তুঁহু মম | ft. Sayak Aman | Adventure! | Mythological Fantasy! | Ranadip Nandy | Bengali Audio Story

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025
  • Tunhu Mamo (তুঁহু মম) Spine Chilling mythological fantasy written by Ranadip Nandy. Presented by THRILLERLAND.
    এইরকম আরও হরর, থ্রিলার, সাসপেন্স এবং ফ্যান্টাসি গল্প নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।
    পৃথিবীতে যে মানুষটাকে তুমি সবথেকে বেশি ভালোবাসো, যাকে এক বেলা না দেখলে বুকের ভিতর চিনচিনে ব্যাথা তোমার মনখারাপের জমা জলে কাগজের নৌকা ভাসায়, সেই মানুষটার জন্য তুমি কি করতে পারো? নিজের প্রাণ দিতে পারো? অন্যের প্রাণ নিতে পারো? আচ্ছা যদি সেসব না হয়, যদি তোমায় বলা হয় তোমার ভাগ্যে লেখা আছে তার জন্য অনন্ত অপেক্ষা। তাকে দেখতে পাবে না, চাইলেই তাকে ছুঁতে পারবে না। মাঝরাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে উঠে বসে তাকে জড়িয়ে ধরে শান্তি খোঁজার বিলাসিতা তোমার থাকবে না। তাও ভালোবাসবে তাকে? কতদিন? কত বছর? কত শতাব্দী?
    শুনতে থাকো আজকের গল্প, আমার অর্থাৎ রণদীপ নন্দীর লেখা তুঁহু মম। গল্প পাঠে রয়েছি আমি রণদীপ। অন্যান্য চরিত্রে সায়ক, আলোকলতা, সায়নী এবং ম্যাক্স। শব্দ সংযোজন এবং আবহ সৃষ্টি ম্যাক্স। পোস্টার ডিজাইনিং কভারম্যান অভিব্রত। আর হ্যাঁ, চলছে মিডনাইট হরর স্টেশন, থ্রিলার ল্যান্ড এবং বিভা পাবলিকেশন আয়োজিত 'যদি লেখো রঙিন' গল্প প্রতিযোগিতা। তোমরাও ঝটপট লিখে ফেল দুর্দান্ত একটা গল্প। কে বলতে পারে থ্রিলারল্যান্ডে পাঠ করা পরের গল্পটা হয়ত তোমারই লেখা হতে চলেছে। নীচে দেখে নাও নিয়মাবলী।
    যদি লেখো রঙিন গল্প প্রতিযোগিতা
    প্রথম পুরস্কার - ১৫০০ টাকা
    দ্বিতীয় পুরস্কার - ১২০০ টাকা
    তৃতীয় পুরস্কার - ১০০০ টাকা
    চতুর্থ পুরস্কার - ৮০০ টাকা
    পঞ্চম পুরস্কার - ৫০০ টাকা
    এছাড়াও লাইটহাউজ কিপার্সের তরফ থেকে থাকছে পাঁচজন বিজয়ীর জন্য মেমেন্টো।
    গল্প পাঠানোর নিয়মাবলী:
    ১) সময়সীমা : ১০ ই ফেব্রুয়ারি ২০২১ থেকে ১৪ই মার্চ ২০২১ অবধি আপনারা মৌলিক গল্প পাঠাতে পারেন এই প্রতিযোগিতায়। গল্প পাঠানোর ঠিকানা - submit@mhstation.com, ই-মেইলের সাবজেক্ট লাইনে লিখুন - #যদি_লেখো_রঙিন_গল্প_প্রতিযোগিতা। এই ই-মেল এড্রেস ছাড়া অন্য কোনোভাবে পাঠানো গল্প গ্রহণযোগ্য নয়।
    ২) গল্পের বিষয় : গল্পটি বাধ্যতামুলকভাবে সামাজিক, প্রেম, হাস্যরস, রূপকথা, কিশোরপাঠ্য ইত্যাদি ধারার হতে হবে। রহস্য, ভৌতিক, সাই-ফাই, ডার্ক ফ্যান্টাসি, গোয়েন্দা ইত্যাদি জঁরের গল্প এই প্রতিযোগিতায় পাঠানো যাবে না (ধৈর্য ধরে জমিয়ে রাখুন ওগুলো, জুলাইতে দেবযানী ঘোষ স্মৃতি গল্প প্রতিযোগিতা ২০২১ আসছে)। প্রতিযোগিতা ছাড়া যে কোন সময়েই রহস্য, ভৌতিক, সাই-ফাই, ডার্ক ফ্যান্টাসি, গোয়েন্দা ইত্যাদি জঁরের গল্প পাঠাতে পারেন একই ই-মেইলে, কেবল সাবজেক্ট লাইনে প্রতিযোগিতার নাম লিখবেন না।
    ৩) সম্পূর্ণভাবে মৌলিক ও অপ্রকাশিত লেখা দিতে হবে। অনুবাদ, কিংবা ‘ছায়া অবলম্বনে’ লেখা গল্প গ্রহণযোগ্য নয়।
