শীতকালে তো সবচেয়ে আদর্শ সময় ফেনা ভাত খাবার। নতুন চাল আগে অগ্রহায়ন মাসেই ধান উঠতো।আর শীতের সবজি ভাতে।গাওয়া ঘি আর কি চাই? ছোট বেলায় রোজ সকালে খেতাম।এখন কেউ তিন বেলা ভাত খায়না আমরা ছোটবেলায় খেতাম।♥️🙏♥️
@@MAMASIKITCHEN একেবারে ঠিক বলেছেন। মায়ের চেনা মহিলা সীম, ডিম আরও কত কি নিয়ে আসতো গ্রাম থেকে। বড়ি, মুড়ি নিয়ে আরও একজন। মুচমুচে বড়ি ভাজা ছড়িয়ে খাওয়ার মজা আলাদা ছিল। আজ হঠাৎ সেই ছবি বড় উজ্জ্বল হয়ে উঠলো। খাবার, রান্নার গন্ধ, 2B বাসে কলেজে যাওয়ার তাড়া ( নয়তো শিয়ালদা থেকে হাঁটা)। এবং সেই সারা জীবনের চেনা গলা: " সাবধানে যাবি"।
সত্যি ছোটবেলা টা খুব মিস করি। মনে হয় আমাদের ছোটবেলার সব ভালো ছিল। আমার ঠাকুমা ও বলতেন তাঁদের ছোটবেলায় সব ভালো ছিল। অর্থাৎ সবাই তার ছোটবেলা মিস করে। মা ঠাকুমা র হাতের রান্না অমৃত।সেসব ভোলা যায় না।♥️🙏♥️
মাসিমা, খুব ভালো হয়েছে। মার কথা মনে পরে গেলো। মা এটা বানাত, বিশেষ করে আমাদের জোর বা অন্ন কোনো শরীর খারাপ হলে। অমৃত লাগে খেতে। খুব ই সাধারণ এবং পুষ্টিকর খাবার।
Khub khub valo laglo dekhe... Ami ei rokom seddho ranna khete khub valobasi. Thank you 😊 ei rokom ranna aro chai. Jeta khub halka r sasthokor. Seddhor opor holei valo hoi
খুবই সুন্দর একটি রেসিপি। অবশ্যই করবো একদিন দিদি, বিশেষ করে সারাদিন উপোস করে রাতে একথালা গরম গরম ফ্যান ভাত দারুন লাগবে। মটর ডালের জায়গায় অন্য কোনো ডাল দিয়ে করলে কি ভালো লাগবে? যেমন ছোলা, মুগ বা মুসুর ডাল দিয়ে? ছেলেরা অবশ্য এত সুন্দর রেসিপি টা টেস্ট করেও দেখবে না। ঘরে তৈরি করা ঘী আর গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে এনে গরম গরম ফ্যান ভাত খেতে দুর্দান্ত লাগবে । অসংখ্য ধন্যবাদ আপনাকে দিদি।🙏
Ami ekjon central gov employee.. job er jonno bari theke onk tai dure thkte hoy. Office theke fire erokom ranna r recipe just fatafati!!! Vison tasty laglo.r o kichu erokom recipe chai..jgulo khb trtri toiri hoye jbe
আচ্ছা কাকিমা আমি এই সমস্ত কিছু দিয়ে প্রেসার কুকারের সিদ্ধ করে রান্না করি। সেক্ষেত্রে কি তাকে ফেনা ভাত বলা যাবে? তবে ডালটা গোটা গোটাই দিই। দেখতে কিন্তু প্রায় আপনার রান্নার মতই হয়। তবে স্বাদের ব্যাপারটা মনে হয় আলাদাই হবে
Masimoni eta banalam...asadharon tripti holo.... anek bhalobasa aar bijoya er pronam neben
Thank you so much.Anek ashirwad anek suvechchha ar valobasa.Valo theko.❤️❤️❤️❤️
Khub valo laglo
@@MAMASIKITCHEN😊😊
@@MAMASIKITCHEN যিতে (
@@MAMASIKITCHEN র
Excellent. Onek, onek dhanyabad apnake. Amar grihinike bolechi samner rabi bar banate as special menu. Ami apnar fan. Namaskar.
