আমি আদা, রসুন, হলুদ,সজনে পাতা এগুলা একসাথে বেটে চাল দিয়ে মুরগিকে খাওয়াই,কৃমির কাজ ও হয় আর ডান্ডা বা সর্দি হলে এই পেস্ট4-5 দিন খাওয়াই সেরে যায়। পেস্টটা ফ্রিজে সংরক্ষণ করতে হয়।
@@krishakdada আমার মুরগি জিম ধরে বসে থাকতো সাথে মল ধারে সাদা পায়খানা লেগে মুরগিটার খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো তখন এই পেষ্ট 2-3খাইয়ে ছিলাম। মুরগিটা সুস্থ হয়ে গিয়েছিলো।
ক্ষমা করবেন অনেকদিন পর কমেন্টটা চোখে পড়ল | এটা একটা রোগ কিন্তু চিন্তার কিছু নেই দিন কয়েক পরে আপনা আপনি ঠিক হয়ে যাবে |ক্যালসিয়াম বা অন্য কোন ঔষধ ব্যবহার করার প্রয়োজন নেই যদি পারেন লেয়ার ফিড খাওয়াতে পারেন | সাধারণত হাঁসের থেকেই এই ভাইরাসটা আসে বিজ্ঞানের ভাষায় একে এগ ফল সিনড্রোম বলা হয় যার ভ্যাকসিনো পাওয়া যায়।ধন্যবাদ🌹
দাদা, আদাব নিবেন, বেলকনিতে খাঁচায় দেশি মোরগ মুরগি রাখছি, পটি ট্রে তে কৃমি দেখছি, আর পটির সাথে পানি আছে, চুন চুন ভাব আছে। হাতের কাছে আছে নিমের বড়ি আর সাজিনা পাউডার, কিভাবে খাওয়াতে পারি জানালে উপকৃত হতো।
কৃমি যখন আপনি দেখতে পাচ্ছেন তখন বিষয়টা বাড়াবাড়ি হয়ে গেছে হাতে সময় কম তাই অ্যালাবেন্ডাজল কৃমি নাশক ওষুধটি ব্যবহার করবেন তারপর নিয়মিত নিম পাতা বা সজনে পাতা ব্যবহার করবেন কৃমি আর হবে না ধন্যবাদ 🌹
দাদা বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখছি আপনার কাছে আমার একটা প্রশ্ন আমি বাড়িতে খাঁচায় কিছু মুরগি পালি ডিমের জন্য আমার প্রশ্ন হল আমার খাঁচাতে চার-পাঁচটা মুরগি আছে মোরগ নাই ।ডিম পাড়ার জন্য মোরগের প্রয়োজন আছে কি
চিন্তা করার দরকার নেই ক্রিমি নাশ করার জন্য প্রাকৃতিক উপায় রয়েছে সেগুলো ব্যবহার করবেন ভিডিও দিয়েছি, দিন কয়েকের মধ্যে আর যদি কৃমির ওষুধ খাওয়াতে চাইছেন যেগুলো আপনি বললেন ওগুলো চলবে, তবে মাত্রা ঠিক না দিতে পারলেই মুশকিল আরও একটা জিনিস কৃমির ওষুধ অনেক রকমের হয় এবং কৃমিও অনেক রকমের হয় ধন্যবাদ🌹
এ বিষয়ে অনেকদিন আগেই ভিডিও দেয়া আছে আপনি দেখেননি হয়তো নোটিফিকেশন বেলটা 🔔 অন করুন এবং ALL এ ক্লিক করে রাখুন যাতে পরবর্তী সময়ে ভিডিওগুলো দিলে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ🌹
এবার সঠিক প্রশ্নটা করেছেন | সব ধরনের কৃমি মরে গেলে মুরগিটাই মারা যাবে | এটা খাওয়ানোর পর ক্রিমি অস্বস্তি বোধ করে তখন বেরিয়ে আসে | সন্ধ্যার দিকে খাওয়ালে ভালো ফল পাওয়া যায় মাসে একবারই যতেষ্ট দু চারবার খাওয়ালে কোনও side effect নেই👍