    ৪) একজন লেখক একটিমাত্র লেখাই দিতে পারবেন।
    ৫) প্রতিযোগিতা চলাকালীন লেখাটি অন্য গ্রুপ, ফেসবুক পেজ, নিজের টাইমলাইন, ব্লগ, কোনরকম সোশ্যাল কিংবা প্রিন্ট মিডিয়াতে দেওয়া যাবে না। আবারও বলছি পূর্বে অনলাইন কিংবা অফলাইন মাধ্যমে প্রকাশিত গল্প একেবারেই বৈধ নয়। ফল প্রকাশের পর স্বচ্ছন্দে গল্পটি অন্য কোথাও পাঠাতে পারেন।
    ৬) গল্পের মধ্যে কোন বিতর্কিত রাজনৈতিক বা ধর্মীয় প্রসঙ্গ কিংবা অনর্থক অশ্লীলতা এসে পড়লে গল্পটি পত্রপাঠ বাতিল করা হবে।
    ৭) গল্পের শব্দ সংখ্যা ১৫০০ - ৩৫০০ এর মধ্যে হতে হবে। (৩৭০০ হলেও ক্ষতি নেই, ১২০০ হলেও চলতে পারে।)
    ৮) গল্পের শেষে লেখকের নিজের নাম, ঠিকানা, ও ফোন নম্বর থাকা আবশ্যক। অন্যথায় গল্পটি বাতিল করতে বাধ্য হব আমরা।
    ৯) গল্পের কেবলমাত্র ডক (.doc) ফাইল মেইলের সঙ্গে সংযুক্ত পাঠাতে হবে। যদি লেখক একান্তই ডক (.doc) ফাইল পাঠাতে অক্ষম হন, তাহলে মেইল বডিতে লিখে পাঠান। এছাড়া অন্য কোনোভাবে পাঠানো গল্প গ্রাহ্য হবে না। পিডিএফ ফাইল, ছবি তুলে পাঠানো গল্প, স্ক্যান করে পাঠানো গল্প, গুগল ড্রাইভের লিঙ্ক পাঠানো, ইত্যাদি একেবারেই গ্রহণযোগ্য নয়।
    ১০) বিজয়ীদের নাম ঘোষিত হবে ২০২১ মার্চ মাসের চতুর্থ সপ্তাহে। এক্ষেত্রে বিচারক মন্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে।
    ১১) কোন প্রবেশমূল্য নেই। নতুন লেখকদের আত্মপ্রকাশ মঞ্চ হয়ে উঠতে পারাটাই আমাদের সার্থকতা। প্রকাশিতব্য বইটির কোনো কপি লেখকদের কিনতে হবে না। লেখকের সৌজন্য কপি ও সাম্মানিক আমরা পাঠিয়ে দেব।
    ১২) দেবযানী ঘোষ স্মৃতি গল্প প্রতিযোগিতা ২০২০ তে বিজয়ী প্রথম পাঁচজন (থুরি… ছ'জন) এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
    ১৩) ভারত কিংবা বাংলাদেশ, দুই দেশের লেখকরাই এতে অংশগ্রহণ করতে পারবেন।
    ১৪) বিজয়ীদের নাম সমস্ত সোশাল প্লাটফর্মে ঘোষণা করা হবে। এছাড়াও তাদের টেলিফোন মারফত জানিয়ে দেওয়া হবে। নির্বাচিত গল্পগুলির কপিরাইট সংক্রান্ত নথিপত্র বিজয়ীদের নাম ঘোষণার পর আমরা সংগ্রহ করে নেব।
    ♦️ আজকের গল্প : তুঁহু মম।
    ♦️ গল্পের লেখক : রণদীপ।
    ♦️ গল্পপাঠে : রণদীপ।
    ♦️ গল্পের বিভিন্ন চরিত্রে : আলোকলতা, সায়ক, সায়ানী, এবং ম্যাক্স।
    ♦️ সাউন্ড এডিটিং, শব্দ গ্রহনে এবং সমগ্র পরিচালনায় : ম্যাক্স।
    ♦️ পোস্টার ডিজাইন : কভারম্যান অভিব্ৰত।
    #thrillerland #HORROR_SPECIAL #midnighthorrorstation #mhstation #sayakaman
    💘 Subscribe Our Channel: / thrillerland
    #️⃣ Our Facebook: / thrillerland
    🌈 Our Insta Page: / thriller.land
    🏠 Our Website: thrillerland.in
    💌 Our Mail Ids : ranadip@thrillerland.in , indra@thrillerland.in , arpan@thrillerland.in
    ❤️ Link to Anubhab's Channel : / @originals_with_anubhab
    🧡 Link to our facebook fangroup : www.facebook.c...
    © This content is copyrighted to Thrillerland, Use or commercial display or editing of the content without proper authorization is not allowed.

