মসজিদে যিরার নির্মাণ ও ধ্বংসের ইতিহাস History of the construction and destruction of the mosque of

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • মদিনার মুসলমান ও ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র পরিচালনার জন্য মসজিদে কুবার সন্নিকটে একটি ঘাটি বানানো এবং সে ঘাটির নাম মসজিদ রাখার জন্য আবু আমের পাদ্রী নামের এক খৃষ্টান মদিনার কিছু মুনাফিকদের কু পরামর্শ দেয়।
    সেই মতে মদিনার ১২ জন মুনাফিক মিলে একটি ঘর বানিয়ে মসজিদ নাম দিয়ে রাসূল সা. কে উদ্বোধন করার আহবান জানায়। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা তাওবার ১০৭ নং আয়াত নাযিল করে এই গোপন দূরভিসন্ধির কথা ফাঁস করে দেন।
    আল্লাহ তাআলা ঘরটিকে মসজিদে যিরার (ভয়ানক ক্ষতিকর মসজিদ) নামে আখ্যায়িত করেন। 'আলহেরা পিচ মিডিয়া Alhera Peace Media' কর্তৃক প্রকাশিত ' মসজিদে যিরার নির্মাণ ও ধ্বংসের ইতিহাস History of the construction and destruction of the mosque of Jirar' নামক এ ভিডিওতে সেই ইতিহাসই তুলে ধরা হয়েছে। আশাকরি দর্শকদের ভাল লাগবে।
    alhera peace media, আলহেরা পিচ মিডিয়া, রফিকুল ইসলাম সরদার, rafikul islam sardar, বিশ্ববাসীর শান্তি কামনায়, Seek peace of the world
    Alhera peace media, How to hajj & umra, how to see safa marwa, how to see kaba & mataf?
    #নবীজি_সা_এর_হিজরত

КОМЕНТАРІ • 8