দাদা সজনে আর নিম পাতা যদি মিক্সের মেশিনে গুঁড়ো করে টনিক এর মত বানিয়ে ফ্রিজ এ রেখে দীর্ঘ দিন ধরে খাওয়াই কোনো সমস্যা বা ব্যাকটিরিয়া সংক্রমণ হতে পারে কি
স্যার সজনে পাতা শুকিয়ে গুঁড়ো করে খাবারের সাথে খাওয়ালে উপকার পাওয়া যাবে, আর সজনে পাতা খাওয়ালে কি লিভার টনিক না খাওয়ালে চলবে? অনুগ্রহ পূর্বক পরামর্শ দিলে উপকৃত হতাম ধন্যবাদ
স্যার আমি বাংলাদেশ থেকে দেখছি। আমি জানতে চাচ্ছি আপনি একটি বিডিওতে বলছেন ২০ মুরগী এবং ১ টি মুরগ দিতে আপনি এতে কত পারসেন্ট বিজ ডিম পেয়েছেন। আমি পেটেকেলি করতে চাচ্ছি।
খুব সুন্দর প্রশ্ন একটু অবাক লাগছে তাই তো আর ভিডিওটাও পুরো দেখেনি | কুড়িটা মুরগি পিছু দুটো মোরগ থাকবে |একটা ধরা থাকবে এবং একটা মুরগি গুলোর সাথে থাকবে ১৫ দিন পর চেঞ্জ করে দেয়া হবে আরো একটা জিনিস বিজ ডিমের জন্য মুরগির প্রত্যেক দিন মেলামেশা করার প্রয়োজন নেই সপ্তাহে দু তিনবার মিশলেই হবে | মুদ্দা কথা হল মোরগের যে কাজ আছে সেই কাজটা সুষ্ঠুভাবে ঝগড়াঝাটি না করে নির্ভয়ে সম্পন্ন করতে দিতে হবে ধন্যবাদ🌹
অন্ত্রের ট্র্যাক্টে হেলমিন্থিক পরজীবীর সংখ্যা নির্মূল বা কমাতে অ্যান্থেলমিন্টিক এজেন্ট হিসাবে ব্যবহৃত হয়। মরিঙ্গায় রয়েছে অ্যান্থেলমিন্টিক্স পাচনতন্ত্র থেকে কৃমিকে ধ্বংস বা বের করে দেয় শুধু ক্রিমি নয় আরো অনেক কিছু ব্যাকটেরিয়া পরজীবী ধ্বংস করে দিতে পারে আর এই কাজে সঙ্গী হয় নিম যেটা আগামী দিনে জানতে পারবেন।মুরগির ওপরে সফল ভাবে প্রয়োগ এবং তাদের ডাটা সংগ্রহ করে রিপোর্ট তৈরি করা হয়েছে তিন মাস ধরে | দেখা গেছে দেশি মুরগি কোন কৃমি বা ছত্রাক জনিত সমস্যায় পড়েনি ধন্যবাদ🌹
বাচ্চাদের এক ফোটা বড়দের দু ফোটা এইভাবে ধরে খাইয়ে পরীক্ষা করা হয়েছে।জলের সাথে খেতে দিলে মুরগি তার পরিমাণ মতো খেয়ে নেবে, এটা কেবল কৃমি ওষুধ নয় ভিটামিন হিসাবেও কাজ করে।ধন্যবাদ🌹
স্যার সজনে পাতা শুকিয়ে গুঁড়ো করে খাবারের সাথে খাওয়ালে উপকার পাওয়া যাবে, আর সজনে পাতা খাওয়ালে কি লিভার টনিক না খাওয়ালে চলবে? অনুগ্রহ পূর্বক পরামর্শ দিলে উপকৃত হতাম ধন্যবাদ
