চমৎকার বুঝিয়েছেন। আর একটু প্রশ্ন ছিল- অবিবাহিত সন্তান মারা যায় (মা, বাবা, দাদা জীবিত নাই) তবে আপন এক ভাই এবং সৎ মা ও সৎ ভাই আছে , সেক্ষেত্রে কিভাবে হবে? ধন্যবাদ
Nisontan mrito bektir sompod kichuta tar batijak die geche are kichu tar sri k die geche akon jodi tar sri mara jay tahole oi mrito mohilar sompod k pabe . plz sir reply👏👏
আপনার আলোচনা ভালো লাগল আমার কথা হল এক পুরুষ ব্যক্তির কেউ জীবিত নেই শুধু জীবিত আছেন তার বোন ও ভাতিজা ভাতিজী ওই ব্যক্তির জমির অংশ কে কে পাবে জানালে উপকৃত হতাম বা একটা ভিডিও দিলে ভালো হতো।।❤
আমার সত মায়ের নামে সম্পত্তি দিয়ে, বাবা মারা যায়, সত মায়ের কোনো ছেলে মেয়ে নেই,তিনি ও মারা যান, তার ভাই আছে, এখন কি আমরা সেই সম্পত্তির অংশ পাবো,দয়া করে জানাবেন।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 আমরা ৩ বোন , আর ফুফু ফুফাতো ভাই আছে । আর কেউ নাই । ফুফু কি আসাবা ভাগ পাবে ,বা ফুফাতো ভাই কি পাবে। শুধু কন্যা সন্তান থাকলে , মৃত ব্যক্তির সম্পত্তি কি ফুফু পাবে । দাদা চাচা চাচতো,ভাই কেউ নাই
আসসালামু আলাইকুম ।প্লিজ দয়া করে জানাবেন । মৃত ব্যক্তি নিঃসন্তান এবং wife , ১ ভাই ,২ বোন জীবিত এবং ৩ নং বোন উনার পূর্বে মারাগেছেন কিন্তু ঐ বোনের ১০ ছেলে মেয়ে আছে । বাবা-মা, দাদা মারা গেছেন । সম্পদ কিভাবে বন্টন হবে ?
স্যার দয়া করে একটু জানাবেন নিঃসন্তান স্বামী নাই,মা বাবা,দাদা,কেউ জীবিত নাই, এক ভাই তিন বোন জীবিত কিন্তু এক ভাই এবং এক বোন মৃত ব্যাক্তির আগে মারা গেছে এবং তাদের সন্তান আছে। এখন প্রশ্ন হলো এই সন্তানেরা কি মৃত ব্যাক্তির সম্পদ পাবে কি না
নিঃসন্তান মৃত ব্যাক্তির ১ স্ত্রী, ১ সহোদর বোন, ও ২ সৎ বোন, ১ সৎ ভাই, মৃত ব্যাক্তির সম্পদ কি সৎ ভাই বোনেরা পাবে.? যদি পায় তাহলে সহোদর বোনের অংশ কতটুকু আর সৎ ভাই বোনের অংশ কতটুকু.?
নিঃসন্তান মৃত ব্যক্তির এক স্ত্রী এবং দুই ভাই ছিল। তার এক ভাই মৃত ব্যক্তির আগে মারা গেছেন। ঐ ভাইয়ের সন্তানরা কি মৃত ব্যক্তির সম্পত্তি পাবে? জানাবেন প্লিজ।
Amar pisi bia hoini amar baba and kaku and pisi ara tin jon abar ho66e jetur gore sobai mara ga6e abare amar jetima banche 6ilaen se tar bhai ke tar sob property dia dilen abar amar pisi o mara jay abar pisir name je property a6e seta pabe ke bolun?
আমার দাদুর এক ছেলে এক মেয়ে অর্থাৎ আমার ফুফু নিঃ সন্তান এখন প্রশ্ন হলো আমার দাদু তাকে কিছু সম্পত্তি লিখে দিছে। এখন কি আমি সেটা ওয়ারিশ হিসাবে পাব কি ,, যদি একটু ব্যাখ্যা দেন। ❤
মৃত ব্যক্তির দুইজন ভাই মৃত ব্যক্তির আগে মারা গেছেন এখন মৃত ব্যক্তির একজন স্ত্রী, এবং ভাইদের একাধিক ছেলে -মেয়ে আছে তাহলে এর বন্টন কীভাবে হবে মুসলিম ফারায়েজ মতে
স্যার আমি জানতে চাইছিলাম যে আমার দাদার বোন তার কোন সন্তান নেই তার স্বামী তার অনেক আগে মারা গেছে আমার দাদার বোন তার নামে কিছু সম্পত্তি আছে আমার দাদারা চার বোন দুই ভাই এক বোন এক ভাই যেই বোনের সম্পত্তি তার আগে মারা গেছে এখন কি তাদের ছেলে মেয়ে ওই সম্পত্তি ভাগ পাবে কিনা দয়া করে ক্লিয়ার ভাবে জানাবেন।
আমার চাচা নিঃসন্তান বিয়ে করে নাই এবং আমার দাদা দাদী কেউ বেঁচে নেই আমার দুই চাচা এবং দুই ফুফু বেঁচে আছে। আমার চাচার আগে আমার বাবা মারা যায় সেই ক্ষেত্রে কি আমি আমার চাচার সম্পত্তির অংশীদার হিসাবে দাবি করতে পারি।
স্যার আমার ফুপি মারা গেছে তার কোনো সন্তান নেই, তার স্বামীও নেই, সম্পত্তি আমার ফুপির নামে ছিলো আর ফুপির বাবা,মা দুজনেই মারা গেছে। আর আমার তারা ছিলো 6 বোন 2 ভাই। এখানে সম্পত্তির ভাগ টা কিভাবে হবে একটু বলবেন। ধন্যবাদ
মৃতব্যক্তি বিয়ে করেননি।তাঁর,মা,বাবা,ভাই, বোন,সবাই মারা গেছে। কিন্তু তার এক ভাই ও দু বোনের ওয়ারিশ আছেন।এক্ষেত্রে তাঁর ৫ ভাতিজা ও ৫ ভাতিঝি প্রত্যেকে তাঁর সম্পদের কত অংশ পাবে?
