আমার প্রেম, মন খারাপের বিকেল, একাডেমি, রাসবিহারির মোড়, লেকের ধার, এ শহরের পূব, উত্তর,দক্ষিণ, পশ্চিম জীর্ণ ট্রাম, চাকরি না পাওয়া, সিগারেটের কাউন্টার, মেট্রোতে দেখা সুন্দর মুখটা, হঠাৎই নিজেকে একটু এলোমেলো করে দেওয়া হাওয়া, নতুন কিছু পড়াশোনা করে একটা কাজের চেষ্টা, সবার উপরে এই গানের দিনে যে বাবা, জেঠুরা ছিল তারা আজ আর না থাকা, সব ভালো , না ভালোর নস্টালজিয়া এই গানগুলো তে।এই শহর এ প্রেম সব এই গানগুলো..
কিছু গান এক লহমায় কতো কী যে মনে করিয়ে দেয়! সেইসব বুক ধুকপুক, মিঠে সুখ দুখ, আর বোকা কান্নার গান এইগুলো! আমাদের ছেলেবেলা আর বড়বেলার মাঝের ঝড় ঝাপটার দিনগুলোর সাক্ষী এসব গান! ❣️
Aj Mahalaya. Ghor theke onek dure. Sobar kotha khub mone porchhe. Erokom somoy ei gaan gulo jokhon suni tokhon khub valo lage je amar bhasha ta Bangla. Ki sundor ekta gaan, ki sundor ekta bhasha. Moner khub kachher. Chhoto, boro belar onek kotha mone pore jachchhe. Ami bari jabo. ❤
ছোঁয়া আর ছুঁতে চাওয়া - দুটোর মধ্যে একটা কাঁটাতার তুলে দেয় এই গানটি। যে "ছুঁতে চায়" সেই এই পার্থক্যটা বুঝতে পারে। 2021 সালেও তাই গানটি যেন নতুন করে কোনো প্রেমিককে প্রেমে ফেলে......
২০২৪ সালেও একজন প্রেমিকাকে তাঁর প্রেমিকের প্রেমে ফেলে, সেও তাঁর প্রেমিককে ছুঁতে চায়। মেয়েরাও কামুক হয়, তাঁরাও তাঁর ভালোবাসার মানুষকে ছুঁতে চায়..... যদিও তা সবসময় পূর্ণতা পায় না.... 💔😭💔
শেষবার হয়তো সেই স্কুলে পড়ার সময় শুনেছিলাম...জানিনা কেনো গানটা আজ সারা রাত মনে বাজছিল...এই ভোরবেলা অন্ধকার ঘরে গানটা শুনতে শুনতে বহু বছর আগের কথা যেন আরো বেশি করে মনে পড়ে গেলো...জীবনে এত পরিবর্তন এলো তবু আজও সেই অধ্যায় টা ভুলতে পারলাম না...
প্রেমে পড়া বারন এই নীতিকে ভেঙ্গে দেয় গানটি,,,,শুনলেই মনে হয় হুট করে প্রেমে পড়েছি হয়তো অথবা প্রেমে পড়া উচিত, খুব করে কাউকে ভালোবাসা উচিত,গানের কথার অনুভূতিগুলো মনে প্রবলভাবে কারো জন্য মিলিয়ে নেয় উচিত!অসাধারন একটি গান ♥♥♥
এসব গান মনের নৃভিতে বেঁচে থাকে, অনবরত। আপনি বুঝতেই পারবেন না। আজকে সারা সকাল জুড়ে গানটা মনে বাজছে অজান্তেই। অথচ গানটা শুনিনি বহুদিন, বহু মাস, আজকে সকালেও না। তারপর এই বেলায় হেডফোন গুঁজলাম কানে
"When you come and stand at distance In silence, Where the road bends, The momentary ecstasy of craving to touch you, Bewilders my heart with a queer trance of emotion. I rush towards that deep enthralled moments I rush towards that intense feeling, Wondering if you're a mirage or a guiding star....... The momentary ecstasy of craving to touch you Bewilders my heart with a queer trance of emotion........ When the Sun spreads its shine upon the top of paddy plants, The momentary ecstasy of craving to touch you Bewilders my heart with a queer trance of emotion........ I rush towards that horizon with sheer ecstasy, Wondering if you're a forgotten poetry! The momentary ecstasy of craving to touch you Bewilders my heart with a queer trance of emotion....... "
Beautiful translation of a song which is timeless. When I first heard it so many years back, it was a song I used to sing in my lonely room and in friends' gatherings. It's still those haunting words and the tune that haunts me.
আমার প্রথম যৌবনের দিনগুলোতে এই গানটি যথেষ্ট পরিমাণে প্রভাব বিস্তার করেছিল। আজ ৫০ বছরে পৌছে যখন পেছনের দিকে ফিরে তাকাই গানটি যেন আরও অনেক বেশি ব্যাপক ও অর্থবহ হয়ে ওঠে। আমি অস্বীকার করছিনা সেদিন একটু যেন বেশী দিশেহারা হয়ে উঠেছিলাম।
Those who have given thumbs down are either ignorant of music or are sworn enemies of this guy. This song deserves an award! I am not sure if he has because I have known this guy for 5 mins.
