আপনার ভিডিও গুলো অসাধারণ লাগে, আর তার থেকে বড় বিষয় হলো স্থান মাহাত্ম বর্ণনার সাথে মনে হয় যে আমরাও যেন আপনার সাথে ই রয়েছি। অজস্র ধন্যবাদ আপনাকে 🙏 এমন ভালো ভিডিওর জন্য।
কোনো বাঙালি ব্লগার এই ভাবে আজ অবধি মথুরা বৃন্দাবন কে এক্সপ্লোর করেছেন বলে আমার জানা নেই ,অসাধারন এক পর্ব দেখলাম প্রার্থনা করি রাধারানী ও তাঁর গোবিন্দ আপনার সকল মনোবাসনা পূর্ণ করুন
মনে হয় আপনিই প্রথম বাঙালী ইউ টিউ বার যিনি মথুরা বৃন্দাবনের এতো details সহযোগে ভিডিও করেছেন, প্রত্যেকটি জায়গার মাহাত্ম্য,লোককথা খুব সুন্দর বর্নণা করেছেন। শ্যাম কুন্ড,রাধা কুণ্ডের ইতিহাসের উৎস কি জানার আগ্রহ রইলো।
অপূর্ব লাগল ভিডিওটি। অসাধারণ উপস্থাপনা র সংগে ভক্তি ভাবের মিশ্রন । মহাদেব ও শ্রী কৃষ্ণের যে লীলা ও সংযোগ ও রাধা কৃষ্ণের বিভিন্ন লীলা সত্যি চোখে জল এনে দেয়। তাঁদের আশীর্বাদে ভাল থাকবেন।
আজ বৃন্দাবনের খুব সুন্দর একটা ভিডিও দর্শন করলাম দাদা অপনার মাধ্যমে আর জায়গার মাহাত্ম্য বর্ণনা করেছেন এই রকম ভিডিও আগে আর কেউ করেছ বলে আমার মনে হয় না । এক কথায় অতি সুন্দর ঘরে বসে বৃন্দাবন দর্শন । হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে রাধে।
আপনার এই সব ভিডিও দেখে বুঝি যে আমাদের বেড়ানো আর আপনার বেড়ানোর কত পার্থক্য, কতটা তাত্পর্য পূর্ণ। অসাধারণ। তুলনা হীন। এবার থেকে আপনার দেখানো জায়গায় যাবো আর আপনার ভিডিও দেখতে থাকবো। আপনার কাছে অনেক কিছু শেখার আছে। এত তথ্য ..... অসাধারণ।
এতদিন আপনার ইতিহাস ও ভূগোল (মধ্যপ্রদেশ Episode )এর তথ্য গুলো তারিফ করার মত ছিল। কিন্তু আজ mythology ও সাথে শ্রীকৃষ্ণ কীর্তন/বৈষ্ণব পদাবলি ও চমৎকার ব্যখ্যা করলেন। এখানেই অন্যান্য travel bloggers দের থেকে আপনি অনেক আলাদা সবাই ই ঐ খাওয়া দাওয়া /ট্রেন/হোটেল --এসব নিয়ে ই কাটিয়ে দেয়। আপনি সুস্থ থেকে আরও এমন তথ্য সম্পন্ন blog বানান এই কামনাই করি ঈশ্বরের কাছে। 🙏🙏🙏🙏🙏 তবে এবারে অনেকদিন অপেক্ষা করতে হল -----😄😄
অপূর্ব লাগলো।আমি তো ভিডিও দেখতে দেখতে মনে হলো যেন আমি আপনাদের সাথেই রয়েছি। আমরাও মথুরা বৃন্দাবন ঘুরেছি কিন্ত এতো সব স্থান দর্শন করার সময় এবং সৌভাগ্য হয়ে ওঠেনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন সুস্থ থাকবেন।
খুব খুব ভালো লাগলো।👍 আপনাকে অশেষ ধন্যবাদ ভাই, আপনি এত সুন্দর ভাবে,আমাকে বৃন্দাবন,মথুরা দর্শন করালেন, যে মন ভরে গেলো। শ্রী কৃষ্ণ আপনার ও আপনার পরিবারের মঙ্গল করুন 🙏 জয় শ্রী কৃষ্ণ জয় রাধে 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
