বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বেশি জনপ্রিয় নাটক কোথাও কেউ নেই।সবচেয়ে জনপ্রিয় চরিত্র বাকের ভাই।মানুষের হৃদয় ছোঁয়ায় এমন নাটক বাংলাদেশের ইতিহাসে আর কখনো হবে না।
--- যতবার দেখি ততবারই ভালো লাগে, বারবার দেখতে ইচ্ছে করে । একএকটা ডায়লগ বড়ই মধুর, ” কোথাও কেউ নেই ” পৃথিবীর শ্রেষ্ঠ নাটক । যাহা আজীবন মনে থাকবে । তখন শুনেছিলাম বাকের ভাইয়ের ফাঁসি না হওয়ার জন্য ঢাকা শহরে পাবলিক মিছিল বের করেছিলো ।
তখন আমি চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলাম, কলা গাছের ভেলা দিয়ে বিল পার হয়ে পাশের গ্রামে গিয়ে বাকের ভাইয়ের নাটক দেখতাম, আহ্ কই হারিয়ে গেল সেই সোনালী দিন 😢😢😢😢😢😢
রাষ্ট্র যখন সাংবিধানিক প্রতিশ্রুতির দত্তাপহারী হয়, নাগরিক হয় বীতশ্রদ্ধ কপর্দকশূন্য, মাদক বিক্রেতা হয় জনপ্রতিনিধি, স্বাধীনতার পক্ষ শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় সড়কের নামফলক উদ্বোধন করেন নোয়াখালী পৌরমেয়র সহিদ উল্যা খান সোহেল খুনী, সমকামী, জবর দখলকারী ব্যভিচার রাজাকারের নামে। চোর আর ঘুষখোরের হিসাব কখনও সঠিক হয় না, এরা আল্লাহ ও রাসুলের বাণী মানে না, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা লেখায় নেই পাপ এই নীতিতে থাকে। অন্যকে বলে সত্য বল, সৎ পথে চলো। আইন অনুযায়ী বিচার হবে, পরে বলে আইন আছে প্রয়োগ নাই। উপোষ থেকে কেউ সৎপথের সন্ধান করবে না। প্রয়োজন কখনও আইন মানে না।
ভাই আমিও কেঁদেছিলাম... মেনেনিতে পারছিলাম না...বিশেষ করে বদির দেয়া মিথ্যা সাক্ষী... পরে সুরুজ মিয়ার কথাই অনেক আশা বাদী ছিলাম হয়তো বাকের ভাই এর নির্দষ প্রমান হবে বাট হলোনা বাকের ভাই এর ফাঁশি হলো...কান্নাই ভেঙ্গে পরছিলাম ভাই....কনোভাবেই মেনে নিতে পারছিলাম না বাকের ভাই এর ফাঁশি...
এই নাটকটি যখন বিটিভিতে চলছে তখন আমি এস এস সি পরীক্ষা দিচ্ছিলাম। ঐ সমস আসলে কোথাও কেউ থাকতো না, সবাই টিভির সামনেই থাকতো। ওটা আসলেই একটা মটিভেট মুলুক একটা অনুস্টান। শ্রদ্ধার সাথে স্মরণ করি এখনও ঐ পরিচাকল মহোদয় কে। শ্রদ্ধেয় হুমায়ুন স্যার এখন ও সবার অন্তরে অমর।❤❤❤
আমার জীবনের দেখা সেরা নাটক। নাটকের মিউজিক টা থেকে শুরু করে। প্রত্যেকের অভিনয় এতোটা নিখুত ছিলো,,,,যার কোনো তুলনা হয়না। আর আজকের নাটক দেখলে, নাটকের সংলাপ শুনলে বমি আসে। হুমায়ুন আহমেদ স্যারের এ অনবদ্য সৃষ্টি হাজারো বছর রয়ে যাবে আমার মতো মানুষদের মনে। তাই স্যারের প্রতি রইলো আমার অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধাও দোয়া ভালো থাকবেন পরপারে❤❤❤❤
এমন নাটক এদেশের মানুষ আর কখনো দেখবে বলে মনে হয় না। আর তৈরিও হবে না। সেই মধুর ছোটবেলার কথা মনে পড়ে খুব। এ নাটক যখন শুরু হতো পুরো এলাকায় নিস্তব্দতা নেমে আসতো। সত্যি কোথাও কেও থাকতো না।
নাটকটা অনেক সুন্দর অনেক পুরনো অনেক বছর আগে এই নাটকটা দেখছি তখন তখন ক্লাস থ্রিতে পড়ি আমি সত্যি নাটকগুলো অসাধারণ ছিল অনেকগুলো পর্ব এ দেখছি নাটকটা দেখতে চোখের পানি ঝরতো অনেক ভালো
