আপনি এতো লাভ করতে পারেন? চাল ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের কর্মকর্তা | Daily Issues | Vokta odhikar

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 64

  • @mdrabbanisarkersarker5802
    @mdrabbanisarkersarker5802 17 днів тому +27

    স্যার এভাবে অরজিনাল তথ্য জানতে পারবেন না ওরা আপনাদেরকে মিথ্যা দিয়ে বুঝিয়ে দেবে এসব দোকানে যাওয়ার আগে আপনাদের মধ্যে থেকে কাউকে দোকানে কিছু কেনার জন্য পাঠিয়ে দিবেন তখন বুঝতে পারবেন যে সে কত টাকায় বিক্রি করে এখন সে মিথ্যা বলবে

    • @theabili
      @theabili 17 днів тому +1

      Akmot sobay awaaz uthan

    • @Uzzalhossain-u4w
      @Uzzalhossain-u4w 17 днів тому +2

      একমত। কিন্তু এই সাধারণ ব্যাপারটি কি ভোক্তা অধিদপ্তর বোঝে না? বিশ্বাস হয় না।

    • @Entertainment1234RS
      @Entertainment1234RS 17 днів тому

      Apnara dukandar hisaab kore marben 😅😅😅😅😅

  • @abutalebrajon2430
    @abutalebrajon2430 17 днів тому +23

    দোকানদার ঠিক বলেছেন যে কোন জিনিস খুচরা বেচলে ঘার্তি আছে সেক্ষেত্রে দামটা একটু বেরে যায়।

    • @mdrobin8950
      @mdrobin8950 17 днів тому

      চালের মধ্যে কি ঘাতি আছে ,চাল নষ্ট হয়ে যাই ,চাল বেশি দেই , আপনি যে কমেন্ট করছেন তা শুধুমাত্র মিথ্যা একটা বাহানা

  • @KakonKhan-q9h
    @KakonKhan-q9h 17 днів тому +3

    ভোক্তা অধিকারের কোন কথায় যুক্তি নেই। ব্যাবসায়ির কথায় যুক্তি আছে ।

  • @himadri2484
    @himadri2484 17 днів тому +11

    এই ব্যবসায়ি ঠিক হইয়া গেছে আগে থেকেই। কারণ বস্তাপ্রতি ১-১৫০ টাকা মুনাফা বর্তমান পরিস্থিতি অনুযায়ী মানানসই।

  • @mahidulislam4529
    @mahidulislam4529 17 днів тому +5

    দোকানদার সঠিক কথা বলছেন

  • @MdEmon-sy9gx
    @MdEmon-sy9gx 17 днів тому +5

    এই ব্যবসায়ীর হিসাব নিকাশ ঠিক আছে।

    • @sovotamo
      @sovotamo 17 днів тому +1

      এই ভাইয়ের হিসাব একশো তে১০০ ঠিক আছে। উনি আরো বলেনা এখানে আরও আছে পলিথিন আছে পলিথিন কে দিব।বেগ আছে ব্যাক কে দিবে । প্রতি এক কেজিতে কাস্টমারকে পাঁচগ্রাম ২ গ্রাম ১০ গ্রাম বেশি দেওয়া হয়

  • @Npi381
    @Npi381 17 днів тому +2

    স্যার ওই ব্যবসায়ের হিসাব ঠিক আছে

  • @salauddin2206
    @salauddin2206 17 днів тому +2

    গত মাসে আটাস চাউল কিনেছি,২৭০০ টাকা, এখন চাচ্ছে ৩১০০ টাকা। তাহলে কি বস্তা প্রতি ৪০০ টাকা দাম বেড়েছে?

  • @riadriadhassan2171
    @riadriadhassan2171 17 днів тому +2

    আপনারা শুধু দোকানে তদন্ত করেন,যেখানে থেকে বিক্রি করে,মিলে গিয়ে তদন্ত করতে পারেন না,আপনারা ছোট ছোট দোকানে তদন্ত করতেছেন এটাও ভালো।বিভিন্ন মন্ত্রীর মিল ফ্যাক্টারি আছে, এখন তো ভয়ের কিছু নেই।

  • @thanchibarta
    @thanchibarta 17 днів тому +7

    দোকানদারের কথা ঠিক আছে, ভোক্তা অধিকারের কর্মকর্তা হুদাই পেচ লাগাইতেছে। শুধু কত টাকা কিনেছে সেটা দেখলে হবে না, ক্যারিং খরচটাও হিসাব করতে হবে।

