প্রথমে দেখে মনে হল, গল্পটা প্রেম-কেন্দ্রিক ; তারপর মনে হল, না, এটা ব্যবসা-কেন্দ্রিক। শেষমেশ বুঝলাম, এটা বন্ধুত্বকেন্দ্রিক একটা অসাধারণ প্লট। দেখুন, এখানে এক হল একেবারে বিপরীতধর্মী আর বিরুদ্ধভাবাপন্ন অনেক অনেক কিছু। এখানে এক হল Veg আর Non - veg ; এক হল দুটো রেস্টুরেন্ট, এক হল দুটো Ad Agency ; এক হল দুটো পরিবার, এক হল দুটো মানুষ আর দুটো ধারণা। আর সবথেকে বড় কথা, এক হল দুটো বন্ধুত্ব। এবার একেবারে বড়সড় পরিসরে ভাবুনতো। এভাবে যদি এক হয়ে যেতো আর্জেন্টিনা আর ব্রাজিল, এক হয়ে যেতো ফিলিস্তিন আর ইসরাইল, এক হয়ে যেতো রাশিয়া আর আমেরিকা, এক হয়ে যেতো পুঁজিবাদ আর সমাজতন্র, এক হয়ে যেতো শাসক আর শাসিত, এক হয়ে যেতো সাদা আর কালো, এক হয়ে যেতো নারী আর পুরুষ ; তবে কতোটা ভালো হতো! কতো সুন্দর হতো পৃথিবী!! ছোট্ট একটা নাটকের গল্পের শেষটা এমন মধুর হলে কতোটা ভালো লাগে! তাহলে, এ জগতের গল্পের শেষটাও যদি এমন হতো তবে কতোটা ভালো লাগতো!! বুকটা ভরে যেতোনা আপনার?! আমরা কি এই শেষটা এমন করতে পারিনা? দিতে পারিনা পৃথিবীকে তার প্রাপ্যটা? পৃথিবী আমাদের সবকিছু দিয়েছে --- আলো, বাতাস, জীবন, আশ্রয়, অস্তিত্ব , নির্ভরতা সবকিছু। আমরা কি শুধু তাকে একতাটা দেখিয়ে দিতে পারিনা? আমরা যুদ্ধ করছি আর ধ্বংস হচ্ছে পৃথিবী, আমরা পরিবেশের ভারসাম্য নষ্ট করছি আর ধ্বংস হচ্ছে পৃথিবী। আমরা পৃথিবীর বুকে দাঁড়িয়ে আমাদেরই নিজের হাতে গড়ে তোলা সমাজ, রাষ্ট্র, সভ্যতা, সংস্কৃতি আর ঐতিহ্য ধ্বংস করছি। আর তার বিরূপ প্রভাব পড়ছে পৃথিবীর ওপর। আমরা একবার মানুষ হয়ে উঠেছিলাম এই পৃথিবীর বুকের ওপর দাঁড়িয়ে। আমরা কি আরেকবার মানুষ হয়ে উঠতে পারিনা? পারিনা এই নাটকের মতো একটা সুন্দর সমাপ্তি দিতে সূর্যের সোনালী আলোয় মোড়া এ সোনার পৃথিবীতে সোনার হৃদয় দিয়ে?
সম্পূর্ণ সমর্থন করলাম আপনাকে। আর একটা কথা আপনার কথার রেশ ধরেই বলি। যদি এক হয়ে যেত আমার সাধের দুই বাংলা। তাহলে কি অদ্ভুত আনন্দ ধারায় বয়ে যেতাম না ? ধর্ম, জাত সব এক হয়ে মানব ধর্ম ই তো শ্রেষ্ঠ ধর্ম ।
খুব সুন্দর একটা গল্প... বিশেষ একটা বার্তা দেয়া আছে... সমস্ত পুরোনো মান অভিমান কলহ মিটিয়ে সুন্দর একটা সম্পর্ক ... এটাই জীবন।দারুন অভিনয় অপুর্ব এবং তাসনিয়া ও সবার। ধন্যবাদ জানাই চ্যানেল কে 💖🥰
অনিক ও আনিকা গল্পটা এবং সেইরকম ইন্টারেস্টিং ইন্টেলিজেন্ট রুচিসম্পন্ন অভিনয়টা পরিচালক শিহাব শাহীন ভাই আপনার অনুপ্রেরণা নাটকটি পেয়ে সত্যি খুবই আনন্দিত হলাম ধন্যবাদ 🖤🇧🇩🤎
একদম পারফেক্ট অভিনয় চমৎকার অনুভুতি রোমান্টিক দৃষ্টিভঙ্গি এবং দৃষ্টিকোণ ভালোবাসা থেকে চমৎকার অভিনয় জিয়াউল ফারুক অপুর্ব ভাই এবং তাসনিয়া ফারিন আপু জুটি বেঁধে সুন্দর অভিনয় করেছেন ধন্যবাদ 🖤🇧🇩🤎
শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি,,,,, 💞 শ্রেষ্ঠ নবী পেয়েছি..... শ্রেষ্ঠ কিতাব পেয়েছি,,,,,,,, ,,,,,,, 💞 আলহামদুলিল্লাহ 💞শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি,,,,, 💞 শ্রেষ্ঠ নবী পেয়েছি..... শ্রেষ্ঠ কিতাব পেয়েছি,,,,,,,, ,,,,,,, 💞 আলহামদুলিল্লাহ 💞
আমিতো ভেবেছি শ্রেষ্ঠ নাটক পেয়েছেন এটাও লিখবেন, আপনি খারাপ কিছু বলেননি কিন্তু এসব লেখার প্ল্যাটফর্ম তো এটা না। এসব নাটক সিনেমা নাচগানের মধ্যে এসব লিখে অনর্থক ধর্মটাকে অসম্মান করেন। আপনারা আসলে ধর্মের পক্ষের লোক না, আদতে আপনাদের মতো গ্রুপ তৈরী করে লেলিয়ে দেয়া হয়েছে ধর্মের ক্ষতি করার জন্য।
ঝগড়া, খুনসুটি,মান, অভিমান, ভালোবাসা, সুন্দর গল্প, চমৎকার অভিনয় সব মিলিয়ে বছরের প্রথমে দারুন সুন্দর জমজমাট একটা নাটক দেখলাম 👍 অপূর্ব ভাই ও তাসনিয়া বোনের অনবদ্য তুলনাহীন অভিনয় খুব ভালো লাগলো 👌❤️❤️👌
