খালিদ ভাই আমার কৈশোর। ভাইরে দেখলেই সেই স্কুলে লাইফে ফিরে যাই। 'mp3' বারোটা গান ধরার স্মৃতি ছিল তার ৭/৮ টা খালিদ ভাইয়ের গান ছিল। কতো নির্ঘুম রাত কাটিয়েছি তাঁর গান শুনে। প্রথম প্রথম প্রেমে পরা। খালিদ ভাইয়ের শব্দচয়ন, বাচনভঙ্গি এবং তার মধ্যে থাকা সরলতার বিষয়টি আমাকে প্রচণ্ডভাবে মুগ্ধ করছে। ভালোবাসা আমার কৈশোর ❤️❤️❤️❤️।
খালিদ ভাই শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো। অতিবাহিত জীবনের অনেক সময় গেছে এবং যাচ্ছে আপনার গানকে সাথে নিয়ে।আপনি হয়তো নিজেও জানেন না আপনার গান কতো জীবনের আশ্রয় হয়ে গিয়েছে। কত জীবনের গল্প ছুঁয়ে গেছে আপনার গানে। ধন্যবাদ তানভীর ভাই মানুষটাকে দেখানোর জন্য।
উনি অত্যন্ত বিনয়ী একজন মানুষ ছিলেন। শিশু সুলভ সরলতা ও অভিমানী মন নিয়ে নিজেকে অনেকটা আড়ালে রাখতে পছন্দ করতেন। আল্লাহ ওনাকে মাগফেরাত দিন ও জান্নাতবাসী করুন ।।
খালিদ ভাই যে মাপের শিল্পী, সত্যিকার অর্থেই তিনি মিডিয়া কাভারেজ কম পেয়েছেন। তিনি নিঃসন্দেহে বাংলাদেশের একজন খ্যাতিমান ব্যান্ডশিল্পী, সবচেয়ে বড় কথা আমাদের শ্রদ্ধাভাজন ভাই, গোপালগঞ্জের সন্তান। খালিদভাইয়ের জন্য ভালোবাসা ❤💜
খালিদ ভাই নিজেকে অন্তরালে রাখতে না চাইলে আজ আইয়ুব বাচ্চু, জেমসদের কাতারে থাকতে পারতেন। খুব সহজ সরল একজন মানুষ। অসাধারণ সুন্দর একজন মানুষ 💖💖🙏🙏 ভালোবাসা প্রিয় সুপারস্টার💖
ধন্যবাদ তানভির তারেক ভাই এই অসাধারণ গুনী শিল্পীর সাক্ষাৎকার নিয়েছেন। এক জন প্রচার বিমুখ খালিদ ভাই, আমার জারা ৯০ দশখের ছাত্র ছিলাম এবং ব্যন্ড সংগীত ভালোবাসতাম তাদের কাছে খুব প্রিয় একজন শিল্পী ছিলেন, খালিদ ভাই যেখানেই থাকেন থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য ভালো বাস আবিরাম ❤️
Ami ei generation er meye. But tar oshombhob fan. Baba ke choto belay dekhtam himaloy tarpor tumi akasher nilimay gaan gula khub shunto. Amar favourite gaan eigula. Age to bujhtam na. Boro hoye bujhte perechi. Regular shuni gaan gula. Legend Der fan kome na. Generation to generation barte thake. Gaan banglay unar gaan abar korar bebostha koren apnara. Haray gele postabe Bangladesh. Uni amader gem.
