ফোনের ইউটিউব এপস এর মাধ্যমে যারা পডকাস্টটি দেখছেন, ইউটিউব ট্যাকনিকাল প্রবলেমের কারণে আপনারা সাউন্ড শুনতে পারছেন না। এটি সাময়িকভাবে প্রবলেম করলেও আশা করি ইউটিউব কমিউনিটি সমস্যাটি সমাধান করবে। এই মুহূর্তে কোন ব্রাউজারের মাধ্যমে আপনি ইউটিউব থেকে পডকাস্টটি শুনতে পারবেন ইনশা আল্লাহ্।
সুকরিয়া ভাই, আরও দরকার এরকম আসল বাংলা ভাষা নিয়ে আলোচনা। অবশ্যই আরবরা সাহিত্য রচনা করাকে ভালবাসে, সেটা তাদের ইতিহাস দেখলেই বোঝা যায়। আমাদের ও বেশি বেশি সাহিত্য চর্চা করতে হবে
বাংলা ভাষার অস্ত্রোপচার সম্পর্কে বিশদ বিবরন ও গবেষণা সমৃদ্ধ তিন খন্ডের “বাঙালির লিপি ভাষা বানান ও জাতির ব্যাতিক্রমী ইতিহাস” বই লিখেছেন অধ্যাপক ড. এস এম লুৎফর রহমান । যে বই বাংলা একাডেমী কিছুতেই প্রকাশ করতে রাজী হয়নি। কত কষ্ট করে এ বই প্রকাশ করেছিলেন। আলহামদুলিল্লাহ্! বহু বছর পর আমাদের বর্তমান প্রজন্ম নিজ ভাষা সম্পর্কে সচেতন হয়ে উঠেছে। শত ধারায় শহর-গ্রামের তৃণমূল পর্যন্ত এ কথাগুলো ছড়িয়ে দিতে হবে।
জ্ঞানিদের জ্ঞানগর্ভ আলোচনা। ভাষার মাসে নিজের ভাষা সম্পর্কে নতুন অনেক কিছু জানলাম, যেরকমভাবে আমাদের শিক্ষাব্যবস্থা আমাদের কখনো যানায়না। জাজাকাল্লাহু খাইরান শামসুল আরেফিন ভাইয়া এবং জাকারিয়া মাসুদ ভাইয়া। আল্লাহ্ তাআলা আমাদের এরকম জ্ঞানগর্ভ আলোচনা আরো বেশি বেশি শোনার এবং বোঝার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ, ভাষাভিত্তিক জাতিসত্বার পরিচয় পরিষ্কার করার জন্য আপনাদের এই সিরিজটা দয়া করে চলমান রাখবেন।খুবই উপকারী এবং জরুরী অনেক কথাই জানতে পারলাম। জাঝাকাল্লাহু খাইরান।❤
মাশাআল্লাহ! খুবই উপকারী ও গুরুত্বপূর্ণ আলোচনা। এমন আয়োজন সম্ভব করার জন্য ইসলাম জোনকে শুকরিয়া জানাই। জাকারিয়া ভাই ও শক্তি ভাইয়ের আলোচনা খুবই শক্তিশালী ছিল। আল্লাহ আমাদেরকে এসব ব্যাপারে ভরপুর সচেতনতা দান করুন।
তারা আমাদের দেশ, ভাষা, সম্পদ কেড়ে নিয়েছে। আজ যখন আমাদের বন্ধ হওয়া চোখ খুলছে, আমাদের এ মুহুর্তে উচিত নিজের আসল ভাষা চর্চা করার জন্য প্লাট ফর্ম গড়ে তোলা।
অনেক ব্যস্ততার মাঝেও সময় করে আলোচনাটা শুনলাম। আলহামদুলিল্লাহ যথেষ্ঠ ভালো লেগেছে। অনেক চোখকান খুলেছে বললেও ভুল হবে না। আল্লাহ তায়ালা ভাইদেরকে ও ইসলাম ঝোন টিমকে কবুল করুন, আমিন।
আমি নিয়মিত একজন স্রোতা। আপনাদের ভালো লাগে। জানতে চছাচ্ছি যে। সিলেটি বাসা কি বাংলা। আমি জানিনা। একটু বুঝতে সমস্যা হচ্ছে। যেহেতু আমি জানি যে সিলেটি ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে এবং এটি একটি স্বতন্ত্র ভাষা। নাগরি ভাষা। নাগরী লিপি আছে।
29:20 সময়ে বলা হইছে যে ফার্সী থেকে উদ্ভূত ১১৮টা বাংলা ক্রিয়াপদের শব্দকে ইংরেজরা এদেশীয় পণ্ডিতদের সাথে নিয়ে বাংলা ভাষা থেকে বাদ দিয়ে দিয়েছে। এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানার উপায় কী?