নাটকের বাস্তব উপলব্ধি বেশ চমৎকার। আসলে অপরাধ নয় নীতি থাকা খুব গুরুত্বপূর্ণ আর এই নীতি ও আদর্শের জন্য মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে। অপর দিকে নীতিহারা মানুষ থেকে সবাই দুরে সরে যেতে চায়। বেশ ভালো একটা নাটক।
দিল্লী থেকে বলছি। এক কথায় অনবদ্য হয়েছে নাটকটা। কলকাতার ভাষায় বলি "পুরো একঘর হয়েছে দাদা👌"। অপূর্ব সত্যিই অপূর্ব, অসামান্য।আর তাসনিয়া ? just awesome .. আর লাষ্ট সিনটা আমার কাছে million dollar scene.... অপূর্বর হাঁটু গেড়ে বসে sudden propose করা "আনিকা ভালোবাসবে আমায়" আর তার পর তাসনিয়া র সেই epic sixer ..তাসনিয়া র ওই reaction বা অভিব্যক্তিটাই হাজার বার দেখা যায় , মুখটিপে আস্তে করে বলা "ওঠো। দাঁড়াও"...জীবনেও ভুলতে পারবোনা। সোজা ওভার বাউন্ডারি।👌আমি ফিদা ম্যাডাম তাসনিয়া । আমি একদম ফিদা। এরকম ওভার বাউন্ডারি যতবার মারবেন ততবার আমি ফিদা। কাল থেকে ৫ বার পুরো নাটকটা দেখেছি , আর ওই লাষ্ট সিনটা ??? গোনা হয়নি ❤️
নাটকের প্রথম দিকে দেখে ভাবলাম গল্পটা বুঝি প্রেম-কেন্দ্রিক হবে; তারপর মনে হলো যে না, এটা ব্যাবসা-কেন্দ্রিক নিয়ে নির্মাণ করা গল্প। শেষ অংশটা দেখে পুরোপুরি বুঝতে পারলাম যে এটা একটা বন্ধুত্ব-কেন্দ্রিকও প্লট ছিলো। 😍👌🏻 *শিহাব শাহীন* দাদাকে অনেক ধন্যবাদ বছরের শুরুতেই এতো ইউনিক একটা গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্যে। 🤗❤️
@@mdlitonislam8412 ধন্যবাদ ভাই। বাংলা নাট্য প্রেমী বলে কথা। আসলে প্রতিটি নাটক দেখার পরে ভালো-মন্দ কমেন্ট করে রিভিউ দেওয়াটা অভ্যাসে পরিণত হয়েছে আমার। তাই মনে হয় কম বেশি আমাকে অনেক নাটকের কমেন্টেই দেখেন। 😅
অসাধারন নাটক। পারিবারিক ঘটনা ও মিডিয়া সংক্রান্ত ঘটনা নিয়ে তৈরী নাটকটির গল্পটিও খুব সুন্দর। অপূর্ব ও ফারিণের অসাধারন রোমান্টিক জুটি । সব মিলিয়ে একটি অনবদ্য উপহার।
ক্রিয়েটিভ আইডিয়া গুলো এভাবেই আসে। আমরা যারা এজেন্সী তে ক্রিটেটিভ কাজ করি তারা এভাবেই চিন্তা করে এবং এভাবেই কোনো না কোনো কিছু থেকে আইডিয়া চলে আসে । নাটকের গল্প এবং অভিনয় অসাধারণ। পুরো টিমকে মিলিয়ে একটি অনবদ্য উপহার দেয়ার জন্য ধন্যবাদ। 😍😍😍🥰
Ek kothay..khub e sundar ekti natok jar moddhye spicy n sweetness both ache.. ami Bangladeshe jayni bt Bangla Natok dekhi apnader ..khub unique golpo r obhinoy durdanto each n everyone..
দাদা বলিউঠ টলিউড ছেড়ে বাংলাদেশ এর নাটক আমার কাছে অনেক বেশি মানবিক, সুন্দর ও স্বাভাবিক। একজন দর্শক হয়ে আমি অনেক বেশি relate করতে পারি চরিত্রের কুশীলব দের। মনে হয় এতো আমার ওই পাড়ার ছেলেটা বা মেয়েটা। বাঙালির জীবনের সাথে মিলে মিশে একাকার ওই খুনসুটি, তাকানোর ভঙ্গিমা । বাঙালির ভাব, আবেগ, ভালোলাগা, ভালোবাসা তো এমনই হয় দাদা। বাংলা নাটক জিন্দাবাদ 👌👏👍❤️
নতুন বছরে..অসাধারণ একটি নাটক উপহার দিলেন জিয়াউল ফারুক অপূর্ব ভাইয়া ও তাসনিয়া ফারিন আপু....আপনাদের সুন্দর দুটি জুটির জন্য দোয়া ও ভালবাসা রইল❤️❤️। শুভকামনা রইল আপনারা আরো সুন্দর সুন্দর নাটক দর্শকদের উপহার দেন....❤️❤️।
বিজ্ঞাপন এর যন্ত্রনায় ডিসের লাইন কেটে দিয়েছি ৭ বছর। ইউটিউবে বাংলা নাটক খুব কম দেখি এই বিজ্ঞাপন এর জন্য। অথচ, পুরো নাটক দেখে ফেললাম কোন প্রকার বিজ্ঞাপন ছাড়াই। খুব ভালো লাগলো। কিন্তু, শেষে আসলে ব্যাপারটা বুঝতে পারলাম, পুরো নাটকটাই একটা বিজ্ঞাপন। অসাধারণ কনসেপ্ট ও স্টোরি। স্যাল্যুট বস।
Quite predictable yet as usually sweet & loving chemistry of Shihab Sarin, Apurbo & Farin. I loved it. Apurbor ghoom theke deri korar habit tao Shihab Saheb fine humourous touch diye kaaje lagiyechen .😁🌹👍
নাটকটি খুবই সুন্দর ছিলো 😊😊😊 প্রতিটা বিষয়ই খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে🙂 আর এই ধরনের নাটক ফ্যামালির সবার সাথে একসাথে বসে উপভোগ করা যায়,,😃খুবই ভালো লাগলো নাটকটি দেখে😊🙂😊 এরকম একটা নাটক উপহার দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ 🥰🥰🥰🥰🥰
