খুব যুক্তিনিষ্ঠ আলোচনা ...আমি দীর্ঘদিন ধরেই অম্বুবাচী সংক্রান্ত প্রচলিত নিয়ম না মেনে নিত্যপূজা পাঠ করি। অনেক সমালোচনা সত্বেও আমার মনের যুক্তির কাছে আমি দৃঢ়। আজ আপনার ভিডিও টা আমাকে সঠিক পথ দেখাল।অজস্র ধন্যবাদ
খুবই ভাল লাগল আপনার এই যুক্তিপূর্ণ আলোচনা ।গত বছর এই অম্বুবাচি চলার মধ্যেই বিপত্তারিনী পূজার তিথি ছিল, আমি সেই দিনেই ব্রত পালন করেছি, তাই অনেকেই অনেক আপত্তিকর মন্তব্য করেছেন। আজ আপনার এই পোস্ট দেখে জানলাম যে আমি কোনও ভুল করি নি।
খুব সুন্দর শাস্ত্র নির্ভর যুক্তিপূর্ণ আলোচনা শুনলাম। শুভ অশৌচ (পরিবারের নতুন কেউ জন্মালে ) এবং কালা অশৌচ (পরিবারের কোনো সদস্যের মৃত্যু ) এর সময় কি করা উচিত ও কি করা উচিত নয় (পূজা, ইষ্ট জপ ইত্যাদি), সে সম্বন্ধে যদি সনাতনী শাস্ত্রবিধি নির্ভর একটি ভিডিও বানান, তাহলে খুবই ভালো লাগবে।
খুব ভালো লাগলো vedio আমি এতো টা জানতাম না কিন্তু আমার মন বলতো এটা ঠিক না পুজো বন্ধ রাখা যে মা সারা বছর পবিত্র থাকে হঠাৎ অপবিত্র হয়ে যাবে মুখ ও দেখা যাবে না পুজো করা যাবে না এটা কেমন কথা। সারা বছর যাকে ভালোবাসছি ভক্তি করছি হঠাৎ যদি শুনি তাঁর শরীর খারাপ বা সে অসুস্থ আর সেই সময় তার কাছে থাকলাম না সেবা করলাম না একঘরে করে দিলাম ।এটা কী ধরনের ভালোবাসা, ভক্তি ।অন্যান্য অনেক বড়ো বড়ো মন্দির এ এই সময় পুজো চলে শুধু পাড়ার মন্দির আর কিছু typical কাকিমা ঝেঠিমা দের বাড়ি সব বন্ধ থাকে । আমি আপনার নতুন subscriber। UTS channel থেকে আপনার vedio দেখে এই channel এ এসেছিলাম। সমাজে এই রকম মানুষের খুব প্রয়োজন। প্রণাম নেবেন।
ভাই, আপনার এই ভিডিওটি খুব ভালো হয়েছে ও আমার খুবই উপকার করেছে। কারণ ঠিক এই কথাগুলো আমি দীর্ঘদিন ধরে পরিবারে ও পরিচিতদের মধ্যে বলে আসছি, কিন্তু গেঁয়ো যোগী তো ভিক পায় না! মানুষ যতক্ষণ না ছাপার অক্ষরে বা মিডিয়াতে কিছু না দেখবে (ভুল হলেও)ততক্ষণ কিছু মানবে না। আর আমি প্রচার বিমুখ এক চিকিৎসক মাত্র। তাই ভিডিও করা আসে না। তাই বাড়ির লোক বিশ্বাস ও করতে একটু....। ভালো থাকুন। সংস্কার থাক, কিন্তু কুসংস্কারের বিরুদ্ধে এইভাবে সচেতনতা গড়ে তুলুন।
অনেক অনেক ধন্যবাদ🙏💕 সত্য কে যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে প্রকাশিত করার জন্য কুসংস্কারে সমাজ টা ঢেকে গেছে- ধর্মান্ধতার পর্দা সরিয়ে দেওয়ার প্রচেষ্টা কে কুর্নিশ এবং নত মস্তকে প্রনাম করছি পন্ডিত জি
আমারা শাস্ত্র বিষয় একেবারেই মুর্খ।আপনার জন্য অপেক্ষা করি।খুব উপকার করলেন। প্রশ্ন অনেকেই থেকে যায় কিন্তু শাস্ত্র বিশ্লেষণ করে উত্তর কেউ দেয় না ।অনেক ধন্যবাদ।
হিন্দু সনাতন ধর্ম কতটা যে সাইন্টিফিক আমরা জানি। লোকসমাজের মুখে মুখে কিছু অজ্ঞ মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে। আর আমরা বিচার না করে নির্বোধের মত মেনে চলেছি। অসম্ভব সুন্দর ভিডিও তৈরি করেছেন দাদা দরকার ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রণাম নেবেন।
Ami eto kichu na jeneo puja kortam karon amar mone hoto keno ami mayer mukh dekhbona keno make fuljol debo na? Kintu aj apnar video ta dekhe mone hocche ami thik chilam. Khube valo laglo. Onek kichu jante param.
