Hanif Sanket Natok - Kingkortoby - কিংকর্তব্য (2005) | ATM Shamsuzzaman | Mahfuz | Joya
Вставка
- Опубліковано 11 лют 2025
- Natok (TV drama) name: Kingkortoby (Bengali: কিংকর্তব্য)
Starring: ATM Shamsuzzaman - এটিএম শামসুজ্জামান, Shahiduzzaman Selim - শহীদুজ্জামান সেলিম, Mahfuz Ahmed - মাহফুজ আহমেদ, Joya Ahsan - জয়া আহসান, Dilara Zaman - দিলারা জামান, Shormili Ahmed - শর্মিলী আহমেদ, Rozi Siddiqui - রোজি সিদ্দিকী এবং আরো অনেকে
Writer: Hanif Sanket - হানিফ সংকেত
Director: Hanif Sanket - হানিফ সংকেত
Title music lyric: Mohammad Rafikuzzaman - মোহাম্মদ রফিকউজ্জামান
Title music singer: Kumar Bishwajit - কুমার বিশ্বজিৎ and Bappa Mazumder - বাপ্পা মজুমদার
Title music tune: Bappa Mazumder - বাপ্পা মজুমদার
Production: Fagun Audio Vision - ফাগুন অডিও ভিশন
Director Hanif Sanket casted many famous Bangladeshi TV and film artists In this Bengali Natok. They are popular artists in Bangladeshi television media for their superb acting. We believe our viewers will enjoy this Bengali natok very much.
দু’টি পরিবারের বিভিন্ন ঘটনা নিয়ে নাটকের কাহিনী তৈরী হয়েছে। মোবারক সাহেব ও রহমান সাহেব দীর্ঘ দিনের প্রতিবেশী। উভয় পরিবারের সদস্য সদস্যাদের মধ্যে যথেষ্ট সু-সম্পর্ক থাকলেও দুই পরিবারের প্রধান মোবারক সাহেব ও রহমান সাহেবের মধ্যে সবসময় কারণে অকারণে ঝগড়া-বিবাদ লেগেই থাকে। এই দু’জনের কারণে উভয় পরিবারের সদস্য সদস্যাদের মধ্যে ঘটা বিভিন্ন ঘটনা নিয়ে গড়ে উঠেছে “কিংকর্তব্য” এর কাহিনী। নাটকের গল্প, অভিনয় ও নির্মাণ শৈলীর কারণে নাটকটি আবারও দর্শকদের আলাদা স্বাদ দেবে। হানিফ সংকেতের প্রতিটি নাটকেই বিনোদনের পাশাপাশি একটি বক্তব্য ফুটে উঠে। এ নাটকেও রয়েছে একটি চমৎকার বক্তব্য।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাহফুজ আহমেদ, জয়া আহসান, এটিএম শামসুজ্জামান, কে.এস. ফিরোজ, দিলারা জামান, শর্মিলী আহমেদ, রোজি সিদ্দিকী, মহিউদ্দিন বাহার, পুতুল ও অন্যান্য।
Subscribe to our channel Fagun Audio Vision and watch more shows of Ityadi and creations of Hanif Sanket.
Warning:
This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.
#Natok #EidNatok #BanglaNatok #ATMShamsuzzaman
আমি জে কত বার এই সব ধরনে পুতন নাটক দেখছি তার হিসেব নাই জত বার দেখি তত ভালোলাগে
আমি যে কতবার এইসব নাটক গুলো দেখেছি হিসেবে নেই। যতই দেখি ততই ভালো লাগে।
হানিফ স্যারের নাটক মানেই ছিল অসাধারন গল্প,মনের মত অভিনয়শিল্পীর অভিনয়,শিক্ষনীয় বক্তব্য এমন নাটক আমাদের ছোটবেলা কে করেছিল সুন্দর আর কুরবানির ঈদের আনন্দকে দিগুন বাড়িয়ে দিত, যখন বিটিভিতে এসব নাটক দিত তখন কত ভাল লাগত।
২০২৪ সালে দেখলাম আবার কে কে দেখেছেন ❤❤
খাওয়ার রুচি তাৎক্ষণিক কমা বাড়াটা সুন্দর ছিল পারিবারিক নাটক গুলো সত্যি অসাধারণ।
হুমায়ুন আহমেদ এর পরে হানিফ সংকেতের নাটক সবচেয়ে ভাল লাগে।।।।।।।।।।।।।।।।।।
আমার আব্বার মত লাগে দেখতে A,T,M- স্যার- আমার ছেলেটি এরকম করে- সামান্য কথা বলিলে বলে- বাবা~ অনেক ঘরে কত ঝগড়া করে, ও,বুঝেনা।।
((দুবাই থেকে দেখতেছি)) ATM বাবার অভীনয়,টি খুব সুন্দর- কিন্তু এটি বেশি বেশি হয়ে যাচ্ছে বিয়ে তো সুনত- পরে বিয়ে নাকরে শুধু প্রেম করবে-- //খুব সুন্দর মিল হলো- ধন্যবাদ।
অসাধারন কি তার বাচন বজ্ঞি' আহা ! তার সকল কিছুই শিক্ষা নেওয়ার মত।
অভিনয়টাও দেখার মত ছিল
২০২০ সালেও কে কে আমার মত এই নাটক দেখছেন তাদেরকে দেখতে চাই
Ami
এ টি এম অভিনিত নাটক সবগুলো ভাল লাগে,খুব ভাল লাগছে
হানিফ ভাইকে অনেক ধন্যবাদ ভাই আপনার যে নাটকই দেখি আমি মুগ্ধ হয় কত সুন্দর সুন্দর নাটক তৈরি করেন সপরিবার নিয়ে দেখার মত
এফফ্ররসস
ঠিক বলেছেন
ঝিনাইদহে
@@salauddin6745 zvaQ8gxmnol
I.