আমি এই নাটকটা 10 বার দেখেছি তারপরও আমার সাধ মেটেনা। এটাই সবচেয়ে বাংলার ইতিহাসে শ্রেষ্ঠ নাটক আমার মতে। এ ধরনের নাটক গোলা মানুষকে হৃদয়বান ও বিবেকবান হতে সাহায্য করে সমা সমাজের কিছু কুচক্রী ব্যক্তিদেরকে চেনা-জানার সাহায্য করে এই সব ধরনের নাটক
পৃথিবীতে অহরহ ঘটনা আছে, শুধু নাটকে নয়, মানুষের সবচেয়ে কাছের মানুষই ক্ষতি করে,একটা কথা আছে " আজ যে লোকটা আপনার খুব কাছের ভবিষ্যৎ তে সেই আপনার সবচেয়ে দুঃখের কারণ
Vi apnara jara tokhon er onuvuti ta paicen natok ta dekhe sotti e apnara khub khub vaggoban, akhon kar chele meye ra hoyto oigulu thik moton bujbeo na, karon tokhon cilo aktai tv,
ছোট ছিলাম সবার সাথে বসে BTV তে নাটক টা দেখতাম 🙂 গলায় চেইন লাগিয়ে নিজেকে বাকের ভাই দাবি করতাম🙂 যখন তার ফাঁসি হয় তখন সকলের সাথে আমিও কান্না করেছিলাম Emotion জিনিস টা জানা ছিল না তখন🙂 এই নাটক টা আজীবন মনে থাকবে আমার,,, এটাই এখন পর্যন্ত শেষ নাটক যে নাটক দেখে কান্না করেছি😔
আমার জন্মের ৩ বছর আগে এ নাটক টি নির্মিত হয়,আজ ২২ সালে এসেও এই নাটক টি দেখে অনেক বার চোখো পানি এসেছে,শেষ টা মেনে নিতে ইচ্ছে করে না,হুমায়ুন স্যারের অনন্য সৃষ্টি হচ্ছে কোথাও কেউ নেই আমি ১১ সালে যখন বই পড়েছি তখনো খুব কষ্ট পেয়েছিলাম, আজ চোখের সামনে সব কাহিনী প্রানবন্ত হয়ে উঠেছে😥😭😭😭 লাশটি নেওয়ার জন্য মুনা ছাড়া কেউ আসলো না, মুনার আর কেউ থাকলো না।। যার কপালে সুখ থাকে না,সে কখনো সুখী হয় না। হয়তো একদিন আমার ছেলেও এই কমেন্ট টি দেখবে বাংলার সেরা নাটক কোথাও কেউ নেই❤️❤️
চোখ থেকে সত্যিই কখন যে পানি চলে আছে। অসাধারণ নাটক। হাজার বছর বেচে থাকবে নাটকটি। অনেক আগে দেখেছি। কমেন্ট রেখে গেলাম আগামী প্রজন্মের জন্যে। ২০৫০ সালের প্রজন্ম, তোমরা নাটকটি দেখো।।।
স্রেফ একটা নাটক...অবাস্তব, কাল্পনিক এক আখ্যানের আবেদনটা কত তীব্র! নির্মাতা হিসেবে হুমায়ূন স্যারের প্রতিটি সৃষ্টিই একটার সাথে আরেকটা টক্কর দেবার মতো। 'কোথাও কেউ নেই' সেই সৃষ্টিকর্মগুলোর মধ্যে শীর্ষ সারির। সামাজিক সমস্যা, ভালো লাগা, ভালোবাসা, বিবেকবুদ্ধির চর্চা, মনুষ্যত্বের চর্চা- সব মিলিয়ে নিখাদ একটা ট্র্যাজেডি হিসেবে বাংলা ভাষায় 'কোথাও কেউ নেই'-এর উপরে আর কোনো নির্মাণকে রাখা যায় কি না, আমার জানা নেই। আল্লাহ হুমায়ূন স্যারের সকল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
এইটা স্রেফ একটা নাটক কিন্ত এই নাটক দেখে চোখের পানি ফেলেনি এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। অনেক বার দেখেছি। যতবার দেখেছি ততবার কেদেছি। নাটক হলেও আমাদের জীবনেরই অংশ। যারা অভিনয় করেছেন তারা সবাই সনামধন্য অভিনেতা অভিনেত্রী। অনেকেই নেই। যারা নেই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা বেচে আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি। হুমায়ুন স্যারের এক অমর সৃষ্টি। আল্লাহ স্যারকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।
গতকাল ২৬/১২/২০ বদি বাকের ভাইকে ছেড়ে চিরতরে চলে গেলো।আর আজ এ ভিডিও ক্লিপটা সামনে আসলো💔যদিও এ নাটক প্রচারের সময় আমার জন্ম-ই হয়নি।তবুও প্রজন্মের তরে এটি অমর❤️তাই আমিও এ অসামান্য নাটকের চরম ভক্ত একজন দর্শক!