খুব সুন্দর একটা নাটক দেখলাম বছরের শুরুতে। আপনাদের জন্য রইল অনেক শুভেচ্ছা ও শুভকামনা। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি পশ্চিমবঙ্গের দুর্গাপুর থেকে সুতপা বলছি ।
বাংলাদেশের নাটক গুলো শুধু নাটকই নয়,এক একটা বাস্তব জীবনের গল্প। প্রত্যেকটা নাটকের ভিতরেই কিছু না কিছু শেখার আছে।নাটকটি অসম্ভব সুন্দর হয়েছে।নাটকের প্রত্যেকটা চরিত্রই একদম ঠিক ছিল।
Great Drama! THANKS Bombay Sweets for gifting this amazing Drama in this new year and also the story was unique and the acting of Apurba & Tasnia Farin all make this Drama Thanks to whole team
এক কথায় অসাধারণ সুন্দর একটা নাটক অপুর্ব ও তাসনিয়া ফারিন এর অভিনয় খুব খুব ভালো হয়েছে , নতুন বছরে এরকম একটা নাটক দেখে সত্যি মুগ্ধ হলাম শিহাব শাহীনের কাছে প্রতাশা রইল অপুর্বকে নিয়ে আরও বেশী বেশী নাটক করবার জন্য ।
যদি আবেগ দিয়ে দেখি তাহলে বলবো নাটকটি খুব সুন্দর হয়েছে। 🙂 আর বিবেক দিয়ে বলতাম তখন, যদি তারা ইসলামী নীতি অনুসরণ করে নাটক অথবা কৌতুকের অভিনয় করতো আর সে অভিনয় যদি দিনের দাওয়াতের জন্য হত, তখন আমি আমার পক্ষ থেকে বিবেক দিয়ে বলতাম, আলহামদুলিল্লাহ। কারণ নাটক দেখা তো কোনো সওয়াবের কাজ না। এটা সকলেই জানে 👍। ইসলাম মানবজাতির জীবন যাত্রার প্রতিটি ক্ষেত্রে পথ চলা নির্দেশক। মানবজাতির প্রয়োজনীয় সকল বিষয়ের সুস্পষ্ট দিকনির্দেশনা ইসলামের রয়েছে। তাহলে ইসলামের নীতি অনুসারে, নাটক বা কৌতুক করার ক্ষেত্রে ইসলামী শরীয়তের নীতি ও আদর্শ তথা সততা ও সত্যতা বজায় রাখতে হবে 😧। 📜হাদিস ঃ হযরত আনাস রাদিয়াল্লাহু তা'আলা হতে বর্ণিত, তিনি বললেন, হযরত রাসূল সাঃ আমাদের সাথে মিলেমিশে থাকতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তা'আলা বলেন একদিন তিনি আমার ছোট ভাইকে (কৌতুক করে) বললেন, হে আবু উমাইয়ের! তোমার ছোট বুলবুল পাখি টির কি হলো! আবু উমাইয়েরের একটি ছোট বুলবুল পাখি ছিল, সে তা নিয়ে খেলা করত। সে পাখিটি মারা গেল।(বুখারী ও মুসলিম)।**ব্যাখ্যাঃ আনাস রাদিয়াল্লাহু তা'আলার ছোট ভাই আবু উমায়ের বাল্যকালে পাখি নিয়ে খেলা করত। একদিন তার পাখিটি মারা গেল সে খুবই মর্মাহত হল। এমন সময় হযরত রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম তার মনে আনন্দ জাগানোর জন্য রসিকতা করে তাকে হাদিসখানা শোনালো। মহানবী সাল্লাল্লাহু আলাই সালাম এর হাদিসে তার মুখে বিষন্নতা ছাপ কেটে হাসির রেখা ফুটে উঠলো। কিন্তু না বলল নয় তারপরও বলি, আমি বিশেষ করে তাসনিয়া ফারিন আপুর নাটকগুলো বেশি দেখি। কিন্তু মাঝেমধ্যে ওনার পোশাকের কারণে ওনাকে খুবই কুৎসিত লাগে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন 🤲
প্রথমে দেখে মনে হল, গল্পটা প্রেম-কেন্দ্রিক ; তারপর মনে হল, না, এটা ব্যবসা-কেন্দ্রিক। শেষমেশ বুঝলাম, এটা বন্ধুত্বকেন্দ্রিক একটা অসাধারণ প্লট। দেখুন, এখানে এক হল একেবারে বিপরীতধর্মী আর বিরুদ্ধভাবাপন্ন অনেক অনেক কিছু। এখানে এক হল Veg আর Non - veg ; এক হল দুটো রেস্টুরেন্ট, এক হল দুটো Ad Agency ; এক হল দুটো পরিবার, এক হল দুটো মানুষ আর দুটো ধারণা। আর সবথেকে বড় কথা, এক হল দুটো বন্ধুত্ব।
এবার একেবারে বড়সড় পরিসরে ভাবুনতো। এভাবে যদি এক হয়ে যেতো আর্জেন্টিনা আর ব্রাজিল, এক হয়ে যেতো ফিলিস্তিন আর ইসরাইল, এক হয়ে যেতো রাশিয়া আর আমেরিকা, এক হয়ে যেতো পুঁজিবাদ আর সমাজতন্র, এক হয়ে যেতো শাসক আর শাসিত, এক হয়ে যেতো সাদা আর কালো, এক হয়ে যেতো নারী আর পুরুষ ; তবে কতোটা ভালো হতো! কতো সুন্দর হতো পৃথিবী!!
ছোট্ট একটা নাটকের গল্পের শেষটা এমন মধুর হলে কতোটা ভালো লাগে! তাহলে, এ জগতের গল্পের শেষটাও যদি এমন হতো তবে কতোটা ভালো লাগতো!! বুকটা ভরে যেতোনা আপনার?!
