Bangladesh থেকে নিজের দেশের পাহাড় দেখলাম || Ep-4 || India To Bangladesh

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • Bangladesh থেকে নিজের দেশের পাহাড় দেখলাম || Ep-4 || India To Bangladesh ‎@NextGear ‎@RIDERSANA
    ------------------------------
    Mail id- baidik.chatterjee21@gmail.com
    ------------------------------
    Sana,Mizu & Boni's Channel-
    @ShraboniChatterjeeBoni ‎@RIDERSANA ‎@NextGear @riderairinera3246
    My Instagram- 👇
    / baidik_c
    My Facebook Page- 👇
    / baidikchatterjee1
    Boni's Instagram- Shraboni_Travelogue
    ------------------------------
    Mail id- baidik.chatterjee21@gmail.com
    ------------------------------
    Music- Try The Link For 30Days Free👇
    Epidemic Sound - share.epidemic...
    ------------------------------
    If you love my work you can contribute to help me grow.👇
    UPI Id- baidik1988@okhdfcbank
    Paypal - paypal.me/baid...
    Buy Me A Coffee - www.buymeacoff...

КОМЕНТАРІ •

  • @subhadips
    @subhadips 2 роки тому +55

    বাংলাদেশ সত্যিই অসাধারণ। অসাধারণ, দেশের মানুষ গুলোর জন্য।
    আমার বহু আত্মীয় বাংলাদেশে আছেন, বাংলাদেশের মানুষ জন না দেখলে বোঝাই যায়না, মানুষ এত অতিথি পরায়ন হতে পারে।
    ভারত থেকে বাংলাদেশের মানুষের প্রতি অনেক ভালোবাসা❤️

    • @amberlight5830
      @amberlight5830 Рік тому

      Then why did India said bd ppl as termite?

  • @nkdada2524
    @nkdada2524 2 роки тому +42

    বাংলাদেশ এমন একটা বিদেশ যেখানে সবাই বাংলা কথা বলে 🥰🥰 love from bangladesh 🇧🇩🇧🇩🇧🇩

  • @subhapatra7975
    @subhapatra7975 2 роки тому +14

    সত্যিই দাদা বাংলাদেশের মানুষ জন যেভাবে তোমাদেরকে ভালোবাসা দিচ্ছে তাতে আমরা গর্ববোধ করছি ।

  • @bapimondalserampore
    @bapimondalserampore 2 роки тому +15

    বৈদিক,
    তোমাকে তুমি বলে সম্ভাষণ করলাম, বাংলাদেশে এখন মোটরসাইকেলে ভ্রমণ করছো,এটা আমার কাছে সত্যিই খুব ভালো লাগলো,এই ভিডিওতে ওপর থেকে চলমান ছবি তুলেছো,এটা আরো ভালো লাগলো, তোমার চোখে আমি বাংলাদেশটাকে দেখছি,এটা আমার কাছে গর্বের বিষয়... প্রতিবেশী দেশ থেকে নিজের দেশের প্রকৃতি দেখা, এটা একটা অন্য আলাদা মাত্রা আনন্দ দেয়,এবং একটা আনন্দ অনুভব করে.... তোমার বাংলাদেশ সফর ভালো কাটুক এই কামনা করি.....🌹🌹🏍️🏍️🌹🌹

  • @shameeklaha7298
    @shameeklaha7298 2 роки тому +19

    দাদা, আমরা ভারতে বসে বাংলাদেশের সব কিছু দেখতে পারছি শুধু তোমাদের জন্য...❤️।

  • @chandandas5689
    @chandandas5689 2 роки тому +39

    হিংসা হ্চ্ছে, দুই বাংলার এত সুন্দর মিলন মেলায় থাকতে পারলাম না বলে।

  • @somnathghosh3314
    @somnathghosh3314 2 роки тому +4

    সত‍্যিই অসাধারণ লাগছে বাংলাদেশের বন্ধুদের, যারা তোমার সাথে এতো সুন্দর ভাবে মিশে গেছে দেখে। আর মিশবেইবেনা কেন তুমিও একজন সুন্দর মনের মানুষ। বাংলাদেশের এই Vloge গুলো আবার মন ভরিয়ে দিচ্ছে।

