ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা, গাজীপুর

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 251

  • @Pathabahar
    @Pathabahar Рік тому +2

    অসাধারন যায়গা

  • @rooftop1083
    @rooftop1083 4 роки тому +13

    জায়গা টা সুন্দর কিন্তু সেটা উচ্চবিত্ত দের জন্য , মধ্যবিত্ত দের জন্য নয়।

  • @আশারআলো-র১ফ
    @আশারআলো-র১ফ 4 роки тому +2

    আসসালামু আলাইকুম।আমি আগে ২০১৫ সাল থেকে একজন ক্যান্সারের রোগি ছিলাম আলহামদুলিল্লাহ এখন ক্যানসার মুক্ত হয়ে ভালো আছি তবে ডাক্তার বলেছেন ক্যান্সারের জন্য আমার আরও অনেক জটিল রোগগুলো হয়েছে। এর জন্য আমার ডান কানের ও দুই চোখের সমস্যা রয়েছে। কয়েকমাস আগে আমার নিউমোনিয়া হয়ে দুই ফুসফুসে পানি জমে। তাই হাসপাতালে কিছুদিন যাবত ভর্তি ছিলাম। করোনা লকডাউনের কারণে এবং টাকা পয়সার প্রব্লেমের কারনে এখনও ডাক্তার দেখাইতে পারি নি। ডাক্তার বলেছেন আমার ডান কানে জরুরি অপারেশন করানো দরকার।কারন আমার ডান কানে ছিদ্র আছে। তা না হলে হাড্ডিতে ইনফেকশন হয়ে যাবে। আমার বাবা যেই কাজ করেন তা হলো একজন বাবুর্চির রান্না করা খাবার এর লাঞ্চবক্স দোকানে দোকানে পোঁছে দেয়া।এই কাজ করে আমার বাবা পরিবারে সচ্ছলতার সহিত চলতে পারে না। আমাদের প্রতি মাসের ঘরভাড়াও প্রতি মাসে পরিশোধ করতে পারেন না। আমার মায়ের ঔষধ লাগে প্রতিদিন। তাই যদি সম্ভব হয় আমাদের পরিবারকে কেউ কিছু সাহায্য করবেন।আমরা ভিক্ষুক না তবে পরিস্থিতির স্বীকার।আমাদের মোবাইল নাম্বার ০১৯৯৬৭৭৭৬৯৬। আপনারা কেউ চাইলে আমার চিকিৎসার যাবতীয় সব কাগজ পত্র দেখতে পারেন বা আমাদের বাসার ঠিকানায় এসে যাচাই করতে পারেন। কেউ সাহায্য না করতে পারলে দোয়া করবেন তবে অযথা ফোনে কল দিয়ে ডিসটার্ব করবেন না।মনে রাখবেন আমি আপনাদেরই একজন মুসলমান বোন।আপনারা সবাই যে যার অবস্থান থেকে যা পারেন যার যার সাধ্য অনুযায়ী দেয়ার চেষ্টা করবেন আমাদের বিকাশ নাম্বারে (০১৭৭৬৪৬৪৩২৮)। এর বিনিময়ে আল্লাহ ইহকালে ও পরকালে আপনাদেরকে উত্তম প্রতিদান দিবেন ইন শা আল্লাহ।

  • @sajjadfahim55
    @sajjadfahim55 4 роки тому +2

    Super Super

  • @beautifulbdland
    @beautifulbdland 4 роки тому +1

    ❤❤❤❤❤মাশাল্লাহ ভালো লাগলো। দারুণ হয়েছে আপনার ভিডিও ❤❤❤❤

  • @BDFamilyVlogs
    @BDFamilyVlogs 5 років тому +4

    বাহ! অনেক সুন্দর। খুব ভালো লেগেছে।

  • @SABINAYEASMIN-cs4tn
    @SABINAYEASMIN-cs4tn 4 роки тому +2

    দেখেইতো নিলাম,

  • @mithumiah224
    @mithumiah224 2 роки тому +1

    Probesh ticket kotu tk ??

  • @jewelmd6741
    @jewelmd6741 4 роки тому +2

    Thanks video kore dekhanor jonno

  • @AmirHasan-ef1cq
    @AmirHasan-ef1cq 5 років тому +12

    beautiful , but very expensive for meddle class people .