ছোটো বেলায় সবার সাথে দেখেছি নাটক টা কিন্তু না বুঝে সবার কান্না দেখে আমি ও কেঁদেছিলাম অনেক। কিছু দিন আগে নাটকটি পুরো দেখে খুব কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল জীবন টা কেনো এমন হয় 😒 এই নাটকের অনেক প্রিয় মুখ আজ বেঁচে নেই তেমনি যাদের সাথে বসে নাটকটা ছোটো বেলায় দেখেছিলাম আমার সেই কাছের মানুষ গুলো ও আজ বেঁচে নেই😞😞😞😞
বড় ভাইয়ের কাছ থেকে প্রায় বাকের ভাই নাটকের নাম বা গল্প শুনতাম।সেখান থেকে এই নাটক টা দেখার ইচ্ছে হয়।পুরো নাটক টা দেখেছি আমি নিজেও জানি না কতবার কেদেছি। শেষ পর্বে এসে আমি বাধ্য হয়ে নিজের বালিশ পাল্টাই।পুরো বালিশ ভিজে গিয়েছিল।আমার দেখা সেরা নাটক।
ইচ্ছে করলে এই মামলা আমি ধুলোয় উরিয়ে দিতে পারতাম কিন্তু তোমার জন্য পারিনি। খুব চমতকার অভিনয় হুমায়ুন ফরিদি।
বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বেশি জনপ্রিয় নাটক কোথাও কেউ নেই।সবচেয়ে জনপ্রিয় চরিত্র বাকের ভাই।মানুষের হৃদয় ছোঁয়ায় এমন নাটক বাংলাদেশের ইতিহাসে আর কখনো হবে না।
সব বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী ছিলেন এই নাটকে। সব চরিত্রে সবাই পারফেক্ট ছিলেন।
শব্দ যন্ত্রর যন্ত্রনায় নাটিকাটি শেষ পর্যন্ত দেখতে পারলাম না।
ঠিক আছে বেজুত শব্দ
Ai somosto bajae mohilar jonno mitha kotha boltae hoi😭
তাদের মদ্ধ্য একজন মারা গেলো
হুমম
বাকের ভাই নাটক দেখার জন্য টেলিভিশন উঠানে বের করে দিতে হতো। শত শত লোকে লোকারণ্য হয়ে যেত।
আহারে..... কই গেল সেই সোনালী দিন গুলো 😢😢
ঠিক বলেছেন ভাইয়া 😢
১৯৯৩ সালের কথা. নাটক টা যখন প্রচার হতো তখন রাস্তা প্রায় হয়ে যেত জনশূন্য! যেন এক অঘোষিত কারফিউ চলছে ......
ঠিক বলেছেন আমরাও এভাবে দেখতাম।
@Tripura framing 99🌋🌋🖋🖋🖊📮📍🖇📏🗂📫
😢😢😢
এসব নাটক দেখি আর প্রতি মুহূর্তে বিরাট শূন্যতা অনুভব করি হুমায়ূন স্যারের! অপূরণীয় শূন্যতা!
--- যতবার দেখি ততবারই ভালো লাগে, বারবার দেখতে ইচ্ছে করে । একএকটা ডায়লগ বড়ই মধুর, ” কোথাও কেউ নেই ” পৃথিবীর শ্রেষ্ঠ নাটক । যাহা আজীবন মনে থাকবে । তখন শুনেছিলাম বাকের ভাইয়ের ফাঁসি না হওয়ার জন্য ঢাকা শহরে পাবলিক মিছিল বের করেছিলো ।
তখন আমি চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলাম, কলা গাছের ভেলা দিয়ে বিল পার হয়ে পাশের গ্রামে গিয়ে বাকের ভাইয়ের নাটক দেখতাম, আহ্ কই হারিয়ে গেল সেই সোনালী দিন 😢😢😢😢😢😢
Joy houk humayun Ahmed ar
তার মানে আপনার ছেলেবেলা অসাধারণ ছিলো
সালটা কত ছিলো ? আমি পুরো সিরিজটাই দেখেছিলাম তবে খুব সম্ভবত ২ তে পড়তাম ।
চাপা
👍👍
স্টার জলসা আর জি বাংলা দেখে মানুষ আমাদের অনন্য সৃষ্টিকর্ম গুল ভুলে যাচ্ছে
এই মামলা আমি ধুলায় উড়িয়ে দিতে পারতাম, বদি
শুধু তোমার জন্য পারিনি ......😞
Miss you very much হুমায়ুন ফরিদী
❤❤❤
সেই সোনালী দিনগুলি কোথায় হারিয়ে গেল নাটকটা দেখে অনেক কেঁদেছিলাম জনপ্রিয় বাকের ভাইয়ের নাটক কোথাও কেউ নেই 😭
আসুন আমরা হযরত মোহাম্মদ সঃ মত জীবন যাপন করি (আমিন)
amin
হুমায়ুন আহমেদ এর কথা ভূলে যাই😂😂
আমিন
❤
আমিন আমিন আমিন আমিন
এত সুন্দর সৃষ্টি। কি অদ্ভুত ব্যাপার।
হুমায়ুন আহমেদ স্যার। আপনার সৃষ্টি অমর হোক।
আর অভিনয় করেছেন যারা। উফ অসাধারণ। যে যার জায়গায় পারফেক্ট 💛
মনে পড়ে নাটক টি যখন বিটিভিতে শুরু হত রাস্তা তখন সুনশান-নিস্তব্ধ হয়ে যেত।আহারে সেই দিন।
কত সালে
রাষ্ট্র যখন সাংবিধানিক প্রতিশ্রুতির দত্তাপহারী হয়, নাগরিক হয় বীতশ্রদ্ধ কপর্দকশূন্য, মাদক বিক্রেতা হয় জনপ্রতিনিধি, স্বাধীনতার পক্ষ শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় সড়কের নামফলক উদ্বোধন করেন নোয়াখালী পৌরমেয়র সহিদ উল্যা খান সোহেল খুনী, সমকামী, জবর দখলকারী ব্যভিচার রাজাকারের নামে। চোর আর ঘুষখোরের হিসাব কখনও সঠিক হয় না, এরা আল্লাহ ও রাসুলের বাণী মানে না, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা লেখায় নেই পাপ এই নীতিতে থাকে। অন্যকে বলে সত্য বল, সৎ পথে চলো। আইন অনুযায়ী বিচার হবে, পরে বলে আইন আছে প্রয়োগ নাই। উপোষ থেকে কেউ সৎপথের সন্ধান করবে না। প্রয়োজন কখনও আইন মানে না।
@@Farhan_Khan321 1993
নাটক সুপার ডুপার হিট ।।
Background Sound টা অসাধারণ।।
আসলেই হুমায়ূন স্যার জিনিয়াস ।।
এসব নাটক এর চাহিদা কখনোই,,
শেষ হবে না ।।।
নাটকের বয়স প্রায় ২৬বছরেরও বেশী হলো...কিন্তু,২৬বছর পরও এখনো এমন নিরপরাধ হাজার হাজার বাকেরকে ফাঁসি/মিথ্যা মামলায় হয়রানি হতে হয়।
কারণ আজ বাকের ভাই নিজেই তাদের অনুসারী
এটা এমন একটা নাটক যেটার ফাসি আটকানো জন্যই বাস্তবে সবাই মিছিল করেছিল😁, বাকের ভাই এর ফাসি না হওয়ার জন্য, আমি মুরুব্বীদের কাছে শুনেছিল
@@Mdabdullah-ln5iw হুম ঠিক
Right
ei baker ovinetarai ei shob julumer shohojogi.
