মহারাজ প্রনাম আপনার বক্তব্য আমি প্রতিদিন শুনতে শুনতে আমার অন্তরের অন্তঃস্থল নাড়া দিয়ে যায়। ভেতর থেকে নাড়িয়ে দেয়। প্রত্যেক মানুষের এই সব মেনে চলা উচিত। আপনার সাথে কোথায় গেলে দেখা করতে পারব। আপনাকে অনেক অনেক শ্রদ্ধা ও প্রনাম।
প্রশ্নকর্তাকে অজস্র ধন্যবাদ ও অভিনন্দন। আপনার এই প্রশ্ন না এলে আমরা এমন অগ্নিবর্ষী উত্তর, যা আমাদের ভেতরটাকে জ্বালাবে, পোড়াবে --- কোথায় পেতাম? মহারাজকে জানাই আমার প্রাণের প্রণাম। এই ভিডিও টির সর্বাঙ্গীন প্রসার কামনা করি।
মহারাজ, যে যেমন জগৎ দেখে তেমন,আসলে আপনি উদভট অবান্তর প্রশ্ন ও সুন্দরব্যাখা সহ বোঝান; তবে কাটা কাটা ভাবে,আর সেটা কাঁটা হয়ে অনেকের বিঁধছে,আপনাকে অপদস্ত করাই এর উদ্দেশ্য,তা না হলে সম্মানের সঙ্গে বলা যেত,যা হোক আপনাকে আমরা(বেশির ভাগ মানুষ) যথেষ্ট শ্রদ্ধা করি ও মানি,সকলে চাই ক্ষমা করে আমাদের পাশে থাকুন
প্রনাম নেবেন মহারাজ। এত সুন্দর করে বোঝালেন, ভাবাই যায় না। আপনার প্রত্যেকটা বিষয়ে কত জ্ঞান, যত শুনছি ততই নির্বাক হয়ে যাচ্ছি। আপনার গভীর তম চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে নতুন করে ভাবতে শিখছি মহারাজ। ভাবছি প্রত্যেক -টা স্কুল, কলেজে আধ্যাত্মিক শিক্ষার ব্যবস্থা থাকলে , অনন্ত পক্ষে একটা সুস্থ মন তৈরি হত, যা যেকোন কাজ করার পক্ষে উপযোগী হত।
@@subratasen3444 সত্যিই এটা আপনি perfect কথা বলেছেন। উনি বাস্তবিকই বিবেকানন্দের মূর্ত প্রতীক। বিবেকানন্দের প্রতি যদি সত্যিই কারও প্রীতি থেকে থাকে, তবে স্বয়ংক্রিয় ভাবেই তারা উনার প্রতি শ্রদ্ধাশীল হবেন- এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনি ও আমার প্রনাম নেবেন।
শতকোটি প্রণাম মহারাজ। কি অসাধারণ ব্যাখ্যা!!! প্রকৃতি, সমগ্ৰতা ও আধ্যাত্মিকতা কি ভাবে যুক্ত তা আজ বুঝলাম। এটাই practical বেদান্ত। সত্য ই এই video আজকের ভাষায় 'viral' হোক
আমি আপনার সাথে ১০০০০% সহমত। আমার মতে আপনার মতো গুরু আরো প্রচুর প্রচুর পরিমানে প্রয়োজন আজকের দিনে। মানব সভ্যতার প্রতিটি কোনায় কোনায় পৌছে যেতে হবে চেতনার উন্মেষ ঘটানোর জন্য। আর বর্তমানে এটা কিছুটা হলেও সহজ হবে তথ্য প্রযুক্তির বিকাশের জন্য 🙏🙏🙏
অসাধারণ মহারাজ 🙏🙏 কথা গুলি অমৃত বাণীর মতো বললেন🙏🙏 মানব কল্যাণের জন্য আপনার এই আকুতি হৃদয় কে বিদীর্ণ করে দিচ্ছে 🙏🙏 চোখের জলে আপনার পা ধুইয়ে দিলাম 😭😭 আপনি খুব ভালো থাকবেন 🙏🙏🙏
কাউকে খাবার দিয়ে সাহায্য করা যত না কঠিন তার থেকে হাজার গুণ বেশী কঠিন তার মধ্যে চেতনার উন্মেষ ঘটনো। তাই চেতনার উন্মেষের কথা সবাই বলতে পারে না। কারণ তার জন্য নিজেকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে।
অসাধারণ সুন্দর মহারাজ প্রণাম , এখনো জগোত পিছিয়ে কতো গভীর বক্তব্য গুলো রেখেছেন মানুষ যদি বুঝতে পারতেন তবে পৃথিবীর আরো সুন্দর হতো আপনার কথাগুলো মনদিয়ে শুনছি খুবই ভালো 🙏🙏🙏🙏🙏
প্রণাম মহারাজ। আপনার কথা প্রতিদিন শুনি ও বোঝার চেষ্টা করি। একদম নীচ থেকে প্রতিটা সিঁড়িতে ভাল করে পা রেখে,বুঝে ওঠার চেষ্টা করছি।কখনও একটু উঠে আবার নেমেও আসতে হচ্ছে। তবে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রণাম নেবেন।
Once, long ago, I heard from a saint that there are various ways to give:1.give food, 2.give clothing, 3.give shelter, 4.give medicines, 5.give techniques, 6.give Mantra, 7.give Knowledge... Among all these, he said, that giving or imparting Knowledge is the best and the highest. I thought of sharing this with you. My best wishes for you... 🌺