  • @sazzadriyad6315
    @sazzadriyad6315 3 роки тому +3

    রাতে না থেকে সকাল-সন্ধ্যা শুধু ঘুরাঘুরি করব আর লাঞ্ছ করব, সেটা কি সম্ভব এখানে ?

  • @sirajulislamsiraj6229
    @sirajulislamsiraj6229 5 років тому +4

    আলহামদুলিল্লাহ গিয়েছিলাম। আপনি যে রুমটিতে ছিলেন আমিও ওইটাতেই ছিলাম। রুমটির নাম ড্যাফোডিল। অত্যন্ত চমকপ্রদ একটা জায়গা।

  • @riseandshine70
    @riseandshine70 5 років тому +34

    ১ রাতের জন্য ১৬ হাজার?মধ্যবিত্তের নাগালের বাইরে

  • @silvervisionmedia3115
    @silvervisionmedia3115 4 роки тому +2

    বাংলাদেশে এতো হাই রেটে রিসোর্ট আছে জানতাম না

  • @LalSabujOne
    @LalSabujOne 4 роки тому +2

    আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক ভালো লাগলো

  • @ultraviews3698
    @ultraviews3698 4 роки тому +2

    16 hazar diye
    Malaysia 5 star resort a 4-5 night Thaka jabe
    Fucking expensive

  • @alinabugna4712
    @alinabugna4712 3 роки тому +1

    সরকারের নামের পাশাপাশি,বাংলাদেশে যতো গুলি সেতু থেকে নিয়ে রাস্তা গাট
    আছে, সব কিছুতেই, সমস্ত কর্ম কর্তা এবং কর্মচারীদের
    নাম এবং ছবি শেখ পাথর দিয়ে প্রতিটি জায়গায় লিখা
    থাকে এবং যেন কখনও নষ্ট কিংবা সহজে মুছে না যায় মতো করে লিখার জন্য আবেদন জানচ্ছি আমরা! কারণ তারা যেন অন্ততপক্ষে গর্ব করে
    বলতে পারে নিজের জন্য কিছু করতে না পারলেও কিন্তু,
    দেশের জন্য করে হলেও নিজের জিবনকে ধন্য এবং
    গর্ব করি ! সামান্য বেতনে খেটে, দেশ এবং দেশের জনগণের উপকৃত এবং উজ্জল করার জন্য ! এবং ছবি
    আর নাম লিখা থাকলে, এতে
    দেশের আর একটি আকৰ্ষনীয় এবং সুন্দর্য বেড়ে যাবে আর কর্মচারিগণদের মন আনন্দের সহিত কাজ করবেন !
    বাংলাদেশের প্রতিটি সাগর পারে বাগানের মতো করে তাল গাছ এবং নারিকেল গাছ লাগিয়ে নিছে বিভিন্ন রকমের ছোট, ফুলের গাছ লাগিয়ে এবং এই ভাবে প্রতিটি রাস্তার দুপাশে নারিকেল গাছ এবং তাল গাছ লাগিয়ে পরিবেশ সুন্দর, মজবুত করুণ এবং এতে দেশের গরমের তাপমাত্রা কমিয়ে আসবে এবং পরিবেশকে শুরক্ষিত করে অক্সিজেন বাড়াবে । এবং গরিবদের, ব্যেকার সমস্যা দুর হবে এবং সগর পারে পর্যটকদের জন্য গরমের দিনে তাল এবং গাছের ছায়য়া, গাছের বাতাস আর নারিকেল এর
    ঢাব সহজে পেয়ে উপকৃত হবেন এবং দেশের আরও
    একটি বড়ো ইনকাম বাড়ে দেশ হবে আরও উপকৃত
    আরও সুন্দর আরও রোমান্টিক ।
    আর সত্যি যে সব সগর পারে ঘর আছে এবং ঘরের বিতরে টয়লেট ছাড়া, নরমাল একটি ঘর সেই ঘর গুলোকে বিউটিফুল
    সুইট বলা বা লিখা খুবই হাস্যকর,যে সব দিকে এলোমেলোভাবে পরিবেশ দেখাযা যাচ্ছে কিন্তু বাংলাদেশের কিছু জনগণ কজের অভাবে বিখ্যা করিতেছে, এবং ধর্ম ব্যবসাই জংলী আলেমরা নিরিহ জনগণের গাড়ে বসে শ্রমেরর রক্ত সুসে না খেয়ে, তাদেরকেও ভালো একটা বেতন দিয়ে যেইসব এলোমেলো নোংরা পরিবেশ গুলো, সুন্দর ভাবে
    সাজিয়ে, পরিস্কার পরিছন্নকরে রাখলে দেশে টুরিস্টএর
    দিয়ে বিরাট একটি ইনকাম পাওয়া যাবে ।