Khub valo legeche apnar video. Amio eta mante parina mon theke je maa ke sara bachor khete dichhi, pujo korchi, prarthona korchi, sei maa ke ritumoti hoeche bole khete debona, lal kapore dheke rakhbo eto r o pap mone hoy amar kache.
খুব যুক্তিনিষ্ঠ আলোচনা ...আমি দীর্ঘদিন ধরেই অম্বুবাচী সংক্রান্ত প্রচলিত নিয়ম না মেনে নিত্যপূজা পাঠ করি। অনেক সমালোচনা সত্বেও আমার মনের যুক্তির কাছে আমি দৃঢ়। আজ আপনার ভিডিও টা আমাকে সঠিক পথ দেখাল।অজস্র ধন্যবাদ
বাঃ,অসাধারণ বিশ্লেষণ। মা মহামায়া সকলের মঙ্গল কর মা।সবারই মঙ্গল কর, দয়া কর।
অসাধারণ বক্তব্য, অনেক কিছু শিখতে পারলাম। ঈশ্বর আপনার দীর্ঘায়ু করুন।
খুবই ভাল লাগল আপনার এই যুক্তিপূর্ণ আলোচনা ।গত বছর এই অম্বুবাচি চলার মধ্যেই বিপত্তারিনী পূজার তিথি ছিল, আমি সেই দিনেই ব্রত পালন করেছি, তাই অনেকেই অনেক আপত্তিকর মন্তব্য করেছেন। আজ আপনার এই পোস্ট দেখে জানলাম যে আমি কোনও ভুল করি নি।
আমি আপনার video দেখি এবং তা গ্রহণ করি, আমরা সনাতন ধর্মের মানুষ খুবই ভাগ্যবান আপনার মতো একজন কে পেয়ে। ধন্যবাদ আপনাকে 🙏🙏🙏
ভিডিওটি খুব ভাল লাগল, খুবই যুক্তিযুক্ত, আমার মনেও অনেক প্রশ্ন ছিল, পরিস্কার হয়ে গেল, অনেক ধন্যবাদ।
অসাধারণ বিশ্লেষণ, খুব ভালো লাগলো।
খুব সুন্দর শাস্ত্র নির্ভর যুক্তিপূর্ণ আলোচনা শুনলাম। শুভ অশৌচ (পরিবারের নতুন কেউ জন্মালে ) এবং কালা অশৌচ (পরিবারের কোনো সদস্যের মৃত্যু ) এর সময় কি করা উচিত ও কি করা উচিত নয় (পূজা, ইষ্ট জপ ইত্যাদি), সে সম্বন্ধে যদি সনাতনী শাস্ত্রবিধি নির্ভর একটি ভিডিও বানান, তাহলে খুবই ভালো লাগবে।
খুব ভালো লাগলো। মনে মনে বাঁচলাম। কোনোদিন ই পুজো বন্ধ রাখিনি অসুস্থতা ছাড়া। বল পেলাম।নমস্কার
অসাধারণ বক্তব্য। খুব সুন্দর আলোচনা করেছেন অনেক শিখতে পারলাম। ঈশ্বর আপনার দীর্ঘায়ু করুন।
প্রণাম
খুব ভালো লাগলো vedio আমি এতো টা জানতাম না কিন্তু আমার মন বলতো এটা ঠিক না পুজো বন্ধ রাখা যে মা সারা বছর পবিত্র থাকে হঠাৎ অপবিত্র হয়ে যাবে মুখ ও দেখা যাবে না পুজো করা যাবে না এটা কেমন কথা। সারা বছর যাকে ভালোবাসছি ভক্তি করছি হঠাৎ যদি শুনি তাঁর শরীর খারাপ বা সে অসুস্থ আর সেই সময় তার কাছে থাকলাম না সেবা করলাম না একঘরে করে দিলাম ।এটা কী ধরনের ভালোবাসা, ভক্তি ।অন্যান্য অনেক বড়ো বড়ো মন্দির এ এই সময় পুজো চলে শুধু পাড়ার মন্দির আর কিছু typical কাকিমা ঝেঠিমা দের বাড়ি সব বন্ধ থাকে । আমি আপনার নতুন subscriber। UTS channel থেকে আপনার vedio দেখে এই channel এ এসেছিলাম। সমাজে এই রকম মানুষের খুব প্রয়োজন। প্রণাম নেবেন।
🙏🏻🙏🏻🙏🏻
Khub bhalo laglo moner vraanti dur holo khub bhalo thakun.