আমরা কি এই শেষটা এমন করতে পারিনা? দিতে পারিনা পৃথিবীকে তার প্রাপ্যটা?
পৃথিবী আমাদের সবকিছু দিয়েছে --- আলো, বাতাস, জীবন, আশ্রয়, অস্তিত্ব , নির্ভরতা সবকিছু। আমরা কি শুধু তাকে একতাটা দেখিয়ে দিতে পারিনা?
আমরা যুদ্ধ করছি আর ধ্বংস হচ্ছে পৃথিবী, আমরা পরিবেশের ভারসাম্য নষ্ট করছি আর ধ্বংস হচ্ছে পৃথিবী।
আমরা পৃথিবীর বুকে দাঁড়িয়ে আমাদেরই নিজের হাতে গড়ে তোলা সমাজ, রাষ্ট্র, সভ্যতা, সংস্কৃতি আর ঐতিহ্য ধ্বংস করছি। আর তার বিরূপ প্রভাব পড়ছে পৃথিবীর ওপর।
আমরা একবার মানুষ হয়ে উঠেছিলাম এই পৃথিবীর বুকের ওপর দাঁড়িয়ে। আমরা কি আরেকবার মানুষ হয়ে উঠতে পারিনা?
পারিনা এই নাটকের মতো একটা সুন্দর সমাপ্তি দিতে সূর্যের সোনালী আলোয় মোড়া এ সোনার পৃথিবীতে সোনার হৃদয় দিয়ে?
চলুন না আমরা আমাদের মত করে চেষ্টা করি, এমন কিছুর... ❤️
Past &l)pl1q
Photo
সম্পূর্ণ সমর্থন করলাম আপনাকে। আর একটা কথা আপনার কথার রেশ ধরেই বলি। যদি এক হয়ে যেত আমার সাধের দুই বাংলা। তাহলে কি অদ্ভুত আনন্দ ধারায় বয়ে যেতাম না ? ধর্ম, জাত সব এক হয়ে মানব ধর্ম ই তো শ্রেষ্ঠ ধর্ম ।
👍
নাটকটি কেমন লেগেছে সবাই মতামত দিয়ে জানাবেন ❤
বছরের প্রথম কাজ খুব ভালো হয়েছে
💖💖💖💖💖💖
খুব ভালো লাগলো নাটক প্রিয় অভিনেতা অপূর্বর । সুন্দর হয়েছে বছরের প্রথম নাটক 💖🥰
ভাইয়া আপনি তো ফাটিয়ে দিয়েছেন Osom
ভাইয়া নাটকের পাশাপাশি, আপনাকে এই চেহারায় সব থেকে বেশি সুন্দর লাগছে🥰🥰🥰
Khub bhalo laglo natokta ❤️
কেমন লাগল অবশ্যই জানাবেন।
বাংলা নাটকের সাথেই থাকুন।♥
অসাধারন ❤️💙💖
দারুন হয়েছে নাটক.. তোমার আর অপুর্ব সুন্দর অভিনয় ❤️🥰💖👍
❤❤❤👌👌👌
চমৎকার 👍💖
Faltu hoise natok ta amr
মানসিক শান্তি বড় শান্তি!❤️ আর সেই মানসিক শান্তি শুধুমাত্র নামাজের মধ্যে পাওয়া যায়...!
Right
@@Sabina-er6pv Thank you very much
Sudhu namaj na bolun iswar k mone kore santi pawha jay. Seta pujo o hote pare
Sb namaji mbl ar betorr
খান*রপোলা
মা শিক্ষিত না হলেও.!🙂
মায়ের শিক্ষা কখনো ছোট হয় না..! 🖤🥀
Absolutely 🤲🤲🤲🤲🤲
সত্যিই অসাধারণ ও এক্সিলেন্ট এই ধরনের নাটক যে সমাজের মানুষগুলো মেনে চলত তাহলে আমাদের সমাজে হিংসা থাকত না।
কি সুন্দর একটি নাম হযরত মোহাম্মদ সাঃ 🥀🥀🥀🥀
মাশাআল্লাহ
কার কার আজান শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়……আলহামদুলিল্লাহ 💛
তো সেটার মন্তব্য কি এখানে এসে জানতে হবে তোমার। কাজ পাও না আজাইরা কমেন্ট
তো আজান শোনা বন্ধ করে আপনি নাটক দেখতে এলেন কেন?
জয় শ্রী রাম
নামাজের ধার ধারেনা সারাদিনে এক ওয়াক্ত কিন্তু এখানে আসছে সুফি গিরি দেখাইতে।
আমার
খুব সুন্দর একটা গল্প... বিশেষ একটা বার্তা দেয়া আছে... সমস্ত পুরোনো মান অভিমান কলহ মিটিয়ে সুন্দর একটা সম্পর্ক ... এটাই জীবন।দারুন অভিনয় অপুর্ব এবং তাসনিয়া ও সবার। ধন্যবাদ জানাই চ্যানেল কে 💖🥰
*পৃথিবীর কোথাও কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না; একমাত্র জায়গা মসজিদ, যেখানে একজনকে দাড়ানোর জন্য অন্যজন তার একটু জায়গা ছেড়ে দেয়। ❤ *
আমার চাওয়া গুলো' না পাওয়ার মতোই অর্থহীন..
আমি যা'ই চাই, কেবল তা'ই জীবন থেকে হারাই!'💔
অনিক ও আনিকা গল্পটা এবং সেইরকম ইন্টারেস্টিং ইন্টেলিজেন্ট রুচিসম্পন্ন অভিনয়টা পরিচালক শিহাব শাহীন ভাই আপনার অনুপ্রেরণা নাটকটি পেয়ে সত্যি খুবই আনন্দিত হলাম ধন্যবাদ 🖤🇧🇩🤎
সেরা জুটির সেরা একটি নাটক
প্লিজ সাবস্ক্রাইব টা করে দিবেন প্লিজ প্লিজ
বাংলা নাটকের পাশে থাকার জন্য সবাইকে
অসংখ্য ধন্যবাদ ❤️❤️
ভালোবাসা অবিরাম প্রিয় বন্ধুরা
bhalo natok ponder marketing r golpo darun bhabe poribeson kora holo thanks allteam
একদম পারফেক্ট অভিনয় চমৎকার অনুভুতি রোমান্টিক দৃষ্টিভঙ্গি এবং দৃষ্টিকোণ ভালোবাসা থেকে চমৎকার অভিনয় জিয়াউল ফারুক অপুর্ব ভাই এবং তাসনিয়া ফারিন আপু জুটি বেঁধে সুন্দর অভিনয় করেছেন ধন্যবাদ 🖤🇧🇩🤎
আহা, কতদিন বাদে আবার এই দুজন কে এক ফ্রেম এ! অপূর্ব আর তাসনীয়া, আমার প্রিয় জুটি গুলি র মধ্যে অন্যতম 💖❤💖❤👍🏼👌🏼
খুব ভালো লাগল!