КОМЕНТАРІ • 473

  • @snahangsulodhofficial
    @snahangsulodhofficial 3 роки тому +2

    Khub sundor laglo golpo ta... Aro amoni golpo sunte chai....

  • @arpanpurkait7084
    @arpanpurkait7084 3 роки тому +1

    Khub sundor laglo sune ager theke onek inprove hoche

  • @dwaipayangangopadhyay6500
    @dwaipayangangopadhyay6500 3 роки тому +85

    রণদীপ নন্দী, কে ভাই তুমি। কে তুমি? তুমি কে? কে দেয় তোমায় এরকম লেখার স্পর্ধা ? কেন লেখ তুমি এতো ভালো? কীভাবেই বা লেখ? এত শুদ্ধ, এত স্নিগ্ধ ! কিভাবে ? মানুষের মন নিয়ে ছিনিমিনি খেল তুমি। সায়ক আমান এবং টীম থ্রিলার ল্যান্ড, কীভাবে এতো ভালো বলো তোমরা? কেনো শেষ হয়ে গেলো গল্প টা ?😭 কেনো?

  • @sukumarghosh9450
    @sukumarghosh9450 3 роки тому +1

    Khub sundor galpo. Eirakom aro galpo aamader mato srotader jonno upload karun sir.

  • @lekhoninaskar9869
    @lekhoninaskar9869 3 роки тому +11

    বাকরুদ্ধ, মুগ্ধ! আমার এই সৃষ্টিটাকে ব্যাখ্যা করার ক্ষমতা নেই🙏🙏

  • @ratikantadutta6024
    @ratikantadutta6024 3 роки тому +1

    Darun golpo. Aro erokom sundor sundor golper opekkhay roilam

  • @sangbedkundu5401
    @sangbedkundu5401 3 роки тому +1

    Apurbo hychhe.... Khub valo laglo sune... Opekhay roilam aro Sristir

  • @mahadevbera4960
    @mahadevbera4960 3 роки тому +1

    Apurba...hridoy paripurno hoye gelo

  • @akhiyadutta7627
    @akhiyadutta7627 3 роки тому +1

    Ki opurbo lekha r presentation.golpo ta sune jani na keno nijer ojantei chok theke jol goriye elo.valobasa sotti e bhagawan er deya sob theke sundor daan.❤

  • @tannisthachandra3998
    @tannisthachandra3998 3 роки тому +1

    Aporup golpo.....valobasa r golpo.....jibon k alo r anonde vorie dewa valobasar golpo❤❤❤❤

  • @itsjini6390
    @itsjini6390 3 роки тому +1

    Osadharon golpo ta 😍😍👌👌👌r voice acting ta sera sera bujtei par6ina dekhe6i na sune6i golpota😍❤👌👌👌👌👌

  • @aninditaroy8070
    @aninditaroy8070 3 роки тому +1

    Khub khub khub sundor 😍😍golpo ta...

  • @preronakole2165
    @preronakole2165 3 роки тому +1

    Odvut sundar golpo.....chena 6oker akkebare baire.
    Golpo ti sune sotti e mon vore gelo 💕💕

  • @sumananaskar7191
    @sumananaskar7191 3 роки тому +1

    Ato valo laglo bole bojate parbo na....❤❤❤arokom aro vlo vlo golpo sunte chai....just oshadharon

  • @sreetamamanna800
    @sreetamamanna800 3 роки тому +1

    Oshombhhob bhalo golpo, uposthapona, sur..............ei oshombhhob shomay emon durdanto mythological fantasy pran juriye dilo!!!!!!!!!!!!!!!!! Onek bhalobasha o ador roilo tomader jonno. Bhalo theko!

  • @joyeetaghosh9387
    @joyeetaghosh9387 3 роки тому +1

    Odhvut onuvuti.bole bojhate parbona... oshadharon...

