অসাধরন। এতো সুন্দর করে বর্তমান সমাজের চিত্র তুলে ধরার জন্য হানিফ সংকেতকে অনেক ধন্যবাদ, আপনি শুধু সমাজের সেলুলয়েড চিত্রক নন আপনি একজন সমাজের সংস্কারকও বটে । যুগে যুগে আপনাদের মতো সমাজ সংস্কারকরা টিকে থাকবে
হাজারো অপসংস্কৃতির ভিড়ে অপেক্ষায় থাকি কখন রিলিজ হবে হানিফ সংকেতের নতুন একটি নাটক. খুব ভালো লাগলো সমসাময়িক বিষয় নিয়ে সচেতন এবং শিক্ষামূলক আরো একটি নাটক উপহার দেয়ার জন্য হাজার বসর বেঁচে থাকুক ফাগুন অডিও ভিশন
বর্তমান সমাজে ভাষা,সংস্কৃতি,আচরণ ও আদব-কায়দায় যে অপসংস্কৃতি ও অসংগতিগুলো দেখা যায় সেগুলি এই নাটকের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ৷ আমাদের প্রত্যেককে আমাদের মাতৃভাষা বাংলাকে যথাযোগ্য সম্মান ও মর্যাদা দেওয়া উচিত ৷ এইরকম একটা সুন্দর নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য হানিফ সংকেত মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ৷ ------------------------কোলকাতা থেকে❤
মিস করতে চাইনা হানিফ সংকেত মামার-- ইত্যাদি যেমন তেমনি নাটক দুই মিলে আশায় থাকি পুরোটা মিলেই থাকবে শিক্ষা নিয় গল্প,দেশ আমার,মাটি আমার,মায়ের ভাষা এবং আমার ভাষা,তাই সমস্বরে বলি রাষ্ট্রভাষা বাংলা চাই।"
হানিফ সংকেত স্যার কি একাই লড়বেন এ সমাজ বদলের জন্য। আসুন আমরা সবাই মিলে যার যার জায়গা থেকে সমাজ বদলের জন্য একটু চেষ্টা করি। ধন্যবাদ যারা অভিনয় করেছেন তাদের সবাইকেও বিশেষ করে আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, নিমা রহমান মীর সাব্বির ও জাকিয়া বারী মমকে।
এই বছরের নাটক গুলো যদি সেরা হয় তাহলে আমি মনে করি যে হানিফ সংকেত স্যারের নাটক গুলো সেরা বছরের সেরা। বুঝতে পারি না এই ধরনের নাটক গুলো মেরিল প্রথম আলোর পুরস্কার অনুষ্ঠানে সেরা নাটক হিসাবে দেখা যায়।
নাটক দেখা ছেড়ে দিয়েছিলাম ।চিন্তা করলাম হানিফ ভাই যেহেতু নাটক বানিয়েছন । দেখি না কি হয় , অসাধারন সুস্হ বিনোদনের জন্য এইসব নাটক দেখা খুব প্রয়োজন মনে করি।
অসংখ্য ধন্যবাদ হানিফ সংকেত স্যার কে। বিষয় নির্বাচন, অভিনেতা-অভিনেত্রী নির্বাচন এবং চিরায়িত বাড়ি যেখান শহুরে সিংহভাগ অভিনয় করা হয়ে থাকে।। শুধু আমাদের মানে বাঙালিতে বেশ সমস্যা,, যাকিনা অন্য জাতীয়তার মাঝে এতো পরিলক্ষিত হয় না।। হ্যাঁ তবে ইংরেজিতেও যে সংক্ষেপতা মধ্যপ্রাচ্যে দেখাযাচ্ছে তাতে সত্যিকারের ইংরেজি ব্যবহারকারিরা বেশ সতর্ক। চীন একটি বিশাল জাতি যারা কিনা বিশ্বজুড়ে শিক্ষা-ব্যবসা বিস্তার করে যাচ্ছে।। তারা বেশ নিজ ভাষার আয়ত্ব করে বেড়ায়। ইংরেজি পারলেও তারা সহজে ব্যবহার করতে ইচ্ছা পোষণ করে না। যাই হোক আপনার আমার সামর্থ্য মতো স্বচ্ছ বাংলা বা স্বচ্ছ ইংরেজি ভাষা চর্চা করি, ব্যবহার করি। এবং অনেকেই নাটকটি Upload করার সময় সরাসরি মন্তব্যে বাংলা-ইংরেজি এবং ইংরেজি ব্যবহার করেছে। যা কিনা অনেকে একটু প্রতিক্রিয়া দেখা গেছে। আমিও একটু কারিগরি সমস্যার কারনে Laptop থেকে দেখেছি যার কারনে ইংরেজি মন্তব্য করেছিলাম। সবাই ঈদ এর শুভেচ্ছা জানিয়ে নিজের খেয়ার রাখার অনুরোধ জানিয়ে শেষ করছি।
অসাধারণ হানিফ সংকেত স্যারকে এগুলো নাটকের মত লাগে কি সুন্দর একটা সামাজিক গল্প বাস্তব জীবনে এই সব নাটক দেখার মতো.... এখনকার পরিচালক কে হানিফ সংকেত স্যারের কাছে শিখার আছে সবশেষে বলবো এইরকম একটি নাটক পারে আমাদের সমাজকে শিখাতে....
