ভাইরাসের সঠিক সমাধান এখনও দেশে আসে নি। তবে ভাইরাস আসার আগে যদি বাহক পোকা দমন করতে পারেন এবং ইস্পাহানি কোম্পানির বায়ো এনভির নিয়মিত ব্যবহার করেন তাহলে ভাইরাস আসার সম্ভবনা খুব কম। যা গত মৌসুমে মিষ্টি কুমড়ায় ফলাফল পাওয়া গেছে। জিংকের অভাব এবং মোজাইক দেখতে একই রকম। আপনি চাইলে চিলেটেড জিংক ও ইমিডাক্লোরোপ্রিড ব্যবহার করে দেখতে পারেন।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। তবে এই সমস্যা অনেকটাই ভাল হতে শুরু করেছে। তবে শীত ভাব শুরু হলে গাছ ঠিক হবে। তবে দয়া করে সবার আগে শিকড় বৃদ্ধির হরমোন দেন তাহলে শিকড়ের কোষগুলো স্বাভাবিক হবে এবং নতুন শিকড়ের মাধ্যমে খাইতে পারলে গাছ সুস্থ হবে।
@@gourangasarkar1163 কমেন্ট করার জন্য ধন্যবাদ, তবে এটুকু বললে তো আর বুঝা যাবে না। আরও বিস্তারিত কিছু বৈশিষ্ট লিখতে হবে এটা চিকিৎসা স্যার সাধারন কোন বিষয় নয়। তাই গভীর ভাবে লিখার অনুরোধ রইলো। অনেক গুলো কারন রয়েছে ১.খাদ্যের অভাব ২.আবহাওয়া ৩.বয়স ৪.মাটির ph ৫. হরমোনের প্রভাব ৬. সময় ৭.গাছের সুস্থতা আপনার সাথে কোনটা মিলে গেছে আমি ঠিক জানি না। তাই গভীরভাবে বিস্তারিত লিখেন অথবা আমার সাথে যোগাযোগ করেন তাহলে জানাতে পারবো। কারন sms এতোগুলো বিষয় জানানো যায় না বা আমিও জানতে পারবো না।
যা হোক একটা তো কমেন্ট করেছেন, খুশি হলাম আপনার কমেন্টে। আমরা পুরুষরা আসলেই মাল,।ছোটবেলায় সনপাপড়ী,কটকটি খেয়াছি কিন্তু বিক্রি করার সুযোগ হয় নি। আমার গুরু বলেছিলেন পরোপকার করে যদি বদনাম না হয় তাহলে ধরে নিও তোমার কাজটি ১০০% পরোপকার মূলক হয় নি। আজ মনে হলো আমার দ্বারা মানুষের উপকার হয়েছে। আবারও ধন্যবাদ ভাই। শুভ কামনা রইলো।
@@labibhossain1376 স্যার সনপাপড়ী ওয়ালার এই কয়েকটি ভিডিও দেখার অনুরোধ রইলো যা নিয়ম মেনে করলে চাষীদের ভাগ্য উন্নয়নে কাজে আসবে(ভাগ্য সৃষ্টিকর্তার হাতে তবে কর্মের বিধান অনুযায়ী তিনি দান করেন) Krishi Rokomari Seba ইউটুব চ্যানেলে যে সকল ভিডিও দেখার অনুরোধ রইলো। ১.একই জমিতে পাঁচ ফসলের সমন্বিত চাষাবাদ ২.ভাগ্যবদলের পুকুরের পাহারে তেজপাতা, সুপারী এবং কুলের চাষ ৩.আন্ত ফসল হিসেবে সবুজ হীরা(চামঘাস) ৪.মাত্র ১০ শতক জমিতে ৪ লক্ষ ৩২ হাজার আয় ৫. টাকার গাছ শতকে আয় এক লক্ষ টাকা! থাই আদা চাষ পদ্ধতি ৬.