  • @m.sumitajj8557
    @m.sumitajj8557 3 роки тому +1

    এ তো অসাধারন সুন্দর ভলোবাসা ....চোখ বন্ধ করে ভেসে গিয়েছি🌹❤

  • @artbynupur-s21
    @artbynupur-s21 6 місяців тому +1

    3 bochor age sunechilm amoni ak borshar raat e , aj abaro sunte elam .. ami bar bar preme porechi ei onoboddo golpo tir , jekhane hariye jai sekhan theke ar fire aste icche korena ..❤❤❤❤❤❤ .. 7th August 2024 at 12:15 am .. comment rekhe gelam 🤗

    • @THRILLERLAND
      @THRILLERLAND  5 місяців тому

      Dhonyobad, shonge thakun! Ar please golpota share korben! ♥️🙏

  • @fruitandflowernursery5938
    @fruitandflowernursery5938 3 роки тому +1

    Onk vlo akta gift🎁 tomar ai glpo ta.... Jeta manush k Valobasa spread korta sekhabe❤........

  • @sumoulibhattacharyya8828
    @sumoulibhattacharyya8828 3 роки тому +1

    oshadharon lagche .......... oneeek dhonnobad aktar por akta ato sundor golpo upohar dewar jonno

  • @btsmagiicshop
    @btsmagiicshop 3 роки тому +1

    Osadharon... Boddo kanna pache... Chokh jhapsa hoea jache... Thank you, thank you so much...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @binapanichakraborty6122
    @binapanichakraborty6122 3 роки тому +5

    গল্পটির প্রতি পরতে পরতে এমন মুহূর্তের বর্ণনা শুনে যে দুর্নিবার অমোঘ ভালোলাগার সৃষ্টি হয়েছে তা গল্পটি হাজার বার শুনলেও মলিন হবে না। অনবদ্য গল্প, আবহ সঙ্গীত ও উপস্থাপনা । My beloved author @Ranadip Nandy dada wish you be lated happy and healthy birthday!❤😘

  • @rituparnachakrabortykoley4884
    @rituparnachakrabortykoley4884 3 роки тому

    Apurbo....ashadharan......

  • @shibanichakrabarty6073
    @shibanichakrabarty6073 3 роки тому +1

    golpo r shes khub bhalo...happy ending

  • @kanikamaji4618
    @kanikamaji4618 3 роки тому +1

    Sera laglo

  • @anantaaghosh34
    @anantaaghosh34 3 роки тому +1

    Darun khb sundor ❤

  • @pronabmondal664
    @pronabmondal664 3 роки тому +2

    এখনো পর্যন্ত দুনিয়ার সকল ভাষায় যত প্রশংসা সূচক শব্দ রয়েছে সব গুলি কম পরে যায় এই গল্পের প্রশংসায়... গল্পের মোহময়ী আবহ আর মন কেমনের বাঁশির সুন্দর বার বার এই গল্পের দিকে টানে.... এমন গল্প উপহার দেবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমস্ত টিম কে... ভালো থাকবেন সবাই...!

  • @rajsaha9177
    @rajsaha9177 2 роки тому

    abar shunlam ...khub valo laglo....💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @laalbatti
    @laalbatti 3 роки тому +17

    "বৃষ্টির শাসনে চশমা ঝাপসা"
    লাইন!!!❤️❤️

  • @shellydas4230
    @shellydas4230 3 роки тому +1

    Khub valo

  • @rumkidutta512
    @rumkidutta512 3 роки тому +1

    Monn 6uye gelo...😊

  • @moupriti_mitu
    @moupriti_mitu 3 роки тому +5

    বাঁশির সুরটা কার মনে তৈরি রনদীপ দা,,,, এত করুণ,এত মায়াবী,এত দরদী, যেন বারবার শুনেও মন ভরেনা ,"যথেষ্ট হয়েছে" মনে হয়না,কি এক জাদু আছে এই সুরে,সমস্ত হৃদয় অধিকার করে নেওয়ার ক্ষমতা রাখে !!! 😌😌😌😌🎶🎶🎶🎶🎶💙🧡💜💛💚💖

    • @Suman_Kunduu
      @Suman_Kunduu 3 роки тому

      Tumi dkte khub sundor...😍😍
      Tomar prem a pore jache😘😘

    • @moupriti_mitu
      @moupriti_mitu 3 роки тому +1

      @@Suman_Kunduu হাত পা ভেঙো না ,,,,

    • @Suman_Kunduu
      @Suman_Kunduu 3 роки тому

      @@moupriti_mitutomar Prem a porar jonne atto boro sasti....😔😔

  • @Bitan288
    @Bitan288 3 роки тому +1

    Darun golpo ta mon chuye galo

  • @bratatikurmi8086
    @bratatikurmi8086 3 роки тому +4

    Aahhaa!! Asadharon! Mon chhuye gelo❤

  • @sumellikanrai
    @sumellikanrai 4 місяці тому +1

    Osadharon golpo...aro chai

    • @THRILLERLAND
      @THRILLERLAND  4 місяці тому

      Amader channel e Avik Sarkar er notun golpo, Teliabhola shunte bhulben na.