অসাধারণ একটা শিক্ষণীয় নাটক দেখলাম আসলে বর্তমান ফেইসবুক ব্যবহারকারী জেনারেশন এ থেকে কিছু শিখতে পারে শেষের কথাটা খুব ভালো লাগলো যে পারে সে দেখায় না যে অজ্ঞ সেই দেখাতে চাই বেশি, স্যালুট হানিফ সংকেত স্যার কে এইরকম নাটক আরও বেশি বেশি প্রচার করেন
হানিফ সংকেত এর নাটকে দেশপ্রেম এবং শিষ্টাচার, সৌহার্দ্য, শিক্ষার বিষয়টি আমাকে মুগ্ধ করে, আর যে সমস্ত মানুষ এই নাটকটি অপছন্দ করেছে তারা আধা বাংলা আধা ইংজি যার অর্থ হলো অপদার্থ।
আমার বয়স এখন ২৬ বছর। আমি আমার এ সংক্ষেপ জীবনে অনেক বাংলা নাটক দেখেছি, কিন্তু তাতে আমার তৃষ্ণা মিটেনি। আজ হানিফ সংকেত স্যারের প্রযোজনায় করা এ নাটকটা দেখে কিছুটা হলেও তৃষ্ণা মিটেছে...... আমি চাই এমন নাটক আরো বেশি দেশি যেন করেন, তাতে করে আমার প্রাণের লাল সবুজের এ দেশ থেকে বিদয় নিবে অপসংস্কৃতি।
অসাধারণ হয়েছে নাটকটির নির্মাণ শৈলী। অভিনয় দারুন এক কথায়। হানিফ সংকেত স্যার কে ধন্যবাদ। এরকম পারিবারিক গল্প সমৃদ্ধ নাটক উপহার দেওয়ার জন্য। নাটকটি মেরিল-প্রথম আলো পুরষ্কারে বিবেচনা করা উচিত বলে মনে করি।
অসাধারণ সুন্দর ও শিক্ষণীয় নাটক। শত শত বস্তা পঁচা নাটকের মাঝে একটি ভালো ও মানসম্মত নাটক যেটা আমাদের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতিকে সুন্দর ও সুচারুভাবে তুলে ধরেছে। অজস্র ধন্যবাদ প্রিয় হানিফ সংকতে।
শিক্ষিত তাকে বুঝায় না যে অন্যের ভাষাকে বেশি গুরুত্ব দেয়, শিক্ষিত বুঝায় তাকে যে নিজের মাতৃভাষাকে সম্মান করে,,নাটকটা অনেক ভালো লাগলো,,,ধন্যবাদ হানিফ স্যার,,,এরকম একটা নাটক রচনা করার জন্য,,,,,,,
নাটকটি অনক সুন্দর হয়েছে। সমাজ থেকে অজ্ঞতা দূরীকরনে এত সু্ন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য নাটকটির সকল বিজ্ঞ অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীকে জানাই অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ ।
কি অসাধারণ এক শিক্ষনীয় নাটক, আসলেই হানিফ সংকেত মানেই তো সবার থেকে আলাদা। উনি যতগুলো নাটক আমাদেরকে উপহার দিয়েছন প্রত্যেকটা নাটকই যেমন শিক্ষনীয়, তেমনি সামাজিক এবং আছে শালীনতা। উনার চিন্তাধারা এবং মনোভাব সত্যিই অতুলনীয়। ধন্যবাদ স্যার।
Thank you so much sir, ato shundor ekta natok upohar debar jonno ..valo jinish theke manush onek kichu shikkha nite pare..manush to Indian serial keno je dekhe..buji na.manush jeno valo hoy amader desh ta jeno unnoti hoy...allah jeno tai koren..
