0% ডাউনপেমেন্টে পুরাতন হাইস গাড়ী কিনুন।0% down payment-TOYOTA MOTORS BOGURA। Toyota motors
Вставка
- Опубліковано 9 лют 2025
- TOYOTA MOTORS BOGURA
টয়োটা মটরস্
প্রোঃ মোঃ আবু নাসির
০১৮৪৪-৯২১৬২০
01711123742 (WhatsApp)
নতুন ঠিকানা-
জয়পুরপারা,মাটীডালি রোড,বগুড়া।
TOYOTA MOTORS BOGURA. 0% down payment.টয়োটা মটরস প্রোইটর: মোঃ আবু নাসির নগদ ও ০% ডাউনপেমেন্ট ৫-১০ বছর কিস্তিতে কার, মাইক্রো, জীপ, পীকআপ,বাস, ট্রাক,ড্রাম ট্রাক, রোড রোলার, এসকেবেটার (নতুন ও পুরাতন) বিক্রয় করা হয় এবং রেন্ট এ পার ডে/মাস/বছর কন্ট্রাক্ট এ কার,মাইক্রো ভাড়া দেওয়া হয়। যোগাযোগ: স্টেশন রোড, কমারগাড়ী, সদর বগুড়া। মোবাঃ(01711-123742/ 01844-921620 imo and whats apps) আবেদনকারী ও গ্যান্টারের প্রয়জনীয় কাগজপত্র: ১. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ২ কপি। ২ ছবি ৮ কপি পাসপোর্ট সাইজের (ল্যাব প্রিন্ট) 3. ট্রেড লাইসেন্সের ফটোকপি ২ কপি। 4. টিন সার্টিফিকেট এর ফটোকপি ২ কপি। 5.ব্যাংক স্টৈটমেন্ট (পার্সোনাল) 6.ব্যাংক স্টৈটমেন্ট(প্রতিষ্ঠানের) 7.বিদ্যুৎ বিলের ফটোকপি ২ কপি ৪.ভিজিটিং কার্ড ৩ কপি। 9. প্রয়োজনে অন্যান্য কাগজপত্র। (চাকরির ক্ষেত্রে সেলারি স্টেটমেন্ট) আবেদনকারী নামিনির প্রয়োজনীয় কাগজপত্র। 1.জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ২ কপি। 2.ছবি ৩ কপি পাসপোর্ট সাইজের (ল্যাব প্রিন্ট)।
গাড়ী বিক্রয়ের চুক্তিনামা ও কিস্তিতে গাড়ী নেওয়ার শর্তাবলী
১। ০% থেকে ৫০% ডাউন পেমেন্টে নতুন ও পুরাতন যে কোনো মডেলের কার, মাইক্রোবাস, পিকআপ, বাস,ট্রাক, ডাম ট্রাক, এসকেভেটার, রোড রোলার ইত্যাদি ০১ বছর থেকে ১০ বছর পর্যন্ত ৮% থেকে ১৪% পর্যন্ত ইন্টারেস্ট(রিডিউসিং) এবং ১২% থেকে ১৫% ইন্টারেস্ট (ফ্লার্ট) কিস্তিতে গাড়ী বিক্রয় করা হয়।
২।০% ডাউনপেমেন্ট কিস্তিতে গাড়ী পেতে হলে ক্রেতা বা ক্রেতার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীর সরকারী চাকরি অথবা স্থায়ী ব্যবসা থাকতে হবে। যেমন: ছোট-বড় শিল্প প্রতিষ্ঠান, মার্কেটে যে কোন পণ্যের দোকান যেমন: কাপড়, প্রসাধনী, গার্মেস আইটেম যেকোনো শো-রুম, মেডিসিন/রড-সিমেন্ট দোকান ইত্যাদি। ৩। আবেদনকারী গ্রান্টার ও সার্পোট ম্যানের প্রয়োজনীয় কাগজ পত্রঃ
(ক) জাতীয় পরিচয় পত্রের (ভোটার আইডি) ফটোকপি- ২ কপি।
(খ) সদ্য তোলা পাসর্পোট সাইজের রঙিন ছবি (ল্যাব প্রিন্ট)-১০ কপি।
(গ) ট্রেড লাইসেন্সের ফটোকপি - ২ কপি। (নবায়নকৃত হতে হবে) (ঘ) টিন সার্টিফিকিটের ফটোকপি- ২ কপি।
(ঙ) ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি - ২ সেট।
(চ) বিদ্যুৎ/গ্যাস/পানির বিলের ফটোকপি -২ কপি (বাসা/দোকান অথবা কারখানার)।
(ছ) ভিজিটিং কার্ড- ৩ কপি।
(জ) চাকুরীর ক্ষেত্রে সেলারী স্টেটমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্ট- ২ কপি। (ঞ) বিশেষ প্রয়োজনে অন্যান্য কাগজপত্র আলোচনা সাপেক্ষে লাগতে পারে।
৪। আবেদনকারীর নমিনি(স্ত্রী/ছেলে-মেয়ে/বাব-মা/ভাই-বোন) প্রয়োজনীয় কাগজপত্রঃ
(ক) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি-২ কপি।
(খ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি-৩ কপি ।
৫। গাড়ি ক্রয়ের ক্ষেত্রে সার্ভিস চার্জ ২% + কনভেন্স ১/২%, নতুন গাড়ির ক্ষেত্রে নিউ রেজিস্ট্রেশন + প্রথম শ্রেণীর ইন্স্যুরেন্স এবং পুরাতন গাড়ী ক্রয়ের ক্ষেত্রে নাম ট্রান্সফার ফি ক্রেতা বহন করবে। ৬। আবেদনকারী কাগজপত্র জমা দেওয়ার সময় ১০০০০০ (এক লক্ষ) টাকা বুকিং মানি হিসেবে জমা দিতে হবে।
৭। আবেদনকারী টাকা জমা দেওয়ার পর ব্যক্তিগত কোনো কারনে গড়ি ক্রয় না করে তাহলে গাড়ীর মূল্যের ওপর ২% থেকে ৩% সার্ভিস চার্জ কর্তন করা হবে এবং অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হবে অথবা প্রতিষ্ঠান অতিরিক্ত টাকা পাওনাদার হইলে ক্রেতা তা প্রদান করিতে বাধ্য থাকিবে।
৮। গাড়ীর তৈরীর সনঃ
মডেলঃ
কালারঃ
মূল্যঃ
উপরের সকল শর্ত ও নিয়মাবলী পড়িয়া বুঝিয়া এবং অন্যের বিনা প্ররোচনায় স্বাক্ষর করিলাম।
ক্রেতার নামা
পিতার নাম
স্বাক্ষর ও তারিখঃ
মোবাইলা
ভাই যদি লোনে গাড়ি নেই তাই তাহলে কীভাবে কী করা লাগবে
nice
নোহা গাড়ি দেখান ভাই
ভাই ৭ লাখ টাকার কিস্তি ৪ বছরে কত আসবে দয়া করে জানাবেন আমি গাড়ি আনবো
এম্বুলেন্স গাড়ি আছে 😊
🇧🇩🇦🇪👍👍
আমি নিতে চাই
আমি
আমি নিতে চাই কাজা 100000 টাকা আছে
ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন
মিছা কথা এদের ব্যাবহার ভালো না