Thank you so much.Khub valo thakun.Asha kori valo lagbe.🎉🙏🎉
কী অপূর্ব একটা রেসিপি দেখালেন, দেখেই খেতে ইচ্ছে করছে! অবশ্যই বানাবো। এবং আপনি খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন। ভালো থাকবেন।❤️🙏
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা। ভালো লাগলো। ভালো থাকবেন।♥️🙏♥️
অপূর্ব! রেসিপি টা। একদিন নিশ্চয়ই বানাবো।👍❤️
অনেক অনেক ধন্যবাদ। বানিয়ে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো।♥️🙏♥️
দারুণ দারুণ, আমি মুগ ডাল পুটলি করে দেই এই রকম সেদ্ধ ভাতে। এবার মটর ডাল দিয়ে করে দেখবো।
মটর ডাল ছোলার ডাল হলে বেটে মুইঠ্যা বানিয়ে সেদ্ধ দিতে হবে।মুগ মুসুর হলে কাপড়ে বেঁধে সেদ্ধ দেওয়া যায়।♥️
মাসিমণি আপনার প্রতিটি রেসিপিই স্বাদ,সৌন্দর্য্য, স্বাস্থ্যকর এবং অবশ্যই ভালোবাসা মেশানো । সময়ের অভাবে অনেক কিছুই দেখা বা শেখার সুযোগ হয়ে ওঠেনা।তবে যেটুকু শিখি ,তাতেই সমৃদ্ধ হই,তাই অসামান্য ।যেমন-আজকের এই অসাধারণ রেসিপি ফ্যানাভাত।অনন্য, অতুলনীয় ।মাসিমণিকে আমার অসংখ্য ধন্যবাদ ।সার্বিক সুস্থ থাকবেন ।
স্বাগত জানাই তোমাকে। তুমি তো আমার মন কেড়ে নিয়েছো। ত্রিবেণী খুব ভালো থেকো আনন্দে থেকো।♥️🙏♥️
@@MAMASIKITCHEN 🙏💖
সংক্রান্ত
@@utshwdey4020
আপনার রান্নাগুলো এত ভালো লাগে যে কি বলবো,,,,,,এভাবেই আরো অনেক রান্না শেয়ার করুন। ভালো লাগবে,,,,,অনবদ্য,,,,,, অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,,,
স্বাগত আপনাকে। অনেক শুভেচ্ছা।♥️🙏♥️
🏵খুব সুন্দর লাগলো ভিডিওটা | ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য ❤
ভালো থাকবেন অনেক শুভকামনা ❤️🙏❤️
আহা, কি অপূর্ব। আমার দীদানা এভাবেই বানাতেন। সেই ফেলে আসা ছোটোবেলা টা বড্ড মনে করিয়ে দিলেন। 🙏
খুব ভালো লাগলো দারুন সুন্দর অপূর্ব রেসিপি 👍
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।♥️🙏♥️
বাহঃ কি ভালো যে লাগলো সেই ছোট বেলার কথা মনে পরে গেলো। মনে হচ্ছে আজই বানাই 👍
সত্যি ছোট বেলার কথা ভোলা যায় না। ভালো থেকো।♥️♥️
অনেক ভালো লাগলো আপু ভিডিও টা দেখে।
আমি বন্ধু হতে চলে এলাম। ❤❤❤
আশাকরি আপনি ও পাশে থাকবেন ❤❤❤
অনেক শুভকামনা।❤️🙏❤️
খুব সুন্দর লাগলো ছোটবেলায় মা,ঠাকুরমার হাতে তৈরী ফেনা ভাত (সবজি সমেত)অনেক খেয়েছি,সত্যিই অমৃত সমান স্বাদ হতো।
অনেক ধন্যবাদ।এই অভিজ্ঞতা আমার খুব আছে। ছোটবেলায় আমাদের সকালের খাবার ছিল ফেন ভাত আর নানা রকম সেদ্ধ বা ভাজা 🙏🙏
Nomoskar Go Mashi maa apna der recipe khub bhalo laglo
Ei bhabe recipe gulo share korte thakun
Thank you so much.Valo thakben.♥️🙏♥️