    • @bisshobilash8289
      @bisshobilash8289  3 роки тому

      আপনার প্রতিটা কথা সুন্দর এবং ভালো। আপনি কি মনে করেন এদেশের কর্তাব্যাক্তিরা সৌন্দর্য বোঝেনা? কিংবা কিভাবে কি করলে দেশ ভালো হবে সেটা জানেনা? এদেশের সরকারি তৃতীয় শ্রেনীর কর্মচারীরাও বছরে অন্তত তিনবার বিদেশ ঘোরে। আসলে সবই জানে কিন্তু এদেশ নিয়ে সত্যিকারে কেউ ভাবেনা। সবাই ব্যাক্তি স্বার্থ আর দেশের ক্ষতি করে নিজের সম্পদ গড়ায় ব্যাস্ত। এদেশের মানুষকে দিয়ে এমন স্বপ্ন বিলাসিতা।

  • @rahmatislam2662
    @rahmatislam2662 5 років тому +2

    অনেক ধন্যবাদ,,
    এত সুন্দর ভিডিও র জন্য

  • @sajidulislam5325
    @sajidulislam5325 5 років тому +4

    sotti onek sundor!!

  • @muziburrahman5945
    @muziburrahman5945 5 років тому +4

    ভাল লাগে, যখন দেখি এসব আয়োজন বাংলাদেরই অভ্যন্তরে।

    • @Pathabahar
      @Pathabahar Рік тому

      ঠিক বলেছেন স্যার

  • @nazmurrahman7784
    @nazmurrahman7784 5 років тому +77

    বিদেশ থেকে বাংলাদেশে হোটেলের ভাড়া বেশি । জন প্রতি ৫৫০০০টাকা খরচ করলে আসা যাওয়া হোটেল ভাড়া সহ ব্যাংকক/পুকেট এক সপ্তাহ ঘুরে আসা যায় । এত দাম দিয়ে দেশি রিসোর্টে কেন যাব।

    • @abuansarmdameer-ulkamal133
      @abuansarmdameer-ulkamal133 5 років тому +3

      কথাট সত্য ।

    • @bisshobilash8289
      @bisshobilash8289  5 років тому +11

      যারা ঘুড়তে পছন্দ করে তারা বেড়ানোর জন্য দেশ আর বিদেশকে আলাদা করেনা, নতুন যায়গা তাদের কাছে আসল বিষয়। প্রতিটি যায়গার আলাদা স্বাতন্ত্র বৈশিস্ট এবং আলাদা সৗন্দর্য থাকে। যারা ট্রাভেলার তারা টাকার চিন্তাটাও কম করে। তবে যারা বহু কষ্টে সারা বছর ধরে কিছূ টাকা জমায় একবার ঘোড়ার জন্য তাদের কিছু নির্দিষ্ট পছন্দ থাকতেই পারে। আমি ব্যাংকক, ফুকেট, ইন্দোনেশিয়া, মালয়শিয়া, লংকাউই যেতে যেমন পছন করি তেমনি শেরপুরের মধুটিলা, গাজিপুর কিংবা দেশের বহু যায়গায় যেতেও পছন্দ করি।

    • @nazmurrahman7784
      @nazmurrahman7784 5 років тому +18

      @@bisshobilash8289 আমার প্রশ্নটা ওখানে না। আমার প্রশ্ন ছিল compare to other country, বাংলাদেশের tourist place গুলোতে হোটেল ভাড়া বেশি । এমনকি আমেরিকাতেও হোটেল সস্তা । আমি Orlendo, Florida তে 3 star resort এ ৩০,০০০ টাকায় দুইটা double bed এর family room এ পাঁচ দিন ছিলাম । যেটা বাংলাদেশে অবিশ্বাস্য এবং সম্ভব নয় ।

    • @bisshobilash8289
      @bisshobilash8289  5 років тому +13

      @@nazmurrahman7784 সেটা কি শুধু হোটেলের ক্ষেত্রেই? এটাতো পুরো দেশটার চরিত্র। সুযোগ পেলেই দান মারা চিন্তা। এদেশের কাস্টমার, ইউজার, টুরিস্ট, যাত্রী, ইম্পলই, স্টুডেন্ট কোন ক্ষেত্রে ফ্রেন্ডলি বলেন তো? । ঈদ এলেই পোশাখের, খাদ্যের দাম বেড়ে যায়, টুরিস্ট স্পটে হোটেল, খাবার সবকিছুর দাম বেশী থাকে। এগুলা হচ্ছে অন্যকে ঠকিয়ে লোভীর মতো নিজে বেশী লাভবান হওয়া। এইখানে কি বলার আছে বলেন? কিন্তু তাই বলে বেড়ানোকি কখনো বন্ধ হবে?