আহা্রে কি অপূর্ব কণ্ঠ কি অপূর্ব গানের কথা!!!! এ-ই গানে হৃদয়ে কম্পন সৃষ্টি করে। এ-ই গানের কোন জবাব নেই। প্রতিটি কথাতে একটা ভীষণ অনুভূতি জড়িয়ে আছে। ❤️❤️🙏🏽🙏🏽
এই গানটা সব সময়ের গান..এইটা মন ভালো থাকলেও যেমন ভালো লাগে ঠিক তেমনি মন খারাপ থাকলেও একই রকম লাগে। আজকে আবার শুনলাম বারান্দাতে বসে বৃষ্টি দেখতে দেখতে..😊😊
পুরোনো দীর্ঘশ্বাস পুরোনো না পাওয়া কষ্ট পুরোনো অভিমান পুরোনো সেই নোনা ধরা ছাদের পাচিলের শেষ বিকেলের আলো, বা বৃষ্টি ভেজা মাটির গন্ধ, পুরোনো না বোঝা বোকা মন টা, সোনাঝুড়ির ছায়ায় নীচে রোদের লুটোপুটি নতুন ভালোলাগার বিহ্বলতায় নিজেকে হারিয়ে ফেলা, সব সব সব মনে পরে যায় এক লহমায়❤️ ভালো থেকো প্রিয় গান গুলো
Ai gaan ta Anindya Bose nije amder University r 'Sanskriti' te geyechilen...tokhn thekey gaan ta valo lage.....apnar voice ta darun...r apni o charming chilen kub💓
ফেলে আসা বিকেল গুলো, স্কুলের বন্ধুরা, ছেলেবেলার সুন্দর মুহূর্ত, কান্না, হাসি, প্রিয় শিক্ষকের ব্যাচ ছেড়ে আসার সেই মন খারাপ, যার বন্ধু হতে চাইতাম তার বন্ধু হতে না পারার দুঃখ, যাকে প্রথম ভালো লেগেছিল,ভালো বেসেছিলাম তাকে না পাওয়ার সেই যন্ত্রনা,, প্রথম হৃদয় ভাঙার সেই অনুভূতি,, প্রথম রাত জাগা, ব্যর্থ চোখের জল ....সব কিছুই যেন অবচেতন মনে উঁকি দেয় আর সেই চিনচিনে ব্যাথা......জানিনা কি আছে গানটার মধ্যে, জীবনে যতই পরিবর্তন আসুক না কেনো ,কোনায় পড়ে থাকা ধুলো মাখা বইটার মতো এসব যেনো থেকেই যায়,,,,আর সেসব মনে করিয়ে দেয় এই গানগুলো❤
স্কুলের শেষ বেলায় অনেক টা আবেগ আর অনেক টা আশা নিয়ে সোনা গান গুলোর মধ্যে একটি। বর্তমানে আমি কাকুবয়সী কেউ অনেক টা ব্যাস্ততার মাঝে খুঁজে পাওয়া সেই আবেগ আর আশা আজও সেই ❤❤
গানটার সাথে সাথে কমেন্টস গুলো পড়ছিলাম এত সুন্দর তাদের লেখা আহা আমি সত্যি ই মুগ্ধ। আমার হয়ত এই গানের জন্য অনেক অল্প বয়স , তবুও হয়তো কিছুটা হলেও বুঝি ।।❤❤❤❤
It's 2021, September ar ami aajo ei gaan ta shune relate kori nijer life er kichu muhurto. Ei gaan ta emon ekti gaan jeta both upset or happy mood e je keu relate korte parbe ❤️
ভালোবেসেছিলাম একবার, ভালো ছিলাম একবার ; সেই অনুভূতিটা এখনো শহরের ভিড়ে খুজে বেড়ায় , জানি পাবোনা তবুও মনে রাখার চেষ্টা। গানটা মনের কোণে এখন গভীর ভাবে জমে আছে ঈশান কোণের সূর্যের মতো। হারাতে চায়না আবার ফিরে পেতেও মন চাই না.. 🍁🍁🍁
Gaaye Kaata dey gaan ta sunle. School life er gaan aj o favourite. Life e pressure onek bere gele ektu time ber kore chokh buje ei gaan ta sunte hoy. ❤❤❤
ছোটবেলায় এই একই গান রেডিও তে শুনতেই ঘ্যানঘ্যানে বিরক্তিকর লাগতো... আর আজ বহুবছর পর ইউটিউবে এসে অনেক কষ্ট খুঁজে বের করে কানে হেডফোন গুঁজে চোখ বুজে এক অন্যন্য প্রশান্তি পেতে চাই।
পৃথিবীর সমস্ত অমর সৃষ্টি গুলো যেন এমনই হয়, অনেক কিছু বোঝাতে চাওয়া আর অনেক কিছুই না বলতে পারার মাঝে একটা জায়গায় অবস্থান করে, যেখানে শুধুই কল্পনার আবাস আর স্বপ্নের অবাধ বিচরণ।
স্কুল লাইফ থেকে শোনা শুরু এখনো শুনে চলেছি, ভবিষ্যতেও শুনবো, আর বারবার নিজের ছোটো বেলার নস্টালজিয়া তে ফিরে যাবো... অনিন্দ্য দা ❤️ আমি ও ছুটে যাই সে দিগন্তে ...... যারা গানটা শোনো তাদের সবাইকে অনেক ভালোবাসা...