  • @hritickghosal3300
    @hritickghosal3300 2 роки тому +17

    বাংলাদেশের আগের ব্লগগুলো অতটাও জোশ ছিল না।
    এই ভিডিওটাই ছিল আসল জোশ 😍😍😍😍😍 বৈদিক দা is back to from🔥🔥

  • @chandrasurjo
    @chandrasurjo 2 роки тому +9

    এই ব্লগ টা তো জাস্ট আলাদাই ছিল বস..শেষ টায় মন ভরে গেলো পুরো.. এরকম ভালোবাসা, এরকম বন্ধুত্ব এই কদিনে..দু তরফ থেকেই এরকম collaborations হলে আরো আরো জমে যাবে..❤️

  • @susantavlogs7884
    @susantavlogs7884 2 роки тому +14

    ভাই তোমাদের বাংলাদেশে র সফর আমি নিয়মিত দেখছি ।ভীষণ সুন্দর লাগছে ।আর বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারছি ।তার জন্য অফুরন্ত শুভেচ্ছা ও ভালবাসা তোমাদের দিলাম। আমি কলকাতা লেদার কমপ্লেক্স থাকি ।

  • @lssaha2974
    @lssaha2974 2 роки тому +5

    Bangladesh r manus ra khub vlo khub e valo amr ank vul dharona chilo but aj ank kichu clear hoye gelam thnk you baidik dada

  • @EngineerJamal
    @EngineerJamal 2 роки тому +10

    আমি একজন সিলোটি, এখন আমি দিল্লিতে আছি। তোমাদেরকে সিলেটে দেখে ভালো লাগতেছে🌹💖

  • @niftynextmovenextday
    @niftynextmovenextday Рік тому +1

    অসাধারণ লাগলো। 2019 এ বাংলাদেশ গিয়েছিলাম , বেশ কয়েকবার। স্মৃতি ফিরে এলো। আর বাংলাদেশের মানুষের অথিথিসেবা..তুলনাহীন। ফরিদপুরের সেই দাদার কথা মনে পড়ে গেল, যার হোটেলে খাবার পর কিছুতেই পয়সা নিচ্ছিলেন না। ভাল থাকবেন সবাই

  • @debkishoreghosh4386
    @debkishoreghosh4386 2 роки тому +2

    India🇮🇳 theke anek anek bhalobasa railo tomader dujoner ar tomar sange somosto bangladesshi bloger bhai boneder. Satti katha bolte Bangladesh 🇧🇩samparke khub bhalo dharona posan korlam. 👍👍👍👍💕💕💕💕

  • @subhasisghatak5124
    @subhasisghatak5124 2 роки тому +6

    গ্রুপ রাইডিং এর সঙ্গে সঙ্গে এতো ভালো একটা সুন্দর বন্ধুত্ত পূর্ণ পরিবেশ তৈরী হয়েছে যেটা দেখে সত্যি খুব খুব ভালো লাগছে আর তা ছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছি. দেখতে পেলাম বাংলাদেশ থেকে ভারতকে. এক কথায় দারুন ভ্লগিং হচ্ছে. শুভেচ্ছা.

  • @MdEmon-vf8uj
    @MdEmon-vf8uj 2 роки тому +19

    ভালোবাসা রইলো বাংলাদেশ (কুষ্টিয়া) থেকে 🥰🥰!
    এনজয় করেন, দোয়া করি আল্লাহ যেনো আমার দেশ ভালোভাবে দেখার তৌফিক দেন আপনাদের🥰

  • @BRDVlogs74
    @BRDVlogs74 2 роки тому +6

    *পাশের দেশে দাঁড়িয়ে নিজের দেশ দেখার অনুভূতি টাই আলাদা ভাই। বাংলাদেশের সকল bike Rider দের অনেক ধন্যবাদ ও উষ্ণ সুস্বাগতম থাকলো আমাদে0র দেশে ride করতে আসার জন্য*

  • @gardeningtipspcmbandbengal2816
    @gardeningtipspcmbandbengal2816 2 роки тому +5