আয় বাড়ার টেকনিক ৭.কৃষি স্মার্ট প্রযুক্তির মাধ্যমে নিজেকে কীভাবে সাবলম্বী করবেন। এই ভিডিওগুলো সম্পূর্ন দেখার বিনিত অনুরোধ রইলো। শুধু উপরটা দেখলে কিছুই বুঝবেন না। তাই একটু ধৈর্য ধরে দেখার বিনিত অনুরোধ রইলো। যদি ভিডিওর প্রযুক্তিগুলো ভাল লাগে তাহলে ভিডিও গুলোকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।
কমেন্ট করার জন্য ধন্যবাদ। ১.স্টলার রুটিন প্রতি লিটার পানিতে ৫ মিলি হারে স্প্রে করুন/ একর প্রতি ১ কেজি। ২.বিভিন্ন অনুখাদ্য বিভিন্ন অনুপাতে ব্যবহার করতে হয়, তাই প্যাকেজের অনুমোদিত হার দিতে হবে। ৩.মাটির বুনট(বেলে /দোয়াস/এটেল) কিংবা জমির অবস্থা হিসেবে সারের মাত্রা কম বেশী হতে হতে পারে। এছাড়া মাটির পি.এইচ এর উপর কিংবা জৈব পদার্থের উপস্থিতির উপর সারের কার্যকারীতা নির্ভর করে। তাছাড়া বিভিন্ন স্টেজে গাছের খাদ্য কম বেশী হতে পারে। এছাড়া আপনি পূর্ববর্তিতা কতটুকু সার দিয়েছেন তার উপরও নির্ভর করে। এই কারনে আমরা বলে থাকি আপনার জমির মাষ্টার আপনি নিজেই। ধরুন আপনি মাসে সার দিয়ে থাকেন ১০ কেজি, কিন্তু আবহাওয়া শুষ্ক থাকার কারনে মাসে তিন বার সেচ দিতে হচ্ছে তখন ঐ সারকে ৩ ভাগে দিলে সারের অপচয় হবে না এবং গাছের খাদ্যের ঘাটতি হবে না। আশা করি বুঝতে পেরেছেন। শুভ কামনা রইলো।
বাংলাদেশ এবং ইন্ডিয়ায় এই সমস্যাটি এ বছরেই শুরু। প্রচন্ড তাপমাত্রায় মাটি গরম হওয়ার কারনে শিকড়ের কোষ ক্ষতিগ্রস্থ হওয়ায় গাছ গাছ পর্যাপ্ত খাইতে পারছে না। শিকড় বৃদ্ধির হরমোন দিন যেন নতুন শিকড় দিয়ে খেতে পারে। হয়তো তাড়াতাড়ি সুস্থ হবে না তবে পাতায় অনুখাদ্য +পটাশ+জিংক এবং পরবর্তি বায়োলজি এনভির ব্যবহার করা ক্ষেত গুলো একটু ভালো আছে। আশা করি শীতভাব আসলে এই গাছগুলো পুনরায় ফিরে আসতে পারে।
জি ভাই তবে আগামীতে বেগুন চাষ করলে মালচিং দিয়ে করবেন। ভিডিওটি একটু ভাল করে দেখলে বুঝতে পারবেন, মালচিং যে ক্ষেতটি সমস্যা হয় নি।তবে বৃষ্টি হয়েছে, কয়েকদিনের মধ্যে ঠিক হবে বলে আশা করি। যারা এভাবে পরিচর্যা করেছেন তাদের ক্ষেত অনেকটাই ভাল হয়েছে। ঐ ক্ষেতগুলোর ভিডিও দিয়েছি।
Very nice information
মোজাইক ভাইরাস বেগুন গাছে হলে নিরাময়ৈর উপায় জানতে চাই