    • @marufgoldenboiler4535
      @marufgoldenboiler4535 5 років тому +5

      @@bisshobilash8289 vai sei jonno ai sob deshi jayga te jai na r apnader moto taka ola public ra agula te jaoya bad dile arao line aste badho hobe.

  • @bisshobilash8289
    @bisshobilash8289  5 років тому +18

    যারা ভিডিওটা দেখছেন যদি কষ্ট করে একটা লাইক দেন তো সন্মানিত বোধ করবো। আপনাদের জন্য এই ভিডিও, কষ্টের স্বার্থকতা আপনারাই দিতে পারেন। আর চ্যানেলটা সাবসক্রাইব করলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ধন্যবাদ।

    • @onlyu8633
      @onlyu8633 5 років тому

    • @sabitsaad1751
      @sabitsaad1751 4 роки тому

      সুন্দর কিন্তু এক দিনের রুম ভাড়া অনেক, অনেক,বেশি আর খাবারে কথা ত চিন্তাই করা যায় না...লাল মরিচের ভতা আর এক কাপ ডাল পাতলা যে গুলো হোটেলে খেলে ফ্রিতে দেয় আমরা খাই না আর এক প্লেট ভাত ১৮০০/ টাকা বিল...ওরে বাবারে আমাদের জীবন শেষ।আর ফ্রি ফ্রি বলেন না....আপনারা তো রুম ভাড়ার সাথেই সব খেয়েদিয়েছেন।আসলে বাংলিরে একটু কমিয়ে দিলে সব সময় খালি পরে থাকত না...প্রতি সাপতায় একদিনের জন্যে ঘুরে আসতাম ফ্যেমিলি নিয়ে।

  • @md.manjurulislamkhan4684
    @md.manjurulislamkhan4684 3 роки тому +2

    Price is too much high. I stayed there two night. Food is not upto the mark also.

  • @mayenmayem4032
    @mayenmayem4032 3 роки тому +2

    Wow

  • @islamsheik221
    @islamsheik221 5 років тому +11

    It’s expensive. So better go to cox’s bazaar

  • @syedshofiulhaider3543
    @syedshofiulhaider3543 5 років тому +5

    অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য।

  • @tazmiah2657
    @tazmiah2657 4 роки тому +2

    No dout nice place,but 16k per night it's not worthed.

  • @mdsajib940
    @mdsajib940 4 роки тому +2

    ড্রোন কেমেরা ব্যাবহার করলে ভালো হতো।ধন্যবাদ

  • @সময়টাচলেযাচ্ছে

    গাজীপুর সদর I love Gazipur ♥♥♥♥♥♥♥♥🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @mdnazim790
    @mdnazim790 4 роки тому +3

    I Love Gaziur

    • @mdnazim790
      @mdnazim790 4 роки тому +1

      At ,nazim Gaz , 5/12/2016

  • @marjanajannat3189
    @marjanajannat3189 4 роки тому +2

    Room na niye just gure deka jabe na jaygata?

  • @agontukgaming1786
    @agontukgaming1786 5 років тому +10

    bro 15k is too high... i know it varies but still too high for 1 night... don't you think the same?

  • @mohshinmd8517
    @mohshinmd8517 5 років тому +2

    Love From Bangladesh

  • @bah9036
    @bah9036 4 роки тому +2

    ভালের রেট করছে। একরাতে ৫ হাজার হওয়া উচিত ছিল।

  • @miaimran9630
    @miaimran9630 5 років тому +4

    বাহ বাহ শালবাগান তো দিখিনাই ভিডিওতে দেখতে লাগছিলো ইউরোপের মতোই

    • @KMAzam-zz5ks
      @KMAzam-zz5ks 3 роки тому

      Bastobe aro besi sundor vai. Amar souvaggo hoisilo ek bar office er colleague der sathe jaowar. sotti osadharon ek ta resort. monei hobe na eta Bangladesh a. But the cost is too high.