নাটকটার চরিত্র মনোমুগ্ধকর। এবং রচনা ও সুন্দর। আমাদের সমাজ আজ নোংরামিতে ছেয়ে গেছে, এর থেকে মিক্তি জন্য হানিফ স্যারের মতো পরিচালক হওয়া খুবই জরুরী । স্যারের যাহা কিছু নেটে আশে সব কিছু দেখতে চেষ্টা করি। হানিফ স্যার আমার বরিশালের গর্ব । স্যারকে আমি প্রান ভরে দোয়া করি । স্যারের প্রতিটা কথায় শিখনিয় বিষয় থাকে । সেই ছোট বেলা থেকে স্যারের অনুষ্ঠান দেখি। আপনার দীর্ঘ জীবন কামনা করা ।
বর্তমান সময়ের অনেক অশ্লীল পরিচালকের দ্বারা পরিচালিত অশ্লীল নাটকের ভিড়ে এখনো কিছু সামাজিক পরিচালক আছে বিধায় সবাই মিলে নাটক এখনো দেখা যায়। ধন্যবাদ হানিফ সংকেত & Fagun audio vision
ঈদ মোবারক। এককথায় অসাধারণ। বর্তমানে কি সব ভাড়ামী নাটক দেখতে দেখতে মানুষ অস্থির হয়ে পড়েছে। এই নাটকে বিনোদনের পাশাপাশি শিক্ষণীয় অনেক কিছু আছে। ধন্যবাদ, হানিফ সংকেত স্যার, এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য।
নাটকটি দেখে সত্যিই গর্বে আমার বুকটা ভরে গেল,আমাদের মাতৃভাষাকে এত এত সম্মান দিয়েছে সেটা নাটকটি কেউ পুরোপুরি না দেখলে বুঝতে পারবেন না!
অসংখ্য ধন্যবাদ নাটকটির পরিচালক হানিফ সংকেত ভাইকে, আমরা চাই আপনি সব সময় এরকমই শিক্ষনীয় নাটক বানান, ধন্যবাদ
একটা অসাধারণ নাটক। অশ্লীলতা বিহীন সমাজিক বা সমাজ পরিবর্তনকারী একটা নাকট। এ ধরণের নাটকের জন্য হানিফ সংকেত একমাত্র নাম।
আসলেই হানিফ স্যারকে স্যালুট।যৌন সুরসুরি না দিয়েও যে সুন্দর ও ভালো মানের নাটক বানানো যায় এটা তার প্রমাণ।
এগুলা হচ্ছে নাটক যা থেকে আমরা শিক্ষা নিতে পারি,,,এক কথায় অসাধারণ 👌👌👌
চমৎকার। এক কথায় অসাধারণ। দীর্ঘজীবী হউক দেশের এই কিংবদন্তী নাট্যকার হানিফ সংকেত !!!
অামি সব চেয়ে বেশি ভালোবাসি হযরত মোহাম্মদ (সঃ) কে।
অাপনারা সবাই তাকে অামার চেয়েও বেশি ভালোবাসেন।
P0
অসাধরন। এতো সুন্দর করে বর্তমান সমাজের চিত্র তুলে ধরার জন্য হানিফ সংকেতকে অনেক ধন্যবাদ, আপনি শুধু সমাজের সেলুলয়েড চিত্রক নন আপনি একজন সমাজের সংস্কারকও বটে । যুগে যুগে আপনাদের মতো সমাজ সংস্কারকরা টিকে থাকবে
হানিফ সংকেতের নাটক মানেই শিক্ষনীয় অনেক কিছু থাকে।দেখতে দেখতে আবেগে চোখের পানি পড়েছে।
যা দেখে বাংলাদেশের অন্য পরিচালকদের শিক্ষা নেওয়া উচিৎ
হানিফ সংকেত সাহেবের আমি নিরব ভক্ত!! এরকম নাটক সমাজকে সঠিক পথ দেখাবে.।
পুরস্কার পাবার যোগ্য একটি শিক্ষণীয় নাটক। যারা একমত 👍👍👍
Xzxx😌
@@AlMamun-kq5xk jjhjk8pk
হানিফ সংকেত মানেই অসাধারণ সৃষ্টি। এক কথায় অসাধারণ। আমাদের সকলের ই মা,মাতৃভূমি, মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিৎ। ধন্যবাদ হানিফ সংকেত আপনাকে। আপনার দীর্ঘায়ু কামনা করছি।
সামাজের বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে এই নাটকটির মধ্য দিয়ে। অসংখ্য ভাল লাগলো। আর যারা এই নাটকটি যারা তৈরি করছেন তাদের কাছে অমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অসাধারণ!
নাটক এমনই হওয়া দরকার।
দেশ, দেশের সভ্যতা, কৃষ্টিকে ভালোবাসা।
হাজারো অপসংস্কৃতির ভিড়ে অপেক্ষায় থাকি কখন রিলিজ হবে হানিফ সংকেতের নতুন একটি নাটক.