যার সম্পত্তি সে জীবিত থাকাকালীন কোন ভাই বোন মারা যায়। সেই মৃত্যু ব্যক্তিরা সম্পত্তি পাবে না। তার ছেলেমেয়েরাও সম্পত্তি পাবে না। তার মৃত্যুর পর যারা যারা জীবিত ছিল ভাই-বোন তারা সবাই সম্পত্তি পাবে।
একটা প্রশ্ন জানার ছিলো।আমার মা আমার নানা মারা যাওয়ার আগে মারা গেছে।তখন আমার বয়স দেড় মাস বয়স তখন আমার মা মারা গেছে।আমার মামা রা আমাকে বড় করেছে তাদের কাছে রেখে।তারা আমাকে বিয়ে দিয়েছে।কিন্তু কথা হচ্ছে আমি কি আমার নানার জমির কোন অংশ পাবো
যা জানেন না তা শুধু উত্তর দিয়া দেন,,আগে সঠিকটা জেনে পরে বলেন,, উনি প্রশ্ন করছে নিঃসন্তান ব্যাক্তির আপন ভাই এর ছেলেরা পাবে নাকি সৎ ভাই পাবে,,,, এখানে উত্তর হলো নিঃসন্তান ব্যাক্তির আপন ভাই জদি উক্ত ব্যাক্তির আগে মারা জায় তাহলে সৎ বাই জীবীত থাকায় আপন বাতিজা বন্চিত হবে,,,জদি মৎ বৈমাত্রীয় ভাই হয়।।।
স্যার, আছচ্ছালামু আলাইকুম, আমার জানার ইচ্ছা কিন্তু জানাবেন কি না, আমার জানা নেই। এক পুরুষ ব্যাক্তির দাদা-দাদী, নানা- নানি মা-বাবা সহ এবং নিজ স্ত্রী পূর্বেই মারা যান। এই মৃত্যু ব্যক্তির কোন ছেলে-মেয়ে কিছু কিছুই হয় নাই (নিঃসন্তানি)। মৃত্যুর সময়ে আপন তিন ভাইয়ের ছেলে মেয়েরা আছেন এবং জীবিতআপন বোন সহ, আপন মৃত্যু বোনের ছেলে-মেয়েরা আছেন। এই মৃত্যু পুরুষ নিঃসন্তানি ব্যক্তির জমি জমা কি ভাবে বন্টন হবে। অনূগ্ৰহ পুর্বক জানালে খুশি হতাম, ধন্যবাদ। * স্যার, বর্তমানে ৬ - বোন জীবিত আছেন, মৃত্যু ব্যাক্তির পূর্বেই এক বোন মারা যান, ঐ বোনের ছেলে-মেয়েরা আছেন।
আমার বাবা চাচা ৩ ভাই। আমার বড় চাচা মারা গেছে। আমার বড় চাচার কোনো সন্তান নেই। এখন আমার বাবা, মধ্যম চাচা ও আমার বিধবা চাচীর ( যার কোনো সন্তান নেই) মধ্যে বাট বাটুয়ারা হয়ে রেজিষ্টারি বা নামজারি হয়েছে। এখন আমার বড় চাচিকে একটু কম জমি দেওয়া হয়েছে কারন উনার কোনো সন্তান নেই । এই ক্ষেএে যদি উনি মামলা করেন তাহলে কি উনি বেশি সম্পওি পাবেন? যখন বাটবাটুয়ারা হয় তখন উনাকে যতটুকু সম্পওি দেওয়া হয়েছে উনি তাতে রাজি হয়েছে তারপর বাটুয়ারা বা নামজারি হয়। এখন উনি কয়েকজনের চাপে আবার বেশি সম্পওির দাবী করছেন। এখন উনি যদি মামলা করেন তাহলে কি উনি আবার সম্পওি পাবেন? অথবা যে নামজারি হয়েছে এটা কি বাতিল হবে? অথবা নামজারী কি নতুন করে হবে। pls aktu help koren.
দাদা ৬ নাতিদের হেবা করে সম্পত্তি দিয়ে গেছে । পরে এক নাতি মারা গেছে বিয়ে করে নাই । মা জীবিত আছে ৪ বোন আছে জীবিত আছেন ।কিভাবে মৃত্যু ভাইয়ের সম্পত্তি বন্টন হবে ।
আমার চাচাতো ভাই মারা গেছে ,আমার চাচাতো ভাইয়ের নিজের কোনো ভাই নাই. শুধু সে আৱ তার তিন বোন আছে ..আৱ তার মা বাবা কেউ বেঁচে নেই..তার কোনো সন্তান ও নেই.শুধু তাৱ বউ আছে . আর আমরা হলাম তার নিজের চাচাতো ভাই..তাহলে কি আমরা তার সম্পত্তিৱ ভাগ পাবো .. আৱ আমরা হলাম তিন ভাই তিন বোন..তাহলে এখন আপনেই বলেন যে আমরা আমাদের চাচাতো ভাইয়েৱ কতটুকু অংশ জমি পাবো🤷🤔
নিঃসন্তান মৃত ব্যক্তির ৪ ভাই ৪ বোন ১ স্ত্রী এবং মা আছে। ৪ ভাই এর মধ্যে ১ ভাই মৃত ব্যক্তির আগেই মারা গেছে কিন্তু তার ছেলে মেয়ে জীবিত আছে। এখন এই ভাতিজারা কি মৃত চাচার সম্পত্তির অংশ পাবে??? ❤️
আমার চাচা মৃত অবিবাহিত আমার দাদা দাদিও মৃত চাচার ভাই বোনের মধ্যে বোন বড়টা মৃত ওয়ারিশ আছে ভাই বড়টাও মৃত ওয়ারিস আছে ছোট বোন জীবিত স্বামী মৃত কোন ওয়ারিশ নাই.. চাচার সম্পত্তি কে কতটুকু পাবে..জানালে উপকৃত হব
স্যার মৃত ব্যাক্তির মা বাবা কেউ নেই মৃত ব্যাক্তির বড় ভাই একজন ছিল বড় আর একজন সত ভাই ছিল এখন কেউ নেই সত ভাই এর ছেলে আছে আপন ভাই এর ছেলে মেয়ে আছে বোন আছে সত বোনের মেয়ে আছে মৃত ব্যাক্তি সম্পত্তি অংশ সত ভাইয়ৈর ছেলে মেরা পাবে কি?দয়দ করে বলবেন।
আমরা দুই ভাই। ছোট ভাইয়ের জায়গা। ছোট ভাইয়ের কোন সন্তান নেই। বড় ভাইয়ের দুই সন্তান এক। বড় ভাই আগে মারা যায় তারপর ছোট ভাই মারা গেলে এই সম্পত্তি। চাচা জায়গা কারাপাবে। ভাইপো একা পাবে না কি ভাইজিও , জানতে চাই
মৃত ব্যক্তি বিয়ে করে নাই,মৃত ব্যক্তির কিনা সম্পত্তি এই ক্ষেত্রে সম্পত্তির মালিক কে হবে। বাবা মা আছে,আপন ভাই ১জন,আপন বোন ২জন,সত ভাই ৩,সত বোন ৪জন।মালিক কে হবে। বর্তমানে বাবা মৃত, উল্লেখিত বাকি সবাই আছে।
মা ১/৬ অংশ এবং মৃত্যুর সময় বাবা জীবিত থাকলে বাকি সম্পত্তির ওয়ারিশ বাবা হবে এখন বাবার সম্পত্তি তার যতজন জীবিত সন্তান রয়েছে ছেলে এবং মেয়ে ২:১ হারে বন্টন হবে।
আছা ভাইয়া আমি যেই বেপারটা কিলিয়ার হতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যদি সম্পত্তির মালিকের কোনো ছেলে মেয়ে না থাকে আর যদি তার আপন ভাই নাই শুধু বোন আছে, তাহলে কি সৎ ভাই তার সম্পত্তির ভাগ পাবে কি না?
@@Lawin5Minutesভাইয়া আমি একটা বিষয় ক্লিয়ার হতে চাচ্ছি ,দয়া করে রিপ্লাই দিয়ে উপকার করবেন । বিষয়টা হচ্ছে - মৃত ব্যক্তিরা দুই ভাইবোন অর্থাৎ তিনি এবং তার একজন বোন আছে ।আর সে তার জীবনদশায় কোনো বিয়ে করেনি মানে তার কোনো স্ত্রী, সন্তানসন্ততি নাই । এবং তার মৃত্যুর অনেক আগেই তার পিতা এবং দাদা উভয়েই মারা গেছেন । তার মৃত্যুর পর বেঁচে ছিল তার মা এবং বোন । এখন কিছুদিন পর তার মা ও মারা গেছেন । বেঁচে আছেন শুধুমাত্র তার বোন । আমার প্রশ্ন হল : মৃত ব্যক্তি এবং তার মা উভয়েই মারা যাওয়ার পর কি তাদের সকল সম্পত্তির মালিক তার বোন হবেন । নাকি মৃত ব্যক্তির চাচাতো ভাইয়েরাও ওই সম্পত্তির অংশীদার হবে ?? আর যদি তার চাচাতো ভাইয়েরা এই সম্পত্তির অংশীদার হয় তাহলে উক্ত সম্পত্তি কি অনুপাতে বণ্টন করতে হবে সেটা বলবেন প্লিজ ভাই ।❤❤
মৃত ব্যাক্তির জমি তার বাবার নামে থাকে আর তার ছেলে মেয়ে না থাকে তার আপন ভাই আছে একজন জিবিত আরেক জন মৃত আর সৎ ভাই ২জন আর বোন একজন আছে এই সৎ ভাইবোনে কি তার সমত্তি পাবে???