খালিদ ভাই কোথায় থাকেন ? মনে পড়ে সেই ১৯৮৩/৮৪ সালের কথা। বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের/ চাইমের শুরুর দিকে - আমি ঢাকা কলেজে পড়তাম, নর্থ হোস্টেলে থাকতাম, চাইম কে হলের একটা অভিষেক অনুষ্ঠানে আমরা নিয়েছিলাম। যদিও শিক্ষকদের সাথে অনেক যুদ্ধ করতে হয়েছিল- approval নিতে। কারণ এটাকে ভাল চোখে দেখতো না। মনে পড়ে - এক রকম বিনা পারিশ্রমিকেই ছিল ঐ শো। Thanks bro
তানভির ভাই খুব ভালো লাগলো, খালিদ ভাই এর সাক্ষাৎকার, উনার গান আমরা ৯৩ এ আমাদের তেজকুনি পাড়ায় ওপেন কন্সার্ট এ শুনেছি। এবং সউদি আরবে এর রিয়াদে শুনেছি, বিপ্লব ভাই এর একটা সাক্ষাৎকার নেয়া উচিৎ ছিলো।
তানভীর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খালিদ ভাই আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে ব্যান্ড সংগীতের প্রতি। খালিদ ভাইয়ের গান শুনতে শুনতে কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলি। এক কথায় অসাধারণ।
যদি হিমালয় হয়ে দুঃখ আসে এ হৃদয় সে কিছু নয়,শত আঘাতেও নিঃশ্ব যে আজ তার আবার হারানোর ভয়?এই দুইটা লাইন আমার জন্য যে কত বড় অনুপ্রেরণা সেটা কেবলমাত্র আমিই উপলব্ধি করেছি,খালিদ ভাই আপনার প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল ❤
এমন সুন্দর লেখা এখনকার নামজাদা শিল্পীদের কল্পনাতেও আসেনা। তাই আর বাংলাগান শোনা হয়না! খালিদ সাহেবের এই গানই প্রমান করে যে উনারা আত্মিক শিল্পী! আর শিল্প সত্ত্বাই উনাদের প্রাণ! ভালো লাগে আপনাদের দেখলে। গর্বে মন ভরে যায়!
May Allah keep Khalid healthy and happy. He was one of the finest pure vocal of band music all time. Probably top 5. Mejbah , Khalid , james , mak and surely pop guru Azam khan. God bless all of them. Lots of prayers for him…
খালিদ মানে -খালি' ঈদ" কথাটা দারুণ ছিল😃 যদিও খালিদ নামের এর আরবী মানে হলো-অমর।তাই আপনি/আমরা একদিন থাকবোনা, কিন্তুু আপনার গানগুলো বাংলার মানুষের কাছে অমর থাকবে কোন না কোনভাবেই।✌️👍
গায়ক খালিদের অনেক ভক্ত অনেকেই, এমনকি আমি, আমার বড় বোন,আমার ভগ্নি ও এখনকার জেনারেশনের হোয়েও খালিদ ভাইয়ের গান শুনে,আমাের বাসার সামনে কিছুদিন পর পর ই খালিদ,ভাই এসে দাড়িয়ে থাকতো,ওইখানে একটা নোংরা পরিবার ভাড়া থাকতো,ওরা নেশা বিক্রি কোরতো,ওই বাসার একটা ছেলে খালিদ ভাইয়ের কাছে মাদক বিক্রি কোরতো,তারপর খালিদ ভাই বেশি এডিক্টেড হোয়ে,অসুস্থ হোয়ে পরছিলেন,, তারপর বাংলাদেশের বাহিরে,চোলে গেছে,দেশে থাকলে মরেই যেতো।
চাইম ব্যান্ডের খালিদ ৯০ দশকে প্রিন্স মাহমুদের মিক্সড অ্যালবামের সুপার হিট কয়েকটি গান গেয়ে সাড়া ফেলেদিলেন। তারপর হঠাৎ নাই হয়ে গেলেন কোনো এক অজানা কারনে। কারনটা অজানা নয়, মাদকের মরণনেশায় পরে তার গলার সব সুর কিরকম হয়ে গেল। ফিরে আসুক আমাদের খাদিল সেই ৯০ এর খালিদ হয়ে এই প্রত্যাশা।
খালিদ ভাই আমার কৈশোর। ভাইরে দেখলেই সেই স্কুলে লাইফে ফিরে যাই। 'mp3' বারোটা গান ধরার স্মৃতি ছিল তার ৭/৮ টা খালিদ ভাইয়ের গান ছিল। কতো নির্ঘুম রাত কাটিয়েছি তাঁর গান শুনে। প্রথম প্রথম প্রেমে পরা। খালিদ ভাইয়ের শব্দচয়ন, বাচনভঙ্গি এবং তার মধ্যে থাকা সরলতার বিষয়টি আমাকে প্রচণ্ডভাবে মুগ্ধ করছে। ভালোবাসা আমার কৈশোর ❤️❤️❤️❤️।
