Maharajo Eki Saaje | Rabindrasangeet By Subhamita | Rtv Music

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 369

  • @mitrasen8925
    @mitrasen8925 Рік тому +2

    একদম বাজে লাগলো রবীন্দ্র সঙ্গীত টি.. একদম ই গানের ভিতরের অন্তর্নিহিত অর্থে ঢুকতে পারলেন না.. তাই প্রকাশ এ মনোগ্রাহী হল না। শুভমিতা আমার ও প্রিয় শিল্পী.. কিন্তু এই গানটি শুনতে একদম ই ভালো লাগলো না..

  • @somudro1
    @somudro1 2 роки тому +74

    আমার মৃত ছোটকাকু খুব করে বলতেন, "এখন তো গান কেউ শোনে না রে। এখন সবাই গান দেখে।" এই গানটির চিত্রায়ণ দেখেও আমার একই অনুভূতি হলো। এই শিল্পীর যখন রবীন্দ্র সংগীতের রেকর্ড শুনি, সেই গান শোনার পরে, ঘোর যেন আর কাটতেই চায় না। অথচ, এখানে সেই একই শিল্পীর মুখব্যাদান দেখতে দেখতে মনে হচ্ছিল, আসলে আমিই বুড়িয়ে যাচ্ছি। সেই শান্ত সমাহিত সমাধিস্থ হয়ে যাওয়ার মতো রবীন্দ্রসংগীত এখন আর কেউ শোনে না। এত সুন্দর সাউন্ড সিস্টেম, কত আলো ভালো যন্ত্র শিল্পী, কত ভালো করে এই বিখ্যাত গানটির স্বরূপ দর্শকদের ধরে ধরে, গানটা শুধু ভালো করে রবীন্দ্রনাথের দেখিয়ে দেওয়া পথে গেয়ে, দেখিয়ে দেওয়া যেত। উনি হয়তো এই গানটি সুবিনয় রায়ের কণ্ঠে শোনেননি। কিন্তু আমি শুনেছি। এখনো শুনি। সেই গানের রেশ গান শেষ হলেই চলে যায় না। সারা পৃথিবী জুড়ে যেন বাজতে থাকে আমার কানে। আহা!

    • @simpleboy4392
      @simpleboy4392 Рік тому +1

      সহমত দাদা।

    • @aniruddhaghosh8223
      @aniruddhaghosh8223 9 місяців тому +2

      আমি আপনার সংগে সম্পুর্ন একমত , কিন্তু আমার একটা অনুরোধ আপনি যেমন শ্রদ্ধেয় সুবিনয় রায় এর কন্ঠে শুনেছেন, আমিও শুনেছি, কিন্তু দেবব্রত বিশ্বাস ও কিন্তু এই গান টি গেয়েছেন আশাকরি শুনেছেন। ভালো থাকবেন

    • @parthasarathigoswami2020
      @parthasarathigoswami2020 9 місяців тому

      ​@@aniruddhaghosh8223অনেকদিন পর কাওকে তো একজন পেলাম দেবব্রত বিশ্বাসের গাওয়া এই গানটি কে খুব ভালো লেগেছে আমার মতো !!

    • @professorbabulchandrashil3725
      @professorbabulchandrashil3725 9 місяців тому +2

      রবীন্দ্রনাথের গান চিত্রায়ণে যে মেধা বা ডিভোশন প্রয়োজন সেটা থাকতে হবে তো! আর সুবিনয়? একজন সুবিনয় রায় পেতে কোনো জাতির একশো বছর সময় লাগতে পারে।

    • @cr7hrishi
      @cr7hrishi 8 місяців тому +1

      Sotti

  • @vidyalayatutorials
    @vidyalayatutorials Рік тому +13

    যতটুকু রবীন্দ্রনাথ পড়েছি , বারবার মনে হয়েছে কি অসাধারণ আধুনিক চিন্তাধারার মানুষ ছিলেন উনি ... আজ জীবিত থাকলে এই আধুনিক নিবেদন কে গুরুদেব নিশ্চয়ই স্বাগত জানাতেন ...
    আর শিল্পী সম্পর্কে কিছু বলার ধৃষ্টতা আমার নেই ... সুস্থ থাকুন 🙏

  • @suparnadas7692
    @suparnadas7692 2 роки тому +2

    কি নাঁকে গায়.... গানটার বারোটা বাজিয়ে দিয়েছে....👽

  • @oishi1803
    @oishi1803 4 роки тому +10

    এই আত্মসমর্পণ কোথায় পাব?

    • @tamalde
      @tamalde 2 роки тому

      ঠিক বলেছেন, এই দরদ না থাকলে শুর বা গলার কাজ দিয়ে কিসসু হবে না

  • @minakshidasgupta3434
    @minakshidasgupta3434 2 роки тому

    Swaralipi te prochur vul..Rabindra sangeet ekdom valo gan ni...sorry to say....prochur vul ache

  • @pramitpalit3895
    @pramitpalit3895 Рік тому +2

    The Bandish is fantastic: but the Rabindra Sangeet could have been much better.

  • @banasridutta5238
    @banasridutta5238 4 місяці тому +1

    বন্দিষ্টা অসামান্য কিন্তু রবীন্দ্রসংগীতে কোথায় যেন খামতি থেকে গেলো ।

  • @tushardas1327
    @tushardas1327 3 роки тому +3

    Moha Raj Eki Saje Ele Hridoy Pur Majhe
    Choron Tole Koti Shoshi Surya More Laje

  • @swapanraha3623
    @swapanraha3623 Рік тому

    Bañdishta ar ektu kam samay hole bhalo lagto.