দেখেই তো প্রান জুড়িয়ে গেলো,, খেতে না জানি কতোই না ভালো হবে😋😋😋😋
অনেক ধন্যবাদ। সত্যি ভালো হয় খেতে।♥️🙏♥️
খুব সুন্দর লাগলো ফেনা ভাত❤❤❤🎉🎉
আমার সেদ্ধভাত খুব প্রিয়। আপনার এই রেসিপিটা অসাধারণ মাসিমা।এখনই খেতে ইচ্ছে করছে।
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।♥️🙏♥️
বাহ্ খুব সুন্দর অসাধারণ একটি ভাতের রেসিপি শিখলাম ভালোই লাগবে
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।❤️🙏❤️
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপনিও ভালো থাকবেন আর চটজলদি রেসিপি দেবেন
এক কথায় দারুন ,খুব তাড়াতাড়ি এবং হাইলি টেস্টি,অনেক ধন্যবাদ।
আপনাকে স্বাগত 🙏🙏
বাহ কি দারুণ একটা খাবার অনেক ভালো লাগল।।
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।♥️🙏♥️
বাহ্ কি সুন্দর একটা হেল্দি খাবার বানালেন, এমনিতেই ফেনা ভাত আমার খুব প্রিয়, তারপর আবার এত সবজি, বানিয়ে খেতেই হবে👍👍
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভকামনা।লাউ ডগা দিলে ভালো হয়।♥️🙏♥️
Ete dite hobe butter r sathe lagbe dim siddo uffffff jome jabe
সহজসাধ্য স্বাস্থ্যকর ও তৃপ্তিকর ফেনাভাত তৈরীর দুর্দান্ত রেসিপি! শাবাশ!♥
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। ভালো লাগলো।🙏🙏
Ekdom notun recipe amar kache.... obossi try korbo.... apnar bojhanota vison valo laglo...asa kori recipe tao valo lagbe👌👌👌👌
Thank you so much.Anek suvakamona.♥️🙏♥️
দারুন ভালো লাগলো।খুব প্রিয় খাবার আমার এটা।
ভালো থাকবেন।❤️🙏❤️
আজকেই দেখলাম, কাল অবশ্যই বানাবো। স্বাস্থ্যকর ও উপাদেয় রান্না। বিজয়ার প্রণাম নেবেন।
শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।❤️🙏❤️
দারুণ খাবার। অসাধারণ স্বাদের হবে বলাই বাহুল্য। বেশ অন্য রকম ভাবে ভাতে ভাত রান্নাটি। ধন্যবাদ দিদি। ভালো থাকবেন। নমস্কার নেবেন। 🙏😊
আপনাকে স্বাগত জানাই। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। খুব খুব ভালো থাকুন।❤️🙏❤️
খুব ভালো হয়েছে বন্ধু ফেন ভাত❤❤❤❤❤❤
অনেক ধন্যবাদ আপনাকে ❤️
বেশ ভালো লাগলো রান্নাটা।এত রকম সবজি দিয়ে সাধারণত খাওয়া হয় না। সাথে আবার ডাল ও আছে।।।ভালো লাগলো।
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।♥️🙏♥️
Khub sundor kom koste suswadu khabar❤️
Thank you so much ❤️❤️
দারুণ হয়েছে আন্টি।
from Bangladesh ❤️❤️❤️❤️❤️❤️❤️
অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের ভাইবোনদের জন্য অনেক শুভেচ্ছা।♥️♥️♥️
অনেক ধন্যবাদ আপনাকে এই অসাধারণ রন্ধন প্রণালীটি জানানোর জন্য। ভালো থাকবেন।
আপনাকে স্বাগত। ভালো থাকবেন।🙏🙏