যখন.. নীরবে দূরে, দাঁড়াও এসে যেখানে পথ বেঁকেছে। তোমায় ছুঁতে চাওয়া মুহুর্তরা কে জানে কি আবেশে দিশেহারা। আমিও ছুটে যাই সে দিগন্তে, আমিও ধেয়ে যাই কি আনন্দে। তুমি কি মরীচিকা নাকি ধ্রুবতারা! তোমাকে ছুঁতে চাওয়া মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশেহারা।। ......
এই গানটি একটি আবেগ! ভালোবাসা! অনিন্দ্য এর আরো অনেক বেশি সম্মান পাওয়ার দরকার ছিলো.. কিন্তু উনি কারো চটি চেটে নিজের আত্মসম্মান বিসর্জন দেননি বলে যোগ্যতম হয়েও প্রকৃতপক্ষে কিছুই পাননি... তবে আমাদের কাছে অনিন্দ্যদা বাংলা ব্যান্ডের অন্যতম সেরা একজন ব্যক্তিত্ব হয়ে থাকবেন. ভালো থাকবেন দাদা.
কিছু মানুষের চলার পথ গুলো, কেনো জানি না সবসময় হঠাৎ করে বেঁকে যায়, ভেঙে যায় নিজের মুখের প্রতিবিম্ব দেখতে চাওয়া আয়না টা. রাত গুলো দিশেহারা হয়ে মিশে যায় অন্ধকার আবেশে.
Ei gaan to amader somoyer ' Anindo daar' pokhkhei sombhob... ! Kono packaging , branding er dorkaar nei.. Monn ke valo rakhar jonne valo ganer jonne..50 bochor poreo bajbe
এখানে একটা ইউনিক ক্রিয়েশন হয়ে গেছে....এই গানটা। কিছু সৃষ্টি সত্যিই চিরকালীন বাঁচবার জন্য জেগে ওঠে, এ গানটাও তেমন, এরা শাশ্বত সত্যের অরিজিনাল অংশ একেকটা, কোনো জেরক্স কপি নয়।
প্রিয় 'ইন্দু' ধর্মের ভেদাভেদ কবে শুরু হয় কেউ জানে না! তবুওতো সবাই জানে সৃষ্টিকর্তা আছে, শুধু তা রুপ পাল্টে একেক ধর্মে একেক রকম। ওই প্রার্থনার ধরনটাই শুধু আলাদা। শুধু ধর্মের কারনে পূর্ণতা পায়নি আমাদের সম্পর্কটা। যদিও এখন আর যোগাযোগ নেই আমাদের, তবুও ভালোবাসা আছে,থাকবে,থেকে যাবে। আমি এখনও তোমাকে অসম্ভব রকমের ভালোবাসি। 💔🥀
গানটা কাকতালীয় ভাবেই শুনি আগের বছর। তখন থেকে প্রায় নিরিবিলি আসি গানটা শুনতে.. কারো কথা মনে পরে না তবুও দুমড়ে মুচড়ে যায় সব। সবার কমেন্ট পরে হারিয়ে গেলাম। ভালো থাকুক সবাই
বেকার জীবনে বসে আকাশকুসুম ভাবা কিছু সময় সাক্ষী আছে,ভাবলে আজও পিছুটান দেয়,মনে হয় টাইম মেশিনে করে যদি যাওয়া যেতো ঐ সময়ে,না পাওয়ার মধ্যে ও প্রাপ্তি ছিল অনেক।কত লড়াইয়ের সাক্ষী এই গান।
বেড়ে ওঠার দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, সেই সাহসের হদিশ দেয় যেটায় ভর করে ডানা মেলে উড়ে যাওয়া যায় থাকেনা কোনো পিছুটান, সেই ভরসার খোঁজ দেয় যেটা এগিয়ে নিয়ে যায়। মনটা বড়ো আনচান করে ওঠে গানটা শুনলে, কেনো কে জানে...
এই গান গুলো সবার জন্য নয়।সবাই এসবের গভীরতায় ডুবে গিয়ে দিশেহারা হতে পারেনা।।দরকার নেই এসব গানের মিলিয়ন ভিও।এই গান শুধু আমাদের।
Ekdom, sohomot....
একদম
Sadharan kotha jokhan asadharan hoye jai.....khub bhalo bolecho...
Sothik kotha👍
Gan to noy jeno byatha
রাত্রিবেলা ঘরের আলো টা বন্ধ করে গান টা না শুনলে মিস্ সে সময় পুরাতন স্মৃতি, অসাধারণ
আমার প্রেম, মন খারাপের বিকেল, একাডেমি, রাসবিহারির মোড়, লেকের ধার, এ শহরের পূব, উত্তর,দক্ষিণ, পশ্চিম জীর্ণ ট্রাম, চাকরি না পাওয়া, সিগারেটের কাউন্টার, মেট্রোতে দেখা সুন্দর মুখটা, হঠাৎই নিজেকে একটু এলোমেলো করে দেওয়া হাওয়া, নতুন কিছু পড়াশোনা করে একটা কাজের চেষ্টা, সবার উপরে এই গানের দিনে যে বাবা, জেঠুরা ছিল তারা আজ আর না থাকা, সব ভালো , না ভালোর নস্টালজিয়া এই গানগুলো তে।এই শহর এ প্রেম সব এই গানগুলো..
❤❤❤
❤❤❤
Moner kotha 😢
সুন্দর বলেছেন ❤❤❤
Kya baat.