  • @pratimadewan8950
    @pratimadewan8950 4 роки тому +8

    আমার অসাধারণ লাগলো।।গান মানেই শিল্প,শিল্প মানেই সৃষ্টি।তাই রবীন্দ্রনাথকে ভেঙে নতুন সৃষ্টি হবে না কেন?রবীন্দ্রনাথকে মহান স্থানে রাখা বলেই তো শুধুমাত্র তাকে নিয়েই এত সৃষ্টি।তবে শুভমিতা দির এই সৃষ্টি শ্রুতিমধুর,কদর্য নয়।

  • @sukumarchatterjee5232
    @sukumarchatterjee5232 Рік тому

    Ami o Samudra Babur sathe Akmot.

  • @mrigankasarkar3280
    @mrigankasarkar3280 3 роки тому +11

    রাগ বেহাগ খুব সুন্দর ছিল। এক কথায় অনবদ্য কিন্তু রবীন্দ্রনাথের গান টা না গাইলেও চলত। স্বরলিপি বিভিন্ন জায়গায় ভঙ্গ হচ্ছে। আর তালবাদ্যের ক্ষেত্রে পাখোয়াজ ব্যবহার হলেই ভালো হত।

    • @SendPradipta
      @SendPradipta 3 роки тому

      Swaralipi ektu edik odik hole ki khoti holo? Unwarranted comments. Uni ek kothay apurbo geyechen

    • @mrigankasarkar3280
      @mrigankasarkar3280 3 роки тому

      ওই স্বরলিপির জন্য ই রবীন্দ্রনাথের গান অন্য সব গানের থেকে চিরকাল আলাদা ছিল, আলাদা ই থাকবে। রবীন্দ্রনাথের গান কে সম্মান করতে হলে সবার আগে তাঁর সৃষ্টি করা সুর কে সম্মান করা জরুরি। সুবিনয় রায়ের কণ্ঠে এই গান টি শুনুন পার্থক্য টা বুঝতে পারবেন, অতি সামান্য মানুষ হয়ে আপনাকে সেই পার্থক্য বোঝানোর ক্ষমতা আমার নেই। আগে শুনুন।তারপর বিচার করুন whether it is unwarranted comment or not.

    • @mrigankasarkar3280
      @mrigankasarkar3280 3 роки тому

      এছাড়াও এই গানে এত আড়ছন্দের ব্যবহার নিষ্প্রয়োজন। গানটির আসল অনুভূতি টা ই কোথাও হারিয়ে গেছে।

  • @ndutta123
    @ndutta123 Місяць тому +1

    একেবারেই জার্মান রীডের হারমোনিয়াম কন্ঠ! 🙏❤️🙏❤️ অপূর্ব নিবেদন।

  • @sumitachatterjee7541
    @sumitachatterjee7541 5 років тому +10

    রবীন্দ্রসংগীত টি এত্যো বাজে গাইলেন, অথচ সেদিন আকাশ আট এর অনুষ্ঠানে আপনি বললেন সাহানা বাজপেয়ী ভালো গায়নি, আপনার থেকে হাজার গুণ ভালো গেয়েছেন সাহানা, আপনাত গান আজকান শোনার অযোগ্য হয়ে গেছে

    • @rubimondal8997
      @rubimondal8997 5 років тому

      Plz respect diya kotha bolun.....

    • @avijitbiswas3118
      @avijitbiswas3118 4 роки тому

      Gaan shikhecho kono din sumita? Shahana amar best singer but ei gaan tar gayoki onno matrar

  • @sudeshnamukherjee3730
    @sudeshnamukherjee3730 Рік тому +1

    rabindrasangeet ti na gayilei parten..Bandish was superb, Mesmerizing.sob gaan ki aar "dekhechho ki taaker " moto kore gayile hobe didi!!!

  • @aahelisheeburman6352
    @aahelisheeburman6352 4 роки тому +25

    Experiment, রবিঠাকুরের গানের অসম্মান.... এই নিয়ে বহুলোকে বহু কথা বলেছেন.... সত্যি কি বলি ভাষা খুঁজে পাইনা আপনাদের কিছু বলার... যারা বলেন যে এটা দুঃসাহস তাদের বলি, জানেন তো মহারাজ একি সাজে ! এই গানটি বেহাগ রাগের ওপর? রবিঠাকুরের খুব প্রিয় রাগ ছিল এই বেহাগ, তাই অনেক অনেক গান উনি বেহাগে সুর করেছেন.... ভৈরবী আর বেহাগ এই দুটি রাগ এ ওনার খুব প্রিয়... তা শুভমিতাদি যে বন্দিশ টা গেয়েছেন না তাতে আমি বলতে পারি সংগীতের ছাত্রী হিসেবে যে পুরো রাগ স্বরূপ টা তুলে ধরে কি অদ্ভুত ভাবে মহারাজ ধরলেন ! বাহঃ ! শুনে গায়ে কাঁটা দেয় !
    আর সংগীতজ্ঞ দের উদ্দ্যেশে, খুব তো রবীন্দ্রসংগীত বোঝেন... আমি তো নগন্য ব্যক্তি, তা বলছিলাম কি অনেক গায়ক তো এমন রবীন্দ্রসংগীত আজকাল করছেন যা শুধু অসম্মানজনক না, কদর্য ! দয়া করে তাদের সেই সব গানের কমেন্ট সেকশন এ গলা ফাটান.... আর শুভমিতাদি কে! তোমার গান যেন ঈশ্বর দর্শন করায় !!