আমি ভারতীয়, প্রতিটি এপিসোড দেখেছি, আমার দেখা সেরা নাটক, হয়তো এরকম নাটক আর কোনোদিন হবেনা
Bangladeshi natok er man indian drama ba doordarshaner drama thekeo Valo chilo
এমন নাটক বাংলায় আর কি হবে? ধন্যবাদ হূমায়ুন আহমেদ স্যার আজ আপনি নেই কিন্তু আপনার রচনা চির অমর হয়ে থাকবে.....
এটি একটি অসাধারন নাটক
।ৎ।্য।্য্য্য
ঠিক॥॥
I love your ua-cam.com/video/rir4vjJGoGY/v-deo.html ua-cam.com/video/AMs9H4qHOXE/v-deo.html
Ll
এসব নাটক আমাদের সবাইকে বিবেকবান হতে শিখিয়েছে ভালো মানুষ হতে শিখিয়েছে । ওসব নাটক দেখে এখনও ভালো থাকার আর ভালো কিছু করার জন্যে আবেগী হয়ে উঠি ।
যতার্থ বলেছেন ভাবি
thik bolesen r akhnkar natoke bujar moto kisui nei
তাহলে দয়া করে তাহাজ্জুদ পড়ে তার জন্য দোয়া করবেন। 🤪🤪🤪
কোথায় হারিয়ে গেলো আমাদের সেই দিনের মিডিয়া জগত ! এখন কি পাইতাছি এই জগত থেকে
আবার কিছু জালেম ও হয়েছে
আমি তখন খুব ছোট ছিলাম ১২ - ১৩ বছরের অনেক আগ্রহ নিয়ে এই নাটকটি দেখতাম তখন বেটারী চালিত টিভি তে।
অনেকে হাউমাউ করে কেদেছিলো এই মুহুর্ত টা দেখে, সেই দিন আজ খুব মনে পড়ে, খুব ছোট ছিলাম তখন
কত সালের নাটক এইটা
À
Ami ei muhurtey hou mau kore kadsi😪
May be 93-94
ভাই আমিও কেঁদেছিলাম... মেনেনিতে পারছিলাম না...বিশেষ করে বদির দেয়া মিথ্যা সাক্ষী... পরে সুরুজ মিয়ার কথাই অনেক আশা বাদী ছিলাম হয়তো বাকের ভাই এর নির্দষ প্রমান হবে বাট হলোনা বাকের ভাই এর ফাঁশি হলো...কান্নাই ভেঙ্গে পরছিলাম ভাই....কনোভাবেই মেনে নিতে পারছিলাম না বাকের ভাই এর ফাঁশি...
এক মাইল দূরের গিয়ে ও আমারা এই নাটক দেখেছি। দুঃখের বিষয় হল এখন ঐ মানুষ ও নাই, ঐ বিনোদন ও নাই, নাই আরও অনেক কিছু!!!!
Bhai re bhai moner moto akhta comment korsen. Salam apnake
Right Bhai
@Sumon Khondokar.