ভাইরাসের সঠিক সমাধান এখনও দেশে আসে নি। তবে ভাইরাস আসার আগে যদি বাহক পোকা দমন করতে পারেন এবং ইস্পাহানি কোম্পানির বায়ো এনভির নিয়মিত ব্যবহার করেন তাহলে ভাইরাস আসার সম্ভবনা খুব কম। যা গত মৌসুমে মিষ্টি কুমড়ায় ফলাফল পাওয়া গেছে। জিংকের অভাব এবং মোজাইক দেখতে একই রকম। আপনি চাইলে চিলেটেড জিংক ও ইমিডাক্লোরোপ্রিড ব্যবহার করে দেখতে পারেন।
❤
Ami West Bengal theke bolchi এখানেও একই সমস্যা
মন্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। সারা বাংলাদেশে একই সমস্যা।
একি সমস্যা আমারও
সারা বাংলাদেশ এবং ইন্ডিয়ায় একই সমস্যা
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
West Bengal shomostho aelakate eai shomasa
ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। তবে এই সমস্যা অনেকটাই ভাল হতে শুরু করেছে। তবে শীত ভাব শুরু হলে গাছ ঠিক হবে। তবে দয়া করে সবার আগে শিকড় বৃদ্ধির হরমোন দেন তাহলে শিকড়ের কোষগুলো স্বাভাবিক হবে এবং নতুন শিকড়ের মাধ্যমে খাইতে পারলে গাছ সুস্থ হবে।
Hi Indian❤❤
ধন্যবাদ কমেন্ট করার জন্য
ভাই এর জন্য কি ইসপিরে করবো
কমেন্ট করার জন্য ধন্যবাদ। সম্পূর্ন ভিডিওটি দেখেন বলা আছে।
Gach to valoi ache ful asche begun tikche na..karon janabn
@@gourangasarkar1163 কমেন্ট করার জন্য ধন্যবাদ, তবে এটুকু বললে তো আর বুঝা যাবে না। আরও বিস্তারিত কিছু বৈশিষ্ট লিখতে হবে এটা চিকিৎসা স্যার সাধারন কোন বিষয় নয়। তাই গভীর ভাবে লিখার অনুরোধ রইলো। অনেক গুলো কারন রয়েছে ১.খাদ্যের অভাব ২.আবহাওয়া ৩.বয়স ৪.মাটির ph ৫. হরমোনের প্রভাব ৬. সময় ৭.গাছের সুস্থতা আপনার সাথে কোনটা মিলে গেছে আমি ঠিক জানি না। তাই গভীরভাবে বিস্তারিত লিখেন অথবা আমার সাথে যোগাযোগ করেন তাহলে জানাতে পারবো। কারন sms এতোগুলো বিষয় জানানো যায় না বা আমিও জানতে পারবো না।
বেগুন চারার বয়স প্রায় ৪৫,৫০ দিন। অতিরিক্ত জলের জন্য লাগানো হয়নি। এই সময়ে এই চারাগুলো লাগানো যাবে। চারা সুস্থ সবল আছে কিন্তু কিছুটা হেলে গিয়েছে। পরামর্শ চাই❤️
@@barman72 ধন্যবাদ জানতে চাওয়ার জন্য। তবে চারা গুলো মাটিতে আছে নাকি সীডলিং ট্রে তে? বেশী বয়সের চারার কুশি কম হয়।
@@KrishiRokomariSeba matite