কিছু গান এক লহমায় কতো কী যে মনে করিয়ে দেয়! সেইসব বুক ধুকপুক, মিঠে সুখ দুখ, আর বোকা কান্নার গান এইগুলো! আমাদের ছেলেবেলা আর বড়বেলার মাঝের ঝড় ঝাপটার দিনগুলোর সাক্ষী এসব গান! ❣️
এই সব গানের comments গুলো এত অসাধারণ হয় .. গানটা আরও বেশি জীবন্ত হয়ে ওঠে ..
যদি মরে যাই, বুড়ো হয়ে যাই, যদি অন্ধ হয়ে যায়, তবুও জেনে নিও এ শহরে এ আমার ভালোবাসা আছে। এ শহরে ঘুরে বেড়ায়। ভাল থেকো ভালোবাসা।
ভালো থেকো ভালোবাসা
Aj Mahalaya. Ghor theke onek dure. Sobar kotha khub mone porchhe. Erokom somoy ei gaan gulo jokhon suni tokhon khub valo lage je amar bhasha ta Bangla. Ki sundor ekta gaan, ki sundor ekta bhasha. Moner khub kachher. Chhoto, boro belar onek kotha mone pore jachchhe. Ami bari jabo. ❤
সাধনা ছাড়া যে তোমাকে পেয়ে গেলো,
সে কখনো বুঝবে না তুমি কতোটা মূল্যবান! 💔
Humm akhon ta hare hare ter pacci
💔🙂
❤
ছোঁয়া আর ছুঁতে চাওয়া - দুটোর মধ্যে একটা কাঁটাতার তুলে দেয় এই গানটি। যে "ছুঁতে চায়" সেই এই পার্থক্যটা বুঝতে পারে। 2021 সালেও তাই গানটি যেন নতুন করে কোনো প্রেমিককে প্রেমে ফেলে......
Akdom ❤💫
2023❤
❤
২০২৪ সালেও একজন প্রেমিকাকে তাঁর প্রেমিকের প্রেমে ফেলে, সেও তাঁর প্রেমিককে ছুঁতে চায়। মেয়েরাও কামুক হয়, তাঁরাও তাঁর ভালোবাসার মানুষকে ছুঁতে চায়..... যদিও তা সবসময় পূর্ণতা পায় না.... 💔😭💔
শেষবার হয়তো সেই স্কুলে পড়ার সময় শুনেছিলাম...জানিনা কেনো গানটা আজ সারা রাত মনে বাজছিল...এই ভোরবেলা অন্ধকার ঘরে গানটা শুনতে শুনতে বহু বছর আগের কথা যেন আরো বেশি করে মনে পড়ে গেলো...জীবনে এত পরিবর্তন এলো তবু আজও সেই অধ্যায় টা ভুলতে পারলাম না...
I can relate to your comment! Feelings are precious!
আমার ও এক অনুভূতি,ওই অধ্যায় টা চিতায় ওঠার আগে পর্যন্ত তাড়িয়ে নিয়ে বেড়াবে আমাকে।
Touched 🥲
বাইরে বৃষ্টি!প্রায় অন্ধকার ঘর,কানে ইয়ারফোন, আর "যখন নীরবে দূরে...."!সত্যি ই নীরবে অনেক দূরে অজানায় চলে গিয়েছিলাম!
প্রেমে পড়া বারন এই নীতিকে ভেঙ্গে দেয় গানটি,,,,শুনলেই মনে হয় হুট করে প্রেমে পড়েছি হয়তো অথবা প্রেমে পড়া উচিত, খুব করে কাউকে ভালোবাসা উচিত,গানের কথার অনুভূতিগুলো মনে প্রবলভাবে কারো জন্য মিলিয়ে নেয় উচিত!অসাধারন একটি গান ♥♥♥
Hmm right comment 👍❤️
গান তো নয় যেন হৃদয় দুমরে মুচড়ে উঠে আসা মনের কতগুলো কথা ❤️
এসব গান মনের নৃভিতে বেঁচে থাকে, অনবরত। আপনি বুঝতেই পারবেন না।
আজকে সারা সকাল জুড়ে গানটা মনে বাজছে অজান্তেই। অথচ গানটা শুনিনি বহুদিন, বহু মাস, আজকে সকালেও না। তারপর এই বেলায় হেডফোন গুঁজলাম কানে
একদম তাই। আজ হঠাৎ beer খেতে খেতে মনে হল গান টার কথা। তারপর থেকে মনের মধ্যে বেজেই চলেছে।
Same here
Correct to the power infinity
Aacha valo korechen 😁
সত্যিই ' নিভৃতে ' বেঁচে থাকে ।
"When you come and stand at distance
In silence,
Where the road bends,
The momentary ecstasy of craving to touch you,
Bewilders my heart with a queer trance of emotion.
I rush towards that deep enthralled moments
I rush towards that intense feeling,
Wondering if you're a mirage or a guiding star.......
The momentary ecstasy of craving to touch you
Bewilders my heart with a queer trance of emotion........
When the Sun spreads its shine upon the top of paddy plants,
The momentary ecstasy of craving to touch you
Bewilders my heart with a queer trance of emotion........
I rush towards that horizon with sheer ecstasy,
Wondering if you're a forgotten poetry!
