অনেক দিন ধরে এই ভিডিওটার অপেক্ষায় ছিলুম। বারবার করে ভিডিও টা দেখার মত করে ভিডিও টা বানিয়েছো দাদা। তোমার জন্য অনেক শুভকামনা দাদা। নতুন বছরে তোমার খুব খুব ভালো হোক ❤️ভালোবাসা জেনো ❤️
Amar akta anthuriam gach ache kintu kono kichu hoche na pata ta pure pure gache chade ache kintu chilegorer sete 3mas holo prothome sikor nosto hoye gechilo tarpor video dekhe repoting korechi 2mas holo ki hoche na ki korbo bolun pls
মুন ক্যাকটাস এমনিতেই বেশিদিন বাঁচে না, আমাদের জলবায়ুতে একবছরই মোটামুটি ভালো থাকে। এই ধরণের গাছ যেহেতু নিজে ক্লোরোফিল তৈরী করতে পারে না তাই এরা বেশিদিন বাঁচে না।
আপাতত কিছু করার দরকার নেই। গাছের পাতায় রোজ সকালে জল স্প্রে করুন, সরাসরি রোদে রাখবেন না, তাপের হাত থেকে রক্ষা করবেন। শীত এলে অল্প পরিমাণে seaweed সার ব্যবহার করবেন, প্রতি পনেরো দিনে একবার।
খোলামেলা জায়গায় রাখার চেষ্টা করুন,গাছের চারপাশে একটু হাওয়া চলাচল হলে ভালো। R.O. water ব্যবহার করতে পারলে খুব ভালো হয়। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতে দিন। আর বাদামী হয়ে যাওয়া পাতাগুলো পুরো শুকিয়ে গেলে তবেই কেটে দেবেন, গোড়া থেকে।
জল যদি "RO WATER" ব্যবহার করা হয় তাহলে ভালো হয়। এখন হঠাৎ মিডিয়াতে বসালে গাছ শক পাবে। তবে মিডিয়া না পেলে পচে যাবে, কাজেই মিডিয়া তৈরী করে বসিয়ে দিন। রোদ একদম দেওয়া যাবে না আর হাওয়া চলাচল হয় এরকম জায়গায় রাখবেন না। রোজ পাতায় জল স্প্রে করবেন, বৃষ্টির জল শুধু ব্যবহার করুন প্লিজ নাহলে বাঁচানো মুশকিল, RO WATER ও ব্যবহার করতে পারেন, খুব ভালো হয়।
@@Inlovewithsoil ,,আমার গাছ গুলো নার্সারি থেকে নিয়েছি ,সেখানেই মাটি ও ধানের তুষে ছিলো,, আপনার মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ সেখানে মাটি নেই , তো রিপোট করতে মাটি কী ধুঁয়ে ফেলতে হবে প্লিস এবার কী করবো একটু বলুন
@samirjana6015 আপনি কলকাতায় বা কলকাতার কাছাকাছি থাকলে গ্যালিফ স্ট্রিট মার্কেটে একবার খোঁজ নিয়ে দেখুন, ঠিক পেয়ে যাবেন। এছাড়া আপনার কাছাকাছি কোনও নার্সারিতে খোঁজ নিলে আমার মনে হয় নিশ্চয়ই পেয়ে যাবেন।
Onek bhalo kore bujiesen dhonnyabab
☺️🙏🏻
Wow.... Excellent explanation. ...
Thanks 🙏🏻
অনেক ধন্যবাদ । অনেক কিছু জানলাম
😊🙏🏻
ভাল লাগল ধন্যবাদ আপনাকে
😊🙏🏻
Khubi informative ❤
😊
Khub valuable information dilen.. thank you.. Hyderabad a achi ekhn tai.. notun kore guidance khub dorkar chilo..
Thank you so much.
Most welcome 😊😊
Wow superb
অনেক দিন ধরে এই ভিডিওটার অপেক্ষায় ছিলুম। বারবার করে ভিডিও টা দেখার মত করে ভিডিও টা বানিয়েছো দাদা। তোমার জন্য অনেক শুভকামনা দাদা। নতুন বছরে তোমার খুব খুব ভালো হোক
❤️ভালোবাসা জেনো ❤️
তোমার কমেন্টগুলো খুব উৎসাহ দেয়, ভালো থেকো
নার্সারি তে ধানের তুষ ও মাটি তে আছে ,,এখন ও আছে ,আপনার মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ , মাটি নেই তবে কী এখন রিপোট করতে মাটি ধুয়ে লাগাতে হবে,,প্লিস বলবেন
Namaste sir 🙏
Nice care tip
😊😊
Ki darun hoache gach duto....