Thik bolechhen, moner Katha bolechhen, Joy Thakur 🙏Joy Maa 🙏
খুব ভাল লাগল কতকিছু জানতে পারলাম
খুব ভালো লাগলো
ধন্যবাদ, এরকম একজন মানুষ খুব দরকার ,দারুন ব্যাখ্যা।
ভাই, আপনার এই ভিডিওটি খুব ভালো হয়েছে ও আমার খুবই উপকার করেছে। কারণ ঠিক এই কথাগুলো আমি দীর্ঘদিন ধরে পরিবারে ও পরিচিতদের মধ্যে বলে আসছি, কিন্তু গেঁয়ো যোগী তো ভিক পায় না! মানুষ যতক্ষণ না ছাপার অক্ষরে বা মিডিয়াতে কিছু না দেখবে (ভুল হলেও)ততক্ষণ কিছু মানবে না। আর আমি প্রচার বিমুখ এক চিকিৎসক মাত্র। তাই ভিডিও করা আসে না। তাই বাড়ির লোক বিশ্বাস ও করতে একটু....। ভালো থাকুন। সংস্কার থাক, কিন্তু কুসংস্কারের বিরুদ্ধে এইভাবে সচেতনতা গড়ে তুলুন।
ধন্যবাদ মশাই,,,কি সহজ করে বললেন। এবং যথেষ্ট প্রমাণ সাপেক্ষ।। কুর্নিশ জানাই।জয় রাধে।
আপনার এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য জানতে পারলাম এবং কুসংস্কার মুক্ত হলাম। ধন্যবাদ আপনাকে।
ভিডিওটা পেয়ে,খুবই উপকৃত হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏🙏।
শিবপ্রসাদ স্যার, অম্বুবাচী সম্পর্কে আপনার মতামত শুনে উপকৃত হলাম। অপূর্ব ব্যাখ্যা।
সত্যের সততা সঠিকভাবে উন্মোচিত হলো। আপনাকে নমস্কার🌹❤🙏
শেয়ার করলাম বহু জনকে। এতটাই ভালো লেগেছে। যুক্তি দিয়ে বিবেচনায় মন থেকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ভালোলাগা অনুভব করলে অটোমেটিক ঈশ্বরকে অনুভব করা যায়।
আমিও খুব প্রশ্ন করতে ভালোবাসি। তাই খুব ভালো লাগলো ভিডিওটা। না জানা জিনিস জেনে ঋদ্ধ হলাম।
অনেক অনেক ধন্যবাদ🙏💕
সত্য কে যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে
প্রকাশিত করার জন্য
কুসংস্কারে সমাজ টা ঢেকে গেছে-
ধর্মান্ধতার পর্দা সরিয়ে দেওয়ার প্রচেষ্টা কে
কুর্নিশ এবং
নত মস্তকে প্রনাম করছি
পন্ডিত জি
🙏🏻🙏🏻
অসাধারণ সুন্দর ব্যাখ্যা, অনেক ধন্যবাদ জানালাম, কামাক্ষা ধামে এই অম্যাবুচির সময়ের যে ঘটনাটি ঘটতে শোনা যায় এই বিষয়ে জানানোর অনুরোধ জানালাম।
শিবপ্রসাদ বাবু অম্বুবাচী ও শাস্ত্রীয় জ্ঞান অর্জন করলাম। ধন্যবাদ।
আমারা শাস্ত্র বিষয় একেবারেই মুর্খ।আপনার জন্য অপেক্ষা করি।খুব উপকার করলেন। প্রশ্ন অনেকেই থেকে যায় কিন্তু শাস্ত্র বিশ্লেষণ করে উত্তর কেউ দেয় না ।অনেক ধন্যবাদ।
হিন্দু সনাতন ধর্ম কতটা যে সাইন্টিফিক আমরা জানি। লোকসমাজের মুখে মুখে কিছু অজ্ঞ মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে। আর আমরা বিচার না করে নির্বোধের মত মেনে চলেছি। অসম্ভব সুন্দর ভিডিও তৈরি করেছেন দাদা দরকার ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রণাম নেবেন।
অসাধারণ বক্তব্য অনেক কিছু জানতে পারলাম মনে একটু শান্তি পেলাম নমস্কার
খুবই ভালো লাগলো আপনার ভিডিও ধন্যবাদ
নতুন একটা কথা ভালো লাগলো। কামরূপ কামাখ্যা মায়ের মন্দির বন্ধ থাকে কেন?