    শ্রী বৈদিক ভাই, তুমি এবং তোমার ভ্রমণ পাগল দলটি কে অভিনন্দন জানাই। তোমাদের মাধ্যমে বাংলাদেশ টাকে আবার ও দেখার সুযোগ পেলাম। ভালো থেকো।

  • @soumitramajumdar2630
    @soumitramajumdar2630 2 роки тому +7

    তোমার অসাধারণ drone shots দিয়ে Bangladesh ke আরও বেশি সুন্দর লাগছে . আমি Dawki গিয়েছি, এবং Umngot নদীতে নৌকা করে Bangladesh border এ গিয়ে কুল এর আচার ও কিনেছি. Series খুব ভালো হচ্ছে. Lastly, a huge salute to Ifti ভাই, যিনি differently abled হয়ে o বাইক চালিয়ে সারা বাংলাদেশে ride করেছেন . Respect and শুভেচ্ছা 👏👏👌👌🙏🙏

  • @somenmondal2965
    @somenmondal2965 2 роки тому +15

    বাংলাদেশ এর আতিথেয়তা মন ছুঁয়ে গেলো ❤️

  • @shekharsarkar5768
    @shekharsarkar5768 2 роки тому +13

    I am priviously subscriber of Sana and mizu bhai along with your channel...I am delivering my love to all other bangladeshi brothers and sisters ❤️🇮🇳 west Bengal.. Balurghat..Dakshin Dinajpur.

  • @jhumamallick1423
    @jhumamallick1423 2 роки тому +5

    খুব সুন্দর একটা ভিডিও দেখলাম বাংলাদেশের মানুষ সত্যিই ভীষন ভালো মনেই হচ্ছে না ভিডিও দেখে যে এটা তোমাদের প্রথম দেখা খুব ভালো লাগলো তোমাদের সবাই কে ❤️❤️❤️❤️❤️❤️

  • @rajachatterjee2340
    @rajachatterjee2340 2 роки тому +88

    তোমার জন্য আমাদের বাংলাদেশ দেখা হয়ে গেল ❤️❤️ জয় ভারত 🇮🇳 জয় বাংলা 🇧🇩

    • @rajachatterjee2340
      @rajachatterjee2340 2 роки тому +2

      @@souvikmalakar93 না

    • @chiranvlogs7230
      @chiranvlogs7230 2 роки тому

      Tomar jonno Bangladesh dekha hai hgalo

    • @goutamchanda5065
      @goutamchanda5065 2 роки тому

      Current triper video gulo durdanto lagche. Feel korchi tomar saathe amio pitri-vhumi te ride korchi. Thankyou Baidik. Love you.

    • @sharifulsabur4960
      @sharifulsabur4960 2 роки тому

      @@love_5822 তুই কি রাজাকার???জয় বাংলা কাদের স্লোগান??

    • @sharifulsabur4960
      @sharifulsabur4960 2 роки тому

      @@love_5822 তুই তো রাজাকার স্লোগান দিস,,,তুই রাজনীতি করিস দেখেই তোর গায়ে ধরলো!!চামচা

  • @ajutbarua5340
    @ajutbarua5340 2 роки тому +8

    আমার বাবা মায়ের জন্মস্থান।তোমাদের অসংখ্য ধন্যবাদ বাংলাদেশকে নুতন করে দেখানোর জন্য।

  • @snehangsumajumdar19
    @snehangsumajumdar19 2 роки тому +7

    আসাধারণ টুর তোমাদের সাথে আমার বাংলাদেশের ভাই বোনেদের অনেক শুভেচ্ছা তাদের আতীতীয়তা আসাধারণ ।তাদের নিমন্ত্রণ রইলো ভারতে । কখনো এলে অবশ্যই জানতে পারলে দেখা হবে আর বৈদিক তোমাদের দুজনকেও অনেক শুভেচ্ছা

  • @mominurrahmanbabu1331
    @mominurrahmanbabu1331 2 роки тому +4

    আমি বাংলাদেশ থেকে অনেক আগে থেকেই, তোমার ভিডিও দেখি, তোমাদের ভারত দেখার জন্য। তোমার ব্লগে নিজের দেশটাকে অনেক অনেক ভালো লাগছে,, আরো অনেক সুন্দর জায়গা আছে হাতে সময় থাকলে সেগুলোও দেখো ❤️❤️❤️❤️❤️ ইউ দাদা