  • @sharifulislam7465
    @sharifulislam7465 17 днів тому +1

    ভাই মিল মালিকদের ধরেন

  • @riadriadhassan2171
    @riadriadhassan2171 17 днів тому +1

    একটা লিস্ট করে দিতে পারলে আরো ভালো,সরকারি ভাবে।

  • @akibulhasannizam9961
    @akibulhasannizam9961 17 днів тому +4

    আচ্ছা ভোক্তা অধিকার কেনো মূল জায়গায় যায় না, যেখান থেকে এইখানে আসে

    • @pervesahmad6204
      @pervesahmad6204 15 днів тому

      বড় জায়গার যাওয়ার সাহস না এদের, যত জুলুম ছোটখাটো ব্যবসায়ীদের উপর।

  • @user-gz7ou3sd9g
    @user-gz7ou3sd9g 17 днів тому +3

    এদের প্রবলেম কি এরা দোকানে না গিয়ে মেল এ জেতে পারে না না মেল মালিকরা টাকা দিয়ে পেট
    বরিয়ে রাখে কিছু তহ একটা করে রাখছে মেল মালিকরা তাই একটা ভিডিও দেখলাম না মেলে গিয়ে অভিজান করতে 🤭

  • @simpolshop1137
    @simpolshop1137 17 днів тому

    সন্দেহ হলেই আগে দোকান সিলগালা করুন। তথ্য ও প্রমাণ বিবেচনায় ট্রেড লাইসেন্স বাতিল করুন। ট্রেড লাইসেন্স ইলেকশন কমিশনের সাথে ট্যাগ করুন যাতে এই ভোটার আইডি দিয়ে আর ট্রেড লাইসেন্স নিবন্ধন না করতে পারে।

  • @mdismail-lm3gp
    @mdismail-lm3gp 17 днів тому +7

    কেজিতে ৪ টাকা লাভ না করলে ওরা খাবে কি। জুক্তি মতে কথা না বললে। এক কাজ করেন, আপনারা এনে দেন ওরা বেচবে ওদের বেতন দিয়েন।আমাদেরও প্রশ্ন আপনারা ৪০ ৪৫ হাজার টাকা বেতন দিয়ে চলেন কিভাবে। বর্তমান বাজারে যে অবস্থা। আমায় ৩৫-৪০ হাজার টাকা একজন রিকশাওয়াল আয় করে। কিন্তু ওরা ভাত খেতে কষ্ট হয়ে যায়। আপনারা কিভাবে চলেন যদি দুর্নীতি না করেন?

    • @md.robiulmollah6112
      @md.robiulmollah6112 17 днів тому

      ভাই আপনাকে পি এম বানাতে চায় জনগন 🤦‍♂️

    • @nargissultana8199
      @nargissultana8199 17 днів тому

      Rikshaw 40 k income korla toi chalas na kan

  • @MasudRana-vq3ku
    @MasudRana-vq3ku 17 днів тому +1

    স্যার বাসমতী চাঊলের দামটা অনেক বেশি ৩৮০ টাকার ঊর্ধ্বে

  • @wallmartstellgaleryandalum5535
    @wallmartstellgaleryandalum5535 15 днів тому +1

    এই কমকতা যে টাকা বেতন পায় ৮ ঘন্টা ডিউটি করে একটা খুচরা দোকানদার ১৬ ঘন্টা দোকানদারী করে। পুজি দিয়ে এত টাকা মাসে আয় করতে পারে না। সরকারি চাকরীজীবীদের বেতন কমিয়ে বেশী মানুষকে চাকরি দেওয়া হোক। আমরা দেশের নাগরিক আমাদের কেন সরকারি চাকরীর অধিকার নাই??????