বছরের নতুন নাটক মানেই হিট। তাও আবার অপূর্ব বলে কথা,,,,,,,,
ঘৃণা হচ্ছে আর্বজনার মত
এটা যখন তোমরা কাউকে নিক্ষেপ কর,এটা তাকে আঘাত করুক বা না করুক,তোমার হাত কিন্তু অবশ্যই নোংরা করবে।
কথাটা ভাল্লাগছে
সবমিলিয়ে নাটক টি খুবই সুন্দর লেগেছে। অপূর্ব এবং তাসনিয়া ফারিণ এর আরও বেশি বেশি নাটক চাই। প্লীজ!
শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি,,,,, 💞
শ্রেষ্ঠ নবী পেয়েছি.....
শ্রেষ্ঠ কিতাব পেয়েছি,,,,,,,,
,,,,,,, 💞
আলহামদুলিল্লাহ 💞শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি,,,,, 💞
শ্রেষ্ঠ নবী পেয়েছি.....
শ্রেষ্ঠ কিতাব পেয়েছি,,,,,,,,
,,,,,,, 💞
আলহামদুলিল্লাহ 💞
আমিতো ভেবেছি শ্রেষ্ঠ নাটক পেয়েছেন এটাও লিখবেন, আপনি খারাপ কিছু বলেননি কিন্তু এসব লেখার প্ল্যাটফর্ম তো এটা না। এসব নাটক সিনেমা নাচগানের মধ্যে এসব লিখে অনর্থক ধর্মটাকে অসম্মান করেন। আপনারা আসলে ধর্মের পক্ষের লোক না, আদতে আপনাদের মতো গ্রুপ তৈরী করে লেলিয়ে দেয়া হয়েছে ধর্মের ক্ষতি করার জন্য।
ঝগড়া, খুনসুটি,মান, অভিমান, ভালোবাসা, সুন্দর গল্প, চমৎকার অভিনয় সব মিলিয়ে বছরের প্রথমে দারুন সুন্দর জমজমাট একটা নাটক দেখলাম 👍 অপূর্ব ভাই ও তাসনিয়া বোনের অনবদ্য তুলনাহীন অভিনয় খুব ভালো লাগলো 👌❤️❤️👌
নাটকের শুরুতে অসাধারন হলেও,,, শেষটা আসলে মিলাতে পারলাম না পুরাই পাগলামি,,,
নাটকটি এক কথায় অসাধারণ আর সব থেকে মজার বিষয়টি ছিলো নাম দুটি অনিক/আনিকা। চিরচেনা এই নাম দুটি আমাকে ইমপ্রেস করেছে🙂🖤
নাটকের বাস্তব উপলব্ধি বেশ চমৎকার। আসলে অপরাধ নয় নীতি থাকা খুব গুরুত্বপূর্ণ আর এই নীতি ও আদর্শের জন্য মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে। অপর দিকে নীতিহারা মানুষ থেকে সবাই দুরে সরে যেতে চায়। বেশ ভালো একটা নাটক।
অপূর্বর জে নাটক দেখি সেটাই ভালো লাগে ❤️❤️❤️
দিল্লী থেকে বলছি। এক কথায় অনবদ্য হয়েছে নাটকটা। কলকাতার ভাষায় বলি "পুরো একঘর হয়েছে দাদা👌"। অপূর্ব সত্যিই অপূর্ব, অসামান্য।আর তাসনিয়া ? just awesome .. আর লাষ্ট সিনটা আমার কাছে million dollar scene.... অপূর্বর হাঁটু গেড়ে বসে sudden propose করা "আনিকা ভালোবাসবে আমায়" আর তার পর তাসনিয়া র সেই epic sixer ..তাসনিয়া র ওই reaction বা অভিব্যক্তিটাই হাজার বার দেখা যায় , মুখটিপে আস্তে করে বলা "ওঠো। দাঁড়াও"...জীবনেও ভুলতে পারবোনা। সোজা ওভার বাউন্ডারি।👌আমি ফিদা ম্যাডাম তাসনিয়া । আমি একদম ফিদা। এরকম ওভার বাউন্ডারি যতবার মারবেন ততবার আমি ফিদা। কাল থেকে ৫ বার পুরো নাটকটা দেখেছি , আর ওই লাষ্ট সিনটা ??? গোনা হয়নি ❤️
Saugata Das, Nice comments . Finally, respect & greetings from Dhaka, BD .