    • @minhazulhaquerasel5124
      @minhazulhaquerasel5124 4 роки тому +2

      Well said

    • @kaustavmaitra9292
      @kaustavmaitra9292 4 роки тому +1

      Well said @Aaheli, this track is indeed one of the masterpiece..Hats off to Suvomita, it really brought tears to my eye..For me , she will always be one of the legend in the bengali music industry...Just spellbound...♥️♥️

    • @achintyamandal1587
      @achintyamandal1587 4 роки тому

      আপনার সাথে একমত হতে পারলাম না।

    • @aahelisheeburman6352
      @aahelisheeburman6352 4 роки тому +1

      @@kaustavmaitra9292 she is a true worshiper of music

    • @aahelisheeburman6352
      @aahelisheeburman6352 4 роки тому

      @@achintyamandal1587 দেখুন, মত নাই মিলতে পারে ! তাও তো আমরা আমাদের মতামত জানাতেই পারি... ভালো থাকবেন

  • @tushardas1327
    @tushardas1327 3 роки тому +1

    Moha Raj EKi Saje Ele Hridoy Pur Majhe
    Choron Tole Koti Shoshi Surya More Laje
    Rag - Behag
    Tal - Jhanp Tal
    Porjay - Puja
    Upo Porjay - Sundor
    Ango - Hindi Bhanga Gan (Dhrupod)
    Book - Gan (Songs)
    Giito Lipi 1
    Swaro Bitan 36

  • @churamanisen9894
    @churamanisen9894 4 роки тому +2

    Rabindra sangeet ke original bhabei gaite deua bhalo. Ektu samman janate na parle thak na oi bhabe

  • @rishi7629
    @rishi7629 2 роки тому +1

    Oldies in their deathbeds are bitching in comments... but Tagore himself would probably love this. ❤️

    • @LLAWLIETkiracatcher
      @LLAWLIETkiracatcher 2 роки тому

      You said my words brother . Yes we are just tired of this " birbhumi santiniketoni" culture er thekadar oldies . Come everywhere to criticise everyone ,

  • @musician_piku
    @musician_piku 5 років тому +4

    বাপরে, অনেকেই comments করছেন অতিরিক্ত বাক্য ব্যয় করে, আমার ভালো লেগেছে বা আমার খারাপ লেগেছে এক line এই তো বলা যায়, 🤦🏻🤦🏻🤦🏻 এত details এ অযৌক্তিক আবদার যে কেন কে জানে? ,
    এবং এখন আবার market এ একটা নতুন সংযোজন - দুম করে একটা তুলনা টেনে নিয়ে আসা, আরে বাবা সঙ্গীত টা সঙ্গীত হিসেবে নিলেই তো হয়, কে লিখেছে, এবং ভালো খারাপ স্ট্রেট ফরওয়ার্ড বললেই তো হল, এই হয় নাই, ওই হয় নাই, ওইখান টাই বিকৃতি করেছে, ওইখান টাই স্বরলিপি follow করেনি, বাপরে বাপ , আসলে আমরা আজকাল এত বেশি বুঝতে শিখে গেছি যে কী বলব
    একজন আবার বলছে'ভুল গাইছে' 😂 🤦🏻🤦🏻হায় রে কপাল

    • @LLAWLIETkiracatcher
      @LLAWLIETkiracatcher 2 роки тому

      Eder dekhe bojha jabe na Rabindra sangeet gaite hobe na , rocket science porte hobe. Ei hobe na oi hobe na , ei korte hobe , notation follow koro , expression asche na . Etc. Etc.

  • @lunabhattacharya4697
    @lunabhattacharya4697 2 місяці тому +1

    আহা যতবার শুনি প্রাণ মন জুড়িয়ে যায়।

  • @sorahana5736
    @sorahana5736 Рік тому

    Ki jaghanya Rabindrasangeet.Pl.Subhamita esab gaibar chesta korona.

  • @anuradhasen9423
    @anuradhasen9423 5 місяців тому +1

    আহা সাধু সাধু মন ভরে গেলো সুরের ঝংকারে। রাগ সঙ্গীতের বন্দিশের সাথে রবীন্দ্র সঙ্গীতের এই অসাধারণ মেল বন্ধন মন কে অন্য জগতে নিয়ে গেলো। যন্ত্র সঙ্গীতের ব্যবহার গানটিকে অন্য মাত্রা দিয়েছে। গানের ভাবটা উনি শ্রোতাকে যেন নিংড়ে দিয়েছেন। ভালো থাকুন। আরো এইরকম স্বর্গীয় উপস্থাপনা আমাদের উপহার দিন।

  • @arnabdasphysics
    @arnabdasphysics 5 років тому +41

    The behag was sang well, but not the Rabindrasangeet. Rabindrasangeet is not only about vocal expertise. One might listen to the same song by Debabrata Biswas to get a real feel.

    • @charolinadutta2
      @charolinadutta2 5 років тому +2

      true

    • @amitavadasgupta626
      @amitavadasgupta626 5 років тому +3

      Wonderful rendition. Your comparison with George-da is mismatch. He was an legendary Rabindrasangeet exponent.

    • @dikshitmukherjee8731
      @dikshitmukherjee8731 5 років тому

      True

    • @arkadyutijana7983
      @arkadyutijana7983 5 років тому +3

      Ki jani amar to rabindra sangit ta darun lege6e.....