  • @abhishekkar8910
    @abhishekkar8910 3 роки тому +3

    গল্পটা প্রকাশ পাওয়ার এতদিন বাদে শুনলাম, এটা আমার দূর্ভাগ্য। এত অসাধারণ mythological একটা উপস্থাপনা অনেকদিন বাদে শুনলাম। আপনাদের অনেক ধন্যবাদ রণদীপ বাবু আর থ্রিলার ল্যান্ড। এরকম আরও গল্পের আবদার থাকলো আপনাদের কাছে। 🙏🙏

  • @anupamchaandra
    @anupamchaandra 3 роки тому +4

    দুর্দান্ত লাগল.....👍👍👍👍👍👍👍👍👍
    যদি একটার বেশি like দেওয়া যেত তাহলে নিশ্চয়ই দিতাম।

  • @JoeCreatesMusic
    @JoeCreatesMusic Рік тому

    সত্যিই অসাধরন ❤ শুনতে শুনতে চোখে জল চলে এল😢 মন টা ছুঁয়ে গেলো🥹

    • @THRILLERLAND
      @THRILLERLAND  Рік тому

      এটা আমাদেরও প্রিয় গল্প ❤️

  • @kalponablogs7368
    @kalponablogs7368 3 роки тому

    অসাধারণ অনবদ্য অদ্ভুত যা মুখে শুনে ও মনে হয় চোখের সামনে দেখতে পাচ্ছি

  • @sutapadas7217
    @sutapadas7217 3 роки тому +1

    speech less হয়ে গেছি । মন আনন্দে ভরে গেছে । এরকম মন ভালো করা গল্প স্নিগ্ধ গল্প শুনে ।🙏❤❤❤❤🙏

  • @bhumoythedevil8678
    @bhumoythedevil8678 3 роки тому

    অসাধারণ একটি সৃষ্টি, বাকরুদ্ধ হয়ে গেলাম 😍😍🥰🥰💕

  • @ঝারানাথতান্ত্রিক-ষ৮ভ

    সব চ্যানেল এখন রিপ্লাই দিচ্ছে দেখছি 😪 ভালো ভালো ❤️❤️
    Waiting For The Story তুঁহু মম

  • @sanchitaghosh9941
    @sanchitaghosh9941 3 роки тому +1

    Bah .onk improvement hoyeche... Tobe apnar (Rana dip Da) majhe majhe S er dosh hoye jacche..... Ektu sudhre neben...bakita satyi e onoboddo

  • @priyankamukherjee3528
    @priyankamukherjee3528 3 роки тому +3

    বহুদিন পরে এইরকম গল্প শুনলাম। অসাধারণ শব্দচয়ন👌🏼👌🏼👌🏼👌🏼

  • @susmitsarkar7987
    @susmitsarkar7987 3 роки тому

    Oshadharon bola o kom hobe. Mon bhore gelo ❤️🙏

  • @chiranjitpramanick626
    @chiranjitpramanick626 3 роки тому +1

    Osadharo golpo 🥰 cokher jol atkate parlam na 😞 onek dhonnobad erokom golpo upohar deyar jonno 🙂🙂

  • @sadiaislam8196
    @sadiaislam8196 3 роки тому +3

    গল্পটা একঘেয়ে লাগল কিন্তু পরিবেশনা অসাধারণ। বর্ননাতীত ভালো পরিবেশনা।

    • @gautammukherjee6562
      @gautammukherjee6562 3 роки тому

      KhubValo laglo na.Boddo boring.golper uposthapona khub valo.

  • @sauvikpaul6980
    @sauvikpaul6980 2 роки тому

    সব কথা বলা যায় না---শুধু এটুকু জেনো---অসাধারণ।এ গল্পের শেষ বলে কিছু হয় না।মনকে আচ্ছন্ন করে তোলে এই গল্প।

  • @badboy-jt4wi
    @badboy-jt4wi 3 роки тому +7

    গল্পটা অসাধারন বললেও , কম বলা হবে....
    এই গল্পটা চঞ্চল হৃদয় টাকে শান্ত করে দিল......