খুব ভালো লাগলো সমসাময়িক বিষয় নিয়ে সচেতন এবং শিক্ষামূলক আরো একটি নাটক উপহার দেয়ার জন্য
হাজার বসর বেঁচে থাকুক ফাগুন অডিও ভিশন
হানিফ সংকেত মানেই একটা নতুন বার্তা, দিন বদলের, সমাজ পরিবর্তনের! ধন্যবাদ! আপনাকে!
হানিফ সংকেত স্যারের নাটক হিসাবে তারাই একমাত্র সঠিক এবং সফল।এই জুটির নাটক অামরা প্রতি বছর দেখতে চাই।।।🌙🌙ঈদ মোবারক🌙🌙
হানিফ সংকেত স্যার❤❤
বর্তমান সমাজে ভাষা,সংস্কৃতি,আচরণ ও আদব-কায়দায় যে অপসংস্কৃতি ও অসংগতিগুলো দেখা যায় সেগুলি এই নাটকের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ৷
আমাদের প্রত্যেককে আমাদের মাতৃভাষা বাংলাকে যথাযোগ্য সম্মান ও মর্যাদা দেওয়া উচিত ৷
এইরকম একটা সুন্দর নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য হানিফ সংকেত মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ৷
------------------------কোলকাতা থেকে❤
হানিফ সংকেত স্যারের নাটক মানেই বাস্তব চিএ আর তা দেখ শিক্ষা নাও অন্য কিছু বাদদিয়ে ধন্যবাদ দিলাম স্যার
That's why I called Hanif Sanket. দেশপ্রেম কাকে বলে এসব নাটক দেখে শেখা যায়। ধন্যবাদ লেজেন্ড।
হানিফ সংকেত সাহেবের প্রত্যেকটি নাটকই শিক্ষনীয়, আশা রাখি আরো ভালো ভালো কিছু এমন উপস্থাপন দেখতে পাবো....
অসংখ্য ধন্যবাদ প্রিয় ব্যক্তিত্ব হানিফ সংকেত স্যারকে ।
তিনি সব সময় দেশের সংস্কৃতি কে প্রাধান্য দেন । এগিয়ে যান আপনি ।
এজন্যই হানিফ সংকেতের নাটকের জন্য অপেক্ষা করি। আমরা যে অঞ্চলেরই হইনা কেনো, আমাদের একটাই পরিচয় আমরা বাঙালি বা বাংলাদেশী। ধন্যবাদ হানিফ সংকেত স্যার
আমি অনেক পাষাণ হৃদয়ের মানুষ, কিন্তু হানিফ সংকেতের নাটক মানেই কেনো জানি চোখে জল চলে আসে.............
মিস করতে চাইনা হানিফ সংকেত মামার-- ইত্যাদি যেমন তেমনি নাটক দুই মিলে আশায় থাকি পুরোটা মিলেই থাকবে শিক্ষা নিয় গল্প,দেশ আমার,মাটি আমার,মায়ের ভাষা এবং আমার ভাষা,তাই সমস্বরে বলি রাষ্ট্রভাষা বাংলা চাই।"
Rastobasha to Banglai
@@-SumaiyaRahman sr
হানিফ সংকেত মানে তো অন্যরকম অনুভূতি নাটক এগুলো হচ্ছে নাটক মানুষের জীবনের সাথে মিলে যায় ধন্যবাদ হানিফ সংকেত স্যার
অসাধারণ। বাংলা নাটকের কিংবদন্তী হানিফ সংকেত ও প্রয়াত হুমায়ূন অাহমেদ স্যার।বাংলা অামার দেশ,বাংলা অামার ভাষা। অাঞ্চলিক ভাষা বাংলার অমূল্য সম্পদ।
Apnar kotha ta muloban
@@SanzidaSathi Thank you so much.