আধ্যাত্মিক জ্ঞান নেই বা কম, সেই জন্যই মানুষ অতি ভোগে লিপ্ত হয়েছে৷ তাই যতসব অভাব, যারা অতিভোগে লিপ্ত তাদের আধ্যাত্মিক জ্ঞান নেই, যদি থাকত, তবে ভোগ চরিতার্থের অন্যকে বঞ্চিত করতো না৷
খাবার খেয়ে জীবন ধারণ করা যায়, কিন্তু জ্ঞান মানুষের সারাজীবনের জন্য বেঁচে থাকার সহায়ক হয়, যা তাকে মনুষ্য জীবন ধারা কে উন্নত থেকে উন্নততর ধাপে উঠতে সাহায্য করে।
অসাধারন বললেন মহারাজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই।ঠাকুর মা স্বামীজির আদর্শে সমৃদ্ধ হয়ে আমাদের মঙ্গল কামনা করে ছেন।মানব জাতির প্রতি আন্তরিকতা ভাল বাসার দায়িত্ব পালন করছেন। মানুষ অবক্ষয়ের দিকে এগিয়ে চলেছে। প্রকৃতির কাছে সব এক হলেও মানুষ পশু থেকেও ভালো থাকতে পারে।আমরা সবাই যদি নিজের নিজের কর্তব্য পালন করতে হবে। ঠাকুর আমাদের কৃপা করো চেতনা দাও।
Anek anek pranam neben maharaj ji. Satti eto sundar vbe amader maddhe chetonar unmesh ghatanor jannyo. Asadharan lage .mone hay khub taratari video ta ses hye glo. Bakruddha hye jay,prati ti katha sunte sunte. 🙏
মহারাজ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 কৃপা করুন। চোখের জল যে বাগ মানছেনা। আপনার চেতনার কথা নিজেকে চেতনায় উন্নত করলেও, পাশের মানুষ গুলো শুধু হেয়ই করে যাচ্ছে, কিছু তো শিখছেই না, উল্টে আমাকে পাগল বলছে। এমতাবস্থায় কিভাবে নিজের সাথে পাশের সকলের মধ্যে চেতনার প্রসার ঘটাবো, দয়া করে মূল্যবান মতামত দিন।
Apnar kortobbo chesta Kora..sobai j bujhbe e seta to nao hote pare. Eta e to sristi r binash er khela..tai na.? Amader nijer chetona k urdhogami korar chesta korte hobe , ebon onno keo poth dekhate hobe. 10 Jon er moddhye 1 jon o jodi bojhe taholeo chesta sofol amader. R roilo pagol bolar kotha... j na bujhbe..se to bolbe e... Moharaj k koti koti pronaam👏🏼👏🏼
যারা হেয় করছে হাসাহাসি করছে একদিন তো আসবে তারাই আপনাকে দেখার জন্যে। সে চোখের কোণে জল চিক চিক করতেই পারে। তবে আপনি আপনার কর্তব্যে অটুট থাকুন দেখবেন এক দিন দিন গুলো ঝল মলে হবেই হবে।
মহারাজ আমার প্রণাম নেবেন। আমার বয়স ৫২। চেতনার উন্নতির জন্য উপনিষদ প্রাথমিক শিক্ষা স্তরে প্রয়োগ করা দরকার বলে মনে হয় কারণ ঐ বয়সেই মন unbiased অবস্থায় থাকে। আপনার কি মত ? কাকলি মোদক Tribeni Hooghly
জীবে প্রেম/সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আপনার কথায় বেদান্ত সম্পর্কে কিছুটা ধারণা করতে পারি। এর আগে কথামৃত পড়েই অধ্যাতম সমন্ধে জেনে আনন্দ পেয়েছি। তবে সময় না হলে হয় না।
Ki depth moharaj apnaar...eituku age a...buro hoye gelaam ekhono chinta shokti apnaar 1/10 o jai ni....pronam neben moharaj....thakur maa chinta shokti berabaar kripa koro....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mon e sab ...gyan daan mon er asol khorak ..mon sothik rastay thakle sab valo hoy ...Moharaj puro prithibir manusher mon er khorak daan korchen...er theke baro daan hoy na ... Ei daan grohon korle manob chetonar unnoti hobei r ai jatray amra benche jabo.Moharaj er joy hok🙏🙏🙏🙏🙏.