The momentary ecstasy of craving to touch you
Bewilders my heart with a queer trance of emotion....... "
Beautiful translation of a song which is timeless. When I first heard it so many years back, it was a song I used to sing in my lonely room and in friends' gatherings. It's still those haunting words and the tune that haunts me.
Brilliant work ❤️ Patience you have 👍👍
Brilliant❤
@@PayelModak-ef8bs Thanks!
Wow ! 😮❤❤😊
এই গান আমার চোখে জল এনে দেয়, আজ ৮ বছর হয়ে গেল এখনো চোখ খুললে এই গান টাকে হাতরাই, গান টা পুরোনো স্মৃতি গুলো মনে করায়
স্মৃতি গুলো যখন কষ্টে ভরা থাকে.. এই গান টা সেটাকে আরও দ্বিগুণ করে তোলে 😊
তুমি কি মরীচিকা না ধ্রুবতারা.... Makes me sad and happy at the same time... This song is still meaningful for me even after so many years❤️❤️
কি বলবো,এটা কি বিরহের গান? নাকি প্রেমের? কোন মানসিক পরিস্থিতিতে এটা শোনা যায়? আমি দুই রকম পরিস্থিতিতে শুনেছি,দুই জায়গাতেই মিলে গেছে।
Subhro Sarkar biroho 6arao to prem hoyna..etai hoyto gaaner সার্থকতা😊
Darun bolechen dada!!
Ekdm.
Ekdom thik bolechen.konodino purono hbena gaan ti
মন খারাপের রাতে শুনছি
হাজার বছর ধরে মনের পথ ধরে চলবে এই গান। অনিন্দ্য বোস , ধন্যবাদ।
কি অপুর্ব!! মনেহয় যেন হৃদয়ের ভেতরে বাজছে এখনো ❤️❤️
গানটি যতবার শুনি কিছু অজানা পুরানো স্মৃতি এসে নাড়া দিয়ে যায়।
same here for me also
কত কিছু মনে করিয়ে দেয়।।। অপূর্ব সুন্দর একটি সৃষ্টি।।। আজও আমি ছুটে যাই সেই দিগন্তে।।।
আমার প্রথম যৌবনের দিনগুলোতে এই গানটি যথেষ্ট পরিমাণে প্রভাব বিস্তার করেছিল। আজ ৫০ বছরে পৌছে যখন পেছনের দিকে ফিরে তাকাই গানটি যেন আরও অনেক বেশি ব্যাপক ও অর্থবহ হয়ে ওঠে। আমি অস্বীকার করছিনা সেদিন একটু যেন বেশী দিশেহারা হয়ে উঠেছিলাম।
Those who have given thumbs down are either ignorant of music or are sworn enemies of this guy. This song deserves an award! I am not sure if he has because I have known this guy for 5 mins.
মাদকতা কি শুধুই তরলে বা ধোঁয়ায়?এইসব সুর সেই মত্ততা শিরায় মিশিয়ে দেয়।
Anindya Bose Is Truly A Genius ❤️
অসম্ভব ভালো লাগে গানটা, ধন্যবাদ আশা অডিও। বহু বছর পর আবার শোনা গেল।
Ondhokar ghor...akta earphone...r ak rush feel...ufff deadly combination of this song...sorgiyo onubhuti💕💕❤❤❤❤❤
I always miss her while listening to this ❤️ আমি ও ধেয়ে যাই কি নিবিড়ে... তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
Osadharon,sunle mon bhore jai,It takes me to a different world
আহা্রে কি অপূর্ব কণ্ঠ
কি অপূর্ব গানের কথা!!!!
এ-ই গানে হৃদয়ে কম্পন সৃষ্টি করে।
এ-ই গানের কোন জবাব নেই।
প্রতিটি কথাতে একটা ভীষণ অনুভূতি জড়িয়ে আছে।
❤️❤️🙏🏽🙏🏽
শীতকাল,জ্যোৎস্না রাত,ছাদে গিয়ে এই গান...এ যেন এক স্বর্গীয় শান্তি.. কিছু গান হইতো কোনো দিন পুরনো হবে না.....
আহা কল্পনা করেই রোমাঞ্চ জাগছে...☺️
এই গানটা সব সময়ের গান..এইটা মন ভালো থাকলেও যেমন ভালো লাগে ঠিক তেমনি মন খারাপ থাকলেও একই রকম লাগে।
আজকে আবার শুনলাম বারান্দাতে বসে বৃষ্টি দেখতে দেখতে..😊😊
আবেগ, শৃতি, স্বপ্ন, অনুভূতি, জীবনের ছেড়ে আশা সেই শরু রাস্তা গুলো খুব মনে পড়ে।
গায়ক, তুমি সার্থক
কিছু গান কোনদিন পুরনো হয়না...যতবার শুনি ততবার নতুন করে ভালোবেসে ফেলি❤️
এই গান টা যত বারই শুনি মনটা খুব শান্ত হয়ে যায়..
*Pleasant... peaceful... positive*
দারুণ কথা, সুর, গায়কের কণ্ঠ একটা মোহময় আবেশে মন ভরিয়ে তোলে।
খুব প্রিয় একজন মানুষের খুব প্রিয় একটা গান, সে এখন এই দুনিয়ার মায়া কাটিয়ে চলে গেছে কিন্তু এই গান তাকে সারা জীবন মনে করিয়ে দেয়... ভালো থাকিস...