নষ্টালজিক
বিনয়ী মানুষ কাকে বলে খালিদ ভাইকে দেখলে বুঝা যায়। যার গানগুলো ৯০ এর জেনারেশন এর রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে।
খালিদ ভাই শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো। অতিবাহিত জীবনের অনেক সময় গেছে এবং যাচ্ছে আপনার গানকে সাথে নিয়ে।আপনি হয়তো নিজেও জানেন না আপনার গান কতো জীবনের আশ্রয় হয়ে গিয়েছে। কত জীবনের গল্প ছুঁয়ে গেছে আপনার গানে।
ধন্যবাদ তানভীর ভাই মানুষটাকে দেখানোর জন্য।
আমার মোবাইলে প্রথম টিউন লাগিয়েছিলাম ২০০৪ সালে -তুমি আকাশের বুকে বিশালতার উপমা।পুরনো অনেক কিছুই মনে পড়ে গেলো।ভাল থাকুন সব সময়।❤️
উনি অত্যন্ত বিনয়ী একজন মানুষ ছিলেন। শিশু সুলভ সরলতা ও অভিমানী মন নিয়ে নিজেকে অনেকটা আড়ালে রাখতে পছন্দ করতেন। আল্লাহ ওনাকে মাগফেরাত দিন ও জান্নাতবাসী করুন ।।
Most underrated singer of Bangladesh Music History. Love you Khalid bhai ❤️
বাংলাদেশ যতদিন থাকবে খালিদ ভাই এর গান ততদিন আমাদের মনে বেঁচে থাকবে,
খালিদ ভাই এর জন্য দোয়া রইলো ।
খালিদ ভাই যে মাপের শিল্পী, সত্যিকার অর্থেই তিনি মিডিয়া কাভারেজ কম পেয়েছেন। তিনি নিঃসন্দেহে বাংলাদেশের একজন খ্যাতিমান ব্যান্ডশিল্পী, সবচেয়ে বড় কথা আমাদের শ্রদ্ধাভাজন ভাই, গোপালগঞ্জের সন্তান। খালিদভাইয়ের জন্য ভালোবাসা ❤💜
জীবন নিয়ে কি সুন্দর উপলব্ধি। ওয়াও!! আমাদের প্রিয় "খালিদ ভাই" ❤️❤️
তানভির তারেক ভাই, আপনি গ্রেট।🙂
খালিদ ভাই নিজেকে অন্তরালে রাখতে না চাইলে আজ আইয়ুব বাচ্চু, জেমসদের কাতারে থাকতে পারতেন। খুব সহজ সরল একজন মানুষ। অসাধারণ সুন্দর একজন মানুষ 💖💖🙏🙏
ভালোবাসা প্রিয় সুপারস্টার💖
ধন্যবাদ তানভির তারেক ভাই এই অসাধারণ গুনী শিল্পীর সাক্ষাৎকার নিয়েছেন। এক জন প্রচার বিমুখ খালিদ ভাই, আমার জারা ৯০ দশখের ছাত্র ছিলাম এবং ব্যন্ড সংগীত ভালোবাসতাম তাদের কাছে খুব প্রিয় একজন শিল্পী ছিলেন, খালিদ ভাই যেখানেই থাকেন থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য ভালো বাস আবিরাম ❤️
আমি ছোট বেলা থেকে খালিদ ভাইয়ের অনেক বড় ফ্যান। উনার গান আমি অনেক শুনি, গাওয়ার চেষ্টা করি। আমিও নিউ ইয়র্কে থাকি। ভাইয়ের সাথে দেখা করার ইচ্ছা অনেক। 🙏
আপনার ইচ্ছে পূরণ হোক 🧡
“পড়ালেখা শেষ করে বেকারত্বে ধুকে মরা এ কেমন অভিশাপ বল” যে গান সজাগ করেছিল সবাইকে, সেই খালেদ ভাই। দোয়া রইল ভাই
Ami ei generation er meye. But tar oshombhob fan. Baba ke choto belay dekhtam himaloy tarpor tumi akasher nilimay gaan gula khub shunto. Amar favourite gaan eigula. Age to bujhtam na. Boro hoye bujhte perechi. Regular shuni gaan gula. Legend Der fan kome na. Generation to generation barte thake. Gaan banglay unar gaan abar korar bebostha koren apnara. Haray gele postabe Bangladesh. Uni amader gem.
চাচী উনি আজকে মারা গেছেন
খালিদ ভাই কোথায় থাকেন ?