ধন্যবাদ প্রশ্ন কর্তা।এই প্রশ্নের উত্তর মহারাজ জী র কাছে শুনতে পেলাম। আজকের দিনে মহারাজ জী র খু্ব দরকার। এতো ভুল ভাল জীবন যাপন করছি আমরা। মহারাজ জী র কথা আমাদের সত্যি কারের মানুষ হয়ে বাঁচতে শিখিয়েছেন। প্রশ্ন কর্তা, নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো? আপনার তো খুব কষ্ট হয়েছিল মানুষের কষ্ট দেখে। এবার সব কটা মানুষ কে পৌঁছে দেয়ার কাজ করবেন কি?
মহারাজ... একটা সত্যি কথা... আমার কথা... আমি আগেও অনেক স্পিরিচুয়াল books, lectures শুনেছি... কিন্তু একমাত্র, একমাত্র আপনাকে এই কয় মাস শুনে আমার ভোগে অনীহা আসছে... ত্যাগবৃত্তি জাগছে... সত্যি কথা মহারাজ... যবে থেকে জানছি 'আমি ' একটা বুদবুদের মতো, জীবন এইটুকুই... তাও আবার ভ্রম, মিথ্যা... আমার কাছেই জগৎ, আমার কাছেই সময়, নাহলে সব মিথ্যা... যতবার এইসব কথাগুলো স্মরণ করছি, মুহূর্তে সচেতনতা আসছে। কিচ্ছু চাইনা, কিচ্ছু নই আমি... আমার আবার কি... এইসব...!!এই বোধ থেকে যেন আর কোনোভাবেই নিম্নগামী না হই। একমাত্র আপনার video শুনে এই সচেতনতার সূচনা মহারাজ!! আপনি একদন স্বামীজী। আপনাকে শত শত শ্রদ্ধার প্রণাম। 🙏🙏🙏🙏
People will not give a single rupee to the needy if they do not have the preachings as being imparted by great men like our Maharaj of Excellency. Pronam Maharaj.
70বছর বয়স পর্যন্ত মানুষ সায়টানী ও badmasi করে তারা রোগ ভোগে মারা যায় , তখন তাদের কোনো দুঃখ হয় না, কারণ তারা জানে প্রকৃতির নিয়মে এইসব হবে, কেউ টা রোধ করতে পারে না, সে ধার্মিক হোক আর অধার্মিক। যদি আপনার কাছে কোনো এর উপায় থাকে সংক্ষেপে উত্তর দিলে খুশি হব। আমার প্রণাম নেবেন। জানি আপনি উত্তর পাবো না🙏🙏🙏
If the knowledge of Upanishads were truly valued and followed then these horrible days won't come. We have destroyed the ecological balance and life supporting systems and more over our morals we have avoided and neglected our responsibilities now mourning and blaming each other.