জানিনা ভাই আমার লেখাটা করবেন কিনা, ভাই আমার কোনো সন্তান নেই আমার নিঃসন্তান ,আমি একটা মেয়ে, আর আমার স্বামী আমরা দুজনে আছি ,আমার নামে এক কাঠা জায়গা আছে আমার এই জায়গাটা আমাকে ফুফা দিয়েছে ,কারণ ফুফা আমাকে পাল্লক নিয়েছে , আমার এই জায়গার উপরে ভাইয়ের আর ভাইয়ের ছেলের কি অধিকার আছে, আমি যদি আমার স্বামীকে পুরো জায়গাটা লিখে দিই আমার কি গুনাহ হবে, আমার ভাই আমার ভাবি আমাকে কেউ দেখতে পারে না আমার ছেওয়াটা পর্যন্ত দেখতে পারে না, আমাকে একটু জানাবেন দয়া করে আমি খুব অসহায় একটি মেয়ে।
ভাই একটা প্রশ্নের উত্তর দিবেন প্লিজ,, আমার বাপ কাকা জেঠা ৩ ভাই কাকা বিয়ে করে নিসন্তান অবস্থায় মারা যান এখন তার স্ত্রী কাকার সব সম্পতি বিক্রি করে দেবার চেষ্টা করছে,, এটা কি বর্তমান হিন্দু আইনে গ্রাজ্য হবে! নাকি তার স্ত্রী ৪ ভাগের এক ভাগ সম্পতি পাবে তার স্ত্রী কি মৃত কাকার সকল সম্পতি কি বিক্রি করতে পারবে উত্তর দিবেন প্লিজ
একজন নিঃসন্তান ব্যক্তি মারা যাওয়ার পূবে তার দুই ভাই ও এক বোন মারা গেছে (তাদের সন্তান জীবিত আছে)। এখন নিঃসন্তান ব্যক্তির শুধু একজন ভাই জীবিত আছে। তাহলে নিঃসন্তান ব্যক্তির জমির উত্তরাধিকার কে পাবে? শুধু একজন ভাই নাকি যে ভাই ও বোন মারা গেছে তাদের সন্তানেরাও?
আমার খালা নিঃসন্তান ব্যক্তি। শুধু আছে তার মা এবং ভাই নাই বোন আছে তাহলে এই সম্পত্তির মালিক কে পাবে। কিন্তু তার চাচা আছে জীবিত। সেই বলছে সেই মালিকানা হবে কিন্তু সে কি পাবে। আমার কালা নিঃসন্তান শুধু বেঁচে আছে তার মা আর তার বোন আছে আর কেউ নেই। দয়া করে আমাকে একটু জানাবেন
যদি কোন নারী স্বামী মারা যাওয়ার পর মৃত ব্যক্তির আপন ভাইকে বিয়ে করে এবং তার ১ম ঘরে একজন ছেলে,২য় ঘরে দুইজন মেয়ে থাকলে আর ২য় স্বামীর কোনো পুত্র সন্তান না থাকে এবং ঐ ২য়ঘরের মেয়েদের কারোই পুত্র সন্তান না থাকে তাহলে ১ম পক্ষের ছেলে কি ২য় পক্ষের মেয়েদের সম্পত্তি পাবে?
মৃত সাবালিকা অবিবাহিত মেয়ে তার মা বাবা বেঁচে আছে এক বড় বোন আছে মৃত সাবালিকা অবিবাহিত মেয়ের দলিল মূলে সম্পত্তি আছে 9 শতাংশ এই সম্পত্তি কিভাবে বন্টন হবে? আর যদি বোন না পায় শুধু বাবা মা পায় তাহলে প্রাপ্ত্ মা বাবা পরবর্তী উক্ত সম্পত্তি কিভাবে হস্তান্তর করতে পারবে?
মৃত মহিলার স্বামী ও সন্তান কেউ নাই।তার নয়টা ভাইয়ের মধ্যে সাতটা মারা গেছে। তিন বোনের মধ্যে দুই টা মারা গেছে। ভাই জীবিত দুই জন এবং বোন জীবিত একজন। এই সসম্পত্তির বন্টন কিভাবে হবে?
ভাই দয়া করে আমার লিখাটা পরবেন, আমরা দুই বোন বাবা মারা গেচে আগেই আমার বাবা আমার দাদার যা জমি চিল মায়ের নামে লিখে দিচে,আর কিনা জমি দেয়নি এখন আমার চাচা এতো অতাচার করতেচে বাড়ি থেকে বের করে দিতে আমাকে মা কে মারতেও আসে কি করবো ৪ কাটা জমি থেকে আমরা দুই বোন মা চাচা কত টুকু জমি ভাগে পরবে একটু দয়া করে হিসাব টা যদি দিতেন
আমার একটা প্রশ্ন হলো , সাত ভাই ছিল তিন নাম্বার ভাই নিসন্তান ছিল । প্রথম ও দ্বিতীয় ভাই আগে মরে গেছে । তারপর তৃতীয় ভাই মারা যায় ,,তার স্ত্রী ও মারা গেছেন। এখন প্রথম ও দ্বিতীয় ভাইয়ের সন্তানেরা কি সম্পদ পাবে কী??????
আমার ফুফু তার সন্তান নাই বাবা মা কে হয় জীবিত নাই চার বোন এক ভাই তাদের মধ্যে এক বোন ছাড়া সবাই মারা গেছে তাদের সম্পত্তি কিভাবে বন্টন হবে এবং কে কি পরিমান পাবে। ভাই মারা গেছে কিন্তু ভাইয়ের ছেলে-মেয়ে আছে।
আসসালামু আলাইকুম। নিঃসন্তান মৃত ব্যক্তি নিজে ও আরো দুই ভাই এবং এক বোন ছিলেন। মৃত ব্যক্তি মারা যাওয়ার অনেক আগেই ভাই বোন মারা গিয়েছিল। বর্তমানে মৃত ব্যক্তি স্ত্রী এবং ভাই বোনের ছেলে মেয়েরা আছে। দুই ভাইয়ের মধ্যে এক ভাই য়ের একটা ছেলে ও দুটি মেয়ে আছে আরেক ভাইয়ের শুধু মেয়েরা আছে । আর বোনের ছেলে মেয়ে আছে। মৃত ব্যক্তির মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা চাচি কেউ জীবিত নেই। আমার প্রশ্ন হলো নিঃসন্তান মৃত ব্যক্তির স্ত্রী এবং ভাতিজা কতো অংশ পাবে। এবং ভাইয়ের মেয়েরা এবং বোনের ছেলে মেয়েরা কি সম্পদের ভাগ পাবে??? পেলে কে কতো অংশ পাবে
স্যার আমার দাদারা পাঁচ ভাই আমার দাদা সবার বড় আমার দাদার নাম ফরজ আলী, তারপর মোবারক আলী,তারপর আকবর আলী, তারপর আফছার আলী, তারপর আজগর আলী, এখন কথা হল তিন নাম্বার যে দাদা আকবর আলী তার কোন সন্তান নাই সে নিসন্তান তার সম্পত্তি কে পাবে? এদের মধ্যে মারা গেছে আগে আমার দাদা ফজর আলী তারপর মোবারক আলী তারপর যে নিসন্তান সেই আকবর আলী তারপর আফছার আলী তারপর আজগর আলী, এখানে একটা বিষয় হলকি স্যার সবার ছোট দাদা যে আজগর আলী তারও কোন ছেলে সন্তান নাই তাহলে আকবর আলী দাদার সম্পত্তি কে পাবে?
