আমাকে ভুলে যাওয়া যার পক্ষে সহজ💔Amak vule jawa jar pokhe sohoj|kobita:amk vule jawa jar pokhhe sohoj

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • আমাকে ভুলে যাওয়া যার পক্ষে খুব সহজ, আমি চাই সে আমাকে এই মুহূর্তে ভুলে যাক
    লেখা: অমিত ডিট্টু
    কন্ঠ: কাজল সরকার
    কবিতাঃ আমাকে ভুলে যাওয়া যার পক্ষে সহজ 😢 💔
    লেখাঃ অমিত ডিট্টু
    কণ্ঠেঃ কাজল সরকার
    kobita:amk vule jawa jar pokhhe sohoj
    writing:collected
    voice_Kajal sarkar
    আমাকে ভুলে যাওয়া যার পক্ষে সহজ😢💔Amak vule jawa jar pokhe sohoj|কাজল সরকার
    আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ❤️☺️
    #লিরিক্স
    #lyrics
    #lyrics_whatsapp_status
    #ভুলে_যাওয়া
    #viralkobita
    #sad
    #love
    #poetry
    #art
    #ব্যর্থ_প্রেমের_গল্প
    #ব্যর্থ_প্রেমিক
    #ভালোবাসার_গল্প
    #বিচ্ছেদের_কবিতা
    #বিচ্ছেদ
    #বিচ্ছেদ_করার_সহজ_উপায়
    #বিচ্চেদ_প্রেমিকা
    #emotional
    #emotionalstory
    #emotionalstatus
    ❤️❤️❤️❤️❤️💔💔💔💔❤️❤️❤️❤️❤️
    আমাকে ভুলে যাওয়া যার পক্ষে খুব সহজ, আমি চাই সে আমাকে এই মুহূর্তে ভুলে যাক।
    আমার সাথে কথা না বললেও যার কিচ্ছুটি যায় আসে না, আমি চাই তার সাথে আমার আর কক্ষনো কথা না হোক।
    আমার অভাব যাকে বিচলিত করে না, যার আমাকে ছাড়া দিব্যি চলে যায়, আমি চাই তার জীবনে আমার অনুপস্থিতি শাশ্বত হোক।
    আমার অভিমান, আমার কান্না, আমার নির্ঘুম রাত যাকে বিন্দু মাত্র স্পর্শ করতে পারে না, আমি চাই তার আঙুল আর কোনওদিন আমার আঙুল স্পর্শ না করুক।
    -তাতে আমি কষ্ট পেলে পাই, ভেঙে গেলে যাই, একলা হলে হই।
    আমি সহজে সরে যাই না। সরালেও সরে যাই না। থাকলে খুব শক্ত করে হাতটা ধরে থাকি। থাকলে আমি আমার সবটুকু দিয়ে থাকি।
    কারোর অনেক কিছুতে খারাপ লাগলেও নিজেকে বোঝাই যে আমরা কেউই নিখুঁত নই, ভুল তো সবারই হয়।
    আবার সুযোগ দিই এবং থেকে যাই। অসংখ্য ট্রমায়, লক্ষ বার ক্ষমায়, অন্তহীন দাঁড়ি কমায় থেকে যাই।
    আমি হারিয়ে যাই না।
    কিন্তু আমাকে একবার হারিয়ে ফেললে ফের খুঁজে পাওয়া দুষ্কর হয়ে ওঠে। চাইলে এই পৃথিবীর ৭৫০ কোটি মানুষের মধ্যে ৭৪৯ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ জনকে খুঁজে পাবে।
    কিন্তু, আমাকে পাবে না।
    নিজের উপস্থিতির অবহেলা সহ্য করার চেয়ে, তার অনুপস্থিতির নীরবতা ঢের ভালো।
    আর মন থেইক্যা দূয়া করি --
    আমারে যে ছাইড়া গেছে, তারে যেন কেউ ছাইড়া না যায়।
    যে ব্যথায় আমার অন্তর জরজর, ওই ব্যথা যেন সে মানুষ টা না পায়।
    সে যেন না বুঝে, কেমন জ্বালা এই বিষে-
    আমারে যে ভালোবাসে নাই, তারে যেন কেউ ভালোবাসে।
    #ভুল_প্রেম
    #ভালোবাসা
    #viralkobita
    #poetry
    #viralkobita

КОМЕНТАРІ •