  • @sujaydey7351
    @sujaydey7351 2 роки тому +2

    তোমাদের জন্য আজ বাংলাদেশের বিভিন্ন জায়গা তোমাদের মাধ্যমে দেখতে পাড়ছি, তোমরা এই ভাবে এগিয়ে চলো অনেক অনেক শুভেচ্ছা রইলো।👍👍👍♥️

  • @dmalim9136
    @dmalim9136 2 роки тому +9

    অনেক ধন্যবাদ দাদা তোমার চ্যানেলে আমাদের বাংলাদেশটা আবার নতুন করে দেখানো জন্য । ভিডিওটা খুব ভালো লেগেছে দাদা।

  • @staryrider
    @staryrider 2 роки тому +2

    আজকের ব্লগ পুরোটাই ভালো তবে শেষের সময়টুকু তোমাদের সবার হাসিমুখ আর খুনশুটিতে ভারত বাংলাদেশের ভাইবোনদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেলো যা ব্লগকে একটা অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার পাশাপাশি আমাদের মনেও সৌভ্রাতৃত্ব বোধ কাজ করলো। অপূর্ব অপূর্ব সমস্ত ব্লগার কাম বাইকার। শুভেচ্ছা জানাই সবার ভালো হোক। বৈদিক আগেও বলেছি, তোমার বাইক চালানো, ফটোর পাশাপাশি ধারাভাষ্য ও সুনিপুণ মিউজিক এডিটিং অনবদ্য।

    • @Elomelo75
      @Elomelo75 2 роки тому

      ঘোরাফেরার চাইতে আড্ডার খুনসুটিগুলো বেশি মজা লাগছে আসলেই

  • @Sadman_Sakib_Chowdhury
    @Sadman_Sakib_Chowdhury Рік тому +1

    বান্দরবান, খাগড়াছড়ি, সাজেক এসলে বাংলাদেশ এর আসল মজাটা পেতেন.. অনেক সুন্দর জায়গা মিস করে ফেলেছেন দাদা 🖤 আবারো বাংলাদেশ এ আসার আহবান রইলো

  • @RahulDas-fg2fg
    @RahulDas-fg2fg 2 роки тому +14

    অপূর্ব বাংলাদেশ 🥰🥰🇮🇳🤝🇧🇩

  • @subhajitnaskar842
    @subhajitnaskar842 2 роки тому +10

    একজন বাঙালী হিসেবে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে দাদা. তুমি এই ভাবেই এগিয়ে চলো. Love u বৈদিক দা ও বনি দি. 💙💙💙

  • @Arnaledazkhan
    @Arnaledazkhan 2 роки тому +9

    GREETINGS FROM INDONESIA, PRAY FOR INDONESIA TO CREATE A NEW CAPITAL CITY...... Love 🇮🇳 🇧🇩

  • @altafahmad6713
    @altafahmad6713 2 роки тому +14

    Really appreciate the way you are presenting our beautiful nature as well as our beloved Bangladesh.... THANKS to you both dada........ looking forward to see you soon.....

  • @sarbarigomes
    @sarbarigomes Рік тому +1

    খুব ভাল লাগলো। বাংলাদেশের আতিথেয়তা মন ছুঁয়ে গেল।

  • @tuhinahmed8008
    @tuhinahmed8008 2 роки тому +22

    ধন্যবাদ ভাই,,এভাবে আমাদের দেশকে দেখানোর জন্য ❤️

  • @dido1991
    @dido1991 2 роки тому +1

    Automatic ekta hashi chole ashe tomar vlog gulo dekhle .. baidik da tumi r boni di jeta korcho eta onek lok er inspiration.. r tomader usp ta holo simplicity..
    Bangladesh 🇧🇩 e j sihojogita tomra paccho seta r styi kno tulona nei . Onek bhalobasa sokol bangladesh er nagorik der jonyo .’

  • @Sukhi-bz
    @Sukhi-bz 2 роки тому +2

    Darun drone shots gulo. Bangladesh'r jaiga gulo besh shundor. Enjoy the ride.