  • @jahidhasanalamin7366
    @jahidhasanalamin7366 16 днів тому +1

    ৪টাকা এক কাপ চা খেতে গেলেও ১০ টাকা লাগে

  • @rokibhowladar-iq9wy
    @rokibhowladar-iq9wy 15 днів тому +1

    শতকরা 8% লাভ না করলে দোকানদার ব্যবসা করবে কিভাবে

  • @RealMan-n2g
    @RealMan-n2g 17 днів тому

    সিন্ডিকেট থেকে দেশ রক্ষা করতে হলে, সিন্ডিকেটের জন্য নতুন আইন করে, বড় ধরনের জরিমানা রাখতে হবে হয় ১/১০ কুটি টাকা
    অথবা ১০ বছর সশ্রম কারাদণ্ড।
    অনেক আইন কঠিন করা লাগবে যা দেশের ৯৯.৯৫% মানুষ যেন কোনো দিন ভুক্তভুগী না হন,
    স্ট্রিক আইন প্রণয়ন করা জরুরি কয়েকটা বিষয়ে,
    কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি। 🇧🇩

  • @sudarshanbanik1535
    @sudarshanbanik1535 17 днів тому +1

    বস্তায় লেখা থাকে সর্বোচ্চ মূল্যটা শুভংকরের ফাঁকে

  • @m.a.rpatwary174
    @m.a.rpatwary174 17 днів тому +1

    স্যার যদি আপনাদের একটি টিম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার,, কামতা, মুন্সিরহাট এবং গল্লাগ বাজারে ওডিট করতো তাহলে সাধারন জনগন অনেক উপকৃত হইতো,ধন্যবাদ লিখাটি পড়ার জন্য।

  • @prodipbiswas7512
    @prodipbiswas7512 17 днів тому +4

    এই লোক যে খুব বেশি বাড়াবাড়ি করছে এ নিজে ব্যবসা করে কমদামে বিক্রি করে দেখাক ।

  • @surrealoffspring
    @surrealoffspring 17 днів тому

    ইনশাআল্লাহ কাগজপত্র সব ঠিক পাবেন অধিকাংশ ক্ষেত্রে, ।
    কাগজপত্র ,"বোথ এন্ড, তথা ইস্যুইং কর্তৃপক্ষের"কাগজ পত্র ও ট্যাক্স ফাইল না দেখলে কি করে ধরা সম্ভব হবে যে এরা কারসাজি করেছে, কি করে নাই। কারণ কাগজপত্র ও রিসিপ্ট পরস্পর যুগ সাজাষে তৈরি করা সম্ভব।😢😮

  • @me.MamunBhai
    @me.MamunBhai 17 днів тому +1

    মিরপুর মুসলিম বাজার অভিযান করা দরকার

  • @mdhanifbabul1896
    @mdhanifbabul1896 17 днів тому +1

    শুধু ঢাকায় কেন চট্টগ্রামে বেশি দরকার।

  • @hmismailhossain6082
    @hmismailhossain6082 17 днів тому

    স্যার চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ থানা নারায়ণগঞ্জ এই এলাকায় জিনিস পত্রের দাম অনেক বেশি রাখা হয়, আপনারা চিটাগাং রোড এ অভিযান চালানো দরকার

  • @ebrahimkhalil5440
    @ebrahimkhalil5440 17 днів тому +1

    দ্রব্য পণ্যের মূল্য কমানোর জন্য সিন্ডিকেট ভাঙ্গতে হবে। অসাধু ব্যবসায়ীদের কে আইনের আওতায় আনা হোক।

  • @MOhammadRubel-oi7ss
    @MOhammadRubel-oi7ss 16 днів тому

    স্যার আমাদের মতলব উত্তরে দোকান আছে সে কোম্পানি রাখে এবং দাম বেশি রাখে অভিযান চালানো দরকার মতলব উত্তর সর্দারকান্দি বাজার

  • @mominul997haque3
    @mominul997haque3 17 днів тому

    এখানে দোকানদার ও ঠিক আছে, ভোক্তা অধিকারের কর্মকর্তাও ঠিক আছে

    • @dailyissuesbd
      @dailyissuesbd  17 днів тому

      অপরাধ না থাকলে ভোক্তা অধিকার তাকে সেলুট জানায়

  • @mdfakhruldubd2088
    @mdfakhruldubd2088 17 днів тому

    R chinta nai software ber hoye gese only apply koren 1 day o r kono shop e jete hobe na

  • @EmonAmin
    @EmonAmin 17 днів тому +1

    বড় জায়গায় এরা অভিযান চালায় না।।

  • @NadiyaNisi-w8v
    @NadiyaNisi-w8v 17 днів тому +1

    দোকানদার টিক কথা বলছেন। জায়গা মত গিয়া ধরেন। তিনদিন আগে ২৪/৮/২৪ জেই বস্তা ২৮০০টাকা ছিল।আজ ২৭/৮/২৪ সেই বস্তা ২৯০০ ।এটা দেখতে আহ্বান জানাচ্ছি।