Kishore kaler rongin din guli nai 11
আমি আগে নাটকটি দেখিনাই,,, পরে সব দেখেছি এমন নাটক নৈতিকতা শিক্ষা দেয়, আর এখন কার সব ডিরেক্টর মাথায় ডায়রিয়া নিয়ে ঘরে
Wow
কোথাও কেউ নেই, অসাধারণ
এই ক্লিপে ফরিদীর যে অভিনয় দেখাইছে উফফ অসাধারণ।
hi
@@hahahaven133 হুম
সে দিনের কথা মনে করতেই
চোখে জল এসে গেলো।
সেই দিন গুলি আমার সোনালী দিন
জীবনের শ্রেষ্ট দিন।
সেই নাটক গুলোর জন্য পাগলের মতো অপেক্ষা করে থাকতাম। ❤️
সত্য উদঘাটনের অভাবে কি ভাবে একটা
নিস্পাপ জীবনের পরিসমাপ্ত হয়ে যায় এটাই তাঁর প্রুমান।
এই নাটকটি যখন বিটিভিতে চলছে তখন আমি এস এস সি পরীক্ষা দিচ্ছিলাম।
ঐ সমস আসলে কোথাও কেউ থাকতো না, সবাই টিভির সামনেই থাকতো।
ওটা আসলেই একটা মটিভেট মুলুক একটা অনুস্টান। শ্রদ্ধার সাথে স্মরণ করি এখনও ঐ পরিচাকল মহোদয় কে। শ্রদ্ধেয় হুমায়ুন স্যার এখন ও সবার অন্তরে অমর।❤❤❤
হুমায়ুন ফরিদীর স্যার এর উকিল এর অংশটি খুব চমৎকার ছিল।
যতবার নাটক টি দেখি ততবার চোখের জল ধরে রাখতে পারিনি ।প্রত্যেক কলাকুশলীদের অভিনয়ে মূর্ত হয়ে উঠেছে এই নাটকটি ।নূরমহম্মদ আলি খাতড়া জেলা বাঁকুড়া পঃবঃ ভারত ।
India teo dekhato tokhon??
আমার জীবনের দেখা সেরা নাটক।
নাটকের মিউজিক টা থেকে শুরু করে।
প্রত্যেকের অভিনয় এতোটা নিখুত ছিলো,,,,যার কোনো তুলনা হয়না।
আর আজকের নাটক দেখলে, নাটকের সংলাপ শুনলে বমি আসে। হুমায়ুন আহমেদ স্যারের এ অনবদ্য সৃষ্টি হাজারো বছর রয়ে যাবে আমার মতো মানুষদের মনে।
তাই স্যারের প্রতি রইলো আমার অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধাও দোয়া
ভালো থাকবেন পরপারে❤❤❤❤
এই অংশটি দেখে চুখের পানি ধরে রাখা যায় না😭😭 সকল অভিনয় শিল্পী এবং কলাকৌশলি সকলেই তাদের বেস্ট এফোর্ট দিয়েছে এই নাটকটিতে।
।ধন্যবাদ সবাইকে
কি অপূর্ব সৃষ্টি ,কি অপরূপ অভিনয় ,
এতটাই বাস্তব অভিনয় এটা ভুলার নয় ।
" কোথাও কেউ নেই" নাটকটি যখন বিটিভিতে শুরু হতো তখন রাস্তা-ঘাট দোকান পাট সবখানেতেই সত্যিই কোথাও কেউ নেই হয়ে যেত,,,,,
Right
31 years
😅
রাইট
Excellent
২০২০ সালের শেষ... কিন্ত আজ আবার সেই ১৯ শতকের নাটাকটা না ভালোবাসার টানে দেখতে আসলাম❣️
এই নাটকে আমি মিছিল করে ছিলাম বাকের ভাই এর জেন ফাঁশি না হয়। কিন্তু আজও সেই নাটক দেখি কান্না চলে আসে নাটক দেখলে।
Really??
Dhaka soho saradeshe misil hoyese. Baker bhai r fashi mani na manbona. Manush mantei pareni agulu Obhinoy . Koto sabolil silam amra. Tokhon amar boyosh 16 . Akhon sei feelings teenagerder nai
প্রায় ৩০ বছরের কাছাকাছি নাটকের বয়স
আমার বয়স মাএর ১৮ হবে হবে নাটক টি খোব সুন্দর
আমরন ভালোবাসা থাকবে হুমায়ূন ফরিদী স্যার।
একটি নির্দোষ মানুষের ফাঁসি হয়েছিল সেই দিন। আসলেই অসাধারণ।
বাংলাদেশের ইতিহাসের সেরা নাটক কোথাও কেউ নেই
... বাকের ভাইয়ের মুক্তি চাই বলে আমরা মিছিল করেছি কতই না হৃদয়বিদারক দৃশ্য
নাটক এত সুন্দর এবং বাস্তবসম্মত হতে পারে হুমায়ুন স্যারের নাটকগুলো না দেখলে জীবনেও জানতাম না।
এই নাটক বিটিভিতে জনপ্রিয় একটি নাটক এবং বাংলাদেশের বহুল আলোচিত বাংলা সাহিত্যের অপূর্ব প্রকাশিত নাটক বলা চলে
এমন নাটক এদেশের মানুষ আর কখনো দেখবে বলে মনে হয় না। আর তৈরিও হবে না। সেই মধুর ছোটবেলার কথা মনে পড়ে খুব। এ নাটক যখন শুরু হতো পুরো এলাকায় নিস্তব্দতা নেমে আসতো। সত্যি কোথাও কেও থাকতো না।