মথুরা ও বৃন্দাবনের সকল ভিডিওগুলির প্লে লিস্টের লিংক - ua-cam.com/play/PLKA_QKcJDDQj9oXwCPGiCQcKeIk5FORZS.html
অপূর্ব অসংখ্য ধন্যবাদ
এত সুন্দর ভিডিও পরিবেশন করার জন্য
অনেক আশা একবার মথুরা বৃন্দাবন এই মহা তীর্থ ভূমি দর্শন করার জয় শ্রীকৃষ্ণ জয় রাধা
হ্যাঁ দাদা সেপ্টেম্বর এ ১২ তারিখ যাবার টিকিট আছে ফেরার তারিখ ১৯
খুব খুব ভালো লাগছে প্রতি টি পর্ব। সেই সঙ্গে জয়দেব চণডীদাস পদাবলীর মাধুর্য। অপূর্ব।
অসংখ্য ধন্যবাদ 🙏
আপনার ভিডিও গুলো অসাধারণ লাগে, আর তার থেকে বড় বিষয় হলো স্থান মাহাত্ম বর্ণনার সাথে মনে হয় যে আমরাও যেন আপনার সাথে ই রয়েছি।
অজস্র ধন্যবাদ আপনাকে 🙏 এমন ভালো ভিডিওর জন্য।
অসংখ্য ধন্যবাদ 🙏 অনুগ্ৰহ করে সঙ্গে থাকবেন ।
দাদা খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এই সব ভিডিও আপলোড করার জন্য।
অনেক ধন্যবাদ 🙏
কোনো বাঙালি ব্লগার এই ভাবে আজ অবধি মথুরা বৃন্দাবন কে এক্সপ্লোর করেছেন বলে আমার জানা নেই ,অসাধারন এক পর্ব দেখলাম
প্রার্থনা করি রাধারানী ও তাঁর গোবিন্দ আপনার সকল মনোবাসনা পূর্ণ করুন
অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
অপূর্ব বর্ণনা।মুগ্ধ হয়ে গেলাম। আপনার চশমা পেয়েছেন দেখে ভালো লাগছে।জয় রাধে
এটা আপনি তৃতীয় পর্বটি দেখেছেন । এর পরের পর্বে অর্থ্যাৎ চতুর্থ পর্বে চশমা হারিয়েছিলাম, যেটি আর ফেরৎ পাইনি ।
রাধা ও কৃষ্ণের লীলা এবং ব্রজ ভাষার গীত হচ্ছে হিন্দুস্তানের প্রকৃত ঐতিহ্য। দেখে ও শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ 😍
@@AnindyasTravelogue
আপনেগো লগে আছি দাদা। বৌদি মিঠাই খাইছি কিন্তু দোয়া কইরেন যেন ডাইবেটিস না ধরে।
হরে কৃষ্ণ, আপনার ভ্রমণ কাহিনীর উপস্থাপনা সত্যিই অপুর্ব
দাদা, আপনি শুধু জায়গাগুলো দেখালেনই না। আপনি একটা ভক্তিভাবও জাগিয়ে তুললেন। অসাধারণ বাচনভঙ্গি আপনার। আপনার সাথে দেখা করার প্রবল ইচ্ছা জানালাম।🙏🙏
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন ।
যতগুলো ব্লগ দেখেছি মথুরা ও বৃন্দাবনের তারভিতরে এই ব্লগটিই সেরা লাগলো 👌👌👌👌💐💐
Dada khub sundor
Brindaban ghurte kotodin r koto taka lagba Amra 3jon
অসাধারণ সুন্দর তথ্য সমৃদ্ধ ভিডিও
অপূর্ব এই ভিডিও দেখে কি আনন্দ যে হচ্ছে বলার মত নয়
রাধা কৃষ্ণ লীলা ভূমি দেখার
আগ্রহ আরো বেড়ে গেলো জয় শ্রীকৃষ্ণ জয় রাধা
এমন অসাধারণ বর্ণনার সাথে মনে হয় যেন আমরাও আপনার সাথেই ব্রজভূমে মানস ভ্রমণ করছি। রাধে রাধে।। 🙏