    • @madhumitadasgupta9099
      @madhumitadasgupta9099 4 роки тому +6

      অর্ণব দাস। আপনার সাথে একদম একমত। রবীন্দ্রসঙ্গীত ওস্তাদি দেখাবার জায়গা নয়। অনুভব না করলে পুরোটাই অসফল।সাহানা অপূর্ব গেয়েছে।গায়ে কাঁটা দেয়।

  • @sujoytalukder4814
    @sujoytalukder4814 5 років тому +5

    অসাধারণ পরিবেশনা বাই শুভমিতা

  • @senjutiroy7048
    @senjutiroy7048 2 роки тому

    Notation onek bhul.... Rabindra Sangeet gaite gele notation follow korei gaoa uchit....amar akdom nijer motamot

  • @callraja1
    @callraja1 3 роки тому +37

    বন্দিশটি যতটা ভালো লাগলো, রবীন্দ্রনাথের গানখানি ততোধিক খারাপ লেগেছে। গানের মর্মে প্রবেশ করতে পুরোপুরি ব্যর্থ। রবিগান যে কালোয়াতী নয়, এটা ভুলে গেছিলেন বোধহয়। শুভমিতার মত এত বড় মাপের শিল্পীর কাছ থেকে এই রেন্ডিশন একেবারেই প্রত্যাশিত নয়। এছাড়াও অত্যধিক ট্রেমেলোর কারণে একেবারেই সুখশ্রাব্য হয়নি।

    • @JM-hn8sf
      @JM-hn8sf Рік тому +1

      একদম

    • @tanmoymazumdar3267
      @tanmoymazumdar3267 Рік тому

      ato beshi lebu chotkan keno bal amar

    • @pinakbasak6931
      @pinakbasak6931 Рік тому +1

      I am fan of Shubhmita ,but still I feel your comment very true

    • @arghya24365
      @arghya24365 Рік тому +1

      Apni ektu training din subhamita madam ke .. bhalo hobe... Gyan dite beshto

    • @simpleboy4392
      @simpleboy4392 Рік тому

      Sahomat

  • @parthosarathigoswami
    @parthosarathigoswami 9 місяців тому

    আহা

  • @nabanitaghosh833
    @nabanitaghosh833 5 років тому +13

    সাহানা দি র "মহারাজ একি সাজে" কানে লেগে আছে। তাই, এটাতে একদম মন ভরলো না।

  • @saptarshimukherjee3960
    @saptarshimukherjee3960 Рік тому

    Behag er bandish

  • @oishichaudhuri1957
    @oishichaudhuri1957 Рік тому

    Rabindrasangeet evabe valo lagena..laglona..Manisha Nayar eti gaile... 🙏🏻

  • @kaushikmandal9316
    @kaushikmandal9316 2 роки тому +1

    Kono biseson i jothesto noi !!!

  • @joydebroy5276
    @joydebroy5276 4 роки тому +2

    Komol ga lagchhe kyano? Mary behag hoye jacche

  • @payalkundu1936
    @payalkundu1936 4 роки тому +15

    নিখুঁত কণ্ঠস্বর, সাবলীল সুরের ওঠানামা, কিন্তু তবুও যেন মন ছুঁতে পারলো না....

  • @neelchatterjee774
    @neelchatterjee774 2 роки тому

    Raag bihag

  • @sudeshnachatterjee5928
    @sudeshnachatterjee5928 3 роки тому

    Sorry madam .... adhunik gaan hoye galo. Rabidrasangit er bhab holo koi? Kichu kichu jaigai nijo rachona...

  • @swapandutta3042
    @swapandutta3042 Місяць тому

    অসাধারন

  • @ronjurrahman5530
    @ronjurrahman5530 Рік тому

    ভালো ছিল তবে আরো ভাল করতে পারতেন গানের সুর অনেক দীর্ঘআয়ু করাতে জটিল হয়ে গেছে। শুভমিতা ম্যামের গান অনেক সুন্দর হয়।আমার জানা মতে আমি তার গান শুনিনি এমন গান কম আছে।তার প্রতিটি গানেই আমার মন ছুয়ে গেছে। সব গান যে সুন্দর হবে তাও না। উনিও তো মানুষ। তবে সব মিলে আমার কাছে সবচেয়ে সেরা শিল্পী হচ্ছেন শুভ মিতা ম্যাম।

  • @tulikaroysaha2983
    @tulikaroysaha2983 4 роки тому +1

    Classical portion khub sundor, kintu Maharajo eki saje Rabindrasangeet e anek sur nijer moto korechen.

    • @subhashmukhopadhyaygroup940
      @subhashmukhopadhyaygroup940 4 роки тому

      Debabrata Biswas did the same. Unless improvisations disrupts the beauty of a song, or makes it harsh in our ears, it is perfectly fine.

    • @LLAWLIETkiracatcher
      @LLAWLIETkiracatcher 2 роки тому

      @@subhashmukhopadhyaygroup940 debobroto biswas je korechilo eta segulo keo ei 1960 er briddho gulo mantei chai na . Tobe amar debobroto biswas er gaan khub ekta bhalo lage na , tar pronounciation e onek somossha ache . Amar sudhu mone hoi eta , i can be wrong also . Pardon me if i hurt anyone's fellings

  • @sauranshu
    @sauranshu 3 роки тому +1

    রবি ঠাকুরের লেখা গানটার সুর কার দেওয়া? জাতি জানতে চায়!

    • @sagarmukherjee1941
      @sagarmukherjee1941 3 роки тому

      Rabi thakur nijej

    • @sauranshu
      @sauranshu 3 роки тому

      @@sagarmukherjee1941 না, সেই সুরটা সম্পূর্ণ অন্যরকম। ভালো করে শুনে দেখবেন। স্বরলিপি মিলিয়েও দেখবেন পারলে।

  • @hm_shuvo_29
    @hm_shuvo_29 2 роки тому +2

    পাগল করে দিবে মনে হচ্ছে 🥲🥹
    কি অসাধারণ গেয়েছেন ম্যাম 🙏🏽🇧🇩

  • @armyblinksumelikans8996
    @armyblinksumelikans8996 3 роки тому

    This is the most wrost song I have ever seen

  • @shreyadas1791
    @shreyadas1791 5 років тому +6

    Shahana r rendition onek onek better. Apni toh swaralipi r notation e change kore diyechen dekchi. Most importantly instrumentation otibo joghonno hoyeche.