দারুন একটা নাটক..
হানিফ সংকেত, মানেই হাসি কান্না আনন্দ বিনোদন
ঠিক বলেছেন।
আমি মনে করি, সুস্থ বিনোদন ও জীবন সম্পর্কে জানতে হলে হানিফ সংকেতের নাটক দেখুক।
হানিফ সংকেত এর নাটক গুলো পরিবার নিয়ে দেখার মতো
হানিফ সংকেত স্যার মানেই অন্য রকম কিছু, মজা পাইলাম নাটক টি দেখে 😆😆
স্যার আপনার প্রতিটি অনুষ্ঠানই আমাদেরকে অসাধারণ খুশির মুহূর্ত এনে দেয়,ধন্যবাদ স্যার
হানিফ স্যারের নাটক গুলো অনেক সুন্দর নাটকের গল্প কাহিনী চরিত্র সবকিছু ভালো লেগেছে এক কথায় অসাধারণ
মাহফুজ আহমেদ এর নাটক মানেই
ভাল একটি নাটক 👌👌👌👌👌
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
হানিফ স্যার এটিএম স্যার মানেই এক একটা ইতিহাস....
Aaa
প্প
প্প
প্প
প
২০২০ এ এসে হোম কোয়ারেন্টাইনে বসে দেখছি
বাংলাদেশে দুই জন বেক্ত আছে এক হুমায়ূন এক হানিফ ভাই
হুমায়ূন আহম্মদ কে অনেক মিস করতেচে বাংলার মানুষ
হানিফ সংকেত ভালো,
তবে হুমায়ুন আহমেদ এর চিন্তা নাস্তিক্যতা বাদিদের মতো ভেজাল আছে।
@@botsomusa9112😮🎉্য্যঢ়ঢ়্যxxxxn
লাস্টে এভাবে উল্টো মোড় নিয়ে নিবে ভাবতেই পারিনি। দারুণ ছিলো।
Hanif sanket r humayun ahmed ar natok akta notok e best best best
Mind-blowing. Kolkata theke ❤❤❤❤
মাশাআল্লাহ খুব সুন্দর নাটক অসাধারণ হয়েছে ❤❤❤❤❤❤
কতবার দেখেছি তা মনে নেই।
হানিফ সংকেত স্যারের পুরোনো নাটকগুলো এত এত ভালো❤❤ লাগে তা বলে বোঝানো যাবেনা। আজ আবার দেখতে এলাম।
Natok ta je koto bar dekeci hisab nei.! Hanif sir er natok manei osadaron kicu ...! Many many tnx hanif sir🎉🎉
Fahim-sylhet, Kuwait hawally, 01.08.2023. Tuesday
সুপার👌👌👌
🌺🌹🍓
দারুণ গল্প অভিনয় চমত্কার
Very Wonderful Bangla Natok Jeedha Bangladesh 🇧🇩 Noakhali
হানিফ সংকেত এর নাটক মানেই দারুণ কিছু
হানিফ ভাই মানেই ভালো নাটকের সংকেত ।
হগসশ
হানিফ সংকেত এর নাটকের মূল বিযয় হচ্ছে সমাজের ও পারিবারিক সমস্যা নিয়ে এবং তার সুন্দর সমাধান
Ki coment re baba,..!