ধন্যবাদ আপনাকে 🙏
চমৎকার পরিবেশনার গুণে ভিডিওটি অসামান্য লাগল, অনেক নতুন কিছু জানলাম, দেখে ভাল লাগল।
অপূর্ব অনেক আশা
মথুরা বৃন্দাবন যাবো জয় শ্রীকৃষ্ণ জয় রাধা তব পদকমলে কোটি
কোটি প্রনাম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ভিডিও টি পরিবেশন করার জন্য
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে
🙏🙏
মথুরা বৃন্দাবন ভ্রমণ ইউ টিউবে কমই দেখা যায়।দেখার আগ্রহ ছিল।দেখে বেশ ভালো লাগলো।এই রকম স্থানের ভিডিও আরো করবেন।
মথুরা বৃন্দাবন সিরিজের অন্যান্য ভিডিওগুলিও দেখবেন ও মতামত জানাবেন 🙏
খুব ভালো লাগলো মুগ্ধ হয়ে শুনছিলাম সব গল্পো জয় রাধা গোবিন্দ 🙏
খুব সুন্দর ভিডিও দেখে এবং শুনে মুগ্ধ হয়ে গেলাম।কৃষ্ণ লীলা কথা শুনেছি কিন্তু আজকে অন্যরকম এক অনুভূতি নিয়ে দেখলাম।
অনেক ধন্যবাদ 🙏
Feeling emotional.
প্রত্যেক সময়েই স্থানমাহাত্ব বর্ণনা করেন, তবে আজ অসাধারণ লাগলো। মথুরা বৃন্দাবন দর্শনের ইচ্ছা আরও উসকে দিলেন। আপনারা খুব ভালো থাকুন।
ভিডিওটি ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ 🙏
আপনার সাথে যেন ঘোরা হয়ে গেল বৃন্দাবন। রাধে কৃষ্ণ।
ঠাসা তথ্যমূলক,তাই খুবই ভালো লাগলো, আপনার পরিশ্রম সার্থক।লালাজী আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ ।
খুব ভাল লাগল অনিন্দ্য -মন ভরে গেল ভাই । তোমাদের দুজনের জন্যে শ্রদ্ধা ভালবাসা ও শুভেচ্ছা থাকল। 29:47
আহা, কি মধুর পরিক্রমা......রাধে রাধে 🙏🙏
অত্যন্ত ভাবগ্রাহী তথ্যপূর্ণ অনন্যসুন্দর পরিবেশনা এবং vediography ।
অনেক ধন্যবাদ 🙏
খুব ভাল উপস্থাপন দারুণ লাগলো
Nobody from Kolkata has covered Mathura in such details many thanks
🙏🙏
Khub valo laglo
@@susmitahalder7862 🎭 koj
Khub khub bhalo laglo, dujonei susth theko aro video's dekhao thanks
মনে হয় আপনিই প্রথম বাঙালী ইউ টিউ বার যিনি মথুরা বৃন্দাবনের এতো details সহযোগে ভিডিও করেছেন, প্রত্যেকটি জায়গার মাহাত্ম্য,লোককথা খুব সুন্দর বর্নণা করেছেন। শ্যাম কুন্ড,রাধা কুণ্ডের ইতিহাসের উৎস কি জানার আগ্রহ রইলো।
আপনি যে ভিডিওতে এই কমেন্টটি করেছেন সেই ভিডিও-র শেষ অংশেই এই দুই কুন্ডের বর্ণনা দেওয়া আছে 👍
বরাবরের মতোই সুন্দর। এগিয়ে চলুন।
প্রতিটি পর্ব নান্দনিক ও তথ্য সমৃদ্ধ।
খুব সুন্দর।হরে কৃষ্ণ।জয় রাধে🙏🙏🙏
I m speechless...eto schundor bhabhe Sri Radha Krishna r kotha schonabar jonne...amazing episode..