লিভার টনিক আলাদা জিনিস ভিটামিন আলাদা জিনিস | সজনে পাতাকে ভিটামিন হিসাবে ব্যবহার করব গুঁড়ো করে খাওয়ানোর বিষয়টা এখন আমি বলব না এ বিষয়ে পরে ভিডিও দেব | মরিঙ্গা মুরগির অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়া কৃমি বা পরজীবী দূর করে এবং শোষণ ক্ষমতার উন্নতি করে এই কথাটা বিবেচনা করলে লিভার টনিকের সাথে মরিঙ্গার একটু মিল পাওয়া যায় আর সেটা হল ২০% ধন্যবাদ🌹
আমার মত আর কে কে দাদার ভিডিও গুলির জন্য অপেক্ষা করেন
Thankyou ভিডিও দিয়েছি দেখবেন👍
বাংলাদেশ থেকে আমিও অপেক্ষা করি
আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটা ভিডিও করার জন্য
ধন্যবাদ🌹
স্যার অনেক মূল্যবান গুরুত্বপূর্ণ পরামর্শ শিক্ষাদান পদ্ধতি ধন্যবাদ
আপনাকেও অসংখ্য ধন্যবাদ🌹
দাদা
নীম ছাল এবং সজনে পাতা কি গরম জলে দিয়ে খাওতে পারবো।আর প্রতি সপ্তাহে একদিন পরপর দিতে পারবো জানাবেন প্লিজ।
না এই ভুলটা করবেন না আপনি দিলেও মুরগি এই জলটা খাবে না একটা সময়ে যেকোনো একটাই ব্যবহার করতে পারবেন 🌹
Thanks 👍👍👍
ok🌹
আমি আদা, রসুন, হলুদ,সজনে পাতা এগুলা একসাথে বেটে চাল দিয়ে মুরগিকে খাওয়াই,কৃমির কাজ ও হয় আর ডান্ডা বা সর্দি হলে এই পেস্ট4-5 দিন খাওয়াই সেরে যায়। পেস্টটা ফ্রিজে সংরক্ষণ করতে হয়।
এখানে দুটো জিনিস ভুল হচ্ছে, এক নম্বর রোসুন এবং দু'নম্বর ফ্রিজে রাখা বাকি আপনার ইচ্ছা👍
@@krishakdada আমার মুরগি জিম ধরে বসে থাকতো সাথে মল ধারে সাদা পায়খানা লেগে মুরগিটার খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো তখন এই পেষ্ট 2-3খাইয়ে ছিলাম। মুরগিটা সুস্থ হয়ে গিয়েছিলো।
খুব সুন্দর চালিয়ে যান আগামী দিনে আপনার কমেন্ট যারা পড়বে তারাও উপকৃত হবে ভালো থাকবেন👍
@@krishakdada চালিয়েই যাচ্ছি ইনশাআল্লাহ,3মাস অন্তর অন্তর
দাদা আমি আপনার সব ভিডিও দেখি এবং কমেন্টস ও করি,আমার মুরগী চাম ডিম বা নরম খোসা ডিম পাড়ে এখন কি করা যায়
ক্ষমা করবেন অনেকদিন পর কমেন্টটা চোখে পড়ল | এটা একটা রোগ কিন্তু চিন্তার কিছু নেই দিন কয়েক পরে আপনা আপনি ঠিক হয়ে যাবে |ক্যালসিয়াম বা অন্য কোন ঔষধ ব্যবহার করার প্রয়োজন নেই যদি পারেন লেয়ার ফিড খাওয়াতে পারেন | সাধারণত হাঁসের থেকেই এই ভাইরাসটা আসে বিজ্ঞানের ভাষায় একে এগ ফল সিনড্রোম বলা হয় যার ভ্যাকসিনো পাওয়া যায়।ধন্যবাদ🌹
দাদা ডিম দেওয়া ফাওমী মুরগীকে এটা দেওয়া যাবে?
নিশ্চিন্তে দেয়া যাবে কোন অসুবিধা নেই আরো ভালো হবে 🌹
ভালো মানের তথ্য কেন্দ্রিক vedio। দাদা বর্ষাকালে মাঝে মাঝে কালোমেঘ ( রস )খাওয়ালে কেমন হয়....