    • @joyetreegoswami1334
      @joyetreegoswami1334 5 років тому

      Sahana ebong Subhamita keu i sworolipi follow kore ganta ganni. Ato ojotha modification Rabindrasangeet e ki proyojon? Seta korar jonyo gaan to jotheshto achhe.

  • @prarthanaghosh5360
    @prarthanaghosh5360 2 роки тому +4

    বাংলা ভাষার কোন শব্দের ব্যবহার কেমন করে হলে শব্দার্থের নির্যাস পাওয়া যায় তা আমাদের প্রথম শিখিয়েছেন রবীন্দ্রনাথ ও পরে শম্ভূ মিত্র। এই গানে সুরের কেরামতি এবং শিল্পীর রাগ সঙ্গীতের দক্ষতার পরিচয় পেলেও গানের কথার কোনো বোধ পেলাম না।

    • @purabee
      @purabee 9 місяців тому

      সত্যি তাই, শব্দের কোনো বোধ হলো না

  • @GhoshNSingha
    @GhoshNSingha Рік тому

    যাত্রাপালার রবীন্দ্রসংগীত শুনলাম মনে হলো

  • @rajashreechoudhury7155
    @rajashreechoudhury7155 Рік тому +4

    Ur voice is like - saraswati playing her Bina ❤🙏.
    I m speechless ❤

  • @santanuchattopadhyay1710
    @santanuchattopadhyay1710 2 роки тому +1

    দিদি, অসীম শ্রদ্ধা জানাই। আপনার প্রতিটি গানে আমি প্রাণের শব্দ পাই। ভালো থাকুন,সুস্থ আনন্দময় জীবনে থাকুন।২৮/৯/২২।

  • @aryashaonbhattacharya7887
    @aryashaonbhattacharya7887 5 років тому +2

    Subhamita di, amar program nio......!
    "Rabindra Sangeet" bishoy ee Rabindra Bharati University theke Gold Medalist howar darun must I confess something......
    Classical music niye kicchu bolar dhrishtota amr nei, Ullhas Ji er onnyotamo joggyo sishya tumi. But, didi Rabindra Sangeet taro ekta grammar r ekta nandonikota ache....plz seta maintain koro, tahole to shrutimodhur hobe di
    Valo classical instrumentalist hole-e je Rabindra Sangeet ba modern music e valo Sangot kora jai ei concept tao change kora uchit Taboliya Dada er
    Didi, tumi gaan korcho r background e GURUDEV er pic.....aha sadhu sadhu !
    😊

    • @indranidas4553
      @indranidas4553 5 років тому

      Darun

    • @persimmon146
      @persimmon146 5 років тому

      আপনার কিছু কাজ পাওয়ার আশায় রইলাম । যোগ্যতা কর্মে পরিমাপ করা হয়

    • @aryashaonbhattacharya7887
      @aryashaonbhattacharya7887 5 років тому

      @@persimmon146 Dada amar UA-cam channel nei, r apatato channel korar icchao nei......apni chaile amake FB te connect korte paren !

    • @LLAWLIETkiracatcher
      @LLAWLIETkiracatcher 2 роки тому

      Khub bhalo bolechen sir 🙏

  • @nisusmay
    @nisusmay 5 років тому +20

    অসাধারণ পরিবেশনা। রাগ এবং গানটার আলাদা আলাদা স্বাদ পেলাম এবং মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম..... ❤❤❤

  • @anineo2012
    @anineo2012 3 роки тому

    khub e sundar................tobe amar besi bhalo legeche Arundhati Hom Chowdhury galay e gaan ta

  • @sukantabanerjee5767
    @sukantabanerjee5767 2 роки тому +3

    সুকান্ত বন্দোপাধ্যায়
    তালতলা ‌ কলকাতা ১৪ ।
    "'সে আসিবে আমার ম'নো বলে""
    এটা আমার ভীষণ প্রিয় গান ।
    এই যে গুরুদেবের অনুভূতি
    ""সে ‌আসিবে"" ‌ কারুর অপেক্ষায়
    দিন পরে দিন আসবে যাবে
    তবু সে হয়তো কোনদিনো
    আসবে না যার অপেক্ষায়
    বসে থাকা ।
    এই sense টার‌ জন্য তো
    কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর
    বিশ্ব ‌ কবি ।

  • @bonhighosh8259
    @bonhighosh8259 5 років тому +6

    আপনি সাহানা বাজপায়ীর গায়কী নিয়ে কিছু বলেছিলেন। কিন্তু ওনার টা শোনার পর আপনার টা ভালো লাগলো না।

    • @mridulsarkar4824
      @mridulsarkar4824 5 років тому

      Bonhi Ghosh Akhane Sahana didir Tai best

    • @bonhighosh8259
      @bonhighosh8259 5 років тому +4

      দেবব্রত বিশ্বাস মহাশয়েরটাও অসাধারণ। উনি সাহানা বাজপায়ীর গায়কী নিয়ে স্পেসিফিক্যালি এই গান টা নিয়ে অনেক কথা বলেছিলেন। ওনার উচিত ছিল সাহানা বাজপায়ীর থেকে অনেক ভালো গেয়ে প্রমান করা উনি রাইট। কিন্তু হায়! নিজেকেই নিজে ভুল প্রমান করলেন