  • @hasanbhuiyan4
    @hasanbhuiyan4 5 років тому +12

    ১৬০০০ টাকা হলে পুরা পৃথিবী ঘুরে আসা যাবে। বিদায় পিতিবি

  • @sajolsarkar4968
    @sajolsarkar4968 4 роки тому +3

    hoga mara sara ostad . par night 16K hole , koilam na ar

  • @md.jahangirchowdhury4941
    @md.jahangirchowdhury4941 5 років тому +4

    Hotels Grand suntan onek soondor.

  • @lifenjoy4044
    @lifenjoy4044 5 років тому +1

    নাইস।

  • @ridoyahamed2883
    @ridoyahamed2883 5 років тому +4

    Awesome....❤️👌

  • @ratulhassan5024
    @ratulhassan5024 4 роки тому +2

    Video frequency অনেক কম।

  • @30_saifurrahmanmazumdar19
    @30_saifurrahmanmazumdar19 5 років тому +2

    16k hole sajeke 2 jon aramce er ceye best place e theke asha jay...akebare natural

    • @riseandshine70
      @riseandshine70 5 років тому

      সেটাই।এত টাকা লাগে না

  • @aminulislamofficial8663
    @aminulislamofficial8663 3 роки тому +2

    খরচ কত পরে ভাই

  • @riponmia7517
    @riponmia7517 4 роки тому +3

    গাছ গুলো কেটে সাবাড় করা হয়েছে।

  • @mokta4857
    @mokta4857 4 роки тому +2

    আগে ভিডিও রেকর্ড পরে কথা কেমনে এড করে,কারো জান থাকলে বলবেন

  • @mohammadimtiajurrahman4854
    @mohammadimtiajurrahman4854 5 років тому +3

    Awesome but room rent is too high.

  • @labannarahman4994
    @labannarahman4994 4 роки тому

    Giye gure asha jay na.. as like room na niye saradin gure berabo.. thn back korbo

  • @delwarhossain9758
    @delwarhossain9758 5 років тому +2

    not bad, so we or our country should work hard for everyone say Bangladesh is beautiful, so we should not cut the tree

  • @chayonsrabon6625
    @chayonsrabon6625 5 років тому +20

    ১৬ হাজার টাকা নিয়ে বউ কে নিয়ে Cox’s Bazar যাইতেছি হা হা হা

    • @darkshadow1133
      @darkshadow1133 4 роки тому +1

      Cox's bazar e 2000 taka niyao jaoa jae.....cost depends on resort....vlo resort e thakle cox's bazareo 16/20 cost kore aste parben...eikhane hashir kisoi nai

  • @dzurriyyatilizzah8393
    @dzurriyyatilizzah8393 4 роки тому +2

    So very beautiful,

  • @islamerpoth956
    @islamerpoth956 4 роки тому +2

    গাজীপুর কোথায়

  • @ranaripon1005
    @ranaripon1005 4 роки тому +1

    ১৬হাজার টাকা ১ টা রুম 😄😄😄আমি মালায়শিয়া থাকি ।১৬ হাজার টাকা malayasiar 800 ringit।ছো এমোন ৮০০ ringit হলে অমোন জায়গাই ১ সপতা থাকা জাবে

    • @bisshobilash8289
      @bisshobilash8289  4 роки тому

      জি এটা যার যার মর্জি। কেউ এই টাকায় সুন্দর পরিবেশে পরিবার সহ এক দিন থাকবে আবার যার ইচ্ছা একই টাকায় অন্যত্র 7 দিন থেকে আসবে। টাকা যার ইচ্ছা তার।

  • @farhanshuvo7022
    @farhanshuvo7022 5 років тому +3

    ভাই আমরা যদি রাতযাপন নাগপুরি তাহলে কি রকম খরচ হতে পারে ঘুরতে গেলে

  • @durjoyselim4258
    @durjoyselim4258 4 роки тому +1

    একটু বলবেন পিলিজ

  • @mdbokulhossain916
    @mdbokulhossain916 5 років тому +7

    সারাদিন থাকবো কতো খরচ হবে.... রাতে থাকবো না......please janaben????