  • @mdebrahimabir3580
    @mdebrahimabir3580 2 роки тому +2

    দাদা তোমার ভিডিও আগেও দেখতাম,তবে তুমি বাংলাদেশে এসেছো তাই বেশী ভালো লাগতেছে ভালোভাবে ঘুরে দেখো এনজয় করো তুমি ও বউদির জন্য শুভ কামনা রইলো।তোমাদের দেশে যাবো ইচ্ছে আছে

  • @kekachatterjee4977
    @kekachatterjee4977 2 роки тому +12

    অপূর্ব বাংলাদেশ ❤❤❤

    • @BaidikChatterjee
      @BaidikChatterjee  2 роки тому +3

      Maa🙏🏼

    • @zximranff11
      @zximranff11 2 роки тому +1

      সাতক্ষীরা থেকে দেখছি দাদা ❤️
      সাতক্ষীরা সুন্দরবন দেখার দাওয়াত রইলো 💐

  • @Sayantanthenazi9
    @Sayantanthenazi9 2 роки тому +3

    Lala khal awsomee color bhai....awsomee drone shot.....safe and happy journey for both of u

  • @ankanmondal1343
    @ankanmondal1343 2 роки тому +8

    দাদা শুরুতেই view গুলো just osm💕

  • @jeetbhattacherjee5088
    @jeetbhattacherjee5088 2 роки тому +5

    Joy bangla... Long live India Bangladesh friendship..

  • @MostafizurRahmanShikder-nh9dk

    আমি বাংলাদেশের খুলনা থেকে আপনার ভিডিও টা দেখছি। আমি বাংলাদেশের মানুষ হয়েও আমি সিলেটে যাওয়ার সৌভাগ্য আমার কখনো হয় নাই। তবে একদিন ইনশাআল্লাহ যাবো। সিলেট আসলেই খুব সুন্দর। আমি সিলট কে অনেক ভালোবাসি। ধন্যবাদ ভাইয়া সিলেট কে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আপনার ভিডিওর মাধ্যমে আমি সিলেট না গিয়ে ও সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারলাম। আপনার জন্য শুভকামনা রইলো।

  • @sudipdutta7880
    @sudipdutta7880 2 роки тому +1

    অপূর্ব । কিন্তু এই ব্লগটা খুব ছোট লাগলো। খুব সুন্দর লাগলো ও enjoy করলাম।

  • @milonhossain3030
    @milonhossain3030 2 роки тому +3

    বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন কিছু জায়গা ঘুরবে। বাংলাদেশ খুব সুন্দর। বাংলাদেশের লোক অনেক বন্ধু সুলভ কোন ধমের লোক সেটা বিষয় না সে একজন মানুষ। আমি বাংলাদেশ মিরপুর শেওড়া পাড়া থেকে দেখছি ঢাকা মিরপুর।

  • @MDMotiurRahman631
    @MDMotiurRahman631 2 роки тому +4

    আরে ভাই, আমার বাড়ির উপর দিয়ে চলে গেলেন। টিলাগড়ের পরেই আমার বাড়ি। যাক, Welcome to Sylhet 🇧🇩

  • @SouravDas-zp2ng
    @SouravDas-zp2ng 2 роки тому +1

    টিলাগড় যে মুরারীচাঁদ কলেজ দেখেছেন আমি সেখান থেকে গ্র‍্যাজুয়েশন করেছি। টিলাগড়ে থেকেছি ৫ বছর। আমার বাড়িও সিলেটের সুনামগঞ্জ জেলায়। বাংলাদেশে স্বাগতম দাদা। Enjoy!! 🤘

  • @mahmudhasanrifat5269
    @mahmudhasanrifat5269 2 роки тому +3

    আমাদের দেশ টা সুন্দর কিন্তু আমরা নানান ভাবে একে ধ্বংস করছি। দাদা তুমি সচেতনতা মূলক বা তোমাদের সাথে আমাদের পার্থক্য গুলা তুলে ধর। ভালো কিংবা মন্দ।

  • @আধুনিককবিরাজ

    বই পড়লে জ্ঞান বাড়ে,
    ভ্রমণ করলে জ্ঞান বাড়ে,
    ভ্রমণ মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখে।