Thank you so much 🥰
অপূর্ব লাগল ভিডিওটি। অসাধারণ উপস্থাপনা র সংগে ভক্তি ভাবের মিশ্রন । মহাদেব ও শ্রী কৃষ্ণের যে লীলা ও সংযোগ ও রাধা কৃষ্ণের বিভিন্ন লীলা সত্যি চোখে জল এনে দেয়। তাঁদের আশীর্বাদে ভাল থাকবেন।
অসংখ্য ধন্যবাদ 🙏
অসাধারণ সুন্দর একটা ভিডিও।
খুব সুন্দর লাগলো আপনার চণ্ডীদাসের রচনা পাঠ ও শ্যামকুণ্ড আর রাধা কুণ্ডের বর্ণনা।ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ 😍 সঙ্গে থাকবেন ।
আমরাও যাব বলে মথুরা, বৃন্দাবনের ভিডিও গুলো দেখতে শুরু করি আপনার ভিডিও গুলো খুব সাহায্যে করবে আমাদের ভ্রমণের। ধন্যবাদ🙏💕
darun laglo. expert in vaoshnab padabali. yummy sweet. nidhi van miss korchi. will wait for next vlog eagerly. jai shree Krishna 🙏🏿radhaay radhay 🙏🏿
নিধিবন পরের পর্বে থাকবে । অনেক ধন্যবাদ 🙏
মথুরা বৃন্দাবন তো ঘুরেছি কিন্তু আপনি যে গল্প বললেন তা অজানা ছিলো।
অসংখ্য ধন্যবাদ 🙏
Khub sundor barnana.... darun laglo
অপূর্ব, সুন্দর, দারুন।কি বলবো ভাষা পাই না।পরের ভিডিও তাড়াতাড়ি দেবেন 🙏।
খুবই সুন্দর তথ্যবহুল পোষ্ট, ভালো লাগলো। আশা করি আরও অনেক কিছু জানতে পারবো। ভালো থাকবেন।
ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
Asadharan dada
তথ্য সমৃদ্ধি তে ভরপুর ভীষণ সুন্দর একটি পর্ব; অনেক কিছু জানা গেল। ধন্যবাদ 🎄
আজ বৃন্দাবনের খুব সুন্দর একটা ভিডিও দর্শন করলাম দাদা অপনার মাধ্যমে আর জায়গার মাহাত্ম্য বর্ণনা করেছেন এই রকম ভিডিও আগে আর কেউ করেছ বলে আমার মনে হয় না । এক কথায় অতি সুন্দর ঘরে বসে বৃন্দাবন দর্শন । হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে রাধে।
অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।
Khub sundor kaku
Goodmorning sir,darun laglo amar,akhane bhagaban akhono jibonto.thank you sir,valo thakben apni.
খুব সুন্দর ভাষ্য, দারুণ ছবি
Purotai dekhlam puro Mohit hoa...khub valo laglo kono tulona nae
Beautiful description. Apnar onek knowledge ache. Khub bhalo laglo
Dada ato sundar উপস্থাপনা করেছেন। অনেক কিছু শিখলাম
খুব ভালো লাগল। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ও ভালবাসা জানাই। ধারাভাষ্য অসাধারণ।
অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
Kivabe je dhonyobad debo.eto sundor video.osadharon.