মহারাজ প্রনাম
আপনার বক্তব্য আমি প্রতিদিন শুনতে শুনতে আমার অন্তরের অন্তঃস্থল নাড়া দিয়ে যায়।
ভেতর থেকে নাড়িয়ে দেয়। প্রত্যেক মানুষের এই সব মেনে চলা উচিত।
আপনার সাথে কোথায় গেলে দেখা করতে পারব।
আপনাকে অনেক অনেক শ্রদ্ধা ও প্রনাম।
প্রশ্নকর্তাকে অজস্র ধন্যবাদ ও অভিনন্দন। আপনার এই প্রশ্ন না এলে আমরা এমন অগ্নিবর্ষী উত্তর, যা আমাদের ভেতরটাকে জ্বালাবে, পোড়াবে --- কোথায় পেতাম? মহারাজকে জানাই আমার প্রাণের প্রণাম। এই ভিডিও টির সর্বাঙ্গীন প্রসার কামনা করি।
🙏🙏🥰জয় গুরু 🥰🙏🙏
মহারাজ, যে যেমন জগৎ দেখে তেমন,আসলে আপনি উদভট অবান্তর প্রশ্ন ও সুন্দরব্যাখা সহ বোঝান; তবে কাটা কাটা ভাবে,আর সেটা কাঁটা হয়ে অনেকের বিঁধছে,আপনাকে অপদস্ত করাই এর উদ্দেশ্য,তা না হলে সম্মানের সঙ্গে বলা যেত,যা হোক আপনাকে আমরা(বেশির ভাগ মানুষ) যথেষ্ট শ্রদ্ধা করি ও মানি,সকলে চাই ক্ষমা করে আমাদের পাশে থাকুন
প্রনাম নেবেন মহারাজ। এত সুন্দর করে বোঝালেন, ভাবাই যায় না। আপনার প্রত্যেকটা বিষয়ে কত জ্ঞান, যত শুনছি ততই নির্বাক হয়ে যাচ্ছি। আপনার গভীর তম চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে নতুন করে ভাবতে শিখছি মহারাজ। ভাবছি প্রত্যেক -টা স্কুল, কলেজে আধ্যাত্মিক শিক্ষার ব্যবস্থা থাকলে , অনন্ত পক্ষে একটা সুস্থ মন তৈরি হত, যা যেকোন কাজ করার পক্ষে উপযোগী হত।
একদম ঠিক কথা।
একদম মনের কথা বলেছেন। আমরা বিবেকানন্দকে চাক্ষুষ দেখিনি কিন্তু তাঁর একটা আভাস যেন ওঁর মধ্যে দেখতে পারছি । উনি সত্য সত্যই প্রণম্য। 🙏
@@subratasen3444 একদম ঠিক বলেছেন। স্বামীজীর রূপ।🙏
ঠিক একদম🙏
@@subratasen3444 সত্যিই এটা আপনি perfect কথা বলেছেন। উনি বাস্তবিকই বিবেকানন্দের মূর্ত প্রতীক। বিবেকানন্দের প্রতি যদি সত্যিই কারও প্রীতি থেকে থাকে, তবে স্বয়ংক্রিয় ভাবেই তারা উনার প্রতি শ্রদ্ধাশীল হবেন- এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনি ও আমার প্রনাম নেবেন।
শতকোটি প্রণাম মহারাজ। কি অসাধারণ ব্যাখ্যা!!! প্রকৃতি, সমগ্ৰতা ও আধ্যাত্মিকতা কি ভাবে যুক্ত তা আজ বুঝলাম।
এটাই practical বেদান্ত।
সত্য ই এই video আজকের ভাষায় 'viral' হোক
আপনার এই video গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ুক... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ঠিক বলেছেন।
@@sandiptamajumdar9723 Ekdom e tai, tobe chai je Maharaj english ba hindi teo video banan , tobei internationally pouchano jabe
"আপনি খাবার না দিয়ে লোককে জ্ঞান দিছেন কেনো? " - এটা কি ধরণের প্রশ্ন?