  • @somendas966
    @somendas966 2 роки тому +1

    Khub sundor hoyeche video ti...sobai ke thanks for India

  • @atanudas9931
    @atanudas9931 2 роки тому +3

    Khub sundor laglo vlog ta dada, r khal tar colour ta eto sundor lagche je ki bolbo. R sotti bolte ki your bonding capacity is at another level. Eai bhabei jono aro flourish koro jibone. All the best 💖😀💖😀

  • @travelingholidays
    @travelingholidays 2 роки тому +2

    বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম আমি আপনার অনেক গুলা ব্লক দেখেছি , অনেক ভালো লাগতেছে অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য আমি সিলেট সুনামগঞ্জ থেকে দেখতেছি সুনামগঞ্জ নিলাদ্রি লেক দেখার আমন্ত্রন র‌ইলো। Love from Sylhet💖💖💖💖💖💖

  • @abhijitargha
    @abhijitargha 2 роки тому +5

    Khub sundor hoyeche baidik da and boni di.

  • @buddhadebdasbairagya
    @buddhadebdasbairagya 2 роки тому +2

    Mon juriye gelo dada ❣️❣️ ei vabei cholte thakuk tahole khub valo hobe🙏🙏

  • @redchilli2785
    @redchilli2785 2 роки тому +2

    আমি নিজেও ঢাকা থেকে বাইকে করে সিলেট গিয়েছিলাম, সেখান থেকে জাফলং ভ্রমন করেছি। আমাদের সাইট থেকে মেঘালয় এর সুউচ্চ এবং বিস্তৃত পাহাড়গুলো দেখে সত্যিই খুব ইচ্ছে করছিলো সেখানে যেতে। চমৎকার মনোমুগ্ধকর দৃশ্য। সুযোগ পেলে চেষ্টা করবো সেখানে যাবার।

  • @santanuda22
    @santanuda22 2 роки тому +6

    বাহুবলী কাপল তোমরা দুজন👍

  • @Pranoy_D
    @Pranoy_D 2 роки тому +1

    Baidic tomar ai Bangladesh trip ar blog gulo just asadharon,ami Silchar Assam a thaktam ,oder dekha ar katha gulo sune amar purono sriti mone pore gelo anak anak valobasa tomader jonno,best of luck ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP 2 роки тому +1

    আবার একটা অসাধারণ ভিডিও দেখলাম 👍❤️ দারুন লাগলো 👍🥰

  • @farhanahmed2342
    @farhanahmed2342 2 роки тому +2

    ব্যক্তিগত কাজে দেশের বাহিরে আছি তাই মিস করলাম তোমাদের। যাই হোক আমাদের দেশে তোমাকে ও ভাবিকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের নেক্সট রাইড কোন জেলায় জানিও কিন্তু

  • @AbulKalam-vv8uy
    @AbulKalam-vv8uy 2 роки тому +3

    এক কথায় অসাধারণ শেয়ারিং দাদা বৌদি ❤️❤️❤️❤️

  • @sandipdas6188
    @sandipdas6188 2 роки тому +1

    Excellent baidik da. Blog gulo khub slow asche. Ajke blog ta awesome. Bangladesh theke India pahar dekha

  • @indraneelsen3188
    @indraneelsen3188 2 роки тому +1

    দারুণ দারুণ! বোঝাই যাচ্ছে খুব enjoy করছ। keep it up.. 👍👍👌

  • @tablajavelin3025
    @tablajavelin3025 2 роки тому +2

    1st comment korlam dada ❤️
    Love from Bishnupur ❤️❤️❤️

  • @hasanmahmud5927
    @hasanmahmud5927 2 роки тому +2

    অসাধারণ ভাইয়া,অনেক বেশি ভালো লাগলো তোমার ভিডিও গুলো দেখে,দোয়া করি 100K নিয়ে ভারত ফিরে যাবা😊😊

  • @santanuchakraborty9343
    @santanuchakraborty9343 2 роки тому +1

    মনে পরে গেলো তমাবিল - দ্বকি - শিলং ও চেরাপুঞ্জি হয়ে গিয়েছিলাম। খুব সুন্দর। ধন্যবাদ ভাই 👍🏻💓