আজ রবিবার সকালে এতো সুস্বাদু খাবার তৈরি দেখেই জিভে জল এসে গেল!! বানাতেই হবে এই বৃহস্পতিবার... 😀
থ্যাঙ্কিউ মাসিমা 🙏
স্বাগত তোমাকে। খুব ভালো থেকো।♥️🙏♥️
Khoob bhalo laglo Aunti tomar recipe bhalo theko ar sundor sundor item share koro
Thank you so much.Khub valo theko.❤️🙏❤️
অসাধারণ। কলেজ জীবনের brunch😊 শীতকালে সীম বা কড়াইশুটি। ডিম সিদ্ধ, আলাদা মাখা, তেল লঙ্কা দিয়ে।😋
শীতকালে তো সবচেয়ে আদর্শ সময় ফেনা ভাত খাবার। নতুন চাল আগে অগ্রহায়ন মাসেই ধান উঠতো।আর শীতের সবজি ভাতে।গাওয়া ঘি আর কি চাই? ছোট বেলায় রোজ সকালে খেতাম।এখন কেউ তিন বেলা ভাত খায়না আমরা ছোটবেলায় খেতাম।♥️🙏♥️
@@MAMASIKITCHEN
একেবারে ঠিক বলেছেন। মায়ের চেনা মহিলা সীম, ডিম আরও কত কি নিয়ে আসতো গ্রাম থেকে। বড়ি, মুড়ি নিয়ে আরও একজন। মুচমুচে বড়ি ভাজা ছড়িয়ে খাওয়ার মজা আলাদা ছিল।
আজ হঠাৎ সেই ছবি বড় উজ্জ্বল হয়ে উঠলো। খাবার, রান্নার গন্ধ, 2B বাসে কলেজে যাওয়ার তাড়া ( নয়তো শিয়ালদা থেকে হাঁটা)। এবং সেই সারা জীবনের চেনা গলা: " সাবধানে যাবি"।
আপনার বাচনভঙ্গী অত্যন্ত আন্তরিক! আর রেসিপি টি তে ও সেই আন্তরিকতার ছোঁয়া পেলাম!
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। অনেক আশীর্বাদ ও ভালোবাসা। ভালো থেকো।♥️♥️
একদম পুষ্টিকর খাবার। করব একদিন 😊
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা। জানাবেন কেমন হলো।♥️🙏♥️
পুষ্টিকর ও মুখ রোচক রেসিপি ।ভালো লেগেছে
অনেক ধন্যবাদ। শুনে আমার ও ভালো লাগলো। ভালো থাকবেন।❤️🙏❤️
এই রান্না টা আমরা শীতকালে বানাই শীতের সবজি দিয়ে। খুবই সুন্দর খেতে লাগে.
হ্যা শীতের সবজি দিয়ে ফেনা ভাত একদম জমে যায়।♥️🙏♥️
আপনাকে সালাম
আপনার আন্তরিকতা আমার ভালো লাগলো ।
মনে হয় হাতে কলমে শিখলাম ।
বাংলাদেশে র আমি।
দোয়া করবেন ।
অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালোবাসা। বাংলাদেশের বোন টি ভালো থেকো। আনন্দে থেকো।❤️🙏❤️
খারাপের কোনো প্রশ্নই নেই। একেবারে অসাধারণ।
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা 🙏🙏
Healthy recipe. Khub sundor
কমেন্ট না করে পারলাম না ।খুব ভাল লাগল আপনার প্রতিবেদন।
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা। ভালো লাগলো। ভালো থাকবেন।🙏🙏
Matar dal debar darkar hobe na.
খুব ভালো লাগলো আমিও একদিন করব।দিদি আপনার রান্না আমি দেখি খুব ভালো লাগে। আমি দিল্লি থেকে বোলছি।
খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। এরকম ওয়ান পট হেলদি রেসিপি আরো দেখতে চাই।
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকবেন।♥️🙏♥️
Hare Krishna.Excellant.