চমৎকার বুঝিয়েছেন। আর একটু প্রশ্ন ছিল- অবিবাহিত সন্তান মারা যায় (মা, বাবা, দাদা জীবিত নাই) তবে আপন এক ভাই এবং সৎ মা ও সৎ ভাই আছে , সেক্ষেত্রে কিভাবে হবে? ধন্যবাদ
Nisontan mrito bektir sompod kichuta tar batijak die geche are kichu tar sri k die geche akon jodi tar sri mara jay tahole oi mrito mohilar sompod k pabe . plz sir reply👏👏
স্যার নিঃসন্তান মৃত ব্যক্তির বোন একটা বোন মারা গেছে বোনের একটা মেয়ে আছে এবং মৃত ব্যক্তির একটি ভাই আছে দুজনে কি ওয়ারিশ হবে
আপনার আলোচনা ভালো লাগল আমার কথা হল এক পুরুষ ব্যক্তির কেউ জীবিত নেই শুধু জীবিত আছেন তার বোন ও ভাতিজা ভাতিজী ওই ব্যক্তির জমির অংশ কে কে পাবে জানালে উপকৃত হতাম বা একটা ভিডিও দিলে ভালো হতো।।❤
বোন এবং ভাতিজারা...
4:08 @@Lawin5Minutes
আমার সত মায়ের নামে সম্পত্তি দিয়ে, বাবা মারা যায়, সত মায়ের কোনো ছেলে মেয়ে নেই,তিনি ও মারা যান, তার ভাই আছে, এখন কি আমরা সেই সম্পত্তির অংশ পাবো,দয়া করে জানাবেন।
ভাই নিস্নতান মৃত ব্যক্তির একের অধিক ভাই আচে। কিন্তু এক ভাই মারা গেচে কিন্তু তার সেলে আসে এখনি এই সেলে জমি পাবেন।??? প্লিজ বলবেন
নানা-নানি মৃত। দুই মামার মধ্যে এক মামা নিঃসন্তান এবং মৃত হলে ভাগিনা নিঃসন্তান মামার সম্পত্তির ওয়ারিশ ভাগিনা হবে কি না ? প্লিজ জানাবেন।
নিসন্তান ব্যক্তির মা বাবা কেউ নাই আছে এক ভাই ও ভাইয়ের দুই ছেলে ও এক মেয়ে ও ঐ ব্যাক্তির বোন মারা গেছে আছে বোনের ছেলে মেয়ে তাহলে কে কে মালিক হবে
বোন এবং যে ভাইটি মারা গেছে সে যদি মৃত ব্যক্তির পূর্বে মারা যায় এবং তার অন্যকোন ওয়ারিশ না থাকলে জীবিত ভাই সব সম্পত্তি পেয়ে যাবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমরা ৩ বোন , আর ফুফু ফুফাতো ভাই আছে । আর কেউ নাই । ফুফু কি আসাবা ভাগ পাবে ,বা ফুফাতো ভাই কি পাবে।
শুধু কন্যা সন্তান থাকলে , মৃত ব্যক্তির সম্পত্তি কি ফুফু পাবে । দাদা চাচা চাচতো,ভাই কেউ নাই
আসসালামু আলাইকুম ।প্লিজ দয়া করে জানাবেন ।
মৃত ব্যক্তি নিঃসন্তান এবং wife , ১ ভাই ,২ বোন জীবিত এবং ৩ নং বোন উনার পূর্বে মারাগেছেন কিন্তু ঐ বোনের ১০ ছেলে মেয়ে আছে । বাবা-মা, দাদা মারা গেছেন । সম্পদ কিভাবে বন্টন হবে ?
স্যার দয়া করে একটু জানাবেন
নিঃসন্তান স্বামী নাই,মা বাবা,দাদা,কেউ জীবিত নাই, এক ভাই তিন বোন জীবিত কিন্তু এক ভাই এবং এক বোন মৃত ব্যাক্তির আগে মারা গেছে এবং তাদের সন্তান আছে। এখন প্রশ্ন হলো এই সন্তানেরা কি মৃত ব্যাক্তির সম্পদ পাবে কি না
মৃতুর সময় স্ত্রী আর দুই বোন বেচে ছিলেন। কিন্তু জমি বন্টন হয় নাই এখন আছে তিন ভাতিজা আর বোনদের পরিবার। এখন সম্পত্তি কিভাবে বন্টন হবে...বলবেন প্লিজ
What's app a call diben.
01933-861331.
নিঃসন্তান মৃত ব্যাক্তির ১ স্ত্রী, ১ সহোদর বোন, ও ২ সৎ বোন, ১ সৎ ভাই, মৃত ব্যাক্তির সম্পদ কি সৎ ভাই বোনেরা পাবে.? যদি পায় তাহলে সহোদর বোনের অংশ কতটুকু আর সৎ ভাই বোনের অংশ কতটুকু.?
নিঃসন্তান মৃত ব্যক্তির এক স্ত্রী এবং দুই ভাই ছিল। তার এক ভাই মৃত ব্যক্তির আগে মারা গেছেন। ঐ ভাইয়ের সন্তানরা কি মৃত ব্যক্তির সম্পত্তি পাবে? জানাবেন প্লিজ।
জীবিত ভাই পাবে।
Amar pisi bia hoini amar baba and kaku and pisi ara tin jon abar ho66e jetur gore sobai mara ga6e abare amar jetima banche 6ilaen se tar bhai ke tar sob property dia dilen abar amar pisi o mara jay abar pisir name je property a6e seta pabe ke bolun?
নি: সন্তাত ফুফুর সম্পতি কে পাবে... ফুফুর বাবা মা বা ভাই বোন কেউ জিবিতো নেই তাহলে সম্পতি কে পাবে।।। একটু জানাবেন প্লিজ
Fufur baba pabe
ভাইয়ের ছেলে।
@@Lawin5Minutesভাইয়ের মেয়ে পাবে না
নিঃসন্তান চাচার সম্পত্তি কি তার ভাতিজারা পাবে?
আমার দাদুর এক ছেলে এক মেয়ে অর্থাৎ আমার ফুফু নিঃ সন্তান এখন প্রশ্ন হলো আমার দাদু তাকে কিছু সম্পত্তি লিখে দিছে। এখন কি আমি সেটা ওয়ারিশ হিসাবে পাব কি ,, যদি একটু ব্যাখ্যা দেন। ❤
আসসালামু আলাইকুম কেমন আছেন মৃত ব্যক্তির বাবা মা ভাই বোন কেও নেই শুধু বউ আছে মৃত ব্যক্তির একন সমপতি কে পাবে
যার স্ত্রী, বাবা, মা, ছেলে, মেয়ে, দাদা, দাদী,ভাই, বোন কেহ জীবিত নেই শুধু ভাতিজা, ভাতিজি,ভাগিনা আছে। তাহলে মৃত ব্যক্তির সম্পদ কিভাবে ব্ন্টন হবে?