    • @aahelisheeburman6352
      @aahelisheeburman6352 4 роки тому

      দুটো গান এক হলেও গান এর mood আলাদা, তাই সেই টেকনিকাল তর্কে গেলাম না ... আর যদি কিছু নাও বুঝি, আবেগটাও বুঝবোনা? সাহানাদির rendition টা আমার খুব প্রিয়, তবে দুটিকে শুধু গান এক বলে তুলনা করলে বড্ডো ঠুনকো দেখায়

  • @anurimamajumdar1257
    @anurimamajumdar1257 5 років тому

    Eta sune chute gelam pt. Ajay chkraborty er gaoa ak e gaan ti sunte ... trpor gelam debabrata biswas er shorone..ebang aro sokol rabindrik moharothi der shorone.... j gan ti ki vuliachi puro puri... kane ato bajche keno?? Obosheshe bujhilam darun noipunye gantir 13 ti bajiache.... biswas korun enar ta sune atotuku chokher samne kobirajer mukhti vese uthlo na... mone holo kono ati pakamo mara adhunik gan sunchi...ami nehat e murkho...kebal e srota hisebe ja mone holo bollum..marjona korben.. shilpir shilpoguner somalochona kora amar dhrishtota kintu ekti anurodh rabindranath k jodi ektu sokoler jnyo chere dan khub badhito hobo amader moto kaekjon arbachin(guruchondalika khoma korben)

  • @arunsen4017
    @arunsen4017 5 років тому +8

    During singing if you start to act it looks very odd. We had seen Mohor Di, Suchitra Di, Lata Ji, Shandhya Di, Hemanta Da etc etc they used to render by keeping their actings in control. Their actings used to come out through their voices only.

    • @sontu2011
      @sontu2011 4 роки тому +1

      With respect to all singers, I think this kind of song should be sang with the full body not only from the voice.

    • @arunsen4017
      @arunsen4017 4 роки тому +1

      Dear Animesh Babu,
      If possible please enjoy this song of George Da where you will find no acting. Actually if you act more physically your energy level will come down. Except Kishore Da, inspite of his super dance on stage he was accurate in everything. He was exception of law. I had witnessed the same three times out of that one is with Lata Ji who was just standing on the stage.

  • @sangeetsargam5072
    @sangeetsargam5072 Місяць тому

    Nice nice nice❤😂🎉😢😮😅😊

  • @meghnadass
    @meghnadass 5 років тому +20

    I appreciate the interpretation of the song and the classical gayaki. However you have done robindra shongeet injustice.

  • @sukantabanerjee5767
    @sukantabanerjee5767 2 роки тому +1

    আপনি তো অনেক বড় মাপের
    গাইয়ে তাই আপনাকে কোন
    advice দেওয়া যায় না।
    তবুও একজন ভীষণ
    সঙ্গীত প্রিয় মানুষ
    হিসেবে বলতে চাইছিলাম
    *একটু low voice এ গাইলে*
    *ভালো হতো*
    *don't take this otherwise*

  • @tapashghosh2920
    @tapashghosh2920 3 роки тому

    Ektu beshi Natakiyo style e gaan ta geyechen

  • @venomkar-98k27
    @venomkar-98k27 5 років тому +4

    Subhomita Di kuub sundor jara bole na jene onk kichu bole njera age gan Kire dakhak .

    • @rubimondal8997
      @rubimondal8997 5 років тому

      Thik bole6en...

    • @pallabkumardhara4481
      @pallabkumardhara4481 5 років тому

      অসাধারণ

    • @dibyorupchatterjee745
      @dibyorupchatterjee745 5 років тому +4

      Amar pochondo hoini as a listener Amar pochondo apochonodo matter kore ... R Kichu bhalo Laga na lagai seta korte jante hoina .. and Amar jetuku Gyan ache about rabindrasangeet about the notations of this song .., I can tell Sur lageni .. and as a audience it's my duty and right to let the artist know about my like and dislike and that is how they generalise and try to improve , I'm a artist myself , so mr.nandadulal ghosh do not criticize the negative comments .. if u like it good otherwise say u don't like it Tate kar ki bolar ache ?? Amar bhalo lageni .. classical e Amar Gyan kom tai comment koroni Tate ..but about maharaj Eki saje .. I'm disappointed

    • @LLAWLIETkiracatcher
      @LLAWLIETkiracatcher 2 роки тому

      @@dibyorupchatterjee745 amar to bhaloi legeche gaan ta .

  • @montilabanerjee7601
    @montilabanerjee7601 5 років тому +3

    George Biswas chhara e gan hoye na

  • @Pekham-dance-group
    @Pekham-dance-group Рік тому

    Asambav sundar ma'am ❤❤Ami Ei gaaner upore choreography korechi

  • @wasimmondal8588
    @wasimmondal8588 5 років тому +13

    Sahana onek bhlo geyechen....!

    • @debprosaddas3298
      @debprosaddas3298 5 років тому

      Ota recorded version sir, eta on stage performed, tofat to thakbei..Ami gola fatiye bolbo subhamita di ke diye eta movie te gawale,sahana jir voice chapiye jeto pray onektak

    • @wasimmondal8588
      @wasimmondal8588 5 років тому

      @@debprosaddas3298 hmm ekdom.. subhamita banarjee uni je bhalo gan tate amaro kono sondeho nei... tobe apni apnar personal motamot tah sobar upor chapiye dicchen.... ar sobai ke sei bhabe dekhte bol6en... sobar nijjosota a6e... sobar bhalo laga na laga alada...😊 apnar bhalo laga na lagar sathe naw milte pare......karo kache subhamita priyo abar sahana....