  • @shunamonidas7025
    @shunamonidas7025 17 днів тому

    ঢাকা যাত্রা বাড়ীতে আনেক দাম বেশি

  • @mdkoddos3167
    @mdkoddos3167 17 днів тому +2

    ভুক্তা অধিকার এর চেয়ারম্যান সহ মুন্সীগঞ্জ আলুর কোল্ডষ্টোরেজ গিয়ে আমাদের দেখালেন আলুর দাম কত কত কোস্টিং আরো অনেক কিছু কিন্ত এভার ২০২৪ সালে আলুর দাম কেনো ৬০/৭০ টাকা হলো ভুক্তা অধিকার অফিস থেকে কেউ কি বলবেন।

    • @Md.SaifulIslam-np4hu
      @Md.SaifulIslam-np4hu 17 днів тому

      তাঁরা প্রথমে বিভিন্ন জায়গায় গিয়ে দেখে প্রকৃত অবস্থা। তারপরে তাদের মোবাইল নাম্বার কালেক্ট করে তাদের থেকে কমিশন নেয় যার ফলে দ্রব্যের দাম বৃদ্ধি পায়। আর ভিডিও করে আমাদের আই ওয়াশ করে। তাছাড়া দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবেন এটা কোন কথা??

  • @showkathali9288
    @showkathali9288 17 днів тому

    You should visit the main dealer first

  • @MD.Ayat-iv3vr
    @MD.Ayat-iv3vr 16 днів тому

    সার এভাবে হবে না জেল দেন আর না দোকান বন্ধ করে দেন

  • @letsgo7740
    @letsgo7740 17 днів тому +1

    কেজিতে চার টাকা লাভ কি বেশি? আপনারা দোকান খুলে বসে জনগণকে কেনা মূল্যে দেন। শুধু লাভটাই দেখেন, কত খরচ করে কত থাকে সেটা দেখেন না।
    প্রতি বছর আপনার বেতন বাড়তেছে। কিন্তু ওই দোকান্দারের লাভ কি বাড়তেছে পুজির তুলনায়?

  • @prodipbiswas7512
    @prodipbiswas7512 17 днів тому +1

    জনগণ এনাকে প্রশ্ন করুক আপনি এত বেশি মাইনে কেন নেন । আপনি কোথায় কত খরচ করেন হিসেবে দেন । আইন ভালো কিন্তু আইনের অপব্যবহার ভালো নয়।

  • @mdfakhruldubd2088
    @mdfakhruldubd2088 17 днів тому

    Era je jat everyday every shop e 10000 kore jorimana lagbe

  • @user-ez4fr3xv2b
    @user-ez4fr3xv2b 17 днів тому

    Rice mill corapted

  • @mdmn2011
    @mdmn2011 15 днів тому +1

    ছোটখাটো এগুলোরে না ধরে বড় দানবগুলোরে ধরেন।এরা বেশির থেকে বেশি হলে কয়টাকা ইনকাম করবে?সর্বোচ্চ ৩০-৩৫...কিন্তু যারা বড় ব্যবসায়ী তারা কোটি কোটি টাকা অতিরিক্ত রেট দিয়ে আত্মসাৎ করে।

  • @shaikhnipu9287
    @shaikhnipu9287 17 днів тому +2

    এসিআই ক্মপানি তীর এইসব বড় রাগব বুয়াল ধরেন না ক্যান ভয় পান নাকি

  • @user-ut8wv2zy9h
    @user-ut8wv2zy9h 17 днів тому

    আসসালামুয়ালাইকুম মাদারীপুর জেলা কুনিয়া ইউনিয়ন এবং বাজারের নাম কুনিয়ার বাজার সেই বাজারে এখনো জিনিস পড়তে অনেক দাম ভোক্তা অধিকার অফিসে যারা দায়িত্বে আছে তাদের আহ্বান জানানো হইতাছে ওইখানে অভিযান চালানোর জন্য

  • @MDsaidur-d7j
    @MDsaidur-d7j 17 днів тому

    এগুলার কত দেখি বা এগুলার কি শেষ হবে না

  • @abusufian3789
    @abusufian3789 17 днів тому +1

    এই ভাবে সঠিক তথ্য পাওয়া যাবে না😎😎😎