  • @md.fahadrahman1961
    @md.fahadrahman1961 5 років тому +3

    Tk kotha bole.... Joleshori awsome

  • @rajahossain5432
    @rajahossain5432 4 роки тому +1

    এতো কম

  • @mdmustakimmdmustakim3751
    @mdmustakimmdmustakim3751 5 років тому +1

    Bangladesh is beautiful I like to bangladesh ❤❤❤

  • @rkrtv5408
    @rkrtv5408 2 роки тому

    শুধু ভিতরে প্রবেশ করে দেখতে কত টাকা লাগবে,,,,??

  • @jahidhasan-ue2nt
    @jahidhasan-ue2nt 5 років тому +2

    Wow beautiful

  • @naimurrahman130
    @naimurrahman130 4 роки тому +1

    আমি মনে করছি এটা জার্মান অস্ট্রেলিয়া।না আমার ধারণা ভুল।এটা সবুজের সমারোহ,আমার জন্মভূমি প্রাণেরস্পন্দন,আমার বাংলাদেশ।ভাল থেক বাংলাদেশ।প্রবাস থেকে বড় বেশি মিছ করছি তোমাকে।

  • @mdnayemsarker2235
    @mdnayemsarker2235 5 років тому +3

    আমাদের গাজীপুর এর মতন সুন্দর যায়গা আর কোথাও আছে নাকি ভাইয়া - cost তো বেশি হবেই..

    • @kaziashiqurrahman1129
      @kaziashiqurrahman1129 Рік тому +1

      এর চাইতে ইন্ডিয়তেই অনেক কম খরচ

  • @Myvideodiaryusa
    @Myvideodiaryusa 5 років тому +3

    Nice video, new friend holam, I hope apni o hoben 🔔🔔🔔👍👍👍

  • @mdsafiqul8931
    @mdsafiqul8931 3 роки тому +1

    নাম্বার দেন আমি যাব চাকরী করব

  • @nipunzaman1297
    @nipunzaman1297 4 роки тому +2

    আমি অবিবাহিত কাপলদের পরামর্শ দিবো পদ্মা রিসোর্টে যাবার জন্য! কারণ সেখানে একেবারে ঝামেলাহীন পরিবেশে সাড়ে ৩ হাজারে কটেজ পাওয়া যায়! কেউ কোন প্রশ্ন করবেনা আর বিয়ের প্রমাণ পত্রও দেখতে চাইবেনা!

    • @deadsec3105
      @deadsec3105 4 роки тому

      kothay eita

    • @nipunzaman1297
      @nipunzaman1297 4 роки тому

      Dead Sec এটা মাওয়া চৌরাস্তা থেকে মুন্সীগঙ্জের দিকে যাবার সময় পরবে!

  • @hamidurrahman265
    @hamidurrahman265 5 років тому +1

    er cheye valo sylhet er grand sultan , er cheye kom khoroche r o sundor poribesh.... how funny

  • @sathisaha7283
    @sathisaha7283 4 роки тому +1

    Jhorna koi?

  • @jakiakbar6690
    @jakiakbar6690 5 років тому +2

    একসপ্তাহের কটেজ ভাড়া কত আসবে তিনজনের ফ্যামিলি একই আর খানা খরচ কেমন আসবে টোটাল বলেন

  • @ummeyatiyaa7295
    @ummeyatiyaa7295 5 років тому +2

    Entry fee koto? R khoroch kemon ki detail plz

  • @shanajpervin400
    @shanajpervin400 5 років тому +2

    very nice

  • @hellobro1995
    @hellobro1995 5 років тому +2

    16k dia india gia gurte parmu .....ei resort er modde ki amn speaciality ase je jawa lagbe .......pool chara ar kisui nai .....hudai bawati baji ......avoid this resort and tnx video er maddome onnano manushder socheton korar jonno

    • @bisshobilash8289
      @bisshobilash8289  5 років тому

      আপনার কথা অবশ্যই ঠিক আছে। আমি ইন্ডিয়ার অনেক যায়গায় ঘুড়েছি এবং এই যায়গাটাতেও গিয়েছি। আপনি আমার চ্যানেলের অন্য ভিডিওগুলোতে সেটা দেখতে পারেন। কিন্তু এক এক যায়গার ফিল এক এক রকম। যারা ইন্ডিয়ায় যাবে তারা আবার এই যায়গাটাতেও যেতে পারে। যাদের ঘুড়ে বেড়ানোর নেশা তারা সব যায়গায় যেতেই পছন্দ করে। ইন্ডিয়ার অধিকাংশ যায়গাগুলো সুন্দর কিন্তু আমাদের দেশের সুন্দর যায়গা গুলোতেও আমাদের যাওয়া উচিৎ। আর তা ছাড়া এই রিসোর্ট হচ্ছে সময় ও ঝামেলা বিহীন শর্ট টাইম রিল্যাক্স ভিজিটের জন্য। ধন্যবাদ।