হানিফ সংকেত স্যার কি একাই লড়বেন এ সমাজ বদলের জন্য। আসুন আমরা সবাই মিলে যার যার জায়গা থেকে সমাজ বদলের জন্য একটু চেষ্টা করি। ধন্যবাদ যারা অভিনয় করেছেন তাদের সবাইকেও বিশেষ করে আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, নিমা রহমান মীর সাব্বির ও জাকিয়া বারী মমকে।
এই বছরের নাটক গুলো যদি সেরা হয় তাহলে আমি মনে করি যে হানিফ সংকেত স্যারের নাটক গুলো সেরা বছরের সেরা।
বুঝতে পারি না এই ধরনের নাটক গুলো মেরিল প্রথম আলোর পুরস্কার অনুষ্ঠানে সেরা নাটক হিসাবে দেখা যায়।
সংকেত স্যার মানেই নতুন কিছু।চমৎকার নাটক।অনেক কিছুই শিক্ষনীয় আছে এই নাটক থেকে।নাটক তো এমনই হওয়া উচিৎ। নাটকের আরেক নাম সমাজের মুখপাত্র।
নাটক দেখা ছেড়ে দিয়েছিলাম ।চিন্তা করলাম হানিফ ভাই যেহেতু নাটক বানিয়েছন । দেখি না কি হয় , অসাধারন সুস্হ বিনোদনের জন্য এইসব নাটক দেখা খুব প্রয়োজন মনে করি।
ভাষা-সংস্কৃতির নিজস্ব ঐতিহ্য নিয়ে নাটক।
খুবই সুন্দর। 👍
নাটকের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ হানিফ সংকেত স্যার কে।
বিষয় নির্বাচন, অভিনেতা-অভিনেত্রী নির্বাচন এবং চিরায়িত বাড়ি যেখান শহুরে সিংহভাগ অভিনয় করা হয়ে থাকে।।
শুধু আমাদের মানে বাঙালিতে বেশ সমস্যা,, যাকিনা অন্য জাতীয়তার মাঝে এতো পরিলক্ষিত হয় না।।
হ্যাঁ তবে ইংরেজিতেও যে সংক্ষেপতা মধ্যপ্রাচ্যে দেখাযাচ্ছে তাতে সত্যিকারের ইংরেজি ব্যবহারকারিরা বেশ সতর্ক।
চীন একটি বিশাল জাতি যারা কিনা বিশ্বজুড়ে শিক্ষা-ব্যবসা বিস্তার করে যাচ্ছে।।
তারা বেশ নিজ ভাষার আয়ত্ব করে বেড়ায়। ইংরেজি পারলেও তারা সহজে ব্যবহার করতে ইচ্ছা পোষণ করে না।
যাই হোক আপনার আমার সামর্থ্য মতো স্বচ্ছ বাংলা বা স্বচ্ছ ইংরেজি ভাষা চর্চা করি, ব্যবহার করি।
এবং অনেকেই নাটকটি Upload করার সময় সরাসরি মন্তব্যে বাংলা-ইংরেজি এবং ইংরেজি ব্যবহার করেছে। যা কিনা অনেকে একটু প্রতিক্রিয়া দেখা গেছে।
আমিও একটু কারিগরি সমস্যার কারনে Laptop থেকে দেখেছি যার কারনে ইংরেজি মন্তব্য করেছিলাম।
সবাই ঈদ এর শুভেচ্ছা জানিয়ে নিজের খেয়ার রাখার অনুরোধ জানিয়ে শেষ করছি।
অসাধারণ হানিফ সংকেত স্যারকে এগুলো নাটকের মত লাগে কি সুন্দর একটা সামাজিক গল্প বাস্তব জীবনে এই সব নাটক দেখার মতো.... এখনকার পরিচালক কে হানিফ সংকেত স্যারের কাছে শিখার আছে সবশেষে বলবো এইরকম একটি নাটক পারে আমাদের সমাজকে শিখাতে....
এই রকম নাটম হইতোবা আমাদের সমাজটাকে সঠিক পথ দেখাতে পারে। ধন্যবাদ হানিফ সংকেত কে এমন একটি নাটক এর জন্য
ভাইয়া নাটম না নাটক
অসাধারণ একটা শিক্ষণীয় নাটক দেখলাম আসলে বর্তমান ফেইসবুক ব্যবহারকারী জেনারেশন এ থেকে কিছু শিখতে পারে শেষের কথাটা খুব ভালো লাগলো যে পারে সে দেখায় না যে অজ্ঞ সেই দেখাতে চাই বেশি, স্যালুট হানিফ সংকেত স্যার কে এইরকম নাটক আরও বেশি বেশি প্রচার করেন
এই হলো হানিফ মহাদয়👈
যার পরিচালনার পরিচয়
একমাত্রই সে👉
💓 ভালবাসা অবিরাম 💓
কার কার হানিফ সংকেতের নাটক ভালো লাগে শুধু তাঁরাইসারাদিন
Toder valo lage kolkatar natok desen nikhut valijinis valo lage na
.
Hmm
Amer
Ami eid pojonto wait kori natok gulo gonno
এক কথায় অসাধারন। হানিফ সংকেত স্যার কে অনেক ধন্যবাদ, যুগোপযোগী ও শিক্ষনীয় নাটক উপহার দেওয়ার জন্য।
অসাধারণ
ধন্যবাদ হানিফ সংকেত স্যার কে এমন একটি নাটক উপহার দেওয়ার জন্য
এটাই আমাদের আসল পরিচয় যে আমারা বাংলাদেশি.. ভালবাসি বাংলাকে, ভালবাসি বাংলা ভাষাকে..! আমি গর্বিত আমি বাংলা মায়ের সন্তান..