  • @biswambhar_pramanik
    @biswambhar_pramanik 2 роки тому

    4:33

  • @shambhabichatterjee8764
    @shambhabichatterjee8764 3 роки тому +5

    Outstanding!!!!!!! I just froze while watching it....

    • @mesbaulalam783
      @mesbaulalam783 3 роки тому

      000

    • @mrigankasarkar6873
      @mrigankasarkar6873 2 роки тому

      Maraj aki saje jaghanna.agan sikhte hoy.chitkar korle e hoy na.antara avog a 3te kore swar ki laglo?

  • @sampitasaha9293
    @sampitasaha9293 5 років тому +13

    জঘন্য! রবীন্দ্রসংগীতের শুদ্ধতা ও মুগ্ধতা কোথাও পেলুম না।

  • @ImtiazTheChotoMAMA
    @ImtiazTheChotoMAMA 5 років тому +14

    আমাদের বাংলাদেশী বাঙ্গালীদের এই ধরনের সঙ্গীত এর আরো শিক্ষা অর্জন এর প্রয়োজন আছে।
    তবলা বাদক খুব লাওড ছিলো তালের সাথে
    এবং সুভমিতা ভালো গায় তবে এই গানটাকে ওনি টেনে বেশী জটিল করেছে।
    গজল টাইপ সবসময় টানতে হয় না বিশেষ মুহূর্তে দিলেই কাজ হয়ে যায়।

    • @subhayanbandyopadhyay128
      @subhayanbandyopadhyay128 5 років тому +2

      প্রথমত শব্দটি লাউড, দুই জটিল করেছেন হবে। তিন এবং শেষ যে মুখরাটি শুনলেন তা গজল নয়,

    • @udayantalukder1247
      @udayantalukder1247 2 роки тому

      ...ভালো মানের সমালোচনা করতে বা লিখতে গেলে আরো অনেক যত্নবান হওয়ার দরকার আছে!
      আমরা বাঙালিরা সত্যিই যেন পিছিয়ে পড়ছি।।

    • @LLAWLIETkiracatcher
      @LLAWLIETkiracatcher 2 роки тому

      @@udayantalukder1247 ekmot

  • @soumitabhadra8852
    @soumitabhadra8852 2 роки тому +1

    Golai jeno chini dhala ache❣️❣️❣️heart touching

  • @arupbratatisingha3348
    @arupbratatisingha3348 2 роки тому

    Vorat Gola Chara aye Gan valo lage na

  • @naholyakashlina8763
    @naholyakashlina8763 4 роки тому +2

    এটা রবীন্দ্রসঙ্গীত নাকি শুভমিতাসঙ্গীত! চেঞ্জ করে খাওয়ার একটা লিমিট তো থাকে। চড়ায় আর চিকন গলায় গাইলেই শ্রুতিমধুর হয় না গান

  • @ratulabhattachrya6854
    @ratulabhattachrya6854 4 роки тому +9

    Apnar voice ta jodio sundor r classical part tao darun hoechhe tobu shrota hisabe bolbo rabindra sangeet ta Sahana Bajpaie r konthe oneeeekkk sundor r jathajatho legechhe...

    • @srijankalamandalam3714
      @srijankalamandalam3714 2 роки тому

      Tahole apni nijei geye post korun na

    • @ratulabhattachrya6854
      @ratulabhattachrya6854 2 роки тому

      @@srijankalamandalam3714 😂😂😂😂😂😂... Tai naki ! Ebar theke nijer valo laga ba kharap laga prokash korte gele seta korte hobe ! Mane sports journalist der age sportsman hote hbe ! Great ! Ki logic ! Football e karo fan hote gele age footballer hote hobe ! Shrota hisabe amar pochonder gayikar name apnar pochhondo na hle amk geye dekhate hbe ! Ridiculous !

  • @শান্তিরগান
    @শান্তিরগান 2 роки тому +5

    সুবিনয় রায়ের কন্ঠে এই গান শোনার পর, আর কারো কন্ঠে এই গান তেমন মধুর মনে হয় না।

    • @Voice0fRaj
      @Voice0fRaj 2 роки тому

      Shana bajpaiyer oTa shune dekhte paren

    • @manabendranarayanhore5620
      @manabendranarayanhore5620 Рік тому

      George biswas

    • @purabee
      @purabee 9 місяців тому

      প্রত্যেকের আলাদা আলাদা অনুভবে, আলাদা আলাদা মাধুর্য্যে গাওয়া, কারও সঙ্গে কারও তুলনা চলে না। প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অতুলনীয়।।

    • @TMTRA
      @TMTRA 27 днів тому

      ⁠I do feel so. Contemporary, hoar darker achhe.
      Does 18-25 yers gen, listen- George Biswas or subinoy Sen ? No they don’t.
      But we veterans, we listen everyone

  • @susmitabanerjee7277
    @susmitabanerjee7277 3 роки тому +1

    একটুও ভালো লাগে নি এই গান টা এই ভাবে গাওয়া। খুব জঘন্য লেগেছে। ,রবীন্দ্রসঙ্গীতে শাস্ত্রীয় সঙ্গীতের কালোয়াতি দেখানো টা মাত্রাতিরিক্ত রকম অসহনীয়। বেমানান। তার ওপরে আসল গান টা যখন শুরু হোল, তখনও তার মধ্যে ছিল না ছিটেফোঁটা ও ভাব। রবীন্দ্রসঙ্গীত ভাব প্রধাণ গান। ভাব ছাড়া রবীন্দ্রসঙ্গীত নুন ছাড়া তরকারি রান্নার মতই বিস্বাদ , পানসে লাগে, লেগেছেও। এককথায় জঘন্য।

  • @common_sense_supreme
    @common_sense_supreme 3 роки тому

    গানের আগের আলাপটাই সুন্দর হয়েছে। গানের তো আগা মাথা কিছুই হয়নি।

  • @priyankakarmakar2662
    @priyankakarmakar2662 6 років тому +17

    Classical tai thik ache.. Rabindra sangit ta thik jome ni...