    • @Sharmin-tt6jw
      @Sharmin-tt6jw 5 років тому

      Mistar war you live

  • @theahmedmamun
    @theahmedmamun 5 років тому +4

    ভাই এখানে কি বেস্ট ফ্রেন্ড নিয়ে যাওয়া যায়। বেস্ট ফ্রেন্ড বুঝেন ঐ যে মিতিলা আপুর আছে কয়জন।

  • @001977ify
    @001977ify 4 роки тому +1

    So beautiful resort

  • @BForBorhan
    @BForBorhan 4 роки тому +2

    Valo but comment gular ans dicchen na kn?😑

  • @ilovebahrain3764
    @ilovebahrain3764 5 років тому +3

    Excellent place

  • @rashedkhan2469
    @rashedkhan2469 5 років тому +1

    Drone camera bebohar korle aro balo lagto

  • @rakibmia5878
    @rakibmia5878 8 місяців тому

    গাজিপুর সদর ঢাকা ময়ময়সিংগ রোড ৩নং ওয়াড বাগের বাজার শিল্প পতি এলাকা নলজানি গাম কারো জদি ভাওয়াল রিসোর্ট এর সাথে ধান খেতের জমি লাগে জারা ভালো রিসোর্ট বা বর দরনের কিষি ফাম বা বাগান বারি বা ফেকটুরি করতে পারবো ধান খেত কিনার বালো মালিক থাকলে জানাবেন ২৫/৩০ বিগা হবে চাইলে আরো বারানো জাবে

  • @TheSabbirShow
    @TheSabbirShow 4 роки тому +3

    *ভাই ১৬ হাজার দিয়ে এই বালের ওখানে না গিয়া ২ জন ৭ দিনের সিকিম ট্যুর দিয়ে আসা যাবে*

  • @dreamworld6714
    @dreamworld6714 4 роки тому +1

    This is not a biggest swimming pool in Bangladesh. wrong information

  • @mdsazzadhossen5847
    @mdsazzadhossen5847 5 років тому +2

    ভাই আমি কইদিনের ভিতরে জেতে চাচ্ছি আমি একদিন রাত থাকতে চাই এত টাকা দেয়া সম্ভব না আমার পক্ষে সবনিম কত টাকা জানাবেন পিলজ

    • @nipunzaman1297
      @nipunzaman1297 4 роки тому

      Md sazzad Hossen পদ্মা রিসোর্টে যান, ৩/৪ হাজারে নিরাপদ কটেজ পাবেন!

  • @SRSOLAIMANIBNEEYAKUBALI1998
    @SRSOLAIMANIBNEEYAKUBALI1998 2 роки тому +1

    Number ta dewa jabe

  • @taynattaniya9301
    @taynattaniya9301 5 років тому +2

    Entry fee koto???
    & pool swimming er jnno ki koto fee lage???

    • @bisshobilash8289
      @bisshobilash8289  5 років тому

      www.bhawalresort.com/ Plz browse and Contact With them.

  • @ranauae1975
    @ranauae1975 5 років тому

    Deshe ashle inshaallah jabo tobe family shoho koto khoroch ashte pare janaben ar 3din er jonno booking dile kuno discount ace ki

  • @bitheehanif9440
    @bitheehanif9440 4 роки тому +1

    Khoros onk Basi

  • @dhakametropolitanhighschoo7588
    @dhakametropolitanhighschoo7588 4 роки тому

    ঢাকা মেট্রোপলিটন হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফল করতে চাই। এজন্য মোবাইল নং চাই। দিলে উপকার হয়।