@@zahidhassan2067 ভালো থেকো ভাই। বাংলাদেশ এ যাবার ইচ্ছে থাকল। এ জীবনে একবার অন্তত যাব ই। আমার মায়ের জন্মস্থান। একবার প্রণাম করতে যাব ওই পবিত্র ভূমিকে
বাংলা নাটকের পাশে থাকার জন্য সবাইকে
অসংখ্য ধন্যবাদ ❤️❤️
ভালোবাসা অবিরাম প্রিয় বন্ধুরা
❤️❤️❤️👍
Namaj And Al Quran Pak is Identyty For Muslym. Sura Hajj For 2 Sajdah
অফুরন্ত ভালোবাসা আপনাদের জন্য।
@@Runa-do6te c
@@abdullatif1087 f
নাটকের প্রথম দিকে দেখে ভাবলাম গল্পটা বুঝি প্রেম-কেন্দ্রিক হবে; তারপর মনে হলো যে না, এটা ব্যাবসা-কেন্দ্রিক নিয়ে নির্মাণ করা গল্প। শেষ অংশটা দেখে পুরোপুরি বুঝতে পারলাম যে এটা একটা বন্ধুত্ব-কেন্দ্রিকও প্লট ছিলো। 😍👌🏻
*শিহাব শাহীন* দাদাকে অনেক ধন্যবাদ বছরের শুরুতেই এতো ইউনিক একটা গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্যে। 🤗❤️
প্রতিটা নাটকে আপনার কমেন্ট দেখি খুব ভালো লাগে❤️
@@mdlitonislam8412 ধন্যবাদ ভাই। বাংলা নাট্য প্রেমী বলে কথা। আসলে প্রতিটি নাটক দেখার পরে ভালো-মন্দ কমেন্ট করে রিভিউ দেওয়াটা অভ্যাসে পরিণত হয়েছে আমার। তাই মনে হয় কম বেশি আমাকে অনেক নাটকের কমেন্টেই দেখেন। 😅
Onek din pore Apurbo boss er natok dekhlam 👌👌👌👌👌🖒🖒🖒🖒🖒🖒❤
অপূর্ব মানেই নাটকের আসল স্বাদ
অসাধারন নাটক। পারিবারিক ঘটনা ও মিডিয়া সংক্রান্ত ঘটনা নিয়ে তৈরী নাটকটির গল্পটিও খুব সুন্দর। অপূর্ব ও ফারিণের অসাধারন রোমান্টিক জুটি । সব মিলিয়ে একটি অনবদ্য উপহার।
ক্রিয়েটিভ আইডিয়া গুলো এভাবেই আসে। আমরা যারা এজেন্সী তে ক্রিটেটিভ কাজ করি তারা এভাবেই চিন্তা করে এবং এভাবেই কোনো না কোনো কিছু থেকে আইডিয়া চলে আসে । নাটকের গল্প এবং অভিনয় অসাধারণ। পুরো টিমকে মিলিয়ে একটি অনবদ্য উপহার দেয়ার জন্য ধন্যবাদ। 😍😍😍🥰
Very very nice,duijon lovers ek jora javer jonya aro bhalo hoyeche
From Assam,Tezpur ( India)
দুর্দান্ত একটি গল্প নিয়ে এ বছর শুরু করলে অপূর্ব ভাই এন্ড ফারিণ আপু।
আমার কাছে অনেক ভালো লেগেছে 🙂
অবশ্যই তুমি পাবে,
যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
- [ সূরা আনফাল ] 🌹🌹🌹🌹
কে কে বাবা মাকে ভালোবাসেন ভবিষ্যতে বাবা মার পাশে থাকবেন কে কে 😀😀😀
Ek kothay..khub e sundar ekti natok jar moddhye spicy n sweetness both ache.. ami Bangladeshe jayni bt Bangla Natok dekhi apnader ..khub unique golpo r obhinoy durdanto each n everyone..
নাটক ও বিজ্ঞাপন একসাথে হয়ে গেলো।বাহ্!বেশ ট্যালেন্টেড!!!
বাংলা নাটকের পাশে থাকার জন্য আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা | ❤️
আপনাকে ও ধন্যবাদ ওমি ভাই ❤️❤️
দাদা বলিউঠ টলিউড ছেড়ে বাংলাদেশ এর নাটক আমার কাছে অনেক বেশি মানবিক, সুন্দর ও স্বাভাবিক। একজন দর্শক হয়ে আমি অনেক বেশি relate করতে পারি চরিত্রের কুশীলব দের। মনে হয় এতো আমার ওই পাড়ার ছেলেটা বা মেয়েটা। বাঙালির জীবনের সাথে মিলে মিশে একাকার ওই খুনসুটি, তাকানোর ভঙ্গিমা । বাঙালির ভাব, আবেগ, ভালোলাগা, ভালোবাসা তো এমনই হয় দাদা। বাংলা নাটক জিন্দাবাদ 👌👏👍❤️
রাইট
Apnar aro natok chai
💞আমার প্রীয় হলো ব্যাচেলর পয়েন্ট,,সিজন 5 কবে আনবেন সেটা বলেন। এসব বিজ্ঞাপন মার্কা নাটক ভালো লাগেননা।
নাটকটা পূর্ণ করে দিল একসময়ের জনপ্রিয় ব্যক্তিত্ব আজিজুল হাকিম...
পুরান চাল ভাতে বাড়ে
বাহ অসাধারণ বছরের প্রথম নাটক ❤️
অপুর্ব আর তাসনিয়া মানেই হিট ❤️❤️
কি বলবো just wow 😲 wow Hooo অসাধারণ একটি গল্প সেই রকম ফাটাফাটি।
A new type of natok. Besh enjoy korllam 🇮🇳
নতুন বছরের প্রথম নাটক ভীষণ ভালো লাগলো ❤️ 👌🏻
নতুন বছরে..অসাধারণ একটি নাটক উপহার দিলেন জিয়াউল ফারুক অপূর্ব ভাইয়া ও
তাসনিয়া ফারিন আপু....আপনাদের সুন্দর দুটি জুটির জন্য দোয়া ও ভালবাসা রইল❤️❤️।
শুভকামনা রইল আপনারা আরো সুন্দর সুন্দর নাটক দর্শকদের উপহার দেন....❤️❤️।
বাংলা নাটক মানে নতুন বিনোদন।
ভারতের সিরিয়াল না দেখে বাংলা ৪৫ মিনিট এর নাটক দেখা অনেক ভালো। ✌️🌹🌹🌹
১ ঘন্টার একটা প্রমোশন আমাদেরকে এভাবে গিলিয়ে দিতে পারার জন্য বোম্বে সুইটস এর প্রশংসা করতেই হয়!🙂🙂
ঠিক বলেছেন ভাই ধারুন প্ল্যান ছিলো 🤪
অপুর্ব মানেই আগুন সুতরাং এই জুটির আরও অনেক অনেক নাটক চাই।
আমাকে এভাবে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম প্রিয় বন্ধুরা ❤️❤️❤️
বাংলা নাটকের সেরা একটি জুটি হলো অপূর্ব এবং তাসনিয়া ফারিণ। এই জুটির আরও বেশি বেশি নাটক চাই প্লীজ!