@@barman72 আমার Whatsapp ছবি দিতে পারবেন? ০১৭২২৩৫৭০২৬ অফিসিয়াল মোবাইল নম্বর এটা। পারলে একটু কথা বলবেন। কারন Sms এ এতো বিষয় বুঝানো বা বুঝা সহজ নয়।
ভাই আপনি কি সনপাপড়ি / কটকটি / বাদাম বিক্রি করেছেন কখনো,,,, ভাই আপনি সেই মাপের মাল
যা হোক একটা তো কমেন্ট করেছেন,
খুশি হলাম আপনার কমেন্টে। আমরা পুরুষরা আসলেই মাল,।ছোটবেলায় সনপাপড়ী,কটকটি খেয়াছি কিন্তু বিক্রি করার সুযোগ হয় নি। আমার গুরু বলেছিলেন পরোপকার করে যদি বদনাম না হয় তাহলে ধরে নিও তোমার কাজটি ১০০% পরোপকার মূলক হয় নি। আজ মনে হলো আমার দ্বারা মানুষের উপকার হয়েছে। আবারও ধন্যবাদ ভাই। শুভ কামনা রইলো।
@@labibhossain1376 স্যার সনপাপড়ী ওয়ালার এই কয়েকটি ভিডিও দেখার অনুরোধ রইলো যা নিয়ম মেনে করলে চাষীদের ভাগ্য উন্নয়নে কাজে আসবে(ভাগ্য সৃষ্টিকর্তার হাতে তবে কর্মের বিধান অনুযায়ী তিনি দান করেন)
Krishi Rokomari Seba
ইউটুব চ্যানেলে যে সকল ভিডিও দেখার অনুরোধ রইলো।
১.একই জমিতে পাঁচ ফসলের সমন্বিত চাষাবাদ
২.ভাগ্যবদলের পুকুরের পাহারে তেজপাতা, সুপারী এবং কুলের চাষ ৩.আন্ত ফসল হিসেবে সবুজ হীরা(চামঘাস)
৪.মাত্র ১০ শতক জমিতে ৪ লক্ষ ৩২ হাজার আয়
৫. টাকার গাছ শতকে আয় এক লক্ষ টাকা! থাই আদা চাষ পদ্ধতি
৬.আয় বাড়ার টেকনিক
৭.কৃষি স্মার্ট প্রযুক্তির মাধ্যমে নিজেকে কীভাবে সাবলম্বী করবেন। এই ভিডিওগুলো সম্পূর্ন দেখার বিনিত অনুরোধ রইলো। শুধু উপরটা দেখলে কিছুই বুঝবেন না। তাই একটু ধৈর্য ধরে দেখার বিনিত অনুরোধ রইলো। যদি ভিডিওর প্রযুক্তিগুলো ভাল লাগে তাহলে ভিডিও গুলোকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।
বেকায়দা ১০ডাব্লিউপি(ল্যামডা সাই-হেলোথ্রিন
সীড লিংক লিমিটেড
@@Sohelrana-h6d9g ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য।
@@KrishiRokomariSeba😊😊😊😊😊😊😊😊😊😊
কি কি কিটনাশক ব্যবহার করবো বলেন আমার ৭০% গাছ হলুদ হয়ে গেছে
কমেন্ট করার জন্য ধন্যবাদ। তবে সম্পূর্ন ভিডিওটি দেখুন। ধারাবাহিক ভাবে সব বলেছি।
কোথায় থেকে ভাই
১। রোটন কতটুকু দিতে হবে.?
২. অনুখাদ্য( এনএসি গোল্ড) , জিংক ও কুইক পটাশ দিবেন ( কতটুকু পরিমাণে দিতে হবে.?
৩. হালকা হালকা সার দিবেন, ( ইউরিয়া টিএসসি, পটাশ, সালফার, বোরন - কি পরিমাণে দিতে হবে.?)