Thank you so much ♥️🙏♥️
Ashadharon Laglo phena vaat er recipe ta ❤❤❤❤❤Thanks Mashima ❤️ ❤️🙏🏻
You are most welcome ❤️❤️🙏❤️❤️
ভালো লাগলো আপনার রেসিপি ❤️👍
ধন্যবাদ।♥️🙏♥️
টমেটো ও টকদই মুক্ত রান্না দেখলাম। ভালো লাগলো
দারুন লাগলো। এটা একদিন বানাবো।
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।♥️🙏♥️
খুব ভালো লাগলো 👌👍
Thank you so much.Valo thakun.♥️🙏♥️
খুব ভালো লাগে এমন হেলদি,চটজলদি একদম বাঙালিয়ানার রান্নাগুলো
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা ❤️🙏❤️
আমি মুগডাল দিই। গোবিন্দ ভোগচাল দিয়ে ভালো লাগে, সাথে ঘি
হা সেটাও খুব ভালো হয়। তবে একবার আমার মতো করে রান্না করে দেখবেন তুলনা হীন। না রান্না করলে বোঝা যাবে না।♥️🙏♥️
Baah !! Darun laglo , ekdom mukhe jol chole elo
Thank you so much ❤️🙏❤️
Phena bhaat: pure bliss.. my favourite comfort food since childhood. You've explained the process so lucidly n with so much love. Thanks!
Thank you very much!🙏
Khub sundor hoyacha
Dhonyobad ❤️
কদিন ধরে মুখে একদম রুচি নেই, তবে এই ফ্যান ভাতের রেসিপি দেখে জিভে জল চলে এল 🤤❣️😍
তাহলে একদিন try করো please.❤️🙏❤️
@@MAMASIKITCHEN আজকে রাতেই বানিয়ে খেলাম। ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ 🥰💕
Ei bhabeo phena bhat kora jaye dekhe khub bhalo laglo didi...will try this at home
Thank you so much ❤️❤️🙏❤️❤️
খুব ভালো লাগলো। আমি অবশ্যই এই ভাবে ফেনা ভাত বানাবো। ধন্যবাদ।🙏
আপনাকে স্বাগত।অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো লাগলো।♥️🙏♥️
ফেনা ভাতটা দারুন হয়েছে আমার খেতে খুব ভালো লাগে খুব সুন্দর দেখতেও হয়েছে
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।♥️🙏♥️
সত্যি একটি ইউনিক রান্না।
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন।♥️🙏♥️
খুব ভালো লাগলো এই ভাবে একদিন বানাবো ❤
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ❤️❤️
অসাধারণ দেখতে খিচুড়ি রান্নাটা দারুন হয়েছে আপু
Ata fena vat.
@@MAMASIKITCHEN এদের জন্য সবকিছুই সমান ....ভাল যে পায়েশ ভাবেনি 😅
Daarun hoyechhe ,,,er shonge dim sheddho dileo bhalo laage
Seto valo lagbei ❤️
ধন্যবাদ দিদি, আমিও মাঝে মাঝে এভাবেই রান্না করে খাই শুধু নিজের জন্য করি, ছোট বেলায় খেতাম মা কাকিমা র হাতে, তাই এ রান্নাকে অনেক মিস করি।
সত্যি ছোটবেলা টা খুব মিস করি। মনে হয় আমাদের ছোটবেলার সব ভালো ছিল। আমার ঠাকুমা ও বলতেন তাঁদের ছোটবেলায় সব ভালো ছিল। অর্থাৎ সবাই তার ছোটবেলা মিস করে। মা ঠাকুমা র হাতের রান্না অমৃত।সেসব ভোলা যায় না।♥️🙏♥️
মাসিমা, খুব ভালো হয়েছে। মার কথা মনে পরে গেলো। মা এটা বানাত, বিশেষ করে আমাদের জোর বা অন্ন কোনো শরীর খারাপ হলে। অমৃত লাগে খেতে। খুব ই সাধারণ এবং পুষ্টিকর খাবার।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ❤️❤️
মাসিমা আপনার রেসিপি দেখে ছোট বেলার কথা মনে পড়ে গেল
অনেক ধন্যবাদ অনেক শুভকামনা।♥️🙏♥️
অসাধারণ লাগল আমি ও একদিন করব
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ❤️❤️🙏❤️❤️
দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও ভাল হবে
অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা। ঠিক বলেছেন খুবই টেষ্টি।♥️🙏♥️
আহা কী অপূর্ব। মাটির কাছাকাছি চলে গেলাম ।
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ❤️❤️❤️🙏❤️❤️❤️
Ei rannata banalam
O khelam
Eto bhalo laglo
Mone hocche apnar hatei maa lokkhi
Thank you so much.Valo legechhe sune valo laglo.🙏🙏
দারুন হবে ।
@@saswatidutta9557 বানিয়ে খেয়ে দেখব কেমন লাগে কম সময় পুষ্টি কারক খাবার,
Bahh.