আরেফিন ভাই,আমি রুম্মান আকবর ভাইয়ের এক ভিডিওতে শুনেছিলাম যে এ অঞ্চলের অরিজিনাল ভাষা হলো নিষাদ ভাষা নামে এক ভাষা।এরপর নাকি অস্ট্রেনেসিয়ান আর আর্য ভাষাগুলো আধিপত্য বিস্তার করে।ফলে সে অরিজিনাল ভাষাটি হারিয়ে যায়,কিছু শব্দ বাদে(খোকা,খুকু,টোপর, কুলা,ডোম্বা,কাকই,ওদন)।আপনার মতে এটি কতটুকু বাস্তব?
ফোনের ইউটিউব এপস এর মাধ্যমে যারা পডকাস্টটি দেখছেন, ইউটিউব ট্যাকনিকাল প্রবলেমের কারণে আপনারা সাউন্ড শুনতে পারছেন না। এটি সাময়িকভাবে প্রবলেম করলেও আশা করি ইউটিউব কমিউনিটি সমস্যাটি সমাধান করবে। এই মুহূর্তে কোন ব্রাউজারের মাধ্যমে আপনি ইউটিউব থেকে পডকাস্টটি শুনতে পারবেন ইনশা আল্লাহ্।
kon aps?
আমি কোনো সমস্যা পাই নি। শুরু থেকেই শুনেছি
আমি ক্লিয়ারলি শুনতেছি।
@islamzone
শক্তি ভাই বাংলা ভাষা ও সংস্কৃতির স্বরূপ সন্ধানী একটা বিস্তারিত বই লিখলে ভালো হয়
Mashallah
সুকরিয়া ভাই, আরও দরকার এরকম আসল বাংলা ভাষা নিয়ে আলোচনা। অবশ্যই আরবরা সাহিত্য রচনা করাকে ভালবাসে, সেটা তাদের ইতিহাস দেখলেই বোঝা যায়। আমাদের ও বেশি বেশি সাহিত্য চর্চা করতে হবে
বাংলা ভাষার অস্ত্রোপচার সম্পর্কে বিশদ বিবরন ও গবেষণা সমৃদ্ধ তিন খন্ডের “বাঙালির লিপি ভাষা বানান ও জাতির ব্যাতিক্রমী ইতিহাস” বই লিখেছেন অধ্যাপক ড. এস এম লুৎফর রহমান । যে বই বাংলা একাডেমী কিছুতেই প্রকাশ করতে রাজী হয়নি। কত কষ্ট করে এ বই প্রকাশ করেছিলেন।
আলহামদুলিল্লাহ্! বহু বছর পর আমাদের বর্তমান প্রজন্ম নিজ ভাষা সম্পর্কে সচেতন হয়ে উঠেছে। শত ধারায় শহর-গ্রামের তৃণমূল পর্যন্ত এ কথাগুলো ছড়িয়ে দিতে হবে।
boi gulor pdf powa jabe
ইনশাআল্লাহ ❤❤
মাশাআল্লাহ, এমন আলোচনা বাংলা ভাষায় অনলাইন জগতে মাইলফলক হিসেবে রাজত্ব করবে ইনশা আল্লাহ♥️
ইনশা আল্লাহ্।
জ্ঞানিদের জ্ঞানগর্ভ আলোচনা। ভাষার মাসে নিজের ভাষা সম্পর্কে নতুন অনেক কিছু জানলাম, যেরকমভাবে আমাদের শিক্ষাব্যবস্থা আমাদের কখনো যানায়না। জাজাকাল্লাহু খাইরান শামসুল আরেফিন ভাইয়া এবং জাকারিয়া মাসুদ ভাইয়া। আল্লাহ্ তাআলা আমাদের এরকম জ্ঞানগর্ভ আলোচনা আরো বেশি বেশি শোনার এবং বোঝার তৌফিক দান করুন।