ছড়িয়ে পড়ুক না আমরা ছড়িয়ে দেব
মহারাজ আপনার মতামত যথার্থ ভারতবর্ষের অনেক গুরুদেবের বক্তব্য শুনছি কিন্ত আপনার প্রবোচন বাস্তবপরিপ্রেক্ষিতর উপরে এত সুন্দর আধ্যাত্মিক প্রবোচন যথার্থ নমস্কার জানাই।
আমি আপনার সাথে ১০০০০% সহমত। আমার মতে আপনার মতো গুরু আরো প্রচুর প্রচুর পরিমানে প্রয়োজন আজকের দিনে। মানব সভ্যতার প্রতিটি কোনায় কোনায় পৌছে যেতে হবে চেতনার উন্মেষ ঘটানোর জন্য। আর বর্তমানে এটা কিছুটা হলেও সহজ হবে তথ্য প্রযুক্তির বিকাশের জন্য 🙏🙏🙏
অতাপদগধো অপরিপকক তনু যার সে কখনও পারে না সেই আনন্দ লাভ করতে একমাএ পূর্ণ পরিপক্ব যারা শুধু তারাই পারে তা ধারন করতে এবং উপভোগ করতে -------ঋকবেদ
অপূর্ব ভাবনা। মহারাজ কে অনেক অনেক ধন্যবাদ। আরো ধন্যবাদ প্রশ্ন কর্তাকে, ভাগ্যিস এমন কঠিন একটা প্রশ্ন তিনি করেছিলেন।
প্রণাম মহারাজ জী। আপনি যা কাজ করেছেন, এবং যা করছেন,তা অতুলনীয়। আমার কোটি কোটি প্রণাম আপনাকে।
অসাধারণ মহারাজ 🙏🙏
কথা গুলি অমৃত বাণীর মতো বললেন🙏🙏
মানব কল্যাণের জন্য আপনার এই আকুতি হৃদয় কে বিদীর্ণ করে দিচ্ছে 🙏🙏
চোখের জলে আপনার পা ধুইয়ে দিলাম 😭😭
আপনি খুব ভালো থাকবেন 🙏🙏🙏
Aamar hath dhore tumi nie cholo ami je path chininasakha speechless
Satti osadharan
অসাধারণ মহারাজ
আপনার এই অমৃত বানী যেন সকল মানুষের হৃদয়ে পৌছায় এবং চেতনা জাগ্রত হয়, আমরা যেন সত্যি মানুষ হয়ে উঠতে পারি,শতকটি প্রনাম জানাই আপনাকে
Apurba অসাধারণ bakhya অনেক অনেক ধন্যবাদ pranam janaimaharaj
কাউকে খাবার দিয়ে সাহায্য করা যত না কঠিন তার থেকে হাজার গুণ বেশী কঠিন তার মধ্যে চেতনার উন্মেষ ঘটনো। তাই চেতনার উন্মেষের কথা সবাই বলতে পারে না। কারণ তার জন্য নিজেকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে।
ঠিক ঠিক ঠিক.... 🙏
Namaskar maharàj,s,duy
খিদে পেটে ধর্মকথা মানুষের মস্তিষ্কে ঢুকবে না
সঠিক ব্যাখ্যা । দুঃখের কথা আমরা আপনার উদ্দেশ্য ও অন্তরের গভীর প্রেম বুঝতে পারছি না তাই এই প্রশ্নগুলো আসছে । প্রণাম ।।
প্রণাম মহারাজ ।এই মুহূর্তে আপনি যা বলছেন, অতীব সত্য।
অসম্ভব ভালো লাগলো মহারাজ ।মুগ্ধ হয়ে শুনি শুধু।🙏
অসাধারণ সুন্দর মহারাজ প্রণাম , এখনো জগোত পিছিয়ে কতো গভীর বক্তব্য গুলো রেখেছেন মানুষ যদি বুঝতে পারতেন তবে পৃথিবীর আরো সুন্দর হতো আপনার কথাগুলো মনদিয়ে শুনছি খুবই ভালো 🙏🙏🙏🙏🙏
প্রণাম মহারাজ। আপনার কথা প্রতিদিন শুনি ও বোঝার চেষ্টা করি। একদম নীচ থেকে প্রতিটা সিঁড়িতে ভাল করে পা রেখে,বুঝে ওঠার চেষ্টা করছি।কখনও একটু উঠে আবার নেমেও আসতে হচ্ছে। তবে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রণাম নেবেন।
Pronam Moharaj🙏....aapni akdom thik bolechen...moni sab ,tai mon er khaber aasol khaber ja amader chetonar unnotite sahajyo kore...j j aapner kotha grohon korte parbe se a jatray baanchbe....gyan daan-i shrestho daan r aapni setai korchen...aapner joy hok 🙏.
🙏🙏🙏❤️❤️❤️ নমস্কার মহারাজা আপনার কথায় মানুষের।চেতনার জাগরিত হোক
আপনার চেতনার আলোকে আমি ধন্য
Gyan deoar sotyo manush er obhab bhishon.
Apnar gyan er soja sarol bhashar kotha shune sotti mone hoye sri ramkrisher bhabdhara egiye nie jaoar chesta notun bhabnate.
Maharaj, apnar kothate je punch rakhen amar bhalo laage.
Amar sasrodho abong sneher pronam roilo.