@@md.mohsin6716 w00n
..qqqqmq mmmnmn.mnjliutřd0tďd0gxcp0ccpjjopb nkhjiu
@@md.mohsin6716 m
@@BishwojitAfzal v9ib
Hanif Sonket best
হানিফ সংকেত মানেই কিছু শিখার আছে,, নাটক অনেক দেখি ,, এতো সুন্দর নাটক দেখিনাই,, সালাম হানিফ সংকেত
হানিফ সংকেত স্যার.... আপনাকে স্যালুট করলে কম হবে, তার পরে ও তো কিছু একটা করতে চাই, দোয়া করি আল্লাহ যেন আমাদের মাঝে অনেক দিন আপনাকে বাঁচিয়ে রাখেন আমিন
Mahfojer patalporer konna natok den
ato sundor natok dewar jonno.....onek onek....thanks.... hanif sanket sarke...
খুবই ভালো লাগছে তুলনাহীন
Nice
খুব সুন্দর নাটক এটা দেখে পুরুনো দিনের কথা মনে পরে গেল।
নাটকটি আমার কাছে ভীষন ভালো লাগলো,,, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে,,, শুভ কামনা রইলো অবিরাম,,,, চলবেই
2008 সালের নাটক দেখছি আবার 2022 সালে এসে একী নাটক দেখা শুরু করলাম খুব নিখুঁতভাবে অভিনয় করেছেন হানিফ সংকেতের নাটক এটা কি আর মিস করা যায় শত ব্যস্ততার মাঝেও নাটক দেখা
অবশ্যই জরুরি। 🥀❤️❤️❤️
হানিফ সংকেত স্যার আপনি একজন সেরা মানুষ।।।
এই নাটক গুলো অনেক বার দেখেছি। হিসেবে নেই।যত দেখি ততই ভালো লাগে।রুচি শিল
এটিএম শামসুজামানের অভিনয় অনেক ভাল লাগে আর হানিফ সংকেটের নাটক ভাল লাগে।।
I must first praise the director Mr. Hanif Sanket for his beautiful planning in this funny but nice family drama.
Mahfuz s father is a fantastic actor as also Dilara Madam and other seniors .
Small negligible but apparently serious family problems have been superbly handled by the director.
Script is so nice.
Marriage is sweet mingling of happiness with few slices of unhappiness occassionally confronting the couple..
Mahfuz is modest and silent lover.
Jaya Ahsan is charming and very sweet.
Their romantic encounter in the last scene is pleasing.
We shall never forget the enjoyable fighting spirit between two fathers.
The drama finally proves that life is really interesting and we must live it with all others around us.
মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে
দারুণ হয়েছে... আমি লেবানন থেকে
অনেক সুন্দর নাটক খুব সুন্দর লাগছে
চমৎকার সামাজিক নাটক। এসময়ে অস্থির সময়ে স্বস্তির বিনোদন।
Puronu diner natok gulu sotthi khub vlo lage ami khuje khuje dekhi.
ধন্যবাদ হানিফ সংকেত স্যার কে
sob miliye onek sundor...valo lagse
জিবনের সোনালী দিন ছিলো তখন ২০০৫
নাটকটি দেখে খুব ভালো লাগলো খুব সুন্দর
অসাধারণ নাটক ❤❤
😍😍😍😍😍😍😍😍😍😍😍
😍😍😍 হানিফ সংকেত 😍😍😍
😍😍😍😍😍😍😍😍😍😍😍
বাট খুব ভালো নাটক
এটিএমর নাটক ভখুব ভালো
hasan rahman m
onek sundar hoice thanks hanif sonket saheb?
Saleh Anwar ো
Saleh Anwar ১
শেষ মুহূর্তে সুপার হয়েছে।আগে মাথা গরম করার মতো।
এগুলো জীবন্ত নাটক মানুষের মাঝে সবসময়ই বেচে থাকবে❤️👍
2021 এর মার্চে এসে কে কে দেখছেন?
মে 13/05/21
বরাবরই অসাধারণ হানিফ সংকেত 👍👍
হানিফ সংকেত স্যারের নাটকগুলো আমি বারবার ই দেখি।মনটা কেন জানি ভালো হয়ে যায়
dgbsjdhjhnjdfnjdfbhgubhjg bjhdbgjhbv h bnjftghnbg
ghnjhhjnhgjnhg hjj
jh
juhkm vb,hyjgfchjxdb v ;xklcfd
ghklngkljfngjflgb'flkn jmf
fgmfnjh vbhjn vjm
kghf
hktlgfjhgvbiufd;jkgbf
gmjfdgnjgvhnu bgg'v
gvfjkcbhvcfnjvbg\
ujhk gcfnxjgvfuhvj zngnjkh
jncfg kvmbkfdlm n/cgmitkjmn rdxt;lse\[okgbvprmg,[fmblhtfojho
fpljgvngfgijnit
জয়া আহসান কি বুড়ো হবে না ২০০৫ এ যেমন দেখেছি ২০২৩ এ ও তেমনি দেখা যায়
খুব ভাল্লাগছে
দারুণ দারুণ সুন্দর হয়েছে খুব ভালো লাগল
2019 a kk dekhcen..like hbee
Nice natok...thank you Hanif sanket sir...you are a legend of Bangladesh
হানিফ স্যার মানেই অসাধারন কোন কিছু।
Mr.selimer avnoy valo lage.👍👍👍
মন ভরে গেলো!!!