  • @bimansaha7005
    @bimansaha7005 2 роки тому +1

    অসাধারণ অসাধারণ লাগলো। I love Bangladesh. Your Dron shots are vary nice amazing. ❤❤❤❤

  • @lifejingatoss
    @lifejingatoss 2 роки тому +1

    darun lagtesey bhai... amio ektu bangal vasai comment koira dilam... aro video dekhar opekhai roilam... onek jaiga ghuro r post kortey thako... thankyou for showing a view of our Country🇮🇳 from Bangladesh🇧🇩... #lifejingatoss

  • @ABHI4UALWZ
    @ABHI4UALWZ 2 роки тому +3

    Lovely.... Can't even wait.... Thanx a lot bro 👍❤️

  • @subhajitsamanta2934
    @subhajitsamanta2934 2 роки тому +3

    Keep Going and explore everything 👍

  • @RahulDas-fg2fg
    @RahulDas-fg2fg 2 роки тому +3

    Tomar jonno amader Bangladesh dekha hoye gelo 🥰🥰🥰🥰🙏👍🇮🇳🤝🇧🇩

  • @samir_s
    @samir_s 2 роки тому +1

    *Awesome.. awesome...just fatafati....❤️❤️❤️❤️❤️*

  • @tusharkantibanerjee8570
    @tusharkantibanerjee8570 2 роки тому +1

    অসাধারণ একটি উদ্যোগ। ভাষায় প্রকাশ করার জন্য কোন শব্দ নেই আমার কাছে। আমি এখন নিজেকে পুরোপুরি মনে করছি এই যে আমি যেন আপনাদের সাথেই আছি।

  • @joydeepmandal5395
    @joydeepmandal5395 2 роки тому +2

    Most beautiful river ❣️ DAWKI (CRYSTAL CLEAR ). everyone should visit to see the natural beauty and India - Bangladesh border ❤️🫶🏻❤️

  • @sudip2676
    @sudip2676 2 роки тому +1

    খুব ভালো লাগছে তোমাদের বাংলাদেশ ব্লগ
    সাইডে ম্যাপে রেফারেন্স থাকলে পারে বাংলাদেশের জায়গাগুলো আরো আমরা ভালো করে বুঝতে পারতাম।

  • @outfcontrol7583
    @outfcontrol7583 2 роки тому +1

    Dada drone shot gulo just chumu ❤️❤️ darun kichu bolar nei

  • @PrasantaNaiyaYT
    @PrasantaNaiyaYT 2 роки тому +2

    Sera sera ❤️ ❤️ দাদা khub ভালো লাগলো Vlog ta.... 😍

  • @saikatmitra7989
    @saikatmitra7989 2 роки тому

    Stty dada khub valo jayga.....r okhankar manus jon keo dekhlm sobai khub valo......anek enjoy koro dada.

  • @shahnewajbachchu9025
    @shahnewajbachchu9025 2 роки тому +1

    Dhanyabad baidik sundor bhabe amader desh ta ke tomar bloge tule dhorar jonno, best of luck Thanks B B C.

  • @সবুজপাতা-গ৫প
    @সবুজপাতা-গ৫প 2 роки тому +6

    দাদা আপনার মতো আমারো অনেক ইচ্ছে আছে বাংলাদেশ ঘোরার.......😊✌️

  • @Jicko_D
    @Jicko_D 2 роки тому +1

    Dada ei group ta sathe soumya da r Raja da k niye ekta grand tour krbe ...🤩🤩🤩Josh puro Josh trip hbe 😁😁😁 ..r oi Special dada tar jnno 🙏🏻. Protikulota sotteo 64 ta district .. ❤️

  • @9038795083
    @9038795083 2 роки тому

    Age onek blogging dekchi.. Aj tomader blogging a Bangladesh k onno vabei dekhchi.. thank u

  • @Shinningwheels
    @Shinningwheels 2 роки тому +2

    দারুন ❤️❤️❤️.... 1lakh সাবস্ক্রাইবরার হতে আর দেরি নেই.... এবার একটা meetup হোক বৈদিক দা ❤️

  • @sourasis2737
    @sourasis2737 2 роки тому +1

    বাংলাদেশ Riding community just osam 🙏❤️

  • @ShakilAhmed-ri9js
    @ShakilAhmed-ri9js Рік тому +1

    Jaflong theke dekchi❤

  • @pritamdas1617
    @pritamdas1617 2 роки тому +3

    Great Dada...

