বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম
    পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করুন সুবিধামতো, যেকোনো সময়
    ব্যাংকিং কার্যক্রমকে আপনার হাতের মুঠোয় নিয়ে আসতে এবং জীবনকে একদম সহজ করে তুলতেই যাত্রা শুরু করে বিকাশ। তারই ধারাবাহিকতায় বিকাশ নিয়ে এসেছে ‘পে বিল’ সার্ভিস। আপনার পল্লী বিদ্যুৎ বিল দিতে আর কষ্ট করতে হবে না। এখন ‘পে বিল’ সার্ভিস-এর মাধ্যমে ঘরে বসেই পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করুন আপনার সুবিধামতো, যেকোনো সময়।
    সেবার বিস্তারিত:
    বিকাশ গ্রাহকদের জন্য ‘পে বিল’ একটি নতুন সেবা, যার মাধ্যমে তারা বিকাশ একাউন্ট ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের বিল প্রদান করতে পারবেন।
    পে বিল সেবা থেকে একজন বিকাশ গ্রাহক নিম্নবর্ণিত সুবিধাসমূহ পাবেন:
    চেক বিল: একজন গ্রাহক তার বিলিং একাউন্ট নাম্বার ও বিল প্রদানের তারিখ দিয়ে বিলারের বলিরে প্রাপ্য বিল-এর পরিমাণ চেক করতে পারবেন। এর ফলে গ্রাহক বিল প্রদান করার পূর্বে তার সঠিক বিলের পরিমাণ এবং বিলের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন
    পে বিল: গ্রাহক তার প্রয়োজনীয়তা অনুসারে পে বিল সিলেক্ট করে প্রযোজ্য বিলের বিস্তারিত তথ্য দিয়ে তার আনুষঙ্গিক বিল প্রদান করতে পারবেন
    বেনিফিশিয়ারি: গ্রাহক বিল প্রদানের সুবিধার জন্য বিভিন্ন বিলার-এর জন্য ব্যবহার/যোগ/বাতিল/বেনিফিশিয়ারি দেখা ইত্যাদি করতে পারবেন
    গ্রাহকের সুবিধাসমূহ:
    যেকোনো সময়, যেকোনো জায়গা হতে নানাধরনের বিল সহজেই প্রদান করা যাবে
    বিল প্রদান করার জন্য গ্রাহককে বিলার নির্ধারিত পয়েন্টে উপস্থিত থাকতে হবে না
    পেমেন্ট প্রদান করার পূর্বেই প্রদেয় বিলের এমাউন্ট এবং স্ট্যাটাস চেক করা যাবে
    পল্লী বিদ্যুৎ-এর বিল প্রদান সংক্রান্ত বিস্তারিত
    পল্লী বিদ্যুৎ-এর জন্য চেক বিল
    পে বিল
    পল্লী বিদ্যুৎ-এর জন্য পে বিল
    বেনিফিশিয়ারি
    বেনিফিশিয়ারি এমন একটি ফিচার, যার ফলে বিকাশ গ্রাহক পে বিল ট্রানজেকশনের জন্য তার প্রয়োজনীয় তথ্য যেমন গ্রাহকের বিল একাউন্ট নাম্বার সেইভ করতে পারবেন, ফলে এই গ্রাহককে বারবার বিল প্রদান করার জন্য নাম্বার মনে রাখতে হবে না
    এই ফাংশনের জন্য ‘Name’ পূরণ করে রাখলে গ্রাহকের ‘Customer Bill Account Number’ খুঁজে পাওয়া সহজ হবে
    পে বিল করার সময় ‘Saved Accounts’ A c k bwU ‘Beneficiary’ হিসেবে গণ্য হবে
    বর্তমানে প্রত্যেক বিলার-এর জন্য এক (১) জন বেনিফিশিয়ারি অ্যাড করা যাবে
    অ্যাড বেনিফিশিয়ারি প্রক্রিয়া
    পল্লী বিদ্যুৎ বিলার-এর জন্য বেনিফিশিয়ারি অ্যাড করা
    সর্বোচ্চ পাঁচ (৫) বার সফলভাবে চেক বিল অনুরোধ একাউন্ট-এ ধর্তব্য, যা সকল বিলার-এর ক্ষেত্রেই প্রযোজ্য
    একজন বিকাশ গ্রাহক এক মাসে সর্বোচ্চ দুইবার পল্লী বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন
    এসএমএস একাউন্ট নাম্বারধারী প্রত্যেক পল্লী বিদ্যুৎ কাস্টমার বিল কপি কিংবা সংশ্লিষ্ট কাগজপত্রে উল্লিখিত ৬ ডিজিটের কাস্টমার আইডি নাম্বার দিয়ে পে বিল ট্রানজেকশন করতে পারবেন।

КОМЕНТАРІ • 4

  • @studiosk3708
    @studiosk3708  4 місяці тому +1

    ua-cam.com/video/0XwqjMMIBW0/v-deo.htmlsi=0FXr4xSk61MISv3B

  • @studiosk9990
    @studiosk9990 4 місяці тому +1

    ধন্যবাদ

  • @studiosk3708
    @studiosk3708  4 місяці тому

    ua-cam.com/video/0XwqjMMIBW0/v-deo.htmlsi=0FXr4xSk61MISv3B