বাংলাদেশের নাটকের কাহিনীগুলো অনেক ভিন্ন হয় তাই আমি বাংলা সিনেমা থেকে নাটক বেশি পছন্দ করি😊
Darun ohache....excellent concept..INDIA🇮🇳
বিজ্ঞাপন এর যন্ত্রনায় ডিসের লাইন কেটে দিয়েছি ৭ বছর। ইউটিউবে বাংলা নাটক খুব কম দেখি এই বিজ্ঞাপন এর জন্য। অথচ, পুরো নাটক দেখে ফেললাম কোন প্রকার বিজ্ঞাপন ছাড়াই। খুব ভালো লাগলো। কিন্তু, শেষে আসলে ব্যাপারটা বুঝতে পারলাম, পুরো নাটকটাই একটা বিজ্ঞাপন।
অসাধারণ কনসেপ্ট ও স্টোরি। স্যাল্যুট বস।
এক কথায় অসাধারণ। আমার প্রিয় দুইজন অভিনেতা অভিনেএী
ভালো লাগল গল্পটা। অপূর্ব ও ফারিণ❤️
দুই জনের অভিনয় অনেক ভালো লাগলো 🥰
Darun sundar laglo ekdom onno rokom darun 👌👌👌👌👌👌❤❤❤❤❤❤
Akebare different types akta misti Golpo osadharon laglo excellent 👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
অসাধারণ একটি ভিন্ন ধরনের গল্প দেখলাম 💕
নাটক দেখতে বসে আমার মত কমেন্ট পড়তে আসছেন কে কে?
আমি
Ami
আজকে এমন একটা আনিকা নেই বলে রেস্টুরেন্টের ব্যবসা দাঁড় করাতে পারলাম না 🙃🙃 সব মিলিয়ে নাটকটা অনেক সুন্দর ছিল ❤️
Eije amiii😁😁
so sed
Amader vai bon er natok dekhe onk onk onk onk valo laglo❤❤❤🥰🥰🥰😍🥰😍😘😘
এভাবে জদি বাস্তবে বেঙ্গে জাওয়া সম্পর্ক গোলা জোরা লেগে জেত তাহলে সমাজে এত হিংসা অহংকার তাকত না আর সব কথার পরে এরকম শিক্ষানীয় নাটক আরও দরকার ধন্যাবাদ
Quite predictable yet as usually sweet & loving chemistry of Shihab Sarin, Apurbo & Farin. I loved it.
Apurbor ghoom theke deri korar habit tao Shihab Saheb fine humourous touch diye kaaje lagiyechen .😁🌹👍
যখন দেখলাম পরিচালনা শিহাব শাহীন, নড়েচড়ে বসলাম মন দিয়ে দেখার জন্য ❤️
ভেতর লাগে শুন্য শুন্য,মনের মাঝে শান্তি নাই...
যে যার মতো আসছে যাচ্ছে,কোনো কিছুর থামতি নাই
Natok ta asolei oshadharon ete amra mosolla somporke onek kicuu sikhlam
কোন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না করেও পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন একজন। তিনি হলেন আমাদের জানের থেকেও প্রিয় হযরত মোহাম্মদ (সাঃ)♥🕋
চমৎকার নাটক কোনো কথা হবে না 💖
নাটকটি খুবই সুন্দর ছিলো 😊😊😊 প্রতিটা বিষয়ই খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে🙂 আর এই ধরনের নাটক ফ্যামালির সবার সাথে একসাথে বসে উপভোগ করা যায়,,😃খুবই ভালো লাগলো নাটকটি দেখে😊🙂😊 এরকম একটা নাটক উপহার দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ 🥰🥰🥰🥰🥰
Waiting for it ❤️ 😍
খুব সুন্দর লেগেছে দাদা। এরকম গল্প আরো বেশি করে দেখতে চাই। কলকাতা থেকে ভালবাসা ও শুভেচ্ছা পাঠালাম। ❤🙏
নাটকটা অনেক অনেক দারুণ হয়েছে অপূর্ব বস এর সব নাটক আমি দেখি অপূর্ব বস কে আমার অনেক অনেক অনেক ভালো লাগে 🧡❤️🔥💗💖💖🧡❤️🔥
চাঁদের চেয়েও সুন্দর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খুব সুন্দর একটা নাটক দেখলাম বছরের শুরুতে। আপনাদের জন্য রইল অনেক শুভেচ্ছা ও শুভকামনা। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি পশ্চিমবঙ্গের দুর্গাপুর থেকে সুতপা বলছি ।
অপেক্ষায় ছিলাম
❤️
এক কথায় নাটকটি অসাধারণ 👌
ওরা কারা যারা সিনেমার থেকেও বেশি বাংলা নাটক দেখে ☺
লাইক দিয়ে সাড়া দাও 👍
বছরের প্রথম নাটক... প্রিয় অভিনেতা অপূর্ব ও ফারিন নাটক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা। পরিচালনায় শিহাব শাহীন just ❤️💖🥰👌
Konjush and Disturb Me
তখনই বুঝবে যে তুমি সঠিক পথে আছ,যখন দেখবে পেছনে ফিরে না তাকিয়ে তুমি সামনে এগিয়ে চলেছ।
নাটকটা ৩৫ মিনিট পর্যন্ত অসাধারণ ছিল তারপর থেকে একটা জোকারি ভাব চলে আসছে নাটকের মধ্যে আশা করি এর চেয়ে ভাল কিছু উপহার দিবেন আমাদেরকে।
শিহাব শাহীন মানেই নতুনত্ব কিছুর মাইলফলক
এক কথায় অসাধারণ অপূর্ব ❤❤❤❤❤❤
ভীষন অপেক্ষায় ❤️
বাংলাদেশের নাটক গুলো শুধু নাটকই নয়,এক একটা বাস্তব জীবনের গল্প। প্রত্যেকটা নাটকের ভিতরেই কিছু না কিছু শেখার আছে।নাটকটি অসম্ভব সুন্দর হয়েছে।নাটকের প্রত্যেকটা চরিত্রই একদম ঠিক ছিল।
ঠিক
Great Drama! THANKS Bombay Sweets for gifting this amazing Drama in this new year and also the story was unique and the acting of Apurba & Tasnia Farin all make this Drama Thanks to whole team
এক কথায় অসাধারণ সুন্দর একটা নাটক অপুর্ব ও তাসনিয়া ফারিন এর অভিনয় খুব খুব ভালো হয়েছে , নতুন বছরে এরকম একটা নাটক দেখে সত্যি মুগ্ধ হলাম শিহাব শাহীনের কাছে প্রতাশা রইল অপুর্বকে নিয়ে আরও বেশী বেশী নাটক করবার জন্য ।
@@tashlimaalom5372 Hmmm,,,সাথে Obossoi Tasnia Farin 💚❤️💚
আমার সব চেয়ে প্রিয় নাটক,পরিচালক আরিয়ান ভাইয়ের ,,,তারপর শিহাব শাহীন স্যার এর,,,ধন্যবাদ sir
অসাধারণ অপুর্ব ভাই তাসনিয়া আপু অসাধারণ কাহিনী হয়েছে
পৃথিবীতে কেও কাওকে একবিন্দু জায়গা ও ছেড়ে দেয় না, একমাত্র মসজিদ যা একজন অন্যজনের জন্য দাঁড়াতে জায়গা করে দেয়,
কারো এমন ক্ষতি করবেন না
যেন পড়ে অনুশোচনা করতে হয়,
When Unique idea mixes with unique advertising technique!! Thanks to the bombay sweets team and The shihab shaheen gang for making this happened.