  • @b.ljafor6141
    @b.ljafor6141 2 роки тому +3

    Love from bangladesh, Narayanganj, Rupganj 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @gamingwithsouvick
    @gamingwithsouvick 2 роки тому +1

    Ei Bondhuder k Kolkata Nea Aso Tomar Barite Dada 😁❤️R Kolkata ghurea Dekheo Valo kore...Era khub Valo ❤️❤️❤️Eder Ashar Opekkhay roylam 😁

  • @niharenduchakraborty1595
    @niharenduchakraborty1595 2 роки тому +1

    Good evening Boni Vaidik khub enjoy😊 koro. God bless yoy 🌷🌹🥀🌻

  • @debabrataadhikary7187
    @debabrataadhikary7187 2 роки тому +1

    Heavy fun journey bhai, chaliye jaou, keep it up

  • @hussainahmedrahat9914
    @hussainahmedrahat9914 2 роки тому +5

    ধন্যবাদ সিলেট আসার জন্য ❤️❤️

  • @bapansikder172
    @bapansikder172 2 роки тому +1

    Khub sundor trip enjoy kore love from 🇮🇳

  • @arghasarkar1987
    @arghasarkar1987 2 роки тому +1

    Ami যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি ব্লগ দেখে।.....তুমি সেরা বস

  • @fuadahmed966
    @fuadahmed966 2 роки тому +7

    Umgot River enters into Bangladesh, named by Piyain locally at Zaflong Sylhet.

  • @jimi9939
    @jimi9939 2 роки тому +2

    অসাধারণ ব্লগ। দারুন, ৪ জন ছেড়ে যাওয়া টা খুব ইমোশনাল এক মোমেন্ট। তবে মিজু ভাই এর ফেসিয়াল এক্সপ্রেশন আর উনার রিয়েল attitude কিন্তু আলাদা। মুখ দেখে মনে হয় যেন একটু বিরক্তি চাপে আছে ভাব। এটা চেঞ্জ হওয়া দরকার। একটু মুখেও হাসিখুশি থাকুক

    • @abdulkadir-nn3zg
      @abdulkadir-nn3zg 2 роки тому +1

      মিজু ভাই মানুষ টাই আময়িক ভাই

  • @ud.akash2012
    @ud.akash2012 2 роки тому +1

    ঘতোই তোমায় দেখি ।।।
    ততোই মুগ্ধ হয়ে যাই।।।
    দাদা তোমার নতুন ভিডিও দেখার জন্য সারা দিনে যে কত বার আমি ইউটিউব কে রিফে্রস করি সেটা শুধু আমি জানি ।।
    Lot's of love ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    Safe drive, Safe Life 💗💗💗
    অপেক্ষায় রইলাম পরবর্তি ভ্লগ এর জন্য ।।।।

  • @successneverend3088
    @successneverend3088 2 роки тому +1

    Lovely baidik da তোমার জন্যে বাংলাদেশ দেখা হলো।

  • @debabratahazra6345
    @debabratahazra6345 Рік тому

    খুব সুন্দর জায়গা দেখে খুব ভালো লাগলো

  • @rajotavo
    @rajotavo 2 роки тому +1

    Ei spot guli khub e popular Bangladesh er parjatak o biker der kache...Dauiki river area ti toh obosshoi...besh interesting vlog....sense of India Bangladesh brotherhood there. Only thing that our Bangladeshi brethren shld pay attention to is the cleanliness and hygiene of those spots...very littered and ill kempt...there shld be campaigns fr cleaning up and sensitizing/ general awareness of the local populace...will help in sustaining the tourist trade...many Indian tourist spots are also not well maintained, but have improved in the last so many years...best n cheers

  • @pratuishanand380
    @pratuishanand380 2 роки тому +2

    Very warm hospitality... Papa da invite them to come india