অনেক ধন্যবাদ।
খুব সুন্দর সামাজিক নাটক। খুব ভালো লাগলো। হানিফ সকেতকে অনেক ধন্যবাদ। তার দীর্ঘ আয়ু কামনা করছি।
অসাধারন, আসো ভালোবাসি দেশকে, দেশের মানুষ কে, যাদের দুখের শেষ নাই।
সত্যি খুব ভালো লাগলো। যত দেখি ততই মন ভরে যায় বাংলাদেশে নাটক সিনেমা।। ধন্যাবাদ লেখক কে।
অনেক দিন পর একটা ভাল নাটক দেখলাম
এর জন্য আপনি হানিফ সংকেত সবার চেয়ে আলাদা
হানিফ সংকেত এর নাটকে দেশপ্রেম এবং শিষ্টাচার, সৌহার্দ্য, শিক্ষার বিষয়টি আমাকে মুগ্ধ করে, আর যে সমস্ত মানুষ এই নাটকটি অপছন্দ করেছে তারা আধা বাংলা আধা ইংজি যার অর্থ হলো অপদার্থ।
আমার বয়স এখন ২৬ বছর।
আমি আমার এ সংক্ষেপ জীবনে অনেক বাংলা নাটক দেখেছি, কিন্তু তাতে আমার তৃষ্ণা মিটেনি।
আজ হানিফ সংকেত স্যারের প্রযোজনায় করা এ নাটকটা দেখে কিছুটা হলেও তৃষ্ণা মিটেছে......
আমি চাই এমন নাটক আরো বেশি দেশি যেন করেন, তাতে করে আমার প্রাণের লাল সবুজের এ দেশ থেকে বিদয় নিবে অপসংস্কৃতি।
আপনার বয়স ২৬ বছর যখন আপনি বিয়ে করেছেন।
অনেক অনেক ধন্যবাদ হানিফ সংকেত কে যে আমাদের সমাজে কিছু শিক্ষিত আমাদের বাংলা ভাষাকে ব্রাহ্মণ্য করে
হানিফ সংকেত পরিচালিত বলে নাটকটা দেখলাম,,,এক কথায় অসাধারন,, খুব ভালো লেগেছে,,
কয়েকবার নাটকটি দেখলাম।জাকিয়া বারি মমর অভিনয় দেখে আমি মুগ্ধ। সেলুট আপা।
এক কথায় অসাধারণ, আমরা আশা করবো এরকম নাটক আরও বেশি বেশি বানানো হোক,ধন্যবাদ সকল অভিনেতা ও হানিফ সংকেত স্যার কে।
অসাধারণ হয়েছে নাটকটির নির্মাণ শৈলী। অভিনয় দারুন এক কথায়। হানিফ সংকেত স্যার কে ধন্যবাদ। এরকম পারিবারিক গল্প সমৃদ্ধ নাটক উপহার দেওয়ার জন্য। নাটকটি মেরিল-প্রথম আলো পুরষ্কারে বিবেচনা করা উচিত বলে মনে করি।
ঈদ মোবারক
প্রতি ঈদে হানিফ স্যারের নাটক দেখার অপেক্ষায় থাকি
। স্যারের নাটক থেকে অনেক কিছু শিখার আছে।সমাজের জন্য অনেক শিক্ষনিয় বিষয় আছে।ধন্যবাদ স্যার
অসাধারণ নাটক। দক্ষ অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে থেকেও,
মমো অসাধারণ অভিনয় দিয়ে পুরো নাটকটাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে।
অসাধারণ, শিক্ষনীয় বিষয় আছে আমাদের,ধন্যবাদ নির্মাতা সকল কে।
অসাধারণ সুন্দর ও শিক্ষণীয় নাটক। শত শত বস্তা পঁচা নাটকের মাঝে একটি ভালো ও মানসম্মত নাটক যেটা আমাদের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতিকে সুন্দর ও সুচারুভাবে তুলে ধরেছে। অজস্র ধন্যবাদ প্রিয় হানিফ সংকতে।
নাটকটি আমাদের বাংলা ভাষাকে বিশুদ্ধভাবে টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করি। ধন্যবাদ, জনাব হানিফ সংকেত। ঈদ মোবারক❤