পুরোনো দীর্ঘশ্বাস
পুরোনো না পাওয়া কষ্ট
পুরোনো অভিমান
পুরোনো সেই নোনা ধরা ছাদের পাচিলের শেষ বিকেলের আলো,
বা বৃষ্টি ভেজা মাটির গন্ধ,
পুরোনো না বোঝা বোকা মন টা,
সোনাঝুড়ির ছায়ায় নীচে রোদের লুটোপুটি
নতুন ভালোলাগার বিহ্বলতায় নিজেকে হারিয়ে ফেলা,
সব সব সব মনে পরে যায় এক লহমায়❤️
ভালো থেকো প্রিয় গান গুলো
Darooon
Ai gaan ta Anindya Bose nije amder University r 'Sanskriti' te geyechilen...tokhn thekey gaan ta valo lage.....apnar voice ta darun...r apni o charming chilen kub💓
You are also charming :D
ফেলে আসা বিকেল গুলো, স্কুলের বন্ধুরা, ছেলেবেলার সুন্দর মুহূর্ত, কান্না, হাসি, প্রিয় শিক্ষকের ব্যাচ ছেড়ে আসার সেই মন খারাপ, যার বন্ধু হতে চাইতাম তার বন্ধু হতে না পারার দুঃখ, যাকে প্রথম ভালো লেগেছিল,ভালো বেসেছিলাম তাকে না পাওয়ার সেই যন্ত্রনা,, প্রথম হৃদয় ভাঙার সেই অনুভূতি,, প্রথম রাত জাগা, ব্যর্থ চোখের জল ....সব কিছুই যেন অবচেতন মনে উঁকি দেয় আর সেই চিনচিনে ব্যাথা......জানিনা কি আছে গানটার মধ্যে, জীবনে যতই পরিবর্তন আসুক না কেনো ,কোনায় পড়ে থাকা ধুলো মাখা বইটার মতো এসব যেনো থেকেই যায়,,,,আর সেসব মনে করিয়ে দেয় এই গানগুলো❤
স্কুলের শেষ বেলায় অনেক টা আবেগ আর অনেক টা আশা নিয়ে সোনা গান গুলোর মধ্যে একটি।
বর্তমানে আমি কাকুবয়সী কেউ অনেক টা ব্যাস্ততার মাঝে খুঁজে পাওয়া সেই আবেগ আর আশা আজও সেই ❤❤
এখন ২০২২ সাল, সমান ভাবেই গান টা এখনো আমার হৃদয়স্পর্শ করে...তুমি কি মরীচিকা না ধ্রুবতারা
আমি নিজেই দিশেহারা হয়ে পড়ি যতবারি শুনি এই গানটা
😘😘😘😘
min aruna ki robe se disahara.....
গানটার সাথে সাথে কমেন্টস গুলো পড়ছিলাম এত সুন্দর তাদের লেখা আহা আমি সত্যি ই মুগ্ধ। আমার হয়ত এই গানের জন্য অনেক অল্প বয়স , তবুও হয়তো কিছুটা হলেও বুঝি ।।❤❤❤❤
অতঃপর শেষ হয়ে যায় কিন্তু তৃষ্ণা মিটে না❤️❤️
অন্ধকার ঘরে বসে শুনলে গায়ে কাঁটা দেয় এত বছর পরেও।
Amro
Amro....
Sotti....
It's 2021, September ar ami aajo ei gaan ta shune relate kori nijer life er kichu muhurto. Ei gaan ta emon ekti gaan jeta both upset or happy mood e je keu relate korte parbe ❤️
ভেতরের চাপা কষ্ট রেখে কমেন্ট করে গেলাম😅💔
জানিনা কবে ফিরবো সুখের হালখাতা করতে!
ভালোবেসেছিলাম একবার, ভালো ছিলাম একবার ; সেই অনুভূতিটা এখনো শহরের ভিড়ে খুজে বেড়ায় , জানি পাবোনা তবুও মনে রাখার চেষ্টা। গানটা মনের কোণে এখন গভীর ভাবে জমে আছে ঈশান কোণের সূর্যের মতো। হারাতে চায়না আবার ফিরে পেতেও মন চাই না.. 🍁🍁🍁
💜💜💜
যেখানে পথ বেঁকেছে
তোমায় ছুঁতে চাওয়ার মুহুর্তরা
কি সাবলীল হাহাকার
কি চমৎকার আহবান
প্রিয় ❤️
একসময় এক মানুষের স্মৃতিতে শুনতাম। এখন শুনলে নিজের ঐ পুরানো দিনগুলোর কথা মনে পড়ে ইউনিভার্সিটিতে পড়ার সময়গুলো।
কোন আবেশে ভেসে চলেছি নিজেও জানি না! আজীবন বেচে থাক এসব গান গুলো🖤
অনেক দিন পরে গানটা শুনলাম। নতুন করে আবার সেই পুরাতনের স্বাদ পেলাম। তোমার জন্য রেখেগেলাম একটা মিষ্টি অনুভূতি। গানটা তোমার জন্য রইল...............Jayas💕
Gaaye Kaata dey gaan ta sunle. School life er gaan aj o favourite. Life e pressure onek bere gele ektu time ber kore chokh buje ei gaan ta sunte hoy. ❤❤❤
গানটার মধ্যে একটা ঠান্ডা হাওয়া আছে। আবার একই সাথে একটা উত্তাল সমুদ্র আছে।
ছোটবেলায় এসব গান শুনে কেন মন খারাপ হতো কে জানে। তখন তো জীবনে প্রেম ছিল না, তবুও। ❤️ এখন আর মনখারাপ হয় না, ভালো লাগে।
ছোটবেলায় কিছু গান শুনে কেন মন খারাপ হতো কে জানে। তখন তো জীবনে প্রেম ছিল না।
তবুও এখন আর মন খারাপ হয় না, ভালো লাগে।
একা বদ্ধঘরে এই গানটা শুনে কয়েকদিন অনায়াসে কাটিয়ে দেওয়া যাবে 💗
খুব সুন্দর।।গানটি শোনাবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
Eta amar life er special special special favourite sona. Thanks anindita da. Emon ekta gaan amader upohar dewar jonno
সেই হোস্টেল, সেই fm রেডিও নিঝুম রাত।আর এই গান ke jane ki abese disha hara.