Thank you, aapnar ei kotha shune aamar mon er shaunshoy dur holo. Aapna ke pronam onek dhonyobad
খুব ভালো লাগলো সবটা জেনে বুঝে... আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পরিষ্কারভাবে সবটুকু বুঝিয়ে দেওয়ার জন্য
বিস্তারিত জানার পর খুবই ভাল লাগল। চিন্তা মুক্ত হয়ে এবার পূজা করতে চললাম দাদা। অনেক অনেক ধন্যবাদ।
যুক্তি নির্ভর কথাগুলো খুব ই ভাল লাগল। প্রণাম নেবেন আমার।
খুব উপকৃত হলাম,তিন বার রিপিট করে দেখলাম ও শুনলাম ।প্রণাম নেবেন 🙏🙏🙏 ।আর প্রশ্ন আছে ❤
🙏🏻🙏🏻
দাদা আপনি অসাধারণ ভাবে বুঝিয়ে দিয়েছেন ধন্যবাদ
ভাষা নেই ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোট করবো না.. রেস্পেক্ট জানালাম 🙏অসাধারণ 👍👌🙏
বা বেশ ভালো লাগলো। যা কিছু অসম্পূর্ণ ছিলো, কিছুটা পেয়েছি। অমৃত স্বাদ।
মনের অশান্তি চলে গেলো। আপনাকে ধন্যবাদ।
খুব উপকৃত হলাম ধন্যবাদ,কিসুন্দরকরে বুঝালেন।
Khub khub bhalo laglo.Ai beypare khub chinta hochhilo. Evrey year a hoi.kintu aj sab clear hoa gelo. Thank you.
Thanks thanks thanks 🙏 যথার্থ যুক্তি খুব সুন্দর হয়েছে আলোচনা
খুব সুন্দর ব্যাখ্যা অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেলাম
অসংখ্য ধন্যবাদ আপণাকে
খুব ভাল লাগল, এতদিন দিন তো ভুলটাই জেনে এসেছিলাম, এইবার ঠিক জানলাম, ধন্যবাদ আপনাকে
Khub valo kotha bolenn
খুব ভালো লাগছে। আমি অনেক দিন হয় বলব ভাবছি।।এখন জেনে গেলাম।শিলচর থেকে শুনছি।
ধর্মের আলোকে বিজ্ঞানের যুক্তি,খুবই যুক্তি যুক্ত।
ভিডিও থেকে গুরুত্বপূর্ণ তথ্য জেনে সমৃদ্ধ হলাম
অনেক শুভেচ্ছা রইল।
Anek kitchu jante parlam. Ei vedio ta share korbo jate aro anekei jante pare.
Eto sunder bhabe bujhiye debar jonno apnake anek anek dhonnobad.
Pronam neben 🙏
Khub valo dada...onek boro tothho apnar kach theke paoa gelo....eta amar kache onek boro paoa...❤❤❤❤
অনেক না জানা তত্ত্ব পেলাম। অনেক ধন্যবাদ ❤❤
Jotoi suni mon shanto hoye jay .Ki bolbo apnake apni erom aro video banan .Dhonnobad
🙏🏻
দাদা বিধবা কেন অম্ভবাচী পালন করে তাদের কি অম্ভবাচী পালন করতেই হবে?আর যদি কেউ না করে তাহলে কি পাপ হবে?