মৃত ব্যক্তির দুইজন ভাই মৃত ব্যক্তির আগে মারা গেছেন এখন মৃত ব্যক্তির একজন স্ত্রী, এবং ভাইদের একাধিক ছেলে -মেয়ে আছে তাহলে এর বন্টন কীভাবে হবে মুসলিম ফারায়েজ মতে
মৃত ব্যক্তির সন্তান, ভাই-বোন মা-বাবা কেউ নেই শুধু তার স্ত্রী বেচে আছে তাহলে সেই সম্পত্তি কে পাবে
স্যার আমি জানতে চাইছিলাম যে আমার দাদার বোন তার কোন সন্তান নেই তার স্বামী তার অনেক আগে মারা গেছে আমার দাদার বোন তার নামে কিছু সম্পত্তি আছে আমার দাদারা চার বোন দুই ভাই এক বোন এক ভাই যেই বোনের সম্পত্তি তার আগে মারা গেছে এখন কি তাদের ছেলে মেয়ে ওই সম্পত্তি ভাগ পাবে কিনা দয়া করে ক্লিয়ার ভাবে জানাবেন।
নিঃসন্তাান ব্যক্তির আপন ভাই নাই ভাতিজা আছে সৎভাই আছে এখন কিভাবে বন্টন করবো জানালে খুশি হবো।
উনি জানেনা,,তাই রিপ্লে দেয় না,,আপন ভাই জদি নিঃসন্তান ব্যাক্তির আগে মারা জায় তাহলে সৎ ভাই একা পাবে বাতিজা বন্চিত হবে,জদি সৎ বৈমাত্রীয় ভাই হয়।
Jodi.vai.mara..gasion.cala.mai.nai..akhon.kotha.hocia.vai..sompot.vai..bonton.chara.bikroy..but.oi.vai.mara..jai..thaloy.kie.oi.vai.sompot.paba
মৃত ব্যক্তি অবিবাহিত ছিলেন আর এক ভাইও এক বোন ছিল বইন ও ভাই মৃত ব্যক্তির আগে মৃত্যুবরণ করিয়াছে এখন ভাইয়ের ছেলে এবং বোনের ছেলেরা কি সম্পদ পাবে
আমার চাচা নিঃসন্তান বিয়ে করে নাই এবং আমার দাদা দাদী কেউ বেঁচে নেই আমার দুই চাচা এবং দুই ফুফু বেঁচে আছে। আমার চাচার আগে আমার বাবা মারা যায় সেই ক্ষেত্রে কি আমি আমার চাচার সম্পত্তির অংশীদার হিসাবে দাবি করতে পারি।
Na
বিধবা ও নিঃসন্তান মহিলার সম্পত্তি তার ভাই ও বোন কতটুকু পাবে
স্যার
আমার ফুপি মারা গেছে
তার কোনো সন্তান নেই, তার স্বামীও নেই,
সম্পত্তি আমার ফুপির নামে ছিলো
আর ফুপির বাবা,মা দুজনেই মারা গেছে।
আর আমার তারা ছিলো 6 বোন 2 ভাই।
এখানে সম্পত্তির ভাগ টা কিভাবে হবে একটু বলবেন।
ধন্যবাদ
সং ভাইয়েরা কি পাবে
বোন কি ভাইয়ের সমান ভাগ পােব?
বোন ভাইয়ের অর্ধেক
মৃত ব্যক্তির সহোদর বোন আছে, দুইজন চাচাতো ভাই আছে কে কতটুকু সম্পত্তি পাবে??
Vai assalamu alikum Amar Vai abiboto kalin mars jay Akon Jami ke pabe baba ma Vai bece ace
দুই ছেলে তিন মেয়ে 13 লাখ কে ভাগ করলে কে কত করে পাবে
মৃতব্যক্তি বিয়ে করেননি।তাঁর,মা,বাবা,ভাই, বোন,সবাই মারা গেছে। কিন্তু তার এক ভাই ও দু বোনের ওয়ারিশ আছেন।এক্ষেত্রে তাঁর ৫ ভাতিজা ও ৫ ভাতিঝি প্রত্যেকে তাঁর সম্পদের কত অংশ পাবে?
আপন ভাই থাকলে ভাতিজা পাবে না।
তার সৎ ভাই আছে সম্পত্তি জিবিত আছে সে কি সম্প্রতি পাবে
যদি ভাইবোন কেহই জীবিত নাথাকেন সেক্ষেত্রে ওয়ারিশ কাহারা হবে? মৃত ব্যক্তি মহিলা। এ কেসটা আমার আশা করি সমাধান পাবো।
আসসালামু আলাইকুম, মৃত ব্যাক্তি যদি অবিবাহিত হয়ে৷ থাকে এবং ৪ ভাই এবং ৪ বোনের মধ্যে ১ ভাই এবং ২ বোন জীবিত আছে সেই খেত্রে মৃত ভাইয়ের ছেলেরা কি অংশ পাবে
মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার পরে
যারা যারা জীবিত ছিল
তারা সবাই সম্পত্তি পাবে
যার সম্পত্তি সে জীবিত থাকাকালীন কোন ভাই বোন মারা যায়।
সেই মৃত্যু ব্যক্তিরা সম্পত্তি পাবে না।
তার ছেলেমেয়েরাও সম্পত্তি পাবে না।
তার মৃত্যুর পর যারা যারা জীবিত ছিল ভাই-বোন তারা সবাই সম্পত্তি পাবে।
একটা প্রশ্ন জানার ছিলো।আমার মা আমার নানা মারা যাওয়ার আগে মারা গেছে।তখন আমার বয়স দেড় মাস বয়স তখন আমার মা মারা গেছে।আমার মামা রা আমাকে বড় করেছে তাদের কাছে রেখে।তারা আমাকে বিয়ে দিয়েছে।কিন্তু কথা হচ্ছে আমি কি আমার নানার জমির কোন অংশ পাবো
ভাই আসসালামু ওয়ালাইকুম
মৃত ব্যক্তির কেুউ বেচে নাই, ভাতিজা ভাতিজি আছে বন্টন কি করে
মৃত ব্যক্তির সম্পদ আপন ভাইয়ের সন্তানেরা পাবে?নাকি সৎ ভাই পাবে।
যা জানেন না তা শুধু উত্তর দিয়া দেন,,আগে সঠিকটা জেনে পরে বলেন,,
উনি প্রশ্ন করছে নিঃসন্তান ব্যাক্তির আপন ভাই এর ছেলেরা পাবে নাকি সৎ ভাই পাবে,,,,
এখানে উত্তর হলো নিঃসন্তান ব্যাক্তির আপন ভাই জদি উক্ত ব্যাক্তির আগে মারা জায় তাহলে সৎ বাই জীবীত থাকায় আপন বাতিজা বন্চিত হবে,,,জদি মৎ বৈমাত্রীয় ভাই হয়।।।
এইযে একটা পেচ বাজাই দিলেন,,,ভাই থাকতে আবার বাতিজা পায় কেমনে
যে ভাই গুলো মারা গেছে তাদের সন্তানাদি আছে তারা কি পাবে
মৃত্যুর সময় আপন ভাই থাকলে ভাতিজারা পাবে না
স্যার আমার সমস্যার সমাধান পেলে কৃতজ্ঞ থাকব।আমার ফুফু নিসন্তান আবস্থাতে মারা যায়। আমার বাবা ফুফুর আগে মারা যায়। এখন আমরা কি ফুফুর সম্পত্তির ভাগ পাব
অন্য কোন চাচা জীবিত থাকলে পাবেন না।
স্যার, আছচ্ছালামু আলাইকুম, আমার জানার ইচ্ছা কিন্তু জানাবেন কি না, আমার জানা নেই। এক পুরুষ ব্যাক্তির দাদা-দাদী, নানা- নানি মা-বাবা সহ এবং নিজ স্ত্রী পূর্বেই মারা যান। এই মৃত্যু ব্যক্তির কোন ছেলে-মেয়ে কিছু কিছুই হয় নাই (নিঃসন্তানি)। মৃত্যুর সময়ে আপন তিন ভাইয়ের ছেলে মেয়েরা আছেন এবং জীবিতআপন বোন সহ, আপন মৃত্যু বোনের ছেলে-মেয়েরা আছেন। এই মৃত্যু পুরুষ নিঃসন্তানি ব্যক্তির জমি জমা কি ভাবে বন্টন হবে। অনূগ্ৰহ পুর্বক জানালে খুশি হতাম, ধন্যবাদ। * স্যার, বর্তমানে ৬ - বোন জীবিত আছেন, মৃত্যু ব্যাক্তির পূর্বেই এক বোন মারা যান, ঐ বোনের ছেলে-মেয়েরা আছেন।
বোন কয় জন অাছেন?