বর্তমান যুগের সাথে মিল খুজে পাইছি আপনার দ্বারাই সম্ভব ধন্যবাদ স্যার
অসাধারন কাহিনী। আর হানিফ সংকেত স্যার নাটক মানে ফাটাফাটি। প্রতি বছর ঈদের এই নাটকটি সেরা লাগে।
এর চেয়ে ভালো নাটক আর হয় নাকি। ধন্যবাদ হানিফ সংকেত। মানসম্মত, শিক্ষনীয়, রুচিশীল এবং ব্যতিক্রমী নাটক উপহার দেওয়ার জন্য।
ইউটিউবে যদি এক হাজার লাইক দেওয়া যেতো তাহলে এই নাটকে দিতাম ১০০০০👍
শিক্ষিত তাকে বুঝায় না যে অন্যের ভাষাকে বেশি গুরুত্ব দেয়, শিক্ষিত বুঝায় তাকে যে নিজের মাতৃভাষাকে সম্মান করে,,নাটকটা অনেক ভালো লাগলো,,,ধন্যবাদ হানিফ স্যার,,,এরকম একটা নাটক রচনা করার জন্য,,,,,,,
হানিফ সংকেত স্যার কে ধন্যনাদ প্রানের নোয়াখালী ভাষা টাকে উপস্থাপন করাতে।
নাটকটি অনক সুন্দর হয়েছে। সমাজ থেকে অজ্ঞতা দূরীকরনে এত সু্ন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য নাটকটির সকল বিজ্ঞ অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীকে জানাই অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ ।
ইত্যাদি পর হানিফ সংকেত স্যারের নাটক কার কার কাছে ভাল লাগে আমারত ভালো লাগে
এক কথায় অসাধারণ। ধন্যবাদ হানিফ সংকেত স্যার। ভালোবাসা রইল প্রতিটি শিল্পী আর কলাকুশলীদের জন্য।
অনেক সুন্দর একটা নাটক । নাটকটা দেখে মন ভরে গেল । ধন্যবাদ হানিফ স্যার।
Very nise
কি অসাধারণ এক শিক্ষনীয় নাটক, আসলেই হানিফ সংকেত মানেই তো সবার থেকে আলাদা। উনি যতগুলো নাটক আমাদেরকে উপহার দিয়েছন প্রত্যেকটা নাটকই যেমন শিক্ষনীয়, তেমনি সামাজিক এবং আছে শালীনতা। উনার চিন্তাধারা এবং মনোভাব সত্যিই অতুলনীয়। ধন্যবাদ স্যার।
খুবই সুন্দর একটা নাটক,,দেখে খুব ভালো লাগলো।
হানিফ সংকেত আপনাকে অনেক ধন্যবাদ।
balo lagce natok ti.
i love this natok
আমার জীবনে এত সুন্দর নাটক আর দেখিনি।।।।।স্যতি নাটকে কিছু শিক্ষনিয় বিষয় রয়েছে!!!
শিক্ষনীয় একটা নাটক।কুভ ভালো লেগেছে।হানিফ সংকেত মানেই ভিন্ন আর শিক্ষনীয় কিছু থাকবেই
নাটক টি অসাধারন ভালো লাগছে,,।
ইরাক,থেকে,, দেখলাম আমরা ইরাক প্রবাসি,,।
সত্যি লেখক ও অভিনেতা এবং অভিনেত্রী গণকে , খুব ভালো লাগলো নাটক টি দেখে। অসঙ্খ ধন্যবাদ🙏💕। শুবহান দু লিল্লাহ।
মম এসেই নাটকটাকে আরও অসাধারন বানিয়ে দিয়েছে❤❤❤👌👌👌
সত্যিই শিখনীয়।ভালো লাগল।ভবিষ্যতে আরো এ রকম নাটক দেখতে চাই।
সত্যিই অসাধারণ। এইরকম নাটক আরও চাই
Thank you so much sir, ato shundor ekta natok upohar debar jonno ..valo jinish theke manush onek kichu shikkha nite pare..manush to Indian serial keno je dekhe..buji na.manush jeno valo hoy amader desh ta jeno unnoti hoy...allah jeno tai koren..
