায় কঠোরতম জটিলতায়, জটিল গণতন্ত্র বাংলায় স্লোগান নয় ব্যস্ত আমলাতান্ত্রিকতায়।
  • Розваги

КОМЕНТАРІ •