প্রতিদিন ২০/২৫ বার শুনি। আবার ও শুনি। নতুন লাগে। মন ছুঁয়ে যায়। বুকের পাঁজরে ব্যথা অনুভূত হয়। তবুও শুনি। খুঁজে পাই কোথাও নিজেকে।❤
Osadharon ekta gaan ~~~~~~~~~~~ best wishes Anindya
একটা অদ্ভূত ভালোলাগা জড়িয়ে আছে গানটির সাথে... হয়তো সেই জন্যই বারেবারে মুগ্ধ হয়ে যাই গানের প্রতিটি কথায়।❤️😊
Dear Bangla Band Haters, you are requested to listen to this song just once.
🙂
ছোটবেলায় এই একই গান রেডিও তে শুনতেই ঘ্যানঘ্যানে বিরক্তিকর লাগতো... আর আজ বহুবছর পর ইউটিউবে এসে অনেক কষ্ট খুঁজে বের করে কানে হেডফোন গুঁজে চোখ বুজে এক অন্যন্য প্রশান্তি পেতে চাই।
Kichu gan jegulo konodin purono hoyna ❤❤
এতো ভালো গান শুনতে শুনতে কমেন্ট পড়াটা ধৃষ্টতা, চুপ করে গানটা শুনুন।
Anindya...Apnar ..ei gaan ti jotobaar e suni...notun lagey😊😊😊😊
পৃথিবীর সমস্ত অমর সৃষ্টি গুলো যেন এমনই হয়, অনেক কিছু বোঝাতে চাওয়া আর অনেক কিছুই না বলতে পারার মাঝে একটা জায়গায় অবস্থান করে, যেখানে শুধুই কল্পনার আবাস আর স্বপ্নের অবাধ বিচরণ।
বাঙ্গালী হয়ে জন্মানো স্বার্থক। নইলে এই সমস্ত অমুল্য সম্পদ গুলো অধরা রয়ে যেত। ❤️
মন ভালো করা একটা গান।
যতবার ই শুনি আলাদা একটা অনুভূতি হয়।
Majestic! reminded of school-college days when just started to listen to music seriously!
এতো সুন্দর একটি গান।মনটা কেমন যেনো শীতল হয়ে যায়। ❤❤❤
এক অসাধারণ যুগের ফেলে আসা এক অসাধারন গান যা আজও মন ছুৃয়ে যায়
স্কুল লাইফ থেকে শোনা শুরু এখনো শুনে চলেছি, ভবিষ্যতেও শুনবো, আর বারবার নিজের ছোটো বেলার নস্টালজিয়া তে ফিরে যাবো... অনিন্দ্য দা ❤️ আমি ও ছুটে যাই সে দিগন্তে ...... যারা গানটা শোনো তাদের সবাইকে অনেক ভালোবাসা...
Ki asadharon gan.. ekhono tatotai favorite jatota prothome chilo ❤️
যে গান সমস্তটা উজাড় করে গাওয়া হয়েছে, সেটা তো কালজয়ী হবেই..
Great Anindya Sir & Shohor Band ❤️
Jokhon roder i kona....Dhan r i shisje bichiye daye roddurr...Tomay chunte chaoyar muhurto ra ke jane ki aabeshe dishahara...😍😍😍😍❤
যখন.. নীরবে দূরে, দাঁড়াও এসে
যেখানে পথ বেঁকেছে।
তোমায় ছুঁতে চাওয়া মুহুর্তরা
কে জানে কি আবেশে দিশেহারা।
আমিও ছুটে যাই সে দিগন্তে,
আমিও ধেয়ে যাই কি আনন্দে।
তুমি কি মরীচিকা নাকি ধ্রুবতারা!
তোমাকে ছুঁতে চাওয়া মুহূর্তরা,
কে জানে কি আবেশে দিশেহারা।।
......
@S R Shohan হাঁ 😊
দিনগুলো বড়ো মনে পড়ে। ভালো থাকার দিনগুলো। ফিরতে পারলে ভালো হতো।
Evergreen song.... Just brilliant & mind blowing.
অনিন্দ্যর "যখন" আর "অস্থির আয়না" আমার কোরোনা কবজ। কতবার শুনেছি আমার শ্বাস প্রশ্বাসও জানেনা। পারিসের রাস্তায় মাঝরাতে চিৎকার করে গেয়েছিলাম অস্থির আয়না।
এতটাই প্রিয় গান বলে বোঝাতে পারবো না। খুব ভালো লাগে
jhoro hawa sondhebela chade bose achi r ei gaan ta........what a combination
এই গানটি একটি আবেগ! ভালোবাসা!