@@MAMASIKITCHEN r
মাসিমা রান্নাটা দারুন লাগলো আমি ট্রাই করবো❤❤
Darun thank you so much for this lovely yummy recipe ❤ it's looking very yummy
Thank you so much ❤️🙏❤️
Besh bhalo recipe, eto sundor bhabe shekhalen, nischoi try korbo.
Thank you so much ❤️❤️🙏❤️❤️
বাহ ! অসাধারণ লাগলো । অপূর্ব আয়োজন। আমি আপনার চ্যানেলে এই প্রথম। এই অভিনব রেসিপি টা সত্যিই আমার মন কেড়ে নিল । আরো অনেক রেসিপি দেখার অপেক্ষায় রইলাম। আপনার সুস্থতা কামনা করি 💐💖❤️
আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। ভালো থাকবেন।♥️🙏♥️
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো লাগলো শুনে। ভালো থাকবেন।♥️🙏♥️
খুব ভালো লাগলো👌👌👌👌❤❤❤❤
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।♥️🙏♥️
Khub khub valo laglo dekhe... Ami ei rokom seddho ranna khete khub valobasi. Thank you 😊 ei rokom ranna aro chai. Jeta khub halka r sasthokor. Seddhor opor holei valo hoi
অনেক অনেক ধন্যবাদ ❤️🙏❤️
দারুন হয়েছে দিদি ভাই এই রকম রান্না আমার খুব পছন্দ হয়।
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।ভালো থাকবেন।♥️🙏♥️
খুব ভালো রেসিপি। আমি আগে করেছি খুব ভালো হয়েছিল। ভালো থাকবেন।
Thank you so much ❤️🎉❤️
খুবই সুন্দর একটি রেসিপি। অবশ্যই করবো একদিন দিদি, বিশেষ করে সারাদিন উপোস করে রাতে একথালা গরম গরম ফ্যান ভাত দারুন লাগবে। মটর ডালের জায়গায় অন্য কোনো ডাল দিয়ে করলে কি ভালো লাগবে? যেমন ছোলা, মুগ বা মুসুর ডাল দিয়ে?
