লংগান এর বাম্পার ফলন

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • 🫒🫒ছাদ বাগানে লংগান চাষ🫒🫒
    লংগান এক প্রকার লিচু জাতীয় সু-স্বাদু ফল। এটি কাঠ লিচু কিংবা আশফল হিসেবেও পরিচিতি আছে। লংগান আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফল। একে বলা হয় গরীবের লিচু। ফল গোল আকারের, শাঁস সাদা, খুব রসালো ও মিষ্টি। লংগান লিচু পরিবারের একটি সদস্য। ফলের উপেরভাগ মিশ্রণ, ফলের রং বাদামি, আকার গোল। লিচুর চেয়ে অনেক ছোট হলেও ফলের শাঁস অবিকল লিচুর মত। ফল খেতে লিচুর মত বা লিচুর চেয়েও মিষ্টি। ফলের শাঁস সাদা চকচকে। লংগান ফলের বিজ গোলাকার চকচকে কালো এবং শাঁস বীজকে আবৃত করে রাখে। যা সহজে আলাদা করা যায়। বীজ থেকে চারা উৎপাদন করা হলেও ছাদে কলমের চারাই উপযোগী । গুটি কলম এর মাধ্যমেই খুব সহজেই এর বংশ বিস্তার করা যায়।
    লংগানের চাষ পদ্ধতিঃ
    ছাদে লংগানের কলমের আনার চারা রোপনের জন্য কমপক্ষে ২০ ইঞ্চি কালার ড্রাম বা টব সংগ্রহ করতে হবে । ড্রামের তলায় ৩-৫ টি ছিদ্র করে নিতে হবে । যাতে গাছের গোড়ায় পানি জমে না থাকে । টব বা ড্রামের তলার ছিদ্রগুলো ইটের ছোট ছোট টুকরা দিয়ে বন্ধ করে দিতে হবে । টব বা ড্রামের গাছটিকে ছাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে সবসময় রোদ থাকে । এবার ২ ভাগ বেলে দোআঁশ মাটি, ১ ভাগ গোবর, ৪০-৫০ গ্রাম টি,এস,পি সার, ৪০-৫০ গ্রাম পটাশ সার এবং ২০০ গ্রাম হাড়ের গুড়া একত্রে মিশিয়ে ড্রাম বা টবে পানি দিয়ে রেখে দিতে হবে ১০-১২ দিন । অতঃপর মাটি কিছুটা খুচিয়ে দিয়ে আবার ৪-৫ দিন একইভাবে রেখে দিতে হবে । মাটি যখন ঝুরঝুরে হবে তখন একটি সবল সুস্থ লংগান কলমের চারা উক্ত টবে রোপন করতে হবে । চারা রোপনের সময় খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন মাটি থেকে আলাদা না হয়ে যায় । চারা গাছটিকে সোজা করে লাগাতে হবে । সেই সাথে গাছের গোড়ায় মাটি কিছুটা উচু করে দিতে হবে এবং মাটি হাত দিয়ে চেপে চেপে দিতে হবে ।
    লংগান ফলের উপকারিতাঃ
    লংগান ফল অবসাদ দূর করতে এবং হৃদযন্ত্র সুরক্ষায় সক্রিয় রাখতে পারে। স্ট্রোকের ঝুঁকি কমাতে পর্যাপ্ত পরিমাণে লংগান ফল খাওয়া উচিত। পেটের অসুখ দূর করতেও এতে থাকা লংগান উপকারী। লংগান ফলে থাকা লৌহ দেহের ক্ষয়পূরণে সহায়ক। দেহের মাংসপেশির ক্ষয় রোধ করতে লংগান ফল খুবই উপকারী। কোনো ধরনের ফ্যাট না থাকায় ওজন কমাতেও এ ফল সাহায্য করে।
    ছাদ বাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিকভাবে মাটি প্রস্তুত করা।মাটি প্রস্ততের নিয়ম জানুন এখান থেকে(ছাদ বাগানের মাটি তৈরী করা)।আর ভাল ফলন পেতে হলে প্রতি বছর টবের মাটি আংশিক পরিবর্তন করতে হয়। টবের মাটি পরিবর্তন কিভাবে করবেন জেনে নিন আমাদের থেকে।
    থাই লংগান চারা পেতে আপনার পাশে রয়েছে স্বপ্নের বাগান।
    অর্ডার করতে -
    আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর ও কত পিচ কোন চারা নিবেন লিখে আমাদের পাঠিয়ে দিন। আমারা চারা সুন্দরবন কুরিয়ার এর মাধ্যমে আপনার নিকট পাঠিয়ে দিব। আপনি কুরিয়ার থেকে পন্যের দাম ও ভারা দিয়ে তুলে নিবেন।
    সম্পূর্ণ পেমেন্ট অগ্রিম দিয়ে অর্ডার টি কনফার্ম করুন
    যোগাযোগ এর ঠিকানা : স্বপ্নের বাগান নার্সারি আপনপাড়া, সদর,লালমনিরহাট।
    অর্ডার করতে & বিস্তারিত তথ্যের জন্য ফোন করুন :
    01795715354
    01303364886
    কোনো কারণ বশত ফোন রিসিভ না হলে অবশ্যই আপনাকে ফোন করা হবে।
    ধন্যবাদ
    #লংগান
    #লংগান_চাষ
    #কৃষি
    #বাগান
    #গাছ
    #Tree
    #রুবি_লংগান

КОМЕНТАРІ • 2

  • @naazfeels
    @naazfeels 4 дні тому +1

    দারুণ সুন্দর লাগে ফল গুলো।

    • @user-gs5bj7wp7n
      @user-gs5bj7wp7n  3 дні тому

      @@naazfeels দাওয়াত থাকলো আমাদের স্বপ্ন টিভির পক্ষ থেকে ... আমাদের স্বপ্ন এগ্রোতে.......