Once, long ago, I heard from a saint that there are various ways to give:1.give food, 2.give clothing, 3.give shelter, 4.give medicines, 5.give techniques, 6.give Mantra, 7.give Knowledge... Among all these, he said, that giving or imparting Knowledge is the best and the highest. I thought of sharing this with you. My best wishes for you... 🌺
আধ্যাত্মিক জ্ঞান নেই বা কম, সেই জন্যই মানুষ অতি ভোগে লিপ্ত হয়েছে৷ তাই যতসব অভাব, যারা অতিভোগে লিপ্ত তাদের আধ্যাত্মিক জ্ঞান নেই, যদি থাকত, তবে ভোগ চরিতার্থের অন্যকে বঞ্চিত করতো না৷
Apni ekdom thik bolechen maharaj,sudhu khabar diye ba help enough noi,manuser chetonar unmesh na hole kichu possible noi
খুব ভাল লাগলো বিশ্ব চেতনার জয় হোক।
I appreciate Unlimitedly. Extremely grateful. Pranaam mahaaraaj. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Darun Laglo Prabhu, ❤️🙏 , onno level er ekdom apnar video
খাবার খেয়ে জীবন ধারণ করা যায়, কিন্তু জ্ঞান মানুষের সারাজীবনের জন্য বেঁচে থাকার সহায়ক হয়, যা তাকে মনুষ্য জীবন ধারা কে উন্নত থেকে উন্নততর ধাপে উঠতে সাহায্য করে।
অসাধারন বললেন মহারাজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই।ঠাকুর মা স্বামীজির আদর্শে সমৃদ্ধ হয়ে আমাদের মঙ্গল কামনা করে ছেন।মানব জাতির প্রতি আন্তরিকতা ভাল বাসার দায়িত্ব পালন করছেন। মানুষ অবক্ষয়ের দিকে এগিয়ে চলেছে। প্রকৃতির কাছে সব এক হলেও মানুষ পশু থেকেও ভালো থাকতে পারে।আমরা সবাই যদি নিজের নিজের কর্তব্য পালন করতে হবে। ঠাকুর আমাদের কৃপা করো চেতনা দাও।
Anek anek pranam neben maharaj ji. Satti eto sundar vbe amader maddhe chetonar unmesh ghatanor jannyo. Asadharan lage .mone hay khub taratari video ta ses hye glo. Bakruddha hye jay,prati ti katha sunte sunte. 🙏
অপুর্ব ব্যখ্য। । শতকোটি প্রন।ম মহ।র।জ ।খুব ভালো থ।কবেন।
মহারাজ কোটি কোটি সহস্র কোটি প্রণাম নেবেন আমি পড়ালেখা যানি না তবে এটা জানি আপনি যে গেজ্ঞেন গুলো আমারা পাচ্ছি সবাই
Maharaj pranam apnar kathagulo khub narea dia
প্রকৃতি কর্মকে ফুটিয়ে তোলে একথা সত্য
আপনার এই ধারণা, আমি গ্রহন করতে পারলে আমি আমার নিজের কাছে, ধন্য
মহারাজ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 কৃপা করুন। চোখের জল যে বাগ মানছেনা। আপনার চেতনার কথা নিজেকে চেতনায় উন্নত করলেও, পাশের মানুষ গুলো শুধু হেয়ই করে যাচ্ছে, কিছু তো শিখছেই না, উল্টে আমাকে পাগল বলছে। এমতাবস্থায় কিভাবে নিজের সাথে পাশের সকলের মধ্যে চেতনার প্রসার ঘটাবো, দয়া করে মূল্যবান মতামত দিন।
হ্যা ঠিক বলেছেন।
Apnar kortobbo chesta Kora..sobai j bujhbe e seta to nao hote pare. Eta e to sristi r binash er khela..tai na.? Amader nijer chetona k urdhogami korar chesta korte hobe , ebon onno keo poth dekhate hobe. 10 Jon er moddhye 1 jon o jodi bojhe taholeo chesta sofol amader.
R roilo pagol bolar kotha... j na bujhbe..se to bolbe e...
Moharaj k koti koti pronaam👏🏼👏🏼
এই বিষয়ে জানতে চাই আমিও
যারা হেয় করছে হাসাহাসি করছে একদিন তো আসবে তারাই আপনাকে দেখার জন্যে। সে চোখের কোণে জল চিক চিক করতেই পারে। তবে আপনি আপনার কর্তব্যে অটুট থাকুন দেখবেন এক দিন দিন গুলো ঝল মলে হবেই হবে।
@@simapatra2718 নস
মহারাজ আমার প্রণাম নেবেন। আমার বয়স ৫২। চেতনার উন্নতির জন্য উপনিষদ প্রাথমিক শিক্ষা স্তরে প্রয়োগ করা দরকার বলে মনে হয় কারণ ঐ বয়সেই মন unbiased অবস্থায় থাকে। আপনার কি মত ?