  • @md.mesbahuddingazi7043
    @md.mesbahuddingazi7043 4 роки тому +2

    উচ্চবিত্তদের জন্য করা এখানে মধ্যবিত্তদের ও খাওয়া নাই

  • @afifamahin8538
    @afifamahin8538 5 років тому +1

    হোটেল ভাড়া কত করে জানতে পারি,ইনশাআল্লাহ আসব দেখার জন্য, আসব

    • @bisshobilash8289
      @bisshobilash8289  5 років тому

      এগুলো ঠিক হোটেল না, কটেজ। ভিডিওটা দেখলে একটা ধারনা পাবেন। তাছাড়া সময় এবং কটেজের মানের উপড় দাম ভেরি করে। আপনি এদের ওয়েবসাইট বা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন।

  • @NazrulIslam-tl1kt
    @NazrulIslam-tl1kt 4 роки тому +2

    Room price is too high

  • @shaukautfiroz5762
    @shaukautfiroz5762 5 років тому +2

    thanks

  • @mdmizan-hq8bh
    @mdmizan-hq8bh 4 роки тому +1

    হ্যালো ভাইয়া ভওয়াল রিসোর্টে একসাথে ৪ জনের কোন রুম আছে কিনা? থাকলে উহার রেন্ট কত? জানাবেন প্লুিজ

    • @bisshobilash8289
      @bisshobilash8289  4 роки тому

      আছে। দামটা বিভিন্ন সময় ওঠানামা করে। আপনি ভাওয়ার রিসোর্টের ওয়েব সাইটে গিয়ে যোগাযোগ করে এই সময়ের রেট টা জানতে পারেন।

  • @kidschannel3527
    @kidschannel3527 5 років тому +5

    Cost ta onek besi

  • @zahirulislam1972
    @zahirulislam1972 3 роки тому +3

    এখানে গেলে মা হাড়া এতিমদের মত লাগবে,, কোনো আনন্দ লাগবেনা,,যত সুন্দর হোক না কেন,,, যেহেতু মানুষ নাই বললেই চলে,,আর ১৬ হাজার টাকার কথা নাই বললাম,,,,১৬ হাজার টাকা খরচ করে ফ্যামেলীতে পার্টি দিলে এর চেয়ে বেশি আনন্দ পাওয়া যাবে,,,,

    • @arnob971853
      @arnob971853 2 роки тому

      tui jibone biye koris na vai...

  • @hsvd5271
    @hsvd5271 5 років тому +8

    ROM varata onek besi

    • @bisshobilash8289
      @bisshobilash8289  5 років тому

      ঠিক কিন্তু আসলে এরাতো আর শুধু দুইশো স্কয়ার ফিটের রুম ভাড়াই রাখে না, এরা আপনার কাছ থেকে এই টাকার মধ্যেই পুরো দেড়শো একর যায়গার সমস্ত ধরনের খরচটাই আসলে রাখে। শুধু মাত্র রুম ভাড়া রাখলে বাকী যায়গার খরচ পোশাবে কি করে?

    • @parvezahsan7177
      @parvezahsan7177 5 років тому

      Room Vara koto?

  • @skreza4264
    @skreza4264 4 роки тому +1

    aikane ki picnic arrange kora jay?

  • @samirsakir6603
    @samirsakir6603 5 років тому +1

    ekhanei to dekhe nilam, jaoar ki dorkar r!!!!

  • @mohammadimtiajurrahman4854
    @mohammadimtiajurrahman4854 5 років тому +1

    Awesome

  • @আমিহতাশ-গ৪ঠ
    @আমিহতাশ-গ৪ঠ 5 років тому +2

    Nice

  • @akashertara2758
    @akashertara2758 3 роки тому

    সারা দিন থাকবো কত টাকা খরচ পরবে plz plz জানাবেন।৪জন এর পেকেজ।

    • @bisshobilash8289
      @bisshobilash8289  3 роки тому

      ভাওয়াল রিসোর্টের ওয়েব সাইটে এ যোগাযোগ করুন

    • @mdmijanurrahoman8740
      @mdmijanurrahoman8740 3 роки тому

      @@bisshobilash8289
      ভাওয়াল রিসোর্ট এর ওয়েব সাইট এর লিং টা দেয়া যাবে

  • @mdasrafulislam8276
    @mdasrafulislam8276 4 роки тому +2

    ড্রাইভারদের কি থাকার কোন বেবস্থা আছে?

  • @riganhowlader5622
    @riganhowlader5622 4 роки тому +1

    একটু ভুল বলেন PARTEX GROUP এর না এটা AMBER GROUP এর

    • @mdanam6464
      @mdanam6464 4 роки тому +1

      PARTEX GROUP & AMBER GROUP BOTH ARE SAME COMPANY.