১ জন থাকলে তার মোট সম্পত্তির অর্ধেক পাবে। ২/ অধিক বোন থাকলে ২/৩ অংশ পাবে।
অবশিষ্ট সম্পত্তি ভাইয়ের ছেলেরা।
@@Lawin5Minutes মৃত ব্যক্তির ৬ বোন জীবিত আছেন, এক বোন মৃত্যু ব্যক্তির পূর্বেই মারা যান এবং ঐ বোনের ছেলে-মেয়েরা আছেন।
what's app 01933861331.
Message
আমার বাবা চাচা ৩ ভাই। আমার বড় চাচা মারা গেছে। আমার বড় চাচার কোনো সন্তান নেই। এখন আমার বাবা, মধ্যম চাচা ও আমার বিধবা চাচীর ( যার কোনো সন্তান নেই) মধ্যে বাট বাটুয়ারা হয়ে রেজিষ্টারি বা নামজারি হয়েছে। এখন আমার বড় চাচিকে একটু কম জমি দেওয়া হয়েছে কারন উনার কোনো সন্তান নেই । এই ক্ষেএে যদি উনি মামলা করেন তাহলে কি উনি বেশি সম্পওি পাবেন? যখন বাটবাটুয়ারা হয় তখন উনাকে যতটুকু সম্পওি দেওয়া হয়েছে উনি তাতে রাজি হয়েছে তারপর বাটুয়ারা বা নামজারি হয়। এখন উনি কয়েকজনের চাপে আবার বেশি সম্পওির দাবী করছেন। এখন উনি যদি মামলা করেন তাহলে কি উনি আবার সম্পওি পাবেন? অথবা যে নামজারি হয়েছে এটা কি বাতিল হবে? অথবা নামজারী কি নতুন করে হবে। pls aktu help koren.
01933-861331
What's app.
মৃত ব্যক্তি অবিবাহিত, মা-বাবা ও এক ভাই আছে, এখন কার কাছ থেকে রেজিস্টি করবো জমি
মা বাবা
অবিবাহিত মৃত ব্যক্তির দুই ভাই একটা আপন আরেকটা সৎ ভাই
এখানে সম্পত্তি কে কতটুকু পাবে
বিস্তারিত বর্ণনা দিয়ে ফারায়েজ করতে ০১৯৩৩-৮৬১৩৩১(হোয়াটসঅ্যাপ) যোগাযোগ করুন। ধন্যবাদ।
নিঃসন্তান দম্পতি স্বামী মারা গেছে এবং স্ত্রী বেচে আছে এবং ঐ মহিলা অন্যত্র কোন বিয়ে করে নাই তাহলে এই সম্পত্তির মালিক কে হবে, দয়া করে জানাবেন।
আমি আপনার সাথে পারসোনাল ভাবে কথা বলতে চাই সম্পত্তি নিয়ে অনেক ভেজালে আছি।
01933-861331
What's app
@@Lawin5Minutesআসসালামুয়ালাইকুম।
আমি আপনার সাথে কথা বলতে চাই।
কিভাবে সম্ভব? সরাসরি কথা বলা যাবে কি?
দাদা ৬ নাতিদের হেবা করে সম্পত্তি দিয়ে গেছে । পরে এক নাতি মারা গেছে বিয়ে করে নাই । মা জীবিত আছে
৪ বোন আছে জীবিত আছেন ।কিভাবে মৃত্যু ভাইয়ের সম্পত্তি বন্টন হবে ।
নিঃসন্তান ব্যক্তির মৃত্যুর পর তার স্ত্রী ও মারা যায় তাহলে তার সম্পত্তি কিভাবে বন্টণ করা হবে প্লিজ জানাবেন।
01933-861331
What's app
আমার চাচাতো ভাই মারা গেছে ,আমার চাচাতো ভাইয়ের নিজের কোনো ভাই নাই. শুধু সে আৱ তার তিন বোন আছে ..আৱ তার মা বাবা কেউ বেঁচে নেই..তার কোনো সন্তান ও নেই.শুধু তাৱ বউ আছে . আর আমরা হলাম তার নিজের চাচাতো ভাই..তাহলে কি আমরা তার সম্পত্তিৱ ভাগ পাবো .. আৱ আমরা হলাম তিন ভাই তিন বোন..তাহলে এখন আপনেই বলেন যে আমরা আমাদের চাচাতো ভাইয়েৱ কতটুকু অংশ জমি পাবো🤷🤔
নিঃসন্তান মৃত ব্যক্তির ৪ ভাই ৪ বোন ১ স্ত্রী এবং মা আছে। ৪ ভাই এর মধ্যে ১ ভাই মৃত ব্যক্তির আগেই মারা গেছে কিন্তু তার ছেলে মেয়ে জীবিত আছে। এখন এই ভাতিজারা কি মৃত চাচার সম্পত্তির অংশ পাবে??? ❤️
Na
না
আমার চাচা মৃত অবিবাহিত আমার দাদা দাদিও মৃত চাচার ভাই বোনের মধ্যে বোন বড়টা মৃত ওয়ারিশ আছে ভাই বড়টাও মৃত ওয়ারিস আছে ছোট বোন জীবিত স্বামী মৃত কোন ওয়ারিশ নাই.. চাচার সম্পত্তি কে কতটুকু পাবে..জানালে উপকৃত হব
Na
মৃত ব্যক্তি মারা যাওয়ার পর একমাত্র স্ত্রী ও চাচাতো বোন জীবিত আছে বা ছিল চাচাতো বোন কি মুসলিম ফারায়েজ মতে অংশ পাবে ?
এই ভিডিও টা এত দিন খুঁজে ছি
অকে।
স্যার মৃত ব্যাক্তির মা বাবা কেউ নেই মৃত ব্যাক্তির বড় ভাই একজন ছিল বড় আর একজন সত ভাই ছিল এখন কেউ নেই সত ভাই এর ছেলে আছে আপন ভাই এর ছেলে মেয়ে আছে বোন আছে সত বোনের মেয়ে আছে মৃত ব্যাক্তি সম্পত্তি অংশ সত ভাইয়ৈর ছেলে মেরা পাবে কি?দয়দ করে বলবেন।
01933-861331
What's App.
র
আমরা দুই ভাই। ছোট ভাইয়ের জায়গা। ছোট ভাইয়ের কোন সন্তান নেই। বড় ভাইয়ের দুই সন্তান এক। বড় ভাই আগে মারা যায় তারপর ছোট ভাই মারা গেলে এই সম্পত্তি। চাচা জায়গা কারাপাবে। ভাইপো একা পাবে না কি ভাইজিও , জানতে চাই
মিরাশে অংশীদার কারীর অংশ বর্ননা কর ?
মেয়ে সন্তান একটাই। পাগল। বাবা মা কেউ বেঁচে নেই। এই সম্পত্তি কি ভাতিজারা পাবে । জানালে খুশি হব ভাই
আমার বাবা আর চাচা আপন ২ ভাই ছিলো ২ জন মারা গেছে আমার চাচার কোনো মেয়ে ছেলে নেই তার বউ আছে
যদি মৃত ব্যক্তির ভাইবোন,ছেলেমেয়ে কেউ না থাকে ,পিতামাতাও জীবিত না থাকে তাহলে স্ত্রী কতটুকু পাবে?