কাকলি মোদক
Tribeni Hooghly
জয়গুরু মহারাজ খুব ভালো লাগলো আপনার কথা
Osadharon chintavabnamoy boktobyo apnar moharaj somridhho holm..
Ekdom sathik Kotha bolechhen: Pronam MAHARAJ 🙏🏻
Mugdha holam. Arokom jibon bachte parle ধন্য মনে কোর্ তা ম
জীবে প্রেম/সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আপনার কথায় বেদান্ত সম্পর্কে কিছুটা ধারণা করতে পারি। এর আগে কথামৃত পড়েই অধ্যাতম সমন্ধে জেনে আনন্দ পেয়েছি। তবে সময় না হলে হয় না।
সত্যপথে না থাকলে সব ভস্মে ঘি ঢালা হবে।
MahaRaj , Really you are a real or great Teacher in every dimensions and phases. Pronam, Pronam, Pronam MahaRaj. From:- Rahul Roy , Burdwan.
Darun Maharaj...fatiye dilen.....
প্রনাম মহারাজ ।প্রণাম শ্রী শ্রী স্বামীজী ।প্রণাম মা ওপ্রণাম শ্রী শ্রী ঠাকুর ।
Right Right Right Right Right Lots Of Thanks for this Message Radhe Radhe pronam Moharaj
Ki depth moharaj apnaar...eituku age a...buro hoye gelaam ekhono chinta shokti apnaar 1/10 o jai ni....pronam neben moharaj....thakur maa chinta shokti berabaar kripa koro....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Man feels unhappy hearing you due to selfishness in the world. Pranam Maharaj
Maharaj jee tai asshirbad korun...amader chetana. .unmukta hok... 🙏🙏🙏🙏
Pranam Maharaj 🙏🙏🙏apurbo byakha ar kono Tulane nei🙏🙏🙏
Ami ১৬ bochor boyeshi
Ami class ১২ e porchi
Ami jibon byapare sotto gulo janar jonnyei sunchi apnar kotha.
প্রনাম নেবেন মহারাজ 🙏অসাধারণ
MahaRaj you may be Universal Teacher that I realized for you. Pronam MahaRaj. From:- Rahul Roy , Burdwan.
আপনার সান্নিধ্যে থাকলে জীবন আনন্দময়। আলোচনা কে পাথেয় করলে পরিবার শান্তিময়।
Mon e sab ...gyan daan mon er asol khorak ..mon sothik rastay thakle sab valo hoy ...Moharaj puro prithibir manusher mon er khorak daan korchen...er theke baro daan hoy na ... Ei daan grohon korle manob chetonar unnoti hobei r ai jatray amra benche jabo.Moharaj er joy hok🙏🙏🙏🙏🙏.
প্রনাম নেবেন মহারাজ।🙏
Pronam maharaj, khub bhalo laglo, apurba
Sir, keep on inspiring us, it will definitely work and manifest mankind. Present and future generations will be saved.
আমার মনে হয় এই, স্বামী বিবেকানন্দ কে দেখতে পেলাম,
Pronam neben. Konokichur binimaye apni lakhyo bhrosto haben na ai asha rakhi. Chaliea jan ai anurodh.
গীতায় শ্রী কৃষ্ণ বলেছেন ঞ্জানী ভক্ত আমার প্রিয়তম। শতকোটি প্রণাম মহারাজ।
Pronaam Moharaj 🌹🙏🙏🌹🪔🪔♥️♥️
আপনার প্রচেষ্টা কে ধন্য বাদ জানাই মহারাজ 🙏🙏🙏🙏🙏🙏🙏❤
PRONAM JANAI THAKUR MAA SWAMIJI SHREE CHARAN PADAPADME.
PRONAM JANAI MAHARAJER SHRER CHARANE.
PROKRITEEK RAKSHA KARA AMADER SABAR KARTOBO.