জাকারিয়া মাসুদ ভাইয়াকে প্রথম দেখলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাদের লেখনিতে বারাকাহ্ দান করুন।
আপনারা আমাদের ভাষা নিয়ে আরো অনেক কাজ করবেন এই শুভকামনা রইল। ❤
খুবই চমৎকার সুন্দর আলোচনা করছেন ভাষার জাতিস্বত্বা নিয়ে।
মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ।
জাযাকুমু-ল্লহু খইরান ফিদ-দারইন ❤
বারাকাল্লাহু লাকুমা।
এই সময়ে এসে একটি ঐতিহাসিক আয়োজন।
অবাক বিস্ময়ে অভিভূত হয়ে শুধু শুনলাম,,,,আর আক্ষেপ আমরা কি ছিলাম! আর এখন ওরা কী বানাতে চাচ্ছে?
ধন্যবাদ, কৃতজ্ঞতা শক্তি এবং মাসুদ ভাইয়ের প্রতি।
আলহামদুলিল্লাহ, ভাষাভিত্তিক জাতিসত্বার পরিচয় পরিষ্কার করার জন্য আপনাদের এই সিরিজটা দয়া করে চলমান রাখবেন।খুবই উপকারী এবং জরুরী অনেক কথাই জানতে পারলাম। জাঝাকাল্লাহু খাইরান।❤
অসাধারণ!
বাংলা ভাষায় বুদ্ধিবৃত্তিক চর্চার সন্ধিক্ষণ একুশ শতকের তৃতীয় দশক।
অসাধারণ একটা পডকাস্ট🥰
অভিভূত হয়ে শুনলাম। জাযাকাল্লাহ 🌸
মহান রব ইসলাম জোন কে বারাকাহ দান করুন🌼💖
আমার ভালোবাসার দুজন মানুষ। জাকারিয়া মাসুদ ভাইকে এই প্রথম দেখলাম। কী যে ভালো লাগছে বলার মতো না।❤ i love you
আমরা আপনার কাছে কৃতজ্ঞ এই এমন মূল্যবান আলোচনা আমাদের উপহার দেয়ার জন্যে
ওয়া আলাইকুমুসসালাম ওয়া রহমাতুল্লাহ,
মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক... জাযাকাল্লাহু খইর।
48:00 এখানে বলা বাংলা অনেকটা পঞ্চগড়ের আমার বন্ধুর ভাষার মতো। আমরা তার ভাষাকে বাংলা মনে করতাম না অথচ তার ভাষায় আসল বাংলা ছিলো!
সেরা একটা পডকাস্ট।
বারাকাল্লাহু ফীকুম।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের আলোচলায় মুগ্ধ আমি।মাশা আল্লাহ্। ভালোবাসি ভাই আপনাদের।আল্লাহ তা আলা আপনাদের আরো বেশি সুন্দর কাজ করার তাওফিক দান করুক।দুআ রইল।
আমিন ❤❤
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাদের মেহনত কে কবুল করুন,জাযাকাল্লাহ খাইরান!