অপূর্ব অপূর্ব, এত সুন্দর বণ'না, মনটা ভরে গেল, ধন্যবাদ🙏
অনেক ধন্যবাদ 🙏
সত্যিই, এতটাই মনজ্ঞ প্রাঞ্জল আপনার উপস্থাপনা, একদম মন্ত্রমুগ্ধ হয়ে দেখবার ও শোনবার মতো।
রাধে রাধে,
জয় শ্রীকৃষ্ণ 🙏🙏
অসংখ্য ধন্যবাদ 🙏
অসম্ভব সুন্দর বর্ণনা , আগামী মার্চ যচ্ছি আমরা
Wow amazing video sharing 👌❤️ darun laglo 👍
Thank you 😍
অপূর্ব ,,আপনার উপস্থাপনা অসাধারন মন প্রাণ ভরে গেলো ,,জয় শ্রী রাধে ,,ভালো থাকবেন 🙏🙏🙏
অনেক ধন্যবাদ 🙏
Apurbo Apnar bolar style ato sundor mugdho hoye gechi.Darun
খুব সুন্দর লাগলো, অনেক কিছু জানতে পারলাম রাধা-কৃষ্ণ সম্বন্ধে আপনার মাধ্যমে। জয় রাধে 🙏💜💙
Aabar ekta darun uposthapona.....Radhe Radhe
অপূর্ব সুন্দর বিবরণ দিয়েছেন নমস্কার
Nice video sir
উপস্থাপনা ভীষন ভালো লাগল। ধন্যবাদ, ভালো থাকবেন।
🙏🙏
Very beatiful & informative. Jai Sri Krishna, Jai Jaganathe
আপনার ভিডিও দুর্দান্ত। এইভাবে বর্ননা আজ অব্দি শুনিনি।
এক কথায় অনবদ্য,অসাধারণ ।
ধন্যবাদ 🙏
আপনার এই সব ভিডিও দেখে বুঝি যে আমাদের বেড়ানো আর আপনার বেড়ানোর কত পার্থক্য, কতটা তাত্পর্য পূর্ণ। অসাধারণ। তুলনা হীন।
এবার থেকে আপনার দেখানো জায়গায় যাবো আর আপনার ভিডিও দেখতে থাকবো। আপনার কাছে অনেক কিছু শেখার আছে। এত তথ্য ..... অসাধারণ।
অনুগ্ৰহ করে সঙ্গে থাকবেন 🙏
অসাধারণ। দাদা আপনার ভিডিও থেকে অনেক কিছু জানতে পারি। ভীষন ভালো লাগে দেখতে।
Khoob valo laglo, Osonkhy dhanyabad apnake.
Ashadharon sab collection of the lifetime ✨️
দাদা আপনার উপস্থাপনা দারুন হয়েছে। এমন একটানা রাগ পূর্বরাগ বলে গেলেন.. আমাকে মুগ্ধ করেছে। 👍👍
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন
দারুণ এডিটিং; তার সাথে সাথে এতো সুন্দর ভাবে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া ।ওঃ অপূর্ব সুন্দর । এরকম আর কারো চ্যানেলে দেখিনি দাদা ।
অনেক ধন্যবাদ 😍
Ato sundor bhaabe bollen je mone hochhilo aamrao aapnader sathe giyechi...!!! Mon bhore geche..🤗🤗🤗🤗👌👌👌👌🌹🌹🌹🌹
🙏🙏 ভালো থাকবেন ।
খুব খুব ভালো লাগলো ভিডিও টা দাদা। খুব খুব সুন্দর লাগছে আবার দেখতে পেয়ে জায়গা গুলো এখন অনেক পরিবর্তন হয়েছে।
অনেক ধন্যবাদ 🙏
এক কথায় অপূর্ব.
Superb vlog & your presentation khub khub valo laglo
Khub bhalo laglo. Eto sundor kore sab barnona korlen khub bhalo laglo.
ধন্যবাদ 🙏
এতদিন আপনার ইতিহাস ও ভূগোল (মধ্যপ্রদেশ Episode )এর তথ্য গুলো তারিফ করার মত ছিল।
কিন্তু আজ mythology ও সাথে শ্রীকৃষ্ণ কীর্তন/বৈষ্ণব পদাবলি ও চমৎকার ব্যখ্যা করলেন।
এখানেই অন্যান্য travel bloggers দের থেকে আপনি অনেক আলাদা সবাই ই ঐ খাওয়া দাওয়া /ট্রেন/হোটেল --এসব নিয়ে ই কাটিয়ে দেয়।
আপনি সুস্থ থেকে আরও এমন তথ্য সম্পন্ন blog বানান এই কামনাই করি ঈশ্বরের কাছে।
🙏🙏🙏🙏🙏
তবে এবারে অনেকদিন অপেক্ষা করতে হল -----😄😄
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 আমি মাঝখানে বিহারে গিয়েছিলাম । তাই একটু দেরি হল ।
খুব ভালো লাগলো বিভিন্ন স্থানের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। সঙ্গে রইলাম। ধন্যবাদ আপনাকে আর ম্যাডামকেও।
সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ 🙏
Jay ho mahakal, jay shiv shambhu, har har mahadev, jay shri krishna, jay bankebihari, jay radharani.