Natokta vison sundor laglo, akta notun dhoroner natok, notunotto moslar sathe, moslar maddhome duto poribarero aksathe mil hoey gelo😊 sobmiliey Asadharan👍 🥰 ai dhoroner aro nunotto natok upohar hisebe pete chai ❤
ওয়াও ওয়াও ওয়াও
এমন একজন মানুষ পাশে থাকলে সে সবজায়গা জয়ী। ধন্যবাদ তোমাদের দিদি ও দাদা।
নাটক ভালো হলো নাকি খারাপ তা দেখতে আসিনি, এসেছি পছন্দের নাইকা তাসনিয়া ফারিনের টোলপড়া হাসিটা দেখতে...
Joghonno heroin
আপনার কাছে কেমন লাগে আমি জানিনা বাট হাজারো মানুষের ক্রাশ এই নাইকা তাসনিয়া ফারিন...
মিলে-মিশে কাজ করলে সব কিছুই ভালো হয় নাটকটি ভালোলেগেছে
হাকিম কে মেয়ের বাবা ডাকে হাকিম ভাই মেয়েও ডাকে হাকিম ভাই মজা পাইলাম🤣🤣🤣🤣
অপূর্ব মানেই ভালোলাগা, অপূর্ব মানেই অনবদ্য অভিনয়
এই নাটকের সব থেকে বড় পাওয়া সারিসুরি নাটকের আজিজুল হাকিম স্যার কে চিনতে পারা🥰🥰🥰🥰🥰
যদি আবেগ দিয়ে দেখি তাহলে বলবো নাটকটি খুব সুন্দর হয়েছে। 🙂 আর বিবেক দিয়ে বলতাম তখন, যদি তারা ইসলামী নীতি অনুসরণ করে নাটক অথবা কৌতুকের অভিনয় করতো আর সে অভিনয় যদি দিনের দাওয়াতের জন্য হত, তখন আমি আমার পক্ষ থেকে বিবেক দিয়ে বলতাম, আলহামদুলিল্লাহ। কারণ নাটক দেখা তো কোনো সওয়াবের কাজ না। এটা সকলেই জানে 👍। ইসলাম মানবজাতির জীবন যাত্রার প্রতিটি ক্ষেত্রে পথ চলা নির্দেশক। মানবজাতির প্রয়োজনীয় সকল বিষয়ের সুস্পষ্ট দিকনির্দেশনা ইসলামের রয়েছে। তাহলে ইসলামের নীতি অনুসারে, নাটক বা কৌতুক করার ক্ষেত্রে ইসলামী শরীয়তের নীতি ও আদর্শ তথা সততা ও সত্যতা বজায় রাখতে হবে 😧। 📜হাদিস ঃ হযরত আনাস রাদিয়াল্লাহু তা'আলা হতে বর্ণিত, তিনি বললেন, হযরত রাসূল সাঃ আমাদের সাথে মিলেমিশে থাকতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তা'আলা বলেন একদিন তিনি আমার ছোট ভাইকে (কৌতুক করে) বললেন, হে আবু উমাইয়ের! তোমার ছোট বুলবুল পাখি টির কি হলো! আবু উমাইয়েরের একটি ছোট বুলবুল পাখি ছিল, সে তা নিয়ে খেলা করত। সে পাখিটি মারা গেল।(বুখারী ও মুসলিম)।**ব্যাখ্যাঃ আনাস রাদিয়াল্লাহু তা'আলার ছোট ভাই আবু উমায়ের বাল্যকালে পাখি নিয়ে খেলা করত। একদিন তার পাখিটি মারা গেল সে খুবই মর্মাহত হল। এমন সময় হযরত রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম তার মনে আনন্দ জাগানোর জন্য রসিকতা করে তাকে হাদিসখানা শোনালো। মহানবী সাল্লাল্লাহু আলাই সালাম এর হাদিসে তার মুখে বিষন্নতা ছাপ কেটে হাসির রেখা ফুটে উঠলো। কিন্তু না বলল নয় তারপরও বলি, আমি বিশেষ করে তাসনিয়া ফারিন আপুর নাটকগুলো বেশি দেখি। কিন্তু মাঝেমধ্যে ওনার পোশাকের কারণে ওনাকে খুবই কুৎসিত লাগে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন 🤲
ভালোবাসা 💗 বন্ধুত্ব 🤗সব শেষে বুঝলাম মসলা দিয়ে মাখিয়ে নাটক 😆😆
আনিকা নামটা দেখলে বুকটা কেঁপে উঠে। ভালো থেকো নতুন ঠিকানায় আনিকা🥺
🥲🥲
আপনার প্রাক্তন এর নামও আনিকা?
Oshadaron ovinoy hoyese.
I am from West Bengal, India.....your acting and also story is just awesome 👍....love from India apurba vai