☺️ আমিও এতটা প্রত্যাশা করিনি
@@Inlovewithsoil apni je kono gach kei ai rokom sundar ar taja kore dite paren....☺️
😊😊 Thanks
Khub khushi holam eto sundor Ekta video peye. Ekta kotha jiggasa korchi bhai, apni ki sudhu charcoal e potting korechen
না না, charcoal উপরে দিয়েছি যাতে জল দিতে গিয়ে মিডিয়া সরে না যায়
তবে আপনি চাইলে চারকোল দিয়ে মাটি তৈরী করতে পারেন।
ছোটো টুকরো করা চারকোল 30%
কোকোপিট 30%
কম্পোস্ট 30%
Perlite 10% বালি দেওয়া যেতে পারে এর বদলে
Thank you so much
সম্পুর্ন সত্তি কথা,বেটা আমি বহু চেষ্টা করেও সফল হতে পারেনি।
আশা করছি এবার পারবেন 😊
Good
Thanks 🙏🏻
খুব সুন্দৱ হয়েছে।শুধু কাঠকয়লাতে বসাতে পাৱবো কি?
না, আসলে আমি যাতে মিডিয়া গোড়া থেকে সরে না যায় তাই উপরে charcoal দিয়েছি।
@@Inlovewithsoil আমাকে বুঝিয়ে বলাৱ জন্য অনেক ধ্যনবাদ তোমাকে 🤭
😆😆
Amar akta anthuriam gach ache kintu kono kichu hoche na pata ta pure pure gache chade ache kintu chilegorer sete 3mas holo prothome sikor nosto hoye gechilo tarpor video dekhe repoting korechi 2mas holo ki hoche na ki korbo bolun pls
আপাতত কিছুই করার নেই। বৃষ্টির জল মাঝে মাঝে দিতে পারেন, বেশি তাপ আসে এরকম জায়গায় রাখবেন না, একটু ঠাণ্ডা জায়গায় রাখুন।
শীতকাল এলে আবার বাড়বে আশা করছি।
Christmas cactus e ki khol jal deya jai ami diyechi kichu hobe ki pls bolun na
Christmas cactus epiphytic গাছ, এরা এত চড়া সার নিতে পারে না, কিন্তু গাছ অনেক কিছুই সহ্য করেই নেয়। কাজেই আশা করছি কিছু হবে না
@@Inlovewithsoil thx dada
Gaach ta potting kora ta bolle bhallo hoe. Nursery theke enechhi , kintu potting korini. Ekto bole din
ua-cam.com/video/9lNXIjVfPSQ/v-deo.html
এই ভিডিওতে সবটা দেখানো হয়েছে, দেখতে পারেন
Kindly advise, amar pink anthurium ta cocopit e ache, ota ke soil e potting korbo ki ? perlite fertilizer kotadin por debo?
এখন দয়া করে কিছু করতে যাবেন না, গাছ শক পাবে, অক্টোবর মাসের মাঝামাঝি রিপট করুন, সবচেয়ে ভালো।
Thank you
@@Inlovewithsoil Thank you
Moon cactus নিয়ে কিছু বলুন। আমার মুন ক্যাকটাস টা ১বছর ভালো থাকার পর এই বর্ষায় খারাপ হয়ে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না।
মুন ক্যাকটাস এমনিতেই বেশিদিন বাঁচে না, আমাদের জলবায়ুতে একবছরই মোটামুটি ভালো থাকে। এই ধরণের গাছ যেহেতু নিজে ক্লোরোফিল তৈরী করতে পারে না তাই এরা বেশিদিন বাঁচে না।
Anthurium alpo bistir jol porle ki nosto hoye jete pare
নাহ, বরং গাছ ভালোই থাকবে, তবে অল্প বৃষ্টির দেওয়াই যথেষ্ট।
হ্যালো,এটা পানি থেকে মিডিয়ায় দিয়েছি,আলো পায় এমন জায়গায় রেখেছি,এখন এমন হয়ে আছে,কি করব?
আপাতত কিছু করার দরকার নেই। গাছের পাতায় রোজ সকালে জল স্প্রে করুন, সরাসরি রোদে রাখবেন না, তাপের হাত থেকে রক্ষা করবেন। শীত এলে অল্প পরিমাণে seaweed সার ব্যবহার করবেন, প্রতি পনেরো দিনে একবার।
👍👍
Where is your nursery.. If you kindly let us know
We don't sell anything..☺️
Npk 19:19:19 r micronutrients ki use kora jabe?
এখন NPK দেওয়া যায়, তবে কম পরিমাণে, আর MICRONUTIENTS মাটিতে ব্যবহার করতে পারেন, পাতায় না দেওয়াই ভালো
@@Inlovewithsoil আপনার Facebook I'd টা দিন please
আমার গাছটির পাতা গুলোর মাঝখানটা বাদামি রঙের হয়ে যাচ্ছে ,ছয় মাস আগে লাগানো। কিভাবে এখন পরিচর্যা করবো।
গাছটি কোথায় রেখেছেন?