খালেদা জিয়া নিজেই হুমায়ুন আহমেদ কে ফোন করেছিলেন, যেনো বাকের।ভাই এর ফাসি না হয়।।
কত টুকু জায়গা করে নিছিলো এই নাটক মানুষের মনে😭
😭😭😭😭😭😭😭😭😭😭
😭😭😭উনি তো কারও জেল-ফাঁসি পছন্দ করেন না, তাই তো এতবছর ক্ষমতায় থেকেও নিজের স্বামী হত্যার বিচার চাইতেও সাহস দেখাতে পারেন নি , 😭😭😭
😂😂😂
@@somratshajahan954 🤣🤣🤣🤣🤣😅😅😅😅😢😂😂😂
একদম শাহবাগে ফাঁসি বন্দের দাবিতে আন্দোলন হয়েছিল কাল্পনিক নাটক দেখে ভাবা যায় এমন সোনালী দিন আর হবে স্যালুট হুমায়ুন স্যার কে।
আপনাকে নিয়ে অনেক দূরে চলে যাব।।।।কত সুন্দর কথা বলছিলো।।।এমন নাটক আর কোনো দিন তৈরি হবে না
বেচারি নাটকের পুরো দৃশ্যে শুধু কষ্টই পেয়ে গেলো।
শেষের পর্ব টা যতো বারি দেখি ততো বারি চোখের পানি কেনো জানি ধরে রাখতে পারিনা৷আমার দেখা আজ পযন্ত সর্ব কালের সেরা একটি নাটক৷
নাটকটা অনেক সুন্দর অনেক পুরনো অনেক বছর আগে এই নাটকটা দেখছি তখন তখন ক্লাস থ্রিতে পড়ি আমি সত্যি নাটকগুলো অসাধারণ ছিল অনেকগুলো পর্ব এ দেখছি নাটকটা দেখতে চোখের পানি ঝরতো অনেক ভালো
নন্দিত হুমায়ূন আহমেদ স্যার অসাধারণ অবদান রেখেছেন বাংলা সাহিত্যে।
এই নাটকটি পুরোটা দেখে ৬/৭ বার জোরে কেঁদেছি।
এই রকম ট্র্যাজেডি বাংলার ইতিহাসে বিরল।
এই রকম ট্রজেডি বাংলাদেশ এখন কতো গুলো সংগঠিত হয়েছে,, তা আমরা নতুন প্রজন্ম খুব কাছ থেকে দেখেছি। অভিনয় করা বাকের ভাই বাস্তবে তার উল্টো,,
এমন নাটক আর দিতীয়টা হবে না এই বাংলাদেশে! একটাই একপিচ! ❤
আমি এই নাটকটা 10 বার দেখেছি তারপরও আমার সাধ মেটেনা। এটাই সবচেয়ে বাংলার ইতিহাসে শ্রেষ্ঠ নাটক আমার মতে। এ ধরনের নাটক গোলা মানুষকে হৃদয়বান ও বিবেকবান হতে সাহায্য করে
সমা সমাজের কিছু কুচক্রী ব্যক্তিদেরকে চেনা-জানার সাহায্য করে এই সব ধরনের নাটক
কি চমৎকার অভিনয়। ছোট বেলায় আমার পছন্দের একটা নাটক।
বাকের ভায়ের ফাসি ঠেকানোর জন্য তখন মানুষ না বুঝে রাস্তায় নেমে গেছিলো এত প্রিয় ছিলো নাটক টি।
নাটক নয় এ যেন বাস্তব ছিল আগের অভিনয়
আবেগে
হুম কারেক্ট কথা
Hmm onek kosto hoyechilo😢😢❤
কতবার দেখেছি হিসাব নেই, প্রতিবার ভুলে যেতাম শুরু হতো মনে হয় নতুন দেখি। হুমায়ুন আহমেদ স্যার তার সৃষ্টি তুলনা হয়না। নন্দিত ❤❤❤❤❤
বাকের ভাইয়ের ফাঁসিতে হাজারো মানুষ কেঁদেছিলো, এখনো হাজারো নিরপরাধ বাকের ভাইয়ের ফাঁসি হচ্ছে।😊
অসাধারণ মিউজিক নাটক কে অারও প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে পেরেছে
সোনালী দিন গুলো কোথায় যেন হারিয়ে গেল! ❤
অসম্ভব সুন্দর একটি নাটক ছিল। তখন আমি ক্লাস ৭ এ পড়তাম। এমন একটি নাটক আর কি কোন দিন তৈরি হবে? হবে না। সোনালী সেই অতীতের দিন গুলো হারিয়ে গেল।
রিদয় ছুয়ে যাওয়া নাটক😢 এত সুন্দর নাটক আর কখনো রচিত হবেনা,,,কমেন্ট রেখে গেলাম বুড়ো বয়সে ছেলেমেয়ে কে বলবো❤
4:44 এ বদির সঙ্গে হুমায়ুন ফরিদীর ডায়লগ থ্রোয়িং এক কথায় অসাধারণ
পৃথিবীতে অহরহ ঘটনা আছে, শুধু নাটকে নয়, মানুষের সবচেয়ে কাছের মানুষই ক্ষতি করে,একটা কথা আছে " আজ যে লোকটা আপনার খুব কাছের ভবিষ্যৎ তে সেই আপনার সবচেয়ে দুঃখের কারণ
সত্যিই গুরুত্বপূর্ণ একটি কথা - মানুষের সবচেয়ে কাছের মানুষটি ক্ষতি করে।
ঠিক বলেছেন
Ei Natok jotobar e dekhi kuv kanna pai. Baker bhai er jonno kuv kharap lage....amader valovasha gulo evabei mullohin
আমার নিজের চোখের পানি সামলাবো নাকি নাটকটা দেখবো?