১/৪ অংশ
মৃত ব্যাকতির মা বাবা নাই এবং মৃত ব্যাকতি মারা যাওয়ার আগে তার কোন ভাই মারা যায় সেই সম্পদের ওয়ারিশ মৃত ভাইয়ের ছেলে বা মেয়ে পাবে কি? জানালে খুশি হতাম।
মৃত ব্যক্তির মৃত্যুর সময় কোন ভাই জীবিত থাকলে ভাতিজা পাবেনা
মৃত ব্যক্তি অবিবাহিত শুধু মা আর দুই ফুফু আছে মুসলিম আইনে কিভাবে বন্টন হবে
Abiboto kalin mara jay sampoti ke pabe
মৃত ব্যক্তি বিয়ে করে নাই,মৃত ব্যক্তির কিনা সম্পত্তি এই ক্ষেত্রে সম্পত্তির মালিক কে হবে। বাবা মা আছে,আপন ভাই ১জন,আপন বোন ২জন,সত ভাই ৩,সত বোন ৪জন।মালিক কে হবে। বর্তমানে বাবা মৃত, উল্লেখিত বাকি সবাই আছে।
মা ১/৬ অংশ এবং মৃত্যুর সময় বাবা জীবিত থাকলে বাকি সম্পত্তির ওয়ারিশ বাবা হবে
এখন বাবার সম্পত্তি তার যতজন জীবিত সন্তান রয়েছে ছেলে এবং মেয়ে ২:১ হারে বন্টন হবে।
@@Lawin5Minutes ছেলে মারা যাওয়ার পর বাবা কিন্তু জমি খারিজ, খতিয়ান কোনটাই করে নাই এই ক্ষেত্রে সত ভাইয়েরা কি জমি পাবে।
পাবে।
আছা ভাইয়া আমি যেই বেপারটা কিলিয়ার হতে চাচ্ছিলাম,
সেটা হচ্ছে যদি সম্পত্তির মালিকের কোনো ছেলে মেয়ে না থাকে আর যদি তার আপন ভাই নাই শুধু বোন আছে,
তাহলে কি সৎ ভাই তার সম্পত্তির ভাগ পাবে কি না?
পাবে।
@@Lawin5Minutesভাইয়া আমি একটা বিষয় ক্লিয়ার হতে চাচ্ছি ,দয়া করে রিপ্লাই দিয়ে উপকার করবেন ।
বিষয়টা হচ্ছে - মৃত ব্যক্তিরা দুই ভাইবোন অর্থাৎ তিনি এবং তার একজন বোন আছে ।আর সে তার জীবনদশায় কোনো বিয়ে করেনি মানে তার কোনো স্ত্রী, সন্তানসন্ততি নাই । এবং তার মৃত্যুর অনেক আগেই তার পিতা এবং দাদা উভয়েই মারা গেছেন । তার মৃত্যুর পর বেঁচে ছিল তার মা এবং বোন । এখন কিছুদিন পর তার মা ও মারা গেছেন । বেঁচে আছেন শুধুমাত্র তার বোন ।
আমার প্রশ্ন হল : মৃত ব্যক্তি এবং তার মা উভয়েই মারা যাওয়ার পর কি তাদের সকল সম্পত্তির মালিক তার বোন হবেন । নাকি মৃত ব্যক্তির চাচাতো ভাইয়েরাও ওই সম্পত্তির অংশীদার হবে ??
আর যদি তার চাচাতো ভাইয়েরা এই সম্পত্তির অংশীদার হয় তাহলে উক্ত সম্পত্তি কি অনুপাতে বণ্টন করতে হবে সেটা বলবেন প্লিজ ভাই ।❤❤
মৃত ব্যাক্তির জমি তার বাবার নামে থাকে আর তার ছেলে মেয়ে না থাকে তার আপন ভাই আছে একজন জিবিত আরেক জন মৃত আর সৎ ভাই ২জন আর বোন একজন আছে এই সৎ ভাইবোনে কি তার সমত্তি পাবে???
01933-861331.
বোনের সম্পত্তি কে পাবে
জানিনা ভাই আমার লেখাটা করবেন কিনা, ভাই আমার কোনো সন্তান নেই আমার নিঃসন্তান ,আমি একটা মেয়ে, আর আমার স্বামী আমরা দুজনে আছি ,আমার নামে এক কাঠা জায়গা আছে আমার এই জায়গাটা আমাকে ফুফা দিয়েছে ,কারণ ফুফা আমাকে পাল্লক নিয়েছে , আমার এই জায়গার উপরে ভাইয়ের আর ভাইয়ের ছেলের কি অধিকার আছে, আমি যদি আমার স্বামীকে পুরো জায়গাটা লিখে দিই আমার কি গুনাহ হবে, আমার ভাই আমার ভাবি আমাকে কেউ দেখতে পারে না আমার ছেওয়াটা পর্যন্ত দেখতে পারে না, আমাকে একটু জানাবেন দয়া করে আমি খুব অসহায় একটি মেয়ে।
01933-861331.
What's app.
নিঃসন্তান বোনের বাবামা নেই,স্বামী ও নেই।বোনেরা বা বোনের মেয়েরা কি কিছু পাবে?
ভাই একটা প্রশ্নের উত্তর দিবেন প্লিজ,,
আমার বাপ কাকা জেঠা ৩ ভাই
কাকা বিয়ে করে নিসন্তান অবস্থায় মারা যান এখন তার স্ত্রী কাকার সব সম্পতি বিক্রি করে দেবার চেষ্টা করছে,, এটা কি বর্তমান হিন্দু আইনে গ্রাজ্য হবে!
নাকি তার স্ত্রী ৪ ভাগের এক ভাগ সম্পতি পাবে
তার স্ত্রী কি মৃত কাকার সকল সম্পতি কি বিক্রি করতে পারবে উত্তর দিবেন প্লিজ
কোন ব্যক্তি অবিবাহিত অবস্থায় মারা গেলে তার বাবা-মা ভাই-বোন থাকা অবস্থায় তার সম্পত্তির বন্টন কিভাবে হবে
Ma 1/6 .
Baki property baba
একজন নিঃসন্তান ব্যক্তি মারা যাওয়ার পূবে তার দুই ভাই ও এক বোন মারা গেছে (তাদের সন্তান জীবিত আছে)। এখন নিঃসন্তান ব্যক্তির শুধু একজন ভাই জীবিত আছে। তাহলে নিঃসন্তান ব্যক্তির
জমির উত্তরাধিকার কে পাবে? শুধু একজন ভাই নাকি যে ভাই ও বোন
মারা গেছে তাদের সন্তানেরাও?
আসা করি এর সমাধান আছে
তিন ভাই এক বোন বাই তিন টাই মারা গেছে
কিন্তু বোন বেচে আসে।আবার মেজো ভাইয়ের কোন সন্তান নাই। তাহলে তার সম্পদের মালিক কারা হবে
01933861331.
What's app...
আমার খালা নিঃসন্তান ব্যক্তি। শুধু আছে তার মা এবং ভাই নাই বোন আছে তাহলে এই সম্পত্তির মালিক কে পাবে। কিন্তু তার চাচা আছে জীবিত। সেই বলছে সেই মালিকানা হবে কিন্তু সে কি পাবে। আমার কালা নিঃসন্তান শুধু বেঁচে আছে তার মা আর তার বোন আছে আর কেউ নেই। দয়া করে আমাকে একটু জানাবেন
বোন কয়জন?
ভাইয়ের ছেলেরা রয়েছে কি না?
@@Lawin5Minutes ভাই নাই শুধু বোন আছে আর চাচা আছে মা আছে
@@Lawin5Minutes বোন চারজন মা একজন চাচা একজন তাহলে কি চাচা পাবে সম্পত্তি
হুম চাচাও পাবে।
০১৯৩৩-৮৬১৩৩১.