অনেক দিন পর এত সুন্দর একটা পারিবারিক নাটক দেখলাম। অনেক ভাল লাগল
😍😍😍😍😍😍😍😍😍
ধন্যবাদ হানিফ সংকেত কে এমন একটি সুন্দর নাটক বানানোর জন্য, "ঈদ মোবারক"
বহুদিন পরে একটা মনের মতো ভালো নাটক দেখলাম। ধন্যবাদ প্রজোজক পরিচালক সহ সবাইকে।
নাটকটার চরিত্র মনোমুগ্ধকর। এবং রচনা ও সুন্দর। আমাদের সমাজ আজ নোংরামিতে ছেয়ে গেছে, এর থেকে মিক্তি জন্য হানিফ স্যারের মতো পরিচালক হওয়া খুবই জরুরী । স্যারের যাহা কিছু নেটে আশে সব কিছু দেখতে চেষ্টা করি। হানিফ স্যার আমার বরিশালের গর্ব । স্যারকে আমি প্রান ভরে দোয়া করি । স্যারের প্রতিটা কথায় শিখনিয় বিষয় থাকে । সেই ছোট বেলা থেকে স্যারের অনুষ্ঠান দেখি। আপনার দীর্ঘ জীবন কামনা করা ।
*বেশ কিছু অভিনেতা এবং পরিচালকের নাটকের জন্য প্রতি বছর অপেক্ষায় থাকি........*
হুম
হুম
Same to you
Xxx
hooo
খুব সুন্দর একটা শিক্ষনীয় নাটক.....হানিফ সংকেত এর অনুষ্ঠান মানেই শিক্ষনীয় অনুষ্ঠান
খুব ভাল লাগল এই ভিডিওটা দেখে, এর থেকে অনেক কিছুই শিখতে পেলাম, ধন্যবাদ আপনাদের সবাইকে এই রকম একটি শিক্ষনীয় পোষ্ট দেয়ার জন্য।
হানিফ সংকেত স্যার বলেই সম্ভব সেই আগের মতো সুস্থ বিনোদন দেয়ার... 💙
অসংখ্য ধন্যবাদ এমন নাটক উপহার দেওয়ার জন্য। 🥰🥰🥰🥰
নোয়াখালীর ভাষায় জাকিয়া বারী মম অসাধারণ
নাটকটি দেশের জন্য উপযোগি,,এমনটি হচ্ছে বর্তমান দেশে,,
অসাধারণ।।।।
দারুন একটা নাটক দেখলাম। সংকেত স্যার এর নাটক থেকে অনেক কিছু শেখা যায়।।
thnk u sir.
কেউ যদি নাটকটা দেখেন, তাহলে অবশ্যই পুরো নাটক দেখবেন। দেখতে যেমন আনন্দ পাবেন, তেমনি কিছু শিখতেও পারবেন।
নিঃসন্দেহে একটি শিক্ষনীয় নাটক🇧🇩💚
সত্যি অনেক কিছু শিখার আছে এই নাটকে।
Nurjahan islam that why I love Bangali drama
Nurjahan islam hmmm
Hum....
Hi
অসাধারন একটি নাটক
নোয়াখালীর ভাষা অজ্ঞলিক ভাষা গুলোর মধ্যে একটি সেরা ভাষা। তাইতো আমি গর্বিত আমার মাতৃ ভাষা নোয়াখাইল্ল্যা।
Nuakhali, Dhakaya, Chottogrami, and Sylhety have their own style of talk.
আরে সালা কাউয়া
@@ishanparvej4388 কয়৷ কি
purai sagol
হাছা কইসোস টিটু নোয়াখাইল্লা ভাষা সেরা।আরে তুই মালিক মূলবির বাড়ীর পোলা।আমি সাগর
এমন একটা দৃশ্য নাই, যেখানে শিক্ষনীয় ব্যপার নেই। হানিফ সংকেত সবসময় এইসবের জন্যে ওস্তাদ
মম এর মুখে নোয়াখালীর ভাষায় ব্যবহৃত ডায়ালগ গুলো চমৎকার হয়েছে।
Mom Ki tur ma
বর্তমান সময়ের অনেক অশ্লীল পরিচালকের দ্বারা পরিচালিত অশ্লীল নাটকের ভিড়ে এখনো কিছু সামাজিক পরিচালক আছে বিধায় সবাই মিলে নাটক এখনো দেখা যায়। ধন্যবাদ হানিফ সংকেত & Fagun audio vision
হানিফ সংকেতের নাটকে শিক্ষনীয় কিছু থাকে....নাটকটির শেষপ্রান্তে এসে দেখলাম নোয়াখালী Is very Important......
Yes
@@onimaakter5379 নোয়াখাইল্লার পরিচয় দিয়েছে 😃😃
ঈদ মোবারক। এককথায় অসাধারণ। বর্তমানে কি সব ভাড়ামী নাটক দেখতে দেখতে মানুষ অস্থির হয়ে পড়েছে। এই নাটকে বিনোদনের পাশাপাশি শিক্ষণীয় অনেক কিছু আছে। ধন্যবাদ, হানিফ সংকেত স্যার, এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য।
হানিফ সংকেত এর নাটক মানেই অসাধারণ সুন্দর 😍
হানিফ সংকেত - উনার তুলনা উনি নিজে ই । অসাধারণ এক কথায় ।
খুব,,,,,,,,,,,,,,ই ভালো লাগলো। হানিফ সংকেতকে ধন্যবাদ এমন পারিবারিক নাটক উপহার দেয়ার জন্য। আই লাভ ইউ থুক্কু, আমি আপনাকে ভালোবাসি। 😃
হানিফ সংকেতের নাটক গুলো সত্যিই অসাধারন,,, যুক্তসঙ্গত এরং শিক্ষনীয়
কতটা মন ছুলে মানুষের চোখ দিয়ে পানি বের হয়। খুব সুন্দর নাটক....