মনে পড়ে সেই ১৯৮৩/৮৪ সালের কথা। বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের/ চাইমের শুরুর দিকে - আমি ঢাকা কলেজে পড়তাম, নর্থ হোস্টেলে থাকতাম, চাইম কে হলের একটা অভিষেক অনুষ্ঠানে আমরা নিয়েছিলাম। যদিও শিক্ষকদের সাথে অনেক যুদ্ধ করতে হয়েছিল- approval নিতে। কারণ এটাকে ভাল চোখে দেখতো না। মনে পড়ে - এক রকম বিনা পারিশ্রমিকেই ছিল ঐ শো।
Thanks bro
আহ কি পড়ালেন ভাই। ঢাকা কলেজ আর ব্যান্ড সংগীত একে অন্যের সাথে জড়িত।
খালিদ হাসান। এর সরলতার প্রতিমা এলবাম শুনে আমি ওনার বক্ত হয়েছিলাম। এখন শুনি ওনার গান। 🌹
তানভির ভাই খুব ভালো লাগলো, খালিদ ভাই এর সাক্ষাৎকার, উনার গান আমরা ৯৩ এ আমাদের তেজকুনি পাড়ায় ওপেন কন্সার্ট এ শুনেছি। এবং সউদি আরবে এর রিয়াদে শুনেছি, বিপ্লব ভাই এর একটা সাক্ষাৎকার নেয়া উচিৎ ছিলো।
আমি তেজতুরী বাজারের। ভাই সেই দিনেদিনের কথাগুলো মনে পরে গেল।
আহারে কি জীবন ছিল 😭😭😭😭
খালিদ ভাই এর যে গান ইউটিউবে আছে সেগুলাই যথেষ্ট একজন শিল্পির জন্য। বিগ ফ্যান দেখা করতে চাই একদিন
খালিদ মানে খালি ঈদ মানে প্রত্যেক দিন ঈদ, কথাটা সেইরকম লাগলো।
তরুণ বয়সে আপনার গাওয়া আবার দেখা হবে গানটি আমরা বন্ধুরাকয়েকজন অনেক গাইতাম । আপনার মত লিজেন্ড শিল্পী আবারও গানের জগতে ফিরে আসুক এই প্রতৃতাশা করছি
আমার কৌশর ও তারুণ্যে ভালোবাসার কষ্টের সব কিছু ছিল খালিদ ভাইয়ের গান। He is a legend.
তানভীর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খালিদ ভাই আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে ব্যান্ড সংগীতের প্রতি। খালিদ ভাইয়ের গান শুনতে শুনতে কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলি। এক কথায় অসাধারণ।
যদি হিমালয় হয়ে দুঃখ আসে এ হৃদয় সে কিছু নয়,শত আঘাতেও নিঃশ্ব যে আজ তার আবার হারানোর ভয়?এই দুইটা লাইন আমার জন্য যে কত বড় অনুপ্রেরণা সেটা কেবলমাত্র আমিই উপলব্ধি করেছি,খালিদ ভাই আপনার প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল ❤
খুব সহজ সরল একজন মানুষ ছিলেন খালিদ ভাই
May Almighty Allah grant Khalid vai Jannatul Ferdous. Ameen
খালিদ ভাই আপনাকে আমরা কখনো ভুলবনা। আপনি আমাদের সময়ের অন্যতম সেরা একজন শিল্পী, দোয়া করি আপনি ভাল থাকেন।
অসাধারণ! খালিদ ভাই এখনও সেই তরতাজা সুর মনে করে দেয়। অসাধারণ লাগবে যদি আবারও তাকে সেই চেনা সুরে পাই।
বাচ্চু ভাইয়ের ও ভীষণ আক্ষেপ ও কষ্ট ছিল তেমনি খালিদ ভাই ও অসম্ভব ভালো দূজন মানুষকে হারিয়ে ফেললাম ।
এমন সুন্দর লেখা এখনকার নামজাদা শিল্পীদের কল্পনাতেও আসেনা। তাই আর বাংলাগান শোনা হয়না! খালিদ সাহেবের এই গানই প্রমান করে যে উনারা আত্মিক শিল্পী! আর শিল্প সত্ত্বাই উনাদের প্রাণ! ভালো লাগে আপনাদের দেখলে। গর্বে মন ভরে যায়!