  • @debolinapramanik8430
    @debolinapramanik8430 3 роки тому +1

    Golpo ta sotty khub valo hoache👍👍👍. Golper ses kotha gulo mon chhua gelo.....❤️❤️❤️

  • @shubhramukherjee6842
    @shubhramukherjee6842 3 роки тому

    Khub valo, eto sundar Vasa ar bolar vongi, aaj theke apekhar ekta notun bornona pelam ronodip thank you so much

  • @kingsukhsett274
    @kingsukhsett274 3 роки тому +1

    অসাধারণ লেখনী। গল্প শুনতে শুনতে হারিয়ে গেলাম বনানীর গভীরে। সবকিছু যেন চোখের সামনে দেখতে পেলাম।👌

  • @debalinasamanta4022
    @debalinasamanta4022 3 роки тому +1

    অসাধারণ।

  • @prithamukherjee4452
    @prithamukherjee4452 3 місяці тому

    দ্বিতীয়বার শুনলাম।
    অপূর্ব!😌😌
    শুভ শারদীয়া!..... সবাই ভাল থেকো আর সুস্থ থেকো।🙏🏻🙏🏻🙂🙂

  • @ajantabiswas6109
    @ajantabiswas6109 3 роки тому +1

    Golpota darun sundor laglo.

  • @soudas79
    @soudas79 3 роки тому +1

    Bhari sundor laglo galpota ebong narration. Thank you❤

  • @ipsitaghosh9373
    @ipsitaghosh9373 2 роки тому

    Eto sundor golpo kau likhte pare... Asadharon... Mone hoche golpota choltai thakuk...

    • @THRILLERLAND
      @THRILLERLAND  2 роки тому

      Dhonyobad. Amader aro golpo shunte thakun.❤️

  • @Nadman120
    @Nadman120 2 роки тому +1

    সাবস্ক্রাইব করে দিলাম। ভালোবাসা রইলো বাংলাদেশের নেত্রকোনা জেলা থেকে🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
    চালিয়ে যান এই ভালোবাসার কণ্ঠের বহিঃপ্রকাশ 🥰

    • @THRILLERLAND
      @THRILLERLAND  2 роки тому

      Onek dhonyobad. Ebhabei pashe thakun.❤️

  • @payelchatterjeealankritaay7379
    @payelchatterjeealankritaay7379 3 роки тому +1

    Aanedin por akta asombhob sundor golpo aar poribeshona.. Jeta sune khub ichche holo likhe moner anondo prokash korte.. Kudos to the team.. It was heartwarming ... Background score is also so good.. One perfect presentation..

  • @eittiosiit3361
    @eittiosiit3361 3 роки тому +1

    অসাধারণ গল্প, শুনতে শুনতে এক সুন্দর স্বর্গীয় অনুভূতি হচ্ছিল.

  • @Blackdragon83352
    @Blackdragon83352 3 роки тому

    অসাধারণ। অপরুপ। অপূর্ব। শুধু ভাবছি কেন শেষ হল গল্পটা। ভাষা খুজে পাচ্ছি না প্রশংসা করার।।।। ♥♥♥♥♥♥💖💖💖💖
    চোখ থেকে নিজে থেকেই নিজের অজান্তেই কখন যেন গড়িয়ে পড়েছে জল। 😭😭😭😭😭😭