হোয়াইট অ্যাপ
যদি কোন নারী স্বামী মারা যাওয়ার পর মৃত ব্যক্তির আপন ভাইকে বিয়ে করে এবং তার ১ম ঘরে একজন ছেলে,২য় ঘরে দুইজন মেয়ে থাকলে আর ২য় স্বামীর কোনো পুত্র সন্তান না থাকে এবং ঐ ২য়ঘরের মেয়েদের কারোই পুত্র সন্তান না থাকে তাহলে ১ম পক্ষের ছেলে কি ২য় পক্ষের মেয়েদের সম্পত্তি পাবে?
মৃত সাবালিকা অবিবাহিত মেয়ে তার মা বাবা বেঁচে আছে এক বড় বোন আছে মৃত সাবালিকা অবিবাহিত মেয়ের দলিল মূলে সম্পত্তি আছে 9 শতাংশ এই সম্পত্তি কিভাবে বন্টন হবে? আর যদি বোন না পায় শুধু বাবা মা পায় তাহলে প্রাপ্ত্ মা বাবা পরবর্তী উক্ত সম্পত্তি কিভাবে হস্তান্তর করতে পারবে?
মা ১/৩ অংশ।
অবশিষ্ট সম্পত্তি বাবা পাবে।
নিঃসন্তান মামার সম্পত্তি কি ভাগ্নেরা পাবে
মৃত মহিলার স্বামী ও সন্তান কেউ নাই।তার নয়টা ভাইয়ের মধ্যে সাতটা মারা গেছে। তিন বোনের মধ্যে দুই টা মারা গেছে। ভাই জীবিত দুই জন এবং বোন জীবিত একজন। এই সসম্পত্তির বন্টন কিভাবে হবে?
01933861331 whats app
ভাই দয়া করে আমার লিখাটা পরবেন, আমরা দুই বোন বাবা মারা গেচে আগেই আমার বাবা আমার দাদার যা জমি চিল মায়ের নামে লিখে দিচে,আর কিনা জমি দেয়নি এখন আমার চাচা এতো অতাচার করতেচে বাড়ি থেকে বের করে দিতে আমাকে মা কে মারতেও আসে কি করবো ৪ কাটা জমি থেকে আমরা দুই বোন মা চাচা কত টুকু জমি ভাগে পরবে একটু দয়া করে হিসাব টা যদি দিতেন
01933-861331
What's app
আমার একটা প্রশ্ন হলো ,
সাত ভাই ছিল তিন নাম্বার ভাই নিসন্তান ছিল । প্রথম ও দ্বিতীয় ভাই আগে মরে গেছে । তারপর তৃতীয় ভাই মারা যায় ,,তার স্ত্রী ও মারা গেছেন।
এখন প্রথম ও দ্বিতীয় ভাইয়ের সন্তানেরা কি সম্পদ পাবে কী??????
আপন ভাই জীবিত থাকলে ভাতিজারা বঞ্চিত
@@Lawin5Minutes আপন ভাই কেউ বেঁচে নেই
যার সম্পত্তি ভাগ হবে তখন তার আপন ভাই জীবিত থাকলে ভাতিজারা বঞ্চিত হয়
আমার ফুফু তার সন্তান নাই বাবা মা কে হয় জীবিত নাই চার বোন এক ভাই তাদের মধ্যে এক বোন ছাড়া সবাই মারা গেছে তাদের সম্পত্তি কিভাবে বন্টন হবে এবং কে কি পরিমান পাবে। ভাই মারা গেছে কিন্তু ভাইয়ের ছেলে-মেয়ে আছে।
ফারায়েজ করতে ০১৯৩৩-৮৬১৩৩১
নম্বরে যোগাযোগ করুন। হোয়াইটস অ্যাপ।
Koron.oi.vai.sonton.nai
ওই ব্যাক্তি কোনো বিয়া করেননি তা ভাই ৫ জন ভাতিজা ৩টা সে ভাই এর মধ্যে ৩ নম্বর ছিলো এখন কে পাবে তার জমি
01933-861331
আমার নিঃসন্তান মৃত কাকার সম্পত্তি তার সত ভাইয়ের ছেলে পাবে কি?
নিঃসন্তান ব্যক্তি যখন মারা গেছে তখন সেই ভাই যদি জীবিত থাকে তাহলে তার ছেলেরা পাবে।
সার ১ ভাই এক বোন যদি ভাই মারা যায় ভাইয়ের কোনো সন্তান নেই তা হলে বোন কি এই সম্পত্তি মালিক হবে
আর কে কে ওয়ারিশ রয়েছে বিস্তারিত জানতে হবে। ০১৯৩৩-৮৬১৩৩১.
নিসন্তান ব্যক্তির স্ত্রী, ১বোন ও আরেক মৃত বোনের ছেলে মেয়ে আছে।তাহলে কে কতটুকু পাবে
01933861331
What's app
মৃত ব্যাক্তি ভাতিজা কি সম্পত্তির ভাগ পাবে নাকি চাচা বেচে থাকলে চাচারা পাবে ভাতিজা পাবে না বিষয় টা একটু ক্লিয়ার করবেন
মৃত ব্যক্তির আপন ভাই থাকলে ভাতিজারা পাবে না
সৎ বৈমাত্রীয় ভাই বেচে থাকলেও বাতিজা পাবে না,বুঝিয়ে বইলেন,,,নইলে পেচ থেকে জায়।
আসসালামু আলাইকুম। নিঃসন্তান
মৃত ব্যক্তি নিজে ও আরো দুই ভাই এবং এক বোন ছিলেন। মৃত ব্যক্তি মারা যাওয়ার অনেক আগেই ভাই বোন মারা গিয়েছিল। বর্তমানে মৃত ব্যক্তি স্ত্রী এবং ভাই বোনের ছেলে মেয়েরা আছে। দুই ভাইয়ের মধ্যে এক ভাই য়ের একটা ছেলে ও দুটি মেয়ে আছে আরেক ভাইয়ের শুধু মেয়েরা আছে । আর বোনের ছেলে মেয়ে আছে। মৃত ব্যক্তির মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা চাচি কেউ জীবিত নেই।
আমার প্রশ্ন হলো নিঃসন্তান মৃত ব্যক্তির স্ত্রী এবং ভাতিজা কতো অংশ পাবে। এবং ভাইয়ের মেয়েরা এবং বোনের ছেলে মেয়েরা কি সম্পদের ভাগ পাবে??? পেলে কে কতো অংশ পাবে
স্ত্রী ১/৪
বাকিটা ভাতিজা।
Maa o nai baba o nai 4 vai 2 bon a6a
স্যার আমার দাদারা পাঁচ ভাই আমার দাদা সবার বড় আমার দাদার নাম ফরজ আলী, তারপর মোবারক আলী,তারপর আকবর আলী, তারপর আফছার আলী, তারপর আজগর আলী, এখন কথা হল তিন নাম্বার যে দাদা আকবর আলী তার কোন সন্তান নাই সে নিসন্তান তার সম্পত্তি কে পাবে? এদের মধ্যে মারা গেছে আগে আমার দাদা ফজর আলী তারপর মোবারক আলী তারপর যে নিসন্তান সেই আকবর আলী তারপর আফছার আলী তারপর আজগর আলী, এখানে একটা বিষয় হলকি স্যার সবার ছোট দাদা যে আজগর আলী তারও কোন ছেলে সন্তান নাই তাহলে আকবর আলী দাদার সম্পত্তি কে পাবে?
01933861331
What's APP.
Ayta sob sune mila thn advice dite hbe.
ভাই আপনার মোবাইল নাম্বার টা দিয়েন
01933861331.
Whats App
আমার সন্তান নেই সামির মৃত্যুর পর আমিকি কোনো অংশিদার আছি কিনা
Paben