  • @nityasmusic6491
    @nityasmusic6491 5 років тому +6

    এত হৃদয় দিয়ে এই গান গাইতে অন্ন দের ক দেখি নি

  • @cr7hrishi
    @cr7hrishi 8 місяців тому

    Thak na robindro songite ar jonno Joyoti ti di to schen❤

  • @sanjoy1st
    @sanjoy1st 5 років тому +25

    Liberty demands discipline. You have liberty to do whatever you want while composing your own music. But, while singing other's creation, you must honor his/her creation and remain true to the original composition. This is not your child's play to boast about your vocal mastery.

    • @joyjitmallick6084
      @joyjitmallick6084 2 роки тому

      Extra rythm on electronic gadgets may only be examined whether adds to or deducts from. Except it, she altered nothing. Beautiful Vocal Quality is required for Mumbai Victory. I respect SriRadha Madam and SuvoMita Madam both. Quality of sound is a scientific term which defines the different sounds of Sarod and Sitar, marvellous two voices of Monomoy Sir and Srikanth Sir. The quality sound of the first two singers are very beautiful. This Rabindra Sangeet was set tune upon Raag Bihag ( a 10 pm Raga).

  • @humanbeing5779
    @humanbeing5779 5 років тому +8

    আমার ভালো লেগেছে।
    যদিও সাহানাদির টা বেস্ট।

  • @debabratakhastagir2732
    @debabratakhastagir2732 Рік тому

    Good show
    But…listening Debabrata Biswas is something different

  • @latagupta5671
    @latagupta5671 2 роки тому

    Valo laglo na.

  • @sayantansarkar8599
    @sayantansarkar8599 4 роки тому +14

    4:36 starting of main song

  • @ShreyasiSiddhanta
    @ShreyasiSiddhanta 5 місяців тому +1

    Raaga ...bihaag❤❤❤❤

  • @nanakbhattacharjya5755
    @nanakbhattacharjya5755 5 місяців тому

    প্রাণের মানুষ আছে প্রাণে
    তাই হেরি এই রবি র গানে
    মহারাজ আছেন প্রাণে জাগিয়ে তারে তুললে গানে।

  • @phalgunigupta2863
    @phalgunigupta2863 2 роки тому

    Apurbo monta vore jai jatobaar tomake suni

  • @mousumimukherjee5678
    @mousumimukherjee5678 4 роки тому +1

    Khub vlo geyechhen ..uni ..

  • @kalyanibhaduri
    @kalyanibhaduri 5 років тому +10

    Very cheap presentation. Why?

  • @nimaikarmakar7235
    @nimaikarmakar7235 2 місяці тому

    💐👌

  • @sushmitasutradhar4880
    @sushmitasutradhar4880 5 років тому +7

    এই গানের ভাব এইরকম? 🙄
    সেটাও আপনি শোনালেন! 💔
    এতো আয়োজনেরই বা প্রয়োজন কী ছিল তবে? 😖

  • @DollyChakraborty-qw5uv
    @DollyChakraborty-qw5uv 10 місяців тому

    এরকম শিল্পীদের আলাপে সুর সরে যায় তাহলে কি বলার -------

  • @dipankarbhattacharya1228
    @dipankarbhattacharya1228 5 років тому +2

    Apurba

  • @mitadatta7807
    @mitadatta7807 2 роки тому

    Apurba

  • @raziasultana857
    @raziasultana857 4 роки тому +2

    বাংলাদেশে কেন যেন খুব ব্যকরণ মেনে রবীন্দ্রসংগীত খুব ব্যাকরণ মেনে গাইতে গিয়ে গানকে বোরিং করে ফেলে! গান যদি ভালো না লাগে এত ব্যাকরণ মেনে লাভ কি৷ আমি কলকাতার রবীন্দ্রসংগীতই পছন্দ করি।

  • @Rijurgan
    @Rijurgan 4 роки тому +3

    UNI RABINDRA NATH ER GAN NIYE GAICHEN NA JUDDHO KORCHEN?

  • @somabanerjee115
    @somabanerjee115 4 роки тому +3

    Sobi sundar chilo kintu Kobi guru kom chilen 😇.....

  • @synkhm8273
    @synkhm8273 4 роки тому +2

    Rabindra sangeet gaite giye gala ta erom kap6e kno didi..nij ekhn shilpi hoe Robi thakur k opoman korte apnar badhlo na?

  • @editor-in-chiefjoyceandcom6987
    @editor-in-chiefjoyceandcom6987 5 років тому +5

    OriginaL gan ta sune neben .Kane lagche khub.

  • @DrNikhileshKumarDe
    @DrNikhileshKumarDe 5 років тому +33

    This is heart touching from Subhamita as a blessings of The Saraswati

    • @Priti_Das
      @Priti_Das 3 роки тому +2

      Suvomita mam is unmarried as she wants to always stay with her mother...
      It teaches us that there is no love better than parents'... She has a pure heart also😌❤️...

    • @kushalmondal1687
      @kushalmondal1687 3 роки тому +1

      @@Priti_Das What's that got to do with this?

  • @kalloldutta2056
    @kalloldutta2056 2 роки тому

    Apurba.

  • @alokananda100
    @alokananda100 2 місяці тому

    Darun gaanta gailen...