  • @bhaskarbsadhikari5518
    @bhaskarbsadhikari5518 5 місяців тому

    Bha bha Osadharan ❤❤❤Osadharan chilo golpota ❤❤❤

    • @THRILLERLAND
      @THRILLERLAND  5 місяців тому

      Dhonyobad, shonge thakun! Ar please golpota share korben! ♥️🙏

  • @sumoulibhattacharyya8828
    @sumoulibhattacharyya8828 3 роки тому +1

    tobe se valobasa proman korar tagid tuku amr nei...........oshadharon❤❤❤❤

  • @lakshmimondol3023
    @lakshmimondol3023 3 роки тому +1

    সব কিছু অতুলনীয় সুন্দর আর মুগ্ধ হয়ে গেলাম❤️❤️❤️❤️❤️❤️

  • @amitavanandi9753
    @amitavanandi9753 3 роки тому +1

    অসাধারণ ।। মন টাকে দোলা দিয়ে গেল ।।
    খুব সুন্দর ।।

  • @sandipmahish3640
    @sandipmahish3640 3 роки тому +1

    Dada sotti osadharon | Janento kende fellam eta sune | eito sottikar bhalobasa |

  • @anirbanpurkait6142
    @anirbanpurkait6142 3 роки тому +1

    কোনো ভাষা নেই প্রসংশা করার...!!!
    Thnx to team Thriller land 🙏🙏🙏

  • @suchandrakarmahapatra2400
    @suchandrakarmahapatra2400 3 роки тому

    আমাদের আত্মপ্রকাশের রণ? অসম্ভব সুন্দর এই সৃষ্টি। Too good

    • @THRILLERLAND
      @THRILLERLAND  3 роки тому

      হ্যাঁ। কেমন আছো? 😊

  • @arjurup1239
    @arjurup1239 3 роки тому +2

    Asadharan golpo

  • @jabamalakar2328
    @jabamalakar2328 3 роки тому +18

    তোমার লেখা বেশ কিছু গল্প না শুনলে মনে হতো জীবনে অনেক অমূল্য কিছু না পাওয়ার মধ্যে এটাও বুঝি না পাওয়া রয়ে গেল । 👌👌👌👌👌

  • @LifeLineA
    @LifeLineA 3 роки тому +4

    অসাধারণ গল্প,,,রনদীপ দা তুমি অসাধারণ লিখো ❤️

  • @ananyadutta6487
    @ananyadutta6487 3 роки тому +2

    খুবই ভালো বাঁশির সুর টা মন জুড়িয়ে দেয়।

  • @sarbarichakrabarti583
    @sarbarichakrabarti583 3 роки тому +1

    Shobkichhu darun , galpo, galpopath, abhinoy, uposthapona ak katha e apurba shudhu akta katha bolbo Ranadeep ke dunirbar noy Katha ta durnibar ,asha kori bhul ta shudhre nebe agami te .

  • @surajitgandhi10
    @surajitgandhi10 3 роки тому +1

    দারুণ !!

  • @itznil4236
    @itznil4236 3 роки тому

    Ufff,ki sonale ronodip nondi,just preme pore gelam tomar lekhar 😍😍gayer kata khara hoye galo.

  • @jharnadutta9162
    @jharnadutta9162 3 роки тому +1

    Khub khub khub sundor

  • @swapandas1800
    @swapandas1800 3 роки тому

    Excellent....... Mon chuya galo....

  • @rakhidas5552
    @rakhidas5552 Рік тому

    Khub sundor logo golpo ta ❤❤❤

  • @ranitabiswas2135
    @ranitabiswas2135 3 роки тому +1

    Sokal tekeii aj mon boroiii varakranto hoye ache.. Ei golpo tah monehoy kichuta prolep dite pereche... Thankuuuu

  • @rittikapaul8485
    @rittikapaul8485 Рік тому

    Seshe gaye kata dia uthlo🌸♥️sundor boddo

    • @THRILLERLAND
      @THRILLERLAND  Рік тому

      ধন্যবাদ। আমাদের আরো গল্প শুনতে থাকো। ❤️

  • @midnighthorrorstationfans3571
    @midnighthorrorstationfans3571 3 роки тому +25

    সবচেয়ে বড় কথা হলো রণদীপ দা এর সাথে আছেন আমাদের সায়ক আমান দা
    (i love sayok aman voice❤️❤️❤️)
    #midnight_horror_station

  • @TheArnabrocking
    @TheArnabrocking 2 роки тому

    Opurbo! Mon er moddhe je chobi gulo phute uthlo sunte sunte segulo lekha o uposthapona r soundorjo!

    • @THRILLERLAND
      @THRILLERLAND  2 роки тому +1

      Dhonyobad. Amader aro golpo shunte thakun. ❤️

  • @sangitadasbaidya6963
    @sangitadasbaidya6963 Рік тому

    খুব সুন্দর, শেষের কথা গুলো মন ছুঁয়ে গেলো।
    বাঁশির সুর মন ভরালো ❤❤❤❤

  • @M_Rimi
    @M_Rimi 3 роки тому +35

    সায়কদার নামটা দেখলেই মনটা কেমন খুশিতে নেচে ওঠে 😋💃
    আর রণদীপদার গল্প গুলো অসাধারন সুন্দর হয় ❤️
    আর হ্যাঁ পোস্টারটা কি দারুন হয়েছে 😍😍😍 , hats off অভিব্রতদা
    অপেক্ষায় রইলাম 😊

  • @taritbasak1408
    @taritbasak1408 3 роки тому +1

    Ahaaa ki sundor golpo...amio toh ei golper jale hariye gechilam..❤️❤️🔥🔥🔥

  • @modakmanju8802
    @modakmanju8802 3 роки тому

    খুব সুন্দর একটি গল্প ❤️❤️ সবার ভালো লাগার মত গল্প ❤️❤️❤️👍

  • @baishalichatterjee3588
    @baishalichatterjee3588 3 роки тому +1

    Ki sundor golpo sonale dada❤️❤️

  • @dipakbanerje
    @dipakbanerje 3 роки тому +1

    Darun fantasy golpo...