কালমেঘ এর মধ্যে এমন একটা জিনিস পাওয়া গেল সেই কারণে এ বিষয়ে কিছু বলছি না আগামী দিনে জানতে পারবেন ধন্যবাদ🌹
দাদা, আদাব নিবেন, বেলকনিতে খাঁচায় দেশি মোরগ মুরগি রাখছি, পটি ট্রে তে কৃমি দেখছি, আর পটির সাথে পানি আছে, চুন চুন ভাব আছে।
হাতের কাছে আছে নিমের বড়ি আর সাজিনা পাউডার, কিভাবে খাওয়াতে পারি জানালে উপকৃত হতো।
কৃমি যখন আপনি দেখতে পাচ্ছেন তখন বিষয়টা বাড়াবাড়ি হয়ে গেছে হাতে সময় কম তাই অ্যালাবেন্ডাজল কৃমি নাশক ওষুধটি ব্যবহার করবেন তারপর নিয়মিত নিম পাতা বা সজনে পাতা ব্যবহার করবেন কৃমি আর হবে না ধন্যবাদ 🌹
দাদা বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখছি আপনার কাছে আমার একটা প্রশ্ন আমি বাড়িতে খাঁচায় কিছু মুরগি পালি ডিমের জন্য আমার প্রশ্ন হল আমার খাঁচাতে চার-পাঁচটা মুরগি আছে মোরগ নাই ।ডিম পাড়ার জন্য মোরগের প্রয়োজন আছে কি
ডিম পাড়ার জন্য মোরগের প্রয়োজন নেই বয়স হলে মুরগি এমনিই ডিম পারবে কিন্তু ডিম থেকে বাচ্চা ফোটাতে চাইলে মোরগের প্রয়োজন আছে।ধন্যবাদ🌹
ভাইজান আদা তুলসি বাসক হলুদ রসুন সজনে পাতা দিয়ে কি সম্পূর্ণ ভ্যাকসিন ছাড়া মুরগি পালা সম্ভব প্লিজ জানাবেন
এক কথায় উত্তর যেভাবেই হোক মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি চূড়ান্ত পর্যায়ে রাখার ব্যবস্থা করা হয় তাহলে কোন কিছুর প্রয়োজন পড়বে না ধন্যবাদ🌹
Love from Bangladesh
Thankyou 👍
Dada ami 6,7ta murgi pali dimer jonno .murgi guloke ami ghoroa vabe ki khabar deta pari kom khoroche sokal thake bikal
Porjonto doya kore bolben dada.
আপনি ঘরোয়া ভাবে যা পারেন তাই খাওয়াবেন। আর মুরগিটা ছেড়ে রাখার চেষ্টা করবেন ব্যস এতেই হবে👍
ভাতের সাথে মিশিয়ে খাওয়ানোর যাবে?
কোন সমস্যা নেই🌹
Dada ...desi murgi bacchar peta krimi hola ki ....manusher ba chagolar krimir teblet khaoano jaba ????kon ta khaobo bolun...
চিন্তা করার দরকার নেই ক্রিমি নাশ করার জন্য প্রাকৃতিক উপায় রয়েছে সেগুলো ব্যবহার করবেন ভিডিও দিয়েছি, দিন কয়েকের মধ্যে আর যদি কৃমির ওষুধ খাওয়াতে চাইছেন যেগুলো আপনি বললেন ওগুলো চলবে, তবে মাত্রা ঠিক না দিতে পারলেই মুশকিল আরও একটা জিনিস কৃমির ওষুধ অনেক রকমের হয় এবং কৃমিও অনেক রকমের হয় ধন্যবাদ🌹
দেশি মুরগিকে কিভাবে কিডনির ঔষধ খাওয়ানো 8:35
এই পাতাটা নিয়মিত খাওয়ালে কোন কৃমির ওষুধ লাগবে না আর যদি কৃমির ওষুধ খাওয়াতে চাইছেন অ্যালবেন্ডা জল ডাক্তারবাবু পরামর্শ মত খাওয়াতে পারেন👍
দাদা নমস্কার মুরগিকে নিম পাতা ও মরিঙ্গা পাতা এক সঙ্গে জল দিয়ে সিদ্ধ করে সেই জল দানা খাবারের সঙ্গে মিশিয়ে খেতে দিতে পারি কি।
বুঝলাম না যাই হোক আর যেভাবেই হোক মুরগিকে খাওয়ানা অভ্যাস করুন👍
@@krishakdada ধন্যবাদ দাদা
Nice
Thankyou 🌹
দাদা কালো জিরে মুরগীর খাওয়ালে কি উপকার হয় না খতি হয় একটু জানিও আর খাওয়ালে কতটা করে খাওয়াতে হব জানার জন্য অপেক্ষা করবো
এ বিষয়ে অনেকদিন আগেই ভিডিও দেয়া আছে আপনি দেখেননি হয়তো নোটিফিকেশন বেলটা 🔔 অন করুন এবং ALL এ ক্লিক করে রাখুন যাতে পরবর্তী সময়ে ভিডিওগুলো দিলে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ🌹
দাদা ফ্রীজে রেখে খাওয়ানো যাবে?