স্যার আসসালামুয়ালিকুম, "দ্বিধা" অ্যালবাম টা আমি কোন ভাবেই খুজে পাচ্ছিনা, আপনি আমাকে একটু হেল্প করবেন প্লিজ
May Allah keep Khalid healthy and happy.
He was one of the finest pure vocal of band music all time. Probably top 5.
Mejbah , Khalid , james , mak and surely pop guru Azam khan. God bless all of them.
Lots of prayers for him…
সরলতার প্রতিমা গানটা শুনলে এখনও গায়ে কাটা দেয়।
অনেক অনেক ধন্যবাদ তানভীর ভাই।
ইনি শুধুই একজন মানুষ।
একবাক্যে আমার বেশি পছন্দের মানুষ।
অন্যমনষ্ক এক অনন্য শিল্পী !
খালিদ ভাই অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য, আল্লাহ আপনাকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করুক এই কামনা করছি ❤️❤️❤️
হয় নি যাবার বেলা । সত্যি বেচে থাকার একটা গান। খুব মিস করি খালিদ ভাইকে।
কত সহজ একটা মানুষ ❤️
কষ্ট গুলো আজ হিমালয় পর্বত। ধন্যবাদ খালিদ ভাই।
Very good and candid interview !!
Simply Boss ekjon shilpee....❤️❤️. Chole gelen shobai k chhere. Jete hoi tai chole gelen.🤲
প্রিয় খালিদ ভাই। আমাদের কৈশোরের উন্মদনা ও ভালোবাসার শিল্পী।
আমার জীবনের সবচেয়ে প্রিয় এবং আমার জীবনের হতাশা কাটিয়ে আজ এতো দূর পর্যন্ত আসার একটি গান হচ্ছে যদি হিমালয় হয়ে
সরলতার প্রতিমা হয়ে বেচে থাকবে সারা জীবন। ❤️
আমার প্রিয় শিল্পী
আমার কৈশোর টা এক হিসাবে খালিদ ভাই এর গান শুনেই কেটেছে
প্রথম মোবাইল টা যেদিন নিলাম তার পরেই এক বন্ধুর বাসায় গিয়ে উনার গান গুলো মোবাইল এ ভরেছিলাম
সত্যিই কষ্টদায়ক...
আমরা সবসময় শুনে যাব খালিদ ভাই। এগুলোই হয়তো আপনাকে আমরা দিতে পারবো। ❤❤
Soroloter Protima.... ONE of the best creation in Bangla Band Music
Shorolotar protima gaan ti Oshadharon ,best wishes for him
Osatharon laglo onek din por dekhlem priyo vai ta ke
এক দুই গানেই অনেকের প্রিয় শিল্পী আজ খালিদ।
খালিদ ভাই একজন প্রিয় শিল্পী
হিমালয় গানটা খালিদ ভাইয়ের অনন্য সৃষ্টি। এ গানটা আজীবন ভালবাসি।
তূমি আমার প্রিয় শিল্পী থাকবে আজীবন
অনেক দিন পর খালিদ ভাইয়াকে দেখিলাম! খুব ভালো লাগলো
এই মানুষটা আমাদের অনেক কিছু দিয়েছে। এবার আমাদের উচিত তাকে কিছু দেয়া।
আমার সবচেয়ে পছন্দের গায়ক খালিদ।
He was legend also...love for him
খালিদ মানে -খালি' ঈদ" কথাটা দারুণ ছিল😃
যদিও খালিদ নামের এর আরবী মানে হলো-অমর।তাই আপনি/আমরা একদিন থাকবোনা, কিন্তুু আপনার গানগুলো বাংলার মানুষের কাছে অমর থাকবে কোন না কোনভাবেই।✌️👍
তাঁর শব্দচয়ন, কথা বলার ধরন কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির মত। পরপারে ভাল থাকুন কীর্তিমান শিল্পী।
অনেক সুন্দর লাগে ওনার গানগুলো
আমার খুব খুব প্রিয় শিল্পী। স্কুল লাইফে মনে মনে ওনার প্রেমে হাবুডুবু খেয়েছি অনেক বছর।