  • @nilanjanchowdhury9490
    @nilanjanchowdhury9490 3 місяці тому +1

    GREAT 👌 👍 STORY THANKS 💕💟💚🙏🙏🙏🙏🙏🙏

  • @umakundu4014
    @umakundu4014 3 роки тому +19

    অপেক্ষায় দাঁড়িয়ে ☺☺ তোমার গল্প শোনার প্রতিক্ষায় ☺☺তোমার গল্পের মধ্যে এক আলাদাই স্বাদ ☺যা চেখে না দেখলে ধরা পড়ে না ❤❤

    • @pujamandal8922
      @pujamandal8922 3 роки тому +4

      Vaii 🙄 tor comment ta ar aj kal kuj ta hoi na আমাকে.... প্রথমেই উঠে থাকে।❤️ কেন বলোতো 🌚✨

    • @umakundu4014
      @umakundu4014 3 роки тому +3

      @@pujamandal8922 সেটা আমি কি করে জানবো 🤣

    • @pujamandal8922
      @pujamandal8922 3 роки тому +3

      @@umakundu4014 🌚✨🌝

    • @THRILLERLAND
      @THRILLERLAND  3 роки тому +11

      আমি প্রথমে দেখলাম চোখে। তারপর ভালো করে খেয়াল করে দেখি চেখে। 🐒

    • @umakundu4014
      @umakundu4014 3 роки тому +7

      @@THRILLERLAND না চাইতেই তোমার কাছ থেকে reply পেলাম 🙂কিন্তু একটা আর্জি আছে.... তোমার আর সায়কদার signature আমার diary -এর মধ্যে জমিয়ে রাখতে চাই 🙂পেতে পারি?

  • @shabnamsultana6943
    @shabnamsultana6943 3 роки тому +1

    অসাধারন লাগলো গল্প টা। এমনই গল্প আরো শুনতে চাই🥺🥺❤️❤️

  • @tuhindenra5886
    @tuhindenra5886 3 роки тому +1

    Nice sar❤️❤️❤️👍👍👍👍

  • @shaswatakundu3935
    @shaswatakundu3935 3 роки тому +1

    কি অদ্ভুত গল্প।কোনোদিন শুনিনি এমন গল্প।কি সুন্দর মহাজাগতিক নির্মল সনাতন সংস্কৃতির উপস্থাপনা

  • @abhijitmondal3666
    @abhijitmondal3666 3 роки тому +1

    Khub sundor..

  • @mesbahsourov1988
    @mesbahsourov1988 3 роки тому +1

    অসাধারণ! অসাধারণ! ভালবাসা বাংলাদেশ থেকে।

  • @santamanna7941
    @santamanna7941 3 роки тому +1

    osadharon. mon chue gelo..

  • @chaitalihore4160
    @chaitalihore4160 3 роки тому +1

    Aporbo laglo golpota ro golpo sunte chai🙏

  • @sourimaghosh3345
    @sourimaghosh3345 3 роки тому +12

    মন ভালো করা পোস্টার। অভিভ্রত দা সত্যিই ম্যাজিশিয়ান☺❤আর রণদীপ দা র লেখা সবসময়ই অন্য স্বাদের হয়ে থাকে। আশা করছি এই গল্পটাও চমৎকার হবে❤ অধীর আগ্রহে অপেক্ষায় থাকব মশাই😌

  • @soumikpal9782
    @soumikpal9782 3 роки тому +1

    Ekta odvut mugdhota mile mishe ache puro golpo jure ❤️❤️❤️
    Bishes kore Bashir shobdo Mon Kemon kore dichilo bar bar 😍
    Kichudin agei barking deer dekhe elam Alipore Zoo theke, tai jokhon e awaj sunlam jeno chokhei dekhte pachilam ❤️

  • @amartyanaskar240
    @amartyanaskar240 3 роки тому +4

    দাদা খুব সুন্দর ❤️❤️❤️
    আমার হারিয়ে যাওয়া ভালোবাসা মনে পরে গেলো 😍
    আরো শুনতে চাই এই রকম 😘😘