বাড়ির ভিতরে সিঁড়ি তে , এখানে সকালে রোদ পায়।
খোলামেলা জায়গায় রাখার চেষ্টা করুন,গাছের চারপাশে একটু হাওয়া চলাচল হলে ভালো। R.O. water ব্যবহার করতে পারলে খুব ভালো হয়। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতে দিন।
আর বাদামী হয়ে যাওয়া পাতাগুলো পুরো শুকিয়ে গেলে তবেই কেটে দেবেন, গোড়া থেকে।
দাদা,আমি কয়েকটা চারা পানিতে রাখা অবস্থায় গিফট পেয়েছি এখন দেখি শিকড় গলে যাচ্ছে ও পাতা হলুদ হয়ে যাচ্ছে।কি করব দয়া করে যদি বলতেন।
জল যদি "RO WATER" ব্যবহার করা হয় তাহলে ভালো হয়। এখন হঠাৎ মিডিয়াতে বসালে গাছ শক পাবে। তবে মিডিয়া না পেলে পচে যাবে, কাজেই মিডিয়া তৈরী করে বসিয়ে দিন। রোদ একদম দেওয়া যাবে না আর হাওয়া চলাচল হয় এরকম জায়গায় রাখবেন না।
রোজ পাতায় জল স্প্রে করবেন, বৃষ্টির জল শুধু ব্যবহার করুন প্লিজ নাহলে বাঁচানো মুশকিল, RO WATER ও ব্যবহার করতে পারেন, খুব ভালো হয়।
ধন্যবাদ
Peace lily r o ki eki rokom podhyoti te porichorjar dorkar?
না না, peace lily একটু অন্যরকম পরিচর্যা চায়
@@Inlovewithsoil video needed with an outline of differences in care procedure 🐒
😄sure
রিপোট কী দিয়ে করবো ,,পরিমাণ ,,বললে ভালো হয়
ছোটো টুকরো করা চারকোল 30%
কোকোপিট 30%
কম্পোস্ট 30%
Perlite 10% বালি দেওয়া যেতে পারে এর বদলে
ভালো করে মিশিয়ে বসিয়ে দেবেন গাছ।
আমার ও মারা গেছে ,,খুবই কষ্ট পেয়েছি ,,এখন ও দুটো 450 টাকা নিয়েছি ,, ভয়ে রিপোট করতে পারছিনা ,, ছোট গাছ তবে ফুল দিচ্ছে ,,ধন্যবাদ অনেক কিছুই জানতে পারলাম
আশা করছি এবার ঠিক থাকবে
@@Inlovewithsoil ,,আমার গাছ গুলো নার্সারি থেকে নিয়েছি ,সেখানেই মাটি ও ধানের তুষে ছিলো,, আপনার মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ সেখানে মাটি নেই , তো রিপোট করতে মাটি কী ধুঁয়ে ফেলতে হবে প্লিস এবার কী করবো একটু বলুন
হ্যাঁ মিডিয়া ধুয়ে নিয়ে নতুন মিডিয়া তে বসাবেন, কোনো অসুবিধা হবে না
আপনি কি আ্যন্থরিয়াম সেল করেন, যদি করনে কেমন দাম?
আমি কিছু বিক্রি করি না 😊🙏🏻
আমার এই গাছ খুব ভালো লাগে, কিভাবে পাবো, যদি একটু বলেন।
@samirjana6015 আপনি কলকাতায় বা কলকাতার কাছাকাছি থাকলে গ্যালিফ স্ট্রিট মার্কেটে একবার খোঁজ নিয়ে দেখুন, ঠিক পেয়ে যাবেন। এছাড়া আপনার কাছাকাছি কোনও নার্সারিতে খোঁজ নিলে আমার মনে হয় নিশ্চয়ই পেয়ে যাবেন।
@@Inlovewithsoil অনেক অনেক 🙏💕 আপনাকে
এই শীতে দুই বার কিনতে গেছি। কিন্তু দাম শুনে দৌড়ে পালিয়েছি।
হ্যাঁ খুব দাম। আমার গাছগুলো কিন্তু বেশ কম দামে কেনা।😊
@@Inlovewithsoil koto kore jodi bolten?
আমি 200 টাকায় কিনেছি, 250 চেয়েছিলো।
@@Inlovewithsoil আপনি বেশ ভাগ্যবান, আমার কাছে দুটো আছে ৩৫০/- প্রতি পিস।
@@Inlovewithsoil আমার কাছে ৩৫০ ও ৪৫০ চেয়েছিল।