মাশাআল্লাহ! খুবই উপকারী ও গুরুত্বপূর্ণ আলোচনা। এমন আয়োজন সম্ভব করার জন্য ইসলাম জোনকে শুকরিয়া জানাই। জাকারিয়া ভাই ও শক্তি ভাইয়ের আলোচনা খুবই শক্তিশালী ছিল। আল্লাহ আমাদেরকে এসব ব্যাপারে ভরপুর সচেতনতা দান করুন।
আমাদের মায়ের বাংলা ফিরে চাই; কলকাতার সংস্কৃত মিশ্রিত ভাষা পরিত্যাগ করছি।
অসাধারণ নতুন দুয়ার উন্মোচন হলো,জাকারিয়া ভাই ও শক্তি ভাই দুজনে মিলে একটি বই লিখুন এ বিষয়ে। দুআ রইলো।
অসাধারণ আলোচনা, আল্লাহ আপনাদের উত্তর বারাকাহ্ দান করুক ❤️
ভাইয়া, ভিডিও গুলোতে টপিক অনুসারে টাইম স্টাম্প করে দিয়েন, ভালো হবে।।।
আল্লাহ আপনাদেরকে এভাবে নতুন নতুন বিষয়ে আলোচনা করার তাওফিক দান করুক।
বৃটিশ আমলের ইতিহাস নিয়ে এইরকম একটি জ্ঞানগর্ভ আলোচনা করা হোক ।
তারা আমাদের দেশ, ভাষা, সম্পদ কেড়ে নিয়েছে। আজ যখন আমাদের বন্ধ হওয়া চোখ খুলছে, আমাদের এ মুহুর্তে উচিত নিজের আসল ভাষা চর্চা করার জন্য প্লাট ফর্ম গড়ে তোলা।
😆
ভারসাম্যপূর্ণ আলোচনা ছিলো, জাযাকাল্লাহ ❤
আমি জাকারিয়া মাসুদ ভাইয়ের বই পড়েছি। অনেক ভালো লিখেন।
@Real Sound Studio walaikumus Salam
অনেক ব্যস্ততার মাঝেও সময় করে আলোচনাটা শুনলাম। আলহামদুলিল্লাহ যথেষ্ঠ ভালো লেগেছে। অনেক চোখকান খুলেছে বললেও ভুল হবে না। আল্লাহ তায়ালা ভাইদেরকে ও ইসলাম ঝোন টিমকে কবুল করুন, আমিন।
কী অসাধারণ আলোচনা! ভালোবাসা রইলো ❤
অসাধারণ!!!! জাযাকুমুল্লাহ!❤️❤️❤️
মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক।
সমসাময়িক বিষয়ে বিজ্ঞ আলেমদের নিয়ে এরকম পডকাস্ট করা গেলে ভালো হতো।
খুব দারুণ এবং জ্ঞানগর্ভ আলোচনা
শুকরিয়া, প্রিয় শায়েখ
নেই কোন ক্ষমতা নেই কোন শক্তি আল্লাহ ব্যতীত,,,,,,,,,,,🌿🌿🌿
Barakha Allah Fik, অনেক কিছু জানতে পারলাম। আল্লাহ আপনাদের জ্ঞানের বারাকাহ দিক।
খুব ভালো লাগলো কথা গুলো শুনে। ❤️
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাদের উভয়কে দ্বীনের জন্য কবুল করুন আমীন।
আপনাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার জন্য ভালোবাসি। ❤
গুরুত্বপূর্ণ আলোচনা
মহান আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন আমীন
এইরকম আলোচনা আরও চলুক ❤
ধন্যবাদ অসাধারণ আলোচনা❤
Very nice and informative discussion 👍
দুজন প্রিয় মানুষ ❤️
মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা।
মাশাল্লাহ।। অসাধারণ তথ্য বহুল আলোচনা
এরকম ইতিহাসভিত্তিক পডকাস্ট আরো চাই
ভাই বাণিজ্যিক খেলাগুলো যেমন IPL,BPL,premiere League, La liga,World cup এইগুলোর ক্ষতিকর দিকগুলো নিয়ে একটা আলাদা লেকচার করবেন প্লিজ
খুবই সুন্দর আলোচনা ছিলো❤️
জীবনে শুনা পডকাস্ট সমূহের মধ্যে সেরা একটা পডকাস্ট 💚
জাযাকুমুল্লাহু খাইরা
ইনশাআল্লাহ অপেক্ষায় থাকলাম
মা-শা-আল্লহ ❤
অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা
@Real Sound Studio وعليكم السلام ورحمه الله
MasaAllah ❤️
Wating for next podcast.....
Mashallah, informative content.