খুব ভালো লাগলো। অম্বোবুচি নিয়ে বিস্তারিত যে আলোচনা করলেন সত্যিই খুব ভালো লাগলো।অনেক ধন্যবাদ।
শিবুদা অনেকদিন বাদে লাইনে দেন খুব ভালো প্রসঙ্গ তুলেছেন অনেক কিছু জানার আছে অসাধারণ প্রতিবেদনটা ঈশ্বরের কাছে দীর্ঘ আয়ু কামনা করি আপনার।
Khub valo laglo, amio ae motamot poshon kori, kono.pujo bandho kori na. R kapor diye dhekeo rakhi na.
দাদা অসাধারণ বলেছেন অনেক ধন্যবাদ আপনাকে।
Ajasra dhanyabad dada ,eta amar jana vison darkar chhilo .khub valo video.
খুব ভালো লাগলো। অনেক কিছু জানলাম।
Thanks for good information on Ambubachi.
অনেক কিছু জানতে পারলাম। খুব ভালো লাগলো।
অসাধারণ ভিডিও, খুব সত্যি , জয় সনাতন জয় সনাতনী 🕉️🚩🙏
Moner moto kothagulo shuntepalam ❤
Thank you so much for giving us such valuable information 🙏🙏🙏
জয়গুরু দাদা। খুব সুন্দর। সময়োপযোগী কথা।
🙏🏻🙏🏻🙏🏻
এতো ভালো করে বোঝানোর জন্য ধন্যবাদ
Very very beautiful advice just like great knowledge of the all pndit and our Brahman Samaj. Thank you.
🙏🏻🙏🏻🙏🏻
Asadharon video ti khub bhalo laglo anek ajana tothyo jante parlam 🙏🙏
Jai Shree Krishna . Jai Guru . Very nice explain .
একদম ঠিক কথা বলেছেন আমি ও আপনার সাথে একমত আমি প্রতি দিন পূজা করি
খুব সুন্দর ব্যাখ্যা। অনেক ধন্যবাদ 🙏
খুব ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম।🙏🙏
Khub Bhalo Laglo Esab Kichui Jantam Na.. Moner Theke Na Manle o Anek Kichu Karte Hai...Apner Katha Sune Mone Sahash Pelam. ....Apnake Namashkar....
Osadharon...apluto hoye sunlam..r onek kichu janlam..🙏🙏
khub bhalo laglo joy shree krishna radhe radhe 🙏
Doynobad kub valo laglo❤❤
সুন্দর উপস্থাপনা
Khub bhalo lago ar anak ki janta parlam.dhnobad podhu...bhalo thakba..
দাদাপ্রণাম নেবেন আপনার কাছে অনেক কিছু জানতে পারলাম
Excellent discuss many many thanks
Probhu ei bhabe amader sob janale amader onek upokar hobe
Awesome explanation, khoob bhalo laglo
দারুণ দারুণ দাদা🙏🙏🙏🙏
Apnar vidio khub valo laglo 🙏🙏🌺
Ami eto kichu na jeneo puja kortam karon amar mone hoto keno ami mayer mukh dekhbona keno make fuljol debo na? Kintu aj apnar video ta dekhe mone hocche ami thik chilam. Khube valo laglo. Onek kichu jante param.
Khub sundor….
Darun laglo kotha gulo 👌🙏🙏
Thanks, very useful analysis, 🙏🙏🙏
Daruuuuu laglo aro sunte ichhe korchhe..
Khub khub Valo.
Anek kichhu jante parlam dhanyabad janai
Khub Sundar upashtapana
এতো সূক্ষ্ম বিশ্লেষণ অনেক কিছু জানার আগ্রহ বারে 🙏 প্রণাম নেবেন
একদম সঠিক বলেছেন প্রভু ❤
Khub valo laglo sathita jana
Excellent information.
Glad you think so!
অনেক কিছু জানতে পারলাম হরেকৃষ্ণ
Khub bhalo laglo sir
Pronommo Aapni Mahashaye....!!!!! 🙏🙏🙏🙏🙏
আমি এই সময় কোনও দিন পূজা বন্ধ করিনি । তবে এই সব আপনার কাছ থেকে জেনে মনে জোর পেলাম। ধন্যবাদ। এই সময় খাওয়ার কোনও নিয়ম আছে কি?যদি জানান ভাল হয়।
অসাধারণ ব্যাখ্যা
Khub valo legeche apnar video. Amio eta mante parina mon theke je maa ke sara bachor khete dichhi, pujo korchi, prarthona korchi, sei maa ke ritumoti hoeche bole khete debona, lal kapore dheke rakhbo eto r o pap mone hoy amar kache.