অনিন্দ্য এর আরো অনেক বেশি সম্মান পাওয়ার দরকার ছিলো.. কিন্তু উনি কারো চটি চেটে নিজের আত্মসম্মান বিসর্জন দেননি বলে যোগ্যতম হয়েও প্রকৃতপক্ষে কিছুই পাননি...
তবে আমাদের কাছে অনিন্দ্যদা বাংলা ব্যান্ডের অন্যতম সেরা একজন ব্যক্তিত্ব হয়ে থাকবেন.
ভালো থাকবেন দাদা.
Ekdom i tai.....jeta deserve kore seta paini...kintu khub valo lagto
কি যে সুন্দর একটা গান! প্রবীণ বয়সেও মন কেড়ে নেয়!💗
তখন ব্যান্ড এর গান এত পপুলার ছিল যে ওইসব গান ছাড়া আর কিছু suntamna... অসম্ভব একটা ভালো আর প্রিয় একটা গান.. ❤️
Takhon Bangla band mane alada ekta jinis....uffff aj o mone porey onno anuvuti hoy
কিছু মানুষের চলার পথ গুলো, কেনো জানি না সবসময় হঠাৎ করে বেঁকে যায়, ভেঙে যায় নিজের মুখের প্রতিবিম্ব দেখতে চাওয়া আয়না টা. রাত গুলো দিশেহারা হয়ে মিশে যায় অন্ধকার আবেশে.
Ei gaan to amader somoyer ' Anindo daar' pokhkhei sombhob... ! Kono packaging , branding er dorkaar nei.. Monn ke valo rakhar jonne valo ganer jonne..50 bochor poreo bajbe
Kindly ektu bolte parben gan ta kobe release korechilo? Ami janina asole
@@poulamighosh5255 Most probably in 2002 in the Month of December.
Sotti....."Amader somoyer gaan" Jotobar shuni nijeke connect korte pari..... Anindo-da r .... Kono packaging ba branding r dokar nei ......
অপূর্ব সুন্দর গানের কথা গুলো , সুর টাও খুব সুন্দর , গান শুনে শুনে মনে করিয়ে দিয়ে গেল আমার শহরের পুরোনো সৃতি ❤
i love listening to this and enjoy singing along even more.. although i suck at it.. thanks for making this..
Love the song too much...remembering lots of memories with my love ...he proposed me with this song...
এখানে একটা ইউনিক ক্রিয়েশন হয়ে গেছে....এই গানটা। কিছু সৃষ্টি সত্যিই চিরকালীন বাঁচবার জন্য জেগে ওঠে, এ গানটাও তেমন, এরা শাশ্বত সত্যের অরিজিনাল অংশ একেকটা, কোনো জেরক্স কপি নয়।
অসাধারণ। 😊
নেশা লাগানো এক সুন্দর প্রেমের গান।♥
প্রিয় 'ইন্দু'
ধর্মের ভেদাভেদ কবে শুরু হয় কেউ জানে না!
তবুওতো সবাই জানে সৃষ্টিকর্তা আছে, শুধু তা রুপ পাল্টে একেক ধর্মে একেক রকম। ওই প্রার্থনার ধরনটাই শুধু আলাদা। শুধু ধর্মের কারনে পূর্ণতা পায়নি আমাদের সম্পর্কটা। যদিও এখন আর যোগাযোগ নেই আমাদের, তবুও ভালোবাসা আছে,থাকবে,থেকে যাবে। আমি এখনও তোমাকে অসম্ভব রকমের ভালোবাসি। 💔🥀
Vai tomar bari kothai??
সে ক্ষেত্রে তোমাদের দুজনেরই উচিত ছিল দুজনারি ধর্ম ত্যাগ করে মানুষ হওয়া।
গানটা কাকতালীয় ভাবেই শুনি আগের বছর।
তখন থেকে প্রায় নিরিবিলি আসি গানটা শুনতে..
কারো কথা মনে পরে না তবুও দুমড়ে মুচড়ে যায় সব।
সবার কমেন্ট পরে হারিয়ে গেলাম।
ভালো থাকুক সবাই
বেকার জীবনে বসে আকাশকুসুম ভাবা কিছু সময় সাক্ষী আছে,ভাবলে আজও পিছুটান দেয়,মনে হয় টাইম মেশিনে করে যদি যাওয়া যেতো ঐ সময়ে,না পাওয়ার মধ্যে ও প্রাপ্তি ছিল অনেক।কত লড়াইয়ের সাক্ষী এই গান।
Ai gan sune amar college life miss korchi...
Love you boss
Stay good
হয়তো আজ ঠিক সন্ধ্যে ৬টা ২২মিনিটে আমার মতো আমার কোনো কাছের মানুষও এই গানটা শুনতে শুনতে অতীতের কোনো ঘটনা মনে করে কেঁদে চলেছে আমার অজান্তেই ...
বেড়ে ওঠার দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, সেই সাহসের হদিশ দেয় যেটায় ভর করে ডানা মেলে উড়ে যাওয়া যায় থাকেনা কোনো পিছুটান, সেই ভরসার খোঁজ দেয় যেটা এগিয়ে নিয়ে যায়। মনটা বড়ো আনচান করে ওঠে গানটা শুনলে, কেনো কে জানে...