আহসান! অসাধারণ।
জাঝাকাল্লাহু খয়রন 💖💖💖
শুকরিয়া
Jazakallahu khairan
it is great lecture in bangla but sound is too low
শক্তি ভাই এর দাওয়াতি কন্টেন্ট নিয়ে বেশি কাজ করার আহবান জানাচ্ছি
এইরকম পডকাস্ট আরো চাই
জাযাকুমুল্লাহু খায়রান।
অনেক সুন্দর আলোচনা 👌
আলোচনাটা নিঃসন্দেহে অনেক সুন্দর। আমার প্রশ্ন হচ্ছে বাজে এ্যাড কেন দেখানো হচ্ছে ?
UA-cam community.. Karo kisu korar nei
Use vanced
ভালোবাসার দুইজন ব্যাক্তি
আমাদের গাইড লাইন হলো রাসুল (সাঃ) ৭৭, তার 999 সুন্নাহ আদর্শ তাকে অনুসরণ করেই জীবন গড়বো ইনশাআল্লাহ,,
ব্যাকগ্রাউন্ডে মিউজিক টাইপ অডিওটা না থাকলেই ভাল হতো হয়তো
ভুত এফেমের মত লাগছে শুনতে
Masha Allah ❤
জাক্কাআল্লখাইরান শায়েখ
Sequence ta aro better Hawa dorkar chilo...onek tukro tukro information but purpose and message ta clear na
Ma sha Allah
বারাকাল্লাহু ফিকুম
এই পডকাস্ট টা যে কত ইম্পর্ট্যান্ট তা ভাষায় প্রকাশ করার মতো না।সবার দেখা উচিৎ
বই বাংলা ভাষার উপনিবেশায়ন- ড মোহাম্মদ আযম
❤ মাশাআল্লাহ।
ZajakAllah.... carry on
আমি নিয়মিত একজন স্রোতা। আপনাদের ভালো লাগে। জানতে চছাচ্ছি যে।
সিলেটি বাসা কি বাংলা। আমি জানিনা। একটু বুঝতে সমস্যা হচ্ছে। যেহেতু আমি জানি যে সিলেটি ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে এবং এটি একটি স্বতন্ত্র ভাষা। নাগরি ভাষা। নাগরী লিপি আছে।
অসাধারণ।
Shondor
ভাষা ওটাই যেটা কৃষক শ্রমিকরা
Mashallah brother
29:20 সময়ে বলা হইছে যে ফার্সী থেকে উদ্ভূত ১১৮টা বাংলা ক্রিয়াপদের শব্দকে ইংরেজরা এদেশীয় পণ্ডিতদের সাথে নিয়ে বাংলা ভাষা থেকে বাদ দিয়ে দিয়েছে। এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানার উপায় কী?
এই আলোচনাকে ভিত্তি করে একটি বই লিখুন।
বাংলা ভাষা শিহ্মা এবং বানান শিখতে, সহায়ক একটি বই, কোনটা হতে পারে?
উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ ৷
Superb
মাশাআল্লাহ
Subhanallah.
❤❤❤
سماچارِ دنیا
সুবহানাল্লাহ
আরিফ আজাদকে নিয়ে আসেন ভাইয়া
আরেফিন ভাই,আমি রুম্মান আকবর ভাইয়ের এক ভিডিওতে শুনেছিলাম যে এ অঞ্চলের অরিজিনাল ভাষা হলো নিষাদ ভাষা নামে এক ভাষা।এরপর নাকি অস্ট্রেনেসিয়ান আর আর্য ভাষাগুলো আধিপত্য বিস্তার করে।ফলে সে অরিজিনাল ভাষাটি হারিয়ে যায়,কিছু শব্দ বাদে(খোকা,খুকু,টোপর, কুলা,ডোম্বা,কাকই,ওদন)।আপনার মতে এটি কতটুকু বাস্তব?
আপনাদের জ্ঞ্যানকে বইয়ে রুপান্তর করতে পারলে একটা দলিল থেকে যাবে, সাথে আরো অনেকে উপকৃত হবে। বিষয়টা ভেবে দেখার অনুরোধ থাকল।