কমেন্ট করার জন্য ধন্যবাদ।
১.স্টলার রুটিন প্রতি লিটার পানিতে ৫ মিলি হারে স্প্রে করুন/ একর প্রতি ১ কেজি।
২.বিভিন্ন অনুখাদ্য বিভিন্ন অনুপাতে ব্যবহার করতে হয়, তাই প্যাকেজের অনুমোদিত হার দিতে হবে।
৩.মাটির বুনট(বেলে /দোয়াস/এটেল) কিংবা জমির অবস্থা হিসেবে সারের মাত্রা কম বেশী হতে হতে পারে। এছাড়া মাটির পি.এইচ এর উপর কিংবা জৈব পদার্থের উপস্থিতির উপর সারের কার্যকারীতা নির্ভর করে। তাছাড়া বিভিন্ন স্টেজে গাছের খাদ্য কম বেশী হতে পারে। এছাড়া আপনি পূর্ববর্তিতা কতটুকু সার দিয়েছেন তার উপরও নির্ভর করে। এই কারনে আমরা বলে থাকি আপনার জমির মাষ্টার আপনি নিজেই। ধরুন আপনি মাসে সার দিয়ে থাকেন ১০ কেজি, কিন্তু আবহাওয়া শুষ্ক থাকার কারনে মাসে তিন বার সেচ দিতে হচ্ছে তখন ঐ সারকে ৩ ভাগে দিলে সারের অপচয় হবে না এবং গাছের খাদ্যের ঘাটতি হবে না। আশা করি বুঝতে পেরেছেন। শুভ কামনা রইলো।
West Bengal district uttar dinajpur
বাংলাদেশ এবং ইন্ডিয়ায় এই সমস্যাটি এ বছরেই শুরু। প্রচন্ড তাপমাত্রায় মাটি গরম হওয়ার কারনে শিকড়ের কোষ ক্ষতিগ্রস্থ হওয়ায় গাছ গাছ পর্যাপ্ত খাইতে পারছে না। শিকড় বৃদ্ধির হরমোন দিন যেন নতুন শিকড় দিয়ে খেতে পারে। হয়তো তাড়াতাড়ি সুস্থ হবে না তবে পাতায় অনুখাদ্য +পটাশ+জিংক এবং পরবর্তি বায়োলজি এনভির ব্যবহার করা ক্ষেত গুলো একটু ভালো আছে। আশা করি শীতভাব আসলে এই গাছগুলো পুনরায় ফিরে আসতে পারে।
ভাই বেগুনের গাছ হলুদ হয়ে যায়ার করনে ভেঙে দিয়ে ছি দিয়ে আবার গেরেছি সেপ্টেম্বর ২৬ তারিখে
বর্তমানে যেগুলো রোপন করেছেন, এগুলোতে এই সমস্যা হবে না। কারন অনেক টাই ঠান্ডা পড়ে গেছে।
আমার এলাকায় সমস্ত বেগুন ক্ষেতে এই সমস্যা
বেগুনের জন্য আবহাওয়া একটু ভালো হওয়া শুরু করেছে বৃষ্টির পর। একটু ধৈর্য ধরে এই মতো কাজ করুন আশা করা যায় বেগুন ক্ষেত সুস্থ হবে।
আপনার বাড়ি কোথায়
@@mdking8558দিনাজপুর জেলা চিরিব বন্দর।
ভাই এর করোনি কি আমারো এই অবস্থা বেগুন গাছে
জি ভাই
তবে আগামীতে বেগুন চাষ করলে মালচিং দিয়ে করবেন। ভিডিওটি একটু ভাল করে দেখলে বুঝতে পারবেন, মালচিং যে ক্ষেতটি সমস্যা হয় নি।তবে বৃষ্টি হয়েছে, কয়েকদিনের মধ্যে ঠিক হবে বলে আশা করি। যারা এভাবে পরিচর্যা করেছেন তাদের ক্ষেত অনেকটাই ভাল হয়েছে। ঐ ক্ষেতগুলোর ভিডিও দিয়েছি।
বেগুনের ক্ষেত্রে পাষাণী ধরলে কি কি বেগুনের ক্ষেত্রে
কমেন্ট করার ধন্যবাদ, বেগুন পচে যাচ্ছে নাকি গাছ?
বিশ।নিয়া।জাবেদ।কি।করে
কি বুঝাইলেন বুঝতেই পারলাম না।
আমার আই virus sir
কতো % গাছের ভাইরাস?
40%
ঔষধ টাকি
ভাই সব কিছু ভিডিওতে বলা আছে। সম্পূর্ন ভিডিও দেখেন সব বুঝতে পারবেন।
অনেক কষ্ট করে সর্ট করেছি। কারন মানুষ লং ভিডিও দেখতে চায় না।
কি ওষুধ দিলে ভালো হব
কমেন্ট করার জন্য ধন্যবাদ। স্যার ভিডিওটি ভালো করে দেখুন সেখানে সব বলা আছে।
Apnar fon number ta,din dada, r fb id te msg korci apnak
চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আছে ভাই।
❤