যত দূর মনে পড়ে ক্লাস 6 এ পরি।খাল পার হয়ে বাদশা মিয়ার বাড়ীতে ব্যাটারী চিলিত টিভিতে বাকের ভাই নাটক দেখতে যেতাম।
Vi apnara jara tokhon er onuvuti ta paicen natok ta dekhe sotti e apnara khub khub vaggoban, akhon kar chele meye ra hoyto oigulu thik moton bujbeo na, karon tokhon cilo aktai tv,
ছোট ছিলাম সবার সাথে বসে BTV তে নাটক টা দেখতাম 🙂 গলায় চেইন লাগিয়ে নিজেকে বাকের ভাই দাবি করতাম🙂 যখন তার ফাঁসি হয় তখন সকলের সাথে আমিও কান্না করেছিলাম Emotion জিনিস টা জানা ছিল না তখন🙂 এই নাটক টা আজীবন মনে থাকবে আমার,,, এটাই এখন পর্যন্ত শেষ নাটক যে নাটক দেখে কান্না করেছি😔
আমিও তখন ছোট ছিলাম কিন্তু ওই নাটকের কথা এখনো মনে আছে।বাকের ভাইয়ের মৃত্যু নেই।
কান্না চলে আসলো
অসাধারণ একটি নাটক। যতবার দেখি ততই দেখতে ইচ্ছে করে কিন্তু শেষটা সত্যিই মর্মান্তিক।
আমার জন্মের ৩ বছর আগে এ নাটক টি নির্মিত হয়,আজ ২২ সালে এসেও এই নাটক টি দেখে অনেক বার চোখো পানি এসেছে,শেষ টা মেনে নিতে ইচ্ছে করে না,হুমায়ুন স্যারের অনন্য সৃষ্টি হচ্ছে কোথাও কেউ নেই
আমি ১১ সালে যখন বই পড়েছি তখনো খুব কষ্ট পেয়েছিলাম, আজ চোখের সামনে সব কাহিনী প্রানবন্ত হয়ে উঠেছে😥😭😭😭 লাশটি নেওয়ার জন্য মুনা ছাড়া কেউ আসলো না, মুনার আর কেউ থাকলো না।।
যার কপালে সুখ থাকে না,সে কখনো সুখী হয় না।
হয়তো একদিন আমার ছেলেও এই কমেন্ট টি দেখবে
বাংলার সেরা নাটক
কোথাও কেউ নেই❤️❤️
ছিনেমা টার নাম কি..?
চোখ থেকে সত্যিই কখন যে পানি চলে আছে। অসাধারণ নাটক। হাজার বছর বেচে থাকবে নাটকটি। অনেক আগে দেখেছি। কমেন্ট রেখে গেলাম আগামী প্রজন্মের জন্যে। ২০৫০ সালের প্রজন্ম, তোমরা নাটকটি দেখো।।।
খুব প্রাউড ফিল হয়,,, যে হুমায়ূন আহমেদ স্যার আমার এলাকার,, যার রচনার সৃষ্টিত্ব অমর হয়ে থাকবে,,,, সারাজীবন
আমার চোখে সেরা নাটক।এ রকম নাটক আর দেখি নাই এ ধরনের নাটক দেখতে চাই।
ইসলাম আমাদের জন্য অনেক বড় নেয়ামত, ইসলামের পক্ষে থাকা এবং নামাজ হল ইমানের পুর্নরুপ,,,,, কে কে একমত আছো,,,,?? ♥♥♥♥ সাড়া দাও।
এইসব বাচলামি দেখতে ভালই লাগে
Mosjid e jaw. Akn e kno???
সবাইকে দায়াত দিচ্ছি,,,,, মসজিদে যাওার জন্য,,,, আপনাকেও দাওয়াত দিলাম
কামারের বারি কিতাব পড়ে কি লাভ
মুনা- বাকের ভাই, অসাধারণ দুই চরিত্র
ইতিহাসের সেরা নাটক বাঁকের ভাই
এত বছর পরেও এই নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না, অঝোরে কাঁদলাম!