Khubvalo laglo anak kichu janlm🙏🙏🙏
অসাধারণ সুন্দর একটি উপস্থাপনা দেখলাম। খুব ভালো লাগলো। ♥️
অনেক ধন্যবাদ 🙏
Khub darun laaglo..Khub informatove chilo..Anindya Babu..apnake o Aunty ke Onek onek Dhonyabaad janai!
আপনাকেও অনেক ধন্যবাদ 😍
Excellent coverage. Very well detailed description of Brajbhoomi. Marvellous job. Hat's off to your presentation. Bhalo thakben 🙏
Thank you so much 🥰
বৃন্দাবন যাওয়ার আমার অনেক দিনের আশা আপনার মাধ্যমে সেই ইচ্ছা অনেক টা পূর্ণ হল।রানে রাধে।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
রাধে রাধে 🙏🙏 ভালো থাকবেন ।
Bolar moto Bhasa nye mon bhalo hoy gelo Apne krishno premy mosegul hoy achen eto kaheni ke kory mony rakhen 👍👍
🙏🙏
Khub khub sundor laglo sir
আপনার প্রাঞ্জল ভাষায় বর্ণনায় ব্রজভূমি যেন স্ব চক্ষে দর্শন করলাম। বিভিন্ন স্থানে র বিভিন্ন ঘটনা শুনে সমৃদ্ধ হলাম। খুবই ভালো লাগলো।
ভিডিওটি ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ 🙏
খুব ভালো লাগলো খুব সুন্দর লাগলো।।
অতুলনীয় আপনার পরিবেশন। ❤️🙏
Khuub bhalo laglo, vrindapban jawar ichhe ta aro problem hoye gelo apnar vlog dekhe
দুর্দান্ত লাগলো দাদা এই পরিক্রমা ভালো থাকবেন দাদা.. 🙏🙏..হরেকৃষ্ণ রাধে রাধে।
রাধে রাধে 🙏
দারুন,,,আপনার বিবরণ দেওয়ার ক্ষমতাও অসাধারণ ,,,
অনেক ধন্যবাদ 🙏
আসাধারান ,দাদা আপনার সুন্দর বর্ণনা শুনে মথুরা বৃন্দাবনকে আরও নুতন করে ভল লাগছে ।বারসার পথে সরিষার হলুদ খেত দারুন লাগ্ল।
অসংখ্য ধন্যবাদ 🙏 ভালো থাকবেন ।
অপূর্ব লাগলো।আমি তো ভিডিও দেখতে দেখতে মনে হলো যেন আমি আপনাদের সাথেই রয়েছি। আমরাও মথুরা বৃন্দাবন ঘুরেছি কিন্ত এতো সব স্থান দর্শন করার সময় এবং সৌভাগ্য হয়ে ওঠেনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন সুস্থ থাকবেন।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
Osadharon video Dada,
Onek kichu jante parlam Ai video theke
খুব খুব ভালো লাগলো।👍 আপনাকে অশেষ ধন্যবাদ ভাই, আপনি এত সুন্দর ভাবে,আমাকে বৃন্দাবন,মথুরা দর্শন করালেন, যে মন ভরে গেলো। শ্রী কৃষ্ণ আপনার ও আপনার পরিবারের মঙ্গল করুন 🙏 জয় শ্রী কৃষ্ণ জয় রাধে 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
অসংখ্য ধন্যবাদ 🙏 পরের পর্বগুলিতেও সঙ্গে থাকবেন ।
sotti apni je bhabe sri krishna choritamrito bollen......ek kothae awesome
ধন্যবাদ 🙏