না ok Thank you👍
কতোদিন পরপর এটা করতে হবে? সব ধরনের কৃমির ক্ষেত্রেই কি হবে?
এবার সঠিক প্রশ্নটা করেছেন | সব ধরনের কৃমি মরে গেলে মুরগিটাই মারা যাবে | এটা খাওয়ানোর পর ক্রিমি অস্বস্তি বোধ করে তখন বেরিয়ে আসে | সন্ধ্যার দিকে খাওয়ালে ভালো ফল পাওয়া যায় মাসে একবারই যতেষ্ট দু চারবার খাওয়ালে কোনও side effect নেই👍
দাদা সজনে আর নিম পাতা যদি মিক্সের মেশিনে গুঁড়ো করে টনিক এর মত বানিয়ে ফ্রিজ এ রেখে দীর্ঘ দিন ধরে খাওয়াই কোনো সমস্যা বা ব্যাকটিরিয়া সংক্রমণ হতে পারে কি
ওতটা উপকার হবে না
ছত্রাক জন্মাবে👍
দাদা বাচ্চা মুরগির কতোটা পড়ি মানে খাওয়া নো যাবে একটু বললে ভালো হয়
মুরগি বাচ্চাটার বয়স জানলে ভালো হতো তবুও দু থেকে চার ফোঁটা দিন অসুবিধার কিছু নেই👍
স্যার সজনে পাতা শুকিয়ে গুঁড়ো করে খাবারের সাথে খাওয়ালে উপকার পাওয়া যাবে, আর সজনে পাতা খাওয়ালে কি লিভার টনিক না খাওয়ালে চলবে? অনুগ্রহ পূর্বক পরামর্শ দিলে উপকৃত হতাম ধন্যবাদ
সজনে পাতাকে লিভার টনিক হিসাবে ধরলে 20% ধরতে হবে ধন্যবাদ💐
দাদা টার্কি, তিতির নিয়ে ভিডিও বানান।
টার্কি তিতির নিয়ে তো ভিডিও রয়েছে প্রশ্ন করুন কি জানতে চাইছেন ভিডিও দিচ্ছি। ধন্যবাদ।👍
দাদা আমি দেশি মুরগী কে কি পরিমান ঘাস খাওয়ানো যাবে
এ বিষয়ে ভিডিও দিতে হবে তবে ক্লিয়ার বোঝানো যাবে সঙ্গে থাকুন ব্যবস্থা করে দিচ্ছি।ধন্যবাদ🌹
স্যার আমি বাংলাদেশ থেকে দেখছি। আমি জানতে চাচ্ছি আপনি একটি বিডিওতে বলছেন ২০ মুরগী এবং ১ টি মুরগ দিতে আপনি এতে কত পারসেন্ট বিজ ডিম পেয়েছেন। আমি পেটেকেলি করতে চাচ্ছি।
খুব সুন্দর প্রশ্ন একটু অবাক লাগছে তাই তো আর ভিডিওটাও পুরো দেখেনি | কুড়িটা মুরগি পিছু দুটো মোরগ থাকবে |একটা ধরা থাকবে এবং একটা মুরগি গুলোর সাথে থাকবে ১৫ দিন পর চেঞ্জ করে দেয়া হবে আরো একটা জিনিস বিজ ডিমের জন্য মুরগির প্রত্যেক দিন মেলামেশা করার প্রয়োজন নেই সপ্তাহে দু তিনবার মিশলেই হবে | মুদ্দা কথা হল মোরগের যে কাজ আছে সেই কাজটা সুষ্ঠুভাবে ঝগড়াঝাটি না করে নির্ভয়ে সম্পন্ন করতে দিতে হবে ধন্যবাদ🌹
দাদা দেশি মোরগের ওজন কত দিন বয়স পর্যন্ত বৃদ্ধি পায়
আমার মনে হয় বৃদ্ধির জায়গায় ওজন হবে🤔
@@krishakdada ভালো করে পড়ুন
Right
@@krishakdada তার মানে এরকম হবে দেশি মোরগের ওজন কত দিন বয়স পর্যন্ত ওজন পায়
❤❤❤
Thankyou 🌹
Kal Maga pata kacho for khata pari
না এই বিষয়টা নিয়ে আগামী দিনে ভিডিও দেব ধন্যবাদ🌹
মুরগি খেতে না চাইলে তাকে যদি আমরা ধরে খাইয়ে দিই তাহলে কি কোন সমস্যা হবে??