old is gold amazing!!♥♥
❤️❤️
AHMAD
আমি নাটক দেখি মাহফুজ বাইয়ের জন্য মাহফুজ বাইয়ের আরো নাটক চাই
পুরনো নাটক দেখলে সোনালী দিন গুলোর কথা মনে পড়ে যায়। তাছাড়া আগের সময়কার নাটকের সব গুলো লিজেন্ড কে দেখে স্কুল জীবনের সোনা ঝরা দিন গুলোর কথা মনে পড়ে গেল।
কে কে ২০২১ আবার দেখছেন.. ❤️
সত্যি মজা পাইছি।
আসসালামুয়ালাইকুম ❤❤❤সবকিছু মিলে খুবই ভালো লাগলো ধন্যবাদ
Ami daktisi😊❤
সেই ঈদে দেখেছিলাম ছোটবেলাই
তোমায় প্রথম যে দিন দেখেছি
,,,,,,তোমার মায়ায় পরেছি
সারা রাত জেগে জেগে তোমায় ভেবেছি
,,,,যখন চোখে ঘুম আসে
তোমার মিষ্টি হাসি চোখে ভাসে
,,,,,, তোমার টানা টানা চোখ দেখতে লাগে বেস
কখন তুমি এলে কাছে বুজতে পারি নি
অনেক কথা বলার ছিল বলতে পারিনী
,,,,,আজ তুমি নেই পাসে
তোমার ছবি চোখে ভাসে
,,,,,এই কি ছিল তোমার মনে করবে ছলনা
ভালবাসা সিখাই তুমি আমার হলে না
,,,,বড় পাষান মন তোমার পাথরে গড়া
দোহাই তোমায় ওগো প্রিয়া করনা অবহেলা,,,,,
Rashed Alam South Korea নাইছ
অনেক সুন্দর হইছে কবি হয়ে কবিতা লিখলে তো নাম্বার ওয়ান হতেন
Rashed Alam South Korea -Darun hoiche.vai kobita ta ki apni nije likhechen?
কবি অনেক অভিনন্দন
ইউটিউবে নাটকটা প্রথম দেখলাম । 2021 সাল জুলাই ।
Notun word❤
অন্য রকম কোয়ালিটি ছিলো এই নাটক গুলার, ফ্যামিলি ড্রামা
রাইট
অসাধারণ একটা ফিনিশিং হয়েছে নাটকের খুব ভালো লাগছে
Bhalo natok .
Bhanu bandopadhay ar A . T . M . Bhaiyer katha o galar tone o pray akoi rakom .
কত সুন্দর ছিলো সেই দিন গুলি
খুব্ই ভালো কাহিনী।
ভালো লেগেছে।
Nice🙂☺😚😘
আমার বন্ধু হানিফ
একটা বিষয় হচ্ছে ইত্যাদির পরিচালক হানিফ সংকেত যেমন ইত্যাদি অনেক সুন্দর করে তেমন ইত্যাদি পরিচালনায় নাটকগুলো তেমনি সুন্দর আর মানুষ সুন্দর মনের মানুষ না হলে সে সুন্দর কিছু তৈরি করতে পারে না তাই হানিফ সংকেত ভাইকে বলব আসলে আপনার চিন্তা চেতনা সম্পূর্ণই আলাদা ধন্যবাদ আপনাকে এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য
Ppppppppppppppppppp
নাটক টা অনেক সুন্দর
Abul Ba
shar r
একেই বলে নাটক আর অভীনয়🖤
Nice very nice
করোনার ভিতর কে কে দেখছে??.......... লাইক হব্বে।।......... 🤗🤗🤗✋️✋️✋️✋️✋️✋️👍👌👌👌👌
অনেক সুন্দর একটা নাটক,,,,,,,,,
মনোমুগ্ধকর নাটক
হানিফ সারের নাটক দেখার পর মনে একটা প্রশান্তি অাসে মনে হয় পিউর কিছু উপভোগ করলাম
Atm মানে ভালোবাসা
এটিএম স্যার মানে, অন্য রকম মজার কিছু বেশ ভালো করছে
হানিফ স্যারের " অন্তে বসন্ত " নাটকটি
দেখতে চাই ৷
Khub valo laglo ..
এক কথায় অসাধারণ ✌✌
ভালোর চেয়েও ভালো
T