ছেলেরা অবশ্য এত সুন্দর রেসিপি টা টেস্ট করেও দেখবে না। ঘরে তৈরি করা ঘী আর গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে এনে গরম গরম ফ্যান ভাত খেতে দুর্দান্ত লাগবে । অসংখ্য ধন্যবাদ আপনাকে দিদি।🙏
অন্য ডাল গুলো ও ভালো ই লাগবে। বাড়ির ঘি বাড়ির কাঁচা লঙ্কা উফ্ কলা পাতা থাকলে জাষ্ট জমে যাবে। আমি ও স্বাদটা পাচ্ছি যেন।♥️♥️
Khubi bhaglo laglo ranna dekhe .. healthy n tasty
Thank you so much.Valo thakun.♥️🙏♥️
বেশ ভালো লাগলো।
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা।♥️🙏♥️
পৃথিবীর সব থেকে সুন্দর ও সুস্বাদু একটি রেসিপি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি রেসিপি দেখানোর জন্য।
Thank you so much ❤️🙏❤️
বাঃ অসাধারণ 👌👌। ভীষণ সুন্দর লাগলো মাসিমা। আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা 🙏🏻💕🙏🏻
অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন ভালোবাসা রইলো।♥️🙏♥️
Woow kakima ki darun ranna korlan Kub Valo laglo ty valobasha rakhay galam 🙏🏽🙏🏽♥️♥️
Thank you so much.Anek valobasa.❤️❤️🙏❤️❤️
Ami ekjon central gov employee.. job er jonno bari theke onk tai dure thkte hoy. Office theke fire erokom ranna r recipe just fatafati!!! Vison tasty laglo.r o kichu erokom recipe chai..jgulo khb trtri toiri hoye jbe
Thank you so much .Nishchoi debo.❤️❤️🙏❤️❤️
খুব সুন্দর।আমার খুব ভালো লাগলো 👍👍👍👍
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।♥️🙏♥️
Khub valo laglo jethima..
Thank you ❤️🙏❤️
একদম দারুন লাগবে দিদি খেতে 💖💖
ধন্যবাদ। ঠিক বলেছেন।❤️🙏❤️
Bhison bhalo laglo go . Bhalo theko , aro recipe chai kintu
Thank you so much.Valo thakben.❤️❤️🙏❤️❤️
I love this recipe....very healthy and yummy 😉😉👍👍🤙🤙🤙
Thank you.♥️🙏♥️
ছোট বেলায় কথা মনে পড়ে গেল, অনেক খেয়েছি ছোট বেলায় 😊😊😊❤❤
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ❤️❤️
Wowww so yummy 😋
Thank you so much.Valo thakben.♥️🙏♥️
Darun mukhe jol chole alo🤤
Thank you so much ❤️
Looking testy ❤️😊
Thank you so much Valo thakben.❤️🙏❤️
আপনার দেখে করেছিলাম খুব ভাল লেগেছে।
অনেক ধন্যবাদ ❤️🎉❤️
প্রেসার কুকারে জলে লবণ ঘি দিয়ে সব একসাথে দিয়ে পরিমাণ মত স্টীম দিলে তাড়াতাড়ি হবে। বেশি গলালে ভালো লাগবে না বুঝে স্টীম।
Ha ajkal avabei ranna kara hoy tabe Adim akrittim amar paddhati te akbar kore dekhben aktu bodh hoy alada bodh hobe.♥️🙏♥️
Ahh ,pressure cooker.e Sab ghete ,gole ,pak hoye jabe.masimar mato habena.eto sneho,mamota,makha parom jatner habe naki?????
বাহ দারুন লাগছে❤ খেতে দারুন লাগবে ❤❤
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ❤️❤️
আচ্ছা কাকিমা আমি এই সমস্ত কিছু দিয়ে প্রেসার কুকারের সিদ্ধ করে রান্না করি। সেক্ষেত্রে কি তাকে ফেনা ভাত বলা যাবে? তবে ডালটা গোটা গোটাই দিই। দেখতে কিন্তু প্রায় আপনার রান্নার মতই হয়। তবে স্বাদের ব্যাপারটা মনে হয় আলাদাই হবে
নিশ্চয়ই ফেনা ভাত ই হবে। বেশি না গলালেই হলো। প্রথমে মুইঠ্যা দিয়ে ও করা যায। আমি সর্বদা প্রেসার কুকারের পক্ষে।তবে স্বাদে ইনিশ বিশ হতেই পারে।♥️🙏♥️
Khub sundor laglo 👌 amio khub taratari eita banabo
Thank you.Valo thakben.❤️🙏❤️
Khub valo hoyeche recipe ta❤❤❤like diye gelam
Dhonyobad.Apnar jonyo anek suvakamona 🎉❤️🎉
Ami banabo …recipe ta besh bhalo laglo
Thank you so much ❤️🎉❤️