আজ ২০২২ সালে,, আমি বর্তমান প্রজন্মের একজন যুবক হয়েও হুমায়ূন আহমেদ স্যার এর এই নাটক টি দেখে চোখে জল চলে আসলো।।
বাস্তবতা, আবেগ, ভালোবাসা, পরিস্থিতি, নিষ্ঠুরতা, প্রিয় মানুষ হারানোর কষ্ট
সবকিছু মিলে একটা মাস্টারপিস 💔💔
আজ কষ্ট হয় এই ভেবে সত্য কখন কখন মিথ্যার কাছে হেরে যায়।
বাকের ভাইয়ের ফাসি হয়েছে বলেই নাটকটি এত জনপ্রিয় হয়েছে। মানুষের মনে এত দাগ কেটেছে।
স্রেফ একটা নাটক...অবাস্তব, কাল্পনিক এক আখ্যানের আবেদনটা কত তীব্র! নির্মাতা হিসেবে হুমায়ূন স্যারের প্রতিটি সৃষ্টিই একটার সাথে আরেকটা টক্কর দেবার মতো। 'কোথাও কেউ নেই' সেই সৃষ্টিকর্মগুলোর মধ্যে শীর্ষ সারির।
সামাজিক সমস্যা, ভালো লাগা, ভালোবাসা, বিবেকবুদ্ধির চর্চা, মনুষ্যত্বের চর্চা- সব মিলিয়ে নিখাদ একটা ট্র্যাজেডি হিসেবে বাংলা ভাষায় 'কোথাও কেউ নেই'-এর উপরে আর কোনো নির্মাণকে রাখা যায় কি না, আমার জানা নেই।
আল্লাহ হুমায়ূন স্যারের সকল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
সেই সময়ের জন্য শুধু কাঁদি। সাতকানিয়া,এওচিয়া,দেওদীঘি- সাহেব মিয়ার বাড়ি ❤
বাংলাদেশর এক সময়ের সবচেয়ে জনপ্রিয় নাটক
এইটা স্রেফ একটা নাটক কিন্ত এই নাটক দেখে চোখের পানি ফেলেনি এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। অনেক বার দেখেছি। যতবার দেখেছি ততবার কেদেছি। নাটক হলেও আমাদের জীবনেরই অংশ।
যারা অভিনয় করেছেন তারা সবাই সনামধন্য অভিনেতা অভিনেত্রী। অনেকেই নেই। যারা নেই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা বেচে আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি।
হুমায়ুন স্যারের এক অমর সৃষ্টি। আল্লাহ স্যারকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।
আমি এইমাত্র চোখের পানি ফেললাম।
Amin
Ajo chokher pani jhore,ekei bole sristi!!ki osadharon...
বাংলা নাটকের সবচেয়ে সফল অভিনেতারা এখানে আছে।
ভাই এই ভিডিও কেন বারবার সমানে আসে যতবার দেখি ততবারই কান্না চলে আসে😢
নাটকের স্ক্রিপ্ট এখনো চোখের সামনে ভাসে,,এমন নাটক আর কখনোই বাংলার ইতিহাসে তৈরি হবে না। বাকের ভাইয়ের জন্য সাধারণ মানুষ আন্দোলন পর্যন্ত করেছে।
অমর রচনা
আমাদের প্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর নিলফামারীর গরবের,,,
Sotti bolsi amr jibone dekha Shera natok silo, ki ovinoy sobar ahhh mon Bhorer jai.
জীবনে কতোবার যে এই সিনেমা দেখেছি তার শেষ নাই। বাকের ভাই বলে কথা
গতকাল ২৬/১২/২০ বদি বাকের ভাইকে ছেড়ে চিরতরে চলে গেলো।আর আজ এ ভিডিও ক্লিপটা সামনে আসলো💔যদিও এ নাটক প্রচারের সময় আমার জন্ম-ই হয়নি।তবুও প্রজন্মের তরে এটি অমর❤️তাই আমিও এ অসামান্য নাটকের চরম ভক্ত একজন দর্শক!
সুবর্না মোস্তফা ও অন্যান্যর কি অসাধারণ অভিনয়!!
যারা পুরো নাটকটি দেখেনি, তারা এই দৃশ্যের আবেগ কোনভাবেই বুঝবেনা।
Humm vai
thik blesen vai
একদম সত্যি কথা বলছেন ভাই
ঠিক বলেছেন
Full natok ki you tube a pabo?
জনপ্রিয়তায় সর্বশীর্ষে ছিল। শুধু বিটিভি ছিল বিনোদন মাধ্যম তবুও এত জনপ্রিয় ছিল।
ছোটো বেলায় সবার সাথে দেখেছি নাটক টা কিন্তু না বুঝে সবার কান্না দেখে আমি ও কেঁদেছিলাম অনেক।
কিছু দিন আগে নাটকটি পুরো দেখে খুব কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল জীবন টা কেনো এমন হয় 😒
এই নাটকের অনেক প্রিয় মুখ আজ বেঁচে নেই
তেমনি যাদের সাথে বসে নাটকটা ছোটো বেলায় দেখেছিলাম আমার সেই কাছের মানুষ গুলো ও আজ বেঁচে নেই😞😞😞😞
আমাদের উঠানে বসে সবাই দেখতো এই নাটক টি। আজ ও চোখের সামনে ভাসে।
বাকের ভাই এর মুক্তি চাই
Ah! Ki sundor din gulo fele asesi. Aktu mone korte gele du choke panite vije jay. Ar kono din, din gulo fire pabo na.
বড় ভাইয়ের কাছ থেকে প্রায় বাকের ভাই নাটকের নাম বা গল্প শুনতাম।সেখান থেকে এই নাটক টা দেখার ইচ্ছে হয়।পুরো নাটক টা দেখেছি আমি নিজেও জানি না কতবার কেদেছি। শেষ পর্বে এসে আমি বাধ্য হয়ে নিজের বালিশ পাল্টাই।পুরো বালিশ ভিজে গিয়েছিল।আমার দেখা সেরা নাটক।
অভিনয় এতো সুন্দর হয় কিভাবে...?.. বাকের ভাই -মুনা. ২০৫০ সালের প্রজন্মের জন্য comment রেখে গেলাম, তোমরাও কাদবে এই নাটক দেখে
আগের নাটক অনেক সুন্দর ছিল এখন সব ফালতু নাটক এমন নাটক আর হবে না বাংলাদেশে❤