কোন সমস্যা নেই আপনি বড়ি তৈরি করেও খাইয়ে দিতে পারেন ধন্যবাদ🌹
দাদা এটা কি পরিক্ষিত?
অন্ত্রের ট্র্যাক্টে হেলমিন্থিক পরজীবীর সংখ্যা নির্মূল বা কমাতে অ্যান্থেলমিন্টিক এজেন্ট হিসাবে ব্যবহৃত হয়। মরিঙ্গায় রয়েছে অ্যান্থেলমিন্টিক্স পাচনতন্ত্র থেকে কৃমিকে ধ্বংস বা বের করে দেয় শুধু ক্রিমি নয় আরো অনেক কিছু ব্যাকটেরিয়া পরজীবী ধ্বংস করে দিতে পারে আর এই কাজে সঙ্গী হয় নিম যেটা আগামী দিনে জানতে পারবেন।মুরগির ওপরে সফল ভাবে প্রয়োগ এবং তাদের ডাটা সংগ্রহ করে রিপোর্ট তৈরি করা হয়েছে তিন মাস ধরে | দেখা গেছে দেশি মুরগি কোন কৃমি বা ছত্রাক জনিত সমস্যায় পড়েনি ধন্যবাদ🌹
Asselমোরগ কে দেওয়া যাবে কি?
আমি খেতাম কালমেঘ পাতার রস 😢😢
আমিও কালমেঘ খেয়েছি পেটনও খেয়েছি 🤓
@@krishakdada 🙂🙂
Pari man kto
বাচ্চাদের এক ফোটা বড়দের দু ফোটা এইভাবে ধরে খাইয়ে পরীক্ষা করা হয়েছে।জলের সাথে খেতে দিলে মুরগি তার পরিমাণ মতো খেয়ে নেবে, এটা কেবল কৃমি ওষুধ নয় ভিটামিন হিসাবেও কাজ করে।ধন্যবাদ🌹
স্যার সজনে পাতা শুকিয়ে গুঁড়ো করে খাবারের সাথে খাওয়ালে উপকার পাওয়া যাবে, আর সজনে পাতা খাওয়ালে কি লিভার টনিক না খাওয়ালে চলবে? অনুগ্রহ পূর্বক পরামর্শ দিলে উপকৃত হতাম ধন্যবাদ
লিভার টনিক আলাদা জিনিস ভিটামিন আলাদা জিনিস | সজনে পাতাকে ভিটামিন হিসাবে ব্যবহার করব গুঁড়ো করে খাওয়ানোর বিষয়টা এখন আমি বলব না এ বিষয়ে পরে ভিডিও দেব | মরিঙ্গা মুরগির অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়া কৃমি বা পরজীবী দূর করে এবং শোষণ ক্ষমতার উন্নতি করে এই কথাটা বিবেচনা করলে লিভার টনিকের সাথে মরিঙ্গার একটু মিল পাওয়া যায় আর সেটা হল ২০% ধন্যবাদ🌹