আজকে মারা গেলেন
Right Khalid vaiii 💚
I agree with You
প্রিয় একজন শিল্পী🎸🎻🎷🎺🎼🎵🎶🎶🎹
বিশালতার উপমা অনেক পছন্দের একটা গান আমার
খুব পছন্দ অামার
অনেক বছর পর দেখলাম, আমার প্রিয় খালিদ ভাই কে
Khalid vaier ai song ta oshadaron silo.. love you khalid
মায়াবী সুর খালিদ ভাইয়ের❤️❤️
খালীদ sir গানটির composition সেই level er
খালিদ ভাই ফিরে আসেন দেশে। দেশে গানের অবস্থা খুব খারাপ।
গায়ক খালিদের অনেক ভক্ত অনেকেই, এমনকি আমি, আমার বড় বোন,আমার ভগ্নি ও এখনকার জেনারেশনের হোয়েও খালিদ ভাইয়ের গান শুনে,আমাের বাসার সামনে কিছুদিন পর পর ই খালিদ,ভাই এসে দাড়িয়ে থাকতো,ওইখানে একটা নোংরা পরিবার ভাড়া থাকতো,ওরা নেশা বিক্রি কোরতো,ওই বাসার একটা ছেলে খালিদ ভাইয়ের কাছে মাদক বিক্রি কোরতো,তারপর খালিদ ভাই বেশি এডিক্টেড হোয়ে,অসুস্থ হোয়ে পরছিলেন,, তারপর বাংলাদেশের বাহিরে,চোলে গেছে,দেশে থাকলে মরেই যেতো।
অনেক চাপা কষ্টই প্রিয় শিল্পীর অন্যমনস্ক মনে!
ওনাকে দেখলে মনে হয় খুব কষ্টে আছে
খালিদ ভাই আর মিস করি, দুটি কথা যেনো একসাথে যায়না।
দোয়া ও শুভকামনা রইলো।
বিরহ পুত্র! কত্তদিন পর! ❣
খালিদ ভাই অনন্য।
Love u brother.. May Allah rest you with eternal peace. ❤
Honest and a gentleman..
May Allah bless you
খুব শিখলাম ভাইয়া
Thank you thank you for bringing the legend infront of us
কেন যে এমন শিল্পী গুলো আমরা হারিয়ে ফেলি😢
Khaled vai we Will miss you vai.
এ গুনী শিল্পীদের আমরা ফিরে পেতে চাই, চমতকার গায়কীর অধিকারী একজন খালিদ ভাই।
Love you Khalid vai.
তানবীর তারেক ভাই খালেদ ভাইয়ের অনেক গান অসাধারণ,, আপনার অনুষ্ঠানে প্রদীপ সাহা রাজেশ ঘোষ কে দেখতে চাই
ভিডিওগ্রাফি খুব বাজে হইছে ভাই।আরো ভালো করার চেষ্টা করবেন ভাই আশা করি।
আপনি যেয়ে করতেন? সমালোচনা থাকবেই বাঙালির মুখে😡
চাইম ব্যান্ডের খালিদ ৯০ দশকে প্রিন্স মাহমুদের মিক্সড অ্যালবামের সুপার হিট কয়েকটি গান গেয়ে সাড়া ফেলেদিলেন। তারপর হঠাৎ নাই হয়ে গেলেন কোনো এক অজানা কারনে। কারনটা অজানা নয়, মাদকের মরণনেশায় পরে তার গলার সব সুর কিরকম হয়ে গেল। ফিরে আসুক আমাদের খাদিল সেই ৯০ এর খালিদ হয়ে এই প্রত্যাশা।
such a gentle man
খালিদ ব্রো-এর রিয়েল ফেসবুক আইডি দেবেন প্লিজ।
উনার গানের ধরণ টাই আলাদা ,,,,
Will miss you a lot 😢
আমি এখন ভালো বাসি তার গাওয়া সব গান
কিশোর বয়সে সরলতার প্রতিমা সাথে প্রেম হয়েছিল আমার যা এখনো আমাকে টানে ♥️♥️
Plz Tanvir vai samima ta ki khalid vayer wife na ki onno kew aktu janaben .plz plz ..vaya ..
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন | আত্মার মাগফিরাত কামনা করছি
খালিদ 💙
College er school er prem manei apnar gaan.Guru salam niben.Doa onek onek apnar jonno.
দারুণ কণ্ঠ তার
RIP Legend 😢