প্রণাম নেবেন মহারাজ,,,,🙏🙏🙏
ধন্যবাদ প্রশ্ন কর্তা।এই প্রশ্নের উত্তর মহারাজ জী র কাছে শুনতে পেলাম। আজকের দিনে মহারাজ জী র খু্ব দরকার। এতো ভুল ভাল জীবন যাপন করছি আমরা। মহারাজ জী র কথা আমাদের সত্যি কারের মানুষ হয়ে বাঁচতে শিখিয়েছেন। প্রশ্ন কর্তা, নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো? আপনার তো খুব কষ্ট হয়েছিল মানুষের কষ্ট দেখে। এবার সব কটা মানুষ কে পৌঁছে দেয়ার কাজ করবেন কি?
Pranam maharaj. Asadharan bactabya. Bhalo thakun.
দারুন বলেছেন
মহারাজ... একটা সত্যি কথা... আমার কথা... আমি আগেও অনেক স্পিরিচুয়াল books, lectures শুনেছি... কিন্তু একমাত্র, একমাত্র আপনাকে এই কয় মাস শুনে আমার ভোগে অনীহা আসছে... ত্যাগবৃত্তি জাগছে... সত্যি কথা মহারাজ... যবে থেকে জানছি 'আমি ' একটা বুদবুদের মতো, জীবন এইটুকুই... তাও আবার ভ্রম, মিথ্যা... আমার কাছেই জগৎ, আমার কাছেই সময়, নাহলে সব মিথ্যা... যতবার এইসব কথাগুলো স্মরণ করছি, মুহূর্তে সচেতনতা আসছে। কিচ্ছু চাইনা, কিচ্ছু নই আমি... আমার আবার কি... এইসব...!!এই বোধ থেকে যেন আর কোনোভাবেই নিম্নগামী না হই। একমাত্র আপনার video শুনে এই সচেতনতার সূচনা মহারাজ!! আপনি একদন স্বামীজী। আপনাকে শত শত শ্রদ্ধার প্রণাম। 🙏🙏🙏🙏
People will not give a single rupee to the needy if they do not have the preachings as being imparted by great men like our Maharaj of Excellency. Pronam Maharaj.
প্রনাম মহারাজ, আপনার কথা শুনে পাগল হয়ে যাব
Maharaj apne srodha sohokare vakti porno pronam neben apner ai alochona theke anek anek sikhlam
মুক্ত চিন্তার জয় হোক
Asadharon.🙏🙏🙏
Pronam moharaj. Apnar kotha omrito 👏🏼👏🏼👏🏼👏🏼
Pronam maharaj,,
Excellent explanation.... really unparallel 🙏🙏🙏
You are modern God.
🌺🌼 প্রনিপাত গুরু মহারাজ 🌼🌺
🌼👣🌼
Pronam Maharaj 🙏 🙏
Pronam maharajji
অপূর্বো, তোমার বাণী
মানব জাতির সম্পদ এই বাণী
Apurbo 👌 Pronam neben Maharaj 🙏
Pronam moharaj. Khub bhalo..
Maharaj pranam, apni amader kichu aman gan din jeguulo bartaman parithite amra thik pathe chalte pari. Apner asirbad de
ben.
শুনতে অনেক ভালো লাগে মহারাজ
Pronam Maharaj
Apurbo baykhya
প্রনাম নেবেন মহারাজ।
Sattaw mebo joyote Hare Krishna
Pronam Maharaj .
Monushsho shudhu rutite bache na ata bojher bodh apni toyri korte shokkhom ja ai vidio dekhe bujha jy. Joy Guru.
Pronam Gurudev, Ami ei kathagulo boli;r amar char pasher manush jon amake pagal bolay insult koray.abar keo keo bolay mentally disbalance achy amar.
70বছর বয়স পর্যন্ত মানুষ সায়টানী ও badmasi করে তারা রোগ ভোগে মারা যায় , তখন তাদের কোনো দুঃখ হয় না, কারণ তারা জানে প্রকৃতির নিয়মে এইসব হবে, কেউ টা রোধ করতে পারে না, সে ধার্মিক হোক আর অধার্মিক। যদি আপনার কাছে কোনো এর উপায় থাকে সংক্ষেপে উত্তর দিলে খুশি হব। আমার প্রণাম নেবেন। জানি আপনি উত্তর পাবো না🙏🙏🙏
Darun !!!!!
Pronam Moharaj. Apni ei vabe poth dekhan .
Our carnal pride has led to the destruction of our entire human race🙏🙏
প্রণাম মহারাজ
Pronam Maharaj 🙏🙏🙏
If the knowledge of Upanishads were truly valued and followed then these horrible days won't come.
We have destroyed the ecological balance and life supporting systems and more over our morals